এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • &/ | 151.141.85.8 | ২৬ মে ২০২৩ ০৩:০১515025
  • কেকে, বিজয়ের অনুভূতি কি অর্গাজমের থেকেও বেশি ঝাঁঝ-ঝাঁজ নয়? একটা যেন ঘোড়ায় চড়া আর আরেকটা যেন পক্ষীরাজে চড়া। :-)
  • &/ | 151.141.85.8 | ২৬ মে ২০২৩ ০২:৫৪515024
  • হুতেন্দ্র, পাঁচতলার নামমাত্র রেলিংওয়ালা ছাদে অত রাত্রে গেলেন কি প্রহ্লাদকে স্মরণ করতে? ঃ-)
  • &/ | 151.141.85.8 | ২৬ মে ২০২৩ ০২:৪৮515023
  • পরাধীন ভারতে প্রচুর ভালো ছাত্রছাত্রী স্বেচ্ছায় এসেছিলেন স্বাধীনতা আন্দোলনের কাজে। নেতাজী সুভাষের ব্যাপারটা তো লোকে জানেই, বিনয়-বাদল-দীনেশ এর বিনয়ও খুব ভালো ছাত্র ছিলেন। আর চট্টগ্রামে সূর্য সেনের দলেও দারুণ দারুণ ভালো ছাত্রছাত্রীরা যোগ দিয়েছিলেন। এরকম অনেক। প্রফুল্লচন্দ্র রায় তো নিজের ল্যাব থেকেও বিপ্লবীদের সাহায্য করতেন। ওঁর ছাত্র রাজশেখর বসু ( পরবর্তীকালের বিখ্যাত লেখক পরশুরাম) একসময় নানা জিনিস ল্যাব থেকে বিপ্লবীদের ঘাঁটিতে পৌঁছে দিতেন ঝুঁকি নিয়ে। তিনিও প্রচ্ছন্ন বিপ্লবী ছিলেন।
  • kk | 2601:14a:502:e060:cea5:7f53:d6d5:704 | ২৬ মে ২০২৩ ০২:৪৬515022
  • "তবে উনি ভেবেচিন্তে বুঝেশুনেই ধন্যবাদ লিখেছেন, লোকজন আজাইরা ভুল ধরাতে যাচ্ছে।"
     
    এই ভুল ধরার ব্যাপারটা আমার খুব ইন্টারেস্টিং লাগে। মনে হয় ভুল ধরার মধ্যে একটা প্লেজারের অনুভূতি আছে। বেশ স্পষ্ট অনুভূতি। আমার ধারণা বাসমতি চালের গন্ধকে খুব কন্সেন্ট্রেট করে দিলে যেমন বাঘের গায়ের গন্ধ হয়ে যায়, তেমনি এই অনুভূতিকে খুব কন্সেন্ট্রেট করতে পারলে সেটা একটা অর্গ্যাজমিক অনুভূতিতে গিয়ে দাঁড়াবে। কিম্বা স্যাডিস্টিক প্লেজারের অনুভূতি।
  • r2h | 192.139.20.199 | ২৬ মে ২০২৩ ০২:০৯515021
  • "এ কী এ তো কবিতা!! আপনি কবিতাও লেখেন!! " - এইটা ভালো হয়েছে ঃD

    অ্যান্ডর, না হোস্টেল না।
    তবে একটা জিনিস ভুল বলেছি, ন্যাড়া ছাদের কী আর রেলিং হয়? নামমাত্র রেলিং একটা ছিল। তবে রেলিঙের ওপরে চড়ে আর কীইবা রেলিং কীই বা ছাদ।

    ধন্যবাদের ব্যাপারটা দেখেছি, মলাটের অ্যাডমিন লিখেছেন, তবে উনি ভেবেচিন্তে বুঝেশুনেই ধন্যবাদ লিখেছেন, লোকজন আজাইরা ভুল ধরাতে যাচ্ছে।
    ধন্যবাদটা সুপ্রযুক্ত কিনা সে অন্য কথা।

    এই বছর অনেকে বলছেন ইদানীংকার ছাত্রছাত্রীরা অনেক বেশি আনপ্রিটেনশাস, সমাজ ও রাজনীতি সচেতন। কথা সইত্য, এবং ওয়েলকাম ব্যাপার। একজন রূপান্তরকামী শিক্ষার্থী প্রথম দশের মধ্যে এসে কাগজের ইন্টারভিউতে নিজের কথা বলছে, বা একজন কৃতী শিক্ষার্থী সাংবাদিকের 'কী হতে চাও' এর উত্তরে বলছে সেটা বলবো না - এ খুব চমৎকার ব্যাপার।

    তবে ভালো ছাত্রছাত্রীর রাজনীতি সচেতনতা এক্কেবারে নতুন আচানক জিনিস তেমনও কিছু না। আগেকার অনেক রাজনীতিকই ছাত্রজীবনে তুখোড় ছিলেন। তার ওপর সিপিআইএমেলের দীপঙ্করবাবুর আনন্দমেলার পাতায় ইন্টারভিউ দেখলাম (আ ছি ছি, অতিবাম আর আবাপ, কী অসৈরণ। অবশ্য সহিবামরা বলবেন, ঠিকৈ আছে, অতিবামরা এইরকমই)। সে যাই হোক। ভালো ভালো ছেলেমেয়েরা রাজনীতি করে বৈকি। সব রাজনীতিবিদই কি আর আমাদের উনিজীর মত, যে মার্কশিট দেখতে চাইলে জরিমানা হয়ে যায়?
  • &/ | 151.141.85.8 | ২৬ মে ২০২৩ ০১:৩৭515020
  • এক খুব শান্ত, সৌম্য, দুঃখী-দুঃখী প্রবীণ কবিকে চিনি। উনি অনেক কবিতাকে গল্প নাম দিয়ে বের করেছেন। লোকে কবিতা পড়ে না তো, কেনেও না। তাই উনি গল্পের মোড়কে কবিতা চালিয়ে দিয়েছেন। লোকে কিনে কিনে পড়ে ফেলেছে। ঃ-)
  • &/ | 151.141.85.8 | ২৬ মে ২০২৩ ০১:৩১515019
  • বেড়ালগুলোর মধ্যে যখন কবির লড়াই হয় পাঁচিলের উপরে, মধ্যরাত্রে---- উফ, সে খুবই রোমহর্ষক।
  • অমিতাভ চক্রবর্ত্তী | ২৬ মে ২০২৩ ০১:২৭515018
  • ... অই নাচুনে কভারমার্কাটা ...
    চমৎকার হয়েছে, টইয়ের ঘুর্ণিমালাটা একেবারে আলো করে রেখেছে। দেখলেই মন ভালো হয়ে যায়। laughfrown
  • একক | ২৬ মে ২০২৩ ০১:১২515017
  • হে হে ওরম হয়। খুব রিসেন্টলি,  এক প্রবীণ কবি আমার বইটি হাতে নিলেন; মানে অই নাচুনে কভারমার্কাটা আর কী। অতঃপর : 
     
    - আপনার নতুন  বই?  
    # ( আমি, জনৈক বেড়ালের পেটে কুতিকুতি করতে করতে)  হ্যাঁ এই আর কী। 
    - বাহ বেশ।  আবার গল্পের বই। অবশ্যই পড়ব। 
    # বেড়াল্টা এট্টু গরগর কল্লো। আমি কিছু বলব ভেবে ভুলে গেলুম।
    - এই প্রচ্ছদটি কে করলেন?  
    # আমিই। নাচের ফোটোগ্রাফ নিয়ে  ফিল্টার ইত্যাদি ব্যবহার করে।এইসময়, বেড়ালটা একবার বাঁ পায়ের বুড়ো আঙুল চেবানোর চেষ্টা কল্ল। হাল্কা ন্যাজ টেনে নিরস্ত করলুম।
     
    - এগুলো গল্প, না মানে --- 
     
    # এদিকে হতচ্ছাড়া বিলাই বুড়ো আংগুল চিবোবেই। আমি ন্যাজ টেনে নিরস্ত করবই।
     
    -- এ কী এ তো কবিতা!!  আপনি কবিতাও লেখেন!! 
     
    ঠিক এই সময় টাক্সেডো মেকুরনন্দন এক লাপে প্রবীণ কবি, কবির সোফা সব অতিক্রম করে, টেনে রাখা ন্যাজ ছাড়িয়ে নিয়ে স্প্রিংলম্ফ দিয়ে ঘরের মাঝে গিয়ে পড়লো। সেথায় আরও দুই জিঞ্জার, একটি টরটি নেহাৎ ল্যাদনিদ্রায় ছিলো। হঠাৎ ধুপ ধাপ ম্র‍্যাও ফ্যাঁশ ঝটাপটি লেগে গেলো।  
     
    কবির অবশ্য এসব প্রতিদিনের অভ্যেস। ততক্ষণে উচ্চারণ করে কবিতা পড়তে শুরু করে দিয়েচেন। আমি ভাবচি সামান্য চাট্টি পদ্য লিকে মেকুরসমাজে কী অনর্থই না ঘটালুম!  
     
     
     
     
  • &/ | 151.141.85.8 | ২৬ মে ২০২৩ ০১:০১515016
  • অনেক ধন্যবাদ, চতুর্মাত্রিক। না না, কোনো প্রসঙ্গে না, এমনিই।
  • :|: | 174.251.160.99 | ২৬ মে ২০২৩ ০০:৫০515015
  • ২৩টা ৪৬: এইটা তো? 
    মনে আছে কিন্তু এখন কী প্রসঙ্গে মনে করবো? 
  • কথাঞ্জলি | 198.98.54.49 | ২৬ মে ২০২৩ ০০:৪৭515014
  • অভিনন্দন  শুভনন্দন
  • &/ | 151.141.85.8 | ২৬ মে ২০২৩ ০০:৪৬515013
  • হুতেন্দ্র, পাঁচতলার ন্যাড়া ছাদটা কোথায় ছিল? হোস্টেলে?
  • &/ | 151.141.85.8 | ২৬ মে ২০২৩ ০০:৪৪515012
  • অভিনন্দন, শুভেচ্ছা ইত্যাদি  দেখে মনে পড়ল ফেবুতে একজন কৃতী স্টুডেন্টের ছবি টবি দিয়ে পোস্ট্দাতা লিখেছেন, এঁকে অনেক ধন্যবাদ। কমেন্টে লোকেরা বলছেন, আরে ধন্যবাদ জানালেন কেন, এ তো অভিনন্দন হবে। :-)
  • &/ | 151.141.85.8 | ২৬ মে ২০২৩ ০০:৩৯515011
  • বই আলগোছে ফেলে রাখা মোটেই ভালো কাজ না। গুছিয়ে আঁটসাঁট করে তাকে তুলে রাখতে হয়। আর পড়ার সময় নামিয়ে রেহেলে রেখে পড়তে হয়। :-)
  • r2h | 192.139.20.199 | ২৬ মে ২০২৩ ০০:২৮515010
  • হ্যাঁ, লিখে দেওয়া ভালো।

    আমার যে সে-ই বছর কবিতার বই বেরিয়েছিল, তো আমি বাড়িতে লোকজন এলে বুঝি না বুঝি না করে দুয়েক কপি বই বৈঠকখানায় কফি টেবিলের ওপরে নিচে ফেলে রাখতাম। একবার এক বন্ধু এসেছে, খুবই ঘনিষ্ঠ ছোটবেলার ভালো বন্ধু, ছোটবেলা থেকে আমার যথাসম্ভব ও যৎকিঞ্চিৎ সাফল্য সম্ভাবনায় উৎসাহ দিয়ে এসেছে এমন বিরল বন্ধু। টেবিলের ওপর বই দেখে বললও, ও এইটাই সেই বই, ফেসবুকে দেখেছি, খুব ভালো খবর, অভিনন্দন, শুভেচ্ছা, বন্ধুগর্ব ইত্যাদি।
    তারপর জিজ্ঞস করলো এটা কীসের বই?
    -কবিতার

    - (তিনের পাতা খুলে চোখ বুলিয়ে) - ইয়ে, এটাও কি কবিতাই?
    - (আমতা আমতা) হ্যাঁ

    - (আর দুয়েক পাতা পর) - এটাও কবিতা?
    - (আরো আমতা আমতা) হ্যাঁ

    - (পুণরাবৃত্তি)

    তাহলেই দেখুন, প্রকাশনা কর্তৃপক্ষ যদি বুদ্ধি করে প্রতি পাতার ওপরে ব্র‌্যাকেটে কবিতা লিখে দিত, তাহলেই আমার ঐ অস্বস্তিকর অবস্থায় পড়তে হতো না।
    তবে তার পর থেকে আর আমি আলগোছে বই ফেলে রাখতাম না।
  • &/ | 151.141.85.8 | ২৬ মে ২০২৩ ০০:১২515009
  • ছোটোবেলা আমি আপেলের ছবি আঁকলে পাশে 'আপেল' লিখে দিতাম, কলা আঁকলে লিখে দিতাম 'কলা', সন্দেশ আঁকলে 'সন্দেশ'। লোকে যাতে বুঝতে পারেন বস্তুগুলো কী। ঃ-)
  • kk | 2601:14a:502:e060:19d5:f8af:c182:cfb1 | ২৬ মে ২০২৩ ০০:০৭515008
  • হ্যাঁ, ব্র‌্যাকেটে কবিতা লেখা দেখে আমার একটু ধন্ধ লাগছিলো এর কারণটা কী তাই নিয়ে। পরে মনে হলো লেখক হয়তো পাঠকদের সাহায্য করার জন্য লিখে দিচ্ছেন। কাব্য-বেরসিক লোকজন যাতে কষ্ট করে আর টইয়ে ঢুকে নিরাশ না হন। কাব্য-রসিকেরা যাতে টইয়ের জঙ্গলে হাতড়ে না বেড়িয়ে চট করে ঠিক সুতোয় ঢুকে পড়তে পারেন। এই ভাবলাম।
  • &/ | 151.141.85.8 | ২৫ মে ২০২৩ ২৩:৫৩515007
  • টইপত্তর ভর্তি অসংখ্য লেখা, ব্র‌্যাকেটে কবিতা বলে লেখা আছে। কেউ পড়লেন সেগুলোর কোনোটা? আমি কয়েকটা পড়লাম, মনে হল গল্প। ভাবলাম মর্মপীড় আমায় বুঝি কবিতা পড়ে গল্প মনে করার ইয়ে মানে আশীর্বাদ করলেন। ঃ-)
  • &/ | 151.141.85.8 | ২৫ মে ২০২৩ ২৩:৪৬515006
  • আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুরের একটা খুব ছোটো গল্প ছিল, 'বিদূষক' নামে। কাঞ্চীর রাজা কর্ণাট জয় করতে গেলেন, সেই নিয়ে। সেটা কারুর মনে আছে? খুবই ছোটোবেলায় স্কুলে পাঠ্য ছিল।
  • রোদ্দূর is back | 38.97.116.244 | ২৫ মে ২০২৩ ২৩:০৮515005
  • lcm | ২৫ মে ২০২৩ ২২:৪৭515004
  • Who needs a heart when heart can be broken? -- টিনা টার্নার 
     
  • একক | ২৫ মে ২০২৩ ২২:৩৫515003
  • ওটা ইংরিজি পড়ুয়া ইন্ডিয়ান বাচ্চাদের ক্ষেত্রেও সত্যি। ইন্ডিয়ানদের লেখা বাচ্চাদের বইতে রস পায়না। 
  • kk | 2601:14a:502:e060:88fc:c16a:1d3b:bf12 | ২৫ মে ২০২৩ ২২:২৩515002
  • হুতো, হ্যাপি ঘাপটি মোডিং :-)
  • r2h | 192.139.20.199 | ২৫ মে ২০২৩ ২১:৪৫515001
  • আমেরিকাবাসী বাচ্চারা ভারতীয় লেখকদের লেখা দেখেছি খুব একটা ভালোবাসে না। মানে গুরুগম্ভীর জ্ঞানের বই হলে পড়ে ফেলে, কিন্তু আনন্দদায়ক পাঠের খোঁজ পড়লে পাশ্চাত্য লেখকই তাদের পছন্দ।
    আমার যৎসামান্য চেনাশোনায় যা দেখেছি আরকি।

    অচিন্ত্যরূপদার ঝুপলি'স হানিবক্স বইটা আনানোর ইচ্ছে ছিল, কিন্তু কলেজস্ট্রিটে পাওয়া গেল না। ন্যাশনাল বুক ট্রাস্টের ইংরেজি বইপত্র কিছু নিয়েছি মাঝে মাঝে।
  • r2h | 192.139.20.199 | ২৫ মে ২০২৩ ২১:৪০515000
  • @কেকে, স্যরি স্যরি, উদ্বেগ দেওয়ার জন্য!
    মর্মপীড় বলেছেন, অনেক তো হলও যত্রতত্র কাদামাখা পায়ের ছাপ ফেলে মেঝে নোংরা করা, তিনকাল গিয়ে তো দুইকালে ঠেকেছে, এইবার একটু ভব্যসভ্য হও। তাই একটু ঘাপটি মোডে থাকা স্থির করেছি আরকি।

    তবে চিন্তার কিছু নেই। সেই পূর্বজন্মে এক বন্ধু সহ দ্রব্যগুণের প্রভাবে পাঁচতলার ন্যাড়া ছাতের সরু রেলিঙের ওপর ঘুম ভেঙে উঠে আবিষ্কার করেছিলাম আমরা অজর অমর অসহ্য অকাট্য অব্যয়, তো সেইরকমই আপাতত চলবে।
  • হেল্প চাই | 117.194.75.58 | ২৫ মে ২০২৩ ২০:৫৮514999
  • ইউ এস এ থাকে এমন ভারতীয় বাচ্চা-র  ( ক্লাস ফোর )-র জন্যে কিছু "ভালো " ভারতীয় (ইংরিজিতে লেখা ) বইয়ের গিফট দিতে হবে। আপাতত এই কয়েকটা শর্টলিস্ট করলাম
     
    ১। মাই ইন্ডিয়া
    ২। ফ্লাইট অফ পিজিয়ন্স । 
    ৩। সুভদ্রা সেনগুপ্তের চিলড্রেন্স হিস্ট্র্রি অফ ইন্ডিয়া .
     
    অন্য কোনো রেকোমেন্ডেশন ?
     
     
  • &/ | 107.77.234.5 | ২৫ মে ২০২৩ ২০:১৯514998
  • টই টাতে আর গেলাম না ব্রতীন। পলিটিক্সের ব্যাপারে আমার কোনো জানকারিও নেই অধিকারও নেই, তবে উৎপল দত্তকে বড় ভালো লাগে মানে তাঁর অভিনয় আরকি :)
  • kk | 2601:14a:502:e060:35c1:629c:6ae0:76c9 | ২৫ মে ২০২৩ ১৯:২৯514997
  • টইয়ে হুতোকে দেখে ভালো লাগলো। এই হতভাগা অ্যাংজাইটি ডিজর্ডার! লোকজনকে কিছুদিন না দেখলেই মনটা চিন্তিত হয়ে ওঠে।
  • হঠাৎ | 14.139.196.16 | ২৫ মে ২০২৩ ১৮:২৮514996
  • আবিষ্কার করলাম। এই সিরিজটা অনেকে নিশ্চয় শুনেছেন আগেই  ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত