এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • প্রবাসে ও বিদেশে বাঙলার মেধা পাচার পালা - দ্বিতীয় অঙ্ক

    pi
    নাটক | ১৩ অক্টোবর ২০১১ | ২৩৪৩৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • maximin | 69.93.242.165 | ০২ আগস্ট ২০১২ ০১:৫৬495281
  • অমর্ত্য সেন সুখময় চক্রবর্তী জগদীশ ভাগবতী কে এন রাজ এঁরা প্রত্যেকে গবেষণার জন্যে বিখ্যাত। কিন্তু তাঁদের সুনামের অনেকটাই এজন্যে যে তাঁরা মিলিতভাবে চেষ্টা করে এদেশে পড়ানোর নতুন সিস্টেমের প্রবর্তন করেছিলেন। এবং ডিস্কুল শেষ হয়ে গেছিল এটাও আমি মানি না।
  • maximin | 69.93.242.165 | ০২ আগস্ট ২০১২ ০১:৫৮495282
  • থিয়োরিতে ইন্টারেস্ট থাকলে সাধারণত কেউ শিক্ষকতা করাকে ঝামেলা মনে করেন না।
  • pi | 147.187.241.7 | ০২ আগস্ট ২০১২ ০২:০৩495283
  • এক্সপেরিমেন্টের প্রচুর গবেষকই মনে করেন। তাঁরা গবেষণা হয়তো ভাল করেন, কিন্তু বেশ বাজে পড়ান। পড়ানোর পিছনে সময় দিতে চান বা দিলেও খুব ভাল পড়াবেন বলে মনে হয়না। হ্যাঁ, অবশ্যই খুব স্পেসিফিক সাবজেক্ট হলে, যেটা ভীষণভাবে গবেষণা সম্পর্কিত, সেখানে ভাল পড়ান/পড়াতে পারেন।
  • generic letter | 82.95.244.23 | ০২ আগস্ট ২০১২ ০২:০৬495284
  • এদেশে, অর্থাৎ আমেরিকাতে, সাধারণভাবে একজন প্রফেসরকে বছরে খানতিনেক কোর্স পড়াতে হয়, কিন্তু টেনিয়োর, প্রেস্টিজ সবই রিসার্চের উপর নির্ভর করে। কাজেই পড়াতে ভাল লাগুক কি মন্দ লাগুক, যতটুকু যত্ন না নিলে ডিনের কাছে ছাত্ররা কমপ্লেন করবে সেটুকু করে বাকী সমস্ত এফর্ট রিসার্চে মারাটাই নর্ম, দস্তুর, কালচার। তাই, যদি কেউ পড়ানো নিয়ে বেশী মাতামাতি করে, তাহলে বাকীরা পাগল ঠাউরায় (যেমন ভাটনাগর পাওয়া ভদ্রলোককে আমার ইন্সটিতে লোক্জন পাগল বলত)।
    অবশ্যই, অধিকাংশ প্রফ যদি পড়ানোকে নেগলেক্ট করে, তো পড়াবেটা কে? এই জন্যেই ক্লিনিকাল প্রফেসর। এনাদের মোটামুটি বছরে পাঁচটা বা ছটা কোর্স, প্লাস আন্ডারগ্র্যাজুএটদের গাইডেন্স। যে ডিপার্টমেন্টগুলোতে কোর্স ডিমান্ড বেশী সেইসব ডিপার্টমেন্ট এনাদের এম্প্লয় করে - আমি জানি ইকনমিক্স, হিস্টরি, ফিজিক্স, ম্যানেজমেন্ট। এনারা অগ্রদানীর বামুনঃ মাইনা কম, প্রেস্টিজ কম। প্রতি বছর কন্ট্রাক্ট রিনিউ হয়।
    আর, যে ডিপার্টমেন্ট্গুলোর এক্কেবারে হাঁড়ির হাল, অর্থাৎ ইংরিজি বা থিয়েটার, তারা ক্লিনিকাল প্রপ্ফের কাজ চালায় পি এইচ ডি স্টুডেন্ট দিয়ে।

    এই কারণে অনেক ভাল স্কলারকে দেখেছি লিবারাল আর্টস কলেজে যেতে। সেখানে পড়িয়ে আনন্দ, বেটার আন্ডারগ্র্যাড স্টুডেন্ট। রিসার্চও ইচ্ছেমত। মেনস্ট্রিমের বাইরে একেবারে পাথব্রেকিং কোনো রিসার্চ করতে হলে এখানে থাকাই সঠিক পন্হা। তবে কিনা বেনোজল প্রচুর।
  • aka | 178.26.215.13 | ০২ আগস্ট ২০১২ ০২:২২495285
  • এমনকি এই নিয়েও রিসার্চ হয়েছে। আম্রিগায় হায়ার এডুকেশনের মান কেন কমছে (খুব ইম্পর্ট্যান্ট আম্রিগার তুলনায়) তা অ্যানালাইজ করতে গিয়ে এই অত্যধিক রিসার্চ ওরিয়েন্টশনের কথা বলা হয়েছে। ছাত্ররা কোয়ালিটি টিচিং টাইম কম পাচ্ছে ইত্যাদি।
  • pi | 147.187.241.6 | ০২ আগস্ট ২০১২ ০২:২৪495286
  • ভালো টিচারদের ঐ অগ্রদানী বামুন ক'রে রাখার মানেই হয় না।
  • maximin | 69.93.242.165 | ০২ আগস্ট ২০১২ ০২:৩০495287
  • দেবরাজ রায় ভাস্কর দত্ত শুভাশীষ গাঙ্গুলি ইত্যাদিরা কেউ অগ্রদানী বামুন হয়ে থাকেন নি। এবং এরা প্রত্যেকে ভালো টিচার। একই কথা সুকান্ত চৌধুরি বিষয়েও একই কথা খাটে। আগেকার দিনের বিনয় চৌধুরির কথাও বলা যায়।
  • pi | 147.187.241.6 | ০২ আগস্ট ২০১২ ০২:৩৩495288
  • এটা তো আমেরিকার কথা লিখলি জেনেরিক্দা। পঃবংগে তো সেটা হয় না। জেনেরিকদার বক্তব্য, উল্টোটা হয়। গবেষণাকেই পুরো হইলেও হইল টাইপ ক'রে রেখে দেওয়া হয়।
  • maximin | 69.93.242.165 | ০২ আগস্ট ২০১২ ০২:৩৬495289
  • গবেষণাকেই পুরো হইলেও হইল টাইপ ক'রে রেখে দেওয়া হয়। কথাটা ঠিক না পাই। পঃ বঙ্গেও না।
  • pi | 147.187.241.6 | ০২ আগস্ট ২০১২ ০২:৩৮495292
  • ওটা কি আমার কথা নাকি ?
  • generic letter | 82.95.244.23 | ০২ আগস্ট ২০১২ ০২:৩৮495291
  • উল্টো বুঝলি রাম! আমি অগ্রদানীর বামুন বলেছি আমেরিকার রিসার্চ ইউনিতে ক্লিনিকাল প্রফেসরদের। প্রফেশন এঁদের মর্যাদা দেয় না, ওদিকে একটা ভীষণ গুরুত্বপূর্ণ কাজ মুখ বুঁজে করে চলেন। তাই এনারা আবার অনেকেই লিবারাল আর্টস কলেজে চলে যান। maximin যাঁদের নাম করলেন তাঁরা কোন দুঃখে ক্লিনিকাল প্রফ হতে যাবেন?
  • generic letter | 82.95.244.23 | ০২ আগস্ট ২০১২ ০২:৩৯495294
  • ঐ তো পাই আগেই বলে দিয়েছে
  • pi | 147.187.241.6 | ০২ আগস্ট ২০১২ ০২:৩৯495293
  • *আমেরিকার কথা লিখলো

    আর আগের পোস্টটা ম্যাক্সিমিন্দিকে ছিল।
  • Sibu | 84.125.59.177 | ০২ আগস্ট ২০১২ ০২:৪৬495295
  • আম্রিকান বড় ইউনিতে রিসার্চের মান অবশ্যই মোস্ট ইম্পর্ট্যান্ট, আর ছোট ইউনিতে পড়ানো। মাঝের যে ইউনিগুলো (যেখানে আমাদের মত মধ্যমেধার লোকেরা যায়), সেখানে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হল গে ফান্ডিং। সেটা মোটামুটি ভয়ানক উঞ্ছবৃত্তির ব্যাপার। এনএসএফে ৫% এর কম প্রোপোজাল ফান্ডেড হয়। তার একটা বড় অংশ বড় ইউনিতে চলে যায়। যেটা পড়ে থাকে তার জন্য হয় কোন বিগ শটের সাথে গাঁটছড়া বাঁধতে হয়, আর নয়তো প্রোগ্রাম ম্যানেজারকে তেলাতে হয়।

    বরং সেদিক দিয়ে ইন্ডাস্ট্রী আমার ভাল লাগে। নিজের খুশীমত প্রবলেম নিয়ে কাজ করা যায় না, কিন্তু ফান্ডিং পেতে গেলে ইউনিতেও সেটা যায় না। পাবলিশ করার চাপ নেই, আর কাজের ইভ্যালুয়েশন হাতে গরম। ইউজার কি ভাবে এফেক্টেড হল সেটা ডে টু ডে ডাটা থেকে দেখা যায়।

    মধ্যমেধার লোকেদের জন্য আম্রিগায় ইউনির চেয়ে ইন্ডাস্ট্রী একটু ভাল বলে মনে হয়।
  • ds | 223.210.236.146 | ০২ আগস্ট ২০১২ ০৩:০১495296
  • কি জানি বলে সত্যের পথ হইতে ইত্যাদি ইত্যাদি। কাজেই বলে রাখা ভালো যে ভাস্কর দত্ত অসম্ভব খারাপ টিচার এবং অসম্ভব ভালো গবেষক। শুভাশিসদা শিক্ষক হিসেবে চলনসই, আড্ডার সঙ্গী হিসেবে সবথেকে ভালো। গত কয়েক দশকের মধ্যে দিল্লি স্কুলের সেরা শিক্ষক বলতে কৌশিক বসু, ধর্মা কুমার, সঞ্জয় সুব্রহ্মণ্যম, পার্থ সেন, সুরেশ তেন্ডুলকর, কে এল কৃষ্ণা।
  • maximin | 69.93.242.165 | ০২ আগস্ট ২০১২ ০৩:১৩495297
  • ভালো পড়ানো বলে কাকে?
  • maximin | 69.93.242.165 | ০২ আগস্ট ২০১২ ০৩:১৬495298
  • একজনের মন যদি super-active হয় সে কতটা খারাপ পড়াতে পারে, চেষ্টা করেও?
  • ds | 223.210.236.146 | ০২ আগস্ট ২০১২ ০৩:১৮495299
  • অসম্ভব খারাপ। পড়েছি, তাই বলছি। :-)
  • maximin | 69.93.242.165 | ০২ আগস্ট ২০১২ ০৩:২২495300
  • ওকে মেনে নিলাম। তিনি অসম্ভব ভালো গবেষক। তোমার ইন্টারেস্টের ফীল্ড যদি সেটা না হয় তাহলে কী করে জানলে তিনি অসম্ভব ভালো গবেষক?
  • aka | 85.76.118.96 | ০২ আগস্ট ২০১২ ০৩:২৪495302
  • আমি নিজে খুব ভালো গবেষক এবং বাজে পড়ায় এমন কারুর কাছে কোনদিন পড়ি নি। মাঝারি গবেষক এবং বাজে পড়ায়, বাজে গবেষক কিন্তু ভালো পড়ায় এমন লোকের কাছে পড়েছি। আমার কেমন মনে হয়েছে ভালোরা সবেতেই ভালো। উদাহরণ হল কেআরপি, মারক্ভ চেন পড়িয়েছিলেন। সাকুল্যে মনে হয় দুটো ক্লাস করেছিলাম। করে মনে হয়েছিল সবাই কেন এমনি হয় না। হলে পড়াশুনোটাই অন্য লেভেলে হত। আর এদেশে ইন জেনারাল টিচিং কোয়ালিটি অনেক ভালো, ইরেস্পেক্টিভ অফ রিসার্চ কোয়ালিটি। কারণ কিছু সেট করা স্ট্যাণ্ডার্ড, প্রসেস ইত্যাদি।
  • ds | 223.210.236.146 | ০২ আগস্ট ২০১২ ০৩:২৭495303
  • কিভাবে জানলাম? অনেক কথা বলতে হবে তাহলে। কিন্তু বলার ইচ্ছা নাই। থাউক গা! :-)
  • aka | 85.76.118.96 | ০২ আগস্ট ২০১২ ০৩:৩১495305
  • ভাস্কর দত্তর পড়ানো নিয়ে কেউই খুব উচ্ছসিত কেউই খুব একটা ছিল না। আমি যাদের জানি। সবাই বলে ভাস্কর দত্ত খুব ভালো, অরুণাভ সেন খুব ভালো, শুভাশীষ দা মাল খাওয়ায় সেই থেকেই জানি। সবাই যখন বলে নিশ্চয়ই সারবত্তা আছে। আমার কথা বললাম। আমি কোত্থেকে জানলাম? এই ডিএসের মতন কয়েকজনের কাছ থেকে। ;)
  • maximin | 69.93.242.165 | ০২ আগস্ট ২০১২ ০৩:৩১495304
  • বুঝ লোক যে জান সন্ধান।
  • maximin | 69.93.242.165 | ০২ আগস্ট ২০১২ ০৩:৪১495306
  • সবাই যখন বলে নিশ্চয়ই সারবত্তা আছে। যেমন আমিও জানি কে এল কৃষ্ণা খুব ভালো পড়াতেন। অন্য স্পেশাল পেপার নিয়েছিলাম বলে ওনার কাছে পড়তে পেলাম না।
  • Sibu | 84.125.59.177 | ০২ আগস্ট ২০১২ ০৩:৪৭495307
  • পড়ানোটা অনেক ভাল গবেষকের কাছেই সময় নষ্ট বলে মনে হয়। তাই তাঁরা নতুন মেটিরিয়াল ছাত্রদের জন্য তেমন করে তৈরী করেন না। আন্ডারগ্র্যাজুয়েটে সেটা ঠিক আছে। কিন্তু মাস্টার বা পিএইচডি স্টুডেন্টদের জন্যে ঠিক নেই।

    জনপ্রিয় শিক্ষক হতে অবশ্য তাঁদের কোন বাধা নেই।
  • maximin | 69.93.242.165 | ০২ আগস্ট ২০১২ ০৩:৫০495308
  • এইখানেই ডিজেগ্রি শিবু -- আন্ডারগ্র্যাজুয়েটেও ঠিক নেই। বাস্তবিক, অনেক নাম করা টিচার মনে করেন যে বেস্ট টিচারদের দিয়েই আন্ডারগ্র্যাজুয়েট পড়ানো উচিত।
  • Sibu | 84.125.59.177 | ০২ আগস্ট ২০১২ ০৩:৫৩495309
  • আমি মনে হয় ঠিক বোঝাতে পারলাম না। আমি বলেছি আন্ডারগ্র্যাজুয়েটদের জন্য নতুন গবেষনা কি হচ্ছে সেটা পড়ানোর তত দরকার নেই। কিন্তু ভাল পড়ানোর (মানে ভাল বোঝানোর) দরকার আছে।
  • maximin | 69.93.242.165 | ০২ আগস্ট ২০১২ ০৩:৫৭495310
  • এই যাদের নাম করা হল দেবরাজ রায়ই ধরা যাক, ফার্স্ট ইয়ার হাফ ইয়ার্লিতে তাদেরকে কাস্টমস ডিউটির ফল নির্ধারণ করতে বলা হত, না পারলে তারা সাপ্লাই ডিমান্ড বোঝে নি।
  • pi | 147.187.241.6 | ০২ আগস্ট ২০১২ ০৪:৩৩495311
  • ভাল গবেষক, খারাপ পড়ান , হয় তো , আলবাত হয়। হওয়াটা আশ্চর্যের বলা হচ্ছে ভেবেই আশ্চর্য হচ্ছি। ঃ)
    এক তো, পড়ানোর বিষয় তাঁর ইন্টারেস্টের না ই হতে পারে, রিসার্চ করতে করতে অনেক সময়ই খুব ন্যারো ফিল্ডে অনেক বেশি কন্সেন্ট্রেট করা শুরু হয়ে যায়, আশেপাশের ব্রড অনেক বিষয়পত্তর তখন ফোকাসে থাকেওনা, পড়ানোর জন্য আনতে গেলে সেটা সময় নষ্টও মনে হতে পারে, সেটা নিতে চর্চা করতে ইচ্ছে নাও হতে পারে।
    আর সেসব না হলেও সীমাবদ্ধতা থাকতে পারে, শিক্ষক হিসেবে। ভালো শিক্ষকতার সাথে ভালোভাবে কম্যুনিকেট করতে পারার একটা যোগ রয়েছে, ভালো গবেষণার সাথে সেভাবে নেই তো। এছাড়াও আরো অনেক টিচিং স্পেসিফিক ট্রেইট থাকে যেগুলো গবেষণার জন্য না থাকলেও চলে। এবং অনেক ভালো গবেষকেরই থাকেনা। অনেকে সেগুলো আনতে পারেন, কিন্তু তাই করতে গিয়ে ভাল চাপ খান। সেটা না হলে গবেষণাটা হয়তো আরো ভালো ক'রে করতে পারতেন। দেশে একটা সিস্টেম তৈরি ক'রে সেই সুযোগটা দেবার কথাই বলছিলাম।
    আর রিসার্চের ধরণ নিয়েও অন্যরকম করার কথা ভাবা দরকার বলে মনে হয়। কিন্তু সে নিয়ে আপাতত এখানে নয়।
  • pi | 147.187.241.6 | ০২ আগস্ট ২০১২ ০৪:৩৮495313
  • ৩ঃ৫৩ তে ক। আর পোস্ট গ্র্যাজুয়েশনে গিয়ে একটা মিক্সড ব্যাপার, যেটা কিছুটা গবেষণা ওরিয়েন্টেড হবে, গবেষণার ফ্লেভার দেবে, এরকম কিছু।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি প্রতিক্রিয়া দিন