এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • প্রবাসে ও বিদেশে বাঙলার মেধা পাচার পালা - দ্বিতীয় অঙ্ক

    pi
    নাটক | ১৩ অক্টোবর ২০১১ | ২৩৭৩২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ppn | 122.252.231.10 | ১৬ অক্টোবর ২০১১ ০৯:৩২494948
  • * চাষ
  • T | 14.139.128.11 | ১৬ অক্টোবর ২০১১ ০৯:৪০494949
  • @aka, হে মহামহিম, তব উল্লেখিত ঐ 'ট খোকা' টি কে? যদি আমি হই তবে প্রভুর করুণার কারণ জানতে পারি কি?
  • sda | 117.194.200.171 | ১৬ অক্টোবর ২০১১ ১১:২৯494950
  • অর্পনদা , ইনফি র ট্রেনিং এর কথা যত কম বলা যায় ততই ভালো। প্রথমত : ইনফির রিক্রুটমেন্টের সময় অ্যাপ্টি আর পি আই হয় শুধু , টেকনিক্যাল কোন রাউন্ড হয় না, ইনজিনিয়ার না হলে ওনারা বসতে দেন না , কিন্তু ইনজিনিয়ারিং এর কোন প্রশ্ন নেই।
    এর পর ট্রেনিং এ পাঠায় তাদের মাইসোরের ঝাঁ-চকচকে ক্যাম্পাসে , সেখানে নিজের ল্যাপি নেওয়া যাবে না , নেট লিমিটেড, একটা বিড়ি খেতে গেলে এক কিমি হেঁটে স্মোকিং রুমে যাও , ইসে র কথা না ভাবাই ভালো, হপ্তায় হপ্তায় এক্সাম , তার পর তো সেই একই ধরণের কাজ যা অন্য আই টি কোম্পানিগুলো করে এরকম অমানুষিক ট্রেনিং ছাড়াই। এদের মন্ত্র যদি এটাই হয়, যে গরু-গাধা (সবাই নয়) যা পারবো তুলে নেবো ক্যাম্পাস থেকে তার পর পিটিয়ে ঘোড়া বানাবো , তাহলে মাফ করবেন , এই সিস্টেমে আমার ভরসা নেই।

    a বাবু , ইনজিনিয়ার রা নিজেদের সিলেবাসে যে লেভেলের জিনিসপত্র নিয়ে পড়াশোনা করেন , আর আই টি তে ঢুকে যা করেন , তার তফাতটা খুব কাছ থেকে দেখেচি বলেই বলছি , আই টি র চাকরি র জন্য সরকারি কেরানী হওয়ার যোগ্যতা থাকলেই হয় , ইনজিনিয়ার লাগে না। যে চাকরিতে কলেজ , স্ট্রিমে নির্বিশেষে হাজার দশেক ফ্রেশারকে একই পদে নিয়োগ করা হয় , সেই চাকরির সম্পর্কে এর বেশি উঁচু ধারনা রাখা গেল না। যাঁরা এই সেক্টরে জব করছেন তাঁদের প্রতি কোন অবজ্ঞা নেই , কোর সেক্টর জব এ এত টাকা অনেকেই পান না , আর টাকা জিনিসটা, বলাই বাহুল্য, হেব্বি দরকারি।
  • PM | 86.96.228.84 | ১৬ অক্টোবর ২০১১ ১১:৩২494951
  • pi আপনি IIT-K-র Chem-MSc-র ছাত্রী দেখলাম। সায়ম সেনগুপ্ত-কে চেনেন? এই টই টাতে ওর সম্পর্কে কিছু বলার লোভ সাম্লাতে পারছি না।
  • ridhhiman | 108.194.169.197 | ১৬ অক্টোবর ২০১১ ১১:৪০494952
  • আকা বাবু, ধন্যবাদ, কিন্তু দুর্ভাগ্য আমার গাল বলে কিছু নেই | পুরো ঢুকে গেছে ( রিসেসানের ঠেলায় ) | তাই এট লিস্ট আপনার টেপবার মত আমার কাছে কিছু নেই, আমি নি:স্ব, সরি |
    কিন্তু কেউ মাল খাওয়ালে , এখন ও , একটা ক্ষণস্থায়ী গাল তৈরী হয় , আর সেখান থেকে লাল আভা টাভা বেরৈ | তখন টিপে দেবেন নাহয় | আমিও আপনারটা |
    মৃত্যু উপত্যকায় সাবধানে থাকবেন | ওটা আপনারই দেশ | নমস্কার |
  • ppn | 122.252.231.10 | ১৬ অক্টোবর ২০১১ ১১:৫৫494953
  • সদা, তালে আমাদের সময় থেকে পাল্টায়নি কিছু। ওয়েল, আগে মাইসোর ছাড়াও অন্যান্য জায়গায় ট্রেনিং হত, এখন শুধু মাইসোরে হয়।

    বেসিকালি সদার কথায় বোঝা গেল সদা মুড়ি মিছরি সব একদর হয়ে যায় এমন চাকরিতে ইচ্ছুক নয়। ফেয়ার এনাফ। তবে "সরকারি কেরানি'-র অ্যাটিটুড নিয়ে ইনফিতে টেঁকা যায় না। কারোর প্রতি কোন অবজ্ঞা না রেখেই বলছি। :)
  • ppn | 112.133.206.18 | ১৬ অক্টোবর ২০১১ ১১:৫৯494954
  • মূল আপত্তির জায়গাটাও বুঝলাম না। গরু-গাধা সবাই কোর সেক্টরের থেকে বেশি টাকা পাচ্ছে (সত্যি পায় কিনা ভগা জানে) এইটাই কি সদার আপত্তি?
  • bb | 117.195.175.143 | ১৬ অক্টোবর ২০১১ ১২:০২494955
  • জনতার জন্য, নারায়ণ মুর্তি IIT দের unemployable বলেন নি, বলেছেন যে ৮০%ই এখন কোচিং এর দৌলতে admission পাচ্ছে তাই মানের অবনতি ঘটছে। এটা তার মতামত যেটা IIT এক ডিরেক্টর সমর্থন করেছেন আবার চেতন ভগত বিরোধীতা করে ইনফিকে 'বডি শপ' বলেছেন।
    আমার প্রশ্ন এটা NRN এর ব্যক্তিগত মতামত এবং এর সঙ্গে INFY কে গুলানো কেন?
    এত সহজে যদি সবাই বিজনেস বুঝতে পারত আর করতে পারত তাহলে ভারতে সফল entrepreneur এর এত অভাব কেন? যার যেমন বিজনেস মডেল সেটা বুঝতে হবে আর সেটা পরিবর্তিত সময়ের সঙ্গে কিভাবে বদলাচ্ছে সেটা বুঝতে হবে।
    আর একটা কথা, sda একে BSC দের এত তাচ্ছিল্য কেন? ভারতে ইনঞ্জিনিয়ার হতে কিন্তু মধ্যম মানের বেশী মেধা লাগেনা, বরং আমি শুনেছি BSc তে প্রথম শ্রেনী পাওয়া অনেক কঠিন।
  • bb | 117.195.175.143 | ১৬ অক্টোবর ২০১১ ১২:০৩494956
  • জনতার জন্য, নারায়ণ মুর্তি IIT দের unemployable বলেন নি, বলেছেন যে ৮০%ই এখন কোচিং এর দৌলতে admission পাচ্ছে তাই মানের অবনতি ঘটছে। এটা তার মতামত যেটা IIT এক ডিরেক্টর সমর্থন করেছেন আবার চেতন ভগত বিরোধীতা করে ইনফিকে 'বডি শপ' বলেছেন।
    আমার প্রশ্ন এটা NRN এর ব্যক্তিগত মতামত এবং এর সঙ্গে INFY কে গুলানো কেন?
    এত সহজে যদি সবাই বিজনেস বুঝতে পারত আর করতে পারত তাহলে ভারতে সফল entrepreneur এর এত অভাব কেন? যার যেমন বিজনেস মডেল সেটা বুঝতে হবে আর সেটা পরিবর্তিত সময়ের সঙ্গে কিভাবে বদলাচ্ছে সেটা বুঝতে হবে।
    আর একটা কথা, sda একে BSC দের এত তাচ্ছিল্য কেন?
    ভারতে ইনঞ্জিনিয়ার হতে কিন্তু মধ্যম মানের বেশী মেধা লাগেনা, বরং আমি শুনেছি BSc তে প্রথম শ্রেনী পাওয়া অনেক কঠিন।
  • a | 208.240.243.170 | ১৬ অক্টোবর ২০১১ ১২:০৯494958
  • অ বুঝলাম, যে সরকারী কেরানির যোগ্যতা ইনজিনিয়ারের থেকে কম।

    কি আর বলব, মুচকি হাসা ছাড়া কিছু দিতে পারলাম না।

    কূট প্রশ্ন জাগে যে ইনজিনিয়ার রা তাদের কোর সেক্টরে কি এমন করেন যে তাদের কেরানি অপেক্ষা অধিক দক্ষতা লাগে? ইন জেনেরাল...
  • Bratin | 117.194.101.202 | ১৬ অক্টোবর ২০১১ ১২:২৪494959
  • এক সময় সত্যি কঠিন ছিল এখন জানি না।

    সেদিন ইউনিভার্সিটি তে গিয়েছিলাম। উত্তম দা কে বললাম 'স্যার এখন সবাই এত এত নম্বর পাচ্ছে। আমাদের দিলেন না।' স্যার খানিকক্ষন চুপ করে থেকে বললেন ' তোরা সত্যি ই অভাগা ছিলিস'!! তার পরে কল্যান দার ঘরে ভাট হচ্ছে কল্যান দা কে বললাম । স্যার শুনে খুব হাসলেন তারপরে বললেন 'আরে আমি ও তো পাই নি'।

    স্ট্যাট র ছেলে দের অবগতির জন্যে জানই এবারে ৩৫ জন পরীক্ষা দিয়েছিল। সবাই প্রথম শ্রেনী। আর ১৫ জন সাপ্লি দিয়ে।এখন সেমিস্টার সিস্টেম। আমাদের সময়(১৯৯৬) ১৯ জনে ৪ টে প্রথম শ্রেনী ছিল।
  • lcm | 69.236.162.31 | ১৬ অক্টোবর ২০১১ ১২:৪২494960
  • কোনো শিক্ষা প্রতিষ্ঠানকে কখন ভাল বলবে? মোটামুটি তিনটে কন্ডিশন -
    ১) মেধাবী ছাত্রছাত্রীরা পড়তে আসে
    ২) ভাল শিক্ষকরা এখানে পড়ান
    ৩) ইন্‌ফ্রাস্ট্রাক্‌চার (লাইব্রেরী, ল্যাব ইত্যাদি) ভালো

    এই তিনটে ব্যাপার পরস্পরের ওপর নির্ভরশীল। আইআইটি এই তিনটে দিক থেকেই এগিয়ে (অন্তত গত শতাব্দী পর্যন্ত) ছিল।
    ১নং আজও বদলেছে বলে মনে হয় না। শোনা যায় ২নং এবং ৩নং প্রবলেম আছে। তবে মূর্তিবাবু যদি ১নং নিয়ে প্রশ্ন তোলেন তবে তা সিরিয়াস ইস্যু তো বটেই।

    আর, আইআইটি থেকে পাশ করে কে কি ধরনের কাজ করে সেটা এভাবে বলা মুশকিল। অনেকেই স্নাতোকোত্তর পড়াশোনায় যান না। অনেকেই চাকরিতে এমন কিছু হাই ফান্ডা কাজ করেন না, বা যাই করুন তার সাথে আইআইটি-র বিশেষ যোগ নেই। এরকম আগেও ছিল। উচ্চশিক্ষালব্ধ জ্ঞান পেশাগত কাজে অনেকাংশে প্রয়োগের সুযোগ খুব কম মানুষই পান - প্রতিষ্ঠান, দেশ নির্বিশেষে।
  • PT | 203.110.247.221 | ১৬ অক্টোবর ২০১১ ১২:৪৯494961
  • CU, JU-তে হাত খুলে নম্বর দিয়ে এক দিক দিয়ে ভাল হয়েছে। উত্তর, দক্ষিণের বেশ কিছু Uni-র হাতখোলা নম্বরের দৌলতে প: বঙ্গের অনেক ছাত্র বিশেষত: BSc-তে প্রথম বিভাগ না থাকার জন্য শর্ট-লিস্টেডই হত না। ৫৮, ৫৯% পাওয়া অত্যন্ত ভাল ছাত্ররা বাদ গিয়েছে নানা স্তরের সিলেকশনে। সেই অসুবিধেটা এখন গিয়েছে।
  • Bratin | 117.194.101.202 | ১৬ অক্টোবর ২০১১ ১২:৫০494962
  • LCM দার সাথে একমত।

    আরেক টা কথা এখনকার ছেলে পুলে রা বোধহয় একটু বেশী মাত্রায় মেথডিক্যাল হয়ে গেছে। মানে পরীক্ষার বেশী নাম্বার পাওয়ার জন্যে যে টুকু পড়া দরকার তার বাইরে খুব একটা পড়ে না। অনেক ক্ষেত্রেই ভীত তেমন পোক্ত হয় না ফান্ডামেন্টাল নলেজের প্রশ্নে। MSc আর BSc কিছু কিছু কোর্স পড়িয়ে এটা আমার মনে হয়েচে।
  • Bratin | 117.194.101.202 | ১৬ অক্টোবর ২০১১ ১২:৫১494963
  • চোখ যখন খুললো PT দা, তা এত পরে কেন? :-))))
  • Bratin | 117.194.101.202 | ১৬ অক্টোবর ২০১১ ১২:৫৩494965
  • তবে আমার স্টাটসে সাইকোমেট্রি অধ্যায়ে পড়েছিলাম : যে পরীক্ষায় সবই শুণ্য পায় বা একশ । তার ডিসক্রিমিবেশন পাওয়ার নেই। বোঝাতে পারলাম বোধহয়।
  • PT | 203.110.247.221 | ১৬ অক্টোবর ২০১১ ১২:৫৩494964
  • বাঙালী উন্নাসিকতা! CU-র অনেক লোকজন এখনও আকাশে নাক ঠেকিয়ে রাখে।
  • Bratin | 117.194.101.202 | ১৬ অক্টোবর ২০১১ ১২:৫৫494966
  • ও ই করে করেই বোধহয় তাঁরা নাক উঁচু হয়ে যান!! :-))
  • pi | 71.191.42.195 | ১৬ অক্টোবর ২০১১ ১৩:১৬494967
  • T কে একটা প্রশ্ন ছিল। এই যে DRDO, ISRO থেকে IISc তে যে প্রোজেক্টগুলো আসে, সেগুলো সব ঝুল, এরকম কিছু বলেছিলেন। সেটা কীজন্য ঝুল ? ISRO ,DRDO এসব জায়গায় ঠিকঠাক কাজ হচ্ছে না বলে ?
  • bb | 117.195.174.223 | ১৬ অক্টোবর ২০১১ ১৩:২২494969
  • ব্রতীন আমার সময়ে WBJEE তে ৫৫০ এর পর র‌্যাংক করলে যাদবপুর আর শিবপুরের তথাকথিত প্রথম দিকের কোন শাখা পাওয়া যেতনা। সময়ের সঙ্গে অনেক কিছুই বদলায়।
    আমি ল্যাদোষবাবুর সঙ্গে একমত শিক্ষাপ্রতিষ্ঠান সম্বন্ধে। ব্রতীনের পয়েন্টাই NRN বলছেন, এক দল লোকের কাছে এই শিক্ষাব্যবস্থা অনেকটাই predicatable হয়ে গেছে, যার ফলে মধ্যম-মেধার লোকও আইআইটিতে বিটেক পড়তে পারছে।
    এটা কিছুটা আমি '৯০র মাঝামাঝি জামশেদ্‌পুরেই দেখেছি। এক বিশেষ জনের কোচিং পড়লে IIT প্রায় বাঁধা ধরা ছিল। এখন শুনেছি কোটা তে যে কোচিং ক্লাস আছে বা আমাদের হয়েদ্রাবাদের 'চৈতন্যিয়া' বা 'রামাইয়া' সেই রকম।
  • sda | 117.194.200.171 | ১৬ অক্টোবর ২০১১ ১৪:৪১494970
  • bb বাবু , বি এস সি দের প্রতি অশ্রদ্ধা দূরে থাক, আমি অত্যন্ত বেশি মাত্রায় শ্রদ্ধাশীল তাদের প্রতি , কারণ তারা ইনজিনিয়ার দের থেকে ফান্ডামেন্টাল জিনিসপত্র অনেক ভালো জানেন , আর ইনজিনিয়ারিং এর মতো এক মাস গাঁতিয়ে জেনারেল লাইনে সেম পাস করা যায় না। আমি শুধু বলতে চেয়েছি যে ইনজিনিয়ারিং ছাত্রদের কাছে চাকরি পাওয়া অনেক সোজা , কলেজে প্লেসমেন্ট সেল থাকে , অন ক্যাম্পাস জব পাওয়া যায় ইত্যাদি। তাই কোন কোম্পানি যদি বি এস সি দের দের বেছে বেছে জব দেয় তাহলে প্লেসমেন্ট: জয়েনিং রেশিওটা অনেক বেটার হওয়ার চান্স থাকে। এখন প: ব: তে আই টি কোম্পানি গুলো শুরু তে বি টেক দের মাসে অ্যাভারেজ 20K-25K দেয় , সাধারন কলেজ থেকে বি এস সি করে এই স্টার্টিং স্যালারি ক জন পায় ? প্রকৃতপক্ষে, আমার মনে হয় আই টি জব এ , যেখানে কে কোন স্ট্রিমে পাশ করেছে তার কোন এফেক্ট থাকে না , সেখানে এই ধরনের ডিসক্রিমিনেশন খুবই হাস্যকর।

    a বাবু র জন্য এক্সাম্পল দিয়ে শেষ করা যাবে না। ইনজিনিয়ারিং এর প্রচুর ফান্ডামেন্টাল কাজ থাকে যেগুলো টেবিল চেয়ার কম্পু আর হাজার খানেক ফ্রেশার নিয়োগ করে হয় না, হলে মাইক্রোসফ্‌ট বা ইন্টেল ও ঐ পথ নিতো। টি সি এস , কগনিজেন্ট যখন প্রি প্লেসমেন্ট টক এর সময় ট্যালেন্ট , প্যাশন, লার্নিং ইত্যাদি কথা গুলো বড় করে হাইলাইট করে, তখন বড্ড হাসি পায়। :)

    অর্পনদা , আমার সমস্যা ইনফি র ঐ ঘ্যাম নেওয়া নিয়ে। যে কাজ করায় তাতে হাই ফান্ডা মেরিট কিছু লাগে না , যে কেউ শিখে নিতে পারে , তবে কেন এত বড় বড় কথা-আই আই টি র ট্যালেন্ট আছে কি নেই । আর ট্রেনিং যে ভাবে দেয় সেটা এক ধরনের মানবাধিকার হরণ বলাই যায়। কেরানী র প্রসংগ তুলেছিলাম রিক্রুটমেন্ট প্রসেস এর সংগে তুলনা করার জন্য , হাজার রকম অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ডের লোকজন এক ই কাজ করেন যার সংগে কারোর এ পড়াশোনা র কোন যোগ নেই।
  • ridhhiman | 108.194.169.197 | ১৬ অক্টোবর ২০১১ ১৫:০০494971
  • আচ্ছা এই নারায়ন মূর্তি নিজে পাচ বছর আগের একটা আই আই টি পেপার সলভ করতে পারবেন ? এত ঘ্যাম কিসের?
  • dukhe | 117.194.226.126 | ১৬ অক্টোবর ২০১১ ১৫:১৭494972
  • অনুপ দেওয়ানজি নন অভ্যু, উটি হলেন আলু ।
  • sda | 117.194.200.171 | ১৬ অক্টোবর ২০১১ ১৫:২২494973
  • টাকার ঘ্যাম। গরিব দেশের গরিব ছাত্রদের দেহব্যবসার সুযোগ করে দিচ্ছেন , আর একটু ঘ্যাম নেবেন না, তা কি হয় ! এরাই কিছু দিন পর ডিফাইন করে দেবেন ট্যালেন্ট কাকে বলে , বুঝিয়ে দেবেন ফান্ডামেন্টাল রিসার্চ করার বদলে আম্রিকায় বাথরুম সাফ করার ক¾ট্রাক্ট নিলে কত বেশি মুনাফা।
  • a | 208.240.243.170 | ১৬ অক্টোবর ২০১১ ১৫:২৫494974
  • সদা বাবু, আপনি মনে হয় আপেল আর অরেন্‌জ তুলনা করছেন। প্রথমত, মাইক্রোসফট বা ইন্টেলে যারা কাজ করেন তার হয়তো ১০% লোক ইনোভেশন তথা কোর কাজ করেন, মূল ওয়ার্কফোর্সের।
    তো, আইটি সার্ভি কোং এও ১০% (অন্তত) লোক বেশ ভালো ইনোভেটিভ কাজ কম্মো করে থাকেন। গুরুর পাতাতেই অনেকবার আলোচনা হয়েছে, সায়ন্দা পার্লের একতা বিল্ডের উদা: দিয়েছিল।

    কিন্তু, সেই উদাহরনের প্রতিযোগিতায় না নেমে, আমি বলছি বাকি ৯০% লোকের কথা। যে কোন কোর ইন্ডাস্ট্রি নিন, বা প্রোডাক্ট কোং নিন উদা হিসেবে, নিয়ে দেখান সেখানে মোর দ্যান ৫০% লোক "ইনোভেশন" করছে (অবশ্যই স্টার্ট আপ চলবে না)।

    কথাটা কি জানেন, ভালো কাজের পরিমান বেশি হয়ে গেলে সে নিজেরি ঠ্যালাতে মাঝারি হয়ে পড়ে, দাদু বলে গেছেন।

    বাকি রইল, কেরানি তথা সংখ্যাতত্বের গপ্প। পরে হবে :)
  • kc | 194.126.37.78 | ১৬ অক্টোবর ২০১১ ১৫:৩৭494975
  • সদা, স্টার্টিংএ অত মাইনে বেশীরভাগ জায়গাতেই নাই। আমার চেনা একটি ছেলে, আইটি নিয়ে পাশ করে ( প বঙ্গের একটি অখ্যাত কলেজ থেকে) একবছর পরে রাজারহাটে একটি মোটামুটি নামকরা কোং এ ৯০০০ টাকা পায়।
  • sda | 117.194.200.171 | ১৬ অক্টোবর ২০১১ ১৫:৫৫494976
  • আই টি তে ইনোভেটিভ কাজ নিয়ে নিজের একটা অভিজ্ঞতা মনে পড়ে গেল। টি সি এস এর ইন্টারভিউর আগের দিন নেট খুলে কোম্পানি প্রোফাইল দেখছি, দেখলাম ওদের সাইটেই দেওয়া আছে যে ওদের সাতাশটা আর অ্যান্ড ডি ল্যাব আছে গোটা দুনিয়ায়। ইন্টারভিউতে কিছু পাতি প্রশ্ন করালো, দেখলাম উত্তর শুনে দাদা বেশ ইম্প্রেসড। সি ভি টা দেখতে গিয়ে প্রথম খটকা - তোমার প্রোজেক্ট- পেপার সব এমবেডেড সিস্টেম্‌স এ , আই টি তে কেন আসছো ? অনেক ভুলভাল বকলাম, গ্লোবাল ওয়ার্ক কালচার , ইনডাস্ট্রিয়াল এক্সপোজার ইত্যাদি। শেষে প্রশ্ন করলো - তোমার কিছু জানার আছে ? আমি প্রশ্ন করলাম - আপনাদের তো শুন্‌লাম এতগুলো আর অ্যান্ড ডি ল্যাব আছে , ওখানে চান্স আছে কোনো ? দাদার মুখ টা কেমন যেন হয়ে গেল , অনেক কষ্টে চিবিয়ে চিবিয়ে বললো মানে , অ্যাকচুয়ালি ও গুলো র জন্যে কোম্পানি পলিশি ডিটেল এ জানতে হবে , তোমরা ঠিক সময়ে জানবে।

    এক দিন পর রেজাল্ট বেরোলো , পুরো ডিপার্টমেন্টে যে ১২ জন পায় নি আমি তাদের একজন। যারা পেয়েছে , অনেককে ইন্টারভিউতে ডেকে নাম, ঠিকানা, কি খেতে ভালোবাসো জেনে ছেড়ে দিয়েছে। আমার আর এক বন্ধু ভালো ইন্টারভিউ দিয়েও পায় নি , দোষের মধ্যে সে বেচারা বলেছিল যে তার ফিউচারে নিজের সাবজেক্টে এম টেক এর ইচ্ছে আছে।

    এই অভিজ্ঞতা র থেকে শিক্ষা নিয়ে পরের সপ্তাহে ক্যাপজেমিনি তে বসার সময় সি ভি তে বিপুল কাটছাঁট করেছিলাম, আর ইন্টারভিউর সময় সুবোধ বালক হয়ে ছিলাম। হাতে হাতে চাকরি।
  • sda | 117.194.200.171 | ১৬ অক্টোবর ২০১১ ১৬:০২494977
  • kc বাবু , বি পি ও বা কলসেন্টার জব না হলে প্রথম সারির আই টি কোম্পানিগুলো প: ব: এর সব কলেজের সব স্ট্রিমকে এক ই টাকা দেয়। অ্যামাউন্টটা 3.0 -3.5 LPA র মধ্যে ঘোরাফেরা করে কোম্পানি অনুযায়ী।
  • bb | 117.195.176.160 | ১৬ অক্টোবর ২০১১ ১৬:১৬494978
  • সদা BSc নিয়ে আপনার বক্তব্যকে ভুল বুঝেছিলাম তাই দু:খিত।
    আপনা ইন্টারভিউ-নিয়ে বক্তব্যের উত্তরে এটাই বলি যে এটা representative sample নয়। যারা ইন্টারভিউ নিতে আসেন তাদের সবসময় কোম্পানীর সব বিশয়ে সম্যক ধারণা নাও থাকতেই পারে।
  • sda | 117.194.200.171 | ১৬ অক্টোবর ২০১১ ১৬:২১494980
  • না না আমি বল্লাম যে আর অ্যান্ড ডি বা হায়ার স্টাডি র ইচ্ছে ঘূণাক্ষরেও প্রকাশ করলে হাজার ভালো ইন্টারভিউ দিয়েও আই টি জব পাওয়া যায় না। :)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে মতামত দিন