এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বামপন্থীরা ও বিজেপি বিরোধী জোট

    souvik
    অন্যান্য | ০২ জানুয়ারি ২০১৮ | ৩৪৮৫৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sm | 52.110.148.155 | ২২ ফেব্রুয়ারি ২০১৮ ২০:৫৬372696
  • কার কথা বলছেন? সদ্যোজাত ভদ্র?
    কি বলছে , সে?
  • PT | 160.129.67.182 | ২২ ফেব্রুয়ারি ২০১৮ ২১:০৪372697
  • মামাটির হাতে মানুষের (=কিষেণজীর) রক্ত.....ইত্যাদি।
  • S | 194.167.2.96 | ২৩ ফেব্রুয়ারি ২০১৮ ০৯:৩৭372699
  • যাহ ছাগলতত্ত্ব প্রমাণ হইয়া গেলো? ঃ)
  • S | 194.167.2.96 | ২৩ ফেব্রুয়ারি ২০১৮ ০৯:৫৪372700
  • "আর এক গবেষণা বলছে, মানুষের মনে বিপন্নতার বোধটি যথেষ্ট জাগিয়ে দেওয়া গেলে রক্ষণশীলদের দিকে সমর্থন বাড়তে থাকে। "
  • PT | 160.129.67.182 | ২৩ ফেব্রুয়ারি ২০১৮ ১৪:০৩372701
  • ছাগলতত্ব, বহুরূপেঃ এরাই তো ভোটও দেয়, নাকি?
    ‘‘গর্ভসংস্কার! বলে বলে নাকি জন্ম দেওয়া যাবে আর্যভট্ট-আইনস্টাইনের
    .......যে দেশে লোককে বোকা বানানো এত সহজ, সে দেশে এক শ্রেণির লোক নিজেদের সারা জীবনটাই খুব সহজে কাটিয়ে দিতে পারেন শুধুমাত্র লোককে বোকা বানিয়ে।"
    http://www.anandabazar.com/national/want-a-baby-with-einstein-s-iq-or-shivaji-s-ability-rss-men-prescribe-garv-sanskar-dgtlx-1.760982?ref=hm-ft-stry-1
  • PT | 160.129.67.29 | ২৪ ফেব্রুয়ারি ২০১৮ ১২:৪০372702
  • "এখন ঠাকুরের আশীর্বাদে বিজেপি জিতে গেলে কারে কারে দুষবেন ঠিক কল্লেন আপনেরা ? কল্লোল তো ওখানে যায়ই নি। EVM টাও খুব নড়বড়ে । "

    "ভোটের দিন যে বেনজির বিভ্রাট দেখা দিয়েছিল ইভিএম ঘিরে, শেষ পর্যন্ত সেই ত্রুটি কবুল করে নিল নির্বাচন কমিশন। গলদ মেনেই কমিশনের সিদ্ধান্ত, আগামী ২৬ ফেব্রুয়ারি ত্রিপুরার ৬টি বিধানসভা কেন্দ্রের ৬টি বুথে পুনর্নির্বাচন হবে। ভোট প্রক্রিয়ায় জড়িত কর্মীদের গাফিলতির কারণেই ৭টি কেন্দ্রের ৭টি বুথে গণনা করা হবে ভি ভি প্যাটের স্লিপ। কোনও নির্বাচনে ভি ভি প্যাটের স্লিপ গুনে ফল ঘোষণার সিদ্ধান্ত এই প্রথম।........
    .........বিভ্রাটের কাহিনি অবশ্য এখানেই শেষ নয়। কমিশনের রিপোর্ট অনুযায়ী, কাঁকড়াবন-শালগড়া, বিলোনিয়া, শান্তিরবাজার এবং জলাইবাড়ির একটি করে বুথে মোট ভোটের সংখ্যার সঙ্গে ভোটারসংখ্যার ফারাক ধরা পড়েছে! জয়-পরাজয়ের নিষ্পত্তি সামান্য ভোটে নেমে এলে কমিশনের বিশেষ অনুমতি ছাড়া ওই কেন্দ্রগুলির ফল ঘোষণা করা যাবে না বলেও জানিয়ে দেওয়া হয়েছে।
    http://www.anandabazar.com/national/eci-admits-lapses-to-count-vvpat-slips-in-tripura-1.761387?ref=hm-ft-stry-2
  • কল্লোল | 116.203.141.229 | ২৬ ফেব্রুয়ারি ২০১৮ ০৮:১০372704
  • http://www.anandabazar.com/national/cpim-raises-question-against-brutal-killing-of-tribal-youth-1.762422?ref=hm-new-stry
    এতে শিপুয়েম বলছে - "বাকি ভারতের মতো দক্ষিণী এই রাজ্যেও উত্থান ঘটেছে বিজেপি তথা সঙ্ঘ পরিবারের।"
    ইস! কং দুব্বল করা তিনো পাওয়া গেলো না কেরালায় - কি মুস্কিল। অবশ্য গলে যাবার মত ফাঁক আছে, ঐ যে - "বাকি ভারতের মত"। কেরালা কি ভারতের বাইরে - অ্যাঁ!! একমাত্র পব-ই ভারতের বাইরে।
    নক্ষী য্কুন আসবে ঘরে...........
  • SC | 86.102.224.15 | ২৬ ফেব্রুয়ারি ২০১৮ ১০:২৫372706
  • ত্রিপুরা তে কমিউনিস্ট পার্টিকে সমর্থন জানাচ্ছি, আশা করি বিপুল ভোটে জিতে মানিক সরকার ক্ষমতায় আসবে।
    যদিও ছোট্ট রাজ্য, তাও, বাং রাজনীতির প্রতি আস্থা রেখে যে বিজেপিকে আটকে দেওয়া যায়, তার একটা মডেল হিসেবে কাজ করবে এই জয়।

    অন্যদিকে, একটা জিনিস এখানে বারবার বলার চেষ্টা করেছি, আবার বলছি, মোদী কিন্তু সবচেয়ে বড় বিপদ। নিজেদের মধ্যে লড়াই করে সময় নষ্ট করবেন যত বেশি, দেখবেন দু দলই ভ্যানিশ হয়ে যাবেন। ইউপিতে এস পি আর বি এস পি লড়াই করে কি জিততে পেরেছে, তারা নিজেরাই জানে। পব তেও কদিন বাদে হাত কামড়াবেন।

    মোদী কোন লেভেল এ খেলছে, সেটা দেখতে হলে এই জন ধন যোজনা দেখুন। প্রথমে প্রচুর মানুষ কে ব্যাংক এ পুঁজি রাখার সুবিধা করে দেওয়া হলো। তারপরে সেই পুঁজি চুরি করে কিছু কাছের শিল্পপতি দের, মানে ছোটা মোদী দের দেশ ছেড়ে চলে যাওয়ার রাস্তা মসৃন করে দেওয়া হলো। নিজেদের মধ্যে লড়াই করলে এরাই পুরো পয়সা মেরে হাওয়া হয়ে যাবে।
  • sm | 52.110.149.125 | ২৬ ফেব্রুয়ারি ২০১৮ ১০:৪০372707
  • কংগ্রেস কিছু ছোট লুটেরা ছিল না। দুদলই ক্রনি ক্যাপিটালিজম এর ভক্ত। ব্যাংকে ১০ লক্ষ কোটি টাকা অনাদায়ী ঋণ হচ্ছে আর সেই বাহানায় সরকার ২ লক্ষ কোটি টাকা অনুদান দিচ্ছে। আবার কিছু নিরব মোদী তৈরি হচ্ছে। এটা বিজেপি ছাড়া অন্যান্য দল গুলো ক্ষমতায় এলেও হবে। কই বাজপেইর আমলে তো এমন বিরাট কেলেঙ্কারির কথা জানা যায় নি?
    এমন কি প্রণব বাবু অর্থ মন্ত্রী থাকাকালীন ও বড় বড় স্ক্যাম গুলো দানা পাকায় নি। এটলিস্ট চিদুবাবুকে বিরোধীরা যেভাবে আঙ্গুল তুলছে, প্রণব বাবুকে সেভাবে নয়। অর্থাৎ এখোনও ভারতীয় রাজনীতি তে ব্যক্তি কেন্দ্রিকতা আছে।
    চাই ভাল নেতা বা টিম।
  • PT | 213.110.242.25 | ২৬ ফেব্রুয়ারি ২০১৮ ১১:৪০372708
  • কল্লোলদা ক্রমাগত অর্ধ-ইতিহাসের চর্চা করতে করতে সেটাকেই পুরো ইতিহাস বলে মানতে শুরু করেছে। তার সঙ্গে এখনো রয়ে গিয়েছে চারুবাবুর মস্তিষ্ক প্রক্ষালনঃ প্যাথোলজিকাল সিপিএম বিরোধীতা। সম্ভব্তঃ তার সঙ্গে সঙ্গে পড়াশুনো করাও বন্ধ করে দিয়েছে। তাই "সিপিএম জোট করলে তবে কং-এর উত্থান হবে ও বিজেপিকে আটকান যাবে" জাতীয় অতিব হাস্যকর তত্বের অবতারনা করে যচ্ছে।

    The seeds of the deterioration of the Congress party which were sown during the period of Nehru germinated and grew during the Indira regime before becoming a full blown tree in the Sonia-Rahul era which is most likely to fall due to its overbearing weight..........
    ........its ideological agenda of leftist-welfareist policies for the poor has been hijacked by the BJP which is using it cleverly ......The Congress needs to rewrite its ideological agenda ............
    http://www.epw.in/journal/2017/12/web-exclusives/decline-congress-party-indian-politics.html

    How indistinguishable the Congress ideologically is from the BJP was the theme of the main edit page article written by French scholars Christophe Jaffrelot and Gilles Verniers in the Indian Express on October 5.
    The editor grasped the heart of the matter and gave it an apt headline: Congress and the BJP, "Tweedledum and Tweedledee".
    http://www.business-standard.com/article/politics/by-playing-hindutva-game-for-decades-congress-helped-bjp-rise-117101400302_1.html
  • কল্লোল | 233.191.38.115 | ২৬ ফেব্রুয়ারি ২০১৮ ১৭:৪৬372709
  • আমি আবার কি বল্লুম?? আবাপতে বলছে যে শিপুয়েম বলছে - গরীবের সাথে তাদের সম্পোক্কো দুব্বল হয়ে যেতেছে।
  • কল্লোল | 233.191.38.115 | ২৬ ফেব্রুয়ারি ২০১৮ ১৭:৫৬372710
  • আর পিটি কয়েছে - Name: PT IP Address : 213.110.242.22 (*) Date:08 Feb 2018 -- 11:02 AM
    সারা ভারতে কং-এর উত্থান না হলে বিজেপিকে রোখার কোন রাস্তা আছে বলে মনে হয় না

    আমি কিসু কই নাই।
  • PT | 213.110.242.25 | ২৬ ফেব্রুয়ারি ২০১৮ ১৮:২৯372711
  • কল্লোলদার অন্য কোন রাস্তা জানা আছে নাকি?
  • কল্লোল | 116.203.172.163 | ২৭ ফেব্রুয়ারি ২০১৮ ০৬:৪৭372712
  • নাহ, আমার আবার কি জানা থাকবে!!! কারাতবাউর জানা আছে। আর জানা আছে প্রবীন রাই, সঞ্জয় কুমারের আর জানা আছে বিজনেস স্ট্যান্ডার্ডের।
    তারা তো কইচে যাহা বিজেপি তাহাই কং।
    তোমার মতে এগুলা কি জাতীয় ছাগল ?
  • কল্লোল | 116.203.172.163 | ২৭ ফেব্রুয়ারি ২০১৮ ০৬:৫১372713
  • হ্যাঁ। আর এট্টা আছে। শিপুয়েম গরীবের সাথে সম্পোক্ক দুব্বল করে আদানী-আম্বানী-টাটাদের সাথে সম্পোক্ক ভালো করে এদের বিজেপি থে শিপুয়েম বানিয়ে দেয়, তবে বিজেপি না খেয়েই মরে যাবে। অ্যাক্কেবারে মরে যাবে।
  • PT | 213.110.242.5 | ২৭ ফেব্রুয়ারি ২০১৮ ০৭:২৬372714
  • সাইড লাইন থেকে টিকা-টিপ্পনী তো অনেক হলো। এবার কিছু কংক্রীট একশন দেখি!! নাকি বাকি জীবনটা ঐ সিপিএম ব্যাশিং নিয়েই কাটবে?
    ওদিকে তো তোমার সেকুলার নেত্রীর অনুপ্রেরণায় নন্দীগ্রামে চাষের জমিতে নোনা জল ঢুকিয়ে দিব্য কৃষি-বিপ্লব চলছে। সেসব নিয়ে ঘেউ ঘেউ তো দূরস্থান, সামান্য কুঁই কুঁই-ও তো শোনা গেল না।
  • কল্লোল | 116.203.170.222 | ২৭ ফেব্রুয়ারি ২০১৮ ২২:৪২372715
  • পিটি। ওহো!! কংক্রীট একশন!!!!!!!!!!!!!!!! সেইডা ক্ষী বস্তু???
    আপুনি আচারি ধম্মো ইঃ ইঃ ইঃ.....
    কিন্তু আমার পোস্নের জবাব পেলুম না - প্রবীন রাই, সঞ্জয় কুমার, বিজনেস স্ট্যান্ডার্ড, পোকাস কারাত তারা তো কইচে যাহা বিজেপি তাহাই কং।
    তোমার মতে এগুলা কি জাতীয় ছাগল ?
  • PT | 213.110.242.5 | ২৭ ফেব্রুয়ারি ২০১৮ ২৩:০৬372719
  • অঃ !! সেই এপিডিআর। বিজেপিকে হটাবে দিল্লী থেকে আর তিনোকে পব থেকে?
  • কল্লোল | 233.191.5.233 | ২৮ ফেব্রুয়ারি ২০১৮ ০১:০২372720
  • সেটা কখন বল্লাম? তবে পোস্নো থেকেই গেলো প্রবীন রাই, সঞ্জয় কুমার, বিজনেস স্ট্যান্ডার্ড, পোকাস কারাত তারা তো কইচে যাহা বিজেপি তাহাই কং।
    তোমার মতে এগুলা কি জাতীয় ছাগল ?
  • PT | 213.110.242.5 | ২৮ ফেব্রুয়ারি ২০১৮ ০৭:১৮372721
  • তাহলে এপিডিয়ার করছেটা কি? একটু বন্ধুত্বপূর্ণ মারধোর খেয়ে খবরে ভেসে থাকার প্রচেষ্টা? এটাকে কি কুঁই, কুঁই বলা যেতে পারে?
    তো যারা অনুজ পান্ডের বাড়ি ভাঙ্গাকে দুহাত তুলে প্রবল সমর্থন জানিয়েছিল তাদের কেউ কেউ নন্টু প্রধানের মায়ের নামে তৈরি এই প্রাসদোপম বি-এড কলেজ নিয়ে অন্ততঃ একটু ভোক, ভোক করবে কি? নাকি অম্বিকেশি দাওয়াই-এর ভয়ে এখন সিপিএম ব্যাশিংটাই বেশ নিরাপদ রাজনৈতিক চর্চা?



    পুরো খবর এখানেঃ
    http://www.anandabazar.com/state/tmc-leader-nantu-pradhan-killed-by-miscreants-1.761820?ref=state-new-stry
  • কল্লোল | 116.203.143.22 | ২৮ ফেব্রুয়ারি ২০১৮ ০৯:০০372722
  • তবে পোস্নো থেকেই গেলো প্রবীন রাই, সঞ্জয় কুমার, বিজনেস স্ট্যান্ডার্ড, পোকাস কারাত তারা তো কইচে যাহা বিজেপি তাহাই কং।
    তোমার মতে এগুলা কি জাতীয় ছাগল ?

    "একটু বন্ধুত্বপূর্ণ মারধোর খেয়ে খবরে ভেসে থাকার প্রচেষ্টা?" শিপুয়েম তাই করে বুঝি? যে যার নিজের চোখেই দুনিয়া দেখে তো!!
  • PT | 213.110.242.6 | ২৮ ফেব্রুয়ারি ২০১৮ ১২:২৬372723
  • কারা তিনোদের ঘরে গিয়ে মিটিন করেছিল সে সব তো রেকর্ডেড। তবে বোঝা গেল যে তিনো আমলে লুঠ-পাট নিয়ে কান্নাকাটি করার বা অন্ততঃ কুঁই কুঁই করারও কেউ অব্শিষ্ট নেই। ২০১১-র আগে সবই বালখিল্যদের প্রগলভ আমড়াগাছি ছিল!!
  • বালাই ষাট | 173.172.223.200 | ২৮ ফেব্রুয়ারি ২০১৮ ১৬:০৯372724
  • কল্লোলও যেমন। বন্ধুত্বপূর্ণ ফিসফ্রাই আর মারধোর গুলিয়ে ফেলতে আছে?
  • কল্লোল | 116.203.140.193 | ০১ মার্চ ২০১৮ ০৮:৫৮372725
  • না না এক্কেবারেই না।
    কিন্তু -
    পোস্নো থেকেই গেলো প্রবীন রাই, সঞ্জয় কুমার, বিজনেস স্ট্যান্ডার্ড, পোকাস কারাত তারা তো কইচে যাহা বিজেপি তাহাই কং।
    তোমার মতে এগুলা কি জাতীয় ছাগল ?
  • cm | 113.205.212.133 | ০১ মার্চ ২০১৮ ০৯:০৬372726
  • “বিংশ শতাব্দীর বিশের দশকে ইটালিতে আন্তোনিয়ো গ্রামশির চিন্তাধারায় বিশেষ ভাবে অনুপ্রাণিত— তাঁর ছাত্রই বলা যায়— পিয়েরো স্রাফা, গ্রামশিকে দুটো জিনিস বলেছিলেন। স্রাফা, আমার মাস্টারমশাই, ছিলেন কেমব্রিজে, তাই তাঁর রাজনৈতিক বিশ্লেষণ আমার খুবই পরিচিত। তাঁর একটা বক্তব্য ছিল— যারা ফ্যাসিজমের বিরোধী, তাদের সঙ্গে একত্র হওয়া এখন কর্তব্য, অন্যান্য ব্যাপারে আমাদের মতবিরোধ থাকলেও। দ্বিতীয়ত, স্রাফা বললেন, যে জিনিসটা ‘আমরা মার্ক্সিস্টরা’ তুলনায় তুচ্ছ বলে মনে করেছি, যেমন পার্সোনাল লিবার্টি বা ব্যক্তিগত স্বাধিকার, সেগুলো ফ্যাসিজমের দ্বারা আক্রান্ত হচ্ছে। সেগুলোকে রক্ষা করা আমাদের প্রধান কর্তব্যের মধ্যে পড়ে। যদিও এটা শ্রেণিসংগ্রামের ছকে বাঁধা নয়, কিন্তু এই মুহূর্তে শ্রমিক শ্রেণির সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে পার্সোনাল লিবার্টি— ব্যক্তিগত স্বাধিকার। স্রাফার বক্তব্যগুলো গ্রামশি তখন মানলেন না। তিনি বললেন, স্রাফা সূক্ষ্ম চিন্তায় সক্ষম হলেও এ ক্ষেত্রে তাঁর চিন্তাধারা বুর্জোয়া। কমিউনিস্ট পার্টি তখন বৃহত্তর ঐক্যের পথ স্বীকার করল না। কিন্তু তার পরে যখন ফ্যাসিবাদ প্রবল হয়ে উঠল, তার বিরুদ্ধে প্রতিরোধ তৈরি হল, সেই প্রতিরোধে বিভিন্ন বিরোধী শক্তি এক হল, কমিউনিস্টরাও তাদের সঙ্গে যোগ দিলেন। এবং এর পরে সেই সম্মিলিত প্রতিরোধ আরও অনেকটা অগ্রসর হল, ইউরোপের দেশগুলির অভ্যন্তরেই কেবল নয়, তাদের পরস্পরের মধ্যে একটা সংহতি নির্মাণে উদ্যোগী হলেন ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের কিছু বামপন্থী নেতা। অর্থাৎ, প্রথমে কমিউনিস্টদের অবস্থানটা ছিলঃ শ্রেণিযুদ্ধ ছাড়া কিছু চলবে না। তার পরে দাঁড়ালঃ শ্রেণিযুদ্ধ মাথায় রেখেও এখন ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়তে হবে ইটালিতে। তার পরে বলা হলঃ ফ্যাসিবাদের এ রকম উত্থান যাতে আর না হয়, সে জন্য ইউরোপে আমাদের সমবেত ভাবে প্রস্তুত থাকতে হবে, যে সূত্রে ইউরোপিয়ান ইউনিয়নের গোড়াপত্তন হল।”

    উৎসঃ http://www.anandabazar.com/editorial/an-exclusive-interview-of-nobel-winner-amartya-sen-on-contemporary-issues-1.643872
  • কল্লোল | 116.203.140.193 | ০১ মার্চ ২০১৮ ০৯:২০372729
  • সিএম। অসামান্য। স্রাফা পড়া হয় নি। কিছু রাজনৈতিক লেখার হদিশ দেবেন? মার্ক্সিস্ট্স.ওআরজিতে নেই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় প্রতিক্রিয়া দিন