এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ফুটবল, ফুটবলঃ ২০১২-১৩

    Toba Tek Singh
    অন্যান্য | ০২ জুলাই ২০১২ | ১৪৬৪১৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • গান্ধী | 213.110.247.221 | ১১ মার্চ ২০১৩ ১৩:২৫555722
  • আরেক প্রশ্ন

    নিউক্যসল যদি যদি ইউরোপা চ্যাম্পিয়ন হয়ে যায়? তখন?? কে বাদ যাবে?
  • ঊমেশ | 90.254.147.148 | ১১ মার্চ ২০১৩ ১৩:৫৩555723
  • ওদিকটা তো ভাবিই নি।
    নিউক্যাসল ইউরোপা জিতে গেলে ৫ নম্বরও যেতে পারবে না বলে মনে হয়।

    কাল অরিজিৎ দের টিম গুন্ডা টিমের বিরুদ্ধে ভালো-ই গুন্ডামী করলো। দেখিয়ে দিলো গুন্ডা (স্টোক সিটি) দের সাথে গুন্ডামি করে জিততে হয়। আমাদের মতো পুতু পুতু করে খেললে হয় না।
  • গান্ধী | 213.110.243.22 | ১১ মার্চ ২০১৩ ১৬:৩৪555724
  • আরো একটা প্রশ্ন, স্পার্স যদি ইউরোপা চ্যাম্প হয় তখন কি হবে? ধরে নিলাম স্পার্স ৪র্থ পজিশন পেল লীগে?

    এই রুলগুলো হেব্বি জটিল, বারবার পড়ি, আর গুলিয়ে যায়
  • ঊমেশ | 90.254.147.148 | ১১ মার্চ ২০১৩ ১৭:২২555725
  • গান্ধী, ভেবেছিলাম খবরটা তুমি দেবে।

    আমাদের ক্লাব (ইবে) এখন বিশ্বের সেরা ৫০০ ক্লাব লিস্টে উঠে এসেছে। এখনকার র‌্যান্কিং হলো ৪৪৭।
  • গান্ধী | 213.110.243.22 | ১১ মার্চ ২০১৩ ১৭:২৭555726
  • জানতাম না, ভালো খবর, পরপর কয়েকবছর এ-এফসি খেলছে। উঠবেই।

    এক জায়্গায় ৪৪৯, আরেক জায়গায় ৪৪৭ দেখলাম।

    এক জায়্গায় রিয়াল ১, এক জায়গায় চেলসী এক

    কোন সাইটের র‌্যাংকিং ভ্যালিড?
  • প্পন | 190.215.46.27 | ১১ মার্চ ২০১৩ ১৯:২১555729
  • হ্যাঁ, হ্যাঁ, গান্ধী আর হনু দুজনকেই বিশাল থ্যাংকু। যা দিনকাল পড়েছে অন্যের জেতাতেই খুশি থাকতে হবে।
  • Captain Cabs | 24.99.16.13 | ১২ মার্চ ২০১৩ ১৩:১২555732
  • এইগুলোই লীগ কাপ বা এফ-এ কাপের আসল চার্ম। যে কোনো দল জিতে যেতে পারে। বড় দলগুলো বরং এই টুর্নামেন্টে ছোট দলগুলোকে ডরায়। ছোট দলগুলোর কাছে ইনসেন্টিভ তো অনেক - ওল্ড ট্রাফোর্ডে ম্যান ইউ-এর সাথে খেলবে, সেই ম্যাচ সরাসরি কত লোকের কাছে পৌঁছবে - দলটার পরিচিতি বাড়বে। টিভি রেভেনিউ আছে। আর প্লেয়ারদের সামনে নিজেদের খেলা দেখিয়ে নজরে আসার সুযোগ। আর যদি জেতে, ইতিহাস তৈরী। প্লেয়াররা তো বটেই, দর্শকরাও পরের প্রজন্মকে বলতে পারবে - আমিও ছিলাম বটে...

    ভারতীয় ফুটবল থেকে এই চার্মগুলোই উবে গেছে।
  • ঊমেশ | 90.254.147.148 | ১২ মার্চ ২০১৩ ১৫:৪২555733
  • থ্যান্কু নীপা, লিংকের জন্যে। বেশ ভালো লেখা।

    ইংলিশ ফুটবল লিগে (ওয়েলস কে ধরে ) বছরে ৩০ মিলিয়ন লোক মাঠে বসে খেলা দেখে। টোটাল পপুলেশন হলো ৫৬ মিলিয়ন। অন্য খেলা বাদ দিলাম।

    বাংলা'র পপুলেশন মনে হয় ৭০ মিলিয়ন। কতো লোক মাঠে বসে খেলা দেখে? IPL আর অন্য ক্রিকেট ধরলেও কি ফিগারটা বছরে ১০ মিলিয়ন হবে?
  • গান্ধী | 213.110.247.221 | ১৩ মার্চ ২০১৩ ০০:৪৭555734
  • কিছুটা শুরু হয়েছে এই ট্রেন্ড। অন্তত পুনে-নর্থ ইস্টের টিমগুলো দেখে মনে হচ্ছে। মোবা-ইবের উপর বীতশ্রদ্ধ হয়ে অনেকে প্রয়াগের ম্যাচেও ভীড় জমাচ্ছে। হলেও তো হতে পারে কিছু??

    সারাদিন হেব্বি ঘুমিয়েছি। এবার মিলানকে জেতাতে হবে
  • Tim | 12.133.39.220 | ১৩ মার্চ ২০১৩ ০১:৩৯555735
  • মিলানকে ধুয়ে দিচ্ছে তো আজ বার্সা। ঃ-)
  • গান্ধী | 213.110.247.221 | ১৩ মার্চ ২০১৩ ০৩:১৮555736
  • রাত জাগাটা ব্যর্থ হয়ে গেল, ডিফেন্স ছড়ালো!! বার্সা কিচ্ছুই আহামরি খেলেনি। মেসির প্রথম গোলটাই যা অসাধারণ, ৩টে গোল তো ডিফেন্স জাস্ট জমা দিয়ে গেল। একসাথে থিয়াগো সিলভা-ইব্রা-সীডর্ফ, এদের ছেড়ে টিমটার ব্যালেন্স গেছে। মিলানের নতুন টিম, ন্যু ক্যাম্পে গিয়ে হারানোর ক্ষমতা নেই। শুরু থেকেই কেমন চাপে ছিল।

    তবে এই বার্সা যা খেলল, আগের দু-তিনটে ম্যাচের মতই, রিয়াল-বেয়ার্ণ-জুভেন্টাস-ডর্টমুন্ডের সামনে পড়লে চাপ আছে
  • গান্ধী | 213.110.247.221 | ১৩ মার্চ ২০১৩ ০৩:২০555737
  • আর এই রবিনহো এঁচোড়েপাকাকে যেন ব্রাজিল টিমে না দেখি। বড্ড বিরক্তিকর
  • কৃশানু | 213.99.212.54 | ১৩ মার্চ ২০১৩ ০৯:২৬555738
  • খেলা দেখিনি। মিস করলাম। কিন্তু উপায় ছিল না।
  • কৃশানু | 213.99.212.54 | ১৩ মার্চ ২০১৩ ০৯:৩৪555739
  • গোল ডট কম এর রিপোর্ট পরে কিরম যেন ইউরো ২০১২-র ফাইনাল (স্পেন - ইতালি) রিপ্লে হলো মনে হচ্ছে। আর ফার্স্ট লেগটা যেন সেমি ( ইতালি - জার্মানি)।
  • গান্ধী | 213.110.247.221 | ১৩ মার্চ ২০১৩ ০৯:৫৫555740
  • ইউরো ফাইনালে স্পেন অদ্ভুত ভালো খেলেছিল, কাল কিন্তু বার্সা ভালো খেলতে পারেনি। মিলানের ডিফেন্স চোক করে গেছিল কাল
  • :g/.*/m0 | 131.241.218.132 | ১৩ মার্চ ২০১৩ ১০:৫২555741
  • আম্মো দেখিনি। এই ভোর পাঁচটায় ওঠার ঝামেলায় পুরো চ্যাঃ লীঃ মিস্‌ হয়ে যাচ্ছে। তবে বেস্পতিবার ইউরোপা লীগের খেলাটা দেখালে দেখবোই, Kএ করেই হোক।
  • sg | 135.20.82.164 | ১৩ মার্চ ২০১৩ ১১:০০555743
  • গান্ধী ঠিক বলছেন না। প্রথমার্ধে বার্সার খেলা দেখে ইউরো ফাইনালের কথাই মনে পড়ছিল-ঐ স্পীড, ঐ লম্বা থ্রু। ৩ গোল হবার পর মিলান একটু চেষ্টা দেখায় আর বার্সা সাবেকি স্টাইলে ফেরে।
  • Tim | 188.91.253.11 | ১৩ মার্চ ২০১৩ ১১:১৭555744
  • এসজি কে ক। কাল মিলান বলই পাচ্ছিলো না। বার্সা শুধুই পজেসিভ ফুটবল খেলেনি, সারাক্ষণ অ্যাটাক করে গেছে। আরো গোল হতে পারত।
    মেসি অসাধারণ ফর্মে আছে। আমি কোনদিনই মেসিকে নিয়ে উচ্ছসিত নই, কিন্তু কালকের খেলা দেখার পর বলতে বাধ্য হচ্ছি মেসি সত্যিই অনেক এগিয়ে সমসাময়িকদের থেকে। রোনাল্ডো অতটাও ভয়ঙ্কর নয়। যদিও ব্যক্তিগতভাবে আমি সিআর্সেভেনের পাখা।
  • কৃশানু | 213.99.212.54 | ১৩ মার্চ ২০১৩ ১১:৩৪555745
  • আমার সেই বসন্তের বজ্রনির্ঘোষ, যে বার্সা মনে হয় শেষ হয়ে গ্যালো, সেটা কি ফিরিয়ে নেব?

    আরেকটা ফ্যাক্টর মাথায় রাখতে হবে। কোচ ছাড়া খেলে যাচ্ছে কিন্তু এরা।

    রোনাল্ডো-র দুর্ভাগ্য, যে প্রতিদিন ওকে মেসি-র সাথে তুলনা হচ্ছে।

    ইস, এই খেলা মিস করা উচিত হয় নি।
  • গান্ধী | 213.110.247.221 | ১৩ মার্চ ২০১৩ ১১:৩৫555746
  • কে জানে? হয়ত আমি বার্সার হার চাইছিলাম বলে, কিন্তু বার্সা যেকটা কাল গোল পেয়েছে তার মধ্যে ২,৩ নম্বর গোল দুটৈ মাঝমাঠে (ঠিক মাঝমাঠ ও নয়, ডিফেন্স লাইনের ঠিক উপরে বল জমা দিয়ে) বার্সার নিজেদের মধ্যে পাস খেলে গোল একমাত্র প্রথম গোলটা।

    দ্বিতীয় গোলের সময় অ্যাম্ব্রোসিনি ইনিয়েস্তাকে জমা দিল, ইনিয়েস্তার পাস থেকে ডাইরেক্ট মেসির গোল। তৃত্বীয়টাও, কে জমা দিল মনে নেই, কিন্তু সেখান থেকে জাস্ট ২টাচে গোল, তাও কন্স্টান্ট বলটা মিস করাতে ভিয়া ওপেন নেট পেল।

    বার্সা নিজেদের চেষ্টায় যতবার উঠেছে, একবারও গোল অব্দি পৌঁচেছিলো কি?? (আল্ভেজের সেন্টারটা বাদ দিলাম, যেটা মেসি সাইড নেটে মারল হেড) এভাবে পড়ে পাওয়া গোল কি জুভেন্টাস-রিয়াল-ডর্টমুন্ড-বেয়ার্ণের কাছ থেকে পাবে?

    বার্সাকে কাল আহামরি কিছু লাগেনি, ইনিয়েস্তা আর প্রথম হাফে মেসি ছাড়া। ৪নম্বর যে গোলটা হল স্যান্চেজের পাস থেকে, ঐ একই বল মেসি পেয়েও ভিয়াকে ছাড়েনি, ছড়লে ৫-০ হত।

    যে লুজ বলগুলো কাল মিলান জমা দিয়েছে মাঝমাঠে, রিয়ালের ম্যাচে ঐ বলগুলো ই অ্যালেন্সো বা খেদিরা ওজিলের পায়ে পড়লে কাউন্টার অ্যাটাক শুরু হয়।

    বার্সা হেব্বি খেলেছে মানতে পারলাম না।
  • sg | 135.20.82.164 | ১৩ মার্চ ২০১৩ ১১:৫৮555747
  • গান্ধী, এইটা আপনি একদম ঠিক বলেছেন-বার্সার হার চাইছিলেন আর সেই চাওয়াটাই আপনার মতামতকে প্রভাবিত করেছে। বার্সার কালকের সমানে তাড়া করে যাওয়া ফুটবলের সামনে খেই হারিয়ে মিলান বল জমা দিয়েছে ওদের পায়ে। কাল দেখে মনে হচ্ছিল বার্সা একটা পজিটিভ ইন্টেন্ট নিয়ে নেমেছে, যেটা সাম্প্রতিককালে একদম দেখা যাচ্ছিল না। এটাই তফাত গড়ে দিল। এই পজিটিভ ইন্টেন্টের সামনে পড়লে মাদ্রিদ বা ম্যান ইউ-এর কি হাল হয় সেটা বোধহয় এত সহজে predict করা যায় না।
  • ঊমেশ | 90.254.147.148 | ১৩ মার্চ ২০১৩ ১৩:০০555748
  • বার্সা যে সেই আগের বার্সা নেই সেটা তো বোঝা গেল লাস্ট মান্থে।
    পর পর দুটো ম্যাচ রিয়েল এর কাছে আগে কবে হেরেছে?
    আমার যত দুর মনে পড়ে সেটা হয়েছে বার্সা তে এই তিন-মুর্তি (জ্যাভি, ইনিয়েস্তা, মেসি) আসার আগে।

    তবে কাল মেসি'র প্রথম গোলটা দুর্দান্ত। সবাই কে পুরো ছবি করে দিয়ে গোলে শট।

    গান্ধী'র কথা ঠিক। এই টিম বেয়ার্ন, জুভেন্টাস, রিয়েল এর সামনে দাড়াতে পারবে না। ডর্টমুন্ড এর কথা জানি না, ওদের খেলা আমি এবছর এখনো দেখিনি।

    ডিফেন্স পুরো গেছে, সেই পুয়োল আর পিকু নেই। ব্ড্ড স্লো হয়ে গেছে।
  • ঊমেশ | 90.254.147.148 | ১৩ মার্চ ২০১৩ ১৩:০১555749
  • রবিবার কলকাতা ডার্বি, কিন্তু মোবারা চুপ কেন?

    বেশ কিছুদিন বাদে মোবারা একটু এগিয়ে ম্যাচ শুরু করবে। আমরা মনে হয় হয় একটু পিছিয়ে।
  • গান্ধী | 213.110.247.221 | ১৩ মার্চ ২০১৩ ১৩:২২555750
  • উমেশদা

    এই কথাটাই বলতে চাইছিলাম, উগ্র বার্সা বিরোধিতায় বোঝাতে পারিনিঃ)

    হুম্ম, বড় ম্যাচ নিয়ে কথা বলবনা। তবে বহুদিন বাদে (৯থ ডিসেমবরের পর) এই রোববার মোবার খেলা দেখে একটু আশা জাগছে। টোলগেকে না খেলিয়ে কুইন্টনকে শুরু থেকে নামালে আমাদের ভালো চান্স আছে
  • কৃশানু | 213.132.214.155 | ১৩ মার্চ ২০১৩ ১৫:২০555751
  • আমি খেলা দেখি নি, তাই সবার মতটাই শুনতে চাইছি। আর কিস্যু না।
  • Tim | 12.133.53.128 | ১৩ মার্চ ২০১৩ ১৭:৫১555752
  • আবারো এস জি কে ক দিতে বাধ্য হচ্ছি।

    ফুটবলে মিসপাস এমনি এমনি, আইলিগের বাইরে, হয়না। মিলান বার্সা ইত্যাদির প্লেয়াররা বেসিক স্কিলে এতটাই ভালো, যে স্রেফ একটা অফ ফর্মের ম্যাচ বলে মিসপাস করছে এরকমটা হওয়া মুশকিল। বরং মিসপাস করতে বাধ্য করা বিশ্ব ফুটবলে অনেক বেশি প্রাসঙ্গিক। কালকে বার্সা সেরকমই অ্যাগ্রেসিভ ছিলো। সর্বক্ষণ শুধু তাড়া করে যাওয়া নয়, বল পেলে এতটাই চমকাচ্ছিলো মিলান ডিফেন্সকে যে মিলানের সবাইকে নার্ভাস লাগছিলো। এই প্রেসিং ফুটবল বার্সা রোজ রোজ খেলতে পারবেনা, কাল পেটে খিদে ছিলো বলে পেরেছে। সেইসব দিন ওরা হারবে।
    আর রিয়েল, মিউনিখ বা ডর্টমুন্ডের সামনে পড়লে কি হবে বলা যায়না। প্রত্যেকটা ম্যাচই আলাদা, প্রত্যেকটা দিনই আলাদা।
  • ঊমেশ | 90.254.147.148 | ১৩ মার্চ ২০১৩ ১৯:০১555754
  • ইবে ড্র করলো।
    ভিয়েতনামের টিমটা যা, তাতে বলতে হচ্ছে ওয়ে ম্যাচ হিসাবে দারুন রেজাল্ট।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে প্রতিক্রিয়া দিন