এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • প্রবাসে ও বিদেশে বাঙলার মেধা পাচার পালা - দ্বিতীয় অঙ্ক

    pi
    নাটক | ১৩ অক্টোবর ২০১১ | ২৩৬৯৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Bratin | 122.248.183.1 | ২৫ অক্টোবর ২০১১ ১৪:৪৯495081
  • PT দা কি যে করেন? মাঝে মাঝে ( সাপোর্টিভ হলে) আননদবাজার থেকে কোট করেন। অন্য সময় বলেন এটা পাতে দেবার মতন নয়।

    পিটি দা আপনি আগেও অনেক বার প্রমান করার চেষ্টা করেছেন পশ্চিমবঙ্গে সব শিক্ষক নির্বাচন ( স্কুল থেকে শুরু করে ইউনিভার্সিটি ) ফেয়ার এবং রাজনীতির রং বত্যিরেকে। কিন্তু আসল ব্যাপার সবাই জানে। এই বারে কী বলবেন তাও জানি প্রেসির ও ১০ জন টিচার, আপনি ৬ জন থেকে চেনেন........ ইত্যাদি , প্রভৃতি।
  • kc | 194.126.37.78 | ২৫ অক্টোবর ২০১১ ১৫:১৪495082
  • পশ্চিমবঙ্গে শিক্ষক নির্বাচনের জন্য এসেসসি, স্লেট, পিএসসি এসব দিতে হয়না? পার্টিতে নাম লেখাতে হয়? বোতীন নবরতন তেল লাগাও।

    ও হ্যাঁ, মাথায়।
  • Bratin | 122.248.183.1 | ২৫ অক্টোবর ২০১১ ১৫:১৬495083
  • কেশী দা, সে গুলো খুব ভালো পদক্ষেপ। কিন্তু শুরু হয়েচে কতো দিন? তার আগে? :-))
  • PT | 203.110.243.23 | ২৫ অক্টোবর ২০১১ ১৫:১৭495084
  • আবাপ থেকে কোট করার দরকার ছিল না কেননা খবরটা আমি অনেক আগেই জানতাম। অনেকে যেহেতু আবার বর্তমান বা আবাপ ছাড়া অন্য কাগজে বিশ্বাস করে না তাই এই খবরটা ছাপার অপেক্ষাতে ছিলাম। এটা আজকালেও ছেপেছে কিন্তু সেটা ইচ্ছে করেই কোট করিনি।

    কিন্তু আসল ইস্যুটা এড়িয়ে গেলে চলবে না। হয় সারা ভারতেই সিলেকশনে মধ্যমেধার চাষ হচ্ছে নয় প:বঙ্গেও ভারতের মাপেই সমমেধার লোকেদের সিলেকশন করা হয়েছে। দু-চার্টে ভুলভাল সিলেকশন বরাবরই হয় ভবিষ্যতেও হবে। সেই কারণেও সুগত/মমতা হাজার চেষ্টা করলেও বিশেষ কিছু করতে পারবেনা। এই ইস্যুটা পাবলিক খেয়েছে এবং ভোটে তার প্রভাবও দেখা গিয়েছে-এই পর্যন্তই।
  • Bratin | 122.248.183.1 | ২৫ অক্টোবর ২০১১ ১৫:২০495086
  • শুধু কি শিক্ষক? পার্টি করলে কত কিছু হয়। আমাদের পাড়ায় নিতান্ত ই মর্কট টাইপের একটা ছেলে। হঠাৎ দেখলাম তাকে যুব নেতা করে দাঁড় করিয়ে দিল বছর দশেক আগে। বালী অঞ্চল। জিতেও গেল। বছর খানেক আগে শুনি সে একট স্কুল কাজ করে। ভাগ্য ভালো টীচার নয়। দাদা অঙ্ক কি কঠিন!!
  • kc | 194.126.37.78 | ২৫ অক্টোবর ২০১১ ১৫:২০495085
  • বোতীন, তুমিই বল না কেনে? কতদিন?
  • Bratin | 122.248.183.1 | ২৫ অক্টোবর ২০১১ ১৫:২৫495087
  • কিন্তু PT দা আপনি মাঝে মাঝে আননন্দবাজার গাল মন্দ করেন মাঝে মাঝে কোট করেন তাই আমি ঘেঁটে যাই।

    SSc, Slate এগুলো নি:সন্দেহে ভালো পদক্ষেপ।

    ( ডি : ক্লে: আমি অন্ধ সিপিএম সমর্থকের মতো সব কিছুতেই দোষ খুঁজে বেড়াই না)
  • PT | 203.110.243.23 | ২৫ অক্টোবর ২০১১ ১৫:২৭495088
  • এইবার তক্কের গোলপোস্টটা জায়গা বদল করল।

    তবে আমার মনে হয় যে এবারে ব্রতিন অনেকটা ঠিক এবং অবশেষে সত্যি কথাই লিখেছে। রিক্রুটমেন্টে করাপশন হয়ে থাকলে সেটা অশিক্ষক কর্মচারি নিয়োগের ক্ষেত্রে হয়েছে।
  • Netai | 121.241.98.225 | ২৫ অক্টোবর ২০১১ ১৫:২৯495089
  • আমার স্কুল বেলার অনেক বন্ধুই আজ এসএসসি মারফত স্কুল টিচার। তারজন্য পার্টির দ্বারস্থ হতে হয়েছে বা টাকা খাওয়াতে হয়েছে এমন শুনিনি। তার আগেও হাইস্কুল টিচারশিপের জন্য পার্টির দ্বারস্থ হতে হতনা। কিন্তু টাকার খেলা চলত এন্তার। একবছরের জন্য অস্থায়ী পদে শিক্ষকও নির্বাচিত হত মূলত টাকার মাপকাঠিতে। কোন টাকা না দিয়ে হাইস্কুলে টিচার হওয়া যেত হাতে গোনা দুচারটা স্কুলে।

    প্রাইমারী স্কুলে শিক্ষক নির্বাচন হত কিন্তু পার্টির হত্তাকর্তাদের সুপারিশে।
  • Bratin | 122.248.183.1 | ২৫ অক্টোবর ২০১১ ১৫:৫৩495091
  • অবশেষে মানে?

    (অ)SSc র আগে।

    স্কুলে চাকরী পেতে গেলে গ্রামের মোড়লের 'তত সুন্দরী নয়' এমন মেয়ে কে বিয়ে করতে হবে।

    (আ) আর SSc র পরে অনেক ক্ষেত্রে( লক্ষ্য করুন সব ক্ষেত্রে নয়) ১/১.৫/২/২.৫ লাখ টাকা। জায়গা এবং পরিস্থিতির বিচারে।

    PT দা, গোল পোস্ট সরাই নি তো!!
  • Bratin | 122.248.183.1 | ২৫ অক্টোবর ২০১১ ১৫:৫৬495092
  • আর এই স্কুল শিক্ষক দের চাকরী দিয়ে কুক্ষিগত করার খুব সম্ভবত: জ্যোতি বাবু র মাস্টার প্ল্যান। পরে অনিল বাবু সেটা ম্যাস স্কেলে অন্য জায়গা তেও ইমপ্লিমেন্ট করেন।
  • kc | 194.126.37.78 | ২৫ অক্টোবর ২০১১ ১৬:১০495093
  • আর স্কুলশিক্ষকদের চাকরি না দিয়ে ভিক্ষা করানোর মাস্টার প্ল্যানটা কার ছিল?

    বোতীন, বাজে ভাট দিচ্ছ। নবরতন সত্যি সত্যি লাগাও কিন্তু।

    যেখানে খুশী।;-) শীতল হোক।
  • Bratin | 122.248.183.1 | ২৫ অক্টোবর ২০১১ ১৬:১২495094
  • এই মরেছে!! kc ক্ষেপে গেছে।

    হ্যাপ্পী দেওয়ালি kc। রেগে যেও না!!
  • q | 121.241.218.132 | ২৫ অক্টোবর ২০১১ ১৬:১৭495095
  • কেসি ঠিকই লিখেছেন। শিক্ষকের চাকরি পেতে দলাদলি করতে হয়েছে কিনা জানা নেই (আমার চেনা কেউ নেই)। কিন্তু ৭৭-এর আগে শিক্ষকদের মাইনে কত ছিলো সেটা জানানোর মত চেনা অনেক আছে। নো ওয়ান্ডার শিক্ষকদের মধ্যে বড় অংশ বামফ্রন্টের পক্ষে থেকেছেন।

    এখন লোকে ঠিক যে কারণে মমতাকে বিশ্বাস করছে, জেতাচ্ছে, পোস্ট ১৯৭৭ অনেক বছর লোকে বামফ্রন্টকে সেই কারণেই ভোট দিয়েছে। গত ৫ বছর - বড়জোর ৭-৮ বছরের ঘটনায় লোকে অন্যরকম ভাবতে শুরু করেছে।
  • q | 121.241.218.132 | ২৫ অক্টোবর ২০১১ ১৬:২০495096
  • ব্রতীনবাবু - অব্জেক্টিভ আলোচনা করতে গেলে ইম্পালসিভ হলে চলে না। সম্ভবত: একটু আধটু পড়াশোনার দরকার আছে।
  • maximin | 59.93.193.168 | ২৫ অক্টোবর ২০১১ ১৬:৩৭495097
  • পিটি আপনি না মার্ক্সবাদি? পুঁজিবাদও তার পাওয়ার স্ট্রাকচারকে ইন্সটিটিউসনাল অ্যারেঞ্জমেন্টের রূপ দেয়। সেই অ্যারেঞ্জমেন্টের ভিত্তিতেই পুঁজিবাদ চলে, ও বৃদ্ধি পায়। ইন্সটিটিউসনাল অ্যারেঞ্জমেন্টগুলো সুবিধাবাদি। কিন্তু তার মধ্যেও কিছু ভালো জিনিস সৃষ্টি হয়।
  • Bratin | 122.248.183.1 | ২৫ অক্টোবর ২০১১ ১৬:৪০495098
  • q বাবু, আমি kc আর PT দা কে ব্যক্তিগত ভাবে চিনি। আপনাকে কি আমি চিনি? যদি বলে দ্যান কি পড়বো তাহলে ভালো হয়?
  • maximin | 59.93.193.168 | ২৫ অক্টোবর ২০১১ ১৬:৪৪495099
  • q -- অব্জেক্টিভ আলোচনা করতে গেলে ইম্পালসিভ হলে চলে না। ঠিক কথা। কোনও দলের অন্ধ সমর্থক হলে আবার অব্জেক্টিভ ভাবে ভাবাও যায় না, আলোচনা করতে পারা দূরস্থান।
  • Bratin | 122.248.183.1 | ২৫ অক্টোবর ২০১১ ১৬:৪৫495100
  • মানে আমার কথা বলার উদ্দেশ্য হল শিবু দা, PT দা এদের আমি শ্রদ্ধা করি । এঁরা অন্য মতাবাদের হলেও। এদের সাথে আলোচনা নিজের শেখার জন্যে ,অন্যান্য অ্যাঙ্গেল গুলো জানার জন্যে।
  • q | 121.241.218.132 | ২৫ অক্টোবর ২০১১ ১৬:৫৪495102
  • ব্রতীন - না চেনেন না।

    maximin - ইঙ্গিতটা ধরতে পারলাম না। আপনিও কি একটা পোস্ট পড়ে চরিত্র বিশ্লেষণে পারদর্শী?
  • maximin | 59.93.193.168 | ২৫ অক্টোবর ২০১১ ১৭:০৯495103
  • q সরি আমার পোস্ট পড়ে মনে হওয়াই সম্ভব যে আপনার প্রতি ইঙ্গিত করলাম। কোনও ব্যক্তিবিশেষের প্রতি ইঙ্গিত করিনি। একটি রাজনৈতিক দল সম্প্রতি ভোটে হেরেছে। প্রাইমারি থেকে শুরু করে শিক্ষার সর্বস্তরে তারা দলের আধিপত্য বিস্তার করেছিল। শিক্ষিত পার্টি সমর্থকদের শিক্ষা (ও শিক্ষানীতি) বিষয়ে অব্জেকটিভলি ভাবার শক্তিকে যদি ব্রেইনওয়াশ করে মেরে দেওয়া না হত তাহলে পশ্চিম বাংলার অনেক শিক্ষাপ্রতিষ্ঠান আরও অনেক ভালো হতে পারত।
  • maximin | 59.93.193.168 | ২৫ অক্টোবর ২০১১ ১৭:১৭495104
  • এবং এ-কথাটা আমি আনন্দবাজার পড়ে বলছি না। বাস্তবিক, আনন্দবাজার পত্রিকা আমাদের বাড়িতে প্রবেশই করে নি কোনওদিন। ইদানিং যেটুকু পড়ি, কেউ একটা খবরের লিঙ্ক দিলে সেটুকু পড়ি।
  • maximin | 59.93.193.168 | ২৫ অক্টোবর ২০১১ ১৭:৪৫495105
  • @শিক্ষকের চাকরি পেতে দলাদলি করতে হয়েছে কিনা জানা নেই।

    কিন্তু ১) দলের প্রতি বিশ্বস্ত হলে শিক্ষকের চাকরি পাওয়া যেত। এখনও যাবে। ২) শিক্ষকদের মধ্যেও নানারকম পোস্ট হয়। যে পোস্টে চাকরি সেই পোস্টের উপযোগী যোগ্যতা না থাকলেও। ৩) কোনও শিক্ষকের যদি খুব সুনাম হত তাহলে তাকে ব্যক্তিবিদ্বেষের শিকার হতে হত। এবং ব্যক্তিবিদ্বেষকে দলবদ্ধভাবে প্রয়োগ করা হত। দুরাত্মার ছলের অভাব হয়না। একজন শিক্ষক হয়তো গবেষণা করেন, তাকে বলা হল টিচিং-ই আসল গবেষণা করার জন্যে আপনাকে চাকরি দেওয়া হয়নি। আরেকজন হয়তো ভালো পড়ান, তাকে বলা হল পাবলিকেশন কৈ?
  • q | 121.241.218.132 | ২৫ অক্টোবর ২০১১ ১৭:৫৪495106
  • কিন্তু এগুলো সবই যে শুধুমাত্র পশ্চিমবঙ্গ স্পেসিফিক সেটা কি প্রমাণিত? হয়ে থাকলে সেগুলো কোথায় পাবো?

    বছর চারেক আগে আইআইটি ম্যাড্রাস থেকে আমার বন্ধু পালিয়ে মার্কিনদেশে ফিরে গেছে। শখ করে এসেছিলো ছাত্র তৈরী করবে বলে। আরো কারো লেখা একই রকম চিঠি (পশ্চিমবঙ্গ সংক্রান্ত নয়) সম্ভবত: আনন্দবাজারেও পড়েছি।

    উদাহরণটা দিলাম কারণ সব প্রমাণই দেখি এই রকম।

    আচ্ছা, সিইউ-এর নতুন ভিসি-র যোগ্যতা কেমন? যতদূর জানি ওনার ডক্টরেট নেই, পাবলিকেশনও তেমন নেই। হ্যাঁ, সরকারবাড়ির সঙ্গে আত্মীয়তা আছে বলে খবর।
  • q | 121.241.218.132 | ২৫ অক্টোবর ২০১১ ১৭:৫৬495108
  • সিইউ না, থুড়ি - প্রেসি
  • Bratin | 122.248.183.1 | ২৫ অক্টোবর ২০১১ ১৭:৫৬495107
  • ম্যাক্সিমিন র 5:45 এ সাথে বড়হাতের ক। আমার কথা গুলো অনেক গুছিয়ে আর ইম্পালসিভ না হয়ে বলে দিয়েছে। ধন্যযোগ!! :-))
  • maximin | 59.93.193.168 | ২৫ অক্টোবর ২০১১ ১৭:৫৭495109
  • এরকম পরিবেশে যেটা করতে হয়, অধ্যাপকের চাকরি পাওয়ার পর ছাত্রদের ভালো করে পড়ানোর চেষ্টা করতে হয় সাধ্যমত। এটা করলে রাজনীতি না করলেও চলে যায়। মধ্যপন্থা।
  • maximin | 59.93.193.168 | ২৫ অক্টোবর ২০১১ ১৮:০৩495110
  • ক পেয়ে বড় খুশি হলাম ব্রতীন। ইশ কতদিন যে ক পাইনি।
  • q | 121.241.218.132 | ২৫ অক্টোবর ২০১১ ১৮:০৪495111
  • BTW - এটা কাগজ পড়ে বলা কথা নয়। প্রেসি চত্বরে passer-by হিসেবে উত্তপ্ত আলোচনা থেকে জেনেছি। তাই কনফার্ম করার জন্যে লিখলাম।
  • maximin | 59.93.193.168 | ২৫ অক্টোবর ২০১১ ১৮:০৮495113
  • q প্রেসির নতুন ভিসি দীর্ঘদিন যাদবপুরে পড়িয়েছেন। টিচার হিসেবে তাঁর খুব সুনাম ছিল। রাজনীতি করতেন না। (জে ইউ টিচার্স ইউনিয়ন অ্যান্টি সিপিয়েম। মালবিকা সরকার জুটা করতেন না।)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে প্রতিক্রিয়া দিন