এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | 203.110.242.23 | ১৯ মার্চ ২০২১ ০০:১৫474954
  • "আগে দেখতাম নেতারা বলতেন জনগন ভুল বুঝেছে, তাদের বোঝাতে হবে। আজকাল কি সেসব সিস্টেম উঠে গেছে?"
    উঠবে কেন? এখনো আছে।
    কিন্তু পিটি তো আর নেতা নয় এবং তার ভোট পাওয়ারও দরকার নেই। কাজেই সত্যি কথাটা খুঁজতে তার কোন অসুবিধে নেই।

    অন্য দিকে ভেবে দেখুন যে অম্বিকেশের ব্যাপারে যারা মুখে সেলোটেপ লাগিয়ে আছে এত বছর ধরে, তাদের কি গদির চোখে চোখ রেখে ভর্ভরা রাওএর জন্যে ব্যবহৃত আইনি সন্ত্রাসের বিরুদ্ধাচরণ করার মত মেরুদন্ড আছে? ও যদি চোখ পাকিয়ে বলে যে "অম্বিকেশ জী কে লিয়ে আপ্নে কেয়া কিয়া"? তার কি উত্তর দেবেন?

  • T | 103.151.156.66 | ১৮ মার্চ ২০২১ ২৩:৪১474953
  • ধ্যাত, কী সব নিয়ে আপনারা পড়ে আছেন। ওদিকে থাকতে না পেরে আবাপর সাংবাদিকই বিচিপি প্রার্থী হয়ে গ্যাশে। সিউড়িতে। দেখুন দেখুন। :)

  • সোজাকথা | 2a03:e600:100::33 | ১৮ মার্চ ২০২১ ২৩:২৫474952
  • পাঞ্জাবে চাষের জন্য আন্দোলন ভাল আন্দোলন। একদম সন্টুনি মন্টুনি। সিঙুরে আন্দোলন খউব খারাপ। নন্দীগ্রামে শুভেন্দু গুলি চালিয়েছে আর বুদ্ধ  বসে নাটক লিকছিল তাই গুলি না চালিয়ে কী করবে!?

  • lcm | 99.0.80.158 | ১৮ মার্চ ২০২১ ২৩:১৭474951
  • আজ সকালে ভ্যাকসিন নিতে গেলাম, জনসন জনসন এর Janssen ভ্যাকসিন দিয়ে দিল। জিগ্গেশ করল এই ভ্যাকসিন নিতে কোনো আপত্তি আছে কি না, মনে মনে বললাম - এক হি ডোজ হ্যায়, ফ্রি মে হ্যায়, ডাল দিজিয়ে

  • r2h | 49.206.15.246 | ১৮ মার্চ ২০২১ ২৩:০৮474950
  • সিপিএম ২১:৫১, হাহা, এইটা ভালো লিখেছেন।

    সিরিয়াসলি, এই র‌্যান্ট দেখে দেখে লোকজনের মাথা গরম হয়ে গেলে দোষ দেওয়ার কিছু নেই (তা বলে খিস্তি করাকে সমর্থন করবো না, ডি দিয়ে যাই)। এ তো আজব ব্যাপার। সেদিন ফেসবুকে দেখছিলাম অয়ন কাকে একটা সিপিএম হেটার বলছে। আমি বললাম, আরে বাপু, সিপিএম হেটার হয়েছে তো তাতে এত অভিমান করার কী আছে? নানান রকম বাস্তব কারনেই যেকোন রাজনৈতিক দলের হেটার থাকবে কিছু, তাদের সঙ্গে আড়ি করে, অভিমান করে থাকলে কী করে চলবে? আগে দেখতাম নেতারা বলতেন জনগন ভুল বুঝেছে, তাদের বোঝাতে হবে। আজকাল কি সেসব সিস্টেম উঠে গেছে? নেতারা নিশ্চয় এখনো তাই বলেন, কিন্তু সমর্থকরা একেবারে দৃঢ়প্রতিজ্ঞ, গতকাল যারা ভোট দেয়নি, আগামীকাল তাদের বাড়ি বয়ে বলে আসবো, তোমাদের ভোট কিন্তু আমাদের চাই না, তোমরা ছাগল।

    ভোটের মুখে নন্দীগ্রাম নিয়ে এত লম্ফঝম্প করে কী উপকারটা হবে তাই বা কে জানে।

  • সিএস | 49.37.7.30 | ১৮ মার্চ ২০২১ ২২:৫৯474949
  • মানুষের এজেন্সিটা খাদ্য আন্দোলনে থাকে, পাঞ্জাবের চাষীদের আন্দোলনেও থাকে কিন্ত নন্দীগ্রামে থাকে না। সেখানে পাঁক থাকে, বদামি থাকে, কারণ সেখানে আমার পছন্দের দল ও সরকার থাকে।

  • সিএস | 49.37.7.30 | ১৮ মার্চ ২০২১ ২২:৫৬474948
  • তখনকার সেই 'পাঁক' তো এখন দেখা যাচ্ছে বিজেপি নেতার কথায় নেচে। যাতে নিজের মতের স্বার্থে ব্যবহার করা যায়। হামবাগ টিভিতে নিশ্চয় প্রচার চলছে। 

  • PT | 203.110.242.23 | ১৮ মার্চ ২০২১ ২২:৫১474947
  • পিটির লেখায় "পাঁক" মানে  বিজেপির সঙ্গে তিনোর গোপন সম্পর্ক। এই গরমে সেই গা গোলানো গন্ধে ম, ম করছে চারপাশ।
    অতিবদাতিবামেদের সঙ্গে তিনোর সম্পর্ক তো আর এখন প্রমাণের অপেক্ষা রাখেনা।

  • সিএস | 2401:4900:104c:4765:dd2e:fb2d:6542:ef42 | ১৮ মার্চ ২০২১ ২২:৪৩474946
  • ড্রেনের পাঁক ইত্যাদি শব্দ দিয়েই বোঝা যায়, নন্দীগ্রাম পর্বকে কে কীভাবে দেখছে এবং কী কারণে। 

  • b | 14.139.196.12 | ১৮ মার্চ ২০২১ ২২:৪১474945
  • ডিলানসঙ্গীত শুনুন। সিগারবুড়ো। 


  • সিএস | 2401:4900:104c:4765:dd2e:fb2d:6542:ef42 | ১৮ মার্চ ২০২১ ২২:৩৪474944
  • বিজেপিতে গিয়ে কেরিয়ার করতে গেলে ঢপবাজিটা অন্য লেভেলে করতে হবে।  গত পাঁচ বছরে তো শুভেন্দুকে শোনা যেত না । 

  • b | 14.139.196.12 | ১৮ মার্চ ২০২১ ২২:৩০474943
  • আবাপর হেডিং হঠাৎ কাব্যিক হয়ে উঠেছে কেন? নন্দীগ্রামে শিশিরপতনের  শব্দ (ধপ ?), রুদ্রতেজে ভবানীপুর জ্বলছে , পার্থর বাণের সামনে একা অমুক ইত্যাদি। 

  • PT | 203.110.242.23 | ১৮ মার্চ ২০২১ ২২:১৯474942
  • "সেই শুভেন্দুর ঢপবাজিও কোট করা চলবে।"
    এক্কেবারে একমত যে শুভেন্দু ঢপবাজ। তবে ড্রেনের পাঁকের খবর ঐতো রাখে। কিন্তু ঠিক কখন থেকে সে ঢপবাজ হয়েছে সেটা জানাবেন? আগে জানতেন না গত মাসেই জানলেন যে সে ঢপবাজ?

    "পিটির সিপিএম - যাদের আমলে পুলিশের গুলিতে কেউ মারা যায় নি,"
    পিটিকে যত খুশী গাল দিন কিন্তু দয়া করে এই মিথ্যে কথাটা পিটির মুখে বসাবেন না। জানি তাতে পিটিকে কর্ণার করতে সুবিধে হয়। কিন্তু পিটি অসংখ্যবার গুরুর পাতায় দাবী জানিয়েছে যে নন্দীগ্রাম হত্যার তদন্ত করে গোটা আলিমুদ্দিনকে ফাঁসিতে ঝোলানো হোক। In fact সিপিএম দলটা উঠে গেলেও পিটির বিশেষ কিছু আসবে যাবে না কেননা পিটির সঙ্গে আসল কিংবা  নকল কোন সিপিএমের কোনই লেনাদেনা নেই।

    এই সব আলগা মন্তব্য থেকে বোঝা যায় যে ভর্ভারা রাওকে কেন এত সহজে এদেশে জেলে পুরে রাখা যায়। আর কেনই বা অম্বিকেশকে এখনো প্রতিমাসে আদালতে হাজিরা দিতে হয়। 


    কেননা দেশের গরিষ্ঠাংশ মানুষ সত্যটা জানতে চায় না।

  • ফালতু | 2a0b:f4c2::1 | ১৮ মার্চ ২০২১ ২২:০৬474941
  • ২০০৭ সালে চাষীদের মধ্যে কোনো অসন্তোষ ছিল না, শুভেন্দু আর তিনোমুল গ্রামে গ্রামে গিয়ে গন্ডগোল পাকিয়েছে। আর ২০০৭ থেকে ২০১১ অবধি ৪ বছর ধরে সিপিএম সে সব জেনে শুনেও সেগুলো সামনে আনল না, ইচ্ছে করে ভোটে হেরে গেল।

    এই পিটি লোকটা এত বাজে আর ফালতু মিথ্যে কথা বলে, একেবারে বোধবুদ্ধিহীন। একে ইগনোর

  • সিপিএম | 2001:620:20d0::24 | ১৮ মার্চ ২০২১ ২১:৫১474940
  • এখানে দুটো সিপিএম নিয়ে কথা হচ্ছে।

    এক হচ্ছে, বাস্তবের সিপিএম - যার নেতারা বুদ্ধদেব ভট্টাচার্য, বিমান বসু রা। জমি অধিগ্রহণ নিয়ে তাদের পদ্ধতি যে ঠিক ছিল না একথা তারা মেনে নিয়েছেন। কিন্তু তাই বলে তো আর সেই নিয়ে বসে ঘ্যান ঘ্যান করে কাটিয়ে দেওয়া যায় না, আজকের ইস্যু গুলো, ২০২১ সালের ইস্যুগুলো নিয়ে বিরোধী দলের ভূমিকা পালন করতে হবে, ভোটে লড়তে হবে, প্রয়োজনমতন জোট তৈরি করতে হবে, ইত্যাদি তারা করছেন।

    আর এক হচ্ছে, পিটির সিপিএম - যাদের আমলে পুলিশের গুলিতে কেউ মারা যায় নি, কোথায় কোনো গুপি হয় নি, স্বপ্নের রাজ্য ছিল, সুশাসনের সাজানো বাগান ছিল। তারা সেই ২০০৭-২০১১ তে আটকে গেছেন। আমাদের সাজানো বাগান তিনোরা এসে তছনছ করে দিয়েছে এক যুগ আগে, তাই নিয়ে তাদের হাহাকার। ২০৫০ সালেও তাদের হাহাকার শুনবেন ঐ ২০০৭ সালে কারা এসে ওখানে কি করেছিল ইত্যাদি। এরা আবার নিজেদের খুব বোদ্ধা মনে করেন, বাকীদের ছাগল বলেন।

  • PT | 203.110.242.23 | ১৮ মার্চ ২০২১ ২১:৪৮474939
  • "কল্লোল রঞ্জন ডিডি এদেরকে কথায় কথায় মিথ্যেবাদী ছলচাতুরি বাজ বলে গেছে....."
    সে তো এক অন্য যুগের কথা। তখন বাংলার আকাশ বাতাস বিপ্লবের গন্ধে ম, ম করত। তখন শুভেন্দু "কর্পোরেট বিরোধী" কৃষক নেতা, সুফিয়ান সাবল্টার্নদের মুখ আর রাজপুত্তুর তখন "বিপলব, বিপলব" বলে হামা টানছে।
    তার পরে কোথা হইতে কি হইল, শ্যামলাল জানে!! বিপ্লব শেষে, ক্রেমে ক্রেমে রাজপুত্তুর শন্তিনিকেতনে, সুফিয়ান জাহাজ বাড়িতে আর শুভেন্দু বিজেপিতে!!
    এখন আরেকবারিচ্ছেকরে এই ব্রহ্মা-বিষ্ণু-মহেশ্বরের সঙ্গে তক্কাতে।

    @অরণ্য
    কারণ গোলমাল তো শুভেন্দুই পাকাচ্ছিল ভেতর থেকে। কে জানে অপরেশন বর্গায় তাদের পরিবারের কত জমি গিয়েছিল। রাস্তা কেটে, গাছ ফেলে নন্দীগ্রামকে রাজ্য থেকে বিচ্ছিন্ন করার সব কিছুই তো শুভেন্দু (আর কি অতিবামেরা?) মিলেই করছিল। তো সরকার কি বসে বসে আঙুল চুষবে নাকি?

  • সিএস | 49.37.7.30 | ১৮ মার্চ ২০২১ ২১:৪২474938
  • আর শেখ সুফিয়ান, আবু তাহের ইত্যাদিদের 'জেহাদি' বানাচ্ছে।

    সেই শুভেন্দুর ঢপবাজিও কোট করা চলবে।

    শুধু এটা প্রমাণের জন্য যে সেই সময়ের সরকারের কোন দোষই ছিল না, গ্রামের লোকও মরেনি ইত্যাদি।

  • সিএস | 49.37.7.30 | ১৮ মার্চ ২০২১ ২১:৩৯474937
  • শুভেন্দু এখন বিজেপি গিয়ে কপালে তিলক কেটে নন্দীগ্রামে বিজেপির প্রভাব দেখাচ্ছে, পনের বছর আগের। আন্দোলানটা ভোটের আগে বিজেপির ছাপ মেরে হাইজ্যাক করার তাল ও চাল।

    সেই নিয়ে হামবাগপনা এখানে চলছে।

  • aranya | 162.115.44.103 | ১৮ মার্চ ২০২১ ২১:৩৫474936
  • নন্দীগ্রাম আন্দোলনে বিজেপি-র সরাসরি যোগ ছিল , সেটা হতেই পারে। কিন্তু, সিপিআইএম কেন ব্যারিকেড করেছিল, কেন এলাকা ঘিরে রেখেছিল, কেন কাউকে ঢুকতে দিচ্ছিল না, তা তো সিপিআইএম-এর  সেই সময়ের পলিসি মেকার-রাই বলতে পারবেন। 


    সিপিআইএম কেন ব্যারিকেড করেছিল,  তা ​​​​​​​কেন ​​​​​​​শুভেন্দু-র ​​​​​​​কাছ ​​​​​​​থেকে ​​​​​​​জানতে ​​​​​​​হবে? 

  • PT | 203.110.242.23 | ১৮ মার্চ ২০২১ ২১:১৯474935
  • পিটিরটা @aranya

  • PT | 203.110.242.23 | ১৮ মার্চ ২০২১ ২১:১৭474934
  • সেটা শুভেন্দু খুব ভালই জানে কিন্তু ভেঙ্গে বলেনি এখনো। হয়্ত বলবে কোন দিন!! যেমন কিনা মুকুল রায় এখনো বলেনি ক্যন্ডিডেট পিছু কত লাখ করে টাকা দিয়েছিল। আর দিদি তো দুজনের কৃতকর্মের সমস্ত খবর রাখেন -কেননা তাঁর অনুপ্রেরনাতেই সব ঘটেছিল।
    এতো ঘরেলু ঝগড়া, বাইরের লোক জানবে কি করে?

    কিন্তু এখনো কি শুভেন্দুর দিকে আঙুল তোলার সময় আসেনি? নাকি এখনো ৩৪ বছরের শাক দিয়ে....... ইত্যাদি। 

  • khagen | 45.130.138.65 | ১৮ মার্চ ২০২১ ২১:১৭474933
  • গাল দিলে গাল খেতে হবে, একনাগাড়ে দিয়ে গেলে তো হবে না, কল্লোল রঞ্জন ডিডি এদেরকে কথায় কথায় মিথ্যেবাদী ছলচাতুরি বাজ বলে গেছে এখন একেবারে ফুলের ঘায়ে কান্নাকাটি করলে তো হবে না. 


    আয়নায় যেমন মুখ দেখাবেন 

  • aranya | 162.115.44.103 | ১৮ মার্চ ২০২১ ২১:০৬474932
  • 'Lal Krishna Advani first entered the area after breaking through the barricades erected by the CPI (M)' 


    - সিপিআইএম ব্যারিকেড করেছিল ​​​​​​​কেন? 

  • PT | 203.110.242.23 | ১৮ মার্চ ২০২১ ২১:০০474931
  • নন্দীগ্রাম বিপ্লবের বিজেপি কানেকশন যেটা বা- ও ধা-বুজিরা এতদিন চাপা দিয়ে রেখেছিল? ক্রেমে ক্রেমে আরো কি বেরোবে কে জানে!! একেবারে ঘোড়ার মুখ থেকেঃ
    ""The Nandigram movement would have never gained national importance had the BJP not raised it in the Parliament. The TMC managed to enter Nandigram during those days because the then leader of opposition in Lok Sabha, Lal Krishna Advani first entered the area after breaking through the barricades erected by the CPI (M)," he said."

  • সুরভিত বোরোলিন | 2405:8100:8000:5ca1::779:9e9c | ১৮ মার্চ ২০২১ ১৭:২১474929
    • S | 125.23.121.189 | ২৯ নভেম্বর ২০০৬ ২২:১০696388
    • ইটিভির নিউজ দেখে আইzকের আপডেট।

      বিমান বসু গেসলেন। সেখেনে চাষীরা হঠাৎ কালো পতাকা আর কাস্তে নাড়িয়ে তাঁদের বিক্ষোভ প্রকাশ করেন বিমানবাবুর সামনে। ওদিক থেকে সিপিএম এর একটি দল ঢুকে পড়ে চাষীদের সাথে মিলিত হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে (সিপিএম আর চাষী বোধ হয় দুটো আলাদা এনটিটি)। পর্যাপ্ত পুলিশ ছিল, লাঠিপেটা করে সকলকে দূরে সরায়।

      বিমান বসু দেখলাম, স্টেজে উঠে বলছেন, 'ক্ষেতের মাঝে যাঁরা দাঁড়িয়ে আছেন, সরে যান, এখন ওখানে আলু চাষ করবেন না। জমি ঠিকমত তৈরি না করে আলুর বীজ পুঁতলে, তাতে আলু হয় না, কচু হয়।' আরও বলেছেন, কারখানা বানিয়েই ছাড়ব।

      অসাধারণ বাগ্মীতা। আলু সম্বন্ধে কী প্রগাঢ় জ্ঞান!
    • S | 125.23.123.160 | ০২ ডিসেম্বর ২০০৬ ২২:০৭696400
    • যতটা সম্ভব নিরপেক্ষ দৃষ্টিতে আজকের ধারাবিবরণী দিচ্ছি। ঐ, ইটিভি বাংলায় নটার খবর। আর দুপুরের খবর।

      এতক্ষণে হয় তো সবাই জেনে গেছে। আজ সিঙ্গুরে যা তা রকমের বাড়াবাড়ি হয়েছে। পুলিশকে যে রকম ভাবে লাঠি পেটাতে দেখলাম, তুলনা চলে একমাত্র গুড়গাঁওতে হন্ডা শ্রমিকদের ওপর লাঠিচার্জের। চোখে দেখা যায় না। একটা বাচ্চা মেয়ে, দশ বছর বয়েস হবে, তার চোখের ওপর লাঠির বাড়ি পড়েছে। সে তাকাতে পারছে না।

      বিমান বসুর দাবি, আজ খুঁটি পোঁতার সময়ে কর্মীদের লক্ষ্য করে নাকি কেউ অ্যাসিড বালব ছুঁড়েছে, আর দুজন মহিলা পুলিশকে ছুরি মারা হয়েছে / দেখানো হয়েছে। 'বোধ হয়'। তিনি নিশ্চিত নয়। ক্যামেরায় অবশ্য পুলিশ বা খুঁটিওলাদের কোনও ইনজিওরডকে দেখা যায় নি।

      ঝামেলার ছবি তোলা যায় নি, কারণ ১৪৪ ধারা, সাংবাদিকদের গ্রামের ভেতর ঢুকতে অনুমতি দেওয়া হয় নি। (যদ্দূর জানি, ডালহাউসি স্কোয়্যারে সারা বছরই ১৪৪ ধারা থাকে, সেখানে সংবাদিকরা ফটো তুলতে পারেন না, এমন কথা শুনি নি, কেবল সভা সমিতি জমায়েত নিষিদ্ধ থাকে। তাই লালবাড়ির সামনে জমায়েত করলেই আইন অমান্য করা হয়)

      ফিরে আসি সিঙ্গুরে। ইটিভির খবর, খুঁটি পোঁতার সময়ে 'স্বেচ্ছায় জমি দেওয়া চাষীর দল' প্রতিবাদ জানালে বেড়াবেড়ি আর কী কী যেন গ্রাম পুরো ঘিরে ফেলে পুলিশ তান্ডব চালায়। ঘরে ঘরে ঢুকে লাঠি চালিয়েছে, টিয়ার গ্যাসের শেল গিয়ে পড়েছে খড়ের গাদায়, সেখান থেকে আগুন, দোকান ভেঙেছে। অবস্থা এমনই, এখন গ্রাম ছেড়ে পালাচ্ছে মেয়ে পুরুষ সবাই।

      কাঁটাতারের বাইরে, যেখানে টিভি ক্যামেরা নিয়ে যাওয়া গেছে, দেখলাম, এক পঞ্চাশোর্দ্ধ মহিলা, যাকে কোনওমতেই হামলাকারী বলে বিশ্বাস করা যায় না, সেই রকম এক মহিলা, একটা খুব-বেশি-হলে ১৪-১৫ বছরের মেয়ে, এদেরকে দুজন মহিলা পুলিশ ধরে নিয়ে ভ্যানে তুলছে। আর প্রচুর পুরুষ তো আছেই, কারুরই মুখ দেখে ঠিক 'হামলাকারী' বলে মনে হল না। মানে, হামলা হয় তো অবশ্যই করেছেন, তবে ঠিক কী পরিস্থিতি পড়লে একজন নির্বিরোধী নিরীহ মুখের মানুষ পুলিশের হাতে তার জামার কলার সঁপে দিতে পারে, কিছুটা আন্দাজ করতে হয়।

      মাথা ফেটেছে অনেকের, রাত ৯:৩০-এ যে শেষ স্ন্যাপ দেখালো, মনে হল, টিভির গাড়ি দেখেও লোকে ভয়ে পালাচ্ছে।

      মেধা পাটকর গেছিলেন। তিনি সমেত ছ জন গ্রেফতার। আলিমুদ্দিনের তরফে এখনও কোনও বিশদ বিবৃতি নেই। সোমবর বন্‌ধ ডেকেছে কংগ্রেস ও আরও অনেকে।
    • d | 61.246.151.225 | ০২ ডিসেম্বর ২০০৬ ২২:৩৫696411
    • উফ্‌ফ্‌।

      জানাই ছিল যদিও। ঐজন্যই মানুষের চেয়ে বেশী পুলিশ পাঠানো হয়েছে ওখানে। ইশ কোন টিভি চ্যানেল বা খবরের কাগজের হেলিকপ্টার ভাড়া করে যেত যদি। তারপর সর্বত্র ছড়িয়ে দিত ছবিগুলো।
    • a x | 192.35.79.70 | ০২ ডিসেম্বর ২০০৬ ২৩:১৬696422
    • আচ্ছা আমাদের দেশের সেই সব বুদ্ধিজীবিরা যারা নিউক্লিয়ার বোম নিয়ে মিছিল বার করল, তারা এসবে কিছু মিটিং মিছিল করেন না? অদ্ভূত লাগছে, এত কম প্রতিবাদের মধ্যে ব্যাপারটা হচ্ছে কি করে? নাকি আমি অন্যদেশে বসে কিছু টের পাচ্ছিনা? কিছু ভুল ভাল মমতা পার্টি আর কৃষকরা নিজেরা এছাড়া তো কেবল মহাশ্বেতা আর মেধা পাটকারের নাম শুনছি? বাকি সাধারণ মানুষ, স্কুল কলেজের ছাত্র/ছাত্রী, সোশ্যাল ওয়ার্কার, তথাকথিত ইন্টেলেক্‌চুয়ালরা , লেখক, সিনেমা পরিচালক এরা? আর এই সরকারের কোনো ভয় নেই? এইভাবে জোর যার মুলুক তার করে ভোট ব্যাংক টিঁকে থাকবে? গ্রামের ভোট গুলো আর লাগবেনা?
    • Ishan | 67.173.95.163 | ০২ ডিসেম্বর ২০০৬ ২৩:১৮696433
    • বুদ্ধবাবু শুনলাম বলেছেন, আমাদের পুলিশকে ওরা ছুরি ও মেরেছে, পুলিশ আর কি করবে? (আহা পুলিশ দাঁড়িয়ে ছিল, আর একজন গিয়ে ছুরি মেরে এল)।

      স্থানীয় বিধায়কও লাঠির বাড়ি খেয়ে হাসপাতালে।
    • tan | 131.95.121.127 | ০২ ডিসেম্বর ২০০৬ ২৩:২৬696444
    • আমাদের কলকাতিয়া বুদ্ধিজীবীদের সব প্রতিবাদ মিছিল টিছিল দূরের জন্য, গুজরাতের জন্য মিছিল আর প্রদর্শনী, অযোধ্যাকান্ডের জন্য বিশেষ গ্যালারিতেপ্রতিবাদী শিল্প, কিউবার জন্য চাঁদা তুলে চাল পাঠানো,আশেপাশে কাছেপিঠে তো সর্বশান্তি! প্রজাপুঞ্জ সুখে আছে,দুইবেলা দুহাত তুলে বলছে মহারাজের জয় হোক,দাতাকর্ন মহারাজ!
      আহা এই না হলে বুদ্ধিজীবী!
       
    • S | 125.23.123.160 | ০২ ডিসেম্বর ২০০৬ ২৩:৪৪696455
    • বেশি কিছু বলার মানসিকতা আর নেই। ব্যাপারটা এখন সরকারের প্রেস্টিজ ইস্যুতে এসে পৌঁছেছে।

      আজকের ছবি দেখার পর, আমি, ব্যক্তিগতভাবে, সিঙ্গুরে টাটার কারখানা হবার বিরুদ্ধে চলে গেলাম। এত রক্তের বিনিময়ে উন্নয়ন দরকার নেই। এটা পরাধীন ভারত নয়।
  • PM | 37.111.202.115 | ১৮ মার্চ ২০২১ ১৩:৫৯474928
  • কাকে ?

  • PM | 37.111.202.115 | ১৮ মার্চ ২০২১ ১৩:৫৭474927
  • Kake ? 

  • PT | 203.110.242.15 | ১৮ মার্চ ২০২১ ১৩:৫৬474926
  • "ছাগল , ভেড়া , কাক, বদ, অতিবদ, বদমাশ , ওপরচালাক , ধান্দাবাজ "


    এগুলোর প্রায় কোনটাই গুরুতে ব্যবহৃত ও অনিন্দিত "বুদ্ধর বৌ"-এর মত ব্যক্তি আক্রমন নয়। খানিকটা গুরুতে বহু ব্যবহৃত "হার্মাদ" (একটি জাতি, ধর্ম বা দল) এর সমতুল্য। 


    "কাক" বিশেষণটিও আমার সৃষ্ট নয়। ওটি পব-তে অন্য কারা একজনের স্বীয় কর্মফলের সঙ্গে জড়িয়ে ব্যবহার করে ক্লিশে করে দিয়েছেন। খানিকটা "বিশ্ববিজয়ী," "কবিগুরু" বা "মহামতি"-র মত।


    "মানুষ কখন ভেড়া হবে, জানতে পার না"-বঙ্গীয় নাটকের একটি গান। যারা লেখে এখানে তাদের বেশীর ভাগই বোধহয় সেই নাটক দেখেনি।


    আর "ছাগল" শব্দটির ব্যবহারও বাংলা ভাষার পথিকৃতদের কাছ থেকে শেখা। উদাঃ "পাগলে কি না বলে, ছাগলে কিনা খায়।" আমি শুধু "কিনা খায়" এর জায়গায় "কিনা ভোটায়" করেছি।


    এটা পড়ে কেউ মানসিক ভাবে অস্থির হবেন না দয়া করে। 

  • র২হ | 2401:4900:2725:8eb5:b13b:c4d9:f03c:c0e1 | ১৮ মার্চ ২০২১ ১৩:৪১474925
  • প্রসংগত, ডিডি ছাড়া আর কে-

    • name: dd mail: country: 

      IP Address : 193.82.19.217 (*) Date:02 Apr 2018 -- 09:44 AM

      এটা বছর ছয়েক আগে লিখেছিলাম।

      ইতিহাস সততই শাশ্বত। টইএর বদলে ফেবুগ্রুপ, সম্পাদকের বদলে এডমিন করে পড়ুন।

      "আমি লিখছি, জানেন, "টইতে রাজনৈতিক তক্কাতাকির নিয়ম কানুন" এই নিয়ে।

      (১) ফার্স্টলি আপনাকে একটা খুব সংকীর্ন বাইপোলার দুনিয়ায় বসত বাড়ী খুঁজতে হবে। হয় নকু নয় মাকু। হয় সিপিয়েম নয় তিনোমুল। এর বাইরে কোনো মানুষ,ব্রহ্মদত্তি,জলজ প্রাণী বা গবলিনের অস্তিঙ্ক Ä আপনি মানবেন না। সিপিয়েমকে সাপোর্ট করলেই আপনি মমতার দালাল আর মমতার সম্বন্ধে কিছু খারাপ কথা কইলেই আপনি নির্ল্লজ্জ সিপিয়েম। এই বৃত্তের বাইরে কিছু নেই।

      (২)অফকোর্স পার্সোনাল অ্যাটাক করবেন। খুব করবেন। নইলে রাজনীতি কিসের? কিন্তু লোকে যেনো টের না পায় আপনি নীতিটীতি ছেড়ে এমনই খেউর করছেন। নিজের ঢাক নিজেই পেটান। যেমতি ঃ
      "দেখুন ক্ষ বাবু, আমি কদাপি পার্সোনাল অ্যাটাক করি না। আপনাদের মতন নীচে নামতে আমি অপারগ।
      তবে এদানী আপনের মতন জাত খচ্চর দুটি দেখেছি বলে মনে হয় না। এক জনের কাছে শুনেছিলাম আপনি নাকি প্রকাশ্যে নাক খোঁটেন। অবশ্য আপনার লেখা পরলে মনে হয় আপনি প্রাতঃকৃত্যের পরও হাত ও ধোন না।"

      (৩) অভিমান? খুব চলবে। "আমি হতাশ হয়ে গেছি। আমি ক্লান্ত। অবষন্ন। বিষন্ন। আর লিখবো না। এখানকার তর্কের যা মান তাতে আমার বাপু পোষাবে না। ছ্যাঃ। ঘেন্না ধরে গেলো। বিদায় দেহ ভাই, সবারে আমি প্রনাম করে যাই।"
      পরের দিন ই আবার ফিরে আসবেন।

      (আরো)

      (৪) চশমাটা খুলে অন্যের লেখা পড়ুন,চশমা না থাকলে চোখ বন্ধ করেই পড়ুন।

      যেমতি কিউ বাবু একটি পোস্টিং করলেন এবং সেটির ভাষা,ভাব,ভংগী ও রং আপনার নিলকুল না পসন্দ। তো? আ [ পনি ধাঁ করে সম্পুর্ণ অন্য একজনকে গালি পারুন, ঐ পোস্টিংঅএর প্রসংগ তুলেই।
      কোনো অসুবিধে নেই।

      (৫) খিস্তি। পাতি বাথরুমের দেওয়ালের ভাষা,আপনি ছেড়ে দিয়েছেন বছর দশেক হলো। আবার চালু করুন।

      কিন্তু প্রকাশ ভংগীটি এক অনুপম খোকাবাবুর মতন হওয়া চাই। যেমতি ঃ
      "এই সব বাল বীচি গুলো কে যুক্তি মানেন? গাঁড় ফাটিয়ে দিতে হয়। আর আপনেদের মতোন অকালগেঁড়েদের ভাষা এতো অশালীন কেনো? ছিঃ"

      (৬) এক মহান শিক্ষক বা প্রচারক। স্থিতপ্রজ্ঞ। আপনি জলে ভেজেন না, আগুনে দগ্‌ধ হন না। আপনার সর্দি হয় না। পেট খারাপ তো কবেই ছেড়ে দিয়েছেন। দুনিয়ার আর কিছুই আপনাকে বিচলিত করে না।
      আপনি এক ফাটা রেকর্ডের মহান অবতার। একই কথা ইনিয়ে বিনিয়ে লিখে যান বছরের পর বছর, টইএর পর টই।

      (এমন কি আরো)

      (৭)জেনে রাখুন এখানে যারা লেখেন তারা হুবহু এক ক্লোন। বদের হাঁড়ি,পাজির পা ঝাড়া। তারা সারাক্ষন এ অন্যের পিঠ চুলকাচ্ছেন আর অন্যদের দেখলেই খেঁকিয়ে তেড়ে যাচ্ছেন। মাইরী। এদের চরিত্ররই এরকম।

      একটি সম্পুর্ন নতুন স্পেসিস এই গুরুচন্ডালীর "লোকে"রা। বা নতুন জাত।

      ওদের ভাতে মারুন, মাউসে মারুন। দু তিনটে টই পরে পরেই লিখুন "অবশ্য গুরুচন্ডালীর কাছ থেকে এর থেকে ভালো আশা করাই বাতুলতা" অথবা "গুরুচন্ডালীর সদস্যদের (অথবা মেম্বার / সমর্থক / প্রচারক / ইত্যাদি) পক্ষে এমতো হাঁদামী দেখে অবাক হবার কিছু নেই। আপনেদের বড্ড পেট পাতলা"।

      (৮)সম্পাদক। এটাও আজকাল জমেছে। সবাই জানে গুচ চালান এক (বা বেশ কিছু) চলমান অশরীরি, বা বিন লাদেন / মমতা / লক্ষন শেঠ / জর্জ বুশ / নরেন্দ্র মোদি বা আপনের পছন্দের কোনো হেট ফিগার।

      তো সেমতি একটি আনমডারেটেড মাঠে দাঁড়িয়ে আপনি প্রতিবাদের পতাকা তুলুন সম্পাদকের আধচোখামী ও ত্রিচারিতার বিরুদ্ধে।

      (ব্যাস,ব্যাস)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত