এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • r2h | 172.69.134.56 | ০৮ মার্চ ২০২০ ১৫:৫৩434131
  • রবীন্দ্রভারতেই বোধয় সুনীলরা শার্ট প্যান্ট পরে রবিগান গাইতে গেছিলো, সাংস্কৃতিক মেসোমশাইরা তাতে খুব বিরক্ত হয়েছিলেন।
  • PT | 162.158.155.109 | ০৮ মার্চ ২০২০ ১৫:৫২434130
  • "পিটি দা চার্পাশের লোকের সঙ্গে গানের ভাষায় কথা বলেন জেনে পুলোকিত হোলুম"
    গানের ভাষা আর অন্ধকার রায়ের ভাষার মাঝে আর কোন রকমের ভাষা হয়না জেনে পিটি পুলকিত হল।

    "কিন্তু দুনিয়াতে কটা কলেজ যাওয়া ছেলেপুলে এইসব ভাষা জানে না বা ব্যবহার করেন না, সেটা বলতে পারেন?"
    যাহা যাহা জানেন সব কিছুই পাবলিক প্লেসে করা বা বলা যায় জেনে পুলকিত হলাম!!
    কিছুদিন আগে একদল অটোচালকের সঙ্গে ঢাকুরিয়া ব্রিজের কাছে ২ টাকা নিয়ে বিতর্ক লাগে। আমি কিছুতেই দেবনা-সেও ছাড়বে না, কিছুক্ষণ বেজায় গলাবাজীর পরে একজন আমার বৌএর দিকে অঙ্গুলি-নির্দেশ করে ভয় দেখালঃ "দেখুন সঙ্গের মেয়েছেলের সামনেই কিন্তু মুখ খুলব এবার"। আমি বললাম, "তুমি যা যা বলবে তার সবগুলোর মানেই আমি জানি আর দরকার হলে আমিও ঐ শব্দ ব্যবহার করে তক্ক করব- বৌএর সামনেই"।
    পুরো দলটাই তাতে থতিয়ে গিয়ে চেপে গেল। শেষে ১ টাকায় রফা হয়। এখন ভাবছি ঐ লোকটাকে ১০০ টাকা দেওয়া উচিত ছিল। এই ছাত্র-্ছাত্রীগুলোর থেকে ভাষার ব্যবহারের ব্যাপারে ঐ অটোচালক অনেক বেশী সংযমী।

    "এই দোল উৎসবে সকলের বাবামায়েরাও উপস্থিত ছিলেন? জানতাম না।"
    ছিলেন না? হয়ত বা! কিন্তু বাবা বা মায়ের বয়সী "মাস্টারেরা" ছিলেন। আর বাবা মায়েরা যে টিভিতে ঐসব লেখা পড়ে ফেলবে তা কি নির্বোধরা ভাবেনি? তার পর সেই বাবা মায়েদের সঙ্গে গিয়ে এইসব বিপ্লবীরা মুচলেখা দিয়েছে। অত সহজে কি আর Young Bengal হওয়া যায়?
  • অর্জুন | 162.158.227.25 | ০৮ মার্চ ২০২০ ১৫:৫২434129
  • @o কাল একটা মন্তব্যে বললেন বাঙালি সংস্কৃতি ঠাকুরবাড়ির হাত ধরে এসেছে। তাতে অসুবিধে কোথায় ? আর কিছু না হোক ঐ পরিবারটি বাঙালিকে ঠিক মত কাপড় জামা পরা, বসবার ঘরটা সাজিয়ে রাখতে শিখিয়েছে।  ঠাকুরবাড়ি একটা প্রতিষ্ঠান। ওটার অলটারনেভ যখন কিছু হয়নি তখন গাল কামড়ে লাভ নেই। কতটা জাতীয়তাবাদী হতে হয়, কতটা বিশ্বজনীন, ইউরোপের প্রটিন কালচারটা ছেঁকে নিতে হবে সেটাও ওখান থেকে এসেছে। 

  • | ০৮ মার্চ ২০২০ ১৫:৫১434128
  • রোদ্দুর রায় কিন্তুক বনলতা সেন ও গেয়েছেন
  • এলেবেলে | 162.158.227.55 | ০৮ মার্চ ২০২০ ১৫:৪৯434127
  • আর বাংলার নিজস্ব সংস্কৃতিও অত সংকুচিত নয় যা কেবল রবি ঠাকুরে আবদ্ধ। বাংলার ৮০ শতাংশ মানুষ রবি ঠাকুরের তোয়াক্কাও করেন না। তাঁরা সংস্কৃতির চর্চা করেন না বুঝি? এই এলিটিজম ছাড়ুন মহায়।

  • S | 162.158.107.190 | ০৮ মার্চ ২০২০ ১৫:৪৭434126
  • রবিঠাকুরের গান গাওয়ার জন্য ড্রেস কোড নির্ধারণ করাটা অনেকটাই আরেসেসের ফতোয়ার মতন।
  • | ০৮ মার্চ ২০২০ ১৫:৪৭434125
  • উরেব্বাপরে!!
    সমোস্কিতির ঢাক তেরে কেটে তাক তাক
    দমাদম দমাদম কৃষ্টি ভীষণ
    উফফ

    পিটি নির্ঘাৎ সুকির ব্লগগুলো পড়েন টড়েন না।
  • এলেবেলে | 162.158.227.55 | ০৮ মার্চ ২০২০ ১৫:৪৬434124
  • মুন্ডুর মাথা। বিজেপি লাভ জেহাদ নিয়ে মৌলবাদ দেখায়, আপনি রবীন্দ্রনাথের শুদ্ধতা রক্ষার মৌলবাদে আটকেছেন। হরে দরে একই। রবীন্দ্রনাথ অত ঠুনকো নন যে এক বাঁ-র আঘাতেই মুচ্ছো যাবেন।

  • অর্জুন | 162.158.227.69 | ০৮ মার্চ ২০২০ ১৫:৪৩434123
  • র. ভ.  ঘটনাটা এবং রো রা'র গান নিয়ে আমার আতঙ্কটা যেখানে তা হলঃ 

    একটি আগ্রাসি রাজনৈতিক শক্তির কাছে বাঙালি, বাংলা ভাষা ও সংস্কৃতি এখন টার্গেট (সারা দেশে বাংলা ভাষাভাষীর মানুষদের হেনস্থা হতে হচ্ছে, চিড়ে খেলেও নাগরিকত্বের প্রশ্ন উঠছে) 

    তখন সংস্কৃতির  এই বিকৃতিয়ান  অসম্ভব একটি ভুল বার্তা দিচ্ছে । পরিষ্কার মেসেজ যাচ্ছে  বাঙালি তার নিজস্ব
    সংস্কৃতি এমনকি ভাষা সম্পর্কেই শ্রদ্ধাশীল নয়।  ঐ আগ্রাসি শক্তি যারা ধর্মের নাম করে সংস্কৃতির রেজিমেনটেশন চেয়ে আসছে বারবার তারা আরো সুযোগ পাচ্ছে/পাবে ইন্টারভিন করতে। বাস্তবে রবীন্দ্রনাথ একজন আইকন। সারা ভারতের কাছে রবীন্দ্রনাথ, বাংলা ভাষা ও সংস্কৃতি সমার্থক। তাই  আমজনতা  শেষমেশ চাইবে এই রেজিমেনটেশনই সংস্কৃতি রক্ষার আসল কবচ। বিপদ এবং আতঙ্কটা সেখানেই। 

    আমাদের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ভুলে গা ভাসালে তার পরিণতি ভয়ংকর। 

  • o | 162.158.63.143 | ০৮ মার্চ ২০২০ ১৫:৪১434122
  • কী বোরিং! কী বোরিং! লোকে শিল্পে খিস্তি ব্যবহার আর কথোপকথনে খিস্তি ব্যবহার গুলিয়ে ফেলছে! আরে আলোচনা করার সময় খিস্তি দিইনা কোনো মরালিটি-ফরালিটি থেকে নয়, জানি যে একপক্ষ দিলে উল্টোপক্ষও দেবে। এবং এটা চলতেই থাকবে, ইনফাইনাইট লুপ। সেইটে অ্যাভয়েড করার জন্য। অবশ্য কেউ কেউ কোড রান না করানো পর্যন্ত বুঝতে পারে না ইনফাইনাইট লুপে ঢুকছি। হল্টিং প্রবলেম, কিছু করার নেই।
  • S | 162.158.107.190 | ০৮ মার্চ ২০২০ ১৫:৩৯434121
  • মনে আছে কোলকাতার মেট্রোতে দুটো ইয়ঙ্গ ছেলেমেয়ে গা ঘষাঘষি করছিল বলে একদল ভদ্দরলোক ছেলেটাকে পিটিয়েছিল। তারাই কি বঙ্গ সমস্কিতির ইসে মানে জ্যাটামহায়?
  • সে | 162.158.150.93 | ০৮ মার্চ ২০২০ ১৫:৩৯434120
  • সিলেবাস আলাদা গ্রামের দিকে।
    কিছু গিভেন এইরকম:-
    এদেশে প্রচুর গ্রাম।
    দেশে ২৬ টি ক্যান্টন, তার মধ্যে ২০টি ফুল ক্যান্টন ৬টা হাফ ক্যান্টন।
    চারটি ভাষা— জারমান, ফরাসী, ইতালিয়ান ও রেটোরোমানিশ।
    ইস্কুল ব্যবস্থা সব ক্যান্টনের নিজস্ব।
    প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অবৈতনিক এবং বাধ্যতামূলক
    হোম স্কুলিং নিষিদ্ধ
    বিভিন্ন ক্যান্টনের মধ্যে এই প্রাথমিক ও মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষার কোনও যোগ নেই।
    প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার দায়িত্বে স্থানীয় মিউনিসিপালিটি।
    উচ্চ মাধ্যমিক শিক্ষার দায়িত্বে ক্যান্টন।
    উচ্চশিক্ষার কোনও কোনও কোনওটির দায়িত্বে কেন্দ্রীয় সরকার অথবা কোনও কোনওটির দায়িত্বে ক্যান্টন।
    যেমন ETH /EPFL এর দায়িত্বে কেন্দ্র।
    উচ্চশিক্ষার জন্য ফি নামমাত্র। এক একটি সেমেস্টারে ৬০০-৭০০ ফ্রাংক।
    ইস্কুল তিন প্রকার। প্রাইমারি (১-৬ ক্লাস অবধি), সেকেন্ডারি, গিমনাজিউম(ক্যান্টনচালিত)।
    সেকেন্ডারি ইস্কুলের দুটো বা তিনটে ভাগ (মিউনিসিপালিটি ভিত্তিক)।
    খুবই জটিল স্কুল সিস্টেম।
    এই গিভেনগুলো মনে রাখলে বাকি টুকু বুঝতে সুবিধে হবে।
    পরে লিখব।
  • এলেবেলে | 162.158.227.55 | ০৮ মার্চ ২০২০ ১৫:৩৯434119
  • পিটিস্যার, এ মাইরি খুবই বাজে আর্গুমেন্ট হল। আমরা যখন কথা বলি তখন কি জীবনানন্দীয় শব্দ, কমলকুমারীয় ভঙ্গী এবং রবীন্দ্ররুচির তোয়াক্কা করে কথা বলি? সে তো মহা ঝকমারির বিষয় মহায়! ধরুন আমার হেডুকে বললাম 'আমার সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশায়'; বা মেয়েকে সন্ধে নাগাদ বললাম 'আলো ক্রমে আসিতেছে' বা স্ত্রীকে 'ভালোবেসে দেখিয়াছি মেয়েমানুষেরে' তাহলে লোকে আমাকে মারতে আসবে!

    এখন হচ্ছে কি রবীন্দ্রনাথকে আগেও খুব মানুষ বোঝেননি বা বুঝতে চাননি। তাই পাড়ায় পাড়ায় রোবিন্দোজয়ন্তী পালন করেছেন কালচারকাকুরা। এখনও বুঝতে চান না বা চাইছেন না তাই পিঠে বাঁ লেখা হচ্ছে। মিটে গেল। কে কী করবে, কে কী গাইবে, কেমন ভাবে গাইবে, কেন গাইবে এ ব্যাপারে খামোখা অত জাজমেন্টাল হতে যাব কেন/ আমি নিজে রোদ্দুর রায় শুনিইনা। কিন্তু অন্য কেউ শুনলে শুনুক, আপত্তি করব কেন?

  • তাপস | 162.158.166.160 | ০৮ মার্চ ২০২০ ১৫:৩৪434118
  • সৈকত খিস্তি করা নিয়ে একটা কথা গুরুর বিভিন্ন প্ল্যাটফর্মে খুব বলত একসময়ে। সেটা হল, এখানে এমনভাবে কথা বলতে হবে, যেন মঞ্চে দাঁড়িয়ে কথা বলা হচ্ছে। মঞ্চে তো আর আমরা, বাঙালিরা, প্রমিত ছাড়া অন্য ভাষায় কথা বলি না।
    সেটাই মোটামুটি নির্ধারিত স্কেল হয়ে গিয়েছে যা মনে হয়। যেমন এই যে আমি গিয়েছে লিখলাম, এটা ফর্মালি বলি, বা লিখি। না হলে গেছে লিখি।

    কিন্তু বন্ধুবান্ধব-অতিথি, তাদের তো খিস্তিই করি। শুনি। জগাকে সেদিন বললাম মিছিলে যেও না। সে বলল, কেন। আমি বললাম এই সিপিএম আর না। তাতে আমার বয়ঃকনিষ্ঠ সিপিএম কর্মী আমাকো তো খিস্তিই করল। তিন অক্ষরের। তার ও আমার অংশীদার (পার্টনার) হ্যা হ্যা করল।

    এরকম করা ঠিক হচ্ছে না তাহলে! জগাকে বলব খিস্তি না দিতে।
  • dc | 172.69.134.176 | ০৮ মার্চ ২০২০ ১৫:৩২434117
  • খেলেঙ্গে হাম খুন কি হোলি। বলে বাঁড়া ভিলেন গোটা শহরকে শুইয়ে দিল :d

    এই রোদ্দুর রায় লোকটা আকাট পাগোল।
  • S | 162.158.107.190 | ০৮ মার্চ ২০২০ ১৫:৩১434116
  • @অর্জুন, আপনার লেখায় তো রীতিমত ফ্যাক্চুয়াল এরর ধরিয়ে দিলাম।
  • S | 162.158.107.190 | ০৮ মার্চ ২০২০ ১৫:২৯434115
  • "এবং গত কাল রাতেই আর্গুমেন্ট এগোতে পারছেনা দেখে রণে ভঙ্গ দিয়েছিলেন।"

    কোন আর্গুমেন্ট? তখন ঘুমোতে গেছিলাম বোধয়।
  • S | 162.158.107.190 | ০৮ মার্চ ২০২০ ১৫:২৮434114
  • এই কথাটারও কোনো মানে নেই। আমি জানি না আপনি কোন গ্রহে বাস করেন? কিন্তু দুনিয়াতে কটা কলেজ যাওয়া ছেলেপুলে এইসব ভাষা জানে না বা ব্যবহার করেন না, সেটা বলতে পারেন? এই দোল উৎসবে সকলের বাবামায়েরাও উপস্থিত ছিলেন? জানতাম না।
  • অর্জুন | 162.158.227.25 | ০৮ মার্চ ২০২০ ১৫:২৬434113
  • @S, কাল থেকে আপনার আর্গুমেন্ট তো দেখছি। সেটাও এত ভুলে ভরা, যে সব কটা অ্যাসিমিলেট করে কাউন্টার করতে গেলে একটা প্রবন্ধের আকার নেবে। 

    এবং গত কাল রাতেই আর্গুমেন্ট এগোতে পারছেনা দেখে রণে ভঙ্গ দিয়েছিলেন।   

  • o | 173.245.52.104 | ০৮ মার্চ ২০২০ ১৫:২৬434112
  • একচুয়ালি বাঁ* লেখার দরকার নেই, ওটা লিখিতরূপ। কথ্যরূপ হচ্ছে বাঁ। বাক্যে ব্যবহারঃ ধুহ বাঁ। :-)
  • dc | 172.69.134.176 | ০৮ মার্চ ২০২০ ১৫:২৪434111
  • রোদ্দুর রায় বিজেপির এজেন্ট এ নিয়ে কোন সন্দেহই নেই। সেজন্যই এই ভিডিওটা বানিয়েছেঃ

  • অর্জুন | 162.158.227.25 | ০৮ মার্চ ২০২০ ১৫:২২434110
  • এখানে যারা 'র. ভ'র ঘটনাটা যারা এত নিষ্ঠা ভরে ডিফেন্ড করছেন তাদের সন্তানেরা 'ব' দিয়ে বিতর্কিত শব্দটি বলে 'মা', 'বাবা' 'কাকা, 'মামা' ইত্যাদি ডাকলে আপত্তি করবেন না তো ? 

    বা প্রবাসী নাতি, নাতনিকে রবীন্দ্রনাথ শোনাবার সময় 'গীতবিতান' ফলো করবেন না রো. র'র ভারশান?  

  • S | 162.158.107.190 | ০৮ মার্চ ২০২০ ১৫:২২434109
  • @অর্জুন, আপনার পোস্টটাতে প্রতি সেন্টেন্সে এতগুলো ভুল আছে যে সেইসব ধরে ধরে বলতে গেলে এরাটা আসল ডকুমেন্টের থেকে বড় হয়ে যাবে।

    তার মধ্যে একটা হল রোদ্দুর রায়ের সাবস্ক্রাইবার ১৯৭ হাজার। এই ৩০ লক্ষ কোত্থেকে পেলেন জানিনা? একবার অন্তত চেক করে তারপরে লিখতে পারতেন। ইউটিউব ডট কমে যাবেন। তারপরে রোদ্দুর রায় টাইপ করলেই পেয়ে যেতেন।
  • অর্জুন | 162.158.227.25 | ০৮ মার্চ ২০২০ ১৫:১৭434108
  • 'ললিতলবংগলতাসুলভনেকুপুষুয়াতুপুতুপনা'

    আচ্ছা কি বলে জেনো , মুখে বোবা ধরে গেলে লোকে এরকম শব্দ বের করে!
  • S | 162.158.107.190 | ০৮ মার্চ ২০২০ ১৫:১৪434107
  • পিটিদার এই পোস্টটার কোনো মানেই বুঝলাম না। তার মানে যে শব্দগুলো বাড়ির লোকের সঙ্গে ব্যবহার করি, সেগুলো বসালে অসুবিধে নেই? তাহলে সামনে "বোকা" কথাটা লিখলে কোনো আপত্তি নেই আপনার?

    কাজের জায়্গায় যে কি কথা ব্যবহৃত হয়ে সেকথা আর কি বলবো? আমার এক বস হামেশাই এফ ওয়ার্ড ইউজ করতেন। শুনেছি হাই প্রেশার জবে লোকে গুছিয়ে গালিগালাজ করে। সেসব কাজ পাওয়ার যোগ্যতা অন্তত আমার নেই। পেলে প্রফেশনাল জীবন ধন্য হয়ে যেত।

    রোদ্দুর রায় যেমন এইসব কথায় লোকের সঙ্গে কথা বলেনা, লোকে তো রবিঠাকুরের গানের কথায়ও লোকের সাথে কথা বলেনা। এখানে কে কে "চাঁদ উঠেছে গগণে" বলেছেন, জানতে চাই। "গগণ" শব্দটা রচনা লেখা, কাব্যি আর গানের বাইরে কেউ ব্যবহার করেছে বলে তো দেখিনি।
  • অর্জুন | 162.158.227.25 | ০৮ মার্চ ২০২০ ১৫:১৪434106
  • রো.রায়ের ডিফেন্সে নাচন, কাঁদন দেখে বেশ লাগছে অ্যাকচ্যুয়ালি এবং ভাষা প্রয়োগেই অলরেডি এফেক্টটা টের পাওয়া যাচ্ছে। রো.রা নিজে রবীন্দ্রনাথ বা তাঁর গান নিয়ে কি জানে জানিনা (তার কোনো প্রমাণ পাওয়া যায় না) কিন্তু সে এক পাল ইয়ং জেনারেশনকে রবীন্দ্রনাথের গান ঠিক মত জানার আগেই তাঁর গানকে নিয়ে ষ্ট্রীট লেভেল ইভ টিজিং এ পরিণত করছে! এই ছেলে, মেয়েগুলো ঠিক মত জানছেও না তারা কোথায় কি বসাচ্ছে? রোদ্দুর রায় করেছে, এক পক্ষ লোক নাচছে, আরেক পক্ষ খেপছে। বেশ আমরাও করি ! একটা সাবজেক্টের নলেজ লেভেলের দৃষ্টিভঙ্গি থেকেও এটা বিপজ্জনক! একটা শর্ট কাট মেথড, যেখানে বেশী না জানলেও চলবে! 

    রো.র রায় একটা হেটরেড কালচারের সূচক যেটা ভয়ংকর ডেঞ্জারাস। ছেলে, মেয়ে গুলো রবীন্দ্রনাথের গান জানতে পারল না। কিন্তু অবজ্ঞা করতে শিখল। অর্থাৎ কিছু না জেনেও কোনো বিষয়ে হস্তক্ষেপ করা যায় আবার এক পাল জনতাকেও ক্ষেপিয়ে দেওয়া গেল ছেলে মেয়েরগুলোর পিছনে। নিজে নিরাপদ দূরত্বে বসে লক্ষ লক্ষ টাকা রোজগার করছে। শুনলাম ওর ইউ টিউব সাবস্ক্রাইবার নাকি ৩০ লাখ। 

    বিজেপি exactly এই strategyতে পলিটিক্স খেলছে। এক পক্ষের লোকের সঙ্গে আরেক পক্ষের লোকেকে ক্ষেপীয়ে দাও।

    খুব অবাক হব না শুনলে যে  রো.রা বিজেপির এজেন্ট।  আমি কালও বলেছি রো র is basically an agency। 

     বাংলা গানে যারা পরিবর্তন এনেছিল তারা কেউ শর্ট কাট প্রেসেসে আসেনি।  কবীর সুমনও নয়। বাংলা ব্যান্ড ও নয়। এরা সবাই ট্র্যাডিশনল বাংলা গান ভাল গায়, এক একজন লোক সংগীতের অথরিটি। 

  • T | 141.101.99.94 | ০৮ মার্চ ২০২০ ১৫:১২434105
  • এই কিছুক্ষণ আগেই তো পাড়ায় একজনকে শুধোলাম, কী রে বাঁ_, অ্যাত রোগা হয়ে গেশিশ ক্যানো! মোটা হ বাঁ_

    রবীন্দ্রসুধাপান কী তবে আমার জন্য বরাদ্দ নয়!

    হায়!
  • সে | 162.158.150.29 | ০৮ মার্চ ২০২০ ১৫:০৯434104
  • “ সিলেবাস আলাদা, এটা কী ব্যাপার?”
    বলছি। সবে ঘুম থেকে উঠলাম একটু পরে লিখছি।
  • একক | 141.101.99.184 | ০৮ মার্চ ২০২০ ১৫:০৮434103
  • পিটি দা চার্পাশের লোকের সঙ্গে গানের ভাষায় কথা বলেন জেনে পুলোকিত হোলুম ঃ)
  • সে | 162.158.150.29 | ০৮ মার্চ ২০২০ ১৫:০৮434102
  • @ল্যাদোষবাবু
    সুইটজারল্যান্ডে কে চাকরি করে কে করে না তার ওপর Krankenversicherung (অসুস্থতার বীমা) কোনও যোগ নেই। সবাইকে দিতে হবে। কর্মদাতা এটা দেয় না, প্রত্যেককে নিজেকে দিতে হয়, অসুখ হোক বা না হোক, ম্যাণ্ডেটরি।
    বয়স বাড়বার সঙ্গে সঙ্গে এর প্রিমিয়ামও বাড়ে। সবটাই প্রাইভেট অসুস্থতাবীমাকোম্পানীদের দ্বারা চালিত। পসন্দ আপনা আপনা। প্রিমিয়ামও বীমাকোম্পানিনির্ভর। কিন্তু হিসেব ঐরকমই। ক্যান্টন বিশেষেও বীমার প্রিমিয়াম নির্ভর করে। একবার ভোটাভুটি হয়েছিল যে একটাই সরকারি অসুস্থতাবীমাব্যবস্থা থাকবে ফ্ল্যাট ব্যবস্থা ফর অল। যেহেতু এদেশে ডিরেক্ট ডেমোক্র্যাসী (যেটা মার্কিন দেশ বা ভারতে বা বিলেতে নেই। বুঝতে অসুবিধে হয় অনেকেরই যারা মনে করে এই তিনটে দেশই আছে এ পৃথিবীতে) তাই সবার ভোট নেওয়া হয় এবং এরা এর বিপক্ষে ভোট দেয়।
    ফলে কিছুই বদলায় না।
    অথচ পাশের দেশ জারমানিতে ব্যবস্থা অন্যরকম। বেসিক Krankenversicherung (KV ) এর প্রিমিয়াম সেখানে অন্যরকম, আয়ভিত্তিক। আয়ের প্রোপোর্শানে কেটে নেবে সরকার। ফ্রান্সেও ব্যবস্থা খুবই ভাল। ব্রিটেনে আছে অন্য ব্যবস্থা।
    ডিটেইলে জানতে চাইলে পরে লিখব ঘাপলাগুলো কোথায় কোথায়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত