এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • প্রবাসে ও বিদেশে বাঙলার মেধা পাচার পালা - দ্বিতীয় অঙ্ক

    pi
    নাটক | ১৩ অক্টোবর ২০১১ | ২৩৪২৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • maximin | 59.93.193.168 | ২৬ অক্টোবর ২০১১ ০১:০৪495181
  • শিবু -- দাদা মানে যে ইউনির বড় অধ্যাপক দাদা, সেটুকু বুঝেছিলাম।
  • kc | 178.61.96.29 | ২৬ অক্টোবর ২০১১ ০১:০৬495182
  • প্রেসির ব্যাপার নিয়ে কোনও কতা কইবেননা কত্তা। ওটা এখন নেতাজীর নাতির সম্পত্তি।
  • PT | 203.110.243.23 | ২৬ অক্টোবর ২০১১ ০১:০৭495183
  • @ maximin
    একটি বিভাগের দুটি asst. prof. পোস্টের জন্য আবদন পত্র জমা পড়েছে দেড়শটির কাছাকাছি। তার মধ্যে থেকে জনা কুড়ি বাছতে হবে। কঠিন সমস্যা। শুরু করতে হবে পিএইচডি দিয়ে-ই কেননা ছাঁটতে হবে ১৩০ জনকে। প্রিন্সটনের পিএইচডি বাদ দিয়ে দেশী ডিগ্রী?- RTI-এর পালায় পড়ে যাবেন.......
  • PT | 203.110.243.23 | ২৬ অক্টোবর ২০১১ ০১:০৮495184
  • **পাল্লায়
  • maximin | 59.93.193.168 | ২৬ অক্টোবর ২০১১ ০১:১৩495185
  • দেখুন PT আপনি নিজে জেইউ-র ছাত্র আপনাকে নতুন করে কী বলতে পারি? যাদবপুরের যে বিশাল বড় একটা অ্যাডভান্টেজ ছিল ও আছে, সেকথা কি আপনি জানেন না? যে অ্যাডভান্টেজ ডি ইউ-র নেই, জে এন ইউ এর নেই? এই অ্যাডভান্টেজকে পূর্ণরূপে ব্যবহার করা গেলে প্রথম সাতজনের মধ্যে না হয়ে এক নম্বরও হতে পারত। বলুন দেখি, সেই অ্যাডভান্টেজটি কী?
  • PT | 203.110.243.23 | ২৬ অক্টোবর ২০১১ ০১:৩৩495186
  • আপনি যেভাবে দেখতে চাইছেন DST সেভাবে দেখছে না। সমস্যাটা এইখানেও-বাঙালী গত ২-৩ বছর ধরে রাজনৈতিক আলোচনাতে গোটা ভারতকে বাদ দিয়ে ভাবার বা সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছে। এটা সম্ভব নয় কেননা সিলেকশন কমিটিতে IISc/TIFR/IITK...... ইত্যাদি জায়গা থেকে লোক আসছে। তারা - এমনকি সেখান থেকে এক্সপার্ট হয়ে আসা বাঙালীরাও- প: বঙ্গের স্থানীয় বাঙালীদের মত করে ইস্যুগুলোকে judge করছে না।

    আর CU-এর ফার্স্ট ক্লাস ফার্স্ট ছেলেগুলো-ই তো বিদেশে চলে যাচ্ছে পিএইচডি করতে - শুরু তো সেই PC RAY-কে দিয়ে!! কেম্ব্রিজ থেকে পিএইচডি করে আসা লোক তো প্রেসিতে পড়াচ্ছে ৯০এর দশক থেকেই। সুগত/মমতা আর কোথা থেকে লোক নিয়ে এসে গৌরব পুনোরুদ্ধার করবে?
  • maximin | 59.93.193.168 | ২৬ অক্টোবর ২০১১ ০৪:১৫495187
  • সিলেকশন কমিটিতে IISc/TIFR/IITK...... ইত্যাদি জায়গা থেকে লোক আসছে। তারাই আসুন না, ভালৈ তো। প্রতিযোগিতায় যাদবপুর উনিভের প্রাক্তত ছাত্ররা নিশ্চয় ভালো ভাবেই উত্তীর্ণ হচ্ছেন। আমি অন্য কথা বলছিলাম। জে-এন-ইউর তুলনায় যাদবপুরের অ্যাডভান্টেজ হল পাঁচ বছরের ইন্টিগ্রেটেড কোর্স আর দিল্লি (ও কলকাতা) ইউনিভের তুলনায় যাদবপুরের অ্যাডভান্টেজ হল অ্যাফিলিয়েটেড কলেজ নেই।

    IISc/TIFR/ কাল্টিভেশন অফ সায়েন্স এর তুলনায় যাদবপুরের অ্যাডভান্টেজ হল গবেষনা ও টিচিং দুটৈ আছে। যাদবপুরের ছাত্ররা নাহয় মাস্টার্স ডিগ্রি করার পর বিদেশ থেকে পি এইচ ডি করে এল, এমনকি বিদেশে কিছুদিন পোস্ট ডক্টরাল করে সেই অভিজ্ঞতাকে সঙ্গে করে নিয়ে এল, তারপর তারা furtherresearch এর কাজ যাদবপুরেই করতে পারে। সেই সঙ্গে টিচিং-ও চলবে পাশাপাশি।
  • maximin | 59.93.193.168 | ২৬ অক্টোবর ২০১১ ০৪:৪৪495188
  • আই আই এস সিরা গবেষনার জন্য যত ভালো ইনফ্রা-স্ট্রাকচারই বানাক না কেন, পড়ানোর এর সুযোগ দেয়না।

    আমি অবশ্য ভাবছি যে টিচিং-ও রিসার্চ পরস্পরের পরিপূরক। আমার ভাবনায় এই assumption টা থেকে গেছে। এই assumption সপক্ষে কিছু যুক্তিও আছে। গবেষনা না করলে আন্ডারগ্‌র্‌যাজুয়েট লেভেলে কারেন্ট ইন্টারেস্টের টপিকগুলো আসে না। আবার টিচাররা যখন গবেষনাপ্রসূত ধারণাগুলিকে সহজ কথায় ছাত্রদের কাছে পেশ করেন টিচারদের ধারণাগুলিও তখন পরিষ্কার হয়।
  • maximin | 59.93.193.168 | ২৬ অক্টোবর ২০১১ ০৫:০৯495189
  • PT, আপনি যে বলছেন CU-এর ফার্স্ট ক্লাস ফার্স্ট ছেলেগুলো-ই তো বিদেশে চলে যাচ্ছে পিএইচডি করতে, আপনি কি সত্যিই মনে করেন CU-এর এইসব ফার্স্ট ক্লাস ফার্স্ট-রা বিদেশে না গিয়ে যদি প্রেসি ইউনিভে জয়েন করে তাহলে প্রেসিডেন্সি কলেজ সেন্টার অফ এক্সেলেন্স হতে পারবে?

    আমার সাজেক্ট বিষয়ে আমি নিশ্চিন্ত মনে বলতে পারি যে CU-এর এইসব ফার্স্ট ক্লাস ফার্স্ট-রা বিদেশে গিয়েও মোটেই সুবিধে করতে পারছে না। প্রথম থেকে আবার সব শিখে নিতে হচ্ছে, সি ইউ-এ যা শিখেছে তা ফেলে দিয়ে।
  • maximin | 59.93.193.168 | ২৬ অক্টোবর ২০১১ ০৫:১০495191
  • *সাবজেক্ট
  • maximin | 59.93.193.168 | ২৬ অক্টোবর ২০১১ ০৬:৩৫495192
  • কলেজ সার্ভিস কমিশনের গোপন তথ্যটা লিখে দিয়ে যাই। পেপার কোয়ালিফিকেশন ও ইন্টারভিউ দুটো মিলিয়ে কমিশনের এক্সপার্টরা সিলেক্টেড ক্যান্ডিডেটদের একটা লিস্ট বানাতেন। লিস্টে নামগুলো সাজানো হত টোটাল নম্বর অনুসারে। ফার্স্ট সেকেন্ড থার্ড ইন অর্ডার অফ মেরিট।

    কলেজ সার্ভিস কমিশন কিন্তু এই মেরিট লিস্ট-টা কে প্রকাশ করত না। লিস্ট-টাকে পাল্টে অ্যালফাবেটিকাল অর্ডারে নিয়ে আসত। ক্যান্ডিডেটরা এই অ্যালফাবেটিকাল লিস্টটাই দেখতে পেত। পোস্টিং এর সময় মেরিট লিস্ট কোনও কাজেই আসত না। এদিকে যে ক্যানডিডেটরা মেরিট লিস্টে ওপরে ছিলেন তারা চাকরিও পেলেন না, জানতেও পারলেন না যে তিনি ফার্স্ট হয়েছিলেন। এদিকে আবার এক্সপার্টরা জানতে পারছেন না যে তাদের বানানো মেরিট লিস্ট প্রকাশ করা হচ্ছে না।

    এই ছিল ব্যাবস্থা প্রথম কয়েক বছর। স্বচ্ছতার এই তো নমুনা।
  • maximin | 59.93.193.168 | ২৬ অক্টোবর ২০১১ ০৬:৩৭495193
  • বছরের পর বছর চলে যায় মেরিট লিস্টে ওপরে থাকা সঙ্কেÄও চাকরি হয়না। ব্যাপারটা তারপর একজন এক্সপার্ট জেনে গেলেন। তিনি insist করলেন যে নামগুলোকে অ্যালফাবেটিকাল অর্ডারে সাজানো চলবে না। মেরিট অনুসারে যে লিস্ট বানানো হয়েছে, সেটাই টাঙাতে হবে। এতে অবশ্যই কাজ হয়েছিল।
  • maximin | 59.93.193.168 | ২৬ অক্টোবর ২০১১ ০৬:৪০495194
  • এসব তথ্য মিডিয়ার কাছে পৌঁছোয় নি। শত সার্চ দিয়েও এই কথাগুলো পাবেন না।
  • PT | 203.110.246.230 | ২৬ অক্টোবর ২০১১ ০৯:২৮495195
  • আপনার গোপন তথ্য নিয়ে কোন প্রশ্ন করব না। কিন্তু অ্যাল্ফাবেটিকালি সাজালে বাম সরকারের সমর্থকদের বেশী সুবিধে হবে কি করে সেটা ধরতে পারলাম না। তবে এটুকু বোঝা গেল যে পরীক্ষা এবং ইন্টার্ভিউ পর্যন্ত ব্যাপারটা স্বচ্ছ থাকত। কিন্তু অ্যাল্ফাবেটিকাল লিস্ট থেকে লোক বাছা হত কি ভাবে?

    হিসেব করে দেখুন যে যে গড়ে ৫০% লোক বামেদের বিরুদ্ধে ভোট দিয়েছে বরাবর। কলেজ সার্ভিস কমিশনের অফিসেরও ৫০% লোক বাম বিরোধী ছিল এরকমটা যদি ধরে নিই তাহলে ভেবে আশ্চর্য হতে হয় যে এই গোপন তথ্যটি কেন আবাপ বা বর্তমানের হাতে পৌঁছল না!!
  • abastab | 61.95.189.252 | ২৬ অক্টোবর ২০১১ ১১:১৪495196
  • অক্লান্ত আলোচনা চলছে। সকলকেই হাইপোথেসিস টেস্টিং ঝালিয়ে নিতে অনুরোধ করি। পরিমাণগত তথ্য ছাড়া শুধুমাত্র ধারণার ভিত্তিতে বা একটি দুটি ননর‌্যান্ডম স্যাম্পলের ভিত্তিতে আলোচনার কোন মানে নেই।
  • PT | 203.110.243.23 | ২৬ অক্টোবর ২০১১ ১১:৫০495197
  • ঠিক! ঠিক! সেইজন্য সর্বভারতীয় মানের ভিত্তিতে প: বঙ্গে শিক্ষার মান বিচার করার কথা বলছি বারবার কেননা সেই মান নির্ধারণের ক্ষেত্রে কোন রাজসরকারের ভূমিকা নগণ্য। আর মান যদি ভারতের প্রেক্ষিতে মোটামুটি ঠিক থাকে তাহলে ধরে নিতে হবে যে ""বেছে বেছে পার্টির লোককে শিক্ষাক্ষেত্রে চাকরী দিলেও"" সরকারি ভাবে শিক্ষার মানের সঙ্গে কোন আপোষ করা হয়নি। এবং/অথবা এও বলা যায় যে পার্টির লোককে চাকরী দেওয়ার গল্পটি - কিছু ব্যতিক্রমি উদাহরণ ছাড়া নেহাৎ গল্পই- ""বেড়াল মারার আগে তাকে বদনাম দাও"" প্রবচনের উদাহরণ মাত্র।
  • Bratin | 117.194.99.215 | ২৬ অক্টোবর ২০১১ ১৩:২০495198
  • পিটি দা, আপনাকে একটা প্রশ্ন যার উত্তর হবে হ্যাঁ বা না তে:

    ৩৪ বছরের বাম শাসনের সময় অনেক অযোগ্য ( পড়ুন অপদার্থ ) লোকের চাকরী হয়েছে স্কুল/কলেজ/ইউনিভার্সিটি তে?
  • bb | 117.195.168.105 | ২৬ অক্টোবর ২০১১ ১৩:৩১495199
  • অবাস্তব কে ব্‌ড় হাতের ক। maximin যে সব উদাহরণ দিয়ে sweeping conclusion দিচ্ছেন তাতে আর যাই হোক, আলোচনা হয় না।
    এইনিয়ে লিখেও সকালে কাটিয়ে দিয়েছিলাম এখন অবাস্তবের মত দেখে আবার লিখলাম।
    CU এর ফার্স্ট ক্লাসরা (ওনার বিষয়ে) কিছু জানেনা।
    কলেজ শিক্ষা কমিশন স্বচ্ছ নয় কারণ তারা alphabetically লিস্ট বার করে (যা পরে এক্সপার্ট এর নির্দেশে বদলে মেরিট অনুযায়ী করা হয়)
    এই গুলি আর যাইহোক anecdotal উদাহরণ ছাড়া কিছু নয়।

  • PT | 203.110.243.23 | ২৬ অক্টোবর ২০১১ ১৪:৩৪495200
  • @Bratin
    উত্তর অবশই ""না"" -কেননা ৯০এর দশক থেকে আমার ক্লাসমেট, ব্যাচমেট, তার কিছু আগে আমার চেনা দাদা-দিদিরা আর আরো পরে আমার ছাত্র-ছাত্রী বা ছাত্রসম অনেকেই চাকরী পেয়েছে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে। এদের অনেকের জন্য শংসাপত্রও লিখেছি। অনেকে বামপন্থী অনেকেই জানাশোনা ভাবেই বাম বিরোধী। তাদের রাজনৈতিক রং যাই হোক না কেন তাদের কাজের ব্যাপারে অযোগ্য বলি কি করে?
  • maximin | 59.93.244.63 | ২৬ অক্টোবর ২০১১ ১৫:২৫495202
  • চাকরি তো হত। তাদের মধ্যে কিছু যোগ্য লোক থাকতেনই। বাম ও অবাম নির্বিশেষে। প্রধানত বাম, এমন হাইপথেসিস আমার নেইও, কাজেই টেস্টিংঅও করব না। কিন্তু প্রথম দিকে কমিশনের যে বদনামটা হয়েছিল তার জন্যে এক্সপার্টদেরকেই দোষ দেওয়া হত। অধ্যাপক দাদাদের দাদাগিরি ইত্যাদি। এখন আবার অভিরূপ সরকারদের বিরুদ্ধেও একই অভিযোগ শোনা যায়।
  • maximin | 59.93.244.63 | ২৬ অক্টোবর ২০১১ ১৫:৪৩495203
  • *টেস্টিংঅও
  • maximin | 59.93.244.63 | ২৬ অক্টোবর ২০১১ ১৫:৪৬495204
  • * টেস্টিং ও
  • maximin | 59.93.244.63 | ২৬ অক্টোবর ২০১১ ১৬:৩১495205
  • তবে মেরিট লিস্ট প্রকাশ না করার ব্যাবস্থা অনেকদিন ধরে চলেছিল। ৮০/৮১ থেকে ৮৪/৮৫। যখন জেনেছিলাম অবাক হয়েছিলাম। আজ এটা শুনে কেউ অবাক হল না দেখে নতুন করে অবাক হলাম।

    Thiskindaprovesthatnobodyreallybelievesintheconceptofjustice.
  • Bratin | 117.194.100.91 | ২৬ অক্টোবর ২০১১ ১৭:০৩495206
  • বুইলাম :-)))

    আমার আর কিছু বলার নেই এ ব্যাপারে।
  • nyara | 122.172.10.99 | ২৬ অক্টোবর ২০১১ ১৮:১৩495207
  • পিটিবাবুর কিন্তু জবাব নেই। একদিকে বলছেন যে -হ্যাঁ, হ্যাঁ, ঠিক। অ্যানেকডোটাল এভিডেন্স দিয়ে ট্রেন্ড বোঝা যায় না। আবার অন্যদিকে যাদবপুর কেমিস্ট্রি সাত নম্বরে - এই একটি স্যাম্পেল নিয়ে মাঠে নেবে পড়েছেন দেখাতে যে বাম সরকারের আমলে শিক্ষার শনৈ: শনৈ: উন্নতি ঘটেছে।
  • maximin | 59.93.244.63 | ২৬ অক্টোবর ২০১১ ১৯:২১495208
  • গড়ে ৫০% লোক বামেদের বিরুদ্ধে ভোট দিয়েছে বরাবর। কাজেই কলেজ সার্ভিস কমিশনের অফিসেরও ৫০% লোক বাম বিরোধী ছিল। এই হিসেবটাও দারুন।
  • PT | 203.110.243.23 | ২৬ অক্টোবর ২০১১ ২০:১৯495209
  • @nyara
    আপনি একটা মাপকাঠি ঠিক করে দিন না যার ভিত্তিতে প: বঙ্গে শিক্ষার অধোগতি বা উর্দ্ধগতি মাপতে পারি। আমি তো একটা প্রশ্ন বরাবর করে যাচ্ছি: প্রেসির গৌরব যে ""হৃত"" হয়েছে সেটা কিভাবে নির্ধারিত হবে? কেউ তো এখনো সেটার উত্তর দিলেন না।

    @maximin
    বেশ যদি ২৫% লোকও বাম বিরোধী থেকে থাকে তাহলেও খবরটা আবাপ বা বর্তমানের হাতে গেল না কেন?

    সবাই দীপাবলির শুভেচ্ছা নেবেন। প্রতিবেশীর বাড়িতে ভোজ খেতে চললাম.....
  • biplab pal | 63.118.38.200 | ২৬ অক্টোবর ২০১১ ২১:০৫495210
  • প্রথমত মেধা ব্যপারটাতেই আমি বিশ্বাস করি না

    মানুষ হচ্ছে ময়দা। তার আর্থসামাজিক অবস্থান, বাবা মায়ের শিক্ষা, স্কুল তাকে মেখে লম্বা, চ্যাপ্টা বেঁটে বানায়।

    আমার জীবনে শখছিল পশ্চিম বঙ্গে অধ্যাপক হয়ে রাজনীতি করব। মধ্যবিত্ত বাম পরিবারের রাজনীতি সচেতন ছেলেরা যা চাই আর কি। সেই জন্যে ইউ জি সির লেকচারার পরীক্ষা ( যেটা সি এস আই আর এর সাথে হয়) দিলাম এবং লেকচারার হিসাবে কোয়ালিফাই করি। অবশ্য কোথাও এপ্লাই করি নি-পরে শুধু আই আই টিতেই এপ্লাই করেছি এবং সেখানে না ফেরাটা আমার নিজের দোষ। পশ্চিম বঙ্গে থাকার যথেষ্ট সুযোগই আমার ছিল, এবং না থাকার কারন নিজের স্বার্থপরতা ( বা বৌ এর) । নিজের ক্ষুদ্রতাকে অন্যের ঘারে চালানো উচিত না।

    তবে বাঙালীর ( মেধার না বাইরে) যাওয়াটা দরকার। আজ আমেরিকাতে না আসলে ক্রিটিক্যাল রিয়ালিজম ব্যপারটাই বুঝতাম না, উৎপাদন ব্যবস্থাটাও বুঝতাম না, ব্যবসা করতেও পারতাম না-দুনিয়াদারি হত বাম, অবামের মধ্যে।অবাঙালী রাজনৈতিক ভাবে খুবই পোলারাইজড-যা যুগের সাথে বেমানান। ইস্যুভিত্তিক রাজনীতি না করে বাঙালী এখনো দলভিত্তিক রাজনীতি করতে চাইছে, যা প্রাগৈতিহাসিক।
  • PM | 2.50.55.119 | ২৬ অক্টোবর ২০১১ ২১:২৭495211
  • অ, আমেরিকায় ডেমোক্র্যট -কনসরভেটিভ আকচা আকচি-টা তাহলে প্রাগৈতিহাসিক কালে কালে হতো? হবেও বা। বিপ স্যার যখন বলছেন। আমার আপিসে দুজন ডেম-কন-এর মধ্যে কথাবার্তা বন্ধ ছিল.... অবশ্য সে সব প্রাগৈতিহাসিক কালের কথা।
  • maximin | 59.93.244.63 | ২৬ অক্টোবর ২০১১ ২১:৪২495213
  • PT দেয়ালির শুভেচ্ছা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে প্রতিক্রিয়া দিন