এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • যোষিতা | ২২ মে ২০২৩ ০০:৪০514905
  • এত সুন্দর ছবিটা উড়িয়ে দেওয়া হলো কেন?
  • &/ | 151.141.85.8 | ২২ মে ২০২৩ ০০:৩৫514904
  • আরে আমি একটা মজার রূপকথা পড়েছিলাম। একজন কিশোর নায়ক অপূর্ব গান গায়। তার গান শুনে শত্রু মিত্র সবাই হিংসাদ্বেষশূন্য হয়ে পড়ে। কিন্তু একবার এক খুব রাগী শক্তিশালী লোক রাজা হয়েছে, এর গানে কোনো কাজই হচ্ছে না। শেষে জানা গেল ঐ রাগী লোকটা বদ্ধ কালা, বধির, কিচ্ছু শুনতে পাচ্ছে না। তারপরে অন্যভাবে কায়দা করা হল। ঃ-)
  • kk | 2601:14a:502:e060:8274:aea0:f034:900b | ২২ মে ২০২৩ ০০:২৯514903
  • মেডুসা দানবী ছিলোনা তো বটেই। লোকের কাজই হলো যাকে পছন্দ নয়, যাকে বুঝতে পারেনা, যার দ্বারা ইন্টিমিডেটেড ফীল করতে হয় তাকেই দানব-রাক্ষস-শয়তান এসব রূপ দিয়ে দেওয়া। আর সর্বত্র ভায়োলেন্স আর ভায়োলেন্স। মাথা কাউকে কারুর কাটতেই হবে! আমি একদিন ভাবছিলাম, যদি আমি কখনো রূপকথা লিখি (বা সায়েন্স ফিকশন, বা যেকোনো ফ্যান্টাসি) তাহলে এমন অস্ত্রের কথা লিখবো যা তাক করে ছুঁড়লে শত্রু মরে যাবার বদলে একটা গাছ হয়ে যায়। সুন্দর ফুলপাতা ওয়ালা একটা গাছ। সব যুদ্ধক্ষেত্রই একেকটা বন হয়ে যাবে তাহলে। আরেকটা অস্ত্র, সেটা ছুঁড়তে হয়না। সেটা একটা বাজনার মতো। বাজালেই শত্রুর মন থেকে সব রাগ, হিংসে এগুলো মুছে যায়। পায়েড পাইপারের অন্য রূপ। যাকে বুঝতে পারিনা, বাগে আনতে পারিনা, তাকে রাক্ষস না বানিয়ে সুন্দর অ্যাবস্ট্রাক্ট ছবিও তো বানাতে পারতাম? বা ভাস্কর্য্য, বা সুর? আমরা এত অধৈর্য্য কেন?
  • &/ | 151.141.85.8 | ২২ মে ২০২৩ ০০:২২514902
  • মেডুসার কাহিনি সামাজিক আর মনস্তাত্ত্বিক দিক থেকেও খুব ইন্টারেস্টিং। একজন মানুষ তার পুরোনো সেটাপ থেকে মানসিক গন্ডী পার হয়ে বেরিয়ে এসে নতুন জ্ঞানের সাধনায় নিয়োজিত হল, অথচ সেই নতুন জগতে যাঁকে সে বিশ্বাস করেছিল, ভরসা করেছিল, সে সঙ্কটের সময় তাকে সাহায্য তো করলই না, বরং উল্টে তাকে আরও বেশি ক্ষতিগ্রস্ত করল। এই অবস্থায় আমাদের সমাজের অনেকে যেমন গ্যাংস্টার দলে ঢুকে যায় প্রতিশোধ নেবার জন্য, সেও প্রায় সেইরকমই কিছু করতে থাকল, সমাজের ক্ষতি করতে থাকল। অবশেষে অনেক কায়্দাকৌশল করে হত্যা করা হল তাকে। এই ধাঁচাটা একটা চিরকালীন কাহিনি। এই প্যাটার্নে আজও বহু কাহিনি লেখা হয়।
  • &/ | 151.141.85.8 | ২২ মে ২০২৩ ০০:১৩514901
  • কয়েক বছর আগে, তোমার হয়ত মনে আছে, পার্সিউস আর মেডুসার একটা মূর্তিকে নতুন করে গড়ানো হয়েছিল। আগে ছিল পার্সিউসের হাতে মেডুসার কাটা মাথা, এখন নতুন মূর্তি অন্যরকম। মেডুসার হাতে পার্সিউসের মাথা। (গল্পে মেডুসাকে দানবী হিসেবে দেখানো হয়, আসলে মেডুসা দানবী ছিল না। ওই গল্পে নানারকম লেয়ার বসেছে, সব লেয়ার খুঁড়ে আসলটা তুলে আনা কঠিন কাজ)
  • kk | 2601:14a:502:e060:8274:aea0:f034:900b | ২২ মে ২০২৩ ০০:০৪514900
  • হোক হোক রি-রিট্ন গল্পগুলো। খুব আগ্রহ নিয়ে পড়বো। দেখো, আমার এটা মনে হয় যে পুরাণই বলো, রূপকথাই বলো, এসব গল্পই একই ভাবে তৈরী হয়। একটা কোনো সত্যি ঘটনার ভিত্তি ছিলো। তার ওপরে মানুষ নিজের মতো করে মাটি লেপে, রঙ রসান চড়িয়ে পছন্দমতো গল্প বানিয়ে নিয়েছে। যে অপূর্ণ ইচ্ছে, রাগ, হিংসে ছিলো সেগুলো ওর মধ্যে দিয়ে এক্সপ্রেস করেছে। কাজেই আশ্চর্য কিছু নয় যে সামাজিক প্যাট্রিয়ার্কি (বা ম্যাট্রিয়ার্কি) অনুযায়ী চরিত্র আর গল্প তৈরী হবে। নতুন ভার্শন বেরিয়ে এলে সেই অন্যদিকটাও খুব ইন্টারেস্টিং হবে।
  • &/ | 151.141.85.8 | ২১ মে ২০২৩ ২২:৪৮514899
  • কেকে, হ্যাঁ, একটা কথা তোমায় বলার ছিল। গ্রীক পুরাণে যে আমাজন নারীদের কথা শোনা যায়, তাঁরা নাকি সত্যিই ছিলেন। প্রত্নতাত্ত্বিক নিদর্শন কিছু কিছু পাওয়া গিয়েছে। প্যাট্রিআর্কাল পুরাণ ওঁদের আসল গল্পগুলো অনেকটাই পরিবর্তন করে দিয়েছে। এখন আবার সেগুলো নতুন করে খতিয়ে দেখা হচ্ছে। পরে মেডুসার গল্প, মেদেয়ার গল্প, আরাকনির গল্প, অ্যান্ড্রোমেডার গল্প ---প্রায় সবই রিরাইট করতে হবে। এইসব বেশিরভাগই প্যাট্রিআর্কির তৈরী গল্প। নিজেদের ফেভারে বানিয়েছে। এমনকি এই যে ঝগরুটে সতীন টাইপের চরিত্র দেখানো হয় বিভিন্ন প্রাচীন দেবীদের, সেগুলোও অরিজিনাল নয়, পরে বানানো।
  • &/ | 151.141.85.8 | ২১ মে ২০২৩ ২২:৪২514898
  • হুতেন্দ্র, আপনিই বা কোথায়?
  • &/ | 151.141.85.8 | ২১ মে ২০২৩ ২১:৫৯514897
  • গুর্চর রোবটেরা গেলেন কোথায়? সাইট তো ক্রমে শ্রীক্ষেত্র হয়ে যাচ্ছে!!!!
  • অভীক | 27.122.14.46 | ২১ মে ২০২৩ ১৫:৪২514896
  • বার্সেলোনা ফ্যাশন‌ উইক, জুলাই ২০২২। 
  • :|: | 174.251.160.99 | ২১ মে ২০২৩ ০২:৫৩514895
  • টইতে মন্তব্যকারী টাইপোটা এমন করেছেন যে লাস্ট নেম দৈত্য পড়ে চমকে গেসলুম। 
  • dc | 2401:4900:2340:a7ee:9d49:3d71:8f70:68a0 | ২০ মে ২০২৩ ২২:৪৩514894
  • আচ্ছা একটা গান শুনুন। এটা আমার মেয়ের ফেভারিট মিউজিক। কাজের জন্য বেশ কদিন অন্য বাড়িতে আছি, মেয়ে আর বৌকে মিস করছি। রিমেম্বারিং হার :-)
     
  • গন্ধ | 117.194.69.67 | ২০ মে ২০২৩ ২২:২৩514893
  • বিচার। পাই  কোথায় গেলেন ?
  • অর্ঘ্যদীপ চক্রবর্তী | ২০ মে ২০২৩ ১৯:৫৩514892
  • অহংকার পতনের কারণ (কবিতা)
    কবি:- অর্ঘ্যদীপ চক্রবর্তী
     
    মহাকাশে মেঘেরাই প্রকৃত সুখী।
    আসলে ওরা অলস 
    কোনো কাজ করে না।
    সারা দিন রাত ধরে শুধু ভেসে বেড়ায়
    ওদের কোনো ভাবনা নেই চিন্তা নেই।
    পৃথিবীর লক্ষ কোটি জীবের কোনো খোঁজখবর রাখে না,
    কে মরল কে বাঁচল এসবও না।
    নিজের খেয়ালেই এ প্রান্ত থেকে অন্য প্রান্তে পাড়ি জমায়-
    বারণ করার কেউ নেই।

    মেঘেরা আবার অহংকারীও।
    পৃথিবীর জীবেদের দিকে তাকিয়ে কুটিল হেসে ভাবে-
    "ওরা কেউ আকার বদলাতে পারে না রূপ বদলাতে পারে না,
    কিন্তু আমরা রূপ বদলাই নানান আকার ধারণ করি।
    উপর থেকে দেখি ওদের থাকার জায়গাগুলো কত ছোটো,
    আর আমরা.... আমরা থাকি গোটা আকাশ জুড়ে।"

    এ বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা ঈশ্বর স্বয়ং অন্তর্যামী।
    তিনি সকলের মনের কথা বুঝতে পারেন জানতে পারেন।
    অতি ক্ষুদ্র থেকে বৃহদাকার যা কিছু ছড়িয়ে আছে
    গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে তাঁর কাছে সবই সমান।

    মেঘেদের এহেন ভাবনা তাঁর মোটেই পছন্দ হয়নি।
    তিনি মেঘেদের শাস্তি দিলেন।
    সেই শাস্তির ফলেই তো মেঘেরা ঝরে পড়ে,
    এত অহংকার নিয়ে তারা থাকতেও পারেনা।
    শেষে আসতেই হয় পৃথিবীর বুকে লক্ষ কোটি জীবেদের কাছে।

    যে যত দর্প দেখায়
    সে তত দ্রুত ধ্বংস হয়।

    --- অর্ঘ্যদীপ চক্রবর্তী
    ১৭ই মে,২০২৩,বিকাল, বারুইপুর 
  • kk | 2601:14a:502:e060:271:599a:86a3:fa61 | ২০ মে ২০২৩ ১৯:২৯514891
  • অ্যান্ডর,
    কাল তখন তো ছিলামনা। আজ এসে তোমার পোস্ট দেখলাম। কিছু বলছিলে?
  • যোষিতা | ২০ মে ২০২৩ ১৬:৩৯514890
  • নিজামপ্যালেস আপডেট কিছু এলো?
  • চেনা সুর মনে হয় | 2601:205:c280:2890:b9b5:4165:90f4:a21a | ২০ মে ২০২৩ ১৪:৪৫514889
  • Gobu | 202.8.116.78 | ২০ মে ২০২৩ ০৮:৪০514888
  • ১১৮ জন / ৬৯৮,০০০ = ০.০১৭% রয়েছে টপ টেনে। 
  • একক | ২০ মে ২০২৩ ০৭:২৩514887
  • *টেন
  • একক | ২০ মে ২০২৩ ০৭:২২514886
  • কতজন পরিক্ষার্থী?  লার্জ স্যাম্পলে ১১৮ জন টপ টেম স্কোর করা আশ্চর্য কেন? 
  • &/ | 151.141.85.8 | ২০ মে ২০২৩ ০৬:৪৯514885
  • সিবিএসি আইসিএসি ও নির্ভরযোগ্য মূল্যায়ন করে কিনা তাই বা কেজানে! যাঁরা আপন সন্তানদের পড়াচ্ছেন ওই সিস্টেমে তাঁরা ভালো জানবেন।
  • &/ | 151.141.85.8 | ২০ মে ২০২৩ ০৬:৪৫514884
  • ২০১১ এর পর থেকে এমনকি মা উমাও তো গুরুত্বহীন করে দেওয়া হয়েছে ক্রমে ক্রমে। নইলে ১১৮ জনকে ঠেসে দেয় ১ থেকে ১০ এ! এ কি আদৌ মূল্যায়ন?
    ( এই ব্যাপারগুলো নিয়ে তো কই প্যানেল ডিসকাসন বসে না! )
  • :|: | 174.251.160.108 | ২০ মে ২০২৩ ০৬:০৭514883
  • আচ্ছা এই মা উমার রেজাল্ট এলেই খপরের কাগজোলারা  কলকাতা নাই ইত্যাদি নাকে কান্না প্রতিবার কাঁদে কেন? কলকাতার সব স্ট্যান্ডার্ড ইস্কুলই তো সিবিএসি বা আসিএসি। কিছু গরীব গুর্বো ইস্কুল পব বোর্ডে। তা ওই অগতির গতি টাইপের ইস্কুল থেকে যে ভালো রেজাল্ট হয়না সেটা জেনেশুনে প্রতিবার এই একই ন্যাকামির কী কোনও বিশেষ অর্থ আছে? 
  • &/ | 151.141.85.8 | ২০ মে ২০২৩ ০৪:২৮514882
  • কেকে, আছো?
  • আজতক এর | 2405:8100:8000:5ca1::7b:6bd8 | ১৯ মে ২০২৩ ২৩:৪৩514881
  • শ্বেতা সিং কিচু লাইভ টাইভ করল?
  • লেহালুয়া | 185.100.85.24 | ১৯ মে ২০২৩ ১৯:৩৫514880
  • আবার নোট বাতিল! এ বার ২ হাজার টাকার নোট তুলে নেওয়ার সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এই কথা জানিয়েছে আরবিআই। ২৩ মে থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে ব্যাঙ্কে জমা করতে হবে ২ হাজার টাকার নোট।
  • খোকাবাবু | 80.125.71.115 | ১৯ মে ২০২৩ ১৭:৫৪514879
  • অভিষেক এ-ও বলেছেন, নিয়োগ দুর্নীতিতে তাঁর বিরুদ্ধে কোনও প্রমাণ মিলবে না। পাওয়া গেলে তিনি নিজে ফাঁসির মঞ্চে যাবেন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সংযোজন, ‘‘প্রকৃতি সর্বশক্তিমান। কিন্তু এখানে প্রমাণ হয়েছে মানুষই সর্বশক্তিমান। বৃষ্টিও আঁচড় কাটতে পারেনি। বর্ষার সময় মানুষের স্বতঃস্ফূর্ততা দেখা গিয়েছে। ৪২ ডিগ্রি সেলসিয়াস গরমের মধ্যেও মানুষ ভিড় করেছেন। তৃণমূলের নবজোয়ার যাত্রাকে থমকে দিতে চায় ওরা।’’ সিবিআইয়ের তলব প্রসঙ্গে অভিষেক আরও বলেন, ‘‘ওদের কাছে আমি মাথা নিচু করিনি। আমি মাথা নিচু করব মানুষের কাছে, বাবা-মায়ের কাছে, দলনেত্রীর কাছে। কিন্তু দিল্লির বহিরাগতদের কাছে মাথা নত করব না। এসএসসিতে যদি আমার বিরুদ্ধে কিছু পাওয়া যায় আমি ফাঁসির মঞ্চে জীবন দেব।’’
  • &/ | 151.141.85.8 | ১৯ মে ২০২৩ ০৮:৩৪514878
  • অন্য মানুষের আত্মজীবনীই তো বড় বড় লেখকেরা লেখেন। তাকে বলে ফিক্শন।
    যেমন বিভূতিবাবু লিখলেন অপুর আত্মজীবনী। সুনীলবাবু লিখলেন নবীনকুমারের আত্মজীবনী। রবীন্দ্রবাবু লিখলেন মৃণালের আত্মজীবনী।
  • আত্মজীবনী  | 173.49.254.96 | ১৯ মে ২০২৩ ০৭:০৯514877
  •  
    এক অন্য মানুষের আত্মজীবনী লিখতে চাই 
  • &/ | 151.141.85.8 | ১৯ মে ২০২৩ ০৭:০৪514876
  • মনে তো থাকে না কিছুই তেমন, শুধু আকস্মিক আঘাতের আর অপ্রত্যাশিত প্রাপ্তির আবছা আবছ স্মৃতিগুলো ছাড়া প্রায় সবই বিস্মৃতির অতলগর্ভে। তাই একসময়ে শিল্পী সাহিত্যিকরা এল এস ডি খেয়ে স্মৃতিমন্থন করে সেসব হারানো স্মৃতি তুলতেন। কে এক সাহেব নাকি মাতৃগর্ভে থাকার সময়ের স্মৃতি তুলেছিলেন।
    (আমাদের সুনীলবাবু এলএসডি খেয়ে দেখেছিলেন বাচ্চাবয়সী তিনি খেজুর গাছ থেকে নামছেন। এই জায়্গাটা পড়লেই আমার 'ভুষন্ডীর মাঠ' গল্পের কারিয়া পিরেতের গান গাইতে গাইতে গাছ থেকে নামার অংশটা মনে পড়ে ঃ-) )
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত