এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সে | 162.158.150.21 | ০৮ মার্চ ২০২০ ১৭:৪৭434191
  • বাইদ্যওয়ে সুকি/সুকান্ত ঘোষ যখন নিমো গ্রামের গল্পগুলো লেখে, ওর ভাষার ফ্লো দেখে তারিফ করতে হয়। সেখানে বাঁড়া ব্যবহার হচ্ছে ফীলারের মত।
    গান্ডু সিনেমায় রিক্সা এবং গান্ডু যখন কথা বলত তখনও ভাষার ফ্লো দেখে ডিরেক্টর কিউ কে কুর্নিশ না জানিয়ে পারা যায় না।
    সেইম উউথ ফ্যাতাড়ুজ। কোত্থাও আরোপিত লাগে না। মানুষ এই ভাষাতেই কথা বলে। এগুলো ফীলার। কারওর ওপর রেগে গাল দেওয়া নয়। স্বাভাবিক স্বচ্ছন্দ গতি।
    এর পরেও বুঝতে না পারলে কী আর করা যাবে।
    কৃত্রিম ভাবে গণ্ডি কেটে ভয়টয় দেখিয়ে কারোকেই আটকানো যায় না তা ভাষা হোক কি মাগী কি প্রোসেতারিয়াত। হারানোর জন্য অর্ধমৃত প্রাণটি ছাড়া আর কিস্যু নেই।
  • pi | 172.69.135.147 | ০৮ মার্চ ২০২০ ১৭:২৭434190
  • মনে পড়ে গেল, সেই উডস হোয়েলানের মেরিন বায়োলজিকাল ল্যাবে আমাদের ওয়ার্কশপ, ১৬ টা দেশের ছেলেমেয়ে ছিলাম, দু'মাস, একসংগে। ল্যাবের কাজকর্মের ফাঁকে দেখতাম লোকজনের ফেভারিট টাইমপাস নানা দেশের খিস্তি এক্সচেঞ্জ, আর তারপর কাজ করতে করতে, হয়ত টক্সোপ্লাজমার স্টেইনিং চলছে, তো তার মাঝেই সদ্য শেখা একটা ব্রাজিলিয়ান স্ল্যাং চেঁচিয়ে বলে উঠল সুইডেনের উলফে, বিদেশী শব্দ, তাই অবশ্যম্ভাবী ভুলভাল, তো শুনতে পেয়ে শুধরে দিল পিছনের রো প্লাসমোডিয়াম এক্সট্রাক্ট করতে থাকা জুলিয়া, সে চক্করে আর্জেন্তিনার ভানিনা আবার কী বলে উঠল, ও এমন সব কথা বলত, সব হেসে গড়িয়ে পপড়তাম। তো, সেই দেঝেছিলাম, স্ল্যাং শেখা নিয়ে কী অবসেশন। আর ছিল নানাদেশীয় ফার্টিং নিয়ে। উফহ, কী ঘাবড়েই যেতাম প্রথমদিকে।
    আমি তখন এতই ভাল মেয়ে ছিলাম যে আমার স্ল্যাংভাণ্ডার সবচে কম ছিল। লোকজন বলল এসব হলে চলবেনা। বলিউডের স্ল্যাং আমরা তাও সিনেমা দেখে শিখে নেব। তোমাকে বাংলাই শেখাতে হবে। আমার দৌড় তখন সত্যিই ওই শালাটালা অব্দি। জেউ কানপুর মুম্বই এসব পেরিয়েও কানের ফিল্টারে সব বেরিয়ে যেত বোধহয়। শেষে চ্যাটে বরের থেকে স্ল্যাং শিখে সাপ্লাই দিতাম। আকচুয়ালি, মনে পড়ল, আমার পর্তুগীজ রুমমেট ক্রিশ্চিনা তো আমি চ্যাট করছি দেখলেই জোরজার করে আমার হয়ে লিখত। তাতেই ওই স্ল্যাং শেখার দাবি পেশ করেছিল। মশামেসো প্রথমে আমি এসব জানতে চাইছি বলে বিষম খেয়েছিল। এই চক্করেই আমি প্রথম মহায়ন শুনি।
  • সে | 162.158.150.29 | ০৮ মার্চ ২০২০ ১৭:২৭434189
  • আমরা তো নিঃশ্বাসে প্রশ্বাসে খিস্তি দিই।
    মানে “ওহ শীট”! না । আরও অনেক বেশি। তাহলে আমাদের জগৎ আলাদা।
    এইজন্যেই ভদ্দরনোক আর ছোটোলোক আলাদা। এদের এক করে দেয়া সির্ফ মুশকিল হি নেহি, না মুমকিন হ্যায়।
  • b | 172.68.146.169 | ০৮ মার্চ ২০২০ ১৭:২৪434188
  • " বিবাবু আমার রাশিয়ান জ্ঞানের পরীক্ষা নিচ্ছিলেন কোথা থেকে ভুলভাল টুকে"
    ইয়ে, জানি না বলে জেনুইন প্রশ্ন করেছিলাম একটা, পরীক্ষা নেব কেন? আর ইয়ে টোকাটা ভুল (সেটাও রাশিয়ান জানি না বলে) ছিলো, সেটাও ধরিয়ে দেবার জন্যে ধন্যবাদ।
  • sm | 108.162.229.157 | ০৮ মার্চ ২০২০ ১৭:২৩434187
  • আম্রিকা থেকে ক্রাইম নিষ্পত্তি করার ঠিকাদার এয়েছেন।বক্তব্য রাখছেন।
    সকলে শোনেন।
  • S | 162.158.106.131 | ০৮ মার্চ ২০২০ ১৭:২৩434186
  • মালদার মেয়েগুলোর কম্ম দেখলাম। আমার এইসব ভিডিও দেখলে খুব হাসি পায় কেন জানিনা। জোকায় থাকতে আমাদের পরের ব্যাচের কিছু মেয়েদের গালাগাল দেওয়ার একটা ভিডিও খুব চলেছিল (তখনও ভাইরাল ব্যাপারটা আসেনি)। ব্যাপার হল মেয়েরা যদি ঐসব বলতে পারে, তাইলে ছেলেরা কি কি বলতো একবার ভেবে দেখবেন।
  • sm | 108.162.229.157 | ০৮ মার্চ ২০২০ ১৭:২১434185
  • আমি চাদ্দিকে ঘুরে,বিভিন্ন শ্রেণীর লোকজন এর সঙ্গে কথা বার্তা বলে দেখেছি,কেউই ই আন নেসেসারি গালা গালি ইউজ করে না।আম্রিকার কথা বলছি না অবিশ্যি।
    যাঁরা, মানে সাব অল্টার্ন ,তারাও গালাগালি ছাড়াই কথা বার্তা চালিয়ে যেতে চায়।
    বরঞ্চ,উলটো দিকে হাঁটতে চায় না।
  • সে | 162.158.150.131 | ০৮ মার্চ ২০২০ ১৭:২০434184
  • আর এগুলো পার্টি স্পেসিফিক নয়।
    বাম ডান মধ্য অতিবাম অতিডান সবাই করবে। মেয়েরা ভোগের বস্তু। অত মুখ খোলা কেন? চো ও ও প!
  • সে | 162.158.150.131 | ০৮ মার্চ ২০২০ ১৭:১৮434183
  • একজন ক্রিমিনাল?
    আমরা সবাই ক্রিমিনাল।
  • S | 162.158.106.131 | ০৮ মার্চ ২০২০ ১৭:১৫434182
  • সেটাই তো বক্তব্য পিটিদা। একটা মেয়েকে পুড়িয়ে মারলেও কারোর কিস্যু যায় আসেনা। প্রশাসন, পুলিশ, বিরোধী, জনগণ, গুরু থেকে ফেসবুকের জনতা সবাই চুপ। কিন্তু একটা মেয়ে নিজের পিঠে একটা কপিরাইট উঠে যাওয়া গানের সামনে মাত্র একটা সোকল্ড অপশব্দ ব্যবহার করেছে বলে সবাই এত উতলা হয়ে উঠেছে কেন? কারণ এই মেয়েটাকে গালাগল দেওয়া, তাকে অপমান করা, এইসব ব্যাপার নিয়ে মরাল জ্যাঠাপনা করা খুব সহজ। কিন্তু একটা ক্রাইমের নিষ্পত্তি করা, ক্রিমিনালের সামনাসামনি আসা খুব মুশকিলের।
  • এলেবেলে | 108.162.229.99 | ০৮ মার্চ ২০২০ ১৭:১৩434181
  • রায়তের কথা-র প্রেক্ষিত আলাদা । অনেকটা কোট করলে দাড়িদাদুর যুক্তি ঠিক মনে হবে। 

  • সে | 162.158.150.131 | ০৮ মার্চ ২০২০ ১৭:১১434180
  • পোড়ানোতো কালচার। আগে ইয়োরোপেও পোড়াতো বা ফাঁসি দিত। সেই লুপটা থেকে বের হতে হবে মেয়েদেরই। মোমবাতি দিয়ে সব হয় কি?
  • সে | 162.158.150.131 | ০৮ মার্চ ২০২০ ১৭:০৯434179
  • আমার মেয়েকে আমি গোড়া থেকেই বাংলা খিস্তিটা ভালো করে শিখিয়েছি।
    ইস্কুলেও ওদের ক্লাস নিয়ে খিস্তি শেখানো হয়েছিল। কম্পালসারি ক্লাস। প্রাইমারি ইস্কুলে। সেক্স এডুকেশনের সঙ্গে খিস্তিটাও মাস্ট।
  • PT | 141.101.98.93 | ০৮ মার্চ ২০২০ ১৭:০৮434178
  • @সে
    দুজন মহিলাকে জ্যন্ত পুড়িয়ে মারা হয়েছে পব-তে কিছুদিন আগে। কোন মোমবাতি মিছিল দেখলেন এখনো? তাপসী মালিকের মৃত্যুর সঙ্গে তুলনা করে দেখুন তো কি (এবং কতটা) লেখা হয়েছে সে প্রসঙ্গে গুরুর পাতাতেই? তাদের স্বাধীনতা নিয়ে কারো চিন্তা নেই? এরকম ভাবে প্রাণ দিয়ে তক্ক করতে দেখিনি তো!!
  • সে | 162.158.150.29 | ০৮ মার্চ ২০২০ ১৭:০৭434177
  • মালদার কেসটাও একই।
    মেয়েরা চেগে উঠেছে।
    ল্লেহ এখন কী করবি কর।
    ইস্কুল থেকে রাস্টিকেট করতে তাতেও কি দাবিয়ে রাখা যাবে?
    আমরা মাগীরা সব একটু একটু করে পর্দা কেটে বের হচ্ছি।
  • dc | 162.158.166.160 | ০৮ মার্চ ২০২০ ১৭:০৫434176
  • তবে আমার মেয়ে এসব করলে আমি একেবারেই কিছু বলবো না। নিজেকে অন্তত এটুকু চিনি।
  • o | 108.162.219.209 | ০৮ মার্চ ২০২০ ১৭:০৩434175
  • PT, মালদাতেও এরকম একটা ঘটনা ঘটেছে একই গান নিয়ে জানেন নিশ্চয়। এইটা দেখুনঃ

  • PT | 162.158.158.116 | ০৮ মার্চ ২০২০ ১৭:০২434174
  • S
    সব এখন বিশ্বাস-বিশ্বাসের বাইরে। বোধহীনতা তার সকল মাত্রা ছড়িয়েছে। রাজনীতিতে সেটা সরাসরি প্রতিফলিত। সংস্কৃতিকে তা স্পর্শ করবে না তা কি করে হয়?
    দুজন মহিলাকে জ্যন্ত পুড়িয়ে মারা হয়েছে পব-তে কিছুদিন আগে। কোন মোমবাতি মিছিল দেখলেন এখনো? তাপসী মালিকের মৃত্যুর সঙ্গে তুলনা করে দেখুন তো কি (এবং কতটা) লেখা হয়েছে সে প্রসঙ্গে গুরুর পাতাতেই?
  • সে | 162.158.150.29 | ০৮ মার্চ ২০২০ ১৭:০১434173
  • পিটিবাবু,
    আমি হলেও অমন বলতাম। ভয়ে।
    নিজেই লিখতাম, তারপরে বেকায়দায় পড়লে বাঁচার জন্য অমন বলতাম। নইলে পাবলিক প্যাঁদানি যৌন লাঞ্ছনার হাত থেকে কেউ বাঁচাতে পারত না আমাকে। মাইরি বলছি। আমাদের অধিকারটা বরাবরই কম, প্লাস মারধোর কে খেতে চায় বলুন?
    আর আপনি কমুনিস্ট হয়ে এসব বলছেন? খিস্তি হচ্ছে প্রোলেতারিয়াতের ভাষা। কমিউনিজম নিয়ে সবচেয়ে বেশি হুল্লোড় হয়েছিল যে দেশে সেই রাশিয়ায় সবাই খিস্তি দিয়ে কথা বলে জানতেন না? প্রেফেসররাও বলে।
    একি কোলকাতার কমুনিস্ট জ্যোতিবাবু বুদ্ধবাবু নাকি? খোদ কমুনিজমের দেশটায় ওরকম ভদ্র ভদ্র করে কথা বললে পাবলিক থমকে যাবে তো! এমা আপনি সত্যিই জানতেন না? যাহ!
  • sm | 108.162.229.231 | ০৮ মার্চ ২০২০ ১৬:৫৩434172
  • লাও, এবার ঠ্যালা সামলাও!এতো যুক্তি পরম্পরা,সাহসিকতা,বৈপ্লবিক ব্যাপার স্যাপার ,যুগ পরিবর্তন,নব জাগরণের পরে,জানা গেলো কি?
    না,জানতেই পারি নি।-))
    তাহলে আর কি?ব্যাক টু সুবোধ।
  • S | 162.158.106.131 | ০৮ মার্চ ২০২০ ১৬:৫২434171
  • পিটিদা, আপনি সত্যিই এই কথাটা বিশ্বাস করলেন? মেয়েটি যে চাপে পড়ে এইরকম বলতে বাধ্য হচ্ছে, সেটা বুঝতে পারছেন না। বেচারী বাড়িতে নির্ঘাত প্রচুর ঝাড় খেয়েছে। বাবামাও যাতা কথা শোনাতে ছাড়েনি।
  • S | 162.158.106.131 | ০৮ মার্চ ২০২০ ১৬:৫০434170
  • আমিও ইস্কুলে থাকতে আরেকটা জায়্গায় এইধরনের একটা ডিফেন্স পড়েছিলাম। একটা প্রবন্ধে। খেয়াল পড়ছে না। রাজা আর প্রজার মধ্যে সম্পর্কটা যে ততটাও তিক্ত ছিলনা সেরকম কিছু একটা।
  • dc | 162.158.166.58 | ০৮ মার্চ ২০২০ ১৬:৪৭434169
  • এক প্রভাতে রবিবাবুর অত্যন্ত হাগা পাইয়াছিল। তড়িতবেগে কলগৃহে পৌঁছাইয়া দেখেন দ্বার বন্ধ। মনে মনে বলিলেন, শালা শুয়ারের বাচ্চা। কিন্তু প্রকাশ্যে কি করিয়া বলেন, তিনি কিনা ভাবী বাঙালি সংস্কৃতির ধারক ও বাহক। তাই সুর করিয়া বলিলেন, খোল খোল দ্বার, রাখিও না আর বাহিরে আমারে দাঁড়িয়ে।
  • PT | 162.158.159.89 | ০৮ মার্চ ২০২০ ১৬:৪৫434168
  • "** লিখেছে বলে যত না রাগ তার চেয়েও বেশি রাগ মাগীদের এই সাহসের জন্য।"
    ভুল খবরের ভিত্তিতে এত বাক্যটি লেখা হয়েছে। অন্ততঃ একটি মেয়ে জানিয়েছে যে "তাঁর অজান্তেই পিঠে অশ্লীল শব্দ লেখা হয়েছে....তিনি আরও জানান, ওই অবস্থাতেই তাঁরা কিছু ক্ষণ বিশ্ববিদ্যালয় ঘোরেন। ছবিও ওঠে। তা দেখেই তাঁদের টনক নড়ে। তাঁরা বিশ্ববিদ্যালয় ছেড়ে বেরিয়ে যান।"
    https://www.anandabazar.com/state/rbu-student-claims-obscene-words-written-in-the-back-unknowingly-1.1119641

    পলিটিকালি কারেক্ট থাকতে গেলে, যে ছেলেটি (সম্ভব্তঃ) মেয়েটিকে না জানিয়ে তার পিঠে ঐ শব্দটি লিখেছিল তাকে অবিলম্বে শ্লীলতাহানির দায়ে গ্রেপ্তার করার দাবী জানানো উচিত।
  • o | 162.158.63.143 | ০৮ মার্চ ২০২০ ১৬:৪৪434167
  • জমিদারী নিয়ে রবীন্দ্রনাথের নিজের অবস্থান খুব সুবিধের নয়। প্রমথ চৌধুরীর 'রায়তের কথা'-র ভূমিকায় লিখেছেন যে হঠাৎ জমিদারী তুলে দিলে মহাজনরা প্রজাদের ওপর অত্যাচার করবে। প্রজাদের বাঁচাতেই জমিদার শ্রেণীর থাকা দরকার, যারা প্রজাকল্যাণের কথা ভাবেন। খুবই কলোনিয়াল ও দুর্বল যুক্তি।
  • T | 141.101.98.93 | ০৮ মার্চ ২০২০ ১৬:৪২434166
  • বা চাঁদা চাইতে গিয়ে, ওরে গৃহবাসী, খোল দ্বার খোল।
  • সে | 162.158.150.29 | ০৮ মার্চ ২০২০ ১৬:৩৬434165
  • আমি এখন আরেকটু শোঅফ করব।
    রাশিয়ান ভাষায় কথায় কথায় বাঁড়া (খুই) শব্দটা সবাই বলে আবালবৃদ্ধবনিতা। সেদিন বিবাবু আমার রাশিয়ান জ্ঞানের পরীক্ষা নিচ্ছিলেন কোথা থেকে ভুলভাল টুকে। রাশিয়ানে খুই বলতে বোঝায় বাজে, যাচ্ছেতাই।
    অন্যদিকে পেজ্দা বলতে বোঝায় চমৎকার ভালো অসাধারণ। খুবই সেক্সিস্ট ভাষা। পেজদা স্ত্রীলিং খুই পুংলিং। বাংলায় লিখলে অনেকেই হার্টফেইল করবে এখানে।
    আরে বাবা স্ল্যাং না থাকলে সে ভাষায় দম নেবে কেমন করে মানুষ? ভাষা মরে যাবে তো।
  • dc | 162.158.166.160 | ০৮ মার্চ ২০২০ ১৬:৩২434164
  • বা পেট খারাপ হলে "নদী আপন বেগে পাগলপারা"
  • dc | 162.158.166.160 | ০৮ মার্চ ২০২০ ১৬:২৯434163
  • কিন্তু এখন কলেজ জীবনে কে কি করে সে নিয়েই তো অনেক লোক কৌতূহল প্রকাশ করছে! পুলিশেও দিচ্ছে নাকি।
  • S | 162.158.106.131 | ০৮ মার্চ ২০২০ ১৬:২৭434162
  • ঐ প্রথম বাক্যটাই আসল কথা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত