এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • প্রবাসে ও বিদেশে বাঙলার মেধা পাচার পালা - দ্বিতীয় অঙ্ক

    pi
    নাটক | ১৩ অক্টোবর ২০১১ | ২৩৪২৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | 203.110.243.23 | ২৭ অক্টোবর ২০১১ ১০:৩০495214
  • "মেধা" ব্যাপারটা না থাকলে তো ঠাকুরবাড়ি থেকে আরো গোটা ছয়েক রবীন্দ্রনাথ অর শান্তিনিকেতন থেকে গণ্ডা গণ্ডা সতজিৎ আর অমর্ত বেরোত।
  • q | 121.241.218.132 | ২৭ অক্টোবর ২০১১ ১২:১৩495215
  • আমার ধারণা বছর পাঁচেক পর বিতর্কে জড়িত দুই পক্ষের মধ্যে "রোল রিভার্সাল" হবে।
  • maximin | 59.93.203.146 | ২৭ অক্টোবর ২০১১ ১২:৪৭495216
  • PT আমাকে যে প্রশ্নটা করেছেন, কলেজ সার্ভিস কমিশনের অফিসের (৫০% না হয়ে) ২৫% লোকও যদি বাম বিরোধী থেকে থাকে তাহলেও খবরটা আবাপ বা বর্তমানের হাতে গেল না কেন?

    কলেজ সার্ভিস কমিশনের সবাই রাজ্যসরকারের দ্বারা মনোনীত। এবারে আপনি বলতে পারেন মনোনীত হলেই যে তারা বাম সমর্থক হবেন তারই বা কি মানে আছে?
  • maximin | 59.93.203.146 | ২৭ অক্টোবর ২০১১ ১২:৫২495217
  • প্রশ্নটা অনেকটা এইরকম -- ৫০% লোক বামেদের বিরুদ্ধে ভোট দিয়েছিল যদি ধরে নিই বামফ্রন্ট মন্ত্রীসভার ৫০% লোক বামফ্রন্ট বিরোধী ছিল, তাহলে এই তাই হল না কেন?
  • maximin | 59.93.203.146 | ২৭ অক্টোবর ২০১১ ১৩:১০495218
  • যাই হোক, প্রশ্নটা যদিও ভুল অনুমানের ভিত্তিতে করেছেন, উত্তরটা দিয়ে যাই। সিলেকশনের জন্যে বিষয়ের এক্সপার্টদের আমন্ত্রণ করা হয়, তারা কলেজ সার্ভিস কমিশনের সদস্য নন। যিনি জেনেছিলেন (চার বছর পর জেনেছিলেন) তিনি আবাপকে জানাননি। তাঁর নিজের বিষয়ের অন্য আমন্ত্রিত এক্সপার্টদেরকেও জানান নি।

    তিনি যেটা করেছিলেন, কলেজ সার্ভিস কমিশনের চেয়ারম্যানকেই কড়া চিঠি দিয়েছিলেন, মেরিট লিস্ট যাতে প্রকাশ করা হয় এই মর্মে। তাতেই কাজ হয়েছিল। হওয়ারই কথা।
  • PT | 203.110.243.23 | ২৭ অক্টোবর ২০১১ ১৩:১১495219
  • রোল রিভর্সাল হওয়ার কারণ দেখিনা। কেননা ""মধ্যমেধার চাষ"", ""হৃতগৌরব"" ইত্যাদি মিডিয়া দীর্ঘদিন ধরে পাবলিককে খাইয়েছে। বেশীর ভাগ পাবলিক সেটা খেয়েওছে। এই কাজটি আবাপ এখনো করে চলেছে-আজও- http://www.anandabazar.com/27raj1.html। লক্ষ্য করুন কিভাবে ""অনিলায়ন"" শব্দটি পাবলিকের মাথায় ঢোকানোর অবিরাম চেষ্টা শুরু হয়েছে - যেভাবে ""হার্মাদ""-টি ঢোকানো হয়েছিল।

    ৪ বছরের মাথায় আবার ৩৪ বছরের অপশাসনের খুড়োর কল চালু করা হবে যদিনা এর মধ্যে দিল্লী/কলকাতায় অন্য কোন ডিসাস্টার হয়। এসব খবর তৈরির স্টাইল দেখলেই বোঝা যায়। যেমন ধরুন আগে বিসিরায় হাসপাতালে শিশুমৃত্যু হলে বাম সরকারের মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর মুন্ডুপাত করা হত। এখন ৩৬ ঘন্টায় ১৩ জন শিশুর মৃত্যুর জন্য আবাপ ""যথেচ্ছ রেফার"" করাকে দায়ী করছে http://www.anandabazar.com/27swasth1.html

    কাজেই এইসব মমতাময় রিপোর্টিং যতদিন চলবে ততদিন রোল রিভার্সালের কোন প্রয়োজন নেই।
  • maximin | 59.93.203.146 | ২৭ অক্টোবর ২০১১ ১৩:১৫495220
  • PT -- আপনার পারসেন্টেজের হিসেবটা ৫০ ও নয়, ২৫ ও নয়, ০ %
  • maximin | 59.93.203.146 | ২৭ অক্টোবর ২০১১ ১৩:২৬495221
  • অনিল বিশ্বাস মশাই আমার উপকারী বন্ধু! একটি বই পাঠিয়েছিলেন, তাতে আমার লেখা ছাপা হয়েছিল। প্রথম পাতায় দু লাইন লিখে নাম সই করেছিলেন।

    লেলেখাটি গণশক্তিতে ছাপা হয়েছিল। অনেকেই লিখেছিলেন। বই হিসেবে সঙ্কলন করার সময় লেখকদের অনুমতি নিতে হয়, এডিট করার জন্যে লেখকের কাছে পাঠাতে হয়। সেসব করেন নি। নিজেদের যে কী মনে করতেন এনারা!
  • maximin | 59.93.203.146 | ২৭ অক্টোবর ২০১১ ১৩:২৮495222
  • *লেখাটি
  • q | 121.241.218.132 | ২৭ অক্টোবর ২০১১ ১৪:০৮495224
  • সেটা নিয়ে শুধু "এনাদের" দোষ দিয়ে লাভ নেই। এটা বাঙালী সংস্কৃতি। আমি অনেককে জানি, এবং নিজেও একজন ভুক্তভোগী যার লেখা নিজেদের মত করে "এডিট" করে পত্রিকায় ছাপা হয়েছে। গণশক্তি ছাড়াও অন্যান্য পত্রিকায় - যেমন আনন্দবাজার, আজকাল ইত্যাদি। সকলেরই (মানে এই সব পত্রিকার) নিজস্ব এজেন্ডা আছে আর তারা সেই এজেন্ডার পক্ষে কাজ করে।

    বাঙালী সংস্কৃতি বল্লাম বটে, ভারতীয় সংস্কৃতি হলেও অবাক হব না। তবে বাইরে সম্ভবত: এটা হত না।
  • siki | 122.177.162.177 | ২৭ অক্টোবর ২০১১ ১৪:১৯495225
  • আমার লেখা আনন্দবাজার ছাপিয়েছে আমারই নাম দিয়ে, কেবল প্রকাশ পাওয়া লেখাটা আমার ছিল না, এবং আদ্যোপান্ত পাল্টানোর ব্যাপারে আমাকে কিছুই জানানো হয় নি।

    ডিডিদারও অনুরূপ একটা কেস আছে। কলকাতার এক প্রকাশক।
  • pi | 72.83.90.203 | ২৭ অক্টোবর ২০১১ ১৯:০৫495226
  • পিটিদা, বুঝলাম না। এই রেফার করে দেওয়া গুলোও তো স্বাস্থ্য ব্যবস্থারই গাফিলতি। আর সেটা তো একটা বড় কারণ বটেই। সেটাই রিপোর্টে আছে। এনিয়েও আপনার আপত্তি ? :o
  • a | 208.240.243.170 | ২৭ অক্টোবর ২০১১ ১৯:৩০495227
  • দ্বিচারিতা প্রসঙ্গ আনব নাকি?

    আমার মনে হল, ভুল হলে পিটিবাবু বলে দেবেন, উনি বলতে চান রেফার করার সমস্যাটা আগেও ছিল, এখনো আছে। কিন্তু আগে, এটার থেকে গুরুত্ব বেশি পেত বামসরকারের গাফিলতি।
    কিন্তু অনুরূপ ক্ষেত্রে, এখন রেফারের গাফিলতি রিপোর্টে উল্লিখিত হচ্ছে, দিদিসরকারের গাফিলতি নয়।

    বলাই বাহুল্য, স্বাস্থ্য ব্যাবস্থার গাফিলতিটা উদাহরণমাত্র, মূল পয়েন্ট দ্বিচারী রিপোর্টিং।
  • kc | 178.61.96.29 | ২৭ অক্টোবর ২০১১ ১৯:৪০495228
  • পিটির বক্তব্য ছিল আবাপর খবর ছাপার ধরণে পাল্টি খাওয়া নিয়ে। পাই বুইতে পারনি? :-O
  • pi | 72.83.90.203 | ২৭ অক্টোবর ২০১১ ১৯:৪৩495229
  • রেফারের গাফিলতিটাও তো সরকারের গাফিলতি !
  • pi | 72.83.90.203 | ২৭ অক্টোবর ২০১১ ২০:০১495230
  • অভিযোগটা বি সি রায় হাসপতাল থেকে অন্যান্য জেলা সরকারি হাসপাতালের দিকে যাচ্ছে, এই তো।
  • pi | 72.83.90.203 | ২৭ অক্টোবর ২০১১ ২০:৫৮495232
  • প্রতিদিনের রিপোর্টটা যদি আবাপ র হত, তাহলে পিটিদার অভিযোগটা বুইতে পারতাম :)
  • PT | 203.110.243.23 | ২৭ অক্টোবর ২০১১ ২২:২৮495233
  • a এবং kc-কে ধন্যবাদ। আমি গোলপোস্ট সরাইনি। এক্ষুণি NDTV এই প্রসঙ্গে দেবী শেঠিকে ইন্টার্ভিউ করল। তিনি জানালেন:

    ১/৬৭% মেডিকাল কলেজ দেশের দক্ষিণে এবং এবং উত্তর-পুর্ব করিডোর ভীষণ ভাবে বঞ্চিত।
    ২/ দেশে ৭-১০ লক্ষ ডাক্তারের এবং তদুনুরূপ নার্সের কমতি আছে।
    ৩/ এক্ষুণি সারাদেশে ৫০০ মেডিকাল তৈরি করলে ২০২৫-এ এই সমস্যার সমাধান হবে।
    ৪/ নাহলে বিসিরায়ের মত ঘটনা ঘটতেই থাকবে কেননা দুচারটে নতুন মেশিন কিনে দিয়ে এই সমস্যার সমাধান হবেনা।

    মোদ্দা কথাটা এই যে বাম সরকারের মত মমতার সরকারও এই সমস্যার সমাধান করতে পারবেনা। সেই জন্য জুন মাসে যিনি শিশুমৃত্যুর পরে ঝড়ের বেগে হাসপাতালে হাজির হয়েছিলেন তিনি আজকের ঘটনার পরে হাসপাতালে না গিয়ে বাড়িতে অতিথিদের ""নিজের হাতে"" (তারানন্দ লাইভ) বাড়ির কালীপুজোর দধিকর্মা পরিবেশন করছেন।

    ২০০২ সালে শিশুমৃত্যু সম্পর্কেও বলা হয়েছিল যে মৃত্যুর সংখ্যা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু সেই ঘটনা নিয়ে তৃ-কং/ মমতার অবস্থান:
    Trinamul councillor Swapan Samaddar and party MLA Paresh Pal gheraoed Dr Mondal in the evening while Mamata demanded an independent inquiry into the matter.

    "The inquiry should be conducted either by the CBI or a judicial commission. Death in this manner is a crime and those responsible should be punished. Not only the health minister but also the CM should be held responsible," she said.
    http://articles.timesofindia.indiatimes.com/2002-09-03/kolkata/27324086_1_hospital-oxygen-cylinders-pratyush-mukherjee


    সমস্যাটা দ্বিচারিতার, সত্যকে অস্বীকার করার। অবিশ্যি ""৩৪ বছরের অপশাসন"" তো সবসময়েই আছে হাতের কাছে।

  • nyara | 122.172.10.99 | ২৭ অক্টোবর ২০১১ ২২:৪৩495235
  • এবার হয়েছে মানে গেল যতবার হয়েছে সেগুলো জাস্টিফায়েড হয়ে গেল - তা তো নয়।

    এই ঘটনার জন্যে তৃণমূল সরকার যথেষ্ট দায়ী। সরকারে এসে প্রথম কদিন হাসপাতাল-টাতাল ঘুরে দিদি খবর তৈরি করলেন। কাগজগুলোও বাজার গরম করল। তারপরে আর কোন ফলোআপের গপ্পো শুনিনা।

    ৩৪ বছরের গল্প যতই তেতো লাগুক, শুনতে যে হবে পিটিবাবু। ৬-৮ মাসের সরকারকে একশোবার কাঠগড়ায় দাঁড় করান। কিন্তু বেহাল তো আর শেষ ৬-৮ মাসে হয়নি স্যার। বহুদিন ধরে নানাভাবে রাজ্যের ক্ষতি করে চলেছিল আপনার দল। এখন তৃণমূলের বেকায়দা উল্লাসে ফেটে পড়লেও ইতিহাস কি পুঁছে যাবে?

    দেবী শেঠির স্ট্যাটিসটিকস দেওয়ার সঙ্গে সঙ্গে এটাও আপনাকে দেখাতে হবে যে সব রাজ্যের স্বাস্থ্যেরই এরকম বেহাল অবস্থা। নার্স আর ডাক্তারের শর্টেজ তো শুধু মার্ক্সবাদের লীলাভূমিতেই চাষ হয়না !
  • pi | 72.83.90.203 | ২৭ অক্টোবর ২০১১ ২২:৫৯495236
  • আসার পত্রেই রেফারেল নিয়ে বলার পরেও এতদিনে তার কিছু হল না কেন, সরকারকে তো সেই নিয়েই প্রশ্ন করা উচিত।
    মমতা তখন রেফারেল নিয়ে বলেননি তাই নিয়ে আপত্তি করছেন ভাল কথা, তো বাম সরকারও কেন রেফারেল নিয়ে বলেনি, সেটা নিয়েও আপত্তি তুলুন। নইলে দ্বিচারিতা :P

    আর জেলা হাসপাতালের অনেক ডাক্তারের মতেই সমস্যাআরো গভীরে। মায়ের অপুষ্টি একটা বড় সমস্যা। অনেক শিশুই এমন অবস্থায় জন্মায়, কিছু করার থাকেনা।
    এবার সেটার জন্যও সরকারের দায় তো আছে , অবশ্যই।
  • pi | 72.83.90.203 | ২৭ অক্টোবর ২০১১ ২৩:১৪495237
  • আর এই হল অপুষ্টির রিপোর্ট।

    http://environmentportal.in/files/6_20.pdf

    এখানে ফরম্যাট ঘেঁটে যাচ্ছে, দিতে পারছিনা।
    ৫ নং টেবিলটা একটু দেখুন। প:বঙ্গের স্থানটা কোথায়।

    How do major states in India perform as far as women’s nutrition
    is concerned? Table 5 provides levels of women’s malnutrition in
    18 major states. To begin with, CED affects close to half of the women in Bihar (45 per cent), which is followed closely by Chhattisgarh,
    Jharkhand (43 per cent each), Madhya Pradesh and
    Orissa (41 per cent each). West Bengal, with an incidence of
    around 39 per cent, is not far from these states. These states tend
    to have more than double the proportion of undernourished
    women of states such as Kerala and Punjab, which are at the other
    end of the spectrum. It appears that, with a much higher incidence of malnutrition,
    the eastern states, mainly Bihar, Jharkhand, Orissa and West
    Bengal, emerge as the repository of women’s malnutrition in India.....

    Assam and Jharkhand, with nearly
    70 per cent of women suffering from some form of anaemia, remain at the top among these states.
    Close on their heels come Bihar with 67 per cent, West Bengal,
    Andhra Pradesh and Orissa....

    Though these four states account for 22 per cent of women
    considered for the analysis (1,09,414), 30 per cent of women
    suffering from CED and anaemia together live in these states .


    এবং , এই কথাটা ইম্পর্ট্যান্ট।

    adverse influence of maternal
    malnutrition extends beyond maternal mortality to intrauterine
    growth retardation, child malnutrition and rising emergence of
    chronic diseases, among others

  • fevi | 217.162.214.15 | ২৭ অক্টোবর ২০১১ ২৩:১৫495238
  • যত দোষ, নন্দ ঘোষ। থুড়ী, জ্যোতি বোস।
  • PT | 203.110.243.23 | ২৭ অক্টোবর ২০১১ ২৩:৩৩495239
  • কোন ঘটনাকেই জাস্টিফাই করার চেষ্টা হচ্ছেনা। তবে এই প্রসঙ্গে nyara বা PT-র থেকে দেবী শেঠির কথাই প্রাধান্য পাওয়া উচিৎ। কেননা লক্ষ, লক্ষ ডাক্তারের ঘাটতি পূরণ করার ক্ষমতা কোন রাজ্য সরকারেরই নেই।

    এটা -হ্যাঁ, শুনতে যতই তেতো বা ক্লিশে লাগুক না কেন কেন্দ্রীয় সরকারের আর্থ-সামাজিক তথা স্বাস্থ্যনীতির সঙ্গে সরাসরি যুক্ত। এট কেন্দ্রীয় সরকারও জানে কিন্তু কিছু করবে না বলেই করেনা। তৃণমূলের দীনেশ ত্রিবেদী এই কথাটি বলে ফেলে চেপে গিয়েছেন তার পরে: Currently there is a shortage of 6 lakh doctors and 10 lakh nurses," the minister said while addressing a Confederation of Indian Industry (CII) programme. http://articles.economictimes.indiatimes.com/2010-06-25/news/27630628_1_lakh-nurses-lakh-doctors-shortage

    বোঝাই যাচ্ছে যে দেবী শেঠী ঠিক জায়গাতেই দিকনির্দেশ করেছেন, কেননা রোগীর চিকিৎসার জন্য শেষ পর্যন্ত ডাক্তারেরই প্রয়োজন। প্রতি লাখ মানুষের জন্য নরওয়েতে ডাক্তারের সংখ্যা ৩১৩ আর ভারতে ৬০ http://india-reports.in/future-growth-global-transitions/economy-in-transition/doctors-per-one-hundred-thousand-people-in-india/। রাজ্যের সঙ্গে রাজ্যের তুলনা করতে গিয়ে দেশটাই যে রসাতলে যেতে বসেছে!!

  • PT | 203.110.243.23 | ২৭ অক্টোবর ২০১১ ২৩:৪০495240
  • @pi
    ঐ জাতীয় আংশিক তথ্য দিয়ে কোন লাভ নেই। কিছুদিন আগে এই টইতেই অন্য আরেকটা (আংশিক) তথ্য দিয়ে দেখানো হয়েছে যে বাম সরকারের আমলে শিশুমৃত্যুর ব্যাপারে যথেষ্ট উন্নতি করা হয়েছে - সেক্ষেত্রে কর্নাটক, অন্ধ্র, গুজরাটের তুলনায় প: বঙ্গের অবস্থা অনেক ভাল ছিল (বোধহয় এখনো আছে)।

    ডাক্তারের প্রয়োজন না থাকলে নরওয়েতে লাখ প্রতি অত গুলো ডক্তারের প্রয়োজন হত না কেননা সেদেশের সবাই অনেক ভাল খাওয়া-দাওয়া করে আর মেয়েরাও অপুষ্টিতে ভোগেনা।
  • aka | 117.194.3.8 | ২৭ অক্টোবর ২০১১ ২৩:৪৬495241
  • আজ কাগজে রেফারেলের গল্পটা পড়লাম কিছুই বুঝলাম না। জেলার হাসপাতাল গুলো রেফার করে কারণ অধিকাম্‌শ ক্ষেত্রে কিছুই করার ইনফ্রাস্টআকচার নেই। তা যতক্ষণ না সেটা তৈরি হবে ততক্ষণ যে যতই বলুক রেফার করবেন না ততক্ষণ রেফারাল আসবেই। নইলে ঐ একই শিশু জেলার হাসপাতালে মারা যাবে। শুধু বিধান শিশু হাসপাতালের স্ট্যাট টা একটু বেটার হবে। খবরের কাগজ পড়লে আসল লক্ষ্য কি সেটাই বুঝতে পারি না।
  • maximin | 59.93.204.150 | ২৭ অক্টোবর ২০১১ ২৩:৪৭495242
  • ম্যালনিউট্রিশন ধরলে ভারতের তুলনাটা নরওয়ের সঙ্গে না করে সাব-সাহারান আফ্রিকার সঙ্গে করতে হয়।
  • maximin | 59.93.204.150 | ২৮ অক্টোবর ২০১১ ০০:১১495243
  • theguardian --News --Globaldevelopment --Malnutrition
    Tuesday14September2010

    Indianowhasworseratesofmalnutritionthansub-SaharanAfrica:43.5%ofchildrenunderfiveareunderweightandIndiaranksbelowSudanandZimbabweintheGlobalHungerIndex.
  • maximin | 59.93.204.150 | ২৮ অক্টোবর ২০১১ ০০:১৯495244
  • (Fromthesamereport) Eveninafast-growingeconomylikeIndia, failuretoinvestinagricultureandsupportsmallfarmshasleftnearlyhalfthecountry'schildrenmalnourished, withonefifthoftheonebillionpluspopulationgoinghungry.
  • maximin | 59.93.204.150 | ২৮ অক্টোবর ২০১১ ০০:৩৬495247
  • Often, itstartsduringpregnancy.MorethanhalfthewomenofchildbearingageinIndiaareanemic.

    (যে বাচ্চাগুলো মারা গেছে তারা একমাসের বাচ্চা।)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে মতামত দিন