এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • প্রবাসে ও বিদেশে বাঙলার মেধা পাচার পালা - দ্বিতীয় অঙ্ক

    pi
    নাটক | ১৩ অক্টোবর ২০১১ | ২৩৪৩৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Tim | 198.82.18.161 | ২৫ অক্টোবর ২০১১ ২৩:১৭495148
  • এস এস সির মধ্যে অতটা ভূত না থাকলেও অসুবিধে নেই। নতুন জয়েন করা লোকজনকে ধরে বেঁধে মেম্বার করে নিতে দেখেছি। রেডিমেড প্রোডাক্ট।
  • maximin | 59.93.193.168 | ২৫ অক্টোবর ২০১১ ২৩:১৮495149
  • এদেরই একজন কিন্তু স্কুলের চাকরিটা নেওয়ার আগে কলেজে পড়িয়েছে। অথচ যে স্কুলে তার পোস্টিং হয়েছে, গ্রামের স্কুল, সেই স্কুলে পানীয় জল নেই, ইলেকট্রিসিটি নেই।
  • pi | 128.231.22.133 | ২৫ অক্টোবর ২০১১ ২৩:২০495150
  • কাইকে না কাউকে তো ঐ স্কুলে পড়াতেই হবে। আগে কলেজে পড়িয়েছে বলে তার ওখানে পড়ানোটা আনজাস্টিফায়েড , ব্যাপারটা এমন না।
    এরকম স্কুল এখনো থাকবে কেন, সেটা আরো বেসিক প্রশ্ন।
  • maximin | 59.93.193.168 | ২৫ অক্টোবর ২০১১ ২৩:২২495151
  • পাই, হ্যাঁ সেটাই।
  • maximin | 59.93.193.168 | ২৫ অক্টোবর ২০১১ ২৩:৩০495152
  • কোথায় পোস্টিং হবে সে বিষয়ে মেরিট কি কোনও মাপকাঠি নয়? SSC-র কাজ কি শুধু ন্যুনতম যোগ্যতার বিচার করা? তাহলে তো বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার নম্বর দিয়েই চাকরি হতে পারত। সেটাই বরং অনেক বেশি স্বচ্ছ হত।
  • kanti | 202.90.105.113 | ২৫ অক্টোবর ২০১১ ২৩:৩১495153
  • জানি বলেই বলছি।আমার জানা একজন সি পি এম পুরোন কর্মীর কন্যা এস এস সিতে লিখিত পরীক্ষায় পাশ না করেও
    অনিল বাবুর সুপারিশে কয়েক বছর ধরে এস এস সি নির্বাচিত হিসাবে স্কুলে চাকরি করছেন।
  • maximin | 59.93.193.168 | ২৫ অক্টোবর ২০১১ ২৩:৪৩495154
  • যেমন বেশির ভাগ কলেজে আন্ডারগ্‌র্‌যাজুয়েট ফার্স্ট ইয়ারে ভর্তির ব্যাপারটা পুরোপুরি স্বচ্ছ। পরীক্ষার নম্বরের ভিত্তিতে ভর্তি করা হয়। জয়েন্ট পরীক্ষা ব্যাবস্থাও স্বচ্ছ। কারণ ইন্টারভিউ নেই।

    এ বাবা খুব তো আন্দাজে বলে যাচ্ছি, SSC তে কি ইন্টারভিউ দিতে হয়?
  • maximin | 59.93.193.168 | ২৫ অক্টোবর ২০১১ ২৩:৪৭495156
  • কান্তিবাবু যে কেসটা বললেন, সে বিষয়ে কার কী বক্তব্য?
  • Tim | 198.82.18.161 | ২৫ অক্টোবর ২০১১ ২৩:৪৭495155
  • দিতে হয়। ঠিকই বলেছেন। সেইখানে ভারি মজার ব্যাপার স্যাপার হয়। এই যেমন ধরুন, আপনি ইন্টারভিউতে গিয়ে ""আবিষ্কার"" করলেন, আপনার পিজি লেভেলের প্রফেসর এস এস সির ইন্টারভিউ প্যানেলের চেয়ার। ইত্যাদি প্রভৃতি।
    রাজাবাজার সায়েন্স কলেজের লোকজন কেউ আছেন এখানে? আমি তাদের মুখে বিস্তারিত শুনেছি এসব। অবশ্য পুরোটাই ফিজিক্স সংক্রান্ত।
  • kc | 178.61.96.29 | ২৫ অক্টোবর ২০১১ ২৩:৫২495159
  • এসেসসিতে ইন্টার্ভিউ আছে। জালিটা যা হওয়ার ঐ ইন্টার্ভিউ থেকেই হয়।
    তবে ইন্টার্ভিউতো থাকতেই হবে। কারণ সিলেকশনটা শিক্ষকের হচ্ছে, ছাত্রের নয়। তাঁকেতো কথা বলেই পড়াতে হবে ইস্কুলে।
  • Tim | 198.82.18.161 | ২৫ অক্টোবর ২০১১ ২৩:৫২495158
  • ব্যতিক্রম না থাকলে আর নিয়ম কিসের? :-)
    তবে অসম্ভব না হলেও কান্তিবাবু যেটা বললেন সেটা সহজ না। খুব রেয়ার কেস বলেই মনে হচ্ছে।
  • pi | 128.231.22.133 | ২৫ অক্টোবর ২০১১ ২৩:৫৫495160
  • লিখিত পরীক্ষায় ১৭ পেয়েও পাশ করানোর চাপের কথা দেবপ্রসাদদা লিখেছিলেন।
  • Tim | 198.82.18.161 | ২৫ অক্টোবর ২০১১ ২৩:৫৯495161
  • ইন্টারভিউ বোর্ডের উদ্দেশ্য ভালো শিক্ষক নিয়োগ, একথা খুব একটা মনে হয়না। নইলে বেশ কিছু কথা বলতে পারেননা এমন লোকজন পড়ানোর চাকরি পান কিকরে? চাকরিটা তো পড়ানোরই, রিসার্চ তো আর নয়, যে অ্যাকাডেমিক হিস্টরি দেখে চাকরি দেবে। আমি বরং ভালো রেজাল্ট কিন্তু খাজা শিক্ষক এমন অনেক ক্যান্ডিডেটকে চাকরি পেতে দেখেছি।
  • maximin | 59.93.193.168 | ২৬ অক্টোবর ২০১১ ০০:০১495162
  • তা বটে। কথা বলতে পারে কিনা সেটা দেখে নিতে হয়। আমার প্রথম চাকরি সরকারি কলেজে। প্রথমে ছোট ছোট প্রশ্ন, এক কথায় জবাব, রহস্য না করে ঘাড় নেড়ে দিলেন। তারপর একটা শক্ত জিনিস দিয়ে বললেন এটা তুমি ক্লাসে কীভাবে বোঝাবে? এবং কাগজ কলম ধরিয়ে দিলেন।
  • Tim | 198.82.18.161 | ২৬ অক্টোবর ২০১১ ০০:০৩495164
  • :-))
  • kc | 178.61.96.29 | ২৬ অক্টোবর ২০১১ ০০:০৩495163
  • তবে লিখিত পরীক্ষায় জালি করাটা খুব টাফ ব্যাপার। এসেসসিতে কোন খাতা কোথায় দেখা হচ্ছে সেটার খবর রাখা বেশ টাফ। যার কাছে সেরকম অ্যাকসেস থাকবে, সে ঐ কাজ না করে কোচ্চেন পেপারটাই আগে থেকে জেনে আসবে।
  • Tim | 198.82.18.161 | ২৬ অক্টোবর ২০১১ ০০:০৯495165
  • ওমা, সে বলতে গেলে, আমাকে পি এন টির ইন্টারভিউতে আগাগোড়া জয়েন্টের অবজেক্টিভ টাইপ পোশ্নো জিগ্যেস করা হয়েছিলো। এদিকে বাইরে বসে একজন স্টাফের কন্যা (এবং ক্যান্ডিডেট) সকলের সাথে খোশগল্প করে বলছিলেন ডিপার্টেমেন্টের সমস্ত খবরাখবর তাঁর কেমন নখদর্পণে। যাইহোক, তখন বুইতেই পারিনি সেসব পোশ্নো আমায় কেন জিগ্যেস করছে।
    অনেক পরে জন অরণ্য দেখে আমার সেই কনফুশন কেটেছিলো।
  • maximin | 59.93.193.168 | ২৬ অক্টোবর ২০১১ ০০:১০495166
  • এবারে কি আমি কি কলেজ সার্ভিস কমিশন নিয়ে কিছু বলতে পারি? আশির দশকের গোড়ার দিকে কলেজ সার্ভিস কমিশন কীভাবে কাজ করত সেটা একটু জানি। কলেজে কলেজে শিক্ষকদের নিয়োগ করার একটি স্বচ্ছ ব্যাবস্থা হিসেবেই কি এই কমিশনকে ভাবা হয়েছিল?
  • maximin | 59.93.193.168 | ২৬ অক্টোবর ২০১১ ০০:১৪495167
  • Tim -- সে চাকরিটা হয়েছিল, নাকি হয়নি?
  • Tim | 198.82.18.161 | ২৬ অক্টোবর ২০১১ ০০:১৫495169
  • না হয়নি তো। :-)
  • PT | 203.110.243.23 | ২৬ অক্টোবর ২০১১ ০০:১৬495170
  • @pinaki
    আপনার সব প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা আমার নেই। বাঙালীর দলবাজি না থাকলে দাদাবাজি থাকবে। আর দলবাজি/দাদাবাজি থাকলে করাপশনও থাকবে। আমার ছাত্র-ছাত্রী স্থানীয় অনেককেই চাকরী পেতে দেখেছি NET-ইত্যাদির মাধ্যমে। গোলমাল নেই একথা বলিনি - কিন্তু আছে কিনা তাও বলতে পারব না যতক্ষণ না সরাসরি প্রমাণ পাচ্ছি। দেশটা ভারতবর্ষ আর গোলমাল একেবারেই থাকবে না সেই বা কিকরে হয়? তবে আপনার বিবিধ ব্যাখ্যা নিয়ে আমি কিছু বলতে চাই না -আপনি হয়ত যথেষ্ট প্রকৃত ঘটানার ভিত্তিতে ঐসব সিদ্ধান্তে উপনীত হয়েছেন।

    নিজের চেনা লোক হলেই, চাকরী না পাওয়ার কারণ যে সঠিক জানবে/জানাবে এমনও প্রত্যাশা করার কারণ নেই। কেননা ""অযোগ্য"" লোক কে সেটা ঠিক করা কঠিন। কমিটির লোককে ফোন তুলে তাঁরই কোন দাদা স্থানীয় শিক্ষক -""আমার ছাত্রকে দেখ একটু ভাই""-সে তো প্রায়শই হয়। তার জন্যে আবার রাজনৈতিক যোগাযোগ লাগে নাকি?

    স্বর্ণজয়ন্তী ফেলোশিপের জন্য আমেরিকা থেকে উড়িয়ে নিয়ে আসা হয়েছে এমন একজনকে যার আত্মীয় বিজেপির শিক্ষামন্ত্রীর কাছের মানুষ-এ তো নিজের চোখে দেখা। উল্টোদিকে জার্মানি থেকে চাকরি দেওয়ার কথা বলে NCL-এ অ্যাডহক চাকরি দিয়ে নিয়ে আসার পরে তাকে ভাগিয়ে তার জায়গায় অধিকর্তার বন্ধুর ছেলেকে নেওয়া হল সেও তো দেখলাম। "অযোগ্য" প্রমাণ করা কমিটির বাঁ হাতের খেল। কলকাতায় এইরকম শক্তিশালী এক দাদা আছেন যিনি প্রায়ই আক্ষেপ করে বলেন যে যে একমাত্র IITM-এই তিনি নিজের কোন ছাত্রকে ঢোকাতে পারেননি!!

    প:বঙ্গে সমস্যা হয়েছে অন্য। বামেদের রাজত্বকালে রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়ে এই দাদাদের ছাত্র ""ঢোকানো""-র ক্ষমতা ক্রমশ:ই খর্ব হয়েছে। তাই "মধ্যামেধা", ""হৃতগৌরব"" ইত্যাদি বলে এত আকচা-আকচি। তবে সেই পুরনো ""অরাজনৈতিক"" অবস্থা ফিরে আসার পথে। দাদাদের দু:খ মিটলে কাগজেও বিশেষ লেখালিখি হবেনা আর এইসব নিয়ে।

    @pi
    যাদবপুরের কথা আমার খুব বিশদে জানা আছে। ৬০এর দশকে নিয়োজিত দুজন অধ্যাপককে একটি oven নিয়ে করিডোরে ""অরাজনৈতিক"" কুরুক্ষেত্র করতে দেখেছি। রসয়ান বিভাগ প্রায় মাঝামাঝি দুটো দলে বিভক্ত ছিল। যারা আপনাকে দু:খের কথা জানিয়েছে তারা সেসব দিন দেখেনি যখন একজন অধ্যাপকের পার্ট-টাইম ছাত্রকে আরেকজন অধ্যাপক মিটিং করে ডিপার্টমেন্টে ঢুকতে না দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে। আর বছর দশেক আগে একটি 90MHz NMR মেশিন করিডোরে অনেক-অনেক দিন ধরে পড়ে থেকে নষ্ট হতে বসেছিল কেননা দু দল অধ্যাপক একটা ঘর নিয়ে মারামারি করছিল!!

    ফিসিক্স বিভাগ সম্পর্কে কিছু বলতে পারব না।
  • maximin | 59.93.193.168 | ২৬ অক্টোবর ২০১১ ০০:২৮495171
  • পিনাকীর সঙ্গে একমত -- স্বজনপোষণ সিপিএম একা করেছে তা কখনৈ নয়, কিন্তু তাই দিয়ে সিপিএমের স্বজনপোষণ লঘু হয় না।
  • Sibu | 66.102.14.1 | ২৬ অক্টোবর ২০১১ ০০:৩৮495172
  • সব দুর্নীতির অভিযোগই শেষ পর্য্যন্ত আমার চেনা লোকটি পায় নি তে শেষ হয়। দুর্নীতি যে কিছুতেই যেতে চায় না তার কারন বুঝতে কি আর অসুবিধা হয়!!

    আসলে পিটির ঐ কথাটাই ঠিক। দাদাদের ফেভার দেখানোর সুযোগ কমে গেছে, তাই সিপিএমের ওপরে রাগ।
  • Bratin | 117.194.96.109 | ২৬ অক্টোবর ২০১১ ০০:৪০495173
  • পিনাকী ভারী ভালো ছেলে আবার গুছিয়ে মোদ্দা কথা টা লিখে দিয়েছে। এই জন্যেই ছেলী টাকে এত ভালো লাগে।

    kc র ১১:৫২ তে বড় হাতের ক। kc র ১১:৫২ কে যদি সত্যি হিসাবে ধরি তাহলে কী আমার নবরতন তেল মাখার দরকার আছে? :-))
  • maximin | 59.93.193.168 | ২৬ অক্টোবর ২০১১ ০০:৪৬495174
  • শুধু তাই নয়, সিপিএমের ক্ষেত্রে এটা strategy ছিল। সংগঠিত পার্টি হিসেবে সিস্টেম্যাটিকালি করেছিল। এবং ব্যাপারটাকে সিস্টেমের মধ্যে প্রবেশ করিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। পুরোটা পারে নি কারণ সেই থিসিস ও অ্যান্টিথিসিস। থিসিসের মধ্যেই অ্যান্টিথিসিস ছিল, দীর্ঘদিনে তাই থেকে সিন্থেসিস তৈরি হয়েছে।

    এখন এই সিন্থেসিস যে আমাদের কোথায় নিয়ে দাঁড় করিয়েছে, সেটাই দেখছি দু চোখ মেলে। পশ্চিম বাংলার শিক্ষাব্যাবস্থা হয়তো খুবই ভালো। কিন্তু আর কোনও ফ্রেশারকে চাকরি দেওয়া যাচ্ছে না। বিদেশ থেকে পি এইচ ডি করে তবে তাকে নিজের যোগ্যতা প্রমাণ করতে হয়। এক সময়ে কিন্তু সি ইউ থেকে সদ্য পাশ করাদের পড়ানোর চাকরি দেওয়া হত। চাকরিটা তারা নিতেন এবং ভালো পড়াতেন। পি এইচ ডি করতেন পরে।

    পশ্চিমবাংলাকে অন্য রাজ্যের সঙ্গে তুলনা করতে যাব কেন? এ আমাদের ঘরের কথা। অন্য রাজ্যে কী হচ্ছে, সেটা অন্য রাজ্যের মানুষ ভাবুন গিয়ে।
  • kc | 178.61.96.29 | ২৬ অক্টোবর ২০১১ ০০:৫০495175
  • ম্যাক্সিমিনবাউ, ডিমান্ড আর সাপ্লাই বলে একটা ব্যাপার আছে তো নাকি? এতগুলো ইউনিভার্সিটি এত্তএত্ত পাসআউট.......
  • maximin | 59.93.193.168 | ২৬ অক্টোবর ২০১১ ০০:৫৩495176
  • ধুস আবার শিবুর সঙ্গে অ-সহমত। দাদাদের ফেভার করার সুযোগ কমে গেছে, কী বলে যে এমন কথা বলতে পারলেন। নতুন অর্ডিন্যান্স তো দেখলেনই না।
  • Sibu | 66.102.14.1 | ২৬ অক্টোবর ২০১১ ০০:৫৬495177
  • দাদা মানে ইউনির বড় অধ্যাপক দাদা। তাদের ফেভারের গপ্পো দু-চাদ্দিন ডিপার্টমেন্টে গেলেই শোনা যায়।
  • PT | 203.110.243.23 | ২৬ অক্টোবর ২০১১ ০০:৫৯495178
  • প: বঙ্গকে অন্য রাজ্যের সঙ্গে তুলনা না করে উপায় আছে? UGC, NAAC সারাক্ষণই তো এই কাজ করছে। নতুন করে এই আলোচনা তো শুরু হল সেখান থেকেই। DST সারা ভারতের রসায়ন বিভাগ গুলো তুলনা করেই তো JU-র রসায়ন বিভাগকে প্রথম সাতজনের মধ্যে ধরল!!
  • maximin | 59.93.193.168 | ২৬ অক্টোবর ২০১১ ০১:০২495180
  • kc কিন্তু কিছু ডিমান্ডও তৈরি করা হচ্ছে নতুন ইউনিভার্সিটি খুলে। পকেট বলুন কিম্বা nichemarket -- প্রেসি ইউনিভে পড়ানোর জন্যে লোক পাওয়া যাচ্ছে না। হাপিত্যেশ করে বিদেশের দিকে চাইতে হচ্ছে। এতগুলো ইউনিভের পরীক্ষায় এবছর এতজন ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন। তারা কেন পড়াতে পারবেন না?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত মতামত দিন