এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • মৃন্ময় পাল | 141.101.98.107 | ১৪ মে ২০২০ ১৪:২৭445387
  • বুধবার অর্থনৈতিক অবস্থা ফিরিয়ে আনার চেষ্টায় ২০ লক্ষ কোটি টাকার প্যাকেজের প্রথম ধাপ ঘোষণা করেছে অর্থমন্ত্রক। এবার সেই প্যাকেজের ভূয়সী প্রশংসা করলেন ব্যবসায়ী বিজয় মালিয়া। পাশাপাশি, তাঁর অভিযোগ, বারংবার অনুরোধ করলেও তাঁর কথায় কর্ণপাত করছে না সরকার। ফেরত নিচ্ছে না ধারের টাকা।

    বৃহস্পতিবার সকালেই বিজয় মালিয়া টুইট করেন। তিনি লিখছেন, “কোভিড প্যাকেজের জন্য সরকারকে শুভেচ্ছা। যত খুশি টাকা ছাপান তারা। কিন্তু আমার মতো একজন সাধারণ দাতার কথায় কেন কর্ণপাত করা হচ্ছে না? আমি তো ঋণের ১০০ শতাংশ টাকা ফেরত দিতে চাই। সরকার দয়া করে এই অর্থ নিঃশর্তে গ্রহণ করে এই অধ্যায় শেষ করুক।”

    উল্লেখ্য, এই প্রথম নয়। করোনা আবহে একাধিকবার মুখ খুলেছেন বিজয় মালিয়া। বলেছেন, “আমি কিংফিশারের সমস্ত ঋণের টাকা ফিরিয়ে দিতে চাই। ব্যাঙ্ক আমার থেকে টাকা ফেরত নিচ্ছে না। ” ঋণখেলাপি ফেরারদের তালিকায় প্রথমেই রয়েছেন বিজয় মালিয়া। ঋণ ফেরানোর ট্রাইবুনাল জানিয়ে দিয়েছে বিজয় মালিয়াকে মোট ফেরাতে হবে ৬২০০ কোটি টাকা। কিংফিশার কর্তার অবশ্য দাবি, তিনি ৩০০০ কোটি টাকা ফিরিয়ে দিয়েছেন।

  • Amit | 162.158.2.229 | ১৪ মে ২০২০ ১৪:২৪445386
  • এই অপদার্থ মোদী সরকার মইগ্রান্ট লেবারদের সাথে জাস্ট অমানুষের মতো ট্রিটমেন্ট করেছে. এদেরকে মালিক মাইনে দেয়নি, অনেক ক্ষেত্রে সে নিজেই হয়তো ছোট ব্যবসায়ী, সবাই তো আর আদানি আম্বানি নয়. তার নিজের হয়তো দেওয়ার ক্ষমতা নেই. লেবার রা হয়তো যে বাড়িতে ভাড়া থাকে, সেখানে বাড়িওয়ালা তাড়িয়ে দিয়েছে ভাড়া না পেয়ে. এদিকে ফেকুর চার ঘন্টার নোটিসে ড্রামাবাজি দেখানোর জন্যে গোটা দেশে কমপ্লেটেলি উনপ্লানেড লক ডাউন চালু হয়ে গেলো. রেজাল্ট হলো দিয়ে আল্টিমেটলি হাজার - লাখ লোক না থাকার জায়গা পেলো , না খাওয়ার ব্যবস্থা হলো , না তাদের কাজের জায়গায় রেশন কার্ড পেলো, জাস্ট ভিখিরির মতো 50-100 জন দল বেঁধে কোনো ঘেটোয় জোর করে এদেরকে আটকে রাখা হলো 40-50 দিন চিড়িয়াখানার জন্তুর মতো. এতোদিনের মধ্যে ফেকুর সরকার এদের জন্যে কিচ্ছু ভেবে উঠতে পারলো না , শুধু থালা বাজানো আর ফুল ছড়ানোর টাইম পেলো.

    অনেকে অনেকভাবে এদেরকে সাহায্য করার চেষ্টা করেছেন, এখানেই অনেকে আছেন, তাদের নাম করলে ছোট করা হয় . কিন্তু একটা দেশের কেন্দ্র সরকার , এইরকম লেভেল এর একটা মাল্টিস্টেট, লার্জ স্কেল ইমার্জেন্সি ইসু তে যে পরিমান অপদার্থতা দেখালো, 1942-r মন্বন্তর বা 1947 র exodus ছাড়া কোনো ডেমোক্র্যাক্টিক দেশে এই লেভেল এর অপদার্থতার তুলনা মেলা ভার. তাও আগের দুটো একটা এবনর্মাল সময়ে ঘটেছিলো, এবারে অনেক সময় থাকা সত্ত্বেও এরা জাস্ট একটা টোটাল , ম্যাসিভ failure.

    আমি যে দেশে আছি সেই দেশে যাদের চাকরি গেছে , তাদেরকে বেকার ভাতা দিচ্ছে, যেসব এমপ্লয়ার কাউকে ছাটাই করেনি, তাদেরকে জবকীপার এলাউন্স দিচ্ছে, ফেকুর মতো শুধু এমপ্লয়ার দের অনুরোধ করে বাড়িতে বসে থালা বাজায়নি , যেসব হোটেল রেস্তোরাঁ বিসনেস বন্ধ হয়ে গেছে সরকারি লক ডাউন এর জন্যে , সেগুলোকে ছমাসের ব্যাঙ্ক লোন রেপেমেন্ট রিলিফ দিচ্ছে. আর প্রতিটা স্টেজ এ লক ডাউন গ্যাপ দিয়ে দিয়ে অনেক প্ল্যান করে হয়েছে যাতে এরকম ভাবে লোক আটকে না পড়ে. লোক বাড়িতে পৌঁছতে পারে safely.

    এই সব দেশে ই অন্য অনেক সমস্যা আছে, রেসিজম আছে, ইনসিকিউরিটি আছে . কিন্তু বিপদে সরকারগুলো মানুষকে মানুষ হিসেবে দেখে, জানোয়ার হিসেবে নয়. ফেকুদের গত দুমাসের কাজকারবার দেখে জাস্ট ঘেন্না হচ্ছে. আর কিচ্ছু না.

    এগুলো যে আস্ত শয়তান সে সবাই জানতো, কিন্তু এই লেভেলে অপদার্থতা জাস্ট অবিশ্বাস্য. মানে নিজে কিছুই করার দরকার ছিলনা, জাস্ট অন্য দেশগুলো কিভাবে ম্যানেজ করছে, তার প্লেন কপি পেস্ট মারলেই হয়ে যেত. কিন্তু তাও করবে না এরা . শুধু হাওয়াবাজি.
  • /:()₹&@ | 162.158.23.88 | ১৪ মে ২০২০ ১৪:১৩445385
  • মেঘালয়ে ওরা স্থানীয় ওয়াইন সংস্কৃতিকে বেশ জনপ্রিয় করে ফেলেছে, দেশের অন্যত্র থেকেও লোকজন বেশ যায় টায়। কলকাতা এয়ারপোর্টে এখন প্লেন থেকে নেমে যাওয়ার সময় বাংলার হস্তশিল্পের সুন্দর সুন্দর একজিবিট সাজানো, বেশ লাগে। ছোটবেলায় এলোপাথাড়ি ট্রেনে চেপে আরবিট সব জায়গায় নেমে যেতাম, গ্রামে গঞ্জে খোলামেলা চোলাইয়ে ঠেক (চেখে দেখিনি, বহিরাগত হাজার হোক), বেশ ঢিলেঢালা অবসর। ব্যাপার সুবিধের না, কিন্তু গোয়া গিয়ে ঝকঝকে ট্যুরিস্টরা শ্যাকে বসে বিয়ার খায়, এমবিয়েন্সটা কাছাকাছি। 

  • /:(₹!?!&@ | 162.158.165.31 | ১৪ মে ২০২০ ১৪:০৫445384
  • ত্রিপুরা গিয়ে গত বছর খেয়েছিলাম লাঙ্গি, ওটা এক ধরনের পচাই বোধয়, ভাত ফার্মেন্ট করে যেটা বানায়। সাকি (না সাকে?)র খুব কাছাকাছি স্বাদ গন্ধ, গরমের দুপুরে চমৎকার খেতে। বাংলু অবশ্য কোনদিন পছন্দ হয়নি আমার।

    কথা হলো ফেনি সাকি ওসবের এত নাম, মহুয়া ইত্যাদিকে প্রোমোট করতে সমস্যা কী! ওয়াইন ট্যুর ইত্যাদি তো কত জনপ্রিয়।

    বেসিক জিনিসপত্র গুলো ঠিক করতে হবে অবশ্যই, যোগাযোগ, সুরক্ষা, দেখনদারী। কিন্তু এগুলোকে ইন্ডাস্ট্রিয়ালাইজ তো করাই যায়।

    আগে তো লোক সংস্কৃতি বা শিল্পকেও পাতে তোলা হত না, এখন এথনিক নিয়ে সব গাগা।

  • মৃদুল হাজরা | 162.158.158.220 | ১৪ মে ২০২০ ১৩:৫৮445383
  •  লকডাউনের মধ্যে হুগলি তেলিনিপাড়া, মালদা সহ রাজ্যের বিভিন্ন এলাকায় জেহাদি শক্তি হিন্দুদের উপর হামলা করছে। এসব ঘটনায় বাংলার মুখ্যমন্ত্রী পক্ষপাতদুষ্ট আচরণ করছেন। রাজ্য প্রশাসন হিন্দুদের রক্ষা করছে না! এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন বিশ্ব হিন্দু পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মিলিন্দ পরান্দে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন,‘ সরকার-পুলিশ যদি কিছু না করে তবে হিন্দুরা নিজেদের রক্ষা নিজেরাই করবে।’

    বৃহস্পতিবার মিলিন্দ পরান্দে বলেন,‘ বিহারের মতো বাংলায় হিন্দুদের টার্গেট করেছে জেহাদিরা। গত কয়েকদিন ধরে হুগলির তেলিনিপাড়ায় হিন্দুদের উপর হামলা হয়েছে। বাড়ি ঘর লুটপাট হয়েছে। এর আগে হাওড়ার টিকিয়াপাড়ায় পুলিশকে মারা হয়েছে। কারণ সেই করোনা। সামজিক দূরত্ব না মানা।  একাই ঘটনা মালদা,মুশির্দবাদ সহ রাজ্যের বিভিন্ন এলাকায় ঘটছে। হিন্দুদের উপর হামলা হচ্ছে কেন?’

    মিলিন্দ পরান্দে অভিযোগ করে বলেন,‘ টার্গেট করা হচ্ছে হিন্দুদের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পক্ষপাতদুষ্ট আচরণ করছেন হিন্দুদের বিরুদ্ধে। হিন্দুদের রক্ষা করতে পুলিশ আসছে না। জেহাদিরা বোমা মারছে, পেট্রল দিয়ে ঘরবাড়ি পোড়াচ্ছে।’

    মিলিন্দ পরান্দে বলেন,‘ এনআই-র রির্পেটি বলছে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় জেহাদিরা স্লিপার সেল তৈরি করেছে। সিএর বিরোধি আন্দোলনে ঠিক একই ভাবে রেল স্টেশন জ্বালানো, পাথর মারা ঘটনা ঘটেছে হিন্দুদের টার্গেট করে। রাজ্য সরকার ও পুলিশ যদি কিছু না করে তবে হিন্দুরা বাধ্য হয়ে নিজেদের রক্ষা নিজেরাই করবে। রাজ্যের প্রতিটি জনগণকে রক্ষা করা সাংবিধানিক দায়িত্ব সরকারের। সেটা তারা করুন এটাই আমরা চাই।’

  • dc | 172.68.146.133 | ১৪ মে ২০২০ ১৩:৫৭445382
  • এসো বাংলা খাই, কিছু খেয়ে দেখাই।

    চোলাই আমাদের ভিত্তি, বাংলা আমাদের ভবিষ্যত।
  • dc | 172.68.146.133 | ১৪ মে ২০২০ ১৩:৫৩445381
  • বাংলাকে ভালোবাসুন, বাংলায় ফিরে আসুন। স্বনির্ভর হোন।
  • S | 162.158.107.158 | ১৪ মে ২০২০ ১৩:৫২445380
  • জানুয়ারিতে এই লেখা বেড়িয়েছে। কিছু এক্সার্পট্স থাকলো।

    India's economy isn't doing well during Prime Minister Modi's second term.

    Major economic indicators released recently point to a major slow-down that parallels that of the early 1990s.

    Real GDP is growing at 4.5%, the lowest in the last five years.

    Production of industrial goods is flat, while the production of investment goods is declining (again, the worst showing in the last five years).

    unemployment rate, which reached an all-time high of 8.50 in October.

    there is one bright spot: the equity market, which is rallying to new highs.

    The country's two major key drivers, exports and investments have decelerated, following the Global Financial Crisis (GFC).

    https://www.forbes.com/sites/panosmourdoukoutas/2020/01/06/india-whats-going-on-with-modis-economy
  • S | 162.158.107.158 | ১৪ মে ২০২০ ১৩:৪৭445379
  • এমনিতেও মোদি সরকারের অর্থনীতিতে গভঃ স্পেন্ডিং ছাড়া আর কোনও ফ্যাক্টরে তেমন গ্রোথ দেখা যায়নি। স্পেন্ডিং কম, এক্সপোর্ট বাড়েনি তেমন, ইনভেস্টমেন্টেও তেমন গ্রোথ নেই।
  • lcm | 172.69.23.50 | ১৪ মে ২০২০ ১৩:৪৪445378
  • এগজ্যাক্টলি - এটাই কোশ্চেন। ট্রেন ব্যব্স্থা হল ভারতের পাবলিক কম্যুট সিস্টেমের মেরুদন্ড - কিছু ট্রেন চালু রাখলে হাজার হাজার শ্রমিকদের এমন হয়রানি হতে হত না। এর জন্য টাকা অ্যালোকেট করে, আরও সিকিওরিটি লোক লাগিয়ে ব্যাপারটাকে কন্ট্রোল করতে পারত।

    আর, খবরে বলছে -
    শুধু এপ্রিলেই চাকরি হারিয়েছেন ১১.৪ কোটি ভারতীয়
    https://bangla.hindustantimes.com/nation-and-world/lockdown-effect-11-4-crore-indians-lost-their-job-in-april-31589353353687.html

    স্টিমুলাস প্যকেজ এটা কীভাবে হ্যান্ড্ল করবে সেটা চ্যালেঞ্জ।
  • quark | 162.158.166.190 | ১৪ মে ২০২০ ১৩:৪০445377
  • এরপরে কি 'বাংলা'য় ফিরতে হবে? ইয়ে আমি ঐ, মানে সেই 'বাংলা'র কথা বলছি।
  • lcm | 172.69.23.50 | ১৪ মে ২০২০ ১৩:৩৮445376
  • ওহ, এটা জানতাম না। তার মানে গতকালের ঘোষনা তাহলে ১৩ লক্ষ কোটি।
  • অর্জুন | 172.69.134.182 | ১৪ মে ২০২০ ১৩:৩৪445375
  • @Amit  বাবু ১৪ মে ২০২০ ০৪:১৭

    'মোদির এই কোটি টাকার ঢপ গুলো জাস্ট অসহ্য হয়ে উঠেছে. তার সাথে জুটেছে সোশ্যাল মিডিয়ায় IT সেল র শেয়াল শকূনের চিল চিৎকার.' 

    একদম সহি কথা ! সিরিয়াসলি নেওয়া যাচ্ছেনা । এত টাকাই যদি জনস্বার্থে খরচ করার ইচ্ছে তাহলে পরিযায়ী শ্রমিকদের এই হাল হয় কি করে ? লোকটাকে আর নেওয়া যাচ্ছেনা । 

  • S | 162.158.107.152 | ১৪ মে ২০২০ ১৩:২৭445374
  • বলেছে যে ২০ লক্ষ কোটি টাকার মধ্যে আগের ৬.৫ লক্ষ কোটি টাকা ইনক্লুডেড। অতেব নতুন স্টিমুলাস ১৩.৫ লক্ষ কোটি টাকা।
  • lcm | 172.68.142.10 | ১৪ মে ২০২০ ১৩:২১445373
  • সীতারমনের স্টেটমেন্ট পড়ি নি, কিন্তু এত টাকা - ২০ লাখ কোটি (২৬৬ বিলিয়ন ডলার) - এটা ২৯ টা স্টেট এবং ইউনিয়ন টেরিটরিতে কীভাবে ডিস্ট্রিবিউট হবে, বা, যদি মাস লেভেলে হয় কীভাবে হবে - তেমন দেখলাম না। খবরে একটু ওপর ওপর বলছে।
  • অর্জুন | 172.69.135.57 | ১৪ মে ২০২০ ১৩:২১445372
  • হরি বাসুদেবনের লেখা পড়িনি । স্বনামধন্য অধ্যাপক । ওঁর মৃত্যু খবর সত্যিই জানতাম না। কি কাণ্ড ! 

    তপতী গুহঠাকুরতার সাক্ষাৎকার দিয়েছিলাম নভেম্বরে 'যদুনাথ ভবন' এ । 

  • lcm | 172.68.142.10 | ১৪ মে ২০২০ ১৩:১৮445371
  • বোধি,
    হ্যাঁ, সেটা আছে, নানারকমের স্টিমুলাস বা সাবসিডি। এখন শুধু সেগুলোই উল্লেখ করছি যেখানে জেনারেলি মাস লেভেলে টাকা দেওয়া হয়েছে, চেক পাঠানো হয়েছে - ইত্যাদি। এরকম তো কদাচিৎ হয়, খুব কঠিন অর্থনৈতিক মন্দা না হলে দেয় না। সেই হিসেবে এখানে ঐ লেভেলে '৯৩, '০১, '০৮ এ দিয়েছিল।
  • অর্জুন | 162.158.166.22 | ১৪ মে ২০২০ ১৩:০৩445370
  • বোধি- দা, খুব বেশী দুশ্চিন্তা করবেন না। আমার এক দাদার গত দু মাসে অসম্ভব ডিপ্রেশনে ভুগছিল। দিন  পাঁচেক  আগে হার্ট অ্যাটাক হয়েছে ।  বয়েস ৬৪ মতন । শুনে খুব অবাক । মানুষটা সাংবাদিক। দুর্গম সব জায়গায় ট্রেকিং করতে যায় । 

    একজন সহকর্মী মারা জাওয়ার পর থেকেই বৌদি বলল খুব ডিপ্রেশনে ভুগতে শুরু করে। 

     ডাক্তার বাড়িতেই অবসারভেশনে রেখেছে । 

  • dc | 162.158.165.25 | ১৪ মে ২০২০ ১২:৫৭445369
  • খ দা শুধুই ভালোবাসা দেখলেন? ডিপ টিউবওয়েলগুলো দেখতে পেলেন না?
  • বোধিসত্ত্ব দাশগুপ্ত | 162.158.166.58 | ১৪ মে ২০২০ ১২:৩৭445368
  • কেউ সীতারমন এর স্টেটমেন্ট পড়লেন? যত এগোছি, এতো শুধুই ডীপ ভালোবাসা। স্টেট কোথাও বিসেস নাই।

    এল সি এম, স্টিমুলাস কথাটার পছন্দ মত লোকে মানে করে নেয়। তার পরে যে সেকটর কে পোলিটিকালি বা সিস্টেমিকালি ব্যাক করতে ইছে করে, তাকে করে।
  • lcm | 172.69.22.205 | ১৪ মে ২০২০ ১১:৫১445366
  • স্টিমুলাস কিন্তু আগেও দিয়েছে, ১৯৯৩-তে, ২০০১-এ, তারপরে ২০০৮-এ।
  • ar | 162.158.62.190 | ১৪ মে ২০২০ ১১:৪৬445365
  • তা আর বলতে!! লাল মানেই বিপদ, মানে ড্যাঙ্গার!! তার বিরূদ্ধে বলা মানেই দীপ-স্টেট। সবাই, কাউকে ছাড়া হবে না।ঃ))
  • dc | 162.158.166.190 | ১৪ মে ২০২০ ১১:৩৫445364
  • যারা লাল টুপির বিরুদ্ধে বলে তারা সবাই ডিপ স্টেট।
  • ar | 173.245.52.128 | ১৪ মে ২০২০ ১১:১১445363
  • স্টেট আফটার স্টেট, পোলিং বুথ বন্ধ হওয়ার এক সেকেন্ডের মধ্যেই চ্যানেলগুলোর বাইডেনকে জয়ী ঘোষণা করে দেওয়া, বাকী সব প্রার্থীদের তাসের ঘরের মতন ফোল্ড করে যাওয়া এবং বাইডেনকে সমর্থন করা শুরু....., কতগুলো কালো বুড়ো বুড়িকে দোষ দিয়ে আর কী হবে। তাঁদের যেমনটি বলা হয়েছে, তেমনটি করেছেন। সেনেটার স্যান্ডার্স কেমন করে জিততে পারবেন?? অনেকটা সুমনের "তোমাকে চাই" গানের মতন। "স্টীমুল্যাসে চাই", ভাল "আনএমপ্লয়মেন্ট বেনেফিট" বার করতে চাই, "মেডিকেয়ার আর ইনশিউরেন্স ফর অল" এ চাই, সমস্ত "সোশ্যাল ওয়েলফেয়ারের বেনেফিট" যাতে হাতে পাই, তার জন্য চাই, কিন্তু প্রেসিডেন্ট হিসাবে চাই না। এই আর কি!! সেনেটার ওয়ারেন আর সেনেটার স্যান্ডার্স মিলে আরেকটা জিনিষ এখন চেষ্টা করছেন, কতটা সফল হবেন জানিনা। স্টুডেন্ট লোন ফুল বা পার্টে ওয়েভ করে দেওয়া। যাতে আগামী প্রজন্ম এই ঋণের দায় থেকে মুক্তি পেয়ে যায়।

    সকলের সাথে খারাপ সম্পর্কটা একটা মিথ!! কিছুটা লাল টুপিদের তৈরী করা কাজ।
  • বোধিসত্ত্ব দাশগুপ্ত | 172.69.134.122 | ১৪ মে ২০২০ ১০:৪০445362
  • ও, সি এস, দমু, এলেবেলে, অর্জুন, অন্যান্য, হরি বাসুদেবন এর কোন বই কেউ পড়েছেন নাকি। আমি পড়ি নি। আমি শুধু ওনার বক্তৃতা শুনেছে যারা বা ক্লাস করেছে যারা , বা যাদের কপালে ওনার মিটিং করতে গিয়ে ওঁর হাতে বানানো কেক বা চা বা কফি খাওয়ার অভিজ্ঞতা আছে তাদের মুগ্ধতা শুনেছি। ওনার ছাত্র কুনাল চট্টোপাধ্যায় এবং উনি দুজনেই যা লিখতে পারতেন তার তুলনায় অনেক কম লিখেছেন বলেই শুনেছি। কিন্তু এখন শুনছি অন্তত একটা ফ্যাসিনেটিং বই আছে, তো আমি পড়িনি, কেউ পড়েছেন নাকি।
    আমি বাসুদেবন দের মধ্যে রবি র ফিল্ম থিয়োরী র বই দেখেছি, আর অমিতাভ এর উত্থান সংক্রান্ত অংশটা পড়েওছি, কিন্তু নো হরি।

    বাই দ্য ওয়ে, এই নীলেশ মিশ্র দের স্লো ইন্টারভিউ সিরিজ টা কেউ ফলো করেছে? অনমিত্র র কথা মনে হচ্ছিলো, একটা কড়া সমালোচনা লেখা দরকার বলে মনে হয়।

    বোধিসত্ত্ব দাশগুপ্ত
  • b | 162.158.167.149 | ১৪ মে ২০২০ ১০:৩৮445361
  • কিন্তু ১৯৯৯ থেকে ২০১৪। এখনকার ট্রেন্ড?
  • বোধিসত্ত্ব দাশগুপ্ত | 162.158.165.55 | ১৪ মে ২০২০ ১০:২১445360
  • বার্নী কাজ করছেন, তার উপরে মেন অভিযোগ, তিনি নাকি কিছু বের করে আনতে পারেন না, সকলের সংগে ই নাকি তাঁর সম্পর্ক খারাপ, আর ক্যান্ডিডেট বাইডেন, যে বেসিকালি একটি বাল, যাকে ওবামা ব্রো বলে মনে করে। প্র‌্যাকটিকালি ওবামা র আশীর্বাদ না থাকলে, ভালো কলকাঠি না নাড়লে, পেলোসি রা এই বাইডেন নমিনেশন বার করতে পারতো বলে মনে হয় না। বার্নি র মেসেজ কালো বুড়ো বুড়ি রা বুঝলৈ না, কিন্তি ঐ স্টেট গুলো তে তো ট্রাম্প হৈ হৈ কোরে জিতবে। যাই হোক, এ আর কচলে লাভ নেই।

    বোধিসত্ত্ব দাশগুপ্ত
  • ar | 108.162.219.209 | ১৪ মে ২০২০ ১০:১৭445359
  • Why judges with post-retirement jobs only criticised, why not ‘activist judges’: Ex-CJI Gogoi
    https://theprint.in/judiciary/why-judges-with-post-retirement-jobs-only-criticised-why-not-activist-judges-ex-cji-gogoi/420756/
    -------------
    Jobs for Justice(s): Corruption in the Supreme Court of India

    https://papers.ssrn.com/sol3/papers.cfm?abstract_id=3087464

    Abstract
    We investigate whether judges respond to pandering incentives by ruling in favour of the government in the hope of receiving jobs after retiring from the Court. We construct a dataset of all Supreme Court of India cases involving the government from 1999 till 2014, with an indicator for whether the decision was in its favour or not. We find that pandering incentives have a causal effect on judicial decision-making, where we define pandering incentives as being jointly determined by:

    1) the salience of the case (exogenously determined by a system of random allocation of cases) and,

    2) whether the judge retires with enough time left in a government's term to be rewarded with a prestigious job (since the date of retirement is exogenously determined by law to be their 65th birthday).

    We also find that authoring judgments in favour of the government is positively associated with the likelihood of being appointed to a prestigious post-Supreme Court job. These findings suggest the presence of corruption in the form of government influence over judicial decisions that undermines judicial independence.

    https://papers.ssrn.com/sol3/papers.cfm?abstract_id=3087464
  • বোধিসত্ত্ব দাশগুপ্ত | 162.158.165.55 | ১৪ মে ২০২০ ১০:১৫445358
  • হস্তী র বাতকর্ম সম ই প্যাকেজ সত্যি। আগের এক লাখ পঁচাত্তর শুধু না, রিজার্ভ ব্যাংকের রিসেন্ট ঘোষণা গুলি ও ধরা আছে। শুধু কনস্ট্রাকশন ওয়ার্কার দের জন্য নাকি ৫৬০০০ কোটি ছিল, সেটা র হিসেব দেখিনি এখনো।
    রিপারপাসিং এর জাগলারি ছাড়া বাকি যা সেটা দেখাই ভালো।

    বড় এস, হ্যা বার্নি ইজ প্রোবাবলি দ্য ডিফারেন্স।
    বোধিসত্ত্ব দাশগুপ্ত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত