এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সিসা the lead | ১৩ এপ্রিল ২০২২ ১৮:৫৩500284
  • @একক,lmao...laugh.....বুদ্ধিটা ভাল ,কিন্ত মেল ইগো... সেটা সামলাবে কে ?
    @amit ,লাস্ট সেন্সিবল অপশান হয়তো সেটাই ,কিন্ত অতবড় ডিসিশান - মা-বাবার একমাত্র ছেলে ,পারিবারিক ব্যবসার একমাত্র উত্তরাধিকারী,১৮ বছরের কর্মহীন কলেজ পড়ুয়া ছেলের পক্ষে নেওয়াটা একটু চাপের ,তা ছাড়া বাবা প্রভাবশালী হ‌ওয়ায় ধরা পড়ে যাওয়ার চান্স ও অনেক বেশি আর ধরা পড়লে ,পরিবারের সম্মান নষ্ট হয়েছে বলে বাপের হাতে উস্তম-খুস্তম হতে হবে,গোদের উপর বিষফোঁড়া অন্য সব "রিস্তেদার"দের বচনভার....তাই ঐ সিদ্ধান্ত নিতেও দোনামনা করছে ,যদিও আমাদের কাছে কয়েকবার বলেছে এটার কথা ,কিন্ত সাহস পাচ্ছে না।
     
    আর ঘর ছাড়লে আবার কোথায় গিয়ে উঠবে ,সেটা ও তো সমস্যা, পড়াশোনা সব ঘেঁটে যাবে ,তারপর ও নাকি মাকে খুব ভালবাসে আবার,ঘর ছাড়লে পরে বাবা ও অন্যন্য আত্মীয়দের প্রথম রাগের অভিঘাতটা মায়ের ওপরেই এসে পড়বে, সেটাও চিন্তার বিষয়-আমাদের দেশের পুরুষপুঙ্গবেরা তো কোনদিকেই কম যান না ,সন্তানের দোষভার ও মায়ের ঘাড়েই চাপাতে হবে....তাই মাকে নিয়েও চিন্তিত।
     
    এখন আবার সে বান্দা বলছে ,এনগেজমেন্ট না হয় হয়েই যাক,ও মেনে নিয়ে কিছু দিন থাকবে ,তারপর একটা চাকরি পেলেই বাড়ি থেকে পালাবে ,কিন্ত এটা অবাস্তব মনে হয় আমার।এরকম ভাবে তরুণ কোন দম্পতির কো-হ্যাবিটেটিং সম্ভব নাকি? তারপর মেয়েটার সাথে একবার এর সরাসরি কথাও হয়নি,মেয়েটা যদি কোনভাবে ছেলেটির যৌন প্রবণতা বুঝতে পারে ও হোমোফোবিক হয়, তাহলে :((((((((...... 
     
  • Night drive | 2409:4060:183:7f41:2d94:372d:dfd2:785c | ১৩ এপ্রিল ২০২২ ১৮:৩৭500283
  • মালায়ালাম ছবি " নাইট ড্রাইভ " ছবিটা কারো দেখা ?
    মন্ত্রীর দুর্নীতি নিয়ে কি অসাধারণ ছবি।  ক্ষমতার অপব্যবহার । পুলিশ, প্রশাসন সব কিছু এমন ভাবে হাতের মুঠোয় থাকলে কত দুর্নীতি সামনে আসে না । প্রশাসনের একজন যদি সৎ হয় তার বুদ্ধিতে কি করে মন্ত্রীর দুর্নীতি ফাঁস হয়ে গেল।  দু ঘণ্টার জমজমাট ছবি ।
  • একক | ১৩ এপ্রিল ২০২২ ১৭:০৯500282
  • অন্যের নামে ছোট বড় যে কোন লেভেলের অপবাদ দেওয়াই রিস্কি। কোন মরালিটির ধার ধারচি না। মেয়ের নামে কুচ্ছো করলে ওরা চ্যালেঞ্জ করবে বা অন্যভাবে ঝাল মেটাবে। সমস্যা তাতে আরও বাড়বে। 
     
    ভুত তাড়াতে হলে ভুতের গায়ে মাখানোর চে নিজের গায়ে গোবর মাখা অনেক বেশি কাজের। ছেলেটি নিজে মানসিক রোগী সাজুক বা ইমপোটেন্ট।  ইম্পোটেন্সি খুব গ্রে এরিয়া - প্যাথলজিক্যাল প্রুফ সবটা ধরতে পারে না। সম্পর্ক আপনি কেটে যাবে। ছেলের বাড়ি নিজেই আর "লজ্জা" য় মুখ খুলবে না। দুদিন ডাক্তার ফাক্তার দেখাবে, তারপর ঘেঁটে গিয়ে চুপ হয়ে যাবে। 
     
    ইম্পোটেন্ট - এটা রটে গেলে সমাজ কী ভাব্বে,  "পুরুষত্বের " বালখিল্য ডেফিনিশন এসব  সংস্কার থেকে বেড়িয়ে আসা জরুরি। 
  • Amit | 61.69.184.156 | ১৩ এপ্রিল ২০২২ ১৭:০৪500281
  • ছেলেটা বাড়ি থেকে সোজা দূরে কোথাও পালাচ্ছে না কেন ? বাপের ভয়ে চুপ করে থেকে নিজের তো বটেই , আর ও একজনের লাইফ নষ্ট করা তো কোনো কাজের কথা নয়। সোজাসুজি অপোজ করার সাহস না থাকলে অন্তত পালানোর সাহস তো নিজে জোগাড় করতে হবে। 
  • সিসা the lead | ১৩ এপ্রিল ২০২২ ১৬:১৬500280
  • চরিত্র হনন সরাসরি আমিও বলছি না,কিন্ত যেরকম ভাঙচি আমাদের বাঙালি বিয়েতে দেওয়া হয়,সেরকম কথা বলছি ,যেমন-কনেপক্ষের কোন আত্মীয়কে নিয়ে কথা তোলা বা পারিবারিক কোন গুপ্তকথা বা কোঁদল নিয়ে কথা তুলে বিয়েটা ভাঙা -এরকম কথা ‌।
  • সিসা the lead | ১৩ এপ্রিল ২০২২ ১৬:১৩500279
  • @দ ,@r2h ,হ্যাঁ সেটা আমিও বুঝছি,সে জন্য।ই খারাপ লাগছে,আমি ওকে বললাম ও যে, cowards die many deaths before death ,কিন্ত কাকস্য পরিবেদনা ! sad
  • r2h | 134.238.18.211 | ১৩ এপ্রিল ২০২২ ১৫:৫৭500278
  • মা বাবাকে আঘাত দিতে না চাওয়া একটা অতি বাজে অজুহাত। মা বাবাকে আঘাত দিতে না চেয়ে, একটা অচেনা মেয়ের চরিত্রহননের ভাবনা, ওরকম একটা উৎকট রক্ষনশীল সমাজে, এটা অত্যন্ত লো।
  • | ১৩ এপ্রিল ২০২২ ১৫:৫৫500277
  • অনিতা অগ্নিহোত্রীর চাবুক লেখনী
    ==============================
    "হ্যাঁ, বাংলায় এমন শ্মশান এখনও আছে। আধারের সঙ্গে রেশন কার্ডের সংযুক্তি না হতে পারায় কয়েক লক্ষ দরিদ্র উপভোক্তা যেখানে প্রয়োজনীয় জিনিস পান না, সেখানে কোনও পরিচয়পত্র ছাড়াই কেরোসিনে এক বালিকার শরীর পোড়ানো যায়— এ এক গণতান্ত্রিক বিস্ময়। ছেলেটির বাবার রাজনৈতিক প্রতিপত্তিই এর পিছনে আছে, এমন সন্দেহ করা হচ্ছে।
    আমাদের শিরদাঁড়া বেয়ে নামে হাড়হিম ভয়ের স্রোত, যখন একটি জনমজুর পরিবারের কোনও সুরক্ষা বা সাহায্য পাওয়ার পরিস্থিতি থাকে না শাসকের কাছ থেকে। পঞ্চায়েত থেকে প্রশাসন, থানা থেকে শ্মশান এমন ভাবে চোখ বন্ধ করে বসে আছে যে, চিকিৎসা, সাক্ষ্যপ্রমাণ সংগ্রহ, অভিযোগ করার জন্য সাহায্যের হাত, সামান্যতম সান্ত্বনাও পায়নি বালিকার পরিবার। স্বাধীনতার এত বছর পর আমরা যাবতীয় প্রতিষ্ঠানকে ভেঙেচুরে বিকল করে রেখেছি, যাতে পার্টির শাসন ছাড়া আর কিছু অবশিষ্ট না থাকে। বাড়িতে পৌঁছে দেওয়ার সময় বলা হয়েছিল “অভিযোগ করলে জ্বালিয়ে দেওয়া হবে ঘর।”
    ...
    ...
    না, ছাই বলেই যে নিষ্কৃতির যোগ্য, তা নয়। তার মৃত্যু-পূর্ববর্তী ব্যবহার বা স্বভাব, বন্ধুর বাড়িতে পার্টিতে যাওয়া, সবই তাকে তুলে দিয়েছে আক্রান্ত থেকে সন্দেহভাজনের ভূমিকায়। কে জানে সে উত্তেজিত করেছিল কি না এক বা একাধিক পুরুষকে, যারা হয়তো মত্ত ছিল— হলই বা তার বয়স চোদ্দো। আমাদের রাজনৈতিক ক্ষমতাজনিত অহঙ্কার এমন উন্মত্ততায় নিয়ে গেছে চৈতন্যকে, যে একটি বালিকাকে সুরক্ষা, সুবিচার, সম্মানজনক সৎকার, সব কিছু দিতে ব্যর্থ রাষ্ট্র এখন দেশের আইনের বিরুদ্ধে গিয়ে তার স্বভাব ও সম্পর্ক নিয়ে আলোচনা করে। আমরা এমনই অধঃপাতে গিয়েছি। একটি আইনে পরিবর্তন আনা কত কঠিন, আমরা জানি। কত লড়াই, রক্ত-ঘাম-অশ্রু, পথ হাঁটা, অবস্থান, ধর্না আন্দোলনের পর এক দশক সময় লেগেছে ভারতীয় সাক্ষ্যপ্রমাণ আইনে ওই বদলটুকু আনতে। তখন জাস্টিস বর্মার মতো বিচারপতি ছিলেন না, যাঁর রিপোর্ট থেকেই নির্ভয়া কাণ্ডের পর উঠে এসেছিল ধর্ষণ আইন পরিবর্তনের সূত্রগুলি। এত পরিশ্রমে অর্জন করা নারীমুক্তি আন্দোলনের বিজয়কে নস্যাৎ করে সময়কে অর্ধশতাব্দী পিছিয়ে দেওয়ার স্পর্ধা দেখানো যায় কেবল নির্বাচনে বিপুল ভাবে জিতেই? মানুষের সমর্থনের উপর দাঁড়িয়ে ক্ষমতাহীনের সুরক্ষার প্রয়োজনকে এই ভাবে ব্যঙ্গ করা যায়? নেতা বা নেত্রীর কণ্ঠ কোনও বিচার্য বিষয় নয়— কথা বলছে টাকা ও পেশিশক্তির পুরুষতন্ত্র।
    আজ বাংলায় পঞ্চায়েত সাধারণ মানুষের কাজে লাগতে অক্ষম। মানবাধিকার কমিশন নেই। মহিলা কমিশন রামপুরহাট পর্যন্ত পৌঁছতে পারে না। পুলিশ এফআইআর নেয় না। শিশু সুরক্ষা কমিশনের সদর্থক ভূমিকাটুকু কেবল ভরসা জোগায়। শনিবার চাইল্ড-লাইন উদ্যোগ করে অভিযোগ দায়ের করার পর, কমিশনের সদস্যরা নদিয়া পৌঁছন। কিন্তু এ দীপও অতি দ্রুত নিবে যেতে পারে ক্ষমতার বাতাসে।
    বাংলার মেয়েদের অবস্থা কেমন? গ্রামবাংলায় ৪৮ শতাংশ মেয়েদের বিয়ে হয়ে যায় নাবালিকা অবস্থায়। আজ নয়, বহু দিনই এ বিষয়ে ‘এগিয়ে’ বাংলা। করোনার পর দারিদ্র ঘনীভূত। নাবালিকা বিবাহ, কন্যা পাচার বেড়েছে। মেয়েরা সুরক্ষিত নয়— এই ধারণা বদ্ধমূল থাকলে কখনও এই ‘বালিকা বিদায়’-এর প্রবণতা কমবে না। এর ফল পরের প্রজন্মের জন্য ভয়াবহ। অল্প বয়সের মাতৃত্ব, অপরিণত শিশু, অপুষ্টিগ্রস্ত শৈশবের দুষ্টচক্র। নির্বাচনের রাজনীতি, ক্ষমতার খেলা থেকে মেয়েদের আর কিছু পাওয়ার নেই। আর বিদ্বজ্জনেরা? দ্যূতসভার রাজন্যবর্গের মতো মূক থাকবেন, পাছে সমালোচনায় বিরুদ্ধ দলের হাত শক্ত হয়ে ওঠে।"
     
  • | ১৩ এপ্রিল ২০২২ ১৫:৫০500276
  • ইসে, চরিত্র নিয়ে কুচো করলে মেয়েটি পরে অপমানে সুইসাইড করলে একটা ঝামেলা নাহয় চুকল। কিন্তু আরো তো এরকম প্রস্তাব আসতেই থাকবে ছেলের জন্য। সবগুলো মেয়েকেই কি এইরকম কোনও উপায়ে টার্মিনেট করতে হবে? 
     
    যে ছেলে নিজের আইডেন্টিটি নিয়ে বা নিজের কোনও বক্তব্য নিয়ে সরাসরি পরিবারের মুখোমুখী হতে পারে না তার জন্য কী পরামর্শ দেওয়া যায় জানি না। এইটুকু জানি নিজের লড়াই প্রত্যেককে নিজেকেই লড়তে হয়। আইনের দরজায় খটখটানো বাড়ি থেকে পালানো হোয়াটেভার। নিজের আইডেন্টিটি নিজের অনিচ্ছার দায় ছেলেটির নিজের কাঁধে রাখাই ন্যায়ত ঠিক। 
  • সিসা the lead | ১৩ এপ্রিল ২০২২ ১৫:৩১500275
  • আর আইনি সহায়তা.... তো আগেই বলেছি , ছেলেটির হাত পা বাঁধা যেহেতু তার বাবা খুব প্রভাবশালী ব্যবসায়ী ও তেমনি একগুঁয়ে তার শিবরাত্রির সলতেটির বিষয়ে।বিয়ে আটকাতে চাইলে তিনি ছেলেকে শারীরীক ভাবে আহত করতেও পিছপা হবেন না  
     
    আসলে আমি নিজে বাংলার সেমি-আর্বান অঞ্চলের বাসিন্দা ,মোটামুটি মধ্যবিত্ত-উচ্চমধ্যবিত্ত ঘরের সন্তান ,তাই এরকম পরিস্থিতির কথা মিডিয়ায় পড়েছি ,কিন্ত এরকম বাস্তবে হচ্ছে দেখে এই শতাব্দীতেও, আমার কেমন পারটার্বড লাগছে ভীষণ।  
  • সিসা the lead | ১৩ এপ্রিল ২০২২ ১৫:২৫500274
  • @dc ধন্যবাদ।
    @dc @r2h, আমি জানি সাজেশনটা খুব‌ই বাজে ,আমারো ভীষণ মেন্টালি ডিস্টার্বড লাগছে,আর রাজস্থান ,উত্তরপ্রদেশ ,বিহার (আসলে সব জায়গাতেই কমবেশি) সমাজ যেরকম খড়গহস্ত মেয়েদের উপর ,চরিত্রে সত্যি হোক বা মিথ্যে ,কালি লাগলে পরে রেহাই নেই :((( কিন্ত ছেলেটার কথাও তো ভাবা দরকার....এই বিয়েটা হলে ছেলেটার জীবনটা নষ্ট  ,মেয়েটাও সত্যিটা জানতে পারলে হয় চুপচাপ থেকে আরো কষ্ট পাবে এই অল্পবয়স  থেকেই নাহলে হয়তো স্ক্যান্ডাল বাধিয়ে ছেলেটাকে কল আউট করে সমাজের হিংস্র হাঙরদের মুখে ঠেলে দিতে পারে ,নিজে বেঁচে গিয়ে।আর যদি এই সম্পর্কটা চলেও ,তার পরিণতি শুভ হবে না কারণ অনেক সময়‌ই দেখা যায় "টপ" বা ডমিন্যান্ট সমপ্রেমী গে পুরুষ যাঁরা ,তাঁরা পরিবার সমাজের চাপে স্ট্রেট সম্পর্কে বন্দি হতে বাধ্য হলে চিট করেনড় নিজের স্ট্রেট মহিলা স্পাউজকেই বেশি শারীরীক ও মানসিক অত্যাচার করেন ,নিজের সেক্স-স্টার্ভেশন,ফ্রাস্ট্রেশন ভেন্ট আউট করার জন্য; আবার মেয়ে বা বৌটিকেই পুরুষ সেক্সুয়াল পার্টনারের মত ট্রীট করেন যেটা একটা নারীর দেহের পক্ষে ফিজিক্যালি টলারেট করাটা অসম্ভব-এগুলোও কিন্ত ডোমেস্টিক ভায়োলেন্সের একটা অন্যতম পরোক্ষ কারণ বা ফ্যাক্টর হয়ে ওঠে।
    আর পরিস্থিতি এতটাই গুরুতর যে ,যেটুকু শুনেছি ,তাতে পরিবারের লোক ছেলেটিকে বিয়ে দিয়ে দেবার জন্য বদ্ধপরিকর।তাই শেষ চেষ্টা।ছেলেটি অলরেডি বাড়িতে বারবার বোঝানোর চেষ্টা করেছে যে সে আরো সময় চায় ,এখনি বিয়ে করতে চায় না,কিন্ত পরিবারের একমাত্র সন্তান হ‌ওয়ায় তার উপরেও হাজারো চাপ আর সেও ,আমার ব্যাক্তিগত ভাবে মনে হয়,মা-বাবার সাথে সরাসরি বিরোধ করতে পারছে না কারণ সে মা-বাবাকে আঘাত দিতে চায় না :((।এমতাবস্থায় কী করণীয়?
     
  • দীপ | 42.110.136.135 | ১৩ এপ্রিল ২০২২ ১৫:১২500273
  • দলদাস ইতর!
  • দীপ | 42.110.136.135 | ১৩ এপ্রিল ২০২২ ১৫:১১500272
  • Amit | 61.69.184.156 | ১৩ এপ্রিল ২০২২ ১৫:১০500271
  • জোর করে এসব ক্ষেত্রে  বিয়ে দেওয়া মানে দুটো লাইফ শুধু না, পুরো দুটো পরিবার বা আরো অনেকের লাইফ একসাথে খারাপ করা। 
  • r2h | 134.238.18.211 | ১৩ এপ্রিল ২০২২ ১৩:৪৬500270
  • অত্যন্ত খারাপ পরামর্শ। এটা মর‌্যালি ডিগ্রেডিং না, রীতিমত অপরাধমূলক।

    বাল্যবিবাহ গ্রাউন্ডে আইনী সহায়তার কথা ভাবা যেতে পারে।
  • dc | 122.183.167.157 | ১৩ এপ্রিল ২০২২ ১৩:৩৬500269
  • সিসা, আপনার মনের মতো কমিউনিটি পেয়েছেন পড়ে খুব ভালো লাগলো। আপনার মেল আইড তো জানিনা, তাই এখানেই আপনাকে সাপোর্ট দিলাম :-)
     
    আর আপনি যে লাস্ট স্ট্র সলিউশানের কথা ভাবছেন সেটা একেবারেই উচিত হবে না মনে হয়। মেয়েটি একেবারে বিনাদোষে ভয়ানক অসুবিধেয় পড়ে যাবে, নিজের পরিবারেও অনেক প্রশ্নের সম্মুখীন হবে। আমার মতে এটা একেবারেই ঠিক হবে না। তার চেয়ে অন্য যে পরামর্শ দিয়েছেন সেটা বেটার মনে হলো। ছেলেটি যদি জোর করতে থাকে আরও পড়তে চাই বা ব্যবসা আরও বুঝতে চাই ইত্যাদি তাহলে হয়তো পরিবারের চাপ কিছুটা কমতেও পারে, বিয়েটা পোস্টপোন হতেও পারে। 
  • সিসা the lead | ১৩ এপ্রিল ২০২২ ১৩:১৮500268
  • ভাটে অনেকদিন পর আবার এই নামে লগিন করলাম, অনেক কিছু ঘটছে চারপাশে,পিএইচডি অ্যাকাডেমিয় ওয়ার্লড আর শাশুড়ি আর মমতা ব্যানার্জির ছড়িয়ে লাট করা-এই তিনটেই এখন একদম লেটেস্ট হট টপিক বোধহয়,কিন্ত একটু রসভঙ্গ করে যাই,একটা পরামর্শ চাওয়ার ছিল।
     
    তো আমি ইনস্টায় ইয়েস উই এক্সিস্ট ,দ্য গেসি ফ্যামিলি এসব কমিউনিটি পেজ গুলির প্রোফাইল ফলো করি,তো সেখানে একটি পোস্টের কমেন্টের থ্রেড থেকে একটি ইনস্টা চ্যাট রুমে অ্যাড হয়েছি ,টিনেজার ইয়ং অ্যাডাল্ট রেনবো ফোক দের জন্য-সে এক্কেরে চাঁদের হাট,৭২ রকম জেন্ডারের সাড়ে চুয়াত্তর জন না থাকলেও মোটামুটি সারা ভারতের বিভিন্ন‌ প্রান্ত থেকে বিভিন্ন নন-বাইনারি আমব্রেলার মানুষরা আছেন সেখানে, আমি বাংলা থেকে ক্যুইর গে ফেমবয় ,বা কাশ্মীর থেকে ট্রান্স‌ওম্যান ,আসাম থেকে ট্রান্সম্যান বা এলাহাবাদ ,রাজস্থান,হরিয়ানা থেকে বিভিন্ন সেক্সুয়ালিটির ক্যুইর পার্সনরা এমনকি একজন স্ট্রেট অ্যালি মেয়েও (মোল ও হতে পারে ,আমার ভরসা নেই বাপু ,এমন দশা হয়েছে এখন cis-het(hate) কোন মানুষকে এখন চট করে বিশ্বাস হয় না,তারা অ্যালি বলে পরিচয় দিলেও মাঝে মাঝে ইন্টারনালাইজড হোমোফোবিয়া ঠিক‌ই বেরিয়ে আসে ,তাই সবসময়‌ই সন্দেহ আর অবিশ্বাস হয়,আর হোমোফোব দের তো কথাই আলাদা-এ নিয়ে একটা পর্ব পরে লিখব আলাদা করে....আর বাই দ্য রাস্তা ,এখানে যাঁরা যাঁরা মেল করেছিলেন অ্যালি হিসাবে সাপোর্ট দিতে ,তাঁদের অনেক ধন্যবাদ,আরো পরামর্শ ,আলোচনার অপেক্ষায় র‌ইব,তবে একটা জিনিস অবাক লাগল, বাঙালি টিনেজার ,ইয়ং জেনারেশনের তেমন কেউ কি গুরু পড়ে না বা আমার লেখাটা তাদের চোখে পড়েনি সম্ভবত,কারণ সেরকম কোন বাঙালি ক্যুইর সমবয়সী কারোর সাথে কনট্যাক্ট হলে খুব ভালো লাগত এই লেখার সূত্রে...কে জানে :(  )...যাই হোক মোটামুটি lgbtqia+ এই কম্যুনিটির মোটামুটি আমব্রেলা টার্ম গুলির আন্ডার যাঁরা আসেন ,তাঁদের প্রত্যেকের‌ই কোন না কোন প্রতিনিধি আছেন এই চ্যাট রুমে ,খালি কোন অ্যারো-অ্যাস পার্সন এখনো আসেননি,otherwise we here got the whole  lot lmao :))))<333..... 
     
     
     
     
     
    সে যাই হোক ,এখানে মোটামুটি সবাই কমবেশি ক্লোসেটেড,এখানে রীতিমতো তুমুল আড্ডা চলে ,দুঃখ -হাসি ,"অসভ্য" সব কথা ,ছবি শেয়ার,স্ক্রিনশট,স্লাটি জোকস,মেকাপ,হোমোফোবিয়া ,পড়াশোনা সব বিষয়েই কথা চলে,অল্পদিনেই বেশ একটা বন্ডিং গড়ে উঠেছে - তবে টিকলে হয় শেষমেষ :(
     
    সে যাই হোক ,বিস্তর গৌরচন্দ্রিকা হল,আসল কথায় আসি,এই গ্রুপে একটি ১৮ বছর বয়সী ছেলে আছে রাজস্থান থেকে ,সে হল "টপ"smiley সমপ্রেমী ,কলেজে ফার্স্ট ইয়ারে পড়ুয়া, কিন্ত তার পরিবার তাকে একটি ১৭ বছর বয়সী মেয়ের সাথে এনগেজমেন্ট করাতে চাইছে ,১৪ বছর বয়স থেকেই নাকি রোকা-শাদির কথাবার্তা চলছে,ছেলেটি (ভাইটি :]; আমার ১৯ বছর বয়স ,১ বছরের বড়ো দিদি হ‌ই ,সো নট ইন্টারেস্টেড cheeky)অনেক ঠেকিয়ে ঠেকিয়ে রেখে এখন আর পরিবারকে সামলাতে পারছে না,অথচ যে মেয়ের সাথে বিয়ের কথা চলছে ,তার সাথে যে একবার যোগাযোগ করে কথা বলবে সে সুযোগ ও নেই,কারণ দুই পরিবার ও সমাজ বেশ রক্ষণশীল,আর ছেলেটির বাবার বেশ‌ বড়ো কোম্পানি বা ব্যবসা আছে বোধহয়,বেশ প্রভাবশালী ,তিনি  নাকি লকডাউনের সময় মোদিদাদুর সাথে ভিডিয়ো মিটিং করেছেন আর সেই অনুপাতে হিটলার ,ছেলে কামিং আউট তো দূরের কথা, তাঁর পছন্দমতো মেয়েকে তাঁর ঠিক করা সময়ে বিয়ে করতে চাইছে না শুনলেই ছেলেকে মেরে ফেলতে পারে।:(((
     
    তো আমাদের কাছে পরামর্শ চাওয়ায় আমি পরামর্শ দিই পুলিশের কাছে যাবার বা কোনো স্বেচ্ছাসেবী সংস্থার কাছে যাওয়ার ,কারণ এখানে দুজনেই অপ্রাপ্তবয়স্ক ,কিন্ত পুলিশ প্রশাসন মোটামুটিভাবে ছেলেটার পরিবারের ট্যাঁকে,আবার পরিবারের রেপুটেশন আহত হলেও তার কোপ পড়বে ছেলেটার উপর ,তাই সে রাজি হচ্ছে না ,তার খালি মতলব সে এনগেজমেন্টের সময় পালিয়ে যাবে ,কিন্ত তাতেও তো বিপদ বেশি বৈ কম নয় ,উপরন্ত মেয়েটাও সংস্কারি রাজস্থানি সমাজে " দো-পড়া" হিসাবে চিহ্নিত হয়ে যেতে পারে ,তাতে মেয়েটাও বদনামের ভাগী হবে।তাছাড়া এটা তো কোন পার্মানেন্ট বা অন্তত লংটার্ম সলিউশন ও নয়।আমি আরো বললাম ছেলেটাকে যে দেখ ভাই ,তেমন‌‌ হলে তুই বাবাকে আর পরিবারের বাকি সবাইকে মিথ্যে করে বল যে তুই এখনই সংসার করার কথা ভাবতে চাস না ,তোর বড়ো স্বপ্ন আছে সিভিল সার্ভিস করার বা ভালো শহরে গিয়ে বড়ো চাকরি করে শিক্ষিত ,রুচিশীল,আধুনিক ,সুন্দরী শহুরে ,কর্মরতা মেয়েকে বিয়ে করার-এসব ভুজুংভাজুং গ্যাস দিয়ে আটকা বিয়েটা ,একবার বিয়ে হলে বৃহৎ কেলেঙ্কারি হতে পারে আর জীবনটা "বাধাই দো" সিনেমাও নয় যে লেসবিয়ান কোনো মেয়েকে খুঁজে বন্ধু বানিয়ে ল্যাভেন্ডার ম্যারেজ করা সম্ভব হবে ,বিশেষত এই অল্প সময়ের মধ্যে কোন ওরকম মেয়েকে খুঁজে পাওয়া সম্ভব‌ও নয় ওর পক্ষে রাজস্থানের আধা-শহরাঞ্চলে ,আর বিয়ে যখন সামনের মাসেই ছ তারিখে--সব মিলিয়ে বিশাল ঘোঁট পাকিয়ে আছে।
     
     
    আমি শেষ পর্যন্ত একটা খুব মরালি ডিগ্রেডিং পরামর্শ দিলাম ,লাস্ট স্ট্র হিসেবে , সেটা হল -ওর‌ই কোন বন্ধুকে দিয়ে মেয়েটার চরিত্র সম্বন্ধে একটা কুৎসা চিঠি লিখে ছেলেটার নিজের বাড়িতে আর মেয়েটার বাড়িতে পাঠাতে,যাকে সাদা বাংলায় বলে ভাঙচি দেওয়া বিয়েতে ,তাহলে যেরকম কনজার্ভেটিভ পরিবার বলে মনে হল সব কথা শুনে ,বিয়েটা ভেঙে গেলেও যেতে পারে।কিন্ত এই সাজেশনটা দিয়ে আমার নিজের‌ই খুব খারাপ লাগছে ,নিজে একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের নামে কুচ্ছো তুলে চরিত্র হনন বা তার পরিবারের নামে কালি লাগিয়ে বিয়ে ভাঙার পরামর্শ দিতে কারোর‌ই ভালো লাগবে না,কিন্ত এক্ষেত্রে পরিস্থিতি খুব‌ই জটিল ,এটাই হয়তো শেষ উপায় ,ন‌ইলে এ বিয়ে হলে ছেলেটার জীবন‌ও নষ্ট ,মেয়েটার ও ,ও পরিবার সমাজে জানাজানি হলে ছেলেটার প্রাণসংশয় হতে পারে উপরন্ত এটা বাল্যবিবাহ ও বটে।
     
    কেউ অন্য কোন সুপরামর্শ দিতে পারেন কি? খুব উপকার হয় তাহলে।
     
     
    পুনশ্চ:-looking through the rainbow glass এর পরের পর্ব এই ইস্টার উইকের ছুটিতেই দিয়ে দেবার চেষ্টা করব ,এই কলেজে যাওয়া-আসা,ইন্টারনাল সব মিলিয়ে বড়ো ব্যস্ত ছিলাম,সেই যবে কলেজ খুলেছে-প্রায় দু হপ্তা ধরে বড়ো ধকল যাচ্ছে :(...সেই মধুকৃষ্ণা ত্রয়োদশীর দিন ছুটি ছিল ,লেখা শুরু করেছিলাম আর শেষ করতে পারছি না,গদ্য লিখতে বসলেই এত কথা একসাথে মাথায় আসে যে সব ভাবনা চিন্তা একসাথে ঠেলাঠেলি করে জট পাকিয়ে বেরোতে চায় ,আর প্রোক্র্যাস্টিনেট করতে থাকি,ভাবনার জট ছাড়িয়ে আগে পরে ঠিকঠাক করে লিখতে প্রবল আলিস্যি লাগে ,এইজন্য গদ্য বেশি লিখিও না,কবিতা লেখা ঢের বেশি সোজা কাজ ,যাই বলো ।যাহোক ,আশা করছি ,নববর্ষে নতুন একটা দুটো পর্ব লেখা দিতে পারব।
  • dc | 122.183.167.157 | ১৩ এপ্রিল ২০২২ ১৩:১১500267
  • যদুবাবু, ওই হরিন এর জোক্স আর কি laugh
  • r2h | 134.238.18.211 | ১৩ এপ্রিল ২০২২ ১২:৫৭500266
  • ডিসি, হ্যাঁ, আমিও আর বেশি লোক দেখিনি যাদের পিয়ার্স ব্রসনানের বন্ড ভালো লাগে!
    আমার ভালো লাগে; তার একটা বড় কারন বোধহয় অভ্যাস। ব্রসনানের ব্ন্ডই আমার সমসাময়িক। মানে, পাখোয়াজ হয়ে ওঠার পর উনিই বন্ড, তার আগের সব পুরনো ব্যাপার।
    ১৯৯৫ (গোল্ডেন আই)এর আগে বিদেশি সিনেমার অ্যাকসেস ছিল না-ই বলা যায়। পুরনো বন্ড পরে দেখা।
  • S | 2405:8100:8000:5ca1::1d5:1033 | ১৩ এপ্রিল ২০২২ ১২:৫০500265
  • বিগত ২৪ ঘন্টায় একফুট বরফ পড়েছে।
  • | 2601:5c0:c280:4020:2c1a:114e:e3c3:403b | ১৩ এপ্রিল ২০২২ ১০:২৯500264
  • @dc: এটা কী ঠিক হচ্ছে, অ্যাঁ?? উস্কে দিয়ে চেপে গেলেন!! গ্যেস করতেও পারছি না কি জোকস। (গুরুতে কোনো 'পাবলিকলি বলা যাবে না' টাইপের টই নেই?) 
  • dc | 122.183.167.157 | ১৩ এপ্রিল ২০২২ ০৯:৩৭500263
  • আমি যদ্দুর বুঝেছি, এন্ডিটিভির প্রায়োরিটি হলো ৪০% আমেরিকার নিউজ, ৩০% দ্যাশের নিউজ, আর ৩০% ফিল্মস্টার আর স্টারলেটদের নিউজ (এদের বেশীর ভাগের নামই শুনিনি)। তবে শেষ ক্যাটেগোরিটা পেইড নিউজ বোঝাই যায়।  
  • Abhyu | 47.39.151.164 | ১৩ এপ্রিল ২০২২ ০৯:২৩500262
  • আসলে আমি যেটা বলতে চেয়েছিলাম, এই NDTVতে আমেরিকার খবর নিয়ে যত মাতামাতি করে, CNN নিজে ততো করে না। নিউইয়র্কে গুলির খবর NDTVতে বেশি কভার করছে।

    আগেও দেখেছি, আমেরিকার ইলেকশন নিয়ে - এতো ল্যাল্যাপনা বিরক্তিকর লাগে।
  • dc | 122.183.167.157 | ১৩ এপ্রিল ২০২২ ০৮:০৭500261
  • একটা ইস্কুলের জোক মনে পড়ে গেল, কিন্তু বলা যাবে না laugh
  • &/ | 151.141.85.8 | ১৩ এপ্রিল ২০২২ ০৮:০১500260
  • ভাইরাসরা চালাচ্ছে। এক রূপে থাকতে চায় না, নানা ভ্যারিয়ান্ট হয়ে হয়ে লীলারঙ্গ করে। কিন্দম মুনিও তাই বলতেন। বলতেন যে 'এক চেহারায় থাকা খুব কষ্টের। সেইজন্যেই তো আমি হরিণ সেজে গিন্নিকেও হরিণ সাজিয়ে তারপরে দু'জনে লীলা করতাম। কোথা থেকে হতচ্ছাড়া উদগান্ডু পান্ডু এসে সব ঘেঁটে ঘন্ট করবে সে আমি জানবো কী করে?'
  • dc | 122.183.167.157 | ১৩ এপ্রিল ২০২২ ০৭:৫৮500259
  • প্রথম ছবিটায় আইপিএল উঁকি মারছে! 
  • dc | 122.183.167.157 | ১৩ এপ্রিল ২০২২ ০৭:৫৪500258
  • সে তো ইঁদুররা এই পুরো পৃথিবীটাই চালাচ্ছে আল্টিমেট প্রশ্নের উত্তর পাবার জন্য। তাহলে আর মাকড়সা কেন মানুষ বানাতে পারবেনা? 
  • Abhyu | 47.39.151.164 | ১৩ এপ্রিল ২০২২ ০৭:০৮500257
  • আবার ডবল পোস্ট :(
  • Abhyu | 47.39.151.164 | ১৩ এপ্রিল ২০২২ ০৭:০৭500256
  • এই দুটো হচ্ছে দু দেশের অন্যতম প্রধান নিউজ চ্যানেলের প্রথম পাতার স্ক্রীনশট। দেখে বলতে পারেন কোনটা কোন দেশ?
     
    (1) এক দেশ 
     
     
     
    (2)
    অন্য দেশ 
  • Abhyu | 47.39.151.164 | ১৩ এপ্রিল ২০২২ ০৭:০৭500255
  • এই দুটো হচ্ছে দু দেশের অন্যতম প্রধান নিউজ চ্যানেলের প্রথম পাতার স্ক্রীনশট। দেখে বলতে পারেন কোনটা কোন দেশ?
     
    (1) এক দেশ 
     
     
     
    (2)
    অন্য দেশ 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত