এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • প্রবাসে ও বিদেশে বাঙলার মেধা পাচার পালা - দ্বিতীয় অঙ্ক

    pi
    নাটক | ১৩ অক্টোবর ২০১১ | ২৩৭৩৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • maximin | 59.93.241.81 | ১৬ অক্টোবর ২০১১ ১৬:৫৫494981
  • ক্যাম্পাসে নিজের ল্যাপি নেওয়া যাবে না, নেট লিমিটেড, ইশ কী কষ্ট। তার উপরে আবার হপ্তায় হপ্তায় এক্সাম, ভাবা যায়?
  • maximin | 59.93.241.81 | ১৬ অক্টোবর ২০১১ ১৭:২১494982
  • ঠিক এর পরেই বলা হয়েছে 'এদের মন্ত্র যদি এটাই হয়, যে গরু-গাধা (সবাই নয়) যা পারবো তুলে নেবো ক্যাম্পাস থেকে তার পর পিটিয়ে ঘোড়া বানাবো' ..ইত্যাদি।

    সবাই তো আর হায়ার এডুকেশন চায় না, অনেকে আছে যারা শুধু এমপ্লয়েবল হতে চায়। Ifrigorousdisciplinehelpstomakeapersonemployableisn'titunfortunatethatsubsidizededucationsystemdoesn'tgiveatrytosuchrigorousdiscipline?
  • ppn | 112.133.206.22 | ১৬ অক্টোবর ২০১১ ১৯:৩৮494983
  • সদা, আমি কোন কাজকেই ডেরোগেটরি মনে করি না। সে দেহ ব্যবসাই হোক বা বাথরুম পরিষ্কারের। ভাগ্যিস সবাই রিসার্চ করে না, না হলে শরীরের প্রয়োজন মেটাতে রিসার্চাররা কাদের কাছে যেত! :)

    এনারেনের বক্তব্যের কনটেক্সট না জেনে বিশদে কিছু বলব না। বিবি বা ব্রতীন যা বলেছেন তার সাথে অনেকটাই একমত। আর এনারেন মনে হয় ইনফির এমপ্ল্যবিলিটির রেস্পেক্টে কথাটা বলেননি।

    ট্যালেন্ট, প্যাশন, লার্নিং এইগুলি শুধু ইনোভেশন করতে গেলে লাগে বুঝি! সেগুলো থাকলে আশির দশকে অনেক স্টার্টাআপ কোম্পানিই ইনফি হত। সে তো হয়নি। সেইটা যাদি ইনফি ঘ্যাম নিতে চায় তো নিতেই পারে। যার তা অপছন্দ সে অপছন্দ করতেই পারে।
  • bb | 117.195.176.160 | ১৬ অক্টোবর ২০১১ ১৯:৩৯494984
  • সদা সে তো এখনও ইনফিতে অফিসে পারসোনাল কম্পিউটার বা USB allowed নয়। নেট-এ পার্সোনাল মেল বা অনেক সাইট ব্লকড, আর ড্রেস কোড আছে। এগুলি কোম্পানীর নীতি,
  • maximin | 59.93.241.81 | ১৬ অক্টোবর ২০১১ ২০:০৭494985
  • ঠিকই, unemployable বলেন নি। ভুল বলেছিলাম। সরি।
  • Abhyu | 97.81.108.7 | ১৬ অক্টোবর ২০১১ ২০:২৫494987
  • দুখেদা, গল্পটা যখন লিখেছিলাম তখন আমার মনে হচ্ছিল ঐ ভদ্রলোকের কথাই - কিন্তু তারপর "ছাত্রের নাম' শুনে থেকে হঠাৎ কেমন সব গুলিয়ে গেল...
  • Bratin | 117.194.102.172 | ১৬ অক্টোবর ২০১১ ২১:১৪494988
  • bb আর আমি মোটমুটি একই বয়েসী মনে হল। ঠিক আমদের সময় জয়েন্ট তে ও ই দশা ই ছিল। TCS স্যালারী তে ইন্সিটিউড টা ফ্যাক্টর করতো খানিক টা হলেও। এখনও তুলে দিয়েছে বোধহয়।

    সদা, খুব খারাপ বলে নি। আমরা s/w এ যে ধরনের কাজ করি বেশীর ভাগ তাতে উচ্চ মাধ্যমিক না হলেও গ্রাডুয়েশন যথেস্ট।মোটামুটি ৭০ - ৮০ শতাংশ কাজের ক্ষেত্রে। বাকি ২০ -৩০ শতাংশ কাজের ক্ষেত্রে অবশ্যই বিশেষ ধরণের working exp লাগে। সেটা কাজের মাধ্যমেই শেখা যায়। শুধু ট্রেনিং নিলে চাপ আছে।

    দুখে আর অভ্যু 'আলু' র ভালো নাম আমাকে জানাও।
  • bb | 117.195.176.160 | ১৬ অক্টোবর ২০১১ ২১:৫০494989
  • না ব্রতীন আমি অনেক বড়, ন্যাড়া আর আমি একই বয়সী বোধহয়। '৯৬ এ আমি MBA পাস করে গেছি :)
  • maximin | 59.93.241.81 | ১৬ অক্টোবর ২০১১ ২২:০৩494991
  • ppn পড়লাম। লেখাটা বেশ ভালো। লিঙ্ক দেওয়ার জন্যে ধন্যবাদ।
  • maximin | 59.93.241.81 | ১৬ অক্টোবর ২০১১ ২২:১৪494992
  • বিশেষ করে ভালো লাগল এই জায়গাটা --

    Yetjustagenerationago, middleclassIndianscouldread, writeandspeakalltheirlanguagesfluently, Englishincluded.The“class”argumenthardlyholdswhenyourownparentsaremoreliteratethanyou.It’snotjustthattheirkidsaredoingworse, butthattheycan’tevenbebotheredtotryanddobetter.
  • sda | 117.194.193.224 | ১৬ অক্টোবর ২০১১ ২২:৫০494993
  • লার্নিং, প্যাশন, ট্যালেন্ট নিয়ে গলা ফাটাবো , আবার ফ্রেশার হিসাবে চাইবো একদম মিডিয়কার স্টুডেন্ট , যাদের হায়ার এডুকেশন এর এইম নেই , রিসার্চ এর ইচ্ছে নেই , এই ডাবল স্ট্যান্ডার্ড দেখেই হাসি পায় আর কি ! যা শর্টকার্টে টাকা আনে তাই ভালো - এই নীতিতে চললে চেতন ভগতের বই বা হরনাথ চক্কোত্তির সিনেমা কী দোষ করলো ? :)
    লাভের লাভ যেটা হচ্ছে, কলেজ জীবনের গোড়া থেকে এই আই টি আই টি জপ করে কোর ইনজিনিয়ারিং এ যাওয়ার লোক কমে যাচ্ছে। আমার কোম্পানি প্রচুর প্রোজেক্ট ছেড়ে দেয় কারণ ইনডাস্ট্রিয়াল অটোমেশন/ ইন্সট্রুমেন্টেশনে কাজ করার মতো দক্ষ ফ্রেশার ইনজিনিয়ার পাওয়া যায় না, আর এক্সপিরিয়েন্সড লোকজনকে দিয়ে করালে খরচা পোষাবে না। এই লাইনে অভিজ্ঞ লোকজনের মুখে শুনেছি যে দশ- পনেরো বছর আগেও কোর সেক্টরে ভালো লোক পেতে এত চাপ হত না।
  • maximin | 59.93.241.81 | ১৬ অক্টোবর ২০১১ ২৩:০০494994
  • Thankstothecoachingclassestoday, thequalityofstudentsenteringIITshasgonelowerandlower, Murthysaid, receivingathunderingapplausefromhisaudience.

    প্রশ্ন হল এনারেমের বলার অধিকার আছে কিনা। এনারেম বলছিলেন তো আই-আই-টির লোকজনদের জনসমাবেশে। আই আই টির লোকজন আপত্তি করেন নি তো? তাহলে চেতন ভগত এসব বাজে কথা বলতে আসেন কেন? চেতন ভগতের নিজের ক্রিডেনশিয়ালই বা কি? তিনি নিজেও টাকাই করেন, এবং সেটা বলেনও খুব জোর গলায়।

    কোটার কোচিং ক্লাস নিপাত যাক।
  • nyara | 122.172.215.14 | ১৬ অক্টোবর ২০১১ ২৩:০৯494995
  • আবার, আবার সেই কামানগর্জন।

    কোম্পানি খুলেছে হায়ার এডুকেশন আর রিসার্চে পিঠ চাপড়ানি দেবার জন্যে? ওগুলোতে ঠিক ততখানি উৎসাহ দেবে যতক্ষণ সেটা কোম্পানির বটম লাইনে কিছু যোগ করবে। বিশেষত: পাবলিক কোম্পানি।
  • a | 208.240.243.170 | ১৬ অক্টোবর ২০১১ ২৩:১৭494996
  • সদাবাবু নিজের ইনিশিয়াল বক্তব্য থেকে অনেকটাই সরে এসেছেন মনে হচ্ছে :) তা বেশ। তবে কম্পু-কেরানি কথার মানে এখনো বুঝিনি। কম্পু চালায় যে কেরানি, বা কেরানি-প্রতিম কম্পুওয়ালা, না কেরানির মত অনেক লোক নিয়োগ করে যে কম্পু কোং..... কেজানি কি!!

    কিন্তু বল্লে বিশ্বাস করবেন না মশাই, এইসব দোকানে না যারা কাজ করে তারা খুব খুব খুশি, চাকরির কারণে। এখন যদি বলেন কেন তাদের হায়ার এডুকেশনে এইম নেই, রিসার্চের ইচ্ছা নেই, তো তাদের জাস্ট ছে: গেল।

    অমি অপ্পনদার সাথে একমত, কোন কাজকে ছোট করার ধ্রিষ্টতা এজিবনে হল না। কারুর মেধাকে কটাক্ষ করবার মত উচ্চ মেধাও না। কি যে করি :)
  • ppn | 112.133.206.22 | ১৬ অক্টোবর ২০১১ ২৩:২১494997
  • যা বুঝলাম, কেরানিগিরি = মিডিওক্রিটি।
  • ridhhiman | 108.194.169.197 | ১৬ অক্টোবর ২০১১ ২৩:২২494998
  • এই লিনকের লেখাটা খুব ঝুল, সরি বলতে বাধ্য হলাম। প্‌প্‌ন বাবুর ওপোর রিস্পেক্ট কোমে গেল । এ(লেখক) কে রে ভাই??
    আর এই নারয়ন মূর্তি কি এই সবে পয়্‌দা হলেন? আই আই টিআন র কবে চোস্ট ইঙ্গ্রেজি বলে দুনিয়া কাপালো রে বাবা ?! চিরকালি তো এই দেখে এলাম! আর মেন কথা, তাতে কিসসু এসে যায় নি, যখন দরকার পিক আপ করে বেরিয়ে গেছে, আর বাকির ঐ ভুলভাল ইঙ্গ্রেজি গুলৈ চেটে পুটে বাড়ি এসে ছেলেকে
    এম এল খান্না ধরিয়ে দিয়ে বলচে - 'মাগা, মাগা, ভাল করে মাগা' এ এই লোকটা জীবনে কোন আই আইটি চে্‌লর সথে মেশেনি, হোস্‌ট্‌লীর ধারেকছেও যায়নি, কাল কা সাহেব ,রুট ক্কে বলে রাউট ।

    এবারে চেতন - দম থাকলে কেউ এখানে দেখাক চেতন ভগ্‌ত কোন গ্রামটিকলি ভুল ইংরেজি টা লিখেছে? দেখাক। আরে শেকস্পীয়র লেখা আর ঠিকঠাক লেখর মধ্যে ফারাক আছে। এক্স্যক্ট দাবীটা কি ওনার ? আর কি ভুলভাল মইরি, বাবা ভল ইন্রেজী জানলে ছেলে জানবে? আমাদ্র দাদু ফদু টাইমের লোকের এস এন ব্যনার্জির মত ইঙ্গ্রেজি ঝেড়ে সাহেবদের সথে বটকেরা করত,স্টেট্‌সম্যন নিত । সে এক স্বধিনোত সঙ্গ্রামের অমোল , ঘ্যম দেখনোর ব্যপার ছিল আমার বাপ কাকা স্কুলের এসে পড়ে বলে,এই বাবু এটার মানে কি রে । শুধু আমর না, প্রচুর পরচুর লোক্কের । তাতে কি এসে গেল? তবে এটাও ফ্যক্ট চেতনেরো ঐসব পেয়জি মারার কোন দরকার ছিল না।
  • a | 208.240.243.170 | ১৬ অক্টোবর ২০১১ ২৩:২৫494999
  • আর দাদা আপনার কোং প্রোজেক্ট ছাড়ে কি ধরে তাতে কার কি? লস করে ছাড়ে নাকি?
    দেন আপনার কোং সঠিক সময়ে সঠিক দূরদর্শীতা দেখাতে পারেনি। টু ব্যাড।
    দেখবেন গে যান কম্পিটিটর নিশচয় কোন ছক নামিয়ে ফেলেছে, সেটা কপি করে দিন ইনোভেটিভলি।

    আর সরি, টাকাটা একটা কারন একমাত্র কারণ নয় কিন্তু আইটিতে লোক আসার পিছনে। আরো অনেক অনেক কারণ আছে, প্রত্যেকে তার প্রেফারেন্স আর কন্সট্রেইন্‌ট্‌স মত ডিসিশান নেয়।

  • ppn | 112.133.206.22 | ১৬ অক্টোবর ২০১১ ২৩:২৭495000
  • আজ্ঞে প্পনবাবু ওই লিংকের মাধ্যমে কোন মেসেজ দিতে চাননি। সেইটা গোদা করে বুঝিয়ে দেবার জন্যই একটা স্মাইলিও দিয়েছিলেন।
  • nyara | 122.172.215.14 | ১৬ অক্টোবর ২০১১ ২৩:২৯495002
  • যাহ, কী হবে? প্পনের ওপর শ্রদ্ধা কমে গেল?

    তবে বুদ্ধিমানবাবুর ওপর শ্রদ্ধা আমার পোস্টে পোস্টে বেড়ে যাচ্ছে।
  • ppn | 112.133.206.22 | ১৬ অক্টোবর ২০১১ ২৩:৩৭495004
  • সিরিয়াসলি একটাই কথা বলার যে ভগতবাবু ছিলেন এক্স-আইআইএম একজন ইনভেস্টমেন্ট ব্যাঙ্কার (সেইটা মিডিওকার জব কিনা সদা বলবে)। আইটির বিন্দুবিসর্গ কিছুই না জেনে তিনি এমন একটা মন্তব্য করেন (বডিশপিং কম্পানি) যেইটা খুব একটা উচ্চমেধার পরিচয় অবশ্য দেয় না।

    মূর্তিবাবু কখনো কি বলেছেন ইনফি হাই এন্ড কাজকম্মো করে?
  • dukhe | 117.194.245.168 | ১৬ অক্টোবর ২০১১ ২৩:৩৭495003
  • আরে সদাবাবু, চটেন ক্যান ? আম্মো তো মিডিওকার স্টুডেন্ট, হায়ার এডুকেশনের এইম রিসার্চের ইচ্ছা ইত্যাদি ভাইস হইতে মুক্ত - তাতেই কি টিসিএস আমারে চাকরি দিল ?
    সবই ওনার ইচ্ছা দাদা ।
  • sda | 117.194.195.13 | ১৬ অক্টোবর ২০১১ ২৩:৪৫495005
  • কি মুশকিল , ভুল করে একবার - "ফিউচারে হায়ার স্টাডির প্ল্যান আছে" বলে ফেল্লে যদি গুছিয়ে আনা চাকরিটি চলে যায়, তবে আর কি বলবো বলুন। কারো মেধা নিয়ে কোথায় কিছু বলেছি সেটা দেখিয়ে দিলে বড় উপকৃত হই। আমাদের দেশে আই টি তে যাঁরা কাজ করছেন তাঁদের অনেকেই যথেষ্ট প্রতিভাবান মানুষ, তাঁদের মেরিট মাপতে বসবো এমন ধৃষ্টতা আমার নেই। a বাবু খামোকা রেগে যাচ্ছেন , আমার কোম্পানির কথা তুললাম আই টি র ট্রেন্ডে বাকি বিষয়গুলোর করুণ হাল দেখাতে। কপি - পেস্ট না করেও ইনোভেশন করা যায় , তাই আপনার উপদেশটা নিতে পারলাম না , সরি :)
  • maximin | 59.93.241.81 | ১৬ অক্টোবর ২০১১ ২৩:৫৩495006
  • ইনফোসিস যে training দেয়, তাতে শুধু যে ইনফোসিসেরই লাভ, তা কিন্তু নয়। আমি এই জানি।
  • sda | 117.194.195.13 | ১৬ অক্টোবর ২০১১ ২৩:৫৭495007
  • a বাবু কেরানী ও সংখ্যাতঙ্কÄ নিয়ে কিছু একটা লিখবেন বলে লেখেননি। অপেক্ষায় রইলাম।
  • ppn | 112.133.206.22 | ১৬ অক্টোবর ২০১১ ২৩:৫৮495008
  • তা ইনোভেট করে কেন কাজ ধরতে পারছে না সদার কোংপানি?

    ক্লায়েন্টের কস্ট কাটিং (এবং দোকানের প্রফিট বটমলাইন) তো মূর্তিবাবু সামলে দিয়েছেন বিএসসি ছেলেপুলে কে দিয়ে।

    আর ইনোভেশন মানে প্রসেস ইনোভেশনও বোঝায়। যেমন কাইজেন। (http://en.wikipedia.org/wiki/Kaizen)
  • ridhhi | 108.194.169.197 | ১৬ অক্টোবর ২০১১ ২৩:৫৯495009
  • প্পন, বল্লাম তো ফুটো কেত নিতে গেছিল ।
  • a | 208.240.243.170 | ১৭ অক্টোবর ২০১১ ০০:০৭495011
  • "... সরকারী কেরানির যোগ্যতাতেই হয়ে যায়, ইনজিনিয়ার লাগে না" এই পংক্তিতে যদি কেরানিদের মেধা তথা যোগ্যতা সম্পর্কে না বলা হয়ে থাকলে আমি কথা ফেরত নিলাম :)

    আরে রাগব কেন? বলছি যে কোর সেক্টরে লোকের সংখ্যা কম হবার পিছনে নিজেদের দূরদর্শীতার অভাব ও একটা বড় কারণ। এনিয়ে লেখালেখি হামেহাল পাবেন এদিক সেদিক
  • ppn | 112.133.206.22 | ১৭ অক্টোবর ২০১১ ০০:০৭495010
  • ঋদ্ধি, হ্যাঁ, সেইটা খেয়াল করেছি। এইখানে আগে কেউ একজন চেতন ভগতের উল্লেখ করেছিলেন এই বিষয়ে। লিংটা সেই প্রসঙ্গেই দেওয়া।
  • sda | 117.194.195.13 | ১৭ অক্টোবর ২০১১ ০০:১০495013
  • কাজ ধরতে পারছে না কে বল্ল। আমি বল্লাম যে ঠিকঠাক লোকজন পেলে আরো বড় স্কেলে কাজ করতে পারতাম যেটা এখন পারছি না কারন জনতা কলেজ শুরু র দিন থেকে আই টি স্বর্গ আই টি ধর্ম বলে যাচ্ছে কারন তেমন ভুলভাল কিছু না করলে (কম গ্রেড, সাপ্লি) একটা আই টি জব বাঁধা। এই মেন্টালিটিটা আমার প্রচন্ড বিপজ্জনক মনে হয়েছে , তাই বলেছি। এর সংগে ছাত্রদের মেধা বা মিডিওক্রিটি নিয়ে কিছু বলি নি, শুধু বলেছি যে কোম্পানিগুলো মিডিওক্রিটিকে এনকারেজ করছে (ঐ ইন্টারভিউর অভিজ্ঞতা)। ওভার-রিঅ্যাক্ট করে থাকলে আন্তরিকভাবে দু:খিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে মতামত দিন