এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বামপন্থীরা ও বিজেপি বিরোধী জোট

    souvik
    অন্যান্য | ০২ জানুয়ারি ২০১৮ | ৩৪৮৫০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কল্লোল | 116.203.157.196 | ১৯ ফেব্রুয়ারি ২০১৮ ০৯:৩৬372596
  • পিটি। দলগুলো মানুষ দিয়েই তৈরী, ছগল দিয়ে নয়।
    তুমি যদি লোককে তোমার কথা বোঝাতে না পরো, তো দায়টা কার?
    মানুষ ভুল বুঝতে পারে, ভুল করতে পারে। তার দায় যেমন মানুষের ঠিক ততোটাই দায় দলগুলোর, যাদের কথা মানুষ বুঝতে পারেনি।
    যাই হোক তোমার সাথে তক্কো করে আর সময় ব্যয় করবো না। যে নিজের মতের পাশে দাঁড়াতে পারে না তার সাথে আবার তক্কো কি!
  • PT | 160.129.67.181 | ১৯ ফেব্রুয়ারি ২০১৮ ০৯:৫২372597
  • "মানুষ ভুল বুঝতে পারে, ভুল করতে পারে।"
    সরেছে, সরেছে, গোলপোস্ট সরেছে।

    "তার দায় যেমন মানুষের ঠিক ততোটাই দায় দলগুলোর, যাদের কথা মানুষ বুঝতে পারেনি।"
    আরেকটু সরলেই আমি আর কল্লোলদা একমত হব। শুধু "বুঝতে পারেনি"-র জায়গায় "বুঝতে চায়নি" হতে হবে।
    যেমন নীরব মোদি বা বিজয় মাল্য-বুঝতেই চায়নি যে অন্যের পয়সায় ফুটানি মারা উচিত নয়।
    কিংবা কল্লোলরায় নামক এক ব্যক্তি ও তার সহমর্মীরা বুঝতেই চায়নি যে যারা “we are with you (the RSS) in your fight against the communists”-এই বাক্যে বিশ্বাসী তাদের ক্ষমতায় পাঠানো অত্যন্ত বিপজ্জনক। কেননা তাদের সাহায্যে বিজেপি বিকশিত হতে পারে।

    একদলের "নেড়ে মার" বুঝতে পারলাম এত সহজেই আর আরেকদলের "প্রত্যেকে আমরা পরের তরে" তো ইচ্ছে করেই বুঝলাম না। কেননা পরের তরে হওয়ার চাইতে নেড়ে মারা সহজতর ব্যাপার। সে দোষ কি দলের নাকি? এতো ঐ হেলমেট না পরার কেস।

    "মানুষ যদি সে না হয় মানুষ"-কবি কি ছাগলের কথাই বলতে চেয়েছিলেন?
  • dc | 132.164.31.59 | ১৯ ফেব্রুয়ারি ২০১৮ ১০:০৮372598
  • নানা দলের দোষ মোটে নেইকো। সব দোষ মানুষের, আই মিন ছাগলের।
  • sm | 52.110.146.214 | ১৯ ফেব্রুয়ারি ২০১৮ ১০:১১372599
  • S, এর সঙ্গে অনেকটা একমত। জনগন , চিন্তা করেই ভোট দেয়। যে পার্টির সঙ্গে এজেন্ডায় মেলে, তাকেই দেয়। হিটলার লোভ দেখিয়েছিল জার্মানি বিশ্বের শক্তিশালী রাষ্ট্র হবে। ইহুদীরা জার্মান দের বিজনেস তছনছ করে দিচ্ছে। নিয়ন্ত্রক শক্তি তে পরিণত হচ্ছে। অতএব হিটলার কে জেতাও।
    মোদিকে জেতাচ্ছে তাঁর এজেন্ডা ভাল লেগেছে বলে।
    এরপরেও কিন্তু থাকে।
    কিছু কিছু ক্ষেত্রে সাধারণ মানুষ অসহায় হয়ে যায়। হাঁস ফাঁস করে।
    যেমন ইউ পি এ চুরি, দ্রব্য মূল্য বৃদ্ধি মানুষ কে অসহায় করে তুলেছিল।
    বাম আমলে, অত্যাচার, কু শাসন, রাজনৈতিক হত্যা, দলীয় প্রভাব ও চোখ রাঙানি জনগন কে অতিষ্ঠ করে তুলেছিল।
    এখন যেমন কেন্দ্রে বিজেপি সরকারের হঠ করিতা, চোখ রাঙানি, একপেশে রাজনীতি অনেকের ভাল লাগছে না।
    অথচ এই বিজেপী অটলবিহারীর আমলে এতটা খারাপ লাগতো না।
    কিন্তু পিটির একটাই দোষ। সিপিএম এর এত দোষ না দেখে ; জনগণকেই বেবাক ছাগল বানিয়ে ছেড়েছে। কিন্তু ছাগল মাত্রই তো হাফপ্যান্ট পরেনা।
    কাল কেমন চট জলদি, ক্ষিতি গোস্বামী কে তিনো বানিয়ে দেওয়া হলো। অর্থাৎ একটু উল্টো বললেই সে বিদেশী!
    রেজ্জাক সিঙ্গুর কাণ্ডে মন্ত্রী থাকা কালীন একটু বেফাঁস বলে ফেলেছিলেন বলে কি রাগ!
    বুদ্ধ বাবু যে চোরদের মন্ত্রী সভা বলে নিজেই মন্ত্রী সভায় জয়েন করলেন সে বেলায় স্পিকটি নট।
    প্রশ্ন হলো মোদীর জায়গায় যদি নরম্পন্থী কেউ নেতা হয়, তখন কি বিজেপি কে সাপোর্ট করা যাবে?
  • S | 194.167.2.96 | ১৯ ফেব্রুয়ারি ২০১৮ ১০:১৭372600
  • "প্রশ্ন হলো মোদীর জায়গায় যদি নরম্পন্থী কেউ নেতা হয়, তখন কি বিজেপি কে সাপোর্ট করা যাবে?"

    আমি আপনি না করলেও দিদি করবেন। নিস্চিন্তে থাকুন।
  • sm | 52.110.146.214 | ১৯ ফেব্রুয়ারি ২০১৮ ১০:২১372601
  • না, দিদি করবে না। দিদির এজেন্ডা অন্য। তলে তলে, বামেরা করবে, এ বিষয়ে নিশ্চিত থাকতে পারেন। উত্তরবঙ্গে শুরু হয়েছিল।
    এখন একটু ভাটা পড়েছে।
    সুযোগ পেলেই আবার শুরু হবে।
  • S | 194.167.2.96 | ১৯ ফেব্রুয়ারি ২০১৮ ১০:৫৪372602
  • দিদি আর বামেদের মধ্যে বিজেপির মন্ত্রীসভায় কে ছিলেন?
  • sm | 52.110.146.214 | ১৯ ফেব্রুয়ারি ২০১৮ ১১:০৬372603
  • কংগ্রেস এর মন্ত্রী সভায় বামেরা ছিল না।সোমনাথ খালি স্পিকার হয়েছিলেন। তাবলে, বামেরা কংগ্রেস কে দীর্ঘসময় ধরে সাপোর্ট দিয়েছিলো তো!
    মমতা বাজপেয়ইর মন্ত্রী সভায় মন্ত্রী ছিল। কোন ভুল নেই। কিন্তু বর্তমান পরিস্থিতি তে তিনোমুলের লক্ষ্য আলাদা। নিজেদের সর্বভারতীয় দল হিসাবে আরো বেশি প্রকাশ করা। চাইকি মন্ত্রী সভায় অংশ নেওয়া। আদারওয়াইজ রাজ্য চালানোই মুশকিল। প্রণব বাবু বেঙ্গল প্যাকেজ দিয়ে তেমন সাহায্য করেন নি বলেই কংগ্রেস এর সঙ্গে গাঁটছড়া এত সহজে ভেঙ্গে গেছিলো।
    এগুলোর জন্য কংগ্রেস কে সঙ্গে দরকার।ভাইস ভারসা। অন্তত লোকসভা ইলেকশন অবধি।
    তিনোমুল ও কংগ্রেস এর সোনার হাঁস; এই মুহূর্তে।
    সুতরাং তিনোমুলের সঙ্গে বিজেপির কোন প্রকাশ্যে বন্ধুত্ব সম্ভব নয়।
  • S | 194.167.2.96 | ১৯ ফেব্রুয়ারি ২০১৮ ১১:০৭372604
  • দিদি মোদির উপরে রেগে আছেন দুটো কারণে। এক, লোনের সুদ দিতে হচ্ছে। দুই, মোদি দিদিকে বলেছে দিল্লির দিকে না যেতে, পবে বসে থাকতে।
  • sm | 52.110.146.214 | ১৯ ফেব্রুয়ারি ২০১৮ ১১:২০372607
  • একদম ঠিক। পবর সুদ না ওয়েভ করলে ,দিদির অসুবিধে।
    মোদী বুদ্ধিমান শাসক হলে পব কে, ভাতে একটু কম মারতো। দু পক্ষই, নিজের পজিশনে ঠিক দাঁড়িয়ে থাকতো।
    তবে, ওই যে ,ক্ষমতার দম্ভ! এবসল্যুট মেজরিটি, মোদী কে একটা তুচ্ছ রাজ্য সম্পর্কে দৃষ্টি ভঙ্গি পাল্টাতে দেয় না।
    অন্ধ্র, কিন্তু প্যাকেজ আদায় করে নিচ্ছে।
  • PT | 160.129.67.181 | ১৯ ফেব্রুয়ারি ২০১৮ ১১:২৭372608
  • "নানা দলের দোষ মোটে নেইকো। সব দোষ মানুষের, আই মিন ছাগলের।"
    দল তো এব্স্ট্র্যাক্ট কিছু নয়। মানুষরাই তো একজোট হয়ে দল তৈরি করে। তারাই সিদ্ধান্ত নেয় যে গ্যাস চেম্বারের ব্যবহার করবে কিনা অথবা RSS-এর সঙ্গে একজোট হয়ে কমুনিস্টদের নিকেশ করবে কিনা।
    তবে কিনা এসবের মধ্যে ধা-বুজী বা-বুজী ইত্যাদিরা ঢুকে সব কিছু আরো জটিল করে দেয়।

    "তিনোমুলের সঙ্গে বিজেপির কোন প্রকাশ্যে বন্ধুত্ব সম্ভব নয়।"
    ঠিক। সেজন্যেই প্রচ্ছন্নে বন্ধুত্ব জারি আছে। যেমন দিলীপ ঘোষকে জিতিয়ে আনা কিংবা ত্রিপুরাতে কং ভেঙ্গে দুর্বল করে বিজেপির হাত শক্ত করা। এমনকি আসামের ভোটেও মুসলমানদের হয়ে কোন বিশেষ উদ্যোগ না নেওয়া......ইত্যাদি, প্রভৃতি।
    বিজেপিও প্রতিদান দিচ্ছে। আদবানীর নেতৃত্বে কি যেন একটা কমিটি তিনোর চোর MP-দের চোরত্ব প্রমাণ করার দায়িত্ব নিয়েছিল। তারা নাকি এখনো একটাও মিটিন করে উঠতে পারেনি। অথবা সারদা কিম্বা নারদা সব যেন কেমন মিইয়ে গিয়েছে।

    ডিডিদা হাঁস এসে গিয়েছে। খ্যাল করেননি?
  • dc | 132.164.31.59 | ১৯ ফেব্রুয়ারি ২০১৮ ১১:২৯372609
  • "দল তো এব্স্ট্র্যাক্ট কিছু নয়। মানুষরাই তো একজোট হয়ে দল তৈরি করে"

    ঠিক। আবার মানুষরাই একজোট হয়ে দলকে ক্ষমতা থেকে সরিয়েও দেয়।

    S এর জন্য, এটা সিরিয়াস পোস্ট :p
  • PT | 160.129.67.181 | ১৯ ফেব্রুয়ারি ২০১৮ ১১:৩৩372610
  • ক্ষমতা থেকে সরানোটাই শেষ কথা নয়। কথা হচ্ছে
    যে কাকে সরিয়ে কাকে আনছে আর কেন আনছে। তখন ছাগলত্ব মাপাটা আরো সহজ হয়ে যায়।
  • sm | 52.110.146.214 | ১৯ ফেব্রুয়ারি ২০১৮ ১১:৩৫372611
  • তিনো মন্ত্রী দের চোর প্রমাণ করার দায়িত্ব তো আপনি একাই কাঁধে নিয়ে নিয়েছেন। সিবিআই বা আদালত কি করবে?বিচার হবার অনেক আগে থেকেই আপনি কবে থেকেই,চোর চোর গাওনা শুরু করে দিয়েছেন।
    রাজনীতি তে প্রচ্ছন্ন মদত, সবোটাজ থাকবেই।
    ঠিক যেমন উত্তর বঙ্গে বামেরা বিজেপির সঙ্গে করে নিয়েছে। নাম ছিলো অশোক মডেল।
    আপনি ঠক বাছতে গিয়ে ঠিকানা হারিয়ে ফেলেছেন।
  • dc | 132.164.31.59 | ১৯ ফেব্রুয়ারি ২০১৮ ১১:৪৪372612
  • ক্ষমতা থেকে সরানোটা যেমন শেষ কথা নয়, ক্ষমতায় আসাটাও তো শেষ কথা নয়! যেসব কারনে মানুষ ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছিল সেই কারনগুলো পর্যালোচনা করেও তো দেখতে হবে।
  • S | 194.167.2.96 | ১৯ ফেব্রুয়ারি ২০১৮ ১১:৪৮372613
  • ডিসিদা ঃ)
  • PT | 160.129.67.181 | ১৯ ফেব্রুয়ারি ২০১৮ ১১:৫৩372614
  • "উত্তর বঙ্গে বামেরা বিজেপির সঙ্গে"
    একটু লিং টিংদেবেন নাকি এটাও ঐ ক্ষতিদার মত টিভিতে শোনা কেস?
  • sm | 52.110.141.26 | ১৯ ফেব্রুয়ারি ২০১৮ ১২:৩৮372616
  • In Asansol, the Left, Congress and the BJP have decided on "ground-level coordination" at the request of local MP and Union minister Babul Supriyo.
    https://www.telegraphindia.com/1151003/jsp/bengal/story_45941.jsp
    আসানসোলের ক্ষেত্রেও তাই। আমি কিন্তু অন্যায় এর কিছু দেখিনা।আফটার অল না জিতলে আসন সংখ্যা বাড়বে কি করে?
  • PT | 160.129.67.181 | ১৯ ফেব্রুয়ারি ২০১৮ ১৫:০৭372618
  • দাঁড়ান মহায়। এ অন্য গপ্পো। বাম শুধু বিজেপির সঙ্গে যায়নি। কং-ও ছিল। কাজেই তিনোর সঙ্গে বিজেপির তলায় তলায় সাঁটের সঙ্গে এর কোন মিল নেই।
  • sm | 52.110.146.214 | ১৯ ফেব্রুয়ারি ২০১৮ ১৫:৩৫372619
  • আপনি মহান!আপনি ধন্য।
    আপুনের কাছে, আমি নগণ্য।
  • dd | 59.205.216.99 | ১৯ ফেব্রুয়ারি ২০১৮ ২১:৫৬372620
  • হাঃ। মোজাখিল্ল আর্ডভার্কের দল।

    আসানসোলে বিজেপির সাথে সাঁটের আলোচনা শুরু হয়েছিলো বুধবারে। খনাই তো বলেছেন "মংগলে উষা, বুধে পা/ যথা ইচ্ছে তথা যা/ আমাকে বাপু জ্বালাস না"। এই টুকুই যারা জানে না সেই সব নির্বোধ কটুগন্ধী আর্মাডিলোদের কী বা বোলবো?

    আর শিলিগুরিতেও ব্যাপারটা দোষের নয়। কেনোনা গংগাবক্ষে বৃহৎ কাষ্ঠে কোনো ছোঁয়াছুঁয়ির দোষ হয় না। মার্কসও তো বলেছিলেন "অস্তি শিলিগুরি তীরে বিশাল শাল্মলী তরুঃ"।

    কেউ দেখাতে পারবেন কোন্নগড়ে বা বৈঁচিগ্রামে অমন জোট হয়েছিলো? যত্ত সব থোঁতামুখো হোঁদোল কুৎকুতে গোসাপের দল।
  • modi | 87.247.181.163 | ১৯ ফেব্রুয়ারি ২০১৮ ২২:২০372621
  • তাইত্তো, শিলিগুড়িতে সিপুএম, কঙ্গি, আর বিজেপি মিলে তৃণমূলের ভোট লুঠ আটকাতে চেয়েছে। কি অন্যায়, কি অন্যায়। এইভাবে বিজেপিকে সাপোর্ট করে?

    আর বাকী কি থাকল? যে আসে আসুক, তৃণমুল যাক? সে তো স্যার আপানাদেরই কথা।
  • dc | 132.164.31.59 | ১৯ ফেব্রুয়ারি ২০১৮ ২২:২৯372622
  • এর জন্য ঐ ছাগোলগুলোই দায়ী।
  • T | 129.74.180.59 | ২০ ফেব্রুয়ারি ২০১৮ ০৪:২৮372623
  • চুক চুক। শিলিগুড়ি বা আসানসোল, কোথাও কংগ্রেস বা বিজেপির সাথে আসন সমঝোতা হয় নি, জোট তো দূরের কথা, আরো দূরের কথা হল তলায় তলায় সাঁট। ডিডিদা বিচক্ষণ মানুষ, শিলিগুড়ি বা আসানসোল পুরসভার ওয়ার্ডগুলোতে প্রার্থীদের লিস্টি উনি নিজেই খুঁজে নিতে পারবেন :) , ধরিয়ে দিয়ে ওঁকে বিব্রত করতে চাই না। তারপর না হয় মজার মজার দুখানি বাক্য লিখলেন। সুযোগ পেয়ে যারা চিমটি মারতে আসে তাদের নিয়েও নাহয় লিখবেন এখন।

    বিখ্যাত শিলিগুড়ি মডেল ছিল আদতে ভোটের দিন মুলোদের বুথ দখল আটকানো। বাকী সব দলের এজেন্ট মিলে। এরকম তো আমরা দেখেইছি, তাই না? কোলকাতা আর বিধাননগর :) শিলিগুড়িতে এই কাজটা যে করা যায় নি তাতে ছাগলদের যে জ্বলবেই তাতে আর আশ্চর্য কি।
  • dd | 59.205.217.99 | ২০ ফেব্রুয়ারি ২০১৮ ০৮:১১372624
  • হাঁ হাঁ হাঁ। ঠিক ঠিক ঠিক। বিলকুল ঠিক।

    ভোট নিয়ে জোট নয়,সীট নিয়ে সাঁট নয়। এ শুধু দিদি বিরোধী নয়াজনগনতান্ত্রিক ফ্রন্ট। শ্রমিক শ্রেণীর নেতৃত্বে বৃহৎ পুঁজিবাদের সমঝোতা। একদিকে রাজ্য সরকার অন্য দিকে অভীক সরকার।

    ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে সমবেত যুযুৎসব - একদিকে তিনোমূল ,অন্য দিকে তিন ভাই - কংরেস,বিজেপি ও সিপুএম। মহাদেব লালসেলাম।

    একদিকে বোঁটকাগন্ধী ছাগোল অন্য পক্ষে সুগন্ধী ভোঁদোরের কস্তুরী সুবাস। যে আসে আসুক শুধু তিনোমূল বিদেয় হোক।

    কল্লোল থেকে অশোক ভট্ট, বাবুল সুপ্রিয় থেকে বিমান বোস, একসূত্রে গাঁথিয়াছি সহস্র জীবন। সাধে ওয়ার্ড্সওয়ার্থ বলেই দিয়েছেন "মিলাবেন তিনি মেলাবেন"।
  • T | 165.69.191.249 | ২০ ফেব্রুয়ারি ২০১৮ ০৮:২৩372625
  • এমা ছি ছি, এতটা না বুঝে লিখলেন। মরমে মরে যাচ্ছি। আরেকবার স্মরণ করিয়ে দিই। ছকটা তো জানেনই। এই যেমন কোলকাতা বিধাননগর দমদম ইত্যাদি পুরসভা ভোটের পদ্দিন কাগজে দেখলাম। আপনি তো দেখেইছেন। চৌত্রিশ প্লাস পাঁচ আর কী! যাদের নাম কচ্ছেন সেই ধোনতান্ত্রিক সরকাররা অবদি অবাক। তো, এই বুথ দখলের ছকটা বানচাল করা হয়েচে শিলিগুড়িতে। এটুকুই। পাড়ায় চোর ঢুকলে সব বাড়ীর লোকজন যেমন বেরিয়ে এসে জনগণতান্ত্রিক ফ্রন্ট গড়ে তোলে সেরমই। সেই কবেকার ওয়ার্ডওয়ার্থ যেমন জানেন, এই সেদিনের প্রার্থী তালিকাও জানবেন নির্ঘাত। কী ভয়ংকর মূর্খ দেকুন, প্রস্তাবিত সিপিয়েম-কংগ্রেস-বিজেপি-এসইউসিয়াই-অন্যান্য জোট, অথচ নিজেদের মধ্যে লড়াই করে পাঁচ থেকে সাতটা ওয়ার্ড খুইয়েছে। কীরম দেকুন!
  • dc | 132.174.234.106 | ২০ ফেব্রুয়ারি ২০১৮ ০৮:৩০372626
  • সিপিএম আর ম্যাগি সস - ইটস ডিফারেন্ট!
  • S | 194.167.2.96 | ২০ ফেব্রুয়ারি ২০১৮ ০৮:৪১372627
  • এই বিশাল ব টা কিসের প্রতিক?

  • sm | 52.110.148.103 | ২০ ফেব্রুয়ারি ২০১৮ ০৮:৪৫372629
  • নাদান, না বোঝে ভোট না বোঝে জোট।
    না বোঝে সাঁট না বোঝে আঁট -ঘাট।
    একদিন প্রাতে, মানে ভোটের দিন শঙ্খ বাজানো হলো, আর পিল পিল করে যতো বাম, কংগ্রেস, বিজেপি কর্মীরা এসে বুথ রক্ষা করতে শুরু করে দিলো।
    এর আগে কেউ কাউকে জানতোই না। একদম মুখ দেখা দেখি ছিল না।
    হরি হে!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত মতামত দিন