এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সম্বিৎ | ২৯ সেপ্টেম্বর ২০২০ ১১:১৭461872
  • অভ্যুবাবু, ধন্যবাদ।


    সুদীপ বন্দোর গান বেশ। আগে শুনিনি। তবে কাঠখড় পুড়িয়ে এই গান আবার না শুনলেও ওনার অন্য গান শোনার  আগ্রহ রইল।

  • | ২৯ সেপ্টেম্বর ২০২০ ০৯:৪৮461871
  • গুরু এট্টা ডিজলাইক বোতামও দিয়েছে। বেশ বেশ। 

  • শ্রোতা | 115.114.47.197 | ২৯ সেপ্টেম্বর ২০২০ ০৯:৪৬461870
  • আপনারা সুদীপ বন্দ্যপাধ্যায় শুনেছেন আগে? 


  • ফরোয়ার্ড ব্লক | 115.114.47.197 | ২৯ সেপ্টেম্বর ২০২০ ০৯:৩৯461869
  • গতবার তো বলল ভালো করে সিংহ আঁকতে পারেনি বলে নাকি হেরে গেছে। নতুন ছেলেরা ভালো ভাবে সিংহ আঁকতে পারছে না এটাই বর্তমানে পার্টির বড় ক্রাইসিস।

  • Abhyu | 198.137.20.25 | ২৯ সেপ্টেম্বর ২০২০ ০৯:৩১461868
  • ন্যাড়াদার জন্যে

  • cb | 202.56.61.2 | ২৯ সেপ্টেম্বর ২০২০ ০৮:৪৭461867
  • অল্টারনেট রিয়েলিটি - বার্নি যদি ১৬ সালে না দাঁড়াতেন প্রাইমারীতে তা হলে অবস্থা এখন কেমন হত ? 

  • b | 14.139.196.11 | ২৯ সেপ্টেম্বর ২০২০ ০৮:৩২461866
  • ১৯৮২  সালে লেখা কং এর একটা দেওয়াল লিখন এখনো মনে পড়ে , লোডশেডিং নিয়েঃ " আলো আমার আলো ওগো আলো ভুবন ভরা / পাখি সেনের অন্ধকারে  হলাম ' সর্বহারা '। 


    পাশাপাশি , যখন সিদ্ধার্থ বাংলা কং এর নেতা হলেনঃ ১৯৯১ বা ৯২ সালে  ' সিদ্ধার্থ এলো বাংলায় / জ্যোতি যাবে খুলনায় / হাতে নিয়ে হ্যারিকেন / সাথে যাবে পাকি সেন । (হ্যাঁ, অর্ধেকের  বেশি জায়গাতে পাখি-র বদলে পাকি লেখা হত )। শুধু মিলের খাতিরে একটার পরে একটা জুড়ে দিয়েছেন। 


    দেওয়াল লিখন  বা গ্রাফিটি-র মান দেখলে একটা দলের ভাবনার হাল বোঝা যায়।


    আর আমাদের ওখানে দাঁড়াতো ফরওয়ার্ড ব্লক। তার প্রতীক সিংহ। দেওয়ালে আঁকা সেই সিংহ, কি বলব,  কেশর পরা শুওর, কুকুর আর মানুষের একটা মিক্স্চার। কোথাও কোথাও সিংহের কেশরে বিনুনি  দেখা যেতো, লজ্জা লজ্জা মুখ । 

  • Politician | 2606:6000:6a0c:e00:f839:d319:7bbf:be08 | ২৯ সেপ্টেম্বর ২০২০ ০৮:০৪461865
  • এই কোলে দোলার ছড়াটা খূব হ্যান্ডি ছিল। সব পক্ষই লিখত। শুধু কে লিখছে তার ওপর কার কোল আর কে দুলছে এই দুটো বদলে যেত। 

  • দীপাঞ্জন | ২৯ সেপ্টেম্বর ২০২০ ০৭:৫৮461864
  • আমাদের  ক্লাস সেভেনে একটা নতুন ছেলে এলো, চন্দন | একদিন গর্ব করে বলেছিলো, জানিস আমার দাদু অরুণপ্রকাশ | তার কিছুদিন পরেই ভোট | ক্লাসেরই কেউ একটা স্কুলে আসবার পথে দেওয়াল লিখন দেখেছে - "হৈমী বসুর কোলে, অরুনপ্রকাশ দোলে" |  ছবিও নাকি ছিল একটা, অরুণপ্রকাশ হৈমী বসুর কোলে বসে দুলছেন, কিন্তু তখন তো আর ক্যামেরা ছিল না | যাই হোক, ভোটে অরুণপ্রকাশ পরাজিত হইলেন, আর তারপর থেকে চন্দনকে রাগাবার দরকার হলেই সবাই সমস্বরে ওই দুটো লাইন গাওয়া হত, আর চন্দন ম্যাসিভ খচে যেত |

  • Atoz | 151.141.85.8 | ২৯ সেপ্টেম্বর ২০২০ ০৭:৩৮461863
  • ট্রাম্পের নামই নেবেন্না। নাম নিয়ে পাবলিসিটি পাইয়ে দিয়ে লাভ কী? যখন ভালোরকম জানাই আছে লোকটা সর্বনাশ করেছে। তার জায়্গায় দুইবেলা বাইডেন বাইডেন করুন।

  • Politician | 2606:6000:6a0c:e00:98dc:41c5:f329:fcfb | ২৯ সেপ্টেম্বর ২০২০ ০৭:৩৬461862
  • নির্বাচনী ছড়ার একটা টই করলে হয়। একটা মনে এল, সিপিএম লিখত 


    দিল্লী থেকে এল গাই 


    সঙ্গে বাছুর সিপিআই। 


    এটা সিপিআই বামফ্রন্টে ঢোকার আগে। 

  • Atoz | 151.141.85.8 | ২৯ সেপ্টেম্বর ২০২০ ০৭:৩৫461861
  • এইবারে জীবন মরণের কেস। দুই লাখের কাছাকাছি লোক মারা গিয়েছেন। এইবারের ভোট সিরিয়াস ব্যাপার। বাইডেনকে না চুজ করলে চলবেই না।

  • S | 2405:8100:8000:5ca1::11f:f594 | ২৯ সেপ্টেম্বর ২০২০ ০৭:২৩461860
  • কালকে.

  • Amit | 121.200.237.26 | ২৯ সেপ্টেম্বর ২০২০ ০৭:২০461859
  • ট্রাম্প ভিস বাইডেন  টিভি ডিবেট কি হবে শেষ অবদি এবারে ? অবশ্য ওসবে বিশেষ কিছু ফারাক পড়ে বলে মনে হয়না। যারা কট্টর সাপোর্টার , তারা তাদের পার্টিকেই ভোট দেবে।  ডিবেট এ যাই আটভাট বকা হোক। 

  • S | 2405:8100:8000:5ca1::11f:c51a | ২৯ সেপ্টেম্বর ২০২০ ০৭:০১461858
  • একদল ট্রাম্প সমর্থক কিন্তু মাস হিপনোটিজমে ভুগছে। তারা জানে যে ট্রাম্প ঠকাচ্ছে, তারা জানে যে জিওপি তাদের ইন্টারেস্ট একটুও দেখেনা, তবুও জিওপি আর ট্রাম্পকেই ভোট দেবে। কারণ তাদের পক্ষে ডেমদের ভোট দেওয়া সম্ভব নয়। এর প্রধানত দুটো কারণ।

    ডেমরা যে ইকনমিক সলিউশনের কথা বলছে, সেটা খুব সময় সাপেক্ষ এবং আমেরিকার জন্য খুবই নতুন। জিওপি যে সলিউশনের কথা বলছে, সেটা খুব পরিচিত, যদিও সবাই জানে যে ওতে কাজ হবেনা (দেখাই যাচ্ছে যে হচ্ছেনা)।

    আরেকটা কারণ হল এরা অনেকেই খুব অসহায়। আয়ের ব্যবস্থা কমে গেছে, জিনিসপত্রের দাম বেড়ে গেছে, পুরোনো জীবিকাগুলো আর নেই, নতুন জীবিকার জন্য প্রয়োজনীয় স্কিলগুলো নেই (এর জন্য জিওপির পলিসিগুলো খুব দায়ী)।


    ফলে এরা ভাবছে যে জিওপি অন্তত তাদের কাছ থেকে গড, চার্চ, কান্ট্রি, অ্যাবর্শান, হোয়াইট সুপ্রিমেসি, এলজিবিটি, ইমিগ্রেশান, এবং অবশ্যই গান ঔনারশিপ এগুলো নিয়ে নেবেনা বা এগুলো নিয়ে মত বদলাতে বলছে না। জিওপি একদিকে এইগুলোকে স্টোক করে, অন্যদিকে বোঝায় যে সোশালিজম কত খারাপ। ফলে যে লোকগুলো সবথেকে বেশি নির্ভর করে আছে সরকারের সোশাল স্পেন্ডিংএর উপর, তারাও ট্যাক্স কাট সমর্থন করে, তারাও ওবামাকেয়ার সড়াতে বলে, তারাও সোশাল সিকিউরিটি তুলে দিতে বলে।


    আর ট্রাম্প ঠিক এই জায়্গাটাই ধরেছে। জিওপি এতদিন এগুলো প্রচ্ছন্নভাবে করতো, আড়ালে আবডালে, উইন্ক উইন্ক নাজ নাজ করত। ট্রাম্প সেটা একদম স্পষ্ট করে সামনে নিয়ে এসেছে। সাদার্ণ স্ট্র্যাটেজির একস্ট্রিম ইমপ্লিমেন্টেশান করছে। এতদিন অবধি জিওপি সাধারণত অপেক্ষাকৃত কম কন্ট্রোভার্শিয়াল ইস্যুগুলো নিয়ে বলতঃ কান্ট্রি, গড, গান, ফ্যামিলি, এবং অ্যাবর্শান। ট্রাম্প সবথেকে বেশি উগ্র ইস্যুগুলোকে ধরেছে, যেগুলো অন্য জিওপিরা ধরতে ভয় পেত। ইমিগ্রেশান, রেস, হোয়াইট সুপ্রিমেসী, মিসোজিনি।

  • anandaB | 50.125.255.146 | ২৯ সেপ্টেম্বর ২০২০ ০৬:৪১461857
  • ভাবছি নভেম্বর এর শুরুর দিকে খুদকুঁড়ো যা স্টক আছে বেচে দিয়ে ফিক্সড ইনকাম অ্যাসেট এ ঢুকিয়ে দেব , তারপর জানুয়ারী বা ফেব্রূয়ারি নাগদ হাওয়া বুঝে নতুন উদ্যমে শুরু করা যাবে 


    ঠিক ভরসা পাচ্ছি না যদিও ,ব্যাপার টা না ডিসাস্টার হয়ে যায়

  • S | 71.46.220.68 | ২৯ সেপ্টেম্বর ২০২০ ০৬:২৩461856
  • কালকে ট্যাক্স রিলিজ করার পর থেকেই ট্রাম্প ভক্তরা খুব লাফাচ্ছে। কতরকমের যে কুযুক্তি আসছে। ফেক নিউজ, অন্তত ৭৫০ ডলার তো দিয়েছে, তার থেকে বেশি দেবে কেন (ভালো অ্যাকাউন্টেন্ট অ্যাপয়েন্ট করেছে), ওবামা কেন মিলিয়নেয়ার, ধর যে ব্যাটা এসব লীক করেছে, আসলে অনেক বেশি দিয়েছে, মাইনে তো নেয়না, কতবড় কোম্পানি চালায়, তুই কত আয় করিস যে বড় বড় কথা বলছিস। সবথেকে মজার হল "ঠিক বলেছ ফেক নিউজ" এর উত্তরে বলছে "এর থেকে বেশি দেবে কেন"। অবশ্য ফেক নিউজ মানে কিন্তু এই নয় যে খবরটা অসত্য, এর মানে হল খবরটা আমার নাপসন্দ।

  • Tim | 2607:fcc8:ec45:b800:dd43:a6ba:db94:5ef4 | ২৯ সেপ্টেম্বর ২০২০ ০৬:০১461855
  •  ইন্দিরার ছবি আঁকলেই সেখানে রক্ত ড্রিপ করত। সে পক্ষে বিপক্ষে যাই  লেখা হোক না কেন। পক্ষে লেখা থাকতো, শেষ রক্ত বিন্দু দিয়ে ইত্যাদি ইত্যাদি। বিপক্ষে হলে অত্যাচারের কথা তুলে রক্ত। ঐ ড্রাকুলার মত। 

  • S | 2a0b:f4c1:2::245 | ২৯ সেপ্টেম্বর ২০২০ ০৫:২৮461854
  • আমি একটা খুব অশ্লীল দেওয়াল লিখন দেখেছিলাম। সেটা লিখবো কিনা ভাবছি।

  • | 2601:247:4280:d10:14d8:cca5:c46b:b554 | ২৯ সেপ্টেম্বর ২০২০ ০৪:১৮461853
  • শিশুবয়সে দেখা  দুটো দেওয়ালের ছবি কখনো ভুলবো না।একটা নাকবোচু লোক বিরাট একটা রিং এ অনেক চাবি নিয়ে তাকিয়ে আছে।পাশে লেখা, সব বন্ধ কারখানা খুলে  দিতে আসছি। নীচে লেখা গুজবে কান দেবেন না। বামফ্রন্ট কে বিপুল ভোটে জয়ী করুন।পরে জেনেছি ওটা প্রিয় দাশমুন্সির ছবি।হাওড়ার সব বন্ধ কারখানা খুলে দেবেন জাতীয় কোন প্রতিশ্রুতিকে বিদ্রূপ করে সে ছবির জন্ম।


    অন্য দেওয়ালে ইন্দিরা গান্ধীর ছবি, মাথার উপরে শকুন, আর ওর দুটো ভ্যাম্পায়ারের মতো দাঁত থেকে রক্ত পড়ছে।


    এদুটো ছবি বোধহয় বছর ২০ ঐ দেওয়ালে দিব্যি ছিলো। কট্টর সিপিয়েম সমর্থকের বাড়ির দেওয়াল।ওরা মোছেন নি, প্রকৃতির অত্যাচারে আবছা হয়েছিলো বটে, আমার মনের পাথরে সে দাগকাটা ছবিদুটো এখনো জ্বলজ্বল করছে:-)

  • Tim | 2607:fcc8:ec45:b800:dd43:a6ba:db94:5ef4 | ২৯ সেপ্টেম্বর ২০২০ ০৩:০৪461852
  • কিলিমাঞ্জারো নিয়ে কবিতা লেখা হয়নি দেখছি। বাংলা সাহিত্যের এই অপূরনীয়  ক্ষতি নিয়ে আপনারা নীরবই থেকে গেলেন। আপনাদের একচোখোমিতে সামান্য অভিমান নিয়ে আমি কাজ করতে গেলাম। 

  • Atoz | 151.141.85.8 | ২৯ সেপ্টেম্বর ২০২০ ০২:৫৭461851
  • কিলিমামাঞ্জারো বীক্ষ্য ঃ-)

  • Atoz | 151.141.85.8 | ২৯ সেপ্টেম্বর ২০২০ ০২:৫৭461850
  • ওঃ ডিডি!!! কিলিমাঞ্জারো টইটা আবার পড়লাম। ঃ-)

  • Atoz | 151.141.85.8 | ২৯ সেপ্টেম্বর ২০২০ ০২:২৯461849
  • মেরা ভারত মহান। সরকারী ও সরকারপোষিত স্কুল সিস্টেমকে মাত্র বিশ-পঁচিশ বছরের মধ্যে ধ্বংস করে দিল। এখন ওসব স্কুলে যাঁরা নিজেরা শিক্ষক বা শিক্ষিকা, তাঁরাও নিজেদের সন্তানদের ওইসব স্কুলে ভর্তি করেন না। একেবারে যাকে বলে ডীপ স্টেট। চোখের সামনে মর্কট করে দিচ্ছে। সবাই লেজ তুলে লাফাচ্ছে।

  • অরিন | 161.65.237.26 | ২৯ সেপ্টেম্বর ২০২০ ০২:২০461848
  • "The Real World

  • S | 2405:8100:8000:5ca1::10a:3914 | ২৯ সেপ্টেম্বর ২০২০ ০১:৪০461847
  • নাতনী?

  • hu | 2607:fcc8:ec45:b800:dd43:a6ba:db94:5ef4 | ২৯ সেপ্টেম্বর ২০২০ ০১:১৯461846
  • আমাদের স্কুলে যাওয়ার রাস্তায় একটা বাড়ির দেওয়ালে লেখা ছিল -
    ক্লাস সিক্সে পড়ছি মোরা এ-বি-সি-ডি-ই
    জ্যোতিবাবুর নাতি দেখো পড়ে নার্সারি

    এই ছড়াটা প্রায় "জল পড়ে পাতা নড়ে"র মত অভিঘাত সৃষ্টি করেছিল।

    আরেকটা বাড়ির দেওয়ালে লেখা থাকত -
    এরা দিনের বেলায় কৌটো নাড়ে
    এটার মানে জানতাম না।

  • Tim | 2607:fcc8:ec45:b800:dd43:a6ba:db94:5ef4 | ২৯ সেপ্টেম্বর ২০২০ ০১:০৫461845
  • সেই যবে থেকে লোকে জানতে পারলো দলমত নির্বিশেষে প্রাইভেট এডিকেশনেই যাচ্ছে, তবে থেকে। বেকার লোকেদের দোষ দিয়ে লাভ নেই। 


    একই সঙ্গে, এও সত্যি কথা যে এখনও কোন কোন সরকারি স্কুলে, খুবই যত্ন নিয়ে পড়ানো হয়। আগেও হত। সমস্যা ছিলো, কিন্তু সেগুলোর সমাধানও হওয়া সম্ভব ছিলো। তার বদলে স্লো ডেথ দেওয়া হয়েছে। এ যেন অনেকতা অর্ধেকটা বাঘে খেয়েছিলো বলে বাকি অর্ধেকটা মরে গেল টাইপ। এবার ঐ বাড়িগুলো ভেঙে মল করে ফেলুক। 

  • S | 2405:8100:8000:5ca1::108:df2c | ২৯ সেপ্টেম্বর ২০২০ ০১:০১461844
  • এখন কি ট্রেন্ড? হিন্দু ইস্কুলে আমাকে নেবে?

  • aka | 143.59.211.4 | ২৯ সেপ্টেম্বর ২০২০ ০০:৫৭461843
  • এই সেদিনই এক গুরুভাইয়ের সাথে কথা হচ্ছিল। আমাদের সময় লোকে যাদবপুর, শিবপুরে পড়ত। জেনারাল হলে প্রেসি, জেভিয়ার্স, মৌলানা আজাদ, আশুতোষ এসব জায়গায় যেত। আজকাল পুরো ট্রেণ্ড বদলে গেছে। কবে যে গেল জানি না। 

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত