এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | 162.158.159.49 | ০৮ মার্চ ২০২০ ১৯:০৫434221
  • "পিটিবাবুকে আমি বামপন্থী ভাবতাম।
    সেই ভুল ভেঙে গেছে।"
    বামপন্থী হলে ব-্কার শ-্কারের পক্ষে কথা বলতে হয় এতো জানা ছিল না! নতুন করে বাম্পন্থী হওয়া প্যাকটিশ করতে হবে দেখছি।
    এ এক "বিভৎস মজা"....অন্ধকার কত হল? "উত্তর মেলে না"।
  • সে | 162.158.150.131 | ০৮ মার্চ ২০২০ ১৯:০৫434220
  • "সন্ময় ও বাকস্বাধীনতা" পরে হবে। কর্পোরেশন ইলেকশনটা কাটুক। ভোটের দেরি আছে তো। বাম-কংগ্রেস জোট টপিকটা আট্টু পরে হবে।
    এখন বাঁড়া ন্মক ফীলার নিয়ে মেয়েদের ভূমিকা কী এবং কেন সেটা ডিটেইলে হলে ভাল হয়। না হলেও চলবে।
  • sm | 108.162.229.163 | ০৮ মার্চ ২০২০ ১৯:০২434219
  • ডান ও বাম নিজের জায়গাতেই আছে। খালি কাউন্টার যুক্তি হিসেবে ইচ্ছে আর বেশ করেছে ছাড়া কিছু মেলে নি।তাই এতো বিষয় এর অবতারণা।
    গুরুতে কখনো খিস্তি কে ভাষার প্রকাশ এর ফিলার বা মাধুর্য্য বলা হচ্ছে।কখনো একেবারে জেন্ডার সপ্রেসিভ টুল বলা হচ্ছে।
    কেন?খারাপ জিনিষ হলে বর্জন করুন।
  • r2h | 162.158.167.183 | ০৮ মার্চ ২০২০ ১৯:০০434218
  • রাষ্ট্রে হাত কিছু করছেনা তা নিয়ে তো জনগনের পরিতাপের শেষ নেই। রোদ্দুর রায়কে না পেয়ে ঐ মেয়েগুলোর ওপর ঝাঁপিয়ে পড়েছে। পুলিশেও হেনস্তা করেছে।

    সন্ময়বাবুকে নিয়ে বেশি আলোচনা হয়নি তার কারন বোধয় ওঁর হাল্কা চাড্ডি কানেকশন।

    তাঁর জন্যে আপনার সহানুভূতি প্রশংসনীয়।
  • সে | 162.158.150.21 | ০৮ মার্চ ২০২০ ১৮:৫৭434217
  • পিটিবাবুকে আমি বামপন্থী ভাবতাম।
    সেই ভুল ভেঙে গেছে।
  • PT | 162.158.155.115 | ০৮ মার্চ ২০২০ ১৮:৫৬434216
  • "ব্যক্তিগত ডিভাইসে দেখার ইউটিউবকে"
    আলোচনা শুরু হয়েছে টিভিতে এই খবর রাষ্ট্র হওয়ার পরে। এমনকি মিডিয়াও অন্ধকার রায়ের নামটি যতটা সম্ভব উহ্য রেখেই আলোচনা করছে।
    আমি রাষ্ট্রের কোন লম্বা হাতকে অন্ধকার রায়ের কীর্তি নিয়ে কিছু করতে শুনিনি। বরং তারা সন্ময় বন্দ্যোপাধ্যায়ের ইউটিউবিয় কীর্তিকলাপ নিয়ে বেশী উদ্বিগ্ন ছিল। গুরুতেও "সন্ময় ও বাকস্বাধীনতা" বিষয়ে তেমন কিছু উত্তাল আলোচনা শোনা যায়নি।
  • aka | 108.162.237.129 | ০৮ মার্চ ২০২০ ১৮:৫৫434215
  • রোদ্দুর রায় পাগল না, বেসিকালি হাইতে থাকে। হাই অবস্থায় কি লেখে, বলে ঠিক থাকে না।

    পানুর কথা শুনলেই আমার বালের কথা মনে পড়ে। আসল নাম ছিল বল, ও নিজেকে বাল বলত, তাই আমরাও। বালই একমাত্র ছেলে যে একইদিনে ইকো ও ফিজিক্স ডিপে র‌্যাগড হয়েছিল। তো বাল ইন্জিরিতে পানু লিখত। শুধু লিখত নয় বেকার হলের সিড়িতে বসে থাকত শ্রোতা খোজার জন্য। ধরে ধরে লোককে শোনাবেই শোনাবে। সে কি ভাষা, সে কি উপমা। শেষে আমরা দুর থেকে দেখতাম বাল বসে আছে কিনা, থাকলে পিছন দিয়ে ঢুকতাম।
  • r2h | 162.158.167.163 | ০৮ মার্চ ২০২০ ১৮:৫৪434214
  • আহ, রবিবাবুর গানের টই উঠে গেছে, পাইকে থ্যাঙ্কিউ!
  • r2h | 162.158.165.235 | ০৮ মার্চ ২০২০ ১৮:৫২434213
  • হাহা, ট্রাম্পের লকার রুম আর রোদ্দুর রায়ের ইউটিউব, রোদ্দুরবাবু নিজেও অতটা আশা করেননি!

    তবে শুচিতার প্রশ্নে দক্ষিণ বাম মিলে যায়, এ এক মহালগন!
  • r2h | 162.158.165.197 | ০৮ মার্চ ২০২০ ১৮:৪৯434212
  • বিংশ শতকের শুরুতে প্রথম যে দু'চারজন 'রবিবাবুর গান' রেকর্ড করেছিলেন তাঁদের ভিডিও খুঁজছিলাম। গুরুতেও বোধয় প্রাচীনকালে কেউ দিয়েছিলেন।
  • sm | 141.101.69.172 | ০৮ মার্চ ২০২০ ১৮:৪৭434211
  • এখানে ইচ্ছে করেই প্রাইভেট আর পাবলিক প্লেস ঘুলিয়ে ফেলা হচ্ছে।কারণ কি? না; ইচ্ছে।
    এই গুরুতেই, ট্রাম্পের লকার রুমে কথোপকথন নিয়ে কতো বাইট খচ্চা হয়েছে।-))
  • r2h | 162.158.167.183 | ০৮ মার্চ ২০২০ ১৮:৪৫434210
  • রোদ্দুর রায়ের গানকে হেটস্পিচের সঙ্গে এক করে যদি আদিত্যনাথের কবর থেকে তোলা টাইপ বক্তব্যকে লঘু করতে চান, করুন।
  • r2h | 162.158.167.183 | ০৮ মার্চ ২০২০ ১৮:৪৪434209
  • আমার কোথায় কষ্ট হচ্ছে। আপানারাই তো কখনো ব্যক্তিগত ডিভাইসে দেখার ইউটিউবকে কখনো মাইকের গান, কখনো মিউজিয়ামের ছবি, কখনো পুলিশের গুঁতোর সঙ্গে এক করে দিচ্ছেন।
  • sm | 141.101.69.172 | ০৮ মার্চ ২০২০ ১৮:৪৩434208
  • ভুল ভাল হচ্ছে যে। ইউটিউবে ছড়িয়ে দিলে সেটা মিডিয়া ব্রডকাস্ট ই হচ্ছে।
    তাহলে তো, ইউটিউবে হেট স্পীচ দিলেও কারো কিছু বলার থাকে না।
  • T | 162.158.159.49 | ০৮ মার্চ ২০২০ ১৮:৪৩434207
  • শরি শরি। মিস্টেক। দাশগুপ্ত।

    হায়
  • T | 162.158.159.49 | ০৮ মার্চ ২০২০ ১৮:৪১434206
  • ওঁকশ! মিন্টু ভশ্চায খুবই খাজা লাগল।

    হায়! এ কী পাপ।
  • PT | 162.158.158.116 | ০৮ মার্চ ২০২০ ১৮:৪০434205
  • প্রাইভেট আর পাবলিক প্লেসের ফারাকটা বুঝতে এত কষ্ট কেন হচ্ছে কে জানে!!
  • r2h | 172.68.146.169 | ০৮ মার্চ ২০২০ ১৮:৩৯434204
  • পুলিশ পরিষেবা দেয়, ভালো পরিষেবা দেওয়ার দায় আছে (দেয় না যদিও)। প্রসঙ্গত, পুলিশের খিস্তির প্রতিবাদ করতে কাউকে দেখিনি। করা উচিত যদিও।

    নেতারাও ঐ পরিষেবা ইত্যাদি দেওয়ার প্রতিশ্রুতি দেন, জনপ্রতিনিধি হতে চান।

    তাদের সঙ্গে ইউটিউব আপলোডারকে গোলাবেন না।
  • দোবরু পান্না | 162.158.227.69 | ০৮ মার্চ ২০২০ ১৮:৩৮434203
  • কৃষ্টি। কৃষ্টি। কৃষ্টি। তাসদ্বীপের কৃষ্টি। বাঁচাও সেই কৃষ্টি। জারি করো বাধ্যতামূলক আইন

  • sm | 141.101.69.172 | ০৮ মার্চ ২০২০ ১৮:৩৬434202
  • চমৎকার।পুলিশ যখন কাউকে ধরে জেরার নামে উদম খিস্তি দেয়,তখন সেটাকে বাক্যের অলঙ্কার বলে মেনে নেবো?
    রাজনৈতিক নেতা যদি বক্তৃতায় চার অক্ষরের গালা গালি দিয়ে ভর্তি করে।
    সেটাকে ফিলার বলে ধরে নেবো?
  • দোবরু পান্না | 162.158.227.55 | ০৮ মার্চ ২০২০ ১৮:৩৫434201
  • ইচ্ছে। ইচ্ছে

    সে ই তো ভাঙছে সে ই তো গড়ছে

    সে ই তো দিচ্ছে নিচ্ছে

    সে ই তো আঘাত করছে তালায়

    সে ই তো বাঁধন ছিঁড়ে পালায়

    বাঁধন পরতে সে ই তো আবার ফিরছে।

  • r2h | 172.69.134.56 | ০৮ মার্চ ২০২০ ১৮:২৭434200
  • কলকে না পাওয়া আর পুলিশ লেলানো আলাদা।

    অন্যকে ব্যবহার করতে না দিলে সে মেয়েটি বলবে। সমাজের এত মাথাব্যথা হওয়ার কারন দেখি না।

    রবীন্দ্রসঙ্গীত সরকারি বিশ্বভারতীর সম্পত্তি হওয়া উচিত? বর্তমান আচার্য আর্ধেক গান ব্যান করে দেবেন যেঃ) একটা ফিজিক্যাল ক্যানভাস আর একটা বৌদ্ধিক অয়াসেট তো আলাদা।

    আমি খিস্তির জয়গান গাইবো না। ওটা আমার রুচির বিপ্রতীপে। এবং আবারও, ওটার জন্যে পুলিশ লেলিয়ে দেবো না। ওটাও আমার রুচি নীতিবোধ সবকিছুর বিপ্রতীপে। নজরদার রাষ্ট্র সুবিধের নয়।
  • PT | 162.158.155.115 | ০৮ মার্চ ২০২০ ১৮:২৩434199
  • "তার সাথে প্যারোডি গাওয়া আলাদা ব্যাপার।"
    অন্ধকার রায়ের গান প্যারোডি নহে। মন দিয়ে মিন্টু দাশগুপ্ত শুনুন। নজরুলের "বিদ্রোহী" কবিতার প্যারোডি লেখা হয়েছিল তাঁর সুস্থ অবস্থাতেই। সেতাও পড়ে দেখতে পারেন।

    "আর নিজের পিঠ"
    সত্যি জানেন যে মেয়েটি ঐ শব্দের জন্য নিজের পিঠ অন্যকে ব্যবহার করতে দিয়েছিল?

    "সরকারী/ জাতীয় সম্পত্তি মোনালিসা "
    রবীন্দ্রসঙ্গীতও (শব্দ-্সুর সহ) তো তাই হওয়া উচিত। তাহলে বিশ্বভারতী ঠিক কাজই করত যতদিন ক্ষমতা ছিল?

    "অনেকেই চায়, তাদের ইচ্ছে।"
    যারা এই উন্মাদনাকে খিস্তি করতে চায় সেটাও তাদের ইচ্ছে (স্বাধীনতা?)। তো আসুন সবাই মিলে খিস্তির জয়গান গাই!!

    আমি ভাবছি যে "আজি কমলমুকুলদল খুলিল" গানটি হারমোনিয়াম বাজিয়ে বাইজিবাড়ি স্টাইলে গেয়ে যে প্রতিষ্ঠানবিরোধী কাজ করেছিলেন সেটা তেমেন কল্কে পায়নি কেন? আসলে অজয়বাবুর স্টাইলে গেয়ে প্রতিষ্ঠানবিরোধীতা দেখাতে গেলে যে এলেম লাগে তা তো আর অন্ধকার রায়ের গানের জন্য প্রয়োজন হয়না!!
  • sm | 141.101.69.172 | ০৮ মার্চ ২০২০ ১৮:২১434198
  • ধরা যাক শিক্ষক এসেছেন ক্লাস রুমে অঙ্ক করাতে।ছেলেটি প্রশ্নের উত্তর পারলো না।শিক্ষক চার অক্ষরের কাঁচা দিলেন।ছাত্র জিগলো,মাস্টার মশাই কেন গাল দিলেন?
    উত্তর - ইচ্ছে।
    ছাত্র মাস্টার মশাই কে অঙ্ক টি বুঝিয়ে দিতে বললো।মাস্টার মশাই বুঝিয়ে দিলেন।
    ছাত্র - ধূর, বাঁ *!বুঝতে পারলাম না।
    শিক্ষক - কেন গাল দিলে?
    ছাত্র - ইচ্ছে।
  • r2h | 172.68.146.169 | ০৮ মার্চ ২০২০ ১৮:১১434197
  • সরকারী/ জাতীয় সম্পত্তি মোনালিসা আর নিজের পিঠ এক?

    আমি আমার বিবাহবার্ষিকীর নৈশভোজের ছবি শেয়ার করতে চাই না, আমার ইচ্ছে। অনেকেই চায়, তাদের ইচ্ছে।

    আমি কলেজ মেসবাড়ি বাংলুর ঠেক চষে বেড়িয়েছি, কোনদিন খিস্তি দিইনি, আমার ইচ্ছে। আমার আশেপাশে প্রায় সবাই দিয়েছে, তাদের ইচ্ছে।
  • S | 162.158.106.101 | ০৮ মার্চ ২০২০ ১৮:১১434196
  • মোনালিসার ছবিটা নিরাপত্তার ঘেরাটোপের মধ্যে রাখা হয় যাতে সেটাকে কেউ নষ্ট করে না দিতে পারে বা চুরি না হয়ে যায়। মোনালিসার ছবিরও অহরহ নকল তৈরী হয়, মীমও তৈরী হচ্ছে আজকাল। এইধরনের নিরাপত্তা কবিঠাকুরের নোবেলের ক্ষেত্রেও রাখা উচিত ছিল। অত্যন্ত মুল্যবাণ তো। তার সাথে প্যারোডি গাওয়া আলাদা ব্যাপার। শেক্ষকবির পান্ডুলিপি যত্নে রাখা হয়েছে মানে তাঁর লেখা নিয়ে প্যারোডি হবেনা তাতো নয়।

    নিরাপত্তর ঘেরাটোপেই তো ছিল। কোর্টের নির্দেশেই তো কপিরাইট থেকে মুক্তি পেলে রবিঠাকুর।
  • sm | 108.162.229.157 | ০৮ মার্চ ২০২০ ১৮:০০434194
  • মানুষের বোঝার কতো ভুল থাকে।আজ যেটা চলিত ভাষা বা শব্দ।কাল সেটা স্ল্যাং হয়।যেমন বঙ্কিমের আমলে মা*.বর্তমানে একটি স্ল্যাং।কেউ নিজের পত্নী কে উক্ত সন্মোধন করে না।
    ঝি,এর অর্থ কন্যা।
    বাঙালি কেউ নিজের মেয়ে কে,ঝি বলে পরিচয় দেয় না।
    বাড়ীতে কেউ এলে বলে না,এ দুজন আমার ঝি,আপনার টি কোথায়.
    কিন্তু উড়িয়া ভাষায় ঝি বা ঝিও হলো কন্যার প্রকৃত পরিচয়।
    স্ল্যাং বলার মধ্যে বাহাদুরী কোথায়?
    একটু আগে ধুরন্ধর বাবুর লেখা নিয়ে গুরুর লোকজন কেন আপত্তি করতো,সেই প্রশ্নের উত্তর পাওয়া যায়নি।
    অধিকাংশ গালা গালি জেন্ডার সপ্রেসিভ।এ নিয়ে গুরুর লোকজন বিস্তর পাতা খরচা করেছেন।
    আজ গালা গালি দেবার জন্য উতলা পনা দেখে আশ্চর্য্য হতে হয়।
  • PT | 162.158.154.84 | ০৮ মার্চ ২০২০ ১৮:০০434195
  • S
    আমি অত হাই লেভেলের কিছু ভাবছি না। শুধু ভাবছি যে যে গান চারবন্ধু মিলে গাওয়ার ও উপভোগ(?) করার সেটা কেন অন্যরা জানবে? এটা বোধহীনতা।
    আর অন্যের পাড়ায় গিয়ে জেনে বা না জেনে পিঠে যা খুশী তাই লিখে ঘুরে বেড়ানো কোন কাজের কথা নয়। বাড়িতেও তো ঐ সব শব্দ গায়ে লিখে সারাদিন থাকতেই পারে। তাতে অসুবিধে কিসের? কেউ তো আর তার ঘরে উঁকি মারতে যাচ্ছে না।

    ভেবে দেখুন যে কোন ফরাসী অন্ধকার রায়ের ইচ্ছে হল যে মোনালিসার কপালটা ফাঁকা ফাঁকা-একটা টিপ এঁকে দেওয়া দরকার। যদি সে দেয়, তাহলে ফ্রান্সে বাদ দিন, সারা বিশ্বে কিরকম জমাটি আলোচনা শুরু হবে? ফরাসীরা স্বাধীনতাকামী নয় বলা যাবেনা.....তাহলে মোনালিসার ছবিটা ঐ বিপুল নিরাপত্তার ঘেরাটোপে রাখা হয় কেন?

    আর এতো শুধু অন্ধকার রায়ের সমালোচনার ব্যাপার নয়। কয়েক বছর আগে অজয়বাবু "আজি কমলমুকুলদল খুলিল" গানটি হারমোনিয়াম বাজিয়ে বাইজিবাড়ি স্টাইলে গেয়ে বেজায় ধিকৃত হয়েছিলেন।

    নিরাপত্তর ঘেরাটোপে রাখা যায় না বলে খুশীমত আরেকজনের সৃষ্ট গানের অঙ্গহানি করা যায়?
  • S | 162.158.106.131 | ০৮ মার্চ ২০২০ ১৭:৫১434193
  • এই সীনটা আমার খুব প্রিয়। কিউ যে খুবই ক্রিয়েটিভ সেটা এই সীনটা দেখলে বোঝা যায়।

  • সে | 162.158.150.21 | ০৮ মার্চ ২০২০ ১৭:৪৮434192
  • প্রোলেতারিয়াত*
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত