এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • শিশুশিক্ষা ও বিদ্যালয় অতীত বর্তমান ও ভবিষ্যত

    rimi
    অন্যান্য | ১৯ সেপ্টেম্বর ২০০৮ | ১৭২২১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • san | 123.201.53.144 | ২৭ নভেম্বর ২০০৮ ০০:১৮402275
  • যাব্বাবা, আমি তো ওয়ান থেকে শেখানোর পক্ষে ছিলাম।
  • Du | 67.111.229.98 | ২৭ নভেম্বর ২০০৮ ০০:২০402276
  • এরকম ফোরামে সবাইই ইংরিজী প্রথম থেকে শেখানোর পক্ষে কথা বলে ( সাপোর্টারেরা বাদ দিয়ে ;-) কিন্তু উল্টোটাও আমি শুনেছি।
    বন্ধু প্রত্যন্ত গ্রামের ছাত্র যেখানে বিজলীও আসেনি এবং এখন এখানে ইউনিতে পড়ান। এবং এই মতে সায় পেয়েছি গ্রামের স্কুলশিক্ষিকার কাছেও।
    অন্য দেশের ভাষায় লেখা পড়া করে ভালো লেখা যায়, বলা যায় - কমিউনিকেট করা যায় এটা যেমন সত্য - তেমনই চিন্তার ভাষা যেটা সেটাতেই মৌলিক চিন্তাকে এগিয়ে নিলে বেশিদূর যাওয়া সম্ভব।
    উদাহরণ যেমন ইন্টেগ্রশনই ধরুন - চিরকাল ওটা একটা প্রসেস হিসেবেই মনে রাখবার দরকার পড়ে, মনে একটা ট্র্যানস্লেশনের দরকার পড়ে। ঊদাহরণটা জুৎসই মনে না হলে আপনারা ভাবুন আরও উদাহরণ - পাবেনই। যে শব্দ(মনে পড়ছে না) আমার কাছে ছিল একটা ইঞ্জিনীয়ারিং এর শেখা টার্ম - এখানে এসে অন্য সাধারণ কাজে ব্যবহার হতে দেখেছি এবং তার উৎসটা বুঝতে পেরেছি আমি।
    কোন কিছুতে সত্যি ভালো হতে গেলে সে ভাষায় চিন্তা করতে হয় - তো দেশজোড়া লোককে অন্য ভাষায় চিন্তা করতে শেখানোটা কি একটু উচ্চাকাংখী পরিকল্পনা নয়? সরকার কি বরং সবার জন্য উচ্চশিক্ষাকে তাদের ভাষায় এগোনোর দিকে এগোবে না?
    যা ভাবা গিয়েছিল, হয়নি। কমিউনিকেশনের প্রয়োজনই বেড়েছে কিলোদরে। তো সেইমত বদলাতে অনেক দিন লেগেছে। তা নইলে পরীক্ষা নিরীক্ষা তো সবাই করে। এদেশেই তো পরীক্ষা ওঠানোর পরীক্ষাকে ডাউনটার্ন করছে এখন জরুরী ভিত্তিতে, রোজ পরীক্ষা, মার্কস দেওয়া, পাস ফেল সব ঢুকিয়ে। তো যারা গিনিপিগ ছিল তাদের এত কিছু ক্ষোভ নেই পুরোনো ঘটনা নিয়ে। এখন পরীক্ষা চাই এ নিয়েও খুব দ্বিমত নেই।
    এখানে আসা মেহিকোর লোকেরা তাদের দেশে ইংরিজী না শেখানো নিয়ে ক্ষুব্ধ। জাপানের জাপানীরাও কি ক্ষুব্ধ ? পরিস্থিতির বিভিন্নতার ওপর অনেকটা নির্ভর করে।

  • san | 123.201.53.144 | ২৭ নভেম্বর ২০০৮ ০০:২৫402277
  • তবে হ্যাঁ একথা এখনো বলব মুখস্ত করিয়ে শেখানো ইংরিজি শেখার একমাত্র উপায় এটা আমি মনে করিনা। স্কুলে পরিকাঠামো বানানো হয়নি , একমত। কিন্তু বাবা-মায়েরা কি করছিলেন? এই এত্ত এত্ত ছেলেপুলে বলে লার্নিং ইংলিশ পড়ে যে কি ভুগেছি আমরাই জানি, সক্কলে ফার্স্ট জেনারেশন লার্নার ?? ছেলের নাহয় বুঝতে বুঝতে অনেক দিন লেগে যাবে যে ইংরিজি না শিখলে ভাত জুটবেনা, তবে বাবামায়ের বয়েস তো ছেলের বয়েসের সমান না - তাদের অনেকদিন আগেই বোঝা উচিত। আর বাবামায়েরা তো লার্নিং ইংলিশ পড়ে বড় হননি , নাকি ?
  • Arpan | 65.194.243.232 | ২৭ নভেম্বর ২০০৮ ০০:৩২402278
  • তার মানে স্যান বলতে চাইছ স্কুলের থেকে বাড়ির দায়িত্বটা বেশি? সে তো ঠিক আছে। বাড়ির পরিবেশ ছাড়া আমারো কিছু হত না।

    কিন্তু যারা সত্যি ফার্স্ট জেনেরেশন লার্নার? বাবা কাঠের ব্যবসায়ী, অথবা চালকলের মালিক, অথবা চাষী। এরকম বন্ধুরা আমার সাথেই পড়ত ইঞ্জিনীয়ারিং। ভাল মেধাবী ছেলে হঠাৎ করে মুখচোরা বা পলায়নকামী হয়ে গেল জাস্ট ইংরেজিতে সাবলীল নয় বলে।
  • san | 123.201.53.144 | ২৭ নভেম্বর ২০০৮ ০০:৩৯402280
  • বেশি কমের কথা নয়। দুটোরই দায়িত্ব আছে সেটা স্বীকার করেনা অনেকে। দোষ দেবার বেলায় শুদ্ধু লার্নিং ইংলিশ। সেইজন্য বললাম।

    ফার্স্ট জেনারেশন লার্নার সম্পর্কে কি তুমি এটাই বলতে চাইছ - যে জাস্ট তিনটে গ্রামার বই পড়েই তাদের অবস্থাটা পাল্টে যেত? দুর্দান্ত ইংলিশ শিখে যেত , যদিও বাড়িতে পরিবেশ নেই গ্রামে/শহরে পরিকাঠামো নেই? তফাতের মধ্যে শিখন্ডীটি পেতনা এই যা।
  • arjo | 168.26.215.13 | ২৭ নভেম্বর ২০০৮ ০০:৩৯402279
  • তাইলে ভার্ডিক্ট কি দাঁড়ালো? প্রাথমিক শিক্ষা সরকারী দায়িত্ব নয়? যে চড়ে খুঁটে খেতে পারবে সেই বাঁচবে?
  • Du | 67.111.229.98 | ২৭ নভেম্বর ২০০৮ ০০:৪৬402281
  • উচ্চশিক্ষায় পলায়নকারী হয়ে যাওয়ার কিন্তু অন্য কারণও আছে, এবং সেটা কিছুটা মেজরিটি সম্পন্ন বাড়ির, 'ভালো' স্কুলের বিশ্বায়িত সহপাঠীদের 'সুপিরিয়রিটি কমপ্লেক্সের' ওপরেও বর্তায়। পয়েন্টটা এল বলে না লিখে পারলাম না, বোম্বেতে মেডিকেলে ভর্ত্তি হওয়া গরীব ছেলের আত্মহত্যার ঘটনাটা ভুলতে পারি না।
  • lcm | 128.48.7.222 | ২৭ নভেম্বর ২০০৮ ০০:৪৮402282
  • ডিপেন্ড করছে। কোনো ভাষা শেখার প্রাথমিক উদ্দেশ্যটা কি? - সেই ভাষায় সাহিত্যরস গ্রহণ করার ক্ষমতা অর্জন করা, নাকি, কমুনিকেট করার স্কিল তৈরী করা? কোনোটাতেই অসুবিধে নেই, তবে প্রথমটি শুধু স্কুল কারিকুলাম দিয়ে হয় না। মনে রাখতে হবে বাংলা-ও 'কাজ চালানোর মতন'-ই আমরা অনেকে জানি, গ্রামাটিক্যালি ভুল বাংলা আমরা বলে থাকি, ভুল বানান আমরা লিখি, কিন্তু তাতে সাধারন কমুনিকেশন করতে তেমন অসুবিধে হয় না। কিন্তু, সুবক্তা বা ভালো লেখক হওয়া যায় না।
    ইংরেজি যখন ক্লাস ওয়ান থেকে পড়ানো হত, তখন সবাই খুব ভালো ইংরেজিতে কমুনিকেট পারত তা নয়। কনফিডেন্স আগেও কমই ছিল, তবে সিক্স থেকে শেখানোর ফলে কনফিডেন্স লেভেল আরো নেমে গেছে। তার আরো একটা কারণ, প্রাইমারী এবং মিডিল্‌ লেভেলে ভালো ইংরেজি শিক্ষকের অভাব।
  • san | 123.201.53.144 | ২৭ নভেম্বর ২০০৮ ০০:৪৯402283
  • আর বহুৎ ফার্স্ট জেনারেশন লার্নার আছে যারা ওই ইংরিজির কড়াক্কড়ি ছিলনা বলে লেখাপড়াটা অনেকদূর অব্দি টানতে পেরেছিল। নয়তো কবেই দু-তিনবার ইংরিজিতে হাবুডুবু খেয়ে মাঝপথে লেখাপড়া থামিয়ে অটো চালাতে কি ওরকম কিছুতে চলে যেত।তার বদলে কিঞ্চিৎ উচ্চশিক্ষা পেল, পরে ধীরেসুস্থে সময়সুযোগ মত ইংরিজিতেও একটু-আধটু সাবলীল হল, অন্তত গ্র্যাজুয়েট/পোস্ট-গ্র্যাজুয়েট ডিগ্রিটা পেল। লেখাপড়ার স্বপ্নের নয়তো অনেক আগেই ইতি পড়ত। এই দিকটা তো কেউ বলেনা।

    আমি খুবই প্রিভিলেজ্‌ড লাইফ লিড করেছি, এটা সত্যি, তবে সব বন্ধু, সব প্রতিবেশী, সব আত্মীয় তো আর প্রিভিলেজড পরিবার থেকে আসেনি। অন্ধও ছিলামনা। একেবারেই তাদের কোন কথাই বুঝিনা, এমনও নয়।
  • Blank | 59.93.200.247 | ২৭ নভেম্বর ২০০৮ ০০:৫৫402285
  • অপ্পন দা দাবী করছে যে ইংরাজি বলতে না পেরে কলেজের ছেলে গুলো মুখ চোরা হয়ে গেল !!! অপ্পনদা যদুকুল না? তখন কি তোমরা সারাক্ষন ইংরাজিতে কথা বলতে!!
  • san | 123.201.53.144 | ২৭ নভেম্বর ২০০৮ ০১:০৮402286
  • কোলকাতার বাইরে যাবার আগে তো আমিও ইংরিজি বলতে পারতাম না। মানে দরকার ছিলনা, অভ্যেস হয়নি। পরে যখন বলতে হয়েছে, দু তিনমাস থেমে থেমে আটকে আটকে বলেছি, তারপর ঠিক হয়ে গেছে। কি মুশকিল। জীবনে কত জিনিসই তো 'প্রথম' করতে হয়, যাতে আমার সঙ্গীরা হয়তো অলরেডি সড়গড়। শুধু ইংরিজি জানলেই কি আর তার সব এড়ানো যায়!
  • Arpan | 65.194.243.232 | ২৭ নভেম্বর ২০০৮ ০১:১০402287
  • না। এদের উদাহরণ দিয়েছিলাম কারণ এদের বাপ-মায়েরা কোনদিন হয়ত ভাবেননি কাঠের ব্যবসায়ীর ছেলে তার পৈতৃক ব্যবসায় না ঢুকে ইঞ্জিনিয়ার হতে চাইবে।

    আমি মনে করি লার্নিং ইংলিশ দিয়েও দিব্যি কাজ চলত। চূড়ান্ত বোকামি হয়েছিল ক্লাস ওয়ান থেকে দ্বিতীয় ভাষাশিক্ষার অবলুপ্তি ঘটিয়ে। ড্রপ আউটের সংখ্যা কি এই একটা বিষয়ের উপর নির্ভর করেছিল? অন্যভাবে বলা যেতে পারে তার পরে কি ড্রপ আউট কমে গেল?
  • san | 123.201.53.144 | ২৭ নভেম্বর ২০০৮ ০১:১৪402289
  • হ্যাঁ ওয়ান থেকে তুলে সিক্স করাটা খুব বাজে কাজ করেছিল। সে কথা মানি। যত ছোটবেলায় শিখবে তত ভালো শিখবে। আর যখন ইংরিজির গুরুত্ব কমিয়ে বাংলার বাড়ানো যাবে, তখনকার কথা আলাদা। শিখতে যখন হবেই ....
  • Du | 67.111.229.98 | ২৭ নভেম্বর ২০০৮ ০১:১৪402288
  • সেটা হবেই। কারণ আমরা বাক্যগঠন করি নিজেদের ভাষায়। করতে করতে স্মৃতির ভান্ডার তৈরী হতে থাকে। ফলে আরও তাড়াতাড়ি হয়। তারও পরে ওটা চিন্তায় আসে।
  • arjo | 168.26.215.13 | ২৭ নভেম্বর ২০০৮ ০১:১৬402290
  • স্যানকে, লার্ণিং ইংলিশ বইটা ডিজাইনই করা হয়েছে ক্লাস সিক্স থেকে পড়ানো হচ্ছে মনে করে। তাহলে কি বইয়ের ডিজাইন টাও ভুল ছিল?
  • san | 123.201.53.144 | ২৭ নভেম্বর ২০০৮ ০১:১৯402291
  • ওটা ওয়ান থেকে পড়ানো হওয়ার মত করে লেখা উচিত ছিল, বইটা আদর্শ এমন একেবারেই না, তবে মুখস্ত না করিয়ে শেখানোর পদ্ধতিটা আমি পছন্দ করি। অবভিয়াসলি ব্যক্তিগত মত। তার সঙ্গে ওয়ার্কশপ আরো বেশি হওয়া উচিত ছিল, স্কুলের লাইব্রেরিতে আরো বই আনাতে হত ইত্যাদি। এগুলো সরকারের তরফ থেকে দোষ। পরিবারের তরফ থেকে যা দোষ সে তো বলেইছি।
  • Arpan | 65.194.243.232 | ২৭ নভেম্বর ২০০৮ ০১:২১402292
  • ব্ল্যাঙ্ককে: ইংরেজি বলার কথা শুধু বলেছি? ক্লাসের লেকচার শুনে বোঝাও তার মধ্যে পড়ে। বুঝে ক্লাসে কোশ্চেন করাটা বা না করতে পারার হীনমন্যতা বোধও আসে। তবে এগুলো তিন বছরে অনেকেই কাটিয়ে ওঠে। কেউ কেউ তাও পারে না। ফাইনাল ইয়ারে ইন্টারভিউ দেবার সময়ে সেল্ফ ই®¾ট্রাটাও মুখস্থ করে যেত।
  • rimi | 24.214.28.245 | ২৭ নভেম্বর ২০০৮ ০১:২৩402293
  • এই তর্কের কোনো শেষ নেই। :-((

    এই আলোচনা থেকে যা বোঝা গেল - ইংরিজিটা ক্লাস সিক্স থেকে না রেখেও একেবারে তুলে দিলেই সবচেয়ে ভালো হয়। যাদের দরকার তারা পরে ইংলিশের একখান ছোটো কোর্স করলেই শিখে যাবে (যেমন চীনা টীনারা শিখে যায় দিব্বি)। আর যাদের দরকার নেই তারা বরং অনেক সহজে আর অনেক বেশি নাম্বার পেয়ে অন্তত মাধ্যমিকটা তো পাস করতে পারবে? হায়ার সেকন্ডারিতে আরো ভালো। কারণ মাধ্যমিক পর্যন্ত লার্নিং ইংলিশ পড়ে এইচ এস এ গিয়েই ঐরকম কঠিন ইংরিজি - এতে এইচ এস পাসের হার অনেক কমে যাচ্ছে। আমাদের দেশের প্রথম জেনারেশন লার্নারদের কাছেও অংক টংক কিম্বা বিজ্ঞান কোনো ব্যপারই নয় শেখা। কিন্তু ইংরিজি হল বিদেশী ভাষা, সবচেয়ে কঠিন সাবজেক্ট।

    এছাড়া মাতৃভাষায় চিন্তার করার ফলে দেশে অরিজিনাল কাজকর্মের পরিমাণও উল্লেখযোগ্য ভাবে বেড়ে যাবে। :-)))))
  • Du | 67.111.229.98 | ২৭ নভেম্বর ২০০৮ ০১:২৪402294
  • আর ইংরিজীটা ঐ লেভেলে পরীক্ষা ছাড়া শেখানো যেত। শুধু পড়া এবং বোঝা, লেখা অল্প কিছু।
  • arjo | 168.26.215.13 | ২৭ নভেম্বর ২০০৮ ০১:২৫402296
  • এইবারে বুঝেছি। আমিও যা বলছি, স্যান ও তাই বলছে শুধু একটু অন্যরকম করে। :))
  • san | 123.201.53.144 | ২৭ নভেম্বর ২০০৮ ০১:২৭402297
  • যত্তসব। আমি চাক্রির প্রথম কমাস ক্লায়েন্টের অ্যাকসেন্ট কিসুই বুঝতামনা। আমার মত আরো অনেকেই বুঝতনা, কারণ ইংরিজি গপ্পের বই পড়লেও ফিল্ম দেখার অভ্যেস ছিলনা। ওই ক্লাসে লেকচারের দশাই যাকে বলে । বুঝতে হবে, প্রশ্ন করতে হবে , নিজের কথা বোঝাতে হবে ইত্যাদি। পুউউউরো নাকানিচোবানি ।তাজ্জন্য কি আমরা পলায়নকামী হয়ে গেছি? না মুখচোরা ? হ্যাঁ?
  • Arpan | 65.194.243.232 | ২৭ নভেম্বর ২০০৮ ০১:৩৩402299
  • পরীক্ষা থাকা না থাকাটা অতটা ইম্পর্ট্যান্ট হয়ত ছিল না। ফাইভ অব্দি পাশ-ফেল তুলে দেওয়া হয়েছিল।
  • lcm | 128.48.7.222 | ২৭ নভেম্বর ২০০৮ ০১:৩৩402298
  • "আই ড্রিংক টি, ইউ ড্রিংক কফি' - এই লেভেলে শেখাটাও তো একটা শেখা? কিন্তু, শেক্সপিয়ার থেকে বিক্রম শেঠ না পড়া পর্যন্ত আমরা ইংরেজি জানার সার্টিফিকেট দেবো না। অথচ, হিন্দি জানি বললে মানুষ জিগ্গেস করে না প্রেমচাঁদ পড়েছ কি না! এটাকেই ন্যাড়া বলেছে কলোনিয়াল হ্যাংওভার।
  • Arpan | 65.194.243.232 | ২৭ নভেম্বর ২০০৮ ০১:৩৪402300
  • সিস্টেমের অ্যাসেসমেন্ট হিসেবে পরীক্ষাটা প্রয়োজনীয় তো বটেই।
  • Arpan | 65.194.243.232 | ২৭ নভেম্বর ২০০৮ ০১:৩৫402301
  • তোমাদের কথা হচ্ছে না। প্রিভিলেজড ক্লাস। যত্তসব। :)
  • Du | 67.111.229.98 | ২৭ নভেম্বর ২০০৮ ০১:৩৮402302
  • এইচ এসে সমস্ত বিষয়ে এখন বাংলা বই আছে, ঐটুকু ছিল না আমাদের সময়। আমাদের দাদুরা স্কুলের ভূগোলও ইংরিজীতে পড়েছেন। মেয়েদের জন্য ঐচ্ছিক হোম সায়েন্স ছিল তখন, ভালো ইনফ্রা স্ট্রাকচারও ছিল তার। আমাদের সময় নষ্ট করে দিল ওটা। অংকের মত কঠিন সাবজেক্টটাই পড়তে হত সবাইকে।

    ভাবো আর্কিমিডিস ছুটছেন - I found it, I found it বলে। তবে হীনমন্যতা এমনই জিনিস যে আমাদের জাতির বৈশিষ্ট্য হিসেবে সোশ্যাল স্টাডির উত্তরপত্রে লেখা যেতে পারে।
  • san | 123.201.53.144 | ২৭ নভেম্বর ২০০৮ ০১:৪৩402303
  • রিমি, হ্যাঁ, পচ্চিমবঙ্গের কিছু কিছু গরীব ঘরের ফার্স্ট জেনারেশন লার্নার একটু কম ইংরিজি শিখুক, তার বদলে একটু বেশি লেখাপড়া শিখুক, একটু 'ভদ্রলোকের' চাকরি পাক। আমি একশোবার এই ট্রেড-অফটা চাই। আমার দুই প্রিয়তম বন্ধুর একজন - ফার্স্ট জেনারেশন লার্নার , দারিদ্র্যসীমার নিচে থেকে উঠে এসে খেয়ে না খেয়ে স্কুল কলেজ ইউনি পেরিয়ে আজকে আমার মত আরেকটি কেপিওতে কাজ করতে গিয়ে তবে দেখেছে - তার লার্নিং ইংলিশের শিক্ষাতে কুলোচ্ছেনা। এখন শিখতে অসুবিধেও হচ্ছে এই বয়েসে - কিন্তু নিজেই বলে, এই অসুবিধেটা দশ বছর আগে হলে লেখাপড়া ছেড়ে দিতে হত, বাড়ি থেকেই ছাড়িয়ে দিত, আজ ম্যাক্সিমাম কোথাও পিওন হতাম। তো? এগুলো কিছু না?
  • rimi | 24.214.28.245 | ২৭ নভেম্বর ২০০৮ ০১:৪৫402304
  • এলসিএম, শেকসপিয়ার কিম্বা বিক্রম শেঠ পড়ার মতন ইংরিজি জানতেই হবে এমন নয়। না জানলেও দিব্বি চলে যায়। কিন্তু জানার সুযোগ থাকাটা সৌভাগ্য। সেটা ভারতে ছিল। এখনও আছে, শুধু পশ্চিম বঙ্গের মহান নেতারা সেটাকে যথাসম্ভব সঙ্কুচিত করতে চান। কেন?

    ইংরিজির শুদ্ধতা নিয়ে বাড়াবাড়ি করা এক, আর সেটা ভালোভাবে শেখার সুযোগ থাকা না থাকার প্রশ্ন আরেক।

    যাগ্গে এই নিয়ে তক্কো করে লাভ নাই। বাংলা শেখারই বা আদৌ কি দরকার আছে তাহলে? বাংলা তো রোজগারের কোনো কাজে লাগবে না কোনোদিন। তাহলে ছোটোবেলা থেকে রবীন্দ্রনাথ শরৎ চাটুজ্জে কিম্বা বঙ্কিমের মতন কঠিন বাংলা পড়িয়ে লাভ কি? ওগুলো পাঠ্যক্রম থেকে তুলে দিলে আরো ভালো, প্রথম জেনেরেশন লার্নাররা আরো বেশি নাম্বার পেয়ে পাশ করতে পারবে। বাংলা ব্যাকরণ শেখা কি কম হ্যাপা?
  • Ishan | 12.163.39.254 | ২৭ নভেম্বর ২০০৮ ০১:৪৬402305
  • যেকোনো সিদ্ধান্তই অ্যাড হক বেসিসে নিলে এই কেসই হয়।

    বাংলায় উচ্চশিক্ষা হয়না। সর্বভারতীয় পরীক্ষা কি বাংলায় দেওয়া যায়? বোধ হয় না। বাংলায় গবেষণা হয়না। দেরিদা কি সাত্রের বই ইংরিজি ভাষার লোক নিজের ভাষায় পড়ে। তাদের ওসব পড়ার জন্য ফরাসী শিখতে হয়না। কিন্তু বাংলায় এসবের অনুবাদ হয়না।

    ইংরিজি তুলে দিলে তার পরের লজিকাল স্টেপ হিসেবে এগুলো করার কথা ছিল। মাতৃভাষায় উচ্চশিক্ষা। চাকরির সুযোগ। ইত্যাদি। কিন্তু বিগত তিরিশ প্লাস তিরিশ ষাট বছরে এসব কিছুই হয়নি। শুধু প্রাথমিকে ইংরিজি তুলে দেওয়া হয়েছে। সেটাই বিপ্লবের শুরু এবং সেটাই শেষ। প্রাথমিকে ইংরিজি তুলে দেওয়া একটা পরিকল্পনার অংশ হতে পারে, কিন্তু নিজেই একটা স্বয়ংসম্পূর্ণ পরিকল্পনা হতে পারেনা। সেই গোটা পরিকল্পনাটা কোথাও দেখা যায়নি।

    ফলে যা হবার তাইই হয়েছে। সরকারি প্রাথমিক শিক্ষা ধুঁকছে। আর একটু পয়সা পেলেই লোকে ছেলে-মেয়েকে পাঠাচ্ছে পাড়ার ইংরিজি মিডিয়াম স্কুলে। কি তাদের ক্রেডেনশিয়াল, ভগবানই জানে।
  • rimi | 24.214.28.245 | ২৭ নভেম্বর ২০০৮ ০১:৪৮402307
  • স্যান, শুধুমাত্র ইংরিজি তেই এত অসুবিধা কেন আমি বুঝলাম না। প্রথম জেনারেশনের কাছে তো অংক টংক আরো কঠিন লাগার কথা।

    আর তোমার বন্ধু হায়ার সেকেন্ডারি পাশ করল কি করে? তাতে যা ইংরিজি আছে তা যথেষ্ট কঠিন। লার্নিং ইলিশের ইংরিজি যদি কেউ ক্লাস সিক্সে শিখতে পারে সে ওয়ানেও শিখতে পারবে। বরং ওয়ানে আরো ভালো শিখবে কারন ছোটোবেলায় ল্যাংগুয়েজ অ্যাডাপ্টেবিলিটি বেশি থাকে।

    তোমার দুটো কথা দুরকম লাগছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে মতামত দিন