এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • !@#$%^& | 2405:201:8805:37e9:c8d1:beed:b58c:80f1 | ২৮ মে ২০২০ ০০:১৭446517
  • থ্যাঙ্কিউ- আমি ঐটাই অলরেডি ব্রাউজ করছি!
  • dc | 103.195.203.31 | ২৮ মে ২০২০ ০০:১৩446516
  • রেড উল্ফের টিশার্ট ভালো হয়, আমি অনেকগুলো কিনেছি। রেকো দিলাম।
  • | 2405:201:8805:37e9:c8d1:beed:b58c:80f1 | ২৮ মে ২০২০ ০০:১১446515
  • হ্যাঁঃ)
  • | 2405:201:8805:37e9:c8d1:beed:b58c:80f1 | ২৭ মে ২০২০ ২৩:৪৯446513
  • বড় বড় পড়ুয়ারা কথা বলছে তার মধ্যে আমার মুখ খোলা মোটে উচিত না, মানে একদম সিরিয়াসলি।
    কিন্তু কালকে একটু প্রগলভতা করে আকাঙ্খা বেড়ে গেছে।

    তত্ত্ব পড়তেই হবে এমন কোন দায় তো থাকা উচিত না, এই যেমন বিভূতিবাবুর বইয়ে নাকি অনেক ব্যাকরণের ভুল ছিল, বা আদৌ না পড়লেই বা কী, বিসমিল্লা খান সাহেব তো কোন বই পড়েননি। বা এদিকে মনোরঞ্জনবাবু - শুরুতে তো তাঁর তেমন পড়াশুনো ছিল না অন্তত, এবার তাঁর রচনাকে নানা তাত্ত্বিক খোপে ভরা সম্ভব যুক্তিসঙ্গত ভাবেই, তবে সেসব না জেনেও তাঁর লিখতে অসুবিধে হয়নি, বা একটা লেভেলে পড়তেও কোন অসুবিধে হওয়া উচিত না।
    সমস্যাটা হচ্ছিল তত্ত্ব বা তাত্ত্বিকতাকে আন্ডারমাইন করার বা লঘু করার প্রবৃত্তি নিয়ে।
    আবার কিছু কিছু জিনিস তত্ত্ব না জানলে বোঝা যায় না, বা পুরোটা বোঝা যায় না। এবার পাঠক সেগুলো এড়িয়েও যেতে পারেন তাতে সমস্যা নেই।

    তত্ত্ব যদি ছেড়েও দিই, এই লোটাস ইটার গল্পটা আমার মাঝে মাঝেই মনে হয় ব্যক্তিগত ল্যাদের কারনে, একটুখানি পটভূমিকা জানা না থাকলে এমন বিটকেল নাম কেন হলো তাই বোঝা যাবে না, তো ঐ অ্যাসিস্টেন্সটা দরকার, বা অসবোর্নের নাটক বা রবিবাবুর রক্তকরবী, একটু ভেতরের ঘাঁতঘোঁত জানা না থাকলে বারো আনাই মাটি।

    তবে ঐ আরকি, কিছু না পড়লেও যে কিছু না তা আমার থেকে ভালো আর কে জানে। ছোটবেলায় কঠিন কঠিন বই জোর করে পড়ার চেষ্টা করতাম, না পড়লে সমাজে ঠাঁই হবে না ভেবে। এখন কৈবল্য জ্ঞান হয়ে গেছে, মেহ বলে কাটিয়ে দিই, লঘু গুরু কিছুই পড়ি না।
  • কুশল ঘোষ | 46.246.93.18 | ২৭ মে ২০২০ ২৩:৪৬446512
  • খনা নিয়ে আমার দু কথা 


    আগে হিরোকে গ্লোরিফাই করতে টাকা মাথা পেট মোটা একটা ভিলেনের দরকার পড়তো ! যেন সুন্দর দেখতে ছেলেমেয়েরা মানসিক ভাবে কুৎসিত হতে পারে না ! অদ্ভুত সব কনসেপ্ট আমাদের ! তাই না ? এখন আলাদা করে আর হিরো র দরকার পড়ে না , আর পড়লেও সত্যি কথা বলতে কি সেইরকম ভাবে হিরো র দেখা আর মিলছে না ! তাই নিজেদের সমস্ত ফ্রাস্ট্রেশান , দুঃখ , মন ভেঙে যাওয়া গুলো কে কারোও গলায় একটা ঝোলাবার জন্যে আমরা একটা করে হতচ্ছাড়া ভিলেন খুঁজে বেড়াই ! আর তারপরে মানসিক ভাবে একটু শান্তি পেতে চাই ! হিন্দু হলে ভাতের চাল টাও ঠিক  করে সেদ্ধ হচ্ছে না বলে মুসলিম গুলোকে দুবেলা নিয়ম করে গালাগাল দিই আর মুসলিম হলে  নিজের কোষ্ঠকাঠিন্য র জন্যেও হিন্দু রাজা কে দিনে চার বার ফাঁসি কাঠে ঝোলাই ! একটা ভাইরাস সে না কি আবার আমাদের ক্যাফেটেরিয়া তে বসে সেলফি তোলা বন্ধ করে দেবে ? দাঁড়া ভাইরাস মারবো পড়ে , রিসার্চ পড়ে হবে আগে ভিলেন খুঁজি ! তবে না তৃপ্তি আসবে ! অনেক তথ্য খুঁজে নিজের মনের মতো করে যুক্তি সাজিয়ে বের করে নিলাম ওই ব্যাটা চাইনিজ গুলোরই কারসাজি এটা ! আবার মনে শান্তি পেলাম ! সে নাই বা পেলাম এফডিএ অনুমোদিত কোনো ড্রাগ ! 
    এবার ঝড় বৃষ্টি এগুলোর জন্যে প্রকৃতি কে আর কতো গালি দেবো ! চল খুঁজে বের করি কোনো গভীর কূটনীতি ! হঠাৎ সবাই সবার হোয়াটস্যাপে পেয়েও গেলাম অধুনা 'খনার বচন '! শিক্ষিত ছেলেমেয়ে গুলো কে একটা চাকরী অব্দি না দেওয়া , দশবছরের বাচ্চা ছেলেগুলো কে পেট ভরে খেতে অব্দি দিতে না পারা , কোটি কোটি সাধারণ মানুষের টাকা তছরুপ করে ফেলা রাজা কিংবা রানী নাকি আবার এই ঝড় ঝাপ্টা গুলোর জন্যেও  দায়ী ?????!!!!!!
    আমরা আবার খুশী হলাম ! কারণ খনা কখনও মিথ্যে কথা বলেন না ! তার মানে আমরা ভিলেন খুঁজে পেলাম এবারও ! 
    গ্লোবাল ওয়ার্মিং কে তো চোখে দেখা যায় না ( আর এটা আবার নিজেরা তৈরী করেছি )তাই ওকে ভিলেন বানিয়ে মানসিক স্বস্তি গুলো পুরোপুরি আসবে না , তার থেকে রক্তমাংসের যে রাজা বা রানী কে চোখের সামনে দুবেলা টিভি তে কিংবা খবরের কাগজে দেখতে পাচ্ছি , তাদের ভিলেন বানিয়ে নিলে ঘেন্নার আউটপুট টা বেশি পরিমানে আসে ! 
    আমাদেরই আর দোষ কোথায় ? ক্রমাগত লড়তে লড়তে আমরা ক্লান্ত , এরকম অবস্থায় কাউকে যদি একটু তেড়েফুঁড়ে গালাগাল দেওয়ার সুযোগ টা আসে ,সেই প্রলোভন টা কতক্ষণ আর সামলে থাকা যায় বলুন ? 
     

  • sm | 2402:3a80:ab5:a492:0:63:8f8a:d01 | ২৭ মে ২০২০ ২৩:৪৫446511
  • ট্রাম্প ,ফ্রাম্প হলো ক্ষণজন্মা লোক।সেদিন দেখছিলাম ওবামা একটা লেকচারে বলছিল,আমেরিকায় কতো দারিদ্র্য,কতো রেসিজম,কতো অসাম্য এই সব আর কি!

    এই রুদালী গিরি আট বছর প্রেসিডেন্ট থাকার পর ও চালাচ্ছে।কিন্তু ট্রাম্প কে দেখুন।আমি বলেছিলাম,করোনা তে একলাখ মৃত্যু হবে।কিন্তু এক লাখ ছাড়িয়ে গেলো।

    সব করোনার দোষ!

    ভারত কে দুশো ভেন্টিলেটর পাঠিয়ে দিয়েছি। নিউ ইয়র্ক জেনারেটর দিয়ে ভরিয়ে দিয়েছি।

    জোশ ই আলাদা!

  • সিএস | 2405:201:8803:be1f:692e:41f2:4be:98a6 | ২৭ মে ২০২০ ২৩:৪৫446510
  • না, মনে করিনা যে সেরকম দায় থাকবেই। কোন শিল্পীই তো আর তত্ত্বকে মিলিয়ে মিলিয়ে তার কাজটি করেননা, যেটা মানেন সেটা গ্রামারটা, অতএব যে দেখছে বা শুনছে তারও সেরকম বাধ্যতা নেই। আমার কাছে তত্ত্ব জিনিসটা বা শিল্পবিচারে তার ব্যবহারটা ইটসেল্ফ ক্রিয়েটিভ কাজ হয়ে উঠতে পারে; সেটা যে বস্তুটির বিশ্লেষণ করা হচ্ছে তার অন্য দিক বার করে আনতে পারে যেটাকে বলি রসাস্বাদন আবার যেভাবে সেটা করা হচ্ছে সেই পড়া আর প্রেজেন্টেশনটা আকর্ষণীয় হলে সেটা নিজেই একটা কাজ হয়ে উঠতে পারে।
  • sm | 2402:3a80:ab5:a492:0:63:8f8a:d01 | ২৭ মে ২০২০ ২৩:৩৪446509
  • টাকে চুল গজায় না।কিন্তু টাকের চুল খাড়া হয়ে যায়।

  • নির্মল আনন্দ | 197.189.202.15 | ২৭ মে ২০২০ ২৩:৩০446508
  •  কে একজন দেখলাম বারবার পান্তুয়া র ফর্মুলা চাইছিলেন ওটা কি হিসাবে গণ্য হবে? দেশপ্রেমী নাকি রাষ্ট্রবিরোধী ?

  • !@#$%^&* | 2405:201:8805:37e9:c8d1:beed:b58c:80f1 | ২৭ মে ২০২০ ২৩:২৯446507
  • চামড়া টানটান হয়, পেশী শক্ত হয়? এতো মনে হচ্ছে যৌবন ফিরে পাওয়ার মন্ত্রের মত। ভুঁড়ি কমে কি? টাকে চুল গজায়?

    আর বাকি হিরন্ময় নীরবতার গভীরে।
  • সম্বিৎ | ২৭ মে ২০২০ ২৩:২৯446506
  • কিন্তু সৈকত, সত্যিই কি সাহিত্যের তত্ত্ব পড়তে হবেই, এরকম কোন দায় থাকা উচিত, এমনকি সাহিত্যের সিরিয়াস পাঠকের কাছে? গান শুনতে গিয়ে কী সঙ্গীততত্ত্ব জানা একান্তই প্রয়োজন, সিনেমা বা নাটক দেখতে তার তত্ত্ব? এগুলো না হয় পারফর্মিং আর্ট, ছবি দেখতে গিয়ে ভিজুয়াল আর্টের তত্ত্ব জানা কতটা জরুরি রসাস্বাদনের জন্যে। যাঁর তত্ত্বে উৎসাহ আছে, তিনি হয়ত অন্য একটা ডায়মেনশনে রসাস্বাদন করতে পারেন, কিন্তু ম্যাঙ্গো পাঠক, দর্শকের - খুব সিরিয়াস হলেও - তত্ত্ব জানার-বোঝার দায় থাকা কি উচিত। 

    এখানে বলে রাখা ভাল, এটা আমার জেনুইন জিজ্ঞাসা। আমি দুপক্ষেই যুক্তি সাজাতে পারি, তাই নিজস্ব কোন পক্ষ নেই। 

  • সিএস | 2405:201:8803:be1f:692e:41f2:4be:98a6 | ২৭ মে ২০২০ ২৩:২৫446505
  • কিন্তু ট্রাম্প যদি টুইটারটা বন্ধ করে দেয় সেটা ভাল হবে না মন্দ ?
  • dc | 103.195.203.31 | ২৭ মে ২০২০ ২৩:২১446504
  • আরে রাম রাম, গাল কোথায়, আমি তো সেবককে দিনরাত্তির ভালো ভালো কথা বলছি! সেবক আর স্যারের প্রশংসায় আমি পঞ্চমুখ!

    হে গোমাতা তুমি আবার কোথায় গেলে?
  • !@#$%^&* | 2405:201:8805:37e9:c8d1:beed:b58c:80f1 | ২৭ মে ২০২০ ২২:৪৪446503
  • যুদ্ধপরিস্থিতি যদি একটা হয়ে যায় তাহলে যেকোন সেন্সে বা রাষ্ট্রের ডিস্ক্রিশনে 'রাষ্ট্রবিরোধী' এমন যেকোন কথাবার্তার ওপর কঠিন বাধা চাপানো সহজ হবে।
    এই যে আপনার দু'বেলা বসে সেবকসাহেবকে গাল দিচ্ছেন, ঐরকম হলে ক্যাঁক করে এসে ধরে নিয়ে যাবে।

    প্রসঙ্গত মনে হলো সেদিন মা'র কাছে গল্প শুনছিলাম আইবির লোকেরা কেমন চমৎকার চটপটে বন্ধুত্বপূর্ন এবং বেফাঁস কথা বলার সুযোগ করে দিতে উদগ্রীব হয়, সেসব অভিজ্ঞতা।
  • ঘোরপ্যাঁচে দোলগোবিন্দ | 5.252.179.46 | ২৭ মে ২০২০ ২২:৪২446502
  • দাদা কোনদিকে ঘুশ্লেন? এখানে বসে রক্ত গরম করে কি হবে? সীমান্তে চলে জাননা। আপনার মত দেশভক্ত , জনতা সেনাবাহিনীর সম্পদ।

  • sm | 2402:3a80:ab5:a492:0:63:8f8a:d01 | ২৭ মে ২০২০ ২২:৩৭446501
  • ভারতের সঙ্গে পিয়াঁজি! চীনকে মেরে দীন, হীন করে দেবে দেশ ভক্ত জনতা। এমন অবস্থা হবে,সারা পৃথিবীতে লোকজন বলবে,'চায়না কেন কথা কয়না'।

  • sm | 2402:3a80:ab5:a492:0:63:8f8a:d01 | ২৭ মে ২০২০ ২২:২৮446500
  • ওই 'ঘুশকে মারুঙ্গা ' টা হেব্বি ডায়ালগ!ওই দুটো ওয়ার্ড শুনলেই কেমন চিবুক শক্ত হয়ে ওঠে,পেশী শক্ত হয়,শরীরে একটা উষ্ণতা আসে,চামড়া টান টান হয়ে ওঠে। বুদ্ধ,ফুদ্ধ কাজে আসে না।স্রেফ কুরুক্ষেত্র মনে হয় চারদিক।

  • | ২৭ মে ২০২০ ২২:২৬446499
  • চীন তো বোধয় ভোট ব্যপাট্টাই তুলে দিয়েছে। দ্যাখো গে কেউ হয়ত বারফট্টাই মেরে 'লাল আঁখ' দেখাবার কথা বলেছে, তাই একটু কান মুলে দিচ্ছে।
  • avi | 2409:4061:2e13:10fe:eb49:1fde:8694:12ea | ২৭ মে ২০২০ ২২:১৬446498
  • দেখলাম ভক্তরা বাস্তববাদী। পাকিস্তান নিয়ে বাওয়ালে রব ওঠে কালকেই সেনা ঢুকে যাবে, সেনা না গেলে আরএসএস যাবে ইত্যাদি। এবার শুধু শুনছি, এই আমেরিকা লড়বে, ইজরায়েল লড়বে, জাপান লড়বে, তিউনিশিয়া লড়বে এইসব।

    কিন্তু চীন যুদ্ধ যুদ্ধ করছে কেন? ওদেরও কি ভোট আছে সামনে?

  • একলহমা | ২৭ মে ২০২০ ২১:১৭446497
  • সিএস | 2405:201:8803:be1f:a4c2:6c45:8b7f:de3f | ২৭ মে ২০২০ ২১:০৯

    খুব ভালো লাগল। 

  • সিএস | 2405:201:8803:be1f:a4c2:6c45:8b7f:de3f | ২৭ মে ২০২০ ২১:০৯446496
  • সাহিত্য পড়ব আর সাহিত্য তত্ত্ব কেন পড়ব না বোঝা যায় না। সাহিত্যের মতই সে আকর্ষণীয় হয়ে উঠতে পারে, আবার থ্রিলারের মতই টানটান যখন কোন তত্ত্বের চেষ্টা থাকে সে দিয়ে সব সাহিত্যকর্মকেই ব্যাখ্যা করা, যেটা আবার কখনই হয়না। এরিস্টটলের ক্যাথারিসিস, অভিনব গুপ্তর রসশাস্ত্র, ভরতের নাট্যশাস্ত্র, ক্রোচের নন্দনতত্ত্ব, বলাকা বইটিতে বের্গসর তত্ত্ব দেখা, আট বছর আগে কবিতায় অ্যাবসার্ড দেখা, কোন লেখায় এক্সিস্টেনশিয়ালিজমের ভূত দেখা, কোথাও লুকাচের উপন্যাসের তত্ত্ব, রাশিয়ানদের ফর্মালিজম, আই এ রিচার্ডের নিউ ক্রিটিসিজম, আবার কুন্দেরার লেখায় উপন্যাসকে খুব গভীরে গিয়ে পড়ার দৃষ্টি, এসবই তত্ত্বের আওতায় পড়ে। যে কোন তত্ত্বই যদি সে মনে না করে যে করতলগত আমলকী আমিই পেয়েছি শুধু তাহলে সেই তত্ত্ব আসলে একটি শিল্পবস্তু বা লেখাকে খুব গভীরে গিয়ে পড়া। আর সেই পড়াটা নিজেই স্বতন্ত্র শিল্পকর্ম হয়ে উঠতে পারে। সমাজের বিশ্লেষণ যদি সমাজতত্ত্ব দিয়ে হতে পারে তাহলে শিল্পের বিশ্লেষণ তো শিল্পতত্ত্ব দিয়েই হবে, যদি না শিল্পকে ঊনচোখে দেখি।
  • | ২৭ মে ২০২০ ২০:৪৪446494
  • এইসব করছে লোকে

  • শালিখ | 2606:6000:6a0c:e00:b022:3ea0:6e16:a642 | ২৭ মে ২০২০ ২০:২৯446493
  • আচ্ছা, গুরু গোলবালকর করোনা নিয়ে কি বলেছেন? ওই যে ওনার বাঞ্চ অফ বলস বইটা। সেটায় কিছু নেই?

    মুসলমানেরা নাকি ব্রিটিশদের চেয়েও বড় শত্রু। তাই কি মোদী ভারতীয়দের বিনা চিকিৎসায় ফেলে রেখে ট্রাম্পকে ওষুধ পাঠিয়ে দেয়?
  • দৃশ্যরূপ 0fe:eb49:1fde | 80.211.254.252 | ২৭ মে ২০২০ ২০:১৭446492
  • @দুর্জনে 

    ওই মাকু পুলিশ এক্ষুনি এসে পোস্ট ডিলিট করে আপনাকে ধরলো বলে 

  • দুর্জনে এটাও ছড়াচ্ছে | 80.211.244.13 | ২৭ মে ২০২০ ২০:০৩446491
  • মার্ক্স কহিলেন দুঃখে , মোর বাছাগণ
    আমাকে ত্যাজিয়া শুনিস খনার বচন ?
    এতদিনে বুঝিলাম ,কম বাম অতি বাম মধ্য বামগন
    এই ধরাধামে মোর কেহ নয় আপন। 
    এতেক কহিয়া দুঃখে মহামতি মার্ক্স
    মুখাগ্রে আঁটিয়া নিলেন গৈরিক মাস্ক।

    চৈনিক কবি শ্রী বিকাশরঞ্জন ভট্টাচার্য বিরচিত।
     

  • PM | 42.110.166.147 | ২৭ মে ২০২০ ২০:০৩446490
  • যে যাই বলুন--- এতো কান্ডের পরেও কোরোনা ফাইটিং এ মোদি বাউর অ্যাপ্রুবাল রেটিং দুনিতার সব রাষ্ট্রনেতার থেকে নাকি বেশী। নেন কি করবেন করুন
  • বিশ্বরূপ রায় e:eb49:1fde | 94 | 94.177.207.154 | ২৭ মে ২০২০ ১৯:৫৫446489
  • আকাদা এইটা চাইছিলেন ?

    দিলাম  স্যার  

    আমার পান্তুয়ার ব্যাপারটা একটু মনে রাখবেন 

    "দাবানল, শস্যহানি, ঝড়, মহামারী ।
    একত্রে ঘটিলে জেনো রাজা দুরাচারী ।।

    রাজা যদি পাপমতি প্রবঞ্চক হয়।
    রাজপাপে দেশময় বহে মৃত্যুভয়।।

    অধর্ম কুকর্ম যদি কভু রাজা করে।
    দেখিবে অন্নাভাবে প্রজাগণ মরে।।

    বৈশাখে অকাল বন্যা, আষাঢ়েতে খরা।
    নিশ্চয় বুঝিবে রাজা ভন্ড, ইষ্টহারা।। "

  • ~ | 2405:201:8805:37e9:1113:934a:277a:bccf | ২৭ মে ২০২০ ১৯:৫২446488
  • ফেসবুকে।

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত