এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • প্রবাসে ও বিদেশে বাঙলার মেধা পাচার পালা - দ্বিতীয় অঙ্ক

    pi
    নাটক | ১৩ অক্টোবর ২০১১ | ২৩৯৫৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aka | 117.194.4.153 | ১৫ অক্টোবর ২০১১ ০৭:১০494848
  • গে শ্বশুর টেকনিকালি অসম্ভব, অন্য কিছু নিয়ে কিছু বলার নেই, কিন্তু টেকনিকালি মোরন কথা চলবে নি।
  • pi | 72.83.90.203 | ১৫ অক্টোবর ২০১১ ০৭:১৩494849
  • আর হ্যাঁ, আরো একটা প্রশ্ন করে যাচ্ছি আপনাকে।

    ছেলে বিয়ে করে অনেক পণ আনবে,এরকম এক্সপেক্টেশন আর ট্র্যাডিশন ও তো থাকে। তাদেরকে আপনি কী বলবেন ?

    আহা বেচারা ট্র্যাডিশনকা বোঝ কা মারা বলে হামদর্দী দেখাবেন ?

    আপনি কিন্তু তাহলে একটা বেআইনি ব্যাপারকে সমর্থন করছেন, মনে রাখবেন।
    তাছাড়াও গুরুদেব অন্যায় যে করে আর যে সহে তাদের সম্বন্ধে কী বিধান দিয়েছেন, স্মরণ করবেন। সমর্থন করবেন কি ঘাসের মত পুড়বেন। মনে রাখবেন।
  • pi | 72.83.90.203 | ১৫ অক্টোবর ২০১১ ০৭:১৪494850
  • কেন ? অ্যাডপশন ?

  • aka | 117.194.4.153 | ১৫ অক্টোবর ২০১১ ০৭:১৭494851
  • তাইলে হল গে রিলেশনি্‌শপে আমি মোরন।
  • pi | 72.83.90.203 | ১৫ অক্টোবর ২০১১ ০৭:১৮494852
  • এই যে, এই যে আমাদের মাইন্ডসেট। শ্বশুর শাশুড়িকে সেম সেক্স কাপল আমরা ভাবতেই পারলাম না। অথচ সেই সম্ভাবনা রয়েছে কিন্তু।

    এটা নিয়ে কী বলবেন বলুন।
  • aka | 117.194.4.153 | ১৫ অক্টোবর ২০১১ ০৭:২০494854
  • গে রিলেশনশিপে মানুষ জন এখনও মোরন। হা হা হা আমার মোরনঙ্কÄ প্রাপ্তি হতে ঢের দেরি আছে। (শান্তির নিশ্বাস)
  • kk | 107.3.242.43 | ১৫ অক্টোবর ২০১১ ০৭:২০494853
  • আকাবাবু, গে শ্বশুর হয় বৈকি। ঊডি অ্যালেন এর 'হোয়াটেভার ওয়ার্কস' দেখোনি?
  • ridhhiman | 108.194.169.197 | ১৫ অক্টোবর ২০১১ ০৭:৩০494855
  • না না চাপিয়ে দেয়া নিয়ে কোন বক্তব্য নেই, ঐ 'ভুলভাল' প্রত্যাশা কে 'স্বার্থপর' বলাটাকে ভুলভাল বলেছি |
    ভয় ফয় না , প্রেমে এসব ফালতু বাওয়াল কোনকালেই আমার ভাল লাগে না | যা বলছে হাসিমুখে করে নাও , পরে দেখে নেব | বিয়ের পরে বলেছিল এনার্জি কোম্পানি ছেড়ে আই -ব্যান্‌ক যেতে তখন আবার হাসিমুখ ছিল, কিন্তু করি আর কিছু নি, কারণ অলরেডি মেয়ে পকেটে | তা আমি তো বলেইছি, প্রেম তেম টাকা এগুলো আসল | তাই রিমি দের কিছু বলছি না, যারা এগুলো মানছে না, সেই বাকিদের এক্সপোজ হতে হবে | অমর্ত্য সেন বলে পার পেয়ে যাবে না |
  • ridhhiman | 108.194.169.197 | ১৫ অক্টোবর ২০১১ ০৭:৩৫494856
  • মশাই, একে্‌ষ্‌পক্টেশন আর চাপিয়ে দেয়ার মধ্যে ফারাক করেছি তো ! পণ, হোমো, এসব বলে আমাকে কি লাভ| শ্বসুর কে বলেছিলাম একটা সুত নেব না, বুঝলেন ?
  • pi | 72.83.90.203 | ১৫ অক্টোবর ২০১১ ০৭:৪২494858
  • খামোখা একটা সুত নিতেই বা যাবেন কেন।
  • kd | 59.93.245.48 | ১৫ অক্টোবর ২০১১ ০৭:৫০494859
  • এইবার বুঝলুম ঋদ্ধির সুতো খুব অপছন্দের জিনিস। তাই আয়নার সামনে কোন সুতো ছাড়া সুনীল এতো পছন্দ।
    আচ্ছা, ঐ সীনে সুনীলের পেছনে একই পোষাকে গিন্সবার্গও কি দাঁড়িয়েছিলো? মানে সুনীলের লেখাতেই এমনই যেন কেমন হিন্ট ছিলো। :)
  • ridhhiman | 108.194.169.197 | ১৫ অক্টোবর ২০১১ ০৭:৫১494860
  • না সব কিছু আমি উড়িয়ে দেবার পর উনি যখন বললেন ' তাহলে বাবা, এত লিস্ট একটা প্যান আমেরিকার শার্ট" তখন আমি ঐ ডায়ালগ তা দিয়েছিলাম, 'একটা সুতো নেব না' এটা শার্টের প্রেক্ষাপটে বলা | তখন আমি নিজেই তো প্রেমে সুতো এস ইন 'এবার মলে সুতো হব ' --আমার ফেভারিট প্রেমের গান |
  • kd | 59.93.245.48 | ১৫ অক্টোবর ২০১১ ০৭:৫৭494861
  • ""প্রথম প্রজম্ন ইমিগ্র্যান্ট'' পড়ে কেন খট্‌কা লাগলো। মানে আমি জানতুম মাইগ্র্যান্টদের ছেলেপুলেরা ফার্স্ট জেনারেশান। তো উইকিপিসি বল্লো দু'টোই ঠিক - যে যেমন চায় বলে।

    ওই পাতাতেই একটা মজার কথা পড়লুম। গরীব দেশ থেকে বড়ল্লোক দেশে "মাইগ্র্যান্ট"রা যায়। উল্টো হ'লে তারা ""সেট্‌লার্স''। আজকাল আবার ""রিটায়ারিং টু''ও চলছে। :)
  • pi | 72.83.90.203 | ১৫ অক্টোবর ২০১১ ০৮:০২494862
  • Ta = ট :)
    ও দাদা, দয়া করে ক্যাপস লক অন করাটা একটু অভ্যেস করুন :(
    এত লিস্ট পড়ে রেগে গিয়ে আরেকটু হলে আপনাকে বকে দিতে যাচ্ছিলুম।

    অন্যান্য পোস্ট পড়ে কী কী ভেবেছি, সে নাহয় বাদই থাক :)

  • pi | 72.83.90.203 | ১৫ অক্টোবর ২০১১ ০৮:০৩494863
  • নিবেদিতা, মাদার টেরেসা, এঁদেরকে তালে সেটলার্স বলা যাবে কি ?
    বা, সোনিয়া গান্ধী ?
  • kd | 59.93.245.48 | ১৫ অক্টোবর ২০১১ ০৮:০৫494864
  • গে শ্বশুর কেন হবে না? আমি একজনকে চিনি (আমার বউএর বন্ধুর বর) - তিন ছেলেমেয়ের বাবা (সত্যি সত্যি, বউএর বন্ধুই বলেছে) - প্রায় পঞ্চাশ বছর বয়সে ফাইনালি ক্লোজেট থেকে বেরিয়েছে।

    শুরুতে নিজেদের মধ্যে দারুণ অশান্তি হ'লেও এখন দু'জনেই মানিয়ে নিয়েছে - বেশ সুখী মনে হয়।
    অ্যার অর্থ: প্রেম জিন্দাবাদ।
  • ridhhiman | 108.194.169.197 | ১৫ অক্টোবর ২০১১ ০৮:০৬494865
  • ওকে আবার টাইপ-ও হয়ে গেল | খেয়াল থাকবে | কিন্তু উডি এলেন একটু পাকা টাইপের লোক | নিজের মনে বিরবির করে যান | নিজেকে নিয়ে একটু বেশি থাকেন তাই কঠিন সিনেমা বানান |
  • ridhhiman | 108.194.169.197 | ১৫ অক্টোবর ২০১১ ০৮:০৮494867
  • না সুনীল একা | লেখায় তাই আছে |
  • pi | 72.83.90.203 | ১৫ অক্টোবর ২০১১ ০৮:০৮494866
  • আমি এই উদাহরণটা দেবো ভাবছিলাম। তারপর ভাবলাম, টেকনিক্যালি হয়তো বাই বলা উচিত।
    কিন্তু গে হলে কি টেকনিক্যালি একে 'প্রেম' বলা যায় ? :)

    তবে ওঁর বলে দেওয়া আর বাড়িতে মেনে নেওয়া, দুটৈ বেশ ভালো ব্যাপার।
  • pi | 72.83.90.203 | ১৫ অক্টোবর ২০১১ ০৮:১১494869
  • সেতো মশায় আপনিও মনে হয় একটু পাকা টাইপের লোক। তাই বলে কি আপনি নিজের মনে বিড়বিড় করে যান না কঠিন সিনেমা বানান ?
  • kd | 59.93.245.48 | ১৫ অক্টোবর ২০১১ ০৮:১৭494870
  • সোনিয়া গান্ধী কেন সেট্‌লার হতে যাবে? ও তো গরীবতর দেশ থেকে এসেছে।

    এই বক্তব্যের কারণ: কোন এক টই পড়ে মনে হয়েছিলো বড়লোক দেশ/গরীব দেশ ডিপেন্ড করে কনভার্শান রেটের ওপর (মানে এক ডলার = ৫০ টাকা vs এক টাকা = ৫০ ডলার ইত্যাদি)। তা এক টাকায় তখন তো অনেক অনেক লিরা পাওয়া যেত (এক সময় আমিই তো ডলারে ২২ টাকা বা ২০০০ লিরা পেয়েছি)।

    এটা যে বা: ম:, সেটা নিশ্চই বলতে হবে না!
  • kd | 59.93.245.48 | ১৫ অক্টোবর ২০১১ ০৮:২২494871
  • বলা নিশ্চই যায়। তা' নাহ'লে love আর sex দু'টো আলাদা শব্দ থেকে কী লাভ?
    এখন এ'সব ঠিক বুঝবে না। একটু বয়স হোক, তারপর। :)
  • riddhi | 108.194.169.197 | ১৫ অক্টোবর ২০১১ ০৮:২৩494872
  • ভদ্রভাবে পাকা বললেন ? আসলে আমি একটু গা:পা:/পো:পা: টাইপের | সে তো আমাদের প্রজন্মের অনেকই, কেউই কঠিন সিনেমা বানান না | বাবা মা (টুকলি করে না বুঝে) একটা গা: পা: নাম রাখলে যা হয় আর কি | তবে উদির পাকামি তা যখন ধরতে পেরেছি মানে হয় আর একটু পাকলে আমিও কঠিন কিছু বানাবো |
  • ridhhiman | 108.194.169.197 | ১৫ অক্টোবর ২০১১ ০৮:২৬494873
  • ভদ্রভাবে পাকা বললেন ? আসলে আমি একটু গা:পা:/পো:পা: টাইপের | সে তো আমাদের প্রজন্মের অনেকই, কেউই কঠিন সিনেমা বানান না | বাবা মা (টুকলি করে না বুঝে) একটা গা: পা: নাম রাখলে যা হয় আর কি | তবে উদির পাকামি যখন ধরতে পেরেছি মানে হয় আর একটু পাকলে আমিও কঠিন কিছু বানাবো |
    আবার লিখলাম | আগেরটাই টাইপ এরর ছিল |
  • Update | 72.83.90.203 | ১৫ অক্টোবর ২০১১ ০৯:১০494874
  • Name:ridhhimanMail:Country:

    IPAddress:108.194.169.197Date:15Oct2011 -- 08:06AM

    ওকে আবার টাইপ-ও হয়ে গেল | খেয়াল থাকবে | কিন্তু উডি এলেন একটু পাকা টাইপের লোক | নিজের মনে বিরবির করে যান | নিজেকে নিয়ে একটু বেশি থাকেন তাই কঠিন সিনেমা বানান |

    Name:piMail:Country:

    IPAddress:72.83.90.203Date:15Oct2011 -- 08:08AM

    আমি এই উদাহরণটা দেবো ভাবছিলাম। তারপর ভাবলাম, টেকনিক্যালি হয়তো বাই বলা উচিত।
    কিন্তু গে হলে কি টেকনিক্যালি একে 'প্রেম' বলা যায় ? :)

    তবে ওঁর বলে দেওয়া আর বাড়িতে মেনে নেওয়া, দুটৈ বেশ ভালো ব্যাপার।

    Name:ridhhimanMail:Country:

    IPAddress:108.194.169.197Date:15Oct2011 -- 08:08AM

    না সুনীল একা | লেখায় তাই আছে |

    Name:piMail:Country:

    IPAddress:72.83.90.203Date:15Oct2011 -- 08:11AM

    সেতো মশায় আপনিও মনে হয় একটু পাকা টাইপের লোক। তাই বলে কি আপনি নিজের মনে বিড়বিড় করে যান না কঠিন সিনেমা বানান ?

    Name:kdMail:Country:

    IPAddress:59.93.245.48Date:15Oct2011 -- 08:17AM

    সোনিয়া গান্ধী কেন সেট্‌লার হতে যাবে? ও তো গরীবতর দেশ থেকে এসেছে।

    এই বক্তব্যের কারণ: কোন এক টই পড়ে মনে হয়েছিলো বড়লোক দেশ/গরীব দেশ ডিপেন্ড করে কনভার্শান রেটের ওপর (মানে এক ডলার = ৫০ টাকা vs এক টাকা = ৫০ ডলার ইত্যাদি)। তা এক টাকায় তখন তো অনেক অনেক লিরা পাওয়া যেত (এক সময় আমিই তো ডলারে ২২ টাকা বা ২০০০ লিরা পেয়েছি)।

    এটা যে বা: ম:, সেটা নিশ্চই বলতে হবে না!

    Name:kdMail:Country:

    IPAddress:59.93.245.48Date:15Oct2011 -- 08:22AM

    বলা নিশ্চই যায়। তা' নাহ'লে love আর sex দু'টো আলাদা শব্দ থেকে কী লাভ?
    এখন এ'সব ঠিক বুঝবে না। একটু বয়স হোক, তারপর। :)

    Name:riddhiMail:Country:

    IPAddress:108.194.169.197Date:15Oct2011 -- 08:23AM

    ভদ্রভাবে পাকা বললেন ? আসলে আমি একটু গা : পা :/ পো : পা : টাইপের | সে তো আমাদের প্রজন্মের অনেকই, কেউই কঠিন সিনেমা বানান না | বাবা মা (টুকলি করে না বুঝে) একটা গা : পা : নাম রাখলে যা হয় আর কি | তবে উদির পাকামি তা যখন ধরতে পেরেছি মানে হয় আর একটু পাকলে আমিও কঠিন কিছু বানাবো |

    Name:ridhhimanMail:Country:

    IPAddress:108.194.169.197Date:15Oct2011 -- 08:26AM

    ভদ্রভাবে পাকা বললেন ? আসলে আমি একটু গা : পা :/ পো : পা : টাইপের | সে তো আমাদের প্রজন্মের অনেকই, কেউই কঠিন সিনেমা বানান না | বাবা মা (টুকলি করে না বুঝে) একটা গা : পা : নাম রাখলে যা হয় আর কি | তবে উদির পাকামি যখন ধরতে পেরেছি মানে হয় আর একটু পাকলে আমিও কঠিন কিছু বানাবো |
    আবার লিখলাম | আগেরটাই টাইপ এরর ছিল |

    Name:ridhhimanMail:Country:

    IPAddress:108.194.169.197Date:15Oct2011 -- 08:26AM

    ভদ্রভাবে পাকা বললেন ? আসলে আমি একটু গা : পা :/ পো : পা : টাইপের | সে তো আমাদের প্রজন্মের অনেকই, কেউই কঠিন সিনেমা বানান না | বাবা মা (টুকলি করে না বুঝে) একটা গা : পা : নাম রাখলে যা হয় আর কি | তবে উদির পাকামি যখন ধরতে পেরেছি মানে হয় আর একটু পাকলে আমিও কঠিন কিছু বানাবো |
    আবার লিখলাম | আগেরটাই টাইপ এরর ছিল |

    Name:ridhhimanMail:Country:

    IPAddress:108.194.169.197Date:15Oct2011 -- 08:27AM

    ভদ্রভাবে পাকা বললেন ? আসলে আমি একটু গা : পা :/ পো : পা : টাইপের | সে তো আমাদের প্রজন্মের অনেকই, কেউই কঠিন সিনেমা বানান না | বাবা মা (টুকলি করে না বুঝে) একটা গা : পা : নাম রাখলে যা হয় আর কি | তবে উদির পাকামি যখন ধরতে পেরেছি মানে হয় আর একটু পাকলে আমিও কঠিন কিছু বানাবো |
    আবার লিখলাম | আগেরটাই টাইপ এরর ছিল |

    Name:ridhhiMail:Country:

    IPAddress:108.194.169.197Date:15Oct2011 -- 08:30AM

    সরি, রিয়ালি সরি | এই রেপিতিশান ইচ্ছাকৃত নয় | ক্ষমা চেয়ে নিচ্ছি | টাইপ-ও ছিল প্রথমে, সেটা সুধরতে গিয়ে দেখি আরও টেকনিকাল এরার দিচ্ছে | প্লিজ কেউ তিনটে পোস্ট মুছে ফেলুন |

    Name:piMail:Country:

    IPAddress:72.83.90.203Date:15Oct2011 -- 08:30AM

    সেই এরর এই তিনটের একটা পোস্টেও নেই বলছেন ? :)

    Name:ridhhiMail:Country:

    IPAddress:108.194.169.197Date:15Oct2011 -- 08:32AM

    না প্রথম পোস্টে ভুল ছিল | তারপর গুলো ঠিক |

    Name:piMail:Country:

    IPAddress:72.83.90.203Date:15Oct2011 -- 08:37AM

    হিটের ঠ্যালায় সুতো আটকে গেছে।

    কেউ পোস্ট করলে কোথাও সেভ করে রাখবেন। রিস্টার্টে উড়ে যেতে পারে।

    Name:kcMail:Country:

    IPAddress:178.61.96.29Date:15Oct2011 -- 08:44AM

    "" হিটের ঠ্যালায় সুতো আটকে গেছে''।

    হা হা হা। হি হি হি। হো হো হো। খক খক।
    হাসতে হাসতে কাশতে শুরু করলাম। :-))

    Name:piMail:Country:

    IPAddress:72.83.90.203Date:15Oct2011 -- 08:46AM

    ভিক্স কি গোলি।

    Name:kdMail:Country:

    IPAddress:59.93.245.48Date:15Oct2011 -- 08:58AM

    ঋদ্ধিমানবাবু, একটা কথা বলি, প্লীজ কিছু মনে করবেন না।

    আপনি যদি লেখায় ভালগারিটি একটু কমান, বড্ডো ভালো হয়। একটু আধটু ভালৈ, ঠিকমতো করতে পারলে তো লেখাটা বেশ কালারফুলই হয় ( h এর লেখা তার উৎকৃষ্ট উদাহরণ) কিন্তু যে কোন জিনিসের মতৈ মাত্রাতিরিক্ত হ'লেই, বুঝছেন তো?

    আপনার গোড়ার দিকের লেখা পড়েছি, তখন তো এমন দেখিনি। মানে, আপনি পারেন না তা' নয়। তাহ'লে এখন কেন?

    এটা আনমডারেটেড সাইট, কোন সেন্সর বোর্ড নেই। আমি জাস্ট একজন (বয়স্ক) পাঠক হিসেবে আপনাকে লিখছি, এর বেশী কিছু না। এরপর আপনি যা ভালো মনে করবে, তাই করবেন।

    আর হ্যাঁ, আপনি একই ভাবে লিখে গেলেও আমি পড়বো।

    ধন্যবাদ।
  • bb | 117.195.187.37 | ১৫ অক্টোবর ২০১১ ০৯:৩৫494875
  • রিমি অনেকবার আমার নাম উল্লেখ করায় বাধ্য হয়ে লিখছি, কারণ এই টইতে প্রথম দিকে Xxa এর একট মন্তব্য ছাড়া আমি খুব একটা বক্তব্য রাখিনি।
    আমি আবার আমার মতটা বলে যাই, কে কোথায় থাকবেন সেটা তার ব্যাপার। কিন্তু নিজের সপক্ষে সাফাই হিসাবে "কোলকাতা থাকার অযোগ্য", "আমার দানে দেশের সংসার চলে", "মা-বাবা কেন সন্তানের কাছ থেকে প্রত্যাশা' করবে ইত্যাদি ছেঁদো কারণ দেখাবেন এটা প্রত্যাশিত নয়।
    Xxএর বর্ণনা অনুযায়ী এখানি যথারীতি এক ঐ ধরণের যুক্তি আর তার সমর্থক দেখা যাচ্ছে, অন্যদিকে পাই অনেক যুক্তিযুক্ত মতামত দিচ্ছেন বলে আমি মনে করি, দু-দিকের কথা তুলে ধরছেন।
    আচ্ছা ধ্রুপদী NRI রা একটু বুঝিয়ে বলুন এই যারা দেশের নাগরিকত্ব স্বেছায় ছেড়ে দিয়েছিলেন এখন এই PIO বা দ্বি-নাগরিকত্ব নেওয়া তাদের কতটা যুক্তিযুক্ত?
  • ridhhiman | 108.194.169.197 | ১৫ অক্টোবর ২০১১ ০৯:৩৯494876
  • কেডি বাবু আমি আপনার কথা শুনব | আমি এটা এক্সপেক্ট করেছিলাম কেউ বলবে | কেউ বললেন আমার লেখা খুব খারাপ লেগেছে কেন বললেন না | না বললে আমিও জানতে পারব না | সুক্ষ্ম টুক্ষ্ম র মধ্যে আমি নেই|
    আপনি একটা জিনিস খেয়াল করবেন , আমি লেখাকে ইন্টারেস্টিং বা খারাপ ভাল কোন রকম স্টাইল আনার জন্য ভাল্গারায়তী বা খিস্তি করিনি | সেরকম কোন ইচ্ছে থাকলে , বা পাতি সাবাভার্ট করার ধান্দা থাকলে বন্যা বয়ে যেত| আমি আমার মনে যা এসেছে, যেভাবে আমরা কথা বলি সেটাই লিখে গেছি| তাই আমার পোস্টে 'শালা' হয়ত দেখবেন বেশি কিন্তু সেক্সুয়াল একে্‌ষ্‌প্‌লটিভ তুলনায় কম | কাল হ বললেন 'হারামি আয়না' আরও বললেন বা: ছে:| মলয় বললেন 'গা: মে:' | তারপর থেকে আমিও লিখেছি বেশ কয়েকটা | আমার পোস্ট ওদের থেকে বেশি | ফেয়ার তুলনার জন্য আপনি দেখুন আমার পোস্ট পিছু সেক্সুয়াল খিস্তির এভারেজ কত ? এক বা দুইয়ের বেশি কি?
    না কি , জেনারাল পোস্টের স্টাইল , যেমন 'মেয়ে পকেটে' --ওটা বর্জন করা আমার পক্ষে চাপ হবে | সে ক্ষেত্রে আমি কম লেখার চেষ্টা করব |
    না কি ব্যাপারটা এই, উডি এলেন একটা মনোলগে দশটা ফাক বললেও এত হিউমারাস কিছু লাইন থাকে যে এত কর্কশ লাগে না? ;) তাইলে ফাক টা বড় কথা naa ? ওটাকে কোয়ালিফায় করার জন্য আরও কিছু থাকলেই সাত খুন মাপ ? তাহলে কিন্তু কেডি বাবু , আমাদের মত অপ্রতিভ অপ্রতিভাবানদের খুব মুশকিল| আমরা খিস্তিও দিতে পারব না?
    আমি জানতাম শেষে ব্যাপারটা পাঅলি দামেই যাবে |
    অল সেদ এন্ড দান , আমি আপনার কথা শোনার চেষ্টা করব |:)

  • abastab | 61.95.189.252 | ১৫ অক্টোবর ২০১১ ১০:০১494877
  • একা কুম্ভ রক্ষা করে (নকল) বুঁদি গড়।
  • rimi | 75.76.118.96 | ১৫ অক্টোবর ২০১১ ১০:১৫494878
  • বিবিবাবু, কলকাতা যদি কারুর কাছে বাসে অযোগ্য বলে মনে হয়, বা কারুর কাছে যদি বাবা মার প্রত্যাশার থেকেও নিজের জন্যে আরো আকর্ষণীয় জীবনের লোভ বেশি হয়, তাতে আপনি রেগে যাচ্ছেন কেন? হতেই পারে যে এই কারণগুলো আপনার কাছে ছেঁদো, ছেঁদো বলেই আপনি দেশের বাইরে থাকেন নি। কিন্তু পৃথিবীশুদ্ধু সব্বাইকে যে আপনার মতন দেশ ও বাবা মাকে ভালোবাসতে হবে এটা কি খুব সঠিক দাবী?

    যদি কে কোথায় থাকবে সেটা তারই ব্যপার হয়, তাহলে সে কেন কোথায় থাকবে সেটাও তার ব্যপার। আপনার তাতে কি? কোয়ালিটি অফ লাইভ একেকজনের কাছে একেকরকম। যেমন কারুর হয়ত ন্যানো গাড়িতেই দিব্বি চলে, অথচ কারুর টয়োটা ছাড়া জীবন ফাঁকা লাগে। একেকজনের একেকরকম স্বপ্ন। সব্বাইকে এক রকম হতে হবে এই দাবীটা কেন?

    আরও ভেবে দেখুন, এইরকম ছেঁদো কারণ দেখানো এন আর আই রা না থাকলে আপনারই বা এদের গালাগাল দিয়ে মনের শান্তি হত কি ভাবে? অনেক ভেবে চিন্তেই ইশ্বর নানা ধরণের প্রজাতি তৈরী করেছেন। তাই কি না বলুন? :-)))
  • h | 116.203.197.220 | ১৫ অক্টোবর ২০১১ ১১:১৮494880
  • এই রে। রিদ্ধিমানবাবু , আমি শর্তহীন ভাবে ক্ষমাপ্রার্থী। সিরিয়াসলি রেগে গেছেন। আসলে সোয়ার করেছি , কিন্তু কাউকে গাল দিয়েছি বলে মনে পড়ছে না। যাই হোক, সরি।

    বিটিডাবলিউ, আমার সুনীল গাংগুলি বা আপনার বা অন্য কারো উপরে কোন রাগ নেই, সুদু সুনীল গাংগুলির লেখা আমার প্রচন্ড বাজে লাগে, আর বাংলা ভাষাতে লিখলে আর বাংলায় থাকলেই কেউ দেশোদ্ধার করছে বা দেশ কে ভালো বাসছে বলে আমার মনে হয় না। বিদেশে থাকলেই যেমন উঙ্কÄল ভারতের প্রতিনিধি বা রাষ্ট্রের প্রতিনিধি বা ভারতীয় সংস্কৃতির প্রতিনিধি মানুষ বা দুশ্চিন্তাগ্রস্ত বা বাধ্যতামূলক বা সুবিধেবাদী অধিবাসী হয়ে যায় না, তেমনি দেশে থাকলেই দেশপ্রেমিক হয়ে ঠিক যায় না। the exceptions are at least as interesting as perceived general patterns. কলকাতায় অনেক টাকা এখন পাওয়া যাচ্ছে তাই অনেকে কলকাতায় ফিরে আসছেন নাও হতে পারে ইত্যাদি।

    যাই হোক, এগুলো সব ই অসংখ্য সুবিধের মধ্যে থেকে বলা অপিনিয়ন মাত্র। কষ্ট বা দুশ্চিন্তা যাঁরা করেন , তাঁদের অনেকি্‌দন দেখা পাইনি, তাই বলতে পারবো না তাঁরা কি ভাবে ভাবেন দেশের জন্য :-)

    এইবার বোঝাই যাচ্ছে খচে গেছেন। সরি ওয়ান্স অগেন।

    আমার আপনার লেখা সম্পর্কে বা আপনার সম্পর্কে কোনো বক্তব্য নাই। আপনর মতামতের ভ্যালিডিটি সম্পর্কে আমার বক্তব্য আগেই বলেছি।

    অরণ্য ও কি খচে গেছো নাকি? কি চাপ। খচো না। সরি ফর সোয়ার ওয়ার্‌ড্‌স।আই ক্যান নট হ্যান্ডল কন্টেম্পোরারি মেন স্ট্রীম বাংলা সাহিত্য। তারাশংকর বিভূতি মেন স্ট্রীম হলেও অনেক অনেক বেশি ইন্টারেস্টিং। দুজন দু ধরণের কারণে। অথচ ব্যাকগ্রাউন্ড বা পোলিটিকাল কনভিকশন কাছা কাছি হওয়া সঙ্কেÄও।

    কি চাপ এখানে মাইরি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ মতামত দিন