এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • প্রবাসে ও বিদেশে বাঙলার মেধা পাচার পালা - দ্বিতীয় অঙ্ক

    pi
    নাটক | ১৩ অক্টোবর ২০১১ | ২৩৪২৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • maximin | 59.93.204.150 | ২৮ অক্টোবর ২০১১ ০০:৪১495248
  • পাই এর দেওয়া রিপোর্টও পড়লাম।
  • pi | 82.83.90.116 | ০১ আগস্ট ২০১২ ১৭:২০495249
  • R্দ্ধি বোধহয় এই সুতোতেই সেনমহাশয়কে নিয়ে ঝাড়া শুরু করেছিল। ঐ থিয়োরী করতে গেলে বিদেশ কেন ইত্যাদি। বিদেশে ঐ পিয়ার গ্রুপ পাবার যুক্তি নেহতই ছেঁদো, আসলেতে অজুহাত ইঃ

    আরেক প্রফেসর সেনের কথা পড়তে পড়তে সেগুলো মনে পড়ে গেল ঃ)

    Prof. Sen is a rare scientist who chose to return to India after post doctoral work at prestigious institutes abroad. He said he did not miss the rarefied peer group that often makes the pursuit of academics abroad enriching.

    “When I came back in 1995, I did feel a little isolated initially but that is no longer the case now. The Internet has made all possible information accessible, and in terms of a peer group I have quite a good academic circle among colleagues at the Harish Chandra Research Institute,” he said.
  • generic letter | 82.95.244.23 | ০১ আগস্ট ২০১২ ২২:২৪495250
  • আমি ফিজিক্সের কথা বলতে পারব না, কিন্তু ইকনমিক্সের কথা জানি। অমর্ত্য সেন যে সময়ে দেশে ছিলেন, সেই সময়ে বিশেষ করে দিল্লি স্কুল অফ ইকনমিক্সে যেরকম লোকজন ছিল, সেটা একটা ভীষণ স্পেশাল কেস। সেই সময়ে বা অন্য কোন সময়ে ওরকম তারকাসমাহার অন্য কোথাও হয়নি - কাছাকাছি যায় আশির দশকের শেষের দিকের আই এস আই - তাও বছর পাঁচেকের জন্য। এ ছাড়া যেকোন আমেরিকান ট্প ফিফটি রিসার্চ ইউইনিতে যেকোন সময়ে পিআর গ্রুপ বেটার।

    আচ্ছা, একটু কোয়ালিফাই করছি - বেটার বলতে বেশী বুদ্ধিমান নয়। বেশী দক্ষ শিক্ষকও হয়ত নয়। কিন্তু গবেষণার কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোতেই বেটার। যতই পাবলিশ অ্যান্ড পেরিশ কালচারকে গালাগাল দেওয়া হোক না কেন।

    আর একখান কথা আসে। আসলে অমর্ত্য বা অশোক সেনের পিয়ার গ্রুপ নিয়ে কখনৈ কোন ইস্যু হবে না। কারণ ওনাদের লেভেলের যেখানেই থাকবেন, বাকী অনেকে সেখানে ছুটে আসবেন - ওনাদের সঙ্গে কাজ করার জন্যেই। ষাটের দশকের দিল্লিস্কুল ঘিরে উঠেছিল অমর্ত্যকে ঘিরে, আশির দশকের আই এস আই দেবরাজ রায়কে ঘিরে। আমাদের দেশের কন্টেকস্টে এইধরণের সেন্টার অফ রিসার্চ এক্সেলেন্স ব্যাতিক্রম মাত্র, ভীষণ ব্যক্তিনির্ভর। আবার সেই ব্যক্তি চলে গেলেই আবার ঐ জায়্গা শুনশান ফাঁকা হয়ে যায়। দিল্লিস্কুল বা আই এস আইতে ঠিক তাই হয়েছে। আজ যদি ঐ লেভেলের কেউ প্রেসি জয়েন করে, তবে তিনবছরে প্রেসি সত্যি প্রাচ্যের হার্ভার্ড হয়ে উঠবে - তদ্দিনের জন্যে, যদ্দিন সেই ভদ্রলোক বা ভদ্রমহিলা বিদেশ না পাড়ি দেন।

    ইন্টার্নেট বা কানেক্টেড ওয়ার্ল্ডের ব্যাপারে একটা কথা। কোল্যাবোরেট করার জন্য সত্যিই আর দেখা করতে হয়্না - ইমেল স্কাইপ আর দুয়েকটা কনফারেন্স মিলে হয়ে যায়। কিন্তু পিয়ার গ্রুপ আপনার মোটিভেশন, ইন্সেন্টিভ, ওয়ার্ক কালচার, রোল মডেল এসব অনেকাংশে নির্ধারণ করে দেয়। পাশের ঘরে কে আছেন খুব ম্যাটার করে।

    আমার এক কলেজ শিক্ষক একটা কথা বলেছিলেন দেশে থাকা না থাকা প্রসঙ্গে। ষাটের দশকের দিল্লিস্কুলে ছিলেন সুখময় চক্রবর্তী, অমর্ত্য সেন, জগদীশ ভগবতী। তিনজনেই চুটিয়ে কাজ করছেন তখন, কেউ কারো থেকে কম না। দুজন চলে গেলেন, সুখময় থেকে গেলেন। তারপারের রিসার্চ ট্র্যাজেক্টরি তুলনা করলেই পার্থক্যটা বোঝা যাবে।
  • pi | 82.83.90.116 | ০১ আগস্ট ২০১২ ২২:২৯495251
  • হ্যাঁ, এঁদের চলে যাওয়াটা নিয়েও তো প্রশ্ন। ওরকম একটা এনভারনমেনট পেয়ে গেছিলেন ( বা, তৈরি করতে পেরেছিলেন, থাকলে আরো হতে পারতো), তার পরেও চলে গেলেন বা আর ফিরে এলেন না কেন ?
    এনভায়রনমেন্ট নেই, তাই লোকজন ফিরছে না , আর ফিরছেনা, তাই এনভারনমেন্ট নেই, এরকম ভিশাস সাইকেল থেকে বেরোনোর জন্য এরকম লোকজনের ফিরে আসা ও থাকাটা ম্যাটার করে।
    দেশের থিয়োরী ফিজিক্স স্ট্রং হবার পিছনে অশোক সেনের দেশে থাকা ম্যাটার করে।
  • riddhi | 118.218.136.234 | ০১ আগস্ট ২০১২ ২২:৩৫495252
  • জি এল তাহলে এটা মানছেন যে অমর্ত্য সেনের মত ঘ্যাম দের জন্য পিয়ার গ্রুপ ম্যাটার করে না।
  • riddhi | 118.218.136.234 | ০১ আগস্ট ২০১২ ২২:৩৯495253
  • পিয়ার মোটিভেশান একটা অজুহাত। ফিল্ডে প্রতিষ্ঠিত হব হবার পরো পাশের ঘরে জোরে জোরে পড়ার আওয়াজ না শুনলে পড়াই মন বসে না? ইয়ার্কির একটা লিমিট আছে। এইচ এস এর সময় দু একজন বন্ধু বলত, একা থাকলেই এফ এম শুনি, তোদের পড়ার দলে আমাদের নিবি, না তো পাশ কররে পারব না
  • aka | 178.26.215.13 | ০১ আগস্ট ২০১২ ২২:৫২495254
  • যার যেখানে ইচ্ছে থাকলে ক্ষতি কি? কারণ কখনোই কি একটা হয়? পদাধিকার, বেটার লিভিং, পরকীয়া, ঠাণ্ডা আবহাওয়া, ভালো স্কুলের রেপুটেশনে নোবেল পাবার চান্স সব মিলিয়ে মিশিয়ে হয়।

    কোথায় কে থাকবে না থাকবে সে তো ব্যক্তিস্বাধীনতা। নয়?
  • pi | 82.83.90.116 | ০১ আগস্ট ২০১২ ২২:৫৯495255
  • ব্যক্তির স্বাধীনতায় আবার কে হস্তক্ষেপ করলো ? এক্ষপেরিমেন্ট করতে দেশে এখনো অনেক প্রতিকূলতা আছে ( যাদিও বেশ কিছু সেন্টার অব এক্সেলেন্সে এখন দেদার টাকা ঢালছে ), কিন্তু থিয়োরীর লোকজনের দেশের না ফেরার কারণ হিসেবে এনভায়রনমেন্টের অভাব, এই যে 'কারণ' দর্শানো হয়, সেটা নিয়ে তর্ক হচ্ছিলো তো !
  • aka | 178.26.215.13 | ০১ আগস্ট ২০১২ ২৩:০৩495256
  • অমর্ত্য সেন বা জগদীশ ভাগবতী কি নিজে কোনদিন বলেছেন দেশে কেন ফেরেন নি? আমি জানি না। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা মনে করি ওনারা কি বলতে পারেন আর বাকি যারা বলেন মনে হয় পলিটিকালি কারেক্ট থাকার চেষ্টা করেন।

    নিজের সুবিধার জন্য বিদেশে থেকে গেছি ওসব বিগশটদের বিগ ইমেজের জন্য ভালো না। এ বোঝা যায় বলেই মনে হয়। সবকিছু ফেসভ্যালুতে নিয়ে লাভ নেই।
  • a x | 138.249.1.194 | ০১ আগস্ট ২০১২ ২৩:২৮495258
  • অশোক সেন একজন জিনিয়াস। তাকে স্ট্যান্ডার্ড ধরলে কিছুই বোঝা যাবেনা। উনি যেখানে খুশি থেকে কাজ করে যেতে পারেন। উনি নিজেই ট্রেনটা ড্রাইভ করেন, ওনাকে অন্যের ট্রেনে ওঠার দরকার হয়না। ফর লেসার মর্টাল্স পরিবেশ ম্যাটার্স। আরো তো বহু লোক এখানের টপমস্ট জায়গা থেকে কাজ করে ফিরে গেছে ফিজিক্সে, সিরাজ মিনওয়ালা, রাজেশ গোপাকুমার। তারা ঠিক ঐ লেভেলে অন্তত এখনও উঠতে পারেনি। IASএ থাকলে হয়ত আরো অনেক কিছু করতে পারতেন।

    ইনফ্যাক্ট ফিজিক্সে তাও কিছুটা চান্স আছে, সব আর্কাইভে উঠে যায়। এবং ইমেডিয়েটলি ওঠে। আমাদের ফিল্ডে তো একদিকে কোন কোস্ট, কোন ল্যাব তার ওপর কোন জার্ণাল, এবং কনফারেন্স, কোলাবোরেশন ইত্যাদি ছাড়া চলতে গেলে, শুধু পেপার অ্যাক্সেস করলে ট্রেন বহু আগে ছেড়ে পরের স্টেশনে পৌঁছে গেছে।
  • maximin | 69.93.255.116 | ০১ আগস্ট ২০১২ ২৩:২৯495259
  • ইকনমিক্স বিষয়টার কথা যখন উঠলই, কোন কোন মহামান্য ব্যক্তিরা দেশে থেকে দীর্ঘদিন ধরে থিয়োরির কাজ চালিয়ে যেতে পেরেছেন?
  • riddhi | 118.218.136.234 | ০১ আগস্ট ২০১২ ২৩:৪১495260
  • যে ইকনমিস্টরা এখন দেশে আছেন, বা যারা বিদেশ থেকে ফিরে এসেছেন গত ৩০-৪০ ব্ছরে তারা কেউই 'মহামান্য' পদের যোগ্য নন? আই-এস-আই, ডি-এস-ই, সি-উ এ সব ফালতু লোকেরা বসে আছে? এই যে কল্যান সান্যাল মারা গেলেন কিছুদিন আগে, তিনি দেশে থেকে ভাল কাজ করেননি?
  • generic letter | 82.95.244.23 | ০১ আগস্ট ২০১২ ২৩:৪৫495261
  • আকা - নিশ্চয় ব্যক্তি হিসেবে আমি স্বাধীন আমার অবস্থান ঠিক করতে। কিন্তু সামাজিক দায়বদ্ধতায় কোথাও আটকায়। সেইজন্যেই এত কথা।

    ঋদ্ধিঃ একথা একশবার ঠিক যে অমর্ত্যরা নিজের পিয়ার গ্রুপ বানিয়ে নিতে পারেন - সেজন্য existing peer group-এর এফেক্ট কম। ওসব জিনিসগুলো আমাদের মত গুরুচডালী করা রিসার্চারের ক্ষেত্রে অনেক বেশী খাটে (যদিও আমেরিকা/ইউরোপ এফেক্ট কিন্তু সুখময় আর অমর্ত্য/ভগবতীর পার্থক্য গড়ে দিয়েছে)। এবং সেই সূত্র ধরে পাইয়ের কথাও ঠিক যে এখানে ওনাদের একজনের থাকাও হয়্ত একটা ছোট পরিসরে পরিবর্ত্তন আনতে পারত। কিন্তু মুশকিল হল যে পরিসরটা ভীষণ ছোট। একটা ইন্সটি তো আর দেশের কালচার বদলাতে পারে না। বড় স্কেলে পরিবর্ত্তন আনতে গেলে সাধারণ প্রফেসরদের কোথাও একটা বদল আনতে হবে - ইন ফ্যাক্ট শিক্ষক থেকে গবেষক হয়ে উঠতে হবে।

    বস, একটা কথা। রিসার্চের মত বোরিং জিনিস আর নেই। এ ঠিক কবিতা না যে গল গল করে কলমের মাথা থেকে উৎসারিত হল - চাই শুধু একটু পাশের বাড়ির বৌদি/হুইস্কি/ধেনো। রোজকার রিসার্চ মানে হাজার হাজার নাটবল্টু ঠিক করে যাওয়া। ইন্স্ট্রুমেন্ট নিয়ে কাজে সত্যিকারের নাটবল্টু, আর থিয়োরির কাজে নাটবল্টুর নাম কোথাও ডেল্টা এপ্সাইলন, কোথাও বা ডেটা ভ্যালিডিটি চেক। ঐ জিনিস সারাজীবন করতে গেলে লাগে ঐশী প্রেরণা অথবা হুড়কো। সেই প্রেরণা একজন দুজনের থাকতে পারে, কিন্তু একটা গোটা প্রফেশনের সক্কলে সেই আকাশবাহিত এন্থুতে হাসিমুখে ঘেঁতিয়ে যাবে এমন আশা করা বাতুলতা। আমেরিকা ইউরোপে হুড়কোর নাম পাবলিশ অর পেরিশ সিস্টেম। সেইজন্যে সেখানকার কাল্চারই ঐরকম - ইস, মাইরি, ওর একটা পাব হয়ে গেল, আমার শালা এখোনো ভাঁড়ে ভবানী! কিচু না হোক লোকে স্ল্যাকার বলবে। আমাদের দেশে সেসব নেই। পড়ানো বাদে যেটুকু সময় হাতে আছে সেই সময়ে হয় পার্টি নয় গ্যাঁজানো নয়্তো কনসাল্টিং। আর যাঁদের বেশী বিবেক টিবেক কামড়ায় তাঁরা হয়্ত অ্যাকটিভিজম, অগ্নিময় রচনা লেখা। কিন্তু রিসার্চের ঘ্যাঁতানো, পিয়ার রিভিউ জার্নালে লেখা পাঠিয়ে হা পিত্যেশ করে বসে থাকা, নৈব নৈব চ।
    আমি যেখানে পোস্টগ্র্যাজুয়েট করতাম গোটা ইন্স্টিতে ঠিক একটা লোক রিসার্চ করত (বাকী সব উপরোক্ত গপ্প) - লোকে তাঁকে ঘাঁটাতো না বড় একটা, আড়ালে বোকা বলত। ভদ্রলোক শেষ পর্যন্ত ভাটনাগর পেলেন। অসাধারণ - সেই ঐশী প্রেরণা কেস। আর অন্য কিছু লোক দেখলাম, কিছুদিন চেষ্টা করে গেঁজে গেল। তাদের হুড়কো, অথবা নিদেনপক্ষে অন্য একটা কালচার দরকার ছিল। ঐ ভাটনাগর ভদ্রলোক গোটা ইন্সটির সিস্টেমের বালাগ্রমাত্র বদলাতে পারেননি। আজ মনে হয়, উনি যেখানেই থাকুন না কেন, পরিণাম একই হত। দেশে পড়ে থেকে স্পেশাল ঠিক কি হল? (রিটরিকাল কোশ্নো বাই দ্য ওয়ে)
  • generic letter | 82.95.244.23 | ০১ আগস্ট ২০১২ ২৩:৫০495262
  • ঋদ্ধি, ইকনমিস্ট বলতে যদি গবেষক বোঝাও, তাহলে এঁরা সকলেই বাঁশবনে শেয়ালরাজা। অনেকেই এঁরা অসাধারণ মেধাবী, এবং অসাধারণ শিক্ষক, নলেজ ডিসেমিনেটর। বিশেষতঃ কল্যাণবাবু। কিন্তু নলেজ প্রোডিউসার হিসেবে কেউই তেমন না। একসেপ্ট অরুণাভ সেন, আই এস আই দিল্লি। আজ আর কেউ না।
  • maximin | 69.93.255.116 | ০১ আগস্ট ২০১২ ২৩:৫১495263
  • কল্যান সান্যাল ব্যতিক্রমী মানুষ ছিলেন। দীর্ঘদিন ধরে একা একা কাজ করেছেন।
  • pi | 82.83.90.116 | ০১ আগস্ট ২০১২ ২৩:৫৫495264
  • এনিয়ে ভাটে অনেক'দিন আগে প্রশ্ন করেছিলাম, মনে হয়। শিক্ষক আর গবেষক এদুটো ফ্যাকাল্টিকে ওভারল্যাপ করতে হবেই কেন ? বহু ভাল গবেষক কিন্তু ভাল শিক্ষক হতে পারেন না, সেদিকে প্রায়োরিটি দিতে চান না বা দিলেও পারবেন না বা দুটোই। আবার শিক্ষকদের গবেষণার বেলাতেও সেটা সত্য। এরকম বেশ কিছু লোকজনকে কাছ থেকে দেখেই বলছি। আবার কেউ কেউ হয়তো দুটৈ ভাল করবেন, বা করতে চাইবেন, চাইলেও পারবেন। সেটার সংখ্যা কম।
    বোরিং লাগা না লাগা , এই ব্যাপারটা তো ঐ ভালোলাগা থেকেও আসে অনেকটা। তাই ওটাকেও আমি আপেক্ষিক টার্ম ই বলবো।
    আমার তো মনে হয়, এরকম প্রভিশন চালু করা উচিত, যেখানে আগে থেকে প্রেফারেন্স দেবার সুযোগ থাকবে, কে কোনটা চান। সেরকম দেখে, মিলিয়ে মিশিয়ে একটা ডিপার্ট্মেন্ট তৈরি হওয়া উচিত।
    এনিয়ে উদাঃ দিয়ে অরো ভাল করে এখা যেত। তাড়াহুড়ো করে লিখলাম। আপাততঃ আইডি কার্ড কোথায় হারিয়েছি, সে নিয়ে গবেষণা করতে হবে ঃ(
  • VB | 161.141.84.239 | ০১ আগস্ট ২০১২ ২৩:৫৭495265
  • পকেটে। আইডি কার্ড পকেটে থাকার কথা। কিংবা ওয়ালেটে কিংবা ভ্যানিটি ব্যাগে। ঃ-)
  • ds | 223.210.236.146 | ০২ আগস্ট ২০১২ ০০:০০495266
  • এগ্রিড। প্রায় সবাই ক্ষুদ্র পুষ্করিণীর বৃহৎ মৎস্য। অরুণাভদার রিসেন্ট কাজকর্ম জানি না, তাই বলতে পারব না।

    বাই দ্য ওয়ে, অমর্ত্য ও জগদীশের চলে যাওয়া এমনি এমনি নয়। সেই সময়কার দিল্লি স্কুলের এই ট্র্যাডিশন তৈরি করেছিলেন ও ধরে রেখেছিলেন কে এন রাজ। কে এন রাজ ১৯৭১ সালে দিল্লি ছেড়ে কেরলে সি ডি এস তিরি করতে চলে গেলে একে একে সবাই দিল্লি স্কুল ছাড়তে থাকেন।
  • Generic letter | 82.95.244.23 | ০২ আগস্ট ২০১২ ০০:০৩495267
  • শিক্ষক গবেষক পার্থক্যটা আমেরিকা-ইউরোপের সিস্টেমে institutionalized। রিসার্চ ইউনিতে প্রফেসর মূলতঃ গবেশক, গবেষণার উপরেই প্রেস্টিজ এবং ক্যারিয়ার নির্ভর করে। আবার clinical professor বলে একটি পোস্ট আছে - ওনারা মূলতঃ শিক্ষক। লিবারাল আর্টস কলেজে মোটামুটি সবাই শিক্ষক, গবেষণাটা করলেও করতে পারো গোছের।

    আমাদের দেশে সব প্রফেসরকেই যে গবেষক হতে হবে, তার কোন মানে নেই। কিন্তু সকলেই যদি শিক্ষক হন, গবেষণাটা করবে কে?
  • ds | 223.210.236.146 | ০২ আগস্ট ২০১২ ০০:০৫495269
  • যদিও শিক্ষক হিসেবে এদের অনেকেই অসাধারণ এবং তুলনাহীন। অর্থনীতির বড়ো গবেষকদের শেষ এক্সোডাস ঘটে নব্বইয়ের দশক জুড়ে।
  • maximin | 69.93.255.116 | ০২ আগস্ট ২০১২ ০০:০৬495270
  • কে এন রাজের নামটা করলেন বলে ডিএসকে শত সহস্র ধন্যবাদ। বাকি তিনজনকে তিনিই ডিস্কুলে এনেছিলেন। রাজই ছিলেন ডিস্কুলের প্রাণপুরুষ। অবশ্য অমর্ত্যর চলে যাওয়ার অন্য কারণ ছিল। সুখময়বাবু প্ল্যানিং কমিশনে চলে যান। এবং আমাদের দেশের একমাত্র ভালো প্ল্যান মডেলটি তিনি বানান।
  • generic letter | 82.95.244.23 | ০২ আগস্ট ২০১২ ০০:১০495271
  • আমি কে এন রাজের এই রোলের কথা জানতাম না। অর্থনীতির ছত্র হিসেবে, জানা উচিৎ ছিল।

    মুশকিল হল, আমাদের দেশের ইউইনিগুলোর রিসার্চ ইন্স্টি হিসেবে কোন ধারাবাহিকতা থাকে না। ঐ একজন চলে গেলেন, বাকীরাও ছেড়ে দিলেন। সেইজন্যেই বলছি, ব্যক্তিনির্ভর। এভাবে হয় না।
  • maximin | 69.93.255.116 | ০২ আগস্ট ২০১২ ০০:২০495272
  • ঠিকই।
  • generic letter | 82.95.244.23 | ০২ আগস্ট ২০১২ ০০:২৫495273
  • সরি DS, আমি 11:50-র পোস্টে একথা বলতে চাইনি যে অরুণাভ ইন্যাক্টিভ। শেষ বাক্যে "আজ" শব্দটা বাদ দিতে হত।
  • pi | 147.187.241.4 | ০২ আগস্ট ২০১২ ০০:৩৩495274
  • সবাইএর কথা আসছে কেন ? সবাইকে গবেষণা কেন করতেই হবে না সবাইকেই শিক্ষকতা, সেই প্রসঙ্গে বল্লাম। সবাইকেই সবকিছু করতে হবে মোড থাকলে চাপ আছে, অন্তত আমাদের দেশে।
  • maximin | 69.93.255.116 | ০২ আগস্ট ২০১২ ০০:৪৫495276
  • গবেষণা বলতে কী বোঝাচ্ছ তার উপর নির্ভর করছে পাই। ভালো শিক্ষক বলতেও কী বোঝাচ্ছ জানি না।
  • generic letter | 82.95.244.23 | ০২ আগস্ট ২০১২ ০০:৪৫495275
  • naa naa, sabaaike karate habe naa. kintu aamaar baktaby eTaai Je aaro anekake karate habe, aaro anek bhaal karate habe. aamaader desher iunigulor obhaaral risaarch aauTapuT khub puor, ekhano parJant. kaarenT kaalachaare anek DeDikeTeD shixak hayt aaro aasaben, kintu risaarche sei bharasaa nei.

    tabe "baa`nshabane sheyaalaraajaa" kathaaTaa abamaananaakar - sakalake ekakathaay apamaana karate chaaini. Di es aamaake sUxN kare kaarekT kare dilen.
  • generic letter | 82.95.244.23 | ০২ আগস্ট ২০১২ ০০:৪৬495277
  • naa naa, sabaaike karate habe naa. kintu aamaar baktaby eTaai Je aaro anekake karate habe, aaro anek bhaal karate habe. aamaader desher iunigulor obhaaral risaarch aauTapuT khub puor, ekhano parJant. kaarenT kaalachaare anek DeDikeTeD shixak hayt aaro aasaben, kintu risaarche sei bharasaa nei.

    tabe "baa`nshabane sheyaalaraajaa" kathaaTaa abamaananaakar - sakalake ekakathaay apamaana karate chaaini. Di es aamaake sUxN kare kaarekT kare dilen.
  • generic letter | 82.95.244.23 | ০২ আগস্ট ২০১২ ০১:০৯495278
  • ল্লিঃ

    না না, সবাইকে করতে হবে না। কিন্তু আমার বক্তব্য এটাই যে আরো অনেককে করতে হবে, আরো অনেক ভাল করতে হবে। আমাদের দেশের ইউনিগুলোর ওভারল রিসার্চ আউটপুট খুব পুওর, এখনো পর্যন্ত। কারেন্ট কালচারে অনেক ডেডিকেটেড শিক্ষক হয়্ত আরো আসবেন, কিন্তু রিসার্চে সেই ভরসা নেই।

    তবে "বাঁশবনে শেয়ালরাজা" কথাটা অবমাননাকর - সকলকে এককথায় অপমান করতে চাইনি। ডি এস আমাকে সূক্ষ্ণ করে কারেক্ট করে দিলেন। ধন্যবাদ।
  • pi | 147.187.241.7 | ০২ আগস্ট ২০১২ ০১:১৮495280
  • আমি বলছি, কারেন্ট সিস্টেমটা বদলালে পুরো রিসার্চে ডিভোটেড ও খুব ভালো আউটপুট দিতে সক্ষম, এরকম অনেকে আসতে পারেন হয়তো। শিক্ষকতা করার ঝামেলায় ( অনেকেই এটা বাড়তি ঝামেলা মনে করেন) যেতে না হওয়াটা, পুরো সময়, এনার্জি গবেষণায় দিতে পারা, এগুলো তো ইন্সেন্টিভ হিসেবেও কাজ করতে পারে।
    এদেশে কি এই পার্থক্যটা খুব আছে ? একটা পরিমাণে শিক্ষকতা মাস্ট নয় ?
    ক্লিনিকাল প্রফেসর কোন কোন ফিল্ডে হওয়া যায় ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে প্রতিক্রিয়া দিন