এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • প্রবাসে ও বিদেশে বাঙলার মেধা পাচার পালা - দ্বিতীয় অঙ্ক

    pi
    নাটক | ১৩ অক্টোবর ২০১১ | ২৩৪২৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | 138.231.237.5 | ০৩ আগস্ট ২০১২ ২১:৫৮495381
  • সোসেন, আমি পুরানো একটা পোস্টে লিখেছিলাম, যিনি উচ্চ গবেষণা করছেন কিন্তু শিক্ষকতায় তেমন আগ্রহী নন বা ভাল শিক্ষকতা করতে পারেন না, তাঁরও অন্ততঃ কিছু ক্লাস নেওয়া উচিত, বা স্পেসিফিক কোন কোর্স। ওঁর কাজের ফিল্ডের উপর।
    আর আ গ্র্যা তে এই সমস্যার সমাধান করতে গেলে, সিলেবাস বদল আনতেই হবে। সেখানে , নতুন গবেষণার ফ্লেভার দেবার প্রভিশন রাখতে হবে। সিলেবাস সমানে আপডেট করতে হবে। গবেষণার সাথে যাঁরা অ্যাক্টিভলি আছেন ( কিছুজন তো অবশ্যই আছেন), সিলেবাসের কমিটিতে তাঁদের নেওয়াটা অনেক নেশি জরুরি বলে মনে হয়, তাঁদের সবাইকে দিয়ে শিক্ষকতা বাধ্যতামূলক করার চেয়ে।
  • pi | 138.231.237.5 | ০৩ আগস্ট ২০১২ ২১:৫৯495382
  • পল্লব, থিওরী ফিজিক্স নিয়ে কী মত ?
  • pi | 138.231.237.5 | ০৩ আগস্ট ২০১২ ২২:২০495383
  • সোসেন, এই একটা যন্ত্র ব্যবহারের জন্য চারজন প্রফের সই লাগবে, এই হাস্যকর নিয়ম কি ওখানে সব যন্তরের ক্ষেত্রেই ? পুরানো না নতুন নিয়ম এসব ? কনফোকাল নিয়ে আমার এরকম এক অভিজ্ঞতা হয়েছিল। এটা বেশ দামী যন্ত্র। বিশেষ করে ইউভি লেসার থাকলে। খুব কম জায়গাতেই ওটা ছিল। আমাদের ছিল নাঅ। কয়েকটা সি এস আই আর ইন্স্টিতে ছিল। একবার এক্ষপি করতে হায়দরাবাদ দৌড়ালাম। তো, কলকাতা এসে খবর পেলাম, অপ্রত্যাশিত ভাবে এখানে এক ইন্স্টিতে আছে । হাতে তো চাঁদ পেলাম। বাড়িতেও থাকা হবে, কাজও হয়ে যাবে। ওমা, কোথায় কী ! সে নাকি ব্যবহারই হয়না। তালা বন্ধ। যাঁর কাছে চাবি, তিনি ছুটিতে, ফিরলেও ব্যবহার করা যাবে না, কারণ ব্যবহারযোগ্য করেই তোলা হয়নি ইত্যাদি ইত্যাদি। বলা হয় টাকা নেই দেশে। আর ঐ অত্ত দামে যন্তর ওভাবে ফেলে রাখা হয়েছে !!
  • Rit | 213.110.243.21 | ০৩ আগস্ট ২০১২ ২২:২২495384
  • ইয়ে মানে আমার এখানে গুটি কয় কতা বলার ছিল। বলব?

    তবে রিভার্স প্রসেস যে একটা চলছে সেটা সিওর। খড়গপুরেই গত এক বছরে ৮-১০ জন বিদেশী PhD নেওয়া হয়েছে। আমার বন্ধু ও একটা ফিরল আমার পরেই। আরো ৩-৪ জন বন্ধু-সিনিয়র ফিরছে। দিল্লী-মুম্বাই-চেন্নাইতে এটা আরো বেশী নিশ্চয়ই।

    গুটি কয় কতা নাহয় পরেই বলব। ঃ)
  • পল্লব | 209.76.148.174 | ০৩ আগস্ট ২০১২ ২২:৩৬495385
  • pi,

    থিওরী ফেজিক্সের অনেক গুলো ভাগ আছে : দুটি মূলভাগ হল হাই এনার্জি এবং কন্‌‌ডেন্‌স্‌ড ম্যাটার । আমি হাই এনার্জি নিয়েই বলব। হাই এনার্জির বিভিন্ন বিষয়ে দেশের অবস্থা বেশ ভাল। neutrino physics, collider physics ইত্যাদি particle physics‌-র বিভিন্ন বিযয়ে বিশ্বমানের কাজ চলছে। তবে বিশ্বের একদম উপরসারির লোকেরা সব্বাই দেশের বাইরে। string theory ‌-তে ব্যাপারটা আরো আশাপ্রদ, বিশ্বের শ্রেষ্ঠমানের লোকেরা অনেকে দেশে বসেই কাজ করছেন।
  • sosen | 111.63.163.125 | ০৩ আগস্ট ২০১২ ২২:৪২495386
  • পাই , আ গ্র্যা তে তাহলে মূল কথা হলো সিস্টেম বদলানো। মেধা কম বেশি কিছু নয়,এমন সিস্টেম দরকার যেখানে বাধ্যতামূলক হয়ে উঠবে মধ্যমানের শিক্ষকদেরও নিজেদের বেস্ট দেওয়ার, না হলে চাকরি যাক। রুজিতে টান না পড়লে দেশে বিদেশে কোথাও লোকে পারফর্ম করে যেতে থাকে না অক্লান্ত। যতই রুড শোনাক এ কথা।

    পো গ্রার ক্ষেত্রে চাগ্রি পাওয়া চাপ ,ইন্সটি ইউনি সক্কল জায়গায় চাগ্রি পেয়ে লোকজন আগে জিরুতে বসে। স্বাভাবিক কিন্তু। দু এক বছর আরাম সবার প্রাপ্য,তার পর বিদেশ থেকে ফিরলে সেট হতেই দিন কেটে যায় হু হু করে। হাতে কলমে কাজ করতে হলে তো কথা নেই। হঠাত দেখলে চল্লিশ এসে গেল, চলেও যাচ্ছে। ওরে একটা আকাদেমির ও ফেলো হলাম না যে। চল চল দৌড় তেলের বাটি ই: প্র : ।

    আমিও বলি দেশে পড়াশুনোর মান খারাপ। কিন্তু চাপ পড়লে যে বদলায়, দু একটা ইন্সটি কিম্বা ডিপ এ যে ওয়ান ম্যান প্রচেষ্টায় দারুন কাজ হয়, পড়ানোও বড্ড ভালো হয় তা দেখেছি। আমি বলি না গবেষকেরা বাধ্যতামূলক শিক্ষক হন। কিন্তু বলি শিক্ষকেরা নাহয় একটু বাধ্যতামূলক গবেষণা করুন। একটু evaluation এর সম্মুখীন হন। চাকরিগুলো আরেকটু অস্থিতিশীল হোক, কিন্তু সম-সম্মান জনক থাকুক। তার পর ও বেনোজল থাকবে, কিন্তু কমানোর রাস্তা এ ছাড়া আর নেই। অন্তত উত্তর চল্লিশ দেশে ফিরতে চান এমন গবেষকদের এনে ইউনির মাথায় সুশোভন চেয়ার এ কায়েমি দালালি করতে বসালে প্রদীপের নিচেকার আঁধার মুছবে না।
  • sosen | 111.63.163.125 | ০৩ আগস্ট ২০১২ ২২:৫৪495387
  • পাই এর 10:20 PM
    মোটামুটি তাই। চোদ্দ জনকে সই করাও,এই তাই। এদিকে মেসিন পড়ে খারাপ হয় নাতো দু একটা ল্যাব ইউজ করে। এই আমার ডিপ এই microarray , gene গান এবং একটা খুব ভালো আল্ট্রা সেন্ট্রি পড়ে রয়েছে। কোনদিন ইউজ হয়নি। শোনা যায় প্রতি টি ই সচল কিন্তু টেকি স্টাফ হাত উল্টে দেয়। আর এইচ ও ডি বলে ও তো খারাপ !
  • generic letter | 146.142.168.156 | ০৩ আগস্ট ২০১২ ২৩:১৫495388
  • পল্লবের বক্তব্যের সঙ্গে একমত নই। থিয়োরির ফিল্ডমাত্রেই দেশে বিদেশের সমতুল্য রিসার্চ হয় একথা ঠিক না।
  • pi | 138.231.237.5 | ০৩ আগস্ট ২০১২ ২৩:১৭495389
  • ও তো থিয়োরী ফিজিক্সের কথা বলছে।
  • pi | 138.231.237.5 | ০৪ আগস্ট ২০১২ ০০:২৮495391
  • পল্লব, তাহলে থিয়োরী ফিজিক্স দেশে করতে সেরকম কোন 'অসুবিধে' নেই, তাই তো ?
  • generic letter | 146.142.168.156 | ০৪ আগস্ট ২০১২ ০০:৩৬495392
  • আই সি। ফিজিক্সে হয়্ত ট্রু। অন্যান্য অনেক ফিল্ডেই নয়।

    আসলে আমাদের দেশে আর একটা প্রবলেম আছে - এটা পশ্চিমে এতটা প্রকট নয়।

    আমাদের দেশে ছাত্রছাত্রীরা যেভাবে বিষয় বেছে নেয় সেটা ভীষণ লপসাইডেড। বিষয়গুলোর যেন একটা পিরামিড আছে (হিউম্যানিটিজ বা সোশ্যাল সায়েন্স এক্কেবারে নীচের দিকে) - যে সেই পিরামিডের যতটা উপরের বিষয়কে ছুঁতে পারে সে সেটাই পড়ে। একটু জেনারালাইজেশন, কিন্তু ব্রডলি একথা ভীষণ সত্যি যে দেশে ছাত্রছাত্রীরা যখন সাবজেক্ট চুজ করে, তখন বিষয়ের প্রতি ভাললাগার চেয়ে জীবিকার প্রতি লক্ষ্য বেশী রাখে। তার হাজারটা কারণ - এবং অনেকদিনই কালচারও তৈরী হয়ে গেছে - মাধ্যমিকে ফার্স্ট হয়ে শেষে হিস্টরি পড়বি? কিন্তু এর এফেক্টটা হল, কিছু বিষয়ে দেশে ট্যালেন্টের বড় আকাল। ছাত্র, শিক্ষক, গবেষক তিনটি স্তরেই। ফলে ফিজিক্সের থিয়োরিটিক্যাল রিসার্চে যদিবা আমরা ভাল কিছু করতে পারি, সায়েন্সেরই অন্যান্য ফিলডে তেমন করে উঠতে পারি না, সোশ্যাল সায়েন্সের কথা ছেড়েই দিলাম।
  • maximin | 69.93.194.244 | ০৪ আগস্ট ২০১২ ০১:০০495394
  • আরও একটা প্রবলেম আছে আমাদের দেশে - ঈর্ষা ফ্যাক্টর। কেউ খুব নাম করলে পার্সোনাল অ্যাটাক হবেই। একসময়ে এখানকার খবর কাগজে অমর্ত্য সেনের বিরুদ্ধে অনেক প্রচার হয়েছিল
  • Sibu | 84.125.59.177 | ০৪ আগস্ট ২০১২ ০১:০০495393
  • পিরামিড কিন্তু বিদেশেও আছে।

    অংকের ছাত্র ফাইন্যান্সে চলে যায়, বায়োর ছাত্র ডাক্তারীতে। কম্পুর ছাত্র কোডাতে যায় রিসার্চ ছেড়ে। এ নিয়ে লেখা-পত্তরও হয় -

    America's 'Brain Drain': Best And Brightest College Grads Head For Wall Street

    http://www.huffingtonpost.com/2011/11/15/brain-drain-college-grads-wall-street_n_1069424.html

    ইউজি রিসার্চ ব্যাপারটা আমার একটু ওভাররেটেড মনে হয়। পুরনো টপিকগুলো মন দিয়ে না শিখে লেটেস্ট অ্যান্ড গ্রেটেস্টের পেছনে দৌড়নো আসলেই ফ্যাড। আমি মনে করি সায়েন্স অ্যান্ড রিসার্চ ইজ নট সাপোজড টু বি সেক্সি। গ্ল্যামার ব্যাপারটা সায়েন্সের জন্য ক্ষতিকর।
  • maximin | 69.93.194.244 | ০৪ আগস্ট ২০১২ ০১:০২495395
  • পুরনো টপিকগুলো মন দিয়ে না শিখে লেটেস্ট অ্যান্ড গ্রেটেস্টের পেছনে দৌড়নো আসলেই ফ্যাড। হ্যাঁ শিবু আমারও এমন মনে হয়।
  • Sibu | 84.125.59.177 | ০৪ আগস্ট ২০১২ ০১:১০495396
  • এই ফ্যাডের ব্যাপারটা আমি পার্সোনাল অভিজ্ঞতা থেকে জানি। ঘটনাক্রমে আমি একটা টেকনোলজি কোম্পানীতে চাকরি করি যেটা এদেশে খুব সেক্সি চাকরী বলে ধরা হয়। এরকম অনেকবার হয়েছে কোম্পানীর লোগো দেওয়া টি-শার্ট পরে বেরিয়েছি, রাস্তায় টিন-এজারেরা (এবং তাদের বাবা-মারা) ধরে ও-বাবা, হ্যা-বাবা, আপনাকে কি করতে হয়, কেমন করে আপনি এখানে এলেন এই সব করতে থাকে। আমার গিন্নি খুব বিরক্ত হয়ে বলেছে যে লোগো দেওয়া শার্ট পরে বেরোলে তিনি আর আমার সঙ্গে বেরোবেন না।

    কিন্তু মজার কথা হল, এই চাকরীটাতে অংক আর থিওরীর ভাল জ্ঞান একেবারে নেসেসারী বলে ধরা হয়। টিন-এজারেরা কোম্পানীর গ্ল্যামারে যতই ইন্টারেস্টেড হোক, অংক বললে কিন্তু ঘাবড়ে যায়।
  • maximin | 69.93.194.244 | ০৪ আগস্ট ২০১২ ০১:১৮495397
  • আমারও তো ও-বাবা, হ্যা-বাবা বলতে ইচ্ছে করছে। :)
  • Sibu | 226.239.55.156 | ০৪ আগস্ট ২০১২ ০১:২০495398
  • ঃ-)
  • VB | 161.141.84.239 | ০৪ আগস্ট ২০১২ ০১:৩০495399
  • আমারো আমারো। ঃ-)
  • maximin | 69.93.194.244 | ০৪ আগস্ট ২০১২ ০১:৩৭495400
  • বিবি, নির্মাল্য কুমারের বক্তৃতা দারুন লাগল।
  • VB | 161.141.84.239 | ০৪ আগস্ট ২০১২ ০১:৪৪495402
  • আর এই থিওরী ফিজিক্স জিনিসটা কী? থিওরেটিকাল ফিজিক্স? হাই এনার্জী আর কন্ডেসড ম্যাটার ছাড়াও তো আছে অ্যাস্ট্রোফিজিক্স, কসমোলজি গ্র্যাভিটেশনাল ওয়েভ ফিজিক্স ইত্যাদি। কম্পুটেশনাল ফিজিক্স বলে এক মাঝখানের বস্তুও এসেছে, যা কিনা থিওরি চালিয়ে সিমুলেশন করে করে এক্সপেরিমেন্টের প্রেডিক্টেড ভ্যালু বলে দেয়, এই ফিল্ডকে থিওরেটিকাল আর এক্সপেরিমেন্টাল এর কম্বি বলা যায়। এগুলো সবই কি থিওরী ফিজিক্সে পড়ছে?
  • T | 24.139.128.15 | ০৪ আগস্ট ২০১২ ০১:৪৯495403
  • শিবুদা কি গুগুলে ?
  • Sibu | 84.125.59.177 | ০৪ আগস্ট ২০১২ ০১:৫২495404
  • হ্যা।
  • VB | 161.141.84.239 | ০৪ আগস্ট ২০১২ ০১:৫৯495405
  • শিবুদা র ব্যাপারে তাইলে তো বিপ্লব পালের বাঙালির বামাশা থিওরী খাটলো না! শিবুদা বাঙালি আর বিপ্পাল তো গুগল বলতে অজ্ঞান!!!
    ঃ-)
  • riddhi | 74.134.148.140 | ০৪ আগস্ট ২০১২ ০২:০০495406
  • ভিবি, সে সবি নাহয় পড়ল থিও-ফিঃ র বিভাগে। তো এগুলো করার জন্য বিদেশ থাকা খুবি দরকারী কি? কম্পু চালানার জন্য হতে পারে হাই-ফাই পাওয়ার চাই, তো ওটা বাদ দিয়েই বলুন।
  • পল্লব | 138.163.8.58 | ০৪ আগস্ট ২০১২ ০২:০৬495407
  • @ VB

    পড়ছে। তবে সাধারণত হাই এনার্জী আর কন্ডেসড ম্যাটার কেই অনেক সময় থিওরী ফিজিক্স বলে হয়ত, অন্যগুলে অ্যাস্ট্রো, কসমো এসব বলে। তবে ঐটা খুব ঐকটা যৌক্তিক কিছু নয়, থিওরী ফিজিক্স বলতে সবই বোঝান উচিৎ। মনে হয় ভারতের বেশীরভাগ যায়গায়ও হাই এনার্জী আর কন্ডেসড ম্যাটার বেশী চলে। অ্যাস্ট্রোফিজিক্স, কসমোলজি (এগুলোর সংগে হাই এনার্জীর সম্পর্ক গভীর) কাজ দেশে অবস্যই হচ্ছে, তবে তা ফাটাফাটি কিনা বলতে পারব না। তবে মনে হয় খুব খারাপ না। গ্র্যাভিটেশনাল ওয়েভ ফিজিক্সের কাজ মনে হয় ভালই চলছে। অবস্যই বিশ্বমানের। কিন্তু এগুলোর কোনটাতেই বিশ্বের শ্রেষ্ঠ লোকেরা ভারতে নেই।
  • VB | 161.141.84.239 | ০৪ আগস্ট ২০১২ ০২:২৩495408
  • হ্যাঁ, পল্লব, ঠিকই বলেছেন। কসমোলজি অ্যাস্ট্রোফিজিক্স এসব কাজও বিদেশেই জোরেসোরে হচ্ছে। আসলে আমার সামান্য এক্সপি থেকে মনে হয় এগুলোর জন্য অ্যাকটিভ কমুনিটি দরকার, ধরুন কোনো যন্ত্রপাতি ই লাগবে না, কাগজ পেন্সিল আর ছোটো ল্যাপটপেই হয়ে যাবে আর (কোনো বিশেষ বিশেষ ক্ষেত্রে স্পেস টেলিস্কোপের ডেটা অ্যাকসেস হয়তো করতে হবে, সেটা স্পেশাল অবজার্ভেশ্নাল রিসার্চে, শুধু থিওরী হলে লাগবে না), ছোটো ছোটো গ্রুপ হয়ে একত্রে আলোচনা হচ্ছে, অঙ্ক হচ্ছে, মেলানো হচ্ছে বিভিন্ন দের ইন্ডিপেন্ডেন্ট অঙ্ক, কোথাও কোনো ফ্যাক্টর বাদ পড়েছে কিনা দেখা হচ্ছে---এইরকম পরিবেশ না হলে জোরেসোরে চলে না। আর কন্টিনুয়াস এগুলোর পেপারও হতে থাকে, কোনোটা হয়তো পাবলিশড হোলো কোনোটা হোলো না, সেটাকে ঠিকঠাক করতে বোল্লো রিভিউআররা, করা হোলো, ফের পাঠানো হোলো---এরকম একটা ডাইনামিক ব্যাপার দরকার। তাই না?
  • VB | 161.141.84.239 | ০৪ আগস্ট ২০১২ ০২:২৯495409
  • আর একটা ব্যাপার, ব্যক্তিকেন্দ্রিকতা কম বিদেশে। আছে, কিন্তু কম। বড়ো জায়্গায় বিখ্যাত লোকেরা রিসার্চ করছেন সে ঠিক আছে, কিন্তু সেটার দিকেই বাকীরা সবাই তাকিয়ে চুপ করে বসে বসে সার্কাস দেখছে, তা না। নানা মাঝারি ও ছোটো জায়্গাতেও বেশ অ্যাকটিভ গ্রুপ আছে, কাজ করছে, পাব্লিশ করছে। কিন্তু অমুকে বড়দা হয়ে মাঝে না থাকলে কিছুই হবে না, এই রকম না।
  • VB | 161.141.84.239 | ০৪ আগস্ট ২০১২ ০২:৩৫495410
  • রিদ্ধি, মনে হয় দেশে থাকলেও ওগুলো বিন্দাস করা যায় যদি কিনা ওরকম অ্যাকটিভ কমুনিটি থাকে, একসঙ্গে মিলে কাজ করা যায় আর একটা ডাইনামিক কালচার থাকে কাজের। কোনো বড়দার অপ্রুভালের জন্য বসে থাকতে না হয়, নিজেদের কাজে যুক্তি থাকলে আর জোর থাকলে সেটাকে প্রতিষ্ঠিত করার পথ পাওয়া যায়, সব্সময় একটা স্রোতের মতন আলোচনা অঙ্ক তত্ত্ব চেক করা আর তথ্যের সঙ্গে মিল্লো কিনা--যদি এসব একটা না থামা অবস্থায় চলতে থাকে।
  • Abhyuday Mandal | 138.192.7.51 | ০৪ আগস্ট ২০১২ ০৩:২৯495411
  • এই পল্লব কি পল্লব বাসু? আমাকে চিনতে পারো? :)
  • fevi | 188.83.80.148 | ০৫ আগস্ট ২০১২ ০৩:৫৩495413
  • পাই, না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি মতামত দিন