এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • প্রবাসে ও বিদেশে বাঙলার মেধা পাচার পালা - দ্বিতীয় অঙ্ক

    pi
    নাটক | ১৩ অক্টোবর ২০১১ | ২৩৭১৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • abastab | 61.95.189.252 | ১৭ অক্টোবর ২০১১ ১৭:০৮495048
  • ব্রতিন এই প্রবলেম নিয়ে কারু সাথে কথা বলেছো? দুখে এ বিষয়ে কি বলে?
  • Bratin | 122.248.183.1 | ১৭ অক্টোবর ২০১১ ১৭:২১495049
  • না। আমি টেস্টিং র লোক। এখন টেস্ট স্ট্র্যাটেজী লিখছি। আর জিনিস টা আর ভালো করে বোঝা চেষ্টা করছি!! প্রজেক্ট সবে শুরু হয়েছে!! :-((
  • Bratin | 122.248.183.1 | ১৭ অক্টোবর ২০১১ ১৭:২৬495050
  • মানে সব থেকে চাপ হল ধরো টেস্টিং র ক্ষেত্রে আমাদের একটা এক্সপেক্টেড রেজাল্ট জানা থাকে। কিন্তু এখানে ডিফারেন্ট সেট ( x1,x2,.....xn ) র জন্যে এক্সপেক্টেড রেজাল্ট আমার জানি না। সেটাই চাপের!!
  • maximin | 59.93.217.128 | ১৭ অক্টোবর ২০১১ ১৮:২১495051
  • ব্রতীন -- কথা হল সলিউশন বার করেন কি রেডি প্যাকেজ দিয়ে? ম্যাথামেটিকাল অপ্টিমাইজেশনের জন্যে রেডি প্যাকেজ আছে নিশ্চয়ই।

    এই প্রোজেক্ট থেকে যে রেজাল্ট আসবে, তা দিয়ে ধরুন Economics এর প্রফেশনাল জার্নালে পেপার বার করা যায়। যারা পড়বে তারা প্যাকেজ মানবেনা। ফার্স্ট প্রিন্সিপল থেকে প্রশ্ন করবে।
  • Bratin | 117.194.101.183 | ১৭ অক্টোবর ২০১১ ২১:২৮495052
  • হ্যাঁ। ফ্যাইন্যাল সল্যুশন ঐ ILOG দিয়ে ই। কিন্তু চাপ হল প্রজেক্ট লাইভ হবার আগে দেখা ঠিকঠাক সল্যুশন দিচ্ছে কিনা। এক একটা সিস্টেম থেকে এক ধরনের ডেটা আসছে।কোথাও কস্ট। কোথাও কোন পোর্টে কত কন্টেনার আছে এই সব। রাইট সেট অফ ডেটা কম্বিনেশন পাওয়াও চাপের!!
  • maximin | 59.93.217.128 | ১৭ অক্টোবর ২০১১ ২২:১৩495053
  • ক্ষমা করবেন ব্রতীনবাবু, TransportationProblem লিনিয়ার প্রোগ্রামিং এর অন্যতম স্ট্যান্ডার্ড উদাহরণ।
  • Suvajit | 120.56.231.37 | ১৭ অক্টোবর ২০১১ ২৩:২৩495054
  • ধুস - এটা তো লজিস্টিক্সের প্রবলেম। SAP এ এগুলোকে এক একটা লেগ বলে। কয়েকটা লেগ নিয়ে একটা স্টেজ বা রুট হয়। সেই রুট অপ্টিমাইজ করতে হয়। অটোমেটিক অপ্টিমাইজও হয় অপ্টিমাইজেসন ফ্যাক্টারগুলো সেট করে দিলে।
    কল্লোলদারে জিগাও।

    এই টই সিরিজ পড়তে পড়তে অনেক অনেক সময় আঙুল নিশপিশ করছে, কিন্তু নিজেকে ঠেকিয়ে রাখছি। বিজয়ার দিন মাকে বিসর্জন দিয়ে কথা দিয়েছি, এবছরটা নীপা হয়ে থাকব :-)
  • bb | 117.213.214.96 | ১৭ অক্টোবর ২০১১ ২৩:২৪495055
  • মনে হচ্ছে ব্রতীনে ক্ল্যায়েন্টের নাম Maersk যার P&O কিনে নিয়েছ।
  • Bratin | 117.194.99.162 | ১৮ অক্টোবর ২০১১ ০৯:১৮495056
  • bb ঠিক।

    Maximin বাবু আমার মনে হয়েছিল সমস্যা টা ইন্টরেস্টিং তাই লিখেছিলাম। শুধু যদি প্যাকেজ দিয়ে সল্যুশন বার করা যায় তবে একটা ১৪৪ পার্সন মান্থ র প্রজেক্ট করার দরকার আছে কি? যাক গে কাটান দেন। আপনাকে বোর করার জন্যে দু:খিত ।
  • bb | 115.113.115.130 | ১৮ অক্টোবর ২০১১ ১১:৫৫495058
  • @Shuvojit লিখুন লিখুন, মা তো এখন কৈ লাশে, আপনাকে track করছেন না :)
  • Bratin | 122.248.183.1 | ১৮ অক্টোবর ২০১১ ১২:৩৬495059
  • শুভজিত, ঠিক । আসলে এই ট্রান্সপোর্টেশ্যন ডোমেনে আমার প্রথম প্রজেক্ট। তার ওপরে ওপ্টিমাইজেশন করার গল্প। তাই লিখেছিলাম। ধুর না লিখলেই ভালো ছিল ।
  • SRISUVRO | 141.0.8.50 | ২৩ অক্টোবর ২০১১ ২০:৫৫495060
  • Amrabangaliramulotoolos! Amranotunkonokichutoirikorardhoirjoosadhonadekhateoparog!

    Taiporikathamorunnonesadhonakorarthekeprobaseobidesherunnotoporikathamorsujogniyemedharchorchaybesilalaito! Taieimedharniskromon!
    Amratosodeshpreminoi! Sujogsondhani!
    Josprarthi.
  • SRISUVRO | 141.0.8.50 | ২৩ অক্টোবর ২০১১ ২১:০৬495061
  • আমরা ভুলে যাই খুব বেশি দিন আগের কথাও নয়, আজকের আমেরিকানদের
    পূর্বপুরুষরা কিন্তু পরিকাঠামোহীন সমাজ সভ্যতা রাস্ট্রহীন দেশটায় এসেছিল ভাগ্যান্বেষনে!

    বাঙালি মানসিকতার হলে তারা সেখানে যেত না!

    তাই উন্নত পরিকাঠামো ও উন্নত গবেষণার অজুহাতে দেশছাড়াটা মেধাবীদের স্বার্থপরতার পরিচয় মাত্র!
    পরাধীন মানসিকতা!
  • pi | 72.83.90.203 | ২৪ অক্টোবর ২০১১ ০৮:৩৩495062
  • পিটি দার কাছে যে একটা পুরানো প্রশ্ন ছিল !

    http://www.guruchandali.com/guruchandali.Controller?font=unicode&portletId=8&porletPage=2&contentType=content&uri=content1317214941170
    Name:piMail:Country:

    IPAddress:128.231.22.133Date:13Oct2011 -- 12:46AM

    'ভালো পরিবার' হওয়ার সাথে ঝাড়ুদার হবার ক্ল্যাশ আছে, যারা মেধাবী নয় তারা পাচার হয়ে গিয়ে ভালৈ হচ্ছে, পিটিদার এই কমেন্টগুলোকে কীভাবে নেবো? বামপন্থী এলিটিসম , সামন্ততান্ত্রিকতা ? :)

    বিদেশে ঝাড়ুদাররা খুব ভালো থাকে , এইটা খুব ভালো ব্যাপার।
    দেশে থাকেনা , এটা সত্যি লজ্জার ব্যাপার।

    পঁচিশ বছর কমুনিস্ট রাজ্যে কাটানোর পর একটা পুঁজিবাদী ও ধনতন্ত্রের দালাল দেশে গিয়ে ঝাড়ুদারদের সম্মান ( বা বলা ভাল, অসম্মান না করা ) ও কোয়ালিটি অব লাইফ দেখে সত্যি সব কিছু ঘেঁটে গেসলো :)
  • PT | 203.110.247.221 | ২৪ অক্টোবর ২০১১ ১৯:১১495063
  • @pi
    ১/""ভালো পরিবার"" এদেশে আর ঝাড়ুদার ওদেশে। কাজেই শব্দ দুটির ব্যবহার সেই প্রেক্ষিতে দেখতে হবে। যারা ভারতে মাথায় করে ২০১১ সালেও মনুষ্য-বিষ্ঠা নিয়ে যায় তাদের মধ্যে আমি বা আপনি নিশ্চয়ই জীবন-সঙ্গী/সঙ্গিনী খুঁজব না। একটা কারণ অবশ্যই টাকা কিন্তু প্রধান কারণ তার প্রফেশন।

    ২/এদেশেও ঝাড়ুদারদের ভাল থাকা উচিৎ-এ ব্যাপারে আমি একমত। কিন্তু সেটার জন্য শুধু মাইনে বাড়ালে হবে না। ভারতের সমস্ত মানুষ যাতে সকালের বড় কম্মটি টয়লেটে করে, নোংরা জিনিশ পত্র যাতে নির্দিষ্ট জায়গায় ফেলে সেই শিক্ষা এবং প্রকরণের ব্যবস্থাও করতে হবে। যারা বিদেশে আছে বা গিয়েছে তারা সবাই জানে যে আবর্জনা বাড়ির ভেতর থেকেই আলাদা আলাদা ডাব্বার মধ্যে ফেলতে হয়। কাজেই ঝাড়ুদারের জীবনের মান উন্নয়ন করতে গেলে এদেশে একটি সমাজ-বিপ্লবের প্রয়োজন। সেটি আমার জীবদ্দশায় হবে বলে মনে হচ্ছেনা।

    ৩/ ভারতে আলদা করে কমুনিস্ট রাজ্য করা যায়না - সে দাবি কমুনিস্টরা কেউ করেছে বলে আমার জানা নেই। অন্যরা কেউ প্রত্যাশা করে থাকলে সেটা তাদেরও বোঝার ভূল। তবে আমার সব মিলিয়ে প্রায় ৭-৮ বছরের বিদেশ বাসের কালে কোন অধ্যাপক, ঝাড়ুদারের সঙ্গে সংসার পেতেছে এমন দেখিনি। তারা কোন কাজকে অসম্মান করেনা ঠিকই (পুরো সত্যি??) কিন্তু তাদের ভালবাসার মানুষ বাছার মধ্যেও আমি ""কর্ম-ভিত্তিক জাত"" ব্যবস্থার আভাস পেয়েছি।

    তবে প: বঙ্গে কিছুই কি বদলায়নি? ৬০এর শেষে প:বঙ্গ ছেড়ে পুণায় চলে যাওয়া এক বাঙালী ৯১ সালে আমার কাছে দু:খ করে বলেছিলেন যে আগে যেসব রিক্সাওয়ালারা তাঁর শহরে মাথা তুলে তাকাত না, তারা ৭৭-পরবর্তী সময়ে তাঁর সামনে বিড়ি ধরাতে দ্বিধা করেনা। সেই কং সমর্থক মানুষটি এটিকে উন্নতি বলে মানেননি -তাঁর মতে কমুনিস্টরাই লাই দিয়ে এই ""ছোটলোকগুলোকে"" মাথায় তুলেছিল।
  • rimi | 168.26.205.13 | ২৪ অক্টোবর ২০১১ ২০:৩৩495064
  • আহা, অধ্যাপকদের কথা বাদ দিন। বিদেশে এবং ভারতীয় সিনেমায় (বিশেষ করে বলিউডে) পয়সাওয়ালা বিজনেসম্যানরা কিম্বা তাদের ছেলেরা হামেশাই ঝাড়ুদার কিম্বা হোটেলের ওয়েট্রেস কিম্বা ক্যাবারে নাচিয়ে কিম্বা এমনকি চালচুলোহীন জিপসিকেও জীবনসঙ্গী করে নেয়। ভারতে অবশ্য এমন হলে বিস্তর ঝামেলাও হয়। কিন্তু জীবনসঙ্গিনী হলে শেষ পর্যন্ত সবাই মেনে নেয় (যেমন ববি) আর জীবনসঙ্গী হলেও মেনে নেয় যদি সেই সঙ্গী প্রথমে ঝাড়ুদার হলেও আসলে কোনো রাজার ছেলে হয় এবং পরবর্তীকালে প্রচুর সম্পত্তি পায় (যেমন ওয়াহিদা, দিলীপকুমার আর প্রাণের একখান সিনেমা ছিল, নাম ভুলে গেছি)। রাজার ছেলে না হলে শেষ পর্যন্ত সে খুন হয়ে যায় (যেমন রিজওয়ানুর কেস)।
  • PT | 203.110.243.23 | ২৪ অক্টোবর ২০১১ ২১:০০495065
  • রিজওয়ানুর আত্মহত্যা করেছে, খুন হয়নি- সেই কারণে দিদি এবং তাঁর তল্পিবাহি পকাবুদের মুখে এই নামটি আর উচ্চারিত হয় না। মৃত রিজওয়ানুরের প্রয়োজনও ফুরিয়েছে কেননা দিদি এখন মূখ্যমন্ত্রী আর ভাই এমএলএ।
  • aka | 117.194.10.104 | ২৪ অক্টোবর ২০১১ ২১:৩৭495066
  • IBM কি ILOG কিনে নিয়েছে? ILOG এ বহুদিন আগে কাজ করেছিলাম ২০০৩ এর প্রথমে? একটি ডকে কিভাবে কন্টেনার সাজালে কস্ট মিনিমাইজ করে কন্টেনারের সংখ্যা ম্যাক্সিমাইজ করা যায়। আর একটা করেছিলাম বাস স্কিডিউল অপ্টিমাইজ করা।

    অনেক প্রোডাক্ট ছিল স্কিডিউলার, সলভার আর ওদিকে বিজনেস রুলের জন্য জেরুলে ইঞ্জিন। আর আজ ই আমার কাছে ILOG ডেভলপারের চাকরি চাই কিনা বলে মেইল এসেছে। কোথায় কবে সিভি দিয়েছিলাম কে জানে।
  • Bratin | 117.194.99.20 | ২৪ অক্টোবর ২০১১ ২২:২৩495067
  • আকা হ্যাঁ। ২০০৯ এ।
  • Sibu | 66.102.14.1 | ২৪ অক্টোবর ২০১১ ২২:৩৭495069
  • এই ঝাড়ুদার ও অধ্যাপক নিয়ে একটা ঘটনা মনে পড়ে গেল। আমার স্ত্রী এক সময়ে দক্ষিণের (ইউএস) একটা ছোট শহরে টার্গেটে ক্যাশিয়ারের চাগরি করত, আর আমি লোকাল ইউনিতে পড়াতাম। তো বউয়ের এক কলীগ তাকে একদিন কোশ্নো করেছিল - সেই প্রফেসর কি এখনো তোমার সাথে আছে, না তার শখ মিটে গেছে।

    ঐ শখ মিটে যাবার কথাটা খেয়াল করার মত। ইঞ্জিরীতে বোধ হয় has he lost his fancy বা ঐ রকম কিছু একটা বলেছিল।
  • nk | 151.141.84.194 | ২৪ অক্টোবর ২০১১ ২২:৪৩495070
  • এদিকে আপনি তাঁর বিয়ে করা স্বামী! কলীগ জানতেন না? :-)
  • Sibu | 66.102.14.1 | ২৪ অক্টোবর ২০১১ ২২:৫৯495071
  • জানত। তবে দক্ষিণে সেটা খুব ম্যাটার করে না। জানেন বোধহয়, দক্ষিণে ডাইভোর্স ইত্যাদি আম্রিকার মধ্যে সবচেয়ে বেশী। যে যত বেশী বাইবেল চাপড়ায় তার তত বেশী পরকীয়ার শখ :)।
  • aka | 117.194.10.104 | ২৪ অক্টোবর ২০১১ ২৩:২১495072
  • fantacy না interest হবে মনে হয়।
  • maximin | 59.93.210.179 | ২৪ অক্টোবর ২০১১ ২৩:২৭495073
  • কিন্তু আমেরিকার ডাইভোর্স আইন মেয়েদের পক্ষে না? স্বামী যদি ফ্যান্সি নাও করে স্ত্রীর তাতে কী? এটা অবশ্য বিপ পালের টইতে যায়।
  • kd | 59.93.192.211 | ২৫ অক্টোবর ২০১১ ১১:৫১495075
  • ভাগ্নের অভিজ্ঞতা আমার নয়। হয়তো উত্তর-দক্ষিণ এর কারণ। আমি এমন দু'টি দম্পতি চিনি। মেয়েটি (এককালে আমার কাছে কাজ করতো) প্রভিডেন্সের একটি কোম্পানির সিআইও - ওর বর আমাদের শহরেই একটি ছোট লন্ড্রি চালায়, হাই স্কুল পাশ, প্রচন্ড জলি, ক্যাম্পিংএ সকলকে মাতিয়ে রাখতো (দারুণ পিনাকোলাডা বানাতো)। তবে ওরা সুখী কিনা জানিনা। অন্যটিতে ছেলেটি (ব্রিট-জার্মান) এমাইটির ড:, বস্টনের কাছেই একটি নামকরা ইউনিতে পড়ায় আর ওর পর্তুগীজ বউ বস্টনের একটি রেস্টুরেন্টে ওয়েট্রেস (আমার আমেরিকার প্রথম চাকরিতে সহকর্মী ছিলো)। এরা সুখী (ওদের ছেলেমেয়েদের আচার-আচরণ দেখেই বুঝতে পারি)। এই দুই দম্পতির সঙ্গে আমার দশ বছরের ওপর দেখা হয়নি - তবে ওরা যে এখনও একসঙ্গে আছে তা জানি।

    আর একটা কথা। দেশে হয়তো মেথর/মেথরানীকে জীবনসঙ্গী/নী ভাবা যায়না কিন্তু একজন প্রক্টোলজিস্টকে তাই ভাবতে অসুবিধে হয় না। ওখানে আমার বাড়ীর সেশপুল পরিস্কার করতে যে ছেলেটি আসতো, একেবারে হলিউডি হিরোর মতো দেখতে, তার পেছনে মেয়েদের ঘোরাঘুরি কম ছিলো না। আর তারা যে সব নীচুক্লাসের মেয়ে, তাও নয়।
    আসলে আসল ব্যাপার হলো টাকা - সব নোংরা সাফ করে দেয়।
  • PT | 203.110.243.23 | ২৫ অক্টোবর ২০১১ ১২:৩০495076
  • শুধু টাকা নয়। কাজকে সম্মান করা -সেটাও জরুরী-সেটার জন্য ভারতেদ্বিতীয় স্বাধীনতার যুদ্ধ দরকার।
  • . | 61.95.189.252 | ২৫ অক্টোবর ২০১১ ১২:৫৫495078
  • *কাজে
  • abastab | 61.95.189.252 | ২৫ অক্টোবর ২০১১ ১২:৫৫495077
  • সব কাজ সমান রকম মননশীলতার দরকার হয় না। আর ওর ভিত্তিতে একটা ফারাক হতে পারে।

  • PT | 203.110.243.23 | ২৫ অক্টোবর ২০১১ ১৩:৪৩495080
  • আজকের আবাপ ১৩-র পাতায় ছোট্ট করে একটা খবর ছাপিয়েছে: গবেষণার প্রথম সাতে JU-র রসায়ন বিভাগ। এই ব্যাপারে তারা IISc, IACS, UniHyd, IIK, IIKgp, IITB-র সমতুল্য। এবং এই তালিকাতে সারা ভারতে JU-ই একমাত্র রাজ্য-বিশ্ববিদ্যালয়। http://www.anandabazar.com/25desh9.html

    বলাই বাহুল্য যারা এই গবেষণার কাজ করেছে তাদের বাম সরকারের আমলে রিক্রুট করা হয়েছিল। বাম সরকারের আমলে শিক্ষাপ্রতিষ্ঠানে চাকরি পাওয়ার জন্য ""মেধার চাইতে সরকারি দলের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক বেশী জরুরী ছিল""-এমনটি আবাপ, বর্তমান থেকে শুরু করে রাস্তা ঘাটের সাধারণ মানুষও বিশ্বাস করে। তাহলে এই মধ্যমেধার চাষ নিশ্চয়ই সারা ভারত জুড়েই চলছে!!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট মতামত দিন