এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • প্রশ্ন | 151.197.225.87 | ০৬ সেপ্টেম্বর ২০২০ ২১:৪০459064
  • আচ্ছা, বি এ আর সি এ ডঃ এন কে সাহূ র কাজকর্ম বা জেনেরালি কেমন মানুষ- এসবের ওপর কারো কিছু জানা থাকলে ও শেয়ার করলে ভালো লাগবে।
    পেপার ঘটিত কেচ্ছার কথা জানি যদিও।
  • kc | 188.236.184.60 | ০৬ সেপ্টেম্বর ২০২০ ২০:১৭459063
  • বোদাগু'র সেই ভালুককাহিনী, হল অফ ফেমে যাওয়া লেখা।

    অনেককাল হয়ে গেল।

  • kc | 188.236.184.60 | ০৬ সেপ্টেম্বর ২০২০ ২০:০২459062
  • ছোটাই দিদি, ভালো থাকবেন।

  • b | 14.139.196.11 | ০৬ সেপ্টেম্বর ২০২০ ১৭:২৩459061
  • বোদাগু মহাশয় নিজেই সেই স্কুলে পড়াতেন।
  • S | 2405:8100:8000:5ca1::90:a4ca | ০৬ সেপ্টেম্বর ২০২০ ১৬:৩৬459060
  • ইন্ডিয়ার নিউজ সাইটগুলো আর খোলা যায় না। খবর ছাড়া বাকী সবকিছুই আছে। বলিউড মানেই ইন্ডিয়া হয়ে গেছে। কোরোনা, অর্থনীতি সবই অপ্রয়োজনীয় টপিকে পরিণত হয়েছে। আর কমেন্ট সেকশান তো পুরো গার্বেজ।
  • অর্জুন | 113.21.67.229 | ০৬ সেপ্টেম্বর ২০২০ ১৩:৩৫459059
  • শ্রীনিকেতনে এখন কি ধরণের কাজ হয়? আর, 'নর্মদা বাঁচাও' আন্দোলনের শেষমেশ কি হল ? 

    পরিবেশ সংক্রান্ত ইংরেজি ও বাংলা পত্রিকার নাম রেকমেন্ড করবেন। @বোধিসত্ত্ব দাশগুপ্ত  

    @Abhyu ০৬ সেপ্টেম্বর ২০২০ ১০:১০

    আপনার পাঠানো লিঙ্কটি রেণুকা দাশগুপ্তের গাওয়া গান। এক সময়ে অতুলপ্রসাদ সেনের অথরিটি মনে করা হত ওঁকে। 

    যতদূর জানি।  মৈত্রেয়ী দেবী (দাশগুপ্ত/সেন) গান গাইতেন না। 

  • সম্বিৎ | ০৬ সেপ্টেম্বর ২০২০ ১৩:০৯459058
  • গুরু টেক টিম ভাল প্রডাক্ট ম্যানেজমেন্ট করছে। অমুক "পাতায় চলুন" খুবই কাজের জিনিস। আরও কাজের জিনিস হবে যদি অমুক "তারিখে চলুন" ফিচার করা যায়।

  • অর্জুন | 113.21.67.229 | ০৬ সেপ্টেম্বর ২০২০ ১২:৫৭459057
  • @বোধিসত্ত্ব দাশগুপ্ত 

    আপনি উত্তর কাশীতে ছিলেন এবং বললেন আপনার এক বন্ধু সেখানে স্কুলে পড়াতেন। তার কি অভিজ্ঞতা জানিনা। আমি পঞ্চগণীতে বছর দেড়েক একটি আবাসিক স্কুলে পড়িয়েছিলাম। প্রকৃতির মাঝে এসব স্কুল গুলোতে শহরের ছাত্র, ছাত্রীরা পড়তে আসে কিন্তু তাদের জন্যে স্কুল ক্যারিকুলামে স্বতন্ত্র করে পরিবেশ সংক্রান্ত কিচ্ছু থাকেনা। 

    আমি যে স্কুলটিতে ছিলাম সেটি তিনটে পাহাড় নিয়ে বিশাল জায়গা জুড়ে। ক্লাস এইট পর্যন্ত বছরে একবার গোড়েগড় নামে স্থানীয় একটি জঙ্গলে আউটিং ছাড়া স্কুলের বাইরেও তারা যেতে পেত না।  ক্লাস নাইন, টেনে সেই আউটিং দুবারে দাঁড়াত। 

    বাকী সব বাক্স বন্দি ঘরে পড়ো। 

    আমি একবার ওয়ার্ডসওয়ার্থের 'ড্যাফোডিল' আর টেনিসনের 'লেডি অব শ্যালট'  পড়াতে স্কুলের লোয়ার ফিল্ডে (অপূর্ব উন্মুক্ত একটি জায়গা, পাশে বন জঙ্গল)   ক্লাস করাতে নিয়ে যাই। ওরা ক্যাম্পাসে থেকেও ওই অংশটার সঙ্গে সম্পূর্ণ  অপরিচিত ছিল। 

    স্থানীয় গ্রাম, জন বসতি থেকে বিচ্ছিন্ন হয়ে এই স্কুল গুলো একটা মেক বিলিভ ওয়ার্ল্ড ক্রিয়েট করে চলে। 

  • সিএস | 49.37.14.150 | ০৬ সেপ্টেম্বর ২০২০ ১২:৪৫459056
  • আজকের এই সময়তে গান নিয়ে একটা বইয়ের রিভিউ আছে - সাহানা বাজপেয়ী করেছেন। সঙ্গীত পিপাসার্তদের জন্য জানালাম। পড়ার মতো মনে হল।
  • অর্জুন | 113.21.67.229 | ০৬ সেপ্টেম্বর ২০২০ ১২:৪১459055
  • @বোধিসত্ত্ব দাশগুপ্ত 

    অনলাইনে কিছু বই কিনে পড়ছি। বন্দনা শিবার 'Oneness vs the 1%' পড়লাম এবং ভীষণ ইমপ্রেসড ফিল করলাম। সত্যি বলতে পরিবেশের ওপর বই টই পড়িইনা। এখানে ওখানে আর্টিকেল পড়েছি, তাও সামান্যই। বইটা পড়ে অনলাইনে ওর লেকচর, ইন্টার্ভিউ শুনলাম। ওঁর আন্দোলন করছেনও চার দশকের বেশী সময় ধরে। এর মধ্যে পৃথিবীর অনেক বদল হয়েছে। কিন্তু ব্যাপার হল উনি ফান্ডামেন্টালি বা বেসিক যেসব সমস্যার কথা সেই সময় থেকেই উল্লেখ করে গেছেন সে সমস্যা গুলোর সেরকম পরিবর্তন হয়নি। উনি বলছেন পরিবেশ নিয়ে যখন গণ সচেতনতার সূচনা (রিসার্চ অ্যান্ড অ্যাক্টিভিজম) তখনও কৃষি এবং পানীয়  তার মধ্যে অন্তর্ভুক্ত হয়নি। বায়ু দূষণ, শহরাঞ্চলে গাছ বাঁচানো এসব নিয়েই ব্যস্ত ছিল সবাই। সেখানে উনি pioneering কাজ করেছেন। 

    'কিন্তু একটা কথা বুঝতে হবে, ক্যাপিটালিজম এর সংগে এখন পরিবেশ আন্দোলনের যে 'সলিউশন' ওরিয়েন্টেড কম্প্রোমাইজ, যেটা ক্যাপিটালিস্ট প্রোডাকশন, কনজাম্পশন কে প্রশ্ন করে ঠিক ই, কিন্তু অর্থনৈতিক সুরক্ষার বিষয়টিকে, খাদ্য সুরক্ষার বিষয় এর অনেক রকম সমস্যা কে সেই 'সলিউশন' গুলি অ্যাভয়েড করে। '  

    বন্দনা শিবার রিসেন্ট বক্তৃতা গুলোয় কিন্তু সেই 'কম্প্রোমাইজ' নিয়ে জোর জোর প্রতিবাদ আছে। এখানে উনি গ্লোবালাইজেশন পরবর্তী ইকনমিকে দায়ী করেছেন।  

    পরিবেশ একটা খুব সামান্য কথা বলছি। দিল্লী বোর্ড পরিচালিত স্কুল গুলোয় environmental science এবং environmental studies দুটো সাবজেক্ট আছে। দুটিই সবচেয়ে অপ্রয়োজনীয় বিষয় বলে ট্রিটেড হয়। Environmental studies তো সম্ভবত একটা subsidiary বিষয় যেটা  aggregate এ কম এলে তবে ওর নম্বর কাউন্টেড হয়। পরিবেশ নিয়ে  large scale সচেতনতা with field visit একদম স্কুল লেভেল থেকে শুরু না হলে এর ইম্লেমেনটেশন ঐ কজনার শৌখিন চর্চা থেকে যাবে। 

    ওর একার কাছে সলিউশন থাকা বোধহয় সম্ভবপরও নয়। 

    গতকাল এখানে যে লিঙ্কটা দিলাম, সেখানে সিরিয়া ও বোকোহারাম নিয়ে ওঁর কথাটায় চমকে গেলাম। এটা এর আগে শুনিনি। 

  • একক | ০৬ সেপ্টেম্বর ২০২০ ১২:২০459054
  • হেইডা একদম ডান্স নাম্বার গানা :)) কেকা ঐ .....
  • b | 14.139.196.11 | ০৬ সেপ্টেম্বর ২০২০ ১২:১৬459053
  • ন্যাড়াস্যার, সফট কপি ও খই ভাজার মতো সময় থাকলে গুগল ড্রাইভে তুলে দেবেন।
  • বোধিসত্ত্ব দাশগুপ্ত | 14.140.229.201 | ০৬ সেপ্টেম্বর ২০২০ ১২:০৮459052
  • অরিন , আপনি এটা লক্ষ্য করেছেন বলে ধন্যবাদ। যা চোখে পড়ে সেটা নিয়ে সবার মতই ভাবি কিন্তু উপযুক্ত শিক্ষা না থাকায় কিউরিওসিটি টা পার্সু করা হয় না।

    আরেকটা কথা, আপনার সংগে কথা বলার সুযোগ এলো বলে বলেই ফেলছি। দক্ষিন গোলার্ধ রা তো আবার খুব ই চুপ চাপ ঃ-)))
    আমাদের অনেকের অনেক সময় কার দায়িত্ত্বজ্ঞানহীন প্রগল্ভ আচরণে বিরক্ত হয়ে ধৈর্য্য হারিয়ে এখানে আলোচনা করা , পূর্নাংগ লেখা র কথা ভাবা কখনই কমাবেন না।
    শেষ পর্যন্ত লিখেও ফেলবেন। একাধিক, আশা করি।
    আমার একটু ব্যান্টার এর অভ্যেস আছে, তবে সেটা সাধারণত ওয়েল ডিরেকটেড, কার সংগে ঝগড়া করছি তার উপরে নির্ভর করছেঃ-))

    আমরা অনেকেই আপনার অসম্ভব সেন্সিটিভ এবং সিরিয়াসলি অনুসন্ধিৎঅসু বিভিন্ন পর্যবেক্ষনের আঁচ পাবার জন্য অপেক্ষা করে থাকি। আমাদের ন্যায় ক্যাওস মাংকি দের আচরণ , এই বিজ্ঞানবিরোধী যুগে ডারউইন সায়েব এর ঐতিহ্য কে বাঁচিয়ে রাখার প্রয়াস হিসেবে দেখবেন, ও নিজগুণে ক্ষমা করবেনঃ-)))

    বোধিসত্ত্ব দাশগুপ্ত
  • সম্বিৎ | ০৬ সেপ্টেম্বর ২০২০ ১১:৫৭459051
  • সেই মৈত্রেয়ী দেবী কিনা পার্থসারথীবাবুকে জিগেস কর। টিভিতে বয়স্ক মৈত্রেয়ী দেবীর যে গলা মনে আছে, সে খুব ভারী গলা।

  • সম্বিৎ | ০৬ সেপ্টেম্বর ২০২০ ১১:৫১459050
  • হালিম শরারে প্রতি যে কত লেখকের ঋণ, ইনক্লুডিং দা গ্রেট মানিক রায় অফ কলকাতা! দিলীপ মুখুজ্জে বোধহয় সফট কপি আছে আমার কাছে। পড়তে হবে।

  • Abhyu | 47.39.151.164 | ০৬ সেপ্টেম্বর ২০২০ ১১:৫১459049
  • আরে সুর তো পরের কথা, নজরুলবাবু তো কথা পোজ্জন্ত টুকে দিয়েছেন মনে হচ্ছে।

    তবে ইনিই কি সেই মৈয়েত্রী দেবী?
  • অরিন | ০৬ সেপ্টেম্বর ২০২০ ১১:৪৩459048
  • অর্গানিক খাবার দাবারের নানান সমাস্যার মধ্যে একটা সমস্যা হল কোনটা অর্গানিক, তাই নিয়ে কোন নির্দিষ্ট করে কিছু বলা যায় না | ‌ফলে কতটা যে ঠিক পরিবেশের উপকারে আসছে, সেটা মনে হয় না নির্দিষ্ট করে বলা যায়। 

  • সম্বিৎ | ০৬ সেপ্টেম্বর ২০২০ ১১:৩৪459047
  • কাফির এই চলনটা খুব প্রচলিত। বেসিকালি কাফির স-স-র-র-জ্ঞ-জ্ঞ-ম-ম-প। এখানেও স্যার আরেন্টির ক্রিয়েটিভিটি দেখুন। প্রায় এই চলনটাতেই কোমল গা (জ্ঞ)-কে শুদ্ধ গা করে "ওপারে মুখর হল কেকা ওই" গান করলেন, যেখানে কাফির নাম-ও-নিশান নেহি।

  • S | 2405:8100:8000:5ca1::1bc:9bc9 | ০৬ সেপ্টেম্বর ২০২০ ১১:৩১459046
  • এটা ঘটনা যে অর্গানিক ফুড মুভমেন্ট ফুড সিকিউরিটির মতন আসল সমস্যাগুলোর সমাধাণ করেনি, করবেওনা। কিন্তু কিছু বেনিফিট আমরা হয়ত পাচ্ছি। অর্গানিক ফুড খুবই এক্সপেনসিভ, কারণ প্রোডাকশান কস্ট খুব বেশি। কিন্তু মার্কেট ইকনমির মধ্যেও কিছু চাষীরা অন্তত একটা ইনসেনটিভ পাচ্ছে টু অ্যাভয়েড হার্মফুল কেমিকালস। কেমিকালগুলো কিন্তু চাষের জমির জন্যও ক্ষতিকারক।
  • S | 2405:8100:8000:5ca1::1a9:433d | ০৬ সেপ্টেম্বর ২০২০ ১১:২৬459045
  • আমি মাইকেল মূরের খুব বড় ফ্যান হয়েও বলবো যে মাইকেল মুরের এই ডকুটা খুবেকটা ভালো হয়নি। রিনিউয়েবল এনার্জি নিয়ে যেসব তথ্য দেখিয়েছিল, সেগুলো বেশ ডেটেড। আমার ধারণা এই সিনেমার বেশ কিছু ক্লিপ বহুযুগ আগের, সেগুলো এখন আর অ্যাপ্লিকেবল নয়। এর মানে এই নয় যে রিনিউয়েবল এনার্জি ইন্ডাস্ট্রির কোনও সমস্যা নেই। কিন্তু সেগুলো এই ডকুতে তুলে ধরা যায়নি।
  • অরিন | ০৬ সেপ্টেম্বর ২০২০ ১০:৫৭459044
  • @বোধিসত্ত্ব: "কিন্তু একটা কথা বুঝতে হবে, ক্যাপিটালিজম এর সংগে এখন পরিবেশ আন্দোলনের যে 'সলিউশন' ওরিয়েন্টেড কম্প্রোমাইজ, যেটা ক্যাপিটালিস্ট প্রোডাকশন, কনজাম্পশন কে প্রশ্ন করে ঠিক ই, কিন্তু অর্থনৈতিক সুরক্ষার বিষয়টিকে, খাদ্য সুরক্ষার বিষয় এর অনেক রকম সমস্যা কে সেই 'সলিউশন' গুলি অ্যাভয়েড করে। এই ধরুন অর্গানিক ফুড মুভমেন্ট, এটা তো সাধারণ মানুষের রেঞ্জে কিছু করে নি, এবং লার্জ স্কেল ফুড প্রোডাকশন ক্রাইসি সল্ভ খুব কিছু করে নি"

    খুব সত্যি কথা| এ বছরের গোড়ায় মাইক মুর একটি ছবি তুলেছিলেন (নীচে তার পুরোটার লিঙ্ক দিলাম),

    তাতে তিনি climate change এবং renewable energy নিয়ে কয়েকটি প্রশ্ন তুলেছেন, এতে অনেকে তাঁর ওপর বেশ চটেছেন। আমার মনে হয় আপনার পর্যবেক্ষণ এখানে একেবারে যাকে বলে "spot on" , এখন এটা এমন একটি সমস্যা, যার কোন আশু সমাধান, একই সঙ্গে নৈতিক, ও sustainable, প্রায় সোনার পাথরবাটির মতন হয়ে গেছে। 

  • Abhyu | 47.39.151.164 | ০৬ সেপ্টেম্বর ২০২০ ১০:২৮459043
  • আর তার সঙ্গে
  • Abhyu | 47.39.151.164 | ০৬ সেপ্টেম্বর ২০২০ ১০:১০459042
  • ইনিই কি মংপুতে রবীন্দ্রনাথ, ন হন্যতের মৈত্রেয়ী দেবী? তাহলে খুবই দুর্লভ জিনিস বলতে হবে
  • kc | 188.70.3.94 | ০৬ সেপ্টেম্বর ২০২০ ০৯:৩১459041
  • দিলীপ মুখার্জির বইটার নাম 'সংগীতের আসরে'। জমাটি অ্যানেকডোটে ভর্তি। আর আছে কিছু আজব না জানা যন্ত্রের কথা। বইটা থেকে অনেক গল্প অনেকেই ব্যবহার করেছেন, কেউ নাম দেননি। হালিম শরর'এর মত ভাগ্য ওনার।

  • aka | 2600:1005:b16e:3b54:6d07:a261:3a20:9998 | ০৬ সেপ্টেম্বর ২০২০ ০৮:৩৬459040
  • ছোটবেলার বন্ধুকে হঠাৎ হারালে দুঃখ হয় খুব। আজ টের পেলাম।
  • Atoz | 151.141.85.8 | ০৬ সেপ্টেম্বর ২০২০ ০৭:২৫459039
  • সেই কালি, ব্রহ্মসের টইটা গেল কই? কেউ ঠেলে তুলুন না! ঃ-)
  • Atoz | 151.141.85.8 | ০৬ সেপ্টেম্বর ২০২০ ০৭:২৪459038
  • বুঝলে অভ্যু, এতদিন তুমি আসো নি বটে, কিন্তু তোমার খোলা সেই বিখ্যাত টই, যাতে কালি, ব্রহ্মস এইসব ছিল, সেটা খুবই হট টপিক ছিল। ঃ-)
  • বোধিসত্ত্ব দাশগুপ্ত | 14.140.229.201 | ০৬ সেপ্টেম্বর ২০২০ ০৬:৪৪459037
  • বাই দ্য ওয়ে, রঞ্জনদা, কল্লোলদা, আমি , বৈজয়ন্ত আর কেকে যেন এসব বিষয়ে আগে গুরুতে ডিবেট করেছি, সম্ভবত এন জি ও অর্গানাইজেশনের সমস্যা ইত্যাদি নিয়ে, এই প্রসংগে পরিবেশ এন জি ও গুলোর বিভিন্ন সমস্যা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। বৈজয়ন্ত আমার উপরে হেবি রেগে গেছিল আমি বলেছিলাম, এন জি ও ইটসেল্ফ একটা স্ট্রাঅকচারাল ঘোটালা ইত্যাদিঃ-))) তখন আকা এনগেজ করতো, কথা কিসু বলেছিল হতে পারে।
    ভেগলি মনে হচ্ছে। পরে ঈপসিতা গুরুচন্ডালি তে আসার পরে, জেনেরালি বিজ্ঞান ও অ্যাকটিভিজম সম্পর্কে আলোচনা র মান ও ভ্যারাইটি ডেফিনিটলি বেড়েছিল।
    বোধিসত্ত্ব দাশগুপ্ত
  • বোধিসত্ত্ব দাশগুপ্ত | 14.140.229.201 | ০৬ সেপ্টেম্বর ২০২০ ০৬:৩৪459036
  • শেষ প্যারাটা অবশ্য প্রাক্তন পোলিটিকাল অ্যাক্টিভিস্ট হিসেবে বললাম। আমাদের ধারণা ছিল, কোন এক্টা সময়ে মার্কসিস্ট আইডিয়াজ অফ রেজিস্টান্স, জেন্ডার ও অন্য এথনিক আইডেন্টিটি এবং পরিবেশ বিষয়ের রেজিস্টান্স এক জায়্গায় আসবে, আমরা একটা ইউনিফায়েড থিয়োরেটিকাল এবং আন্দোলনের ফ্রন্ট গড়ে তুলতে পারবো। কিন্তু সেটা ভুল ধারণা ছিল এটা বলার সময় না এলেও, সেকুলার লিবেরাল, রেজিস্টান্স এর নেচার টা ই ফ্র‌্যাগমেন্টেড হবে, এটা সব সময়ে খুব ঐক্যবদ্ধ কিসু হবে না, এটাই সমস্যা, সরকারী এবং বেসরকারী অত্যাচার এর তো ভালো কনসোলিডেশন হয়েছে, যাই হোক পরিবেশ আন্দোলনের যে নিজসঅ ক্রাইসিস সেটা এই রেজিস্টান্স এর ক্রাইসিস টার সংগে জড়িত, মানে এরকম মনে করার এভিডেন্স এর অভাব বিশেষ নাই। so she continues to be essential reading, not sure about anything else, I am not sure her work will feed into the current anti science wave বোধিসত্ত্ব দাশগুপ্ত
  • বোধিসত্ত্ব দাশগুপ্ত | 14.140.229.201 | ০৬ সেপ্টেম্বর ২০২০ ০৬:২৩459035
  • বাবা ঘুম না হওয়ায় গুরু খুলেই নীলিমা সেন এর ছবি ও গান। আজ তো দিন ভালো যাবার কথা। ওনার মেয়েও মারা গেছেন সম্প্রতি, শান্তিনিকেতন এর অনেকের প্রিয় মানুষ।

    অর্জুন,
    বন্দনা শিভা সম্পর্কে এখন আর আমার আগের মত মুগ্ধতা নেই। তবে এটা বলে নেওয়াও ভালো, আমি মেধা এবং বন্দনা র সম্পর্কে খবর এখন একটু কম রাখি, আগে ওনাদের প্র্যাকটিকালি সব লেকা, বলা মুখস্থ থাকতো, ইনটারনেট হীন যুগে যতটা থাকা যা। এই বিষয়টা নিয়ে আমার একটা পার্সোনাল জার্নি ও ছিল। শান্তিনিকেতন স্রীনিকেতনে এ বারীন বাবু র প্রকৃতিপাঠের অসাধারণ ক্লাসের কারণে আমার পরিবেশ , প্রকৃতি ইত্যাদি নিয়ে আগ্রহ ছিল। এছাড়া আমার একটু গ্রামে হেন্টে বা সাইকেলে চলে যাওয়ার অভ্যাস ছিল, তো বিষয় গুলো তে আগ্রহ ছিল। আমাদের এক ইউনিভার্সিটি তুতো দিদি, মেধা পাটকর এর উপরে কাজ করতে শুরু করেছিল, শেষ ও করেছিল, কিন্তু আনফর্চুনেটলি মারা গেছে কিছুদিন আগে, আর তাছাড়া বাবা কৃষি বিজ্ঞানী হওয়ায় , বাড়িতে প্রচুর এই পরিবেশ ডিবেট এর পত্রিকা , বই পত্র আসতো। বাবাদের প্রজন্মের কৃষি বিজ্ঞানী দের দু তিনটে বিষয় গত ক্রাইসিস পেরোতে হয়েছিল। এক হল, কৃষি কে বিজ্ঞান চর্চার বিষয় হিসেবে দেখাটাই নতুন ছিল, নেহরু বক্তৃতা করেছিলেন কোথাও একবার, পড়াশুনোয় ভালো ছাত্র ছাত্রী দের কৃষি বিজ্ঞান পড়তে হবে ইত্যাদি বলে, তাতে বার খেয়ে এঁরা সব কৃষিবিজ্ঞানে আসেন। নিম্ন মধ্য বিত্ত পরিবারের লোক হওয়ার কারণে, খাদ্যাভাব বিষয়্টা , ৪০-৫০-৬০ এর দশকের অবস্থা, খাদ্য আন্দোলন ইত্যাদি তাঁদের প্রভাবিত করেছিল, এবং সআমীনাথন, সুধাংশুভূষন, গোপাল স্বরূপ দের সরকারি এগ্রিকালচার পলিসি তে এঁরা সাবস্ক্রাইব করেছিলেন, কিন্তু যেহেতু সরকারি অফিসার ছিলেন না, অধ্যাপক ছিলেন, তাই এই জায়্গা থেকে সরে আসেন, এবং অ্যাকচুয়ালি ১৯৮৪ ভূপাল ডিজাসটার এর পরে একটা মরাল ক্রাইসিসে পড়েন। ছাত্রদের উদ্যোগে অশোক মিত্র এবং অশোক রুদ্র এবং বাবা এই সময়্টায় শান্তিনিকেতনে পর পর অনেকগুলো বক্তৃতা দেন। আমি ও শুনতে গিয়ে ডিবেট টার নানা ডাইমেন্সনে পরিচিত হই। শান্তিনিকেতনে বিভিন্ন ছোটোখাটো পত্র পত্রিকাতেও বাবারা বন্ধুরা ডিবেট করতেন, এই আমাদের মতই, পরিবেশ বিষয়ে অনেক লেখা বেরোতো, তাতেও এসব বিষয়ে কথা হত। আমার ধারণা এরকম সময়ে আমি আস্তে পরিবেশ বিতর্কের সংগে পরিচিত হয়ে উঠি এবং বন্দনা শিভার নাম শুনি। যদিও এটা ওটা ইনটার ভিউ এর বাইরে,একটু সাস্টেন্ড রিডিং করি, নট বিফোর ১৯৯২-৯৩, কারণ তখন আমি উত্তর প্রদেশে হিমালয়ের কোলে উত্তরকাশী তে থাকতাম, এবং পর পর শ্যুমাখার পড়ি, বন্দনা শিভা পড়ি, মেধা এবং সুন্দরলাল দের টিহরি ড্যাম বিরোধী আন্দোলন সম্পর্কে পরিচিত হই। আমার বন্ধু, তরুন পারসি নাট্যকার জুবিন ড্রাইভার তখন ঐ স্কুলে পড়াতে আসেন, ওনার উৎঅসাহে আমকে আরো এই বিষয়ে আলোচনা করতে হয় এবং পড়তে হয়। আর আমি এসব বিষয়ে আরো জানতে পারি, প্রভা পন্থ আর অরুন পন্থ নামক এক সাহিত্য অধ্যাপক-াধ্যাপিকা কাপল এর কাছ থেকে, ওনারা তখন টিহরি ড্যামের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে চাকরি ছেড়েছেন বা হারিয়েছেন, এবং পরিবেশ সচেতন স্কুল এর বিজ্ঞানের সিলেবাস লেখার কাজে সাবাটিকালে এসেছিলেন, ঐ স্কুল টা অতএব পরিবেশ রাজনীতি আলোচনার একটা ক্ষেত্র হয়ে ওঠে। আমি ঠিক করি, আমি নর্মদা বাঁচাও আন্দোলনের সর্বক্ষণের কর্মী হয়ে যাবো, কারণ ঐ গোটা জার্নি টাই, কমিউনিস্ট পার্টি, বীরভুম পলিটিক্স, সরকারী ছাত্র সংগঠন ইত্যাদি সম্পর্কে একটা বীতশ্রদ্ধ রিবাউন্ড মত ছিল ঃ-)))) কিন্তু পরে কিছুই হই না, কিন্তু পড়তাম।
    অনেক পরে বন্দনা শিভার কথা কে ক্রিটিকালি দেখতে শিখেছি। কিন্তু একটা কথা বুঝতে হবে, ক্যাপিটালিজম এর সংগে এখন পরিবেশ আন্দোলনের যে 'সলিউশন' ওরিয়েন্টেড কম্প্রোমাইজ, যেটা ক্যাপিটালিস্ট প্রোডাকশন, কনজাম্পশন কে প্রশ্ন করে ঠিক ই, কিন্তু অর্থনৈতিক সুরক্ষার বিষয়টিকে, খাদ্য সুরক্ষার বিষয় এর অনেক রকম সমস্যা কে সেই 'সলিউশন' গুলি অ্যাভয়েড করে। এই ধরুন অর্গানিক ফুড মুভমেন্ট, এটা তো সাধারণ মানুষের রেঞ্জে কিছু করে নি, এবং লার্জ স্কেল ফুড প্রোডাকশন ক্রাইসি সল্ভ খুব কিছু করে নি, হ্যাঁ কয়েকটা নেটওয়ার্ক গড়ে উথেছে, এগুলো সম্পর্কে সচেতন থাকতে গেলে বন্দনা শিভা পড়া শুনো দরকার, কিন্তু ওনার কাছে সলিউশন বিশেষ নেই, পারসোনাল স্পিরিচুয়াল প্র্যাকটিস মত হয়ে গেছে, আমার তাতে সায় ও ফান্ডা কোনটাই নেই।
    বোধিসত্ত্ব দাশগুপ্ত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত