এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • একক | ১০ সেপ্টেম্বর ২০২০ ০৪:০০459304
  • বড়েসের পয়েন্টগুলো এক্সেপ্টিবল। এবার ধরুন এই যে এক প্যারা লিখলেন, এইটাই ফেবুতে, আপ্নাকে করতে হবে কোন একটা কন্টেন্ট এর তলায়। সেইটা করতে গিয়ে, মূল কন্টেন্ট এ খুউউউব দায়সারা হলেও এংগেজ করতে হবে। বা যদি তা, না চান তাহলে নিজের স্টেটাসে এটাকেই পাব্লিশ করে পাঁচ জনকে জোটাতে হবে। মানেই সেই আবার কন্টেন্ট এর নীচে আলচনা।

    এই এংগেজমেন্ট মডেল টাই এখানে নেই। এখানে একটা ওপেন টু অল চ্যাটরুম আচে, যেখানে শশালাইজ করতে হলে কন্টেন্ট এ এংগেজ হওয়ার কোন সীন নেই।
  • Atoz | 151.141.85.8 | ১০ সেপ্টেম্বর ২০২০ ০৩:৫৩459303
  • ইচ্ছে করে বহু লেখায় গিয়ে ফেবুর মতন লিখে আসি, "অনেক আদরবাসা জানাই।" ঃ-)
  • S | 2405:8100:8000:5ca1::b51:c046 | ১০ সেপ্টেম্বর ২০২০ ০৩:৪৭459302
  • সবসময় কি আর কমেন্ট করা সম্ভব/ হয়/ যায়? "খুব ভালো লেখা" কমেন্ট করে কি লাভ হয়? আজকাল এমনিতেও কোনও লেখাই ভালো লাগে না। "খারাপ লেখা" কমেন্ট করাটা রূড, আর প্রচুর লিখতে হয়। অত কনফ্রন্টেশান এখন আর বিনা পয়সা সবসময় পোষায় না। অনেকসময় লেখকও তো কমেন্টের উত্তর দেয়্না। অনেক ক্ষেত্রে সেই সাবজেক্টই পছন্দের নয়। অনেক ক্ষেত্রে মনে হয় খুবই জেনেরিক কথাবার্তা, না কমেন্ট করলেও চলে। অবজারভেশনের দাম নেই তা বলছিনা, কিন্তু নিজে কিছু কন্ট্রিবিউট না করতে পারলে কমেন্টের তেমন মূল্য থাকেনা। ভাটটা ব্যস্ত থাকলে বেটার।
  • বোধিসত্ত্ব দাশগুপ্ত | 2405:201:8008:c82b:e4d6:5c4f:e531:e211 | ১০ সেপ্টেম্বর ২০২০ ০৩:২৮459301
  • শেষ্ কমেন্ট , @এলে, অত ভাববেন না , দুনিয়ায় গুণীর কদর আছে, টাইম লাগবে হয়তো, ইন্টারনেট জিনিস টা লোকে স্পোর্টস, পানু, খবর, ভাইরাল আজগুবি ভিডিও, আর আজকাল বস দের চাঁদপানা দেখতে ইউজ‌ করে, তার মধ্যে বিনা নোটিশে হঠাৎ ফস করে হাই কোয়ালিটি ওয়ার্ডি কোয়ালিটি চলে এলে, তাততে লাখ লাখ সুচিন্তিত মন্তব্য পড়বে এটা কি করে হবে মাইরি, আপনি‌ মাইরি বহুত ইয়ে এক্সপেক্টেশন করছে ন,‌গুরুচন্ডালির পাঠকদের শেয়ারিং দিয়েই শুরু হবে।মানে সেই টেক প্রভিসন আছে, আস্তে আস্তে বাড়বে।
  • একক | ১০ সেপ্টেম্বর ২০২০ ০৩:২৫459300
  • ফীচার বড় ব্যাপার না। কাল যদি ফেসবুকের সব ফীচার এখানে থাকে, এনগেজমেন্ট সেম হয়ে যাবে? কভি নেহি।

    ফেসবুকের প্রডাক্ট ডিজাইনের ফান্ডামেন্টাল ব্রেক হল, ওরা এই যে " ফোরাম উইথ, সাইড চ্যাট রুম" কন্সেপ্ট থেকে বেড়িয়ে, একটাকে আরেক্টার মধ্যে ঢুকিয়ে দিয়েচে। লোকের সংগে ইন্টারেক্ট করতে গেলেও, আপ্নাকে ভদ্রতা বলুন বা পিয়ার প্রেসারের খাতিরে তার স্টেটাসে একটালাইক দিয়ে কিছু মন্তব্য করতে হবে। এতে লোকে শুধু সামাজিকতা রক্ষা করতে গিয়েই এংগেজ হয়। কিছু লোক ভুল ধরতে। কিছু লোক ঝগড়া করতে। সবি কন্টেন্ট ঘিরে। কন্টেন্ট এর নীচে।

    গুরু, বা এইজাতীয় ফোরাম ডিজাইনে, চ্যাট্রুম টা কন্টেন্ট এর বাইরে, একপাশে। ন্যাচেরালি, লোকে এখানেই শোশালাইজ করে। রেয়ারলি কন্টেন্ট এরিয়াতে যায়।

    দিস ইয ফান্ডামেন্টাল। হাজার ট্যাগ - লিনক ইত্যাদি ফীচার এড করেও এই পারথক্য জাওয়ার নয়।
  • tester | 2600:1700:4540:5210:9084:6e83:ddb4:c242 | ১০ সেপ্টেম্বর ২০২০ ০৩:২২459299
  • অরিন,
    ঠিক করে দেওয়া হয়েছে।
  • অরিন | ১০ সেপ্টেম্বর ২০২০ ০৩:১৮459298
  • টইপত্তরে আমার আজ সকালে একটা লেখা পাঁচ বার দেখাচ্ছে,  চারটে ডিলিট করে দিন প্লিজ!

  • বোধিসত্ত্ব দাশগুপ্ত | 2405:201:8008:c82b:e4d6:5c4f:e531:e211 | ১০ সেপ্টেম্বর ২০২০ ০৩:১৭459297
  • সিরিয়াস লি আগ্রহী মন্তব্য চাইলে পানু জোকস এর সংকলন, অংশগ্রহণে সিরিয়াস কিন্তু বিষয়ে অনাগ্রহী মন্তব্য চাইলে ঝগড়া ঝাটি লাগানো যায় এরকম ছাড়া আর কিছু নিয়ে লেখাই উচিত না:--)))কি হয়েছে মন্তব্য না থাকলে? আনন্দবাজার তো মন্তব্য দেয় না তাও লোকে লেখে কেন। এটা কি খুব বড় ইসু, নিজের স্বকীয় ভাবনা লিখেছেন, লোকে আগ্রহ পেলে পড়বে।পড়লেই মন্তব্য করবে তাতো না। সাবজেক্ট টা হয়তো নতুন বা‌ ভাবনাটা নতুন, দুটো মন ছুঁয়ে গেল, দারুণ লেগেছে পেয়ে আপনার বা লেখকের কোন কাম‌টা‌ হইব? কাজের কথায় জেনুইন ইন্টারেস্ট সবসময়ই কম থাকে। আমার বিশ্বসাহিত্য তোলপাড় করা কয়েকটি গল্প‌আছে সেটা আমার পাড়ার কুকুর লালু আর তার বান্ধবী নীলু ছাড়া কেউ পড়েনি তো কি হয়েছে, ও্ বেশি ভেবে লাভ‌ নেই।
  • Pinaki | 136.228.209.59 | ১০ সেপ্টেম্বর ২০২০ ০২:৫২459296
  • হ্যাঁ, টই বা লেখার নিচে আলোচনা কমে গেছে তো বটেই। তবে এর জন্য ফেসবুকের উন্নত ফীচারে অভ্যস্ত হওয়া একটা কারণ মনে হয়। এই একই লেখা লেখক যখন নিজের ফেসবুকে শেয়ার করেন, সেখানে খানিক আলোচনা তো হয়। অন্তত এখানকার চেয়ে বেশি হয়। অনেকে বলেন ঐ ট্যাগ, নোটি - এসবের সুবিধে একট বড় কারণ। আর একটা হল ফেসবুকে লোকের সর্বসময় অ্যাকটিভ থাকা। গুরুর খুব পুরোনো পাপী ছাড়া সারাদিন বারবার রিফ্রেশ করে গুরুতে কে কী লিখল দেখে যান কতজনই বা? যিনি চলতে ফিরতে একবার ফেবুতে চোখ বুলিয়ে নিচ্ছেন, ঝপ করে একটা পাসিং রিমার্ক করে যাচ্ছেন, সেই ক্রাউড তো এখানে নেই। অন্তত এখন।
  • অরিন | ১০ সেপ্টেম্বর ২০২০ ০২:৩৭459295
  • "আমার একটা জিনিস মনে হয়, ভুলও হতে পারি, সিরিয়াস লেখকদের একাংশ কি এখনও নেট ঠেকগুলিকে জ্যাঠা ছোকরাদের আড্ডা ভেবে যথাযথ ওজন দেন না, ঐ জন্যে কম কম লেখেন? অনেক লম্বা লেখা, পর্বে ভেঙে দিতে হবে - এরকম ব্যাপার অনেক সময় হয়, এবং আমি প্রায়শই তাতে বিস্মিত হই এই ভেবে যে পাঠককে অত আতুপুতু করার তো কিছু নেই, লম্বা লেখা কষ্ট করে পড়বে। "

    আসলে এই যে "জ্যাঠা ছোকরাদের আড্ডায়" আলোচনা সবচেয়ে জোরদার চলে, সেখানে যে সিরিয়াস লেখকদেরও আলোচনায় একটা ভূমিকা থাকতে পারে, ও তাঁদের দীর্ঘায়িত লেখাগুলোকে কেন্দ্র করে জ্যাঠা ছোকরাদের আড্ডা জমতেও পারে, সেই বোধটা তৈরী করার জন্য একটা "কিলার অ্যাপ" চাই | সেটা বোধহয় কোথাও নেই। 

    গুরুচণ্ডালীর ব্যাপারটা বিবেচনা করছি | 

    এই মুহূর্তে টইপত্তরে বহু ভাল ভাল প্রবন্ধ প্রকাশিত হয়েছে, কম্পিউটারের ওয়েব ব্রাউজারে ডান দিকের কলামে ওপর থেকে নীচে পর পর চারটে সাংঘাতিক প্রাসঙ্গিক এবং সুন্দর লেখা, কিন্তু কেউ যে পড়ে বা লেখাগুলোকে কেন্দ্র করে একটি আলোচনার ইকোসিসটেম তৈরী হয় আমি দেখিনি (দময়ন্তীর লেখাটায় কিছুটা হয়েছে অবশ্য)। অথচ, ভাটিয়ালি দেখুন,  একটা নদীর মতন, ক্রমাগত প্রবহমান আলোচনার ক্ষেত্র।এই দুটো সিস্টেমকে যুক্ত না করতে পারলে, আমার মনে হয় এনগেজমেন্টের এই তারতম্য বহু লেখককে লিখতে নিরুতসাহিত করে (ব্যক্তিগত ভাবে আমাকে তো করেই, আমি লিখতে বসে ভাবি, ধুর, কি হাবিজাবি লিখছি, এ সব লেখা কেউ পড়বে না, তার চেয়ে ভাটিয়ালিতে দু একটা হালকা কমেন্ট করাই বরং ভাল)। কারণ লিখলে যদি লেখাগুলো ক্রমাগত অবহেলিত হতে থাকে, কেউ কমেন্ট না করেন, কেউ আলোচনার সূত্রপাত না করেন, বা লেখক পাঠকের চিন্তার আদান প্রদানের একটা প্ল্যাটফর্ম না হোক, নিদেনপক্ষে একটা স্ট্রিম তৈরীও না হয়, তাহলে লেখা পণ্ডশ্রম, বরং চুপচাপ দেখে যাওয়াই বরং ভাল।

    অথচ দেখুন, কন্ট্রোভারসিয়াল, ;-), তাহলেও এলেবেলের বিদ্যাসাগর  নিয়ে লেখার সূত্রে আমরা কতটা Rich আলোচনা পেলাম ভাটিয়ালিতে। এই দ্রুত প্রবাহিত নানা প্রশাখায় বিভক্ত চিন্তার আদান প্রদান কি তিনি টইপত্তরে কি বুবুভায় লিখলে হত? জানিনা, হয়ত হত, আগের টইতে বুবুভায় লেখা  আর ভাবের আদান প্রদান দেখছি, দেখে আমার মনে হয়েছে, আগে তো হয়েছেই, ইদানীং সাইটের interaction এর গতিপ্রকৃতি দেখে আমার ধারণা, এখন আর হবে না | এরকম ভাবার কারণ, টইএর সেই importance হযত নেই,  যার জন্য তিনি লেখাটিকে টইতে নিয়ে যাওয়ায় বিরক্ত হলেন (তাঁর বিরক্ত হওযার অন্য কারণ থাকতে পারেই, তাহলেও)। যেন টই চিন্তার ও লেখা প্রকাশের ভাগাড়, ভাটিয়ালির জমজমাট আড্ডা থেকে টইপত্তরে লেখা নিয়ে যাওয়া মানে আসর থেকে তাড়িয়ে দেওয়ার মতন ব্যাপার! 

    এটা কি ছোট ছোট ক্যাপসুলার, চটজলদি চিন্তার স্নাপশট বড় লেখার থেকে অনেক বেশী "চোখ টানে" বলে? না কি, আমরা সবাই , সময়ের দিক থেকে গরীব হয়ে গেছি বলে? না কি, অন্য কিছু?

    বড় লেখা ছোট ছোট "ক্যাপসুলার" ফর্মে দেওযার পক্ষে বিপক্ষে অনেক রকম যুক্তি থাকতে পারে, আজকালকার দিনে একটা গোটা বইকে একটা লেখায় লিখে দেওয়া যায়, টেকনোলজির দিক থেকে সে আর এমন কি? আবার দেখুন, প্রকাশনার তরফে পাঠককে কিছুটা তো আতুপুতু করতেই হবে, কারণ অনেকটা লম্বা লেখা ধৈর্য ধরে সবাই পড়বেন এটা আশা করা মনে হয় একটু বেশী হয়ে যাবে। সে তুলনায়, ছোট করে লেখাগুলো আসুক, পরের পর্বের জন্য একটা প্রত্যাশা তৈরী হোক, সেটাও হতে পারে। 

  • anandaB | 50.125.255.146 | ১০ সেপ্টেম্বর ২০২০ ০২:২৩459294
  • @tester

    এইমাত্র দেখলাম, ব্যাপক :)
  • tester | 2600:1700:4540:5210:9084:6e83:ddb4:c242 | ১০ সেপ্টেম্বর ২০২০ ০২:০৩459293
  • আনন্দ,
    css-টা ঠিক করা হয়েছে। থ্যাংকু।
  • অরিন | 161.65.237.26 | ১০ সেপ্টেম্বর ২০২০ ০১:২২459292
  • PT, আপনি কি নিজে টাইমস অফ ইণ্ডিয়ার রিপোর্ট টা পড়েছেন?

  • r2h | 73.106.235.66 | ১০ সেপ্টেম্বর ২০২০ ০১:১৪459291
  • নেই-টা কিন্তু আন্দাজে বললাম। আমি নিশ্চিত করে জানি না।
  • r2h | 73.106.235.66 | ১০ সেপ্টেম্বর ২০২০ ০১:১৩459290
  • আমি যদ্দূর জানি শব্দসংখ্যা বাঁধা নেই, অন্তত ঊর্দ্ধ্বসীমা নেই।

    আমার একটা জিনিস মনে হয়, ভুলও হতে পারি, সিরিয়াস লেখকদের একাংশ কি এখনও নেট ঠেকগুলিকে জ্যাঠা ছোকরাদের আড্ডা ভেবে যথাযথ ওজন দেন না, ঐ জন্যে কম কম লেখেন? অনেক লম্বা লেখা, পর্বে ভেঙে দিতে হবে - এরকম ব্যাপার অনেক সময় হয়, এবং আমি প্রায়শই তাতে বিস্মিত হই এই ভেবে যে পাঠককে অত আতুপুতু করার তো কিছু নেই, লম্বা লেখা কষ্ট করে পড়বে। এইসবই আজকালকার ইন্টুইটিভ লার্নিং কার্ভ ছোট ইউজার সেন্ট্রিক হ্যানা ত্যানার পোঁ ধরে এসেছে। ডিডিদারা মেনহির নিয়ে পাঠশালায় যেত, পড়াশোনা ছিল একটা ভারি ব্যাপার।
  • এলেবেলে | 202.142.96.109 | ১০ সেপ্টেম্বর ২০২০ ০০:৫১459289
  • //ইন্ডিপেন্ডেন্ট রেকর্ড লেবেল এর যুগ ফেরাতে হবে মশাই। পাবলিশিং এ। এই কাজটা কঠিন , এটা করার চেষ্টা করতে হবে আর কি? //

    বুঝলাম এবং যথারীতি হতাশা আরও বাড়ল। ধরুন এখানে সঞ্জয় মুখো তানভির মোকাম্মেলের তিন-তিনটে বইয়ের রিভিউ করেছেন। কম্বিনেশনটাই মারাত্মক মানে সঞ্জয়-্মোকাম্মেল। মানে এ জিনিস নিয়ে বলার সম্ভবত সেরা লোক। তো আমি লেখাটা ওয়ার্ড ফাইলে কপি-পেস্ট করে দেখলাম সব মিলিয়ে ৮২৮ টা শব্দ এবং একটি মন্তব্য। তো গুরু কি বুক রিভিউ-এর জন্য বিগ হাউসের মতো শব্দসংখ্যা বেঁধে দিয়েছে? জানি না। তবে তা যদি না হয় (মানে না হওয়ার সম্ভাবনাই বেশি) তবে সব মিলিয়ে গোটা বিষয়টা চরম নৈরাশ্যজনক।

    বা ধরুন বিশ্বেন্দু নন্দর প্রবন্ধটা। ৯৭৪টা শব্দ। এখন বিশ্বেন্দুদাকে আমি অত্যন্ত কাছ থেকে চিনি। এই বিষয়ে তাঁর এর দশগুণ লেখার ক্ষমতা আছে। এখনও অবধি শূন্য মন্তব্য। এবং বিশ্বেন্দুদা এই ফরম্যাটে একদমই সড়গড় নন। ফলে পাঠকের উত্তর দেওয়া তাঁর পক্ষে প্রায় নামুমকিন। ফলে হতাশা ক্রমে বাড়িতেছে। 

  • anandaB | 50.125.255.146 | ১০ সেপ্টেম্বর ২০২০ ০০:১৭459288
  • @টেক টীম

    CSS রেন্ডারিং এ কিছু গন্ডগোল হচ্ছে মনে হয়, একদম ওপরের কোনো একটা অপসন এ ক্লিক করলে পেজ রিফ্রেশ হবার পর একটিভ মেনু আইকন টা blank হয়ে যাচ্ছে

    এই এখন যেমন ভাটিয়ালি আইকন টা পুরো সাদা, টইপত্তরে ক্লিক করলে ওটাও সাদা হয়ে যাবে

    Firefox ব্রাউসার use করছি, কিন্তু Edge ও একই সমস্যা দেখলাম
  • S | 2405:8100:8000:5ca1::13:fe55 | ১০ সেপ্টেম্বর ২০২০ ০০:০৭459287
  • পাবলিশিংএর সোনার দিন ফিরে আসবে এমন খোয়াব দেখার কোনও মানেই হয়্না।

    বামেদের এটা সমস্যা। মিডিয়াম নিয়েই এত বেশি চিন্তাভাবনা যে মেসেজটাই পাঠাতে পারছে না। রাইট উইঙ্গ কিন্তু ফেসবুক-টুইটারে বসেই ফেসবুক-টুইটারকে গাল দিচ্ছে, সফল ভাবেই। সেখানে হেট স্পীচ ব্যান করলেই ফ্রী স্পীচ নিয়ে চেঁচাচ্ছে, অথচ কেউ দেশের সমালোচনা করলেই পাকিস্তান-মেক্সিকো-শীটহোল কান্ট্রিজে পাঠিয়ে দিচ্ছে।

    এই যুগে বামেদের কথা তেমন রেজনেট হচ্ছে না তার হয়ত কিছু কারণ আছে। কিন্তু মিডিয়াম প্রাইমারি রিজন নয়। যখন একদম সোনার মোডিয়াম ছিল, তখনও হিটলার-আরেসেস রমরম করেছে। হয় বামেদের আসলে কোনও ইউনিফায়েড ন্যারেটিভ নেই, বা রেটোরিকে পিছিয়ে যাচ্ছে।

    তবে আমার এখনও মনেহয় সোশাল মিডিয়ায় যে রাইট উইঙ্গ ন্যারেটিভের রমরমা চলছে, সেটা অনেকটাই ম্যানুফ্যাকচারড। ফুলটাইম ক্যাডার আর্মি থাকলে আর দুটো চ্যানেল কেনা থাকলেই খুব সহজেই এরকম একটা আবোহাওয়া তৈরী করাই যায় যাতে মনে হয় বুঝি আপনার চারপাশে সবাই চাড্ডী। হয়ত সেটা এইমুহুর্তে অনেকটাই সত্যি। তবে বেশিরভাগ লোক আনন্দবাজারের হেডলাইন বা সঙ্গে সুমন দেখে-শুনে নিজেদের পলিটিক্স ঠিক করে। আইডৈলজিকালি কমিটেড লোকজন খুব কম ছিল এবং এখনও তাই।

    তাই এই মিডিয়ামকে নিংড়েই বাম ন্যারেটিভ ছড়াতে হবে। আর সেটাতে লজ্জার কিছু নেই।
  • বোধিসত্ত্ব দাশগুপ্ত | 49.37.81.245 | ০৯ সেপ্টেম্বর ২০২০ ২২:৫৫459285
  • এলে, আপ্নার এই বিস্ময় বালক হ্যাট টা মাইরি সত্যি ই বেশ রসময়। আপনি যেন জানেন না। বিষয়্টা খুব ই সিম্পল, বড় পত্রিকার প্ল্যাটফর্মের জন্য দুশ্চিন্তা না করে ছোটো পত্রিকা কেই অলটারনেটিভ ভাবনা চিন্তার আধার হিসেবে পুনর্প্রতিষ্ঠা করা, এবং ছোটো পত্রিকার বোকা বোকা মেগালোম্যানিয়া কে চ্যালেঞ্জ করা। আবার কি।

    মেগালোম্যানিয়া আর ইনফর্মালিটি অফ ফাইনান্সিয়াল্স এদুটো ছাড়া তো লিটল ম্যাগাজিন মুভমেন্ট এর বড় কোন দোষ নাই। কিন্তু ক্ষমতা কম তাই ক্ষতি কর অপেক্ষাকৃত ভাবে কম, এনাজ্জি একটু বেশি লাগে কারণ প্রায়শঃ তর্ক পার্সোনাল, এমনতো নয় বড় পত্রিকায় সে সব নেই। এ যেন আপনি দেখেন নি ঃ-))))))) ডোমেস্টিক ওয়ার্কার দের চুক্তিপত্র আর ছোটো পত্রিকার , মেডিয়ার কর্মী সাহায্যকারী সবার সংগে রিলেশন শিপ কে ফর্মালাইজেশন অফ কনট্রাক্ট্স এর পক্ষে মত তৈরী করা, এবং সেটা করতে গেলে শিক্ষার মান বাড়ানো যাতে করে বাজার টা বাড়ে এসব যেন আপনি জানেন না। ইন্ডিপেন্ডেন্ট রেকর্ড লেবেল এর যুগ ফেরাতে হবে মশাই। পাবলিশিং এ। এই কাজটা কঠিন , এটা করার চেষ্টা করতে হবে আর কি? এ ছাড়া লিখে লাভ কি? জানি না, আমার আর কোন মোটিভেশন নাই, দার্শনিক মোটিভেশণ বিষয়্গত কিউরিওসিটি র বাইরে একমাত্র এটাই মোটিভিশন পাই। রাস্তায় আমি গেলে লোকে সালমান খানের মত হাত নাড়বে না জেনেই জিমে না গিয়ে ভুঁড়ি বাগিয়ে বিপ্লবী লেখালিখি আবার কি। নট দ্যাট এভরি আদার মোটিভেশন লাইক ফেম , বিট অফ ইজি সেক্স, উইনিং অফ আর্গুমেন্ট্স, ফেস অন দ্য টেলি, আইডিয়াজ অন ইনটেলেকচুয়াল সুপিরিওরিটি, পাবলিক অ্যাডমিরেশন, বা তমুকের ছেলেকে ইশ্কুলে ভর্তি করিয়ে দেবার মত বা হাসপাতালে সিট দেবার মত ক্ষমতা, ইত্যাদি আর ইনভ্যালিড। কোনোটাই হয়তো ছোটো না, আমার বলার ভঙ্গিমায় প পকামো থাগলেও ছোটো না, আমিও মুক্ত পুরুষ কিসু নই। কিন্তু জীবনের প্রথম প্রবন্ধ যখন লিখেছিলেন, বাল এসব ভেবেছিলেন, নাকি শব্দ চয়ন , বিষয়, আলোচনার সুবিধের জন্য হাজার বার বদল এসব নিয়েই মশগুল ছিলেন আর বিনীত ভাবে ভাবছিলেন, পত্রিকার জগতে সিনিয়রিটি , ডিস্ট্রিবিউশন মোনোপলি ইত্যাদি ফাল্তু জিনিস যদি না থাগতো লিখতে সুবিধে হত কত। আমি ভাবছিলাম, সেই ভাবে ভুঁড়ি বাগিয়ে ভাবা যায় কিনা। যেদিন মদ খাবার সময় কেউ ডিশ্টাপ করে না, সেদিন আমি দেশ ও দশের কথা ভাবি ঃ-))))))) রাগ করবেন, না জ্ঞান মনে হলে কান মূলে দেবেন। চিন্তার অধিকারের জগতে এক ধরণের সাম্য, যে টা মোটামুটি ট্রান্সপেরেন্ট না হোক , ফর্মালাইজ্ড কমার্স দ্বারা নিয়ন্ত্রিত, এ ছাড়া কি চাইবার আছে , এটা কিন্তু বড় কিসু চাওয়াই না, স্পেন্সারে না গিয়ে মছওয়ালার কাছে এই সব এক ই কারণে যান বা তার বেশি রোয়াব দেখলে গজ গজ করেন। কিন্তু কখনো নিরুপায় বোধ করেন কি? ঃ-))))))))) এ জীবনে বিখ্যাত না হলে আমার অন্তত কোন ক্ষতি নেই। আমার যা জোগ্যতা এই বাল মেডিয়া বুমে আমি অন্তত মনে করি যোগ্যতার থেকে বেশি লোক নেম রেকগনিশন করেছে, এই সব সোশাল নেটওয়ার্ক এসব হয়ে , এটা না হলে চিন্তা ভাবনার তো কোন ক্ষতি হত না। এখন দু চারটে ইন্টারেস্টিং লেখা আর ফর্মালাইজেশন অফ কন্ট্রাক্ট্স ইন পাবলিশিং অ্যান্ড মেডিয়া, এর পক্ষে চেচানো ছাড়া আমার মনে হয় না, চিন্তার জগত কে আমার আর বিশেষ কিসু দেবার আছে। আর বিজেপি , জামাতি , ফালাঞ্জি , নিরাকার বা সাকার ধর্ম যত জীবদ্দশায় উঠে গেলে খুশি হতাম।
    বুঝতেই পারছেন এটা ব্যক্তিগত , এবং অনুকরণযোগ্য না, কিন্তু কোন পত্রিকার ই নিজের লোক না হতে পারার একটা সচেতন প্রচেষ্টা ছাড়া আমার বড় কাজ একটাই বাকি, আজের শেশ পেগ টি খেয়ে ঘুমিয়ে পড়া আর আপনাকে না জ্বালানো। ;-)
    বোধিসত্ত্ব দাশগুপ্ত
  • ক্যাদার চাটুজ্জে | 111.90.141.223 | ০৯ সেপ্টেম্বর ২০২০ ২২:২৬459284
  • ওরে বাবা , ক্যাপিটালিজম হল বেহ্মদত্যির মত। বিশ্বাস কর বা না কর, তেঁনাঁরাঁ আচেন।

  • vojo-zata | 37.111.232.33 | ০৯ সেপ্টেম্বর ২০২০ ২২:১৪459283
  • *abar

  • vojohori | 37.111.232.33 | ০৯ সেপ্টেম্বর ২০২০ ২২:১৩459282
  • ... er jon oto koster typing ure zete na debar moto seyana ke banalo ?

    li chara abae ke?

  • বোধিসত্ত্ব দাশগুপ্ত | 202.142.90.219 | ০৯ সেপ্টেম্বর ২০২০ ২১:৫২459281
  • ,
  • vojoghot | 37.111.224.242 | ০৯ সেপ্টেম্বর ২০২০ ২১:২৭459280
  • ক্যাপিটালিজমের পেটের মধ্যে বেশি সময় থাকলে অনেকগুলো প্রচলিত অভিজ্ঞতার   প্রজ্ঞার বাণী ভুলে যেতে হয় - হোটেল ক্যালিফোরনিয়া -ইউ ক্যান নেভার লিভ

    যেমন  এক। স্বাস্থ্য সংক্রামক নয়, কিন্তু ব্যাধি ,,, 

    ইয়ট মালিকদের পৃথিবীতে একথা মনে রাখা লাগে না

    কিন্তু সারা বিশ্বের গ্রাম্য বা  শহুরে নিম্ন মধ্যবিত্ত একথা ভুলতে পারে না

    সে নিজে সরাসরি বিপদে না পড়লেও ,,,

  • এলেবেলে | 202.142.96.109 | ০৯ সেপ্টেম্বর ২০২০ ২০:৪০459279
  • , মতে না-ই মিলতে পারে। সেটাই স্বাভাবিক। তবে বিকল্প রাস্তাটা বলুন। দেখি সেটা আদতে কী। কিংবা অরিনবাবুর মতো গুরুই বাম্ফন্টের বিকল্প উন্নততর বাম্ফন্ট বলেন কি না। 

    স্যার (আজ থেকে আর পিটিস্যার বলব না। এ গোঁয়ারগোবিন্দের এই বিনীত অনুরোধটুকু রাখবেন দয়া করে), মহাশ্বেতাও তো যে আসে আসুক সিপিএম যাক দলে ছিলেন। আপনার তো তাঁদের ওপর হেব্বি খার। তো মহাশ্বেতা কি সাহিত্যিক বলে ছাড় পেলেন? কিন্তু মহাশ্বেতাই কেন? সাহিত্য চর্চা করেছেন অথচ আবাপ-র ধামা ধরেননি তেমন ধরলে তো অনেক নামই এসে যায় - অমিয়ভূষণ থেকে অসীম রায় হয়ে অরুণেশ ঘোষ পর্যন্ত (কেবল 'অ'-এ আটকে রইলাম)। বাকিদের তো সেই হয় আজকাল নয় প্রতিক্ষণের পোঁ ধরতে হল। তাহলে?

    কুচবিহারের ঘুঘুডাঙ্গা (যদ্দূর মনে পড়ে) গ্রামের বাসিন্দা অরুণেশ ঘোষ একদা একটি চমৎকার বাক্য লিখেছিলেন --- প্রতিষ্ঠান বিরোধিতাও শেষ পর্যন্ত অন্য একটি প্রতিষ্ঠানের জন্ম দেয়। তো মহাশ্বেতা কি সমস্ত ছকের বাইরে?

  • নোবেলটা ফ্রী তে | 151.197.225.87 | ০৯ সেপ্টেম্বর ২০২০ ১৯:৫৭459278
  • আহা খাটনিটা দেকুন

    ওবামা তো কিছু করার আগেই পেলেন, ইনি তো তবু কিছু ঘাঁটাঘাটি করলেন। তবে ইনি বোধায় আগেও নমিনেশান পেয়েছেন।

    তবে আমি নমিনেট করিনি আগেই বলে রাখি।
  • a | 194.193.160.235 | ০৯ সেপ্টেম্বর ২০২০ ১৯:২১459277
  • আমেরিকার প্রেসিডেন্ট হলে কি নোবেলটা ফ্রী তে দিচ্ছে?
  • S | 2405:8100:8000:5ca1::2ed:1c5e | ০৯ সেপ্টেম্বর ২০২০ ১৮:১৬459276
  • What is education? It's the process by which humans are made more human. এহ, মেশিন বিবেকানন্দ পড়েনি।
  • S | 2405:8100:8000:5ca1::205:ee68 | ০৯ সেপ্টেম্বর ২০২০ ১৮:১৫459275
  • গ্লোবাল ওয়ার্মিং দেওয়াতে সেনসিটিভ টপিক বলে কাটিয়ে দিল। আর ইকনমি দিলে ক্যাপিটালিজমের গুণগান গায়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত