এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • বই খুঁজে পাওয়ার গপ্প

    bappa
    বইপত্তর | ১১ জানুয়ারি ২০০৬ | ৩৫০১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Somnath | 210.212.137.6 | ১১ জানুয়ারি ২০০৬ ০১:০০451048
  • দুরন্ত ঈগল!!!!!!!!!!!
    দীনেশ চাটুজ্জে !!
    আহা আহা !!
    বাপ্পা সাবধানে থাকুন, চুমু খেয়ে ফেলতে পারি। জুরা, কুচাক, জয়নাব, কজুবে, ...ভালোলাগায় মিশমার হয়ে গেলাম সকাল সকাল। একটা দীর্ঘ সময় ওটাকে সিনেমা করার স্বপ্ন নিয়ে বেঁচে ছিলুম, নিজের হাতে এঁকেছিলুম পোস্টার, এখনো দগদগ করছে নাম দেখানোর স্টাইলটা কেমন ভেবেছিলুম - - এখনো মনে আছে নেমকাস্ট...
  • baappa | 86.135.82.92 | ১১ জানুয়ারি ২০০৬ ০৭:০৯451046
  • অনেক সময় ই বিচিত্র জায়গায়, সম্পূর্ণ আকস্মিক ভাবে নানা বই খুজে পওয়া যায়।
    আমার জীবনে এটা একাধিক বার ঘটেছে। আমার কাছে এটা রোমাঞ্চকর। কয়েকটা ঘটনা লিখলাম নীচে, নেহাৎ ই আড্ডা মারার জন্য।

    এর ৯৯ শতাংশ বই আমি শেষ পর্যন্ত পড়ি নি, কিন্তু খুজে পাওয়ার উত্তেজনা টা মনে আছে।

    এই বই গুলো নিয়েও আলোচনা হতে পারে, বা হঠাৎ বই খুঁজে পাওয়ার অভিজ্ঞতা ও ভাগ করে শোনা যেতে পারে এখানে।

    আর যদি এটা বিরক্তি কর প্রসঙ্গ হয় তাহলে বন্ধ করে দিলেই হবে!

    আমি একা একাই আহ্লাদিত হব সেক্ষেত্রে। after all প্রতিটা বই ১০ টাকার নীচে কেনা।( এখানে একটু আরামে ভুঁড়ি বাজানো!)

    ১। দুর্গাপুরে বাস স্ট্যান্ড-এ একটা রাস্তার পাশের কাগজ আর ম্যাগাজিন এর গুমটিতে খুজে পেয়েছিলাম

    hector berlioz এর আত্ম (?)জীবনী evenings in orchestra!

    ২। ভাগলপুরে বঙ্গীয় সাহিত্য পরিষৎ এর কাছে একটা নানা বোগাস বই এর দোকান। জে কৃষ্ণমুর্তি র উপরে mary lutyens এর লেখা একটা বই।

    ৩। বর্ধমানে ন্যাশনাল বুক এজেন্সি এর দোকানে। কিম ফিলবি র কীর্তি কলাপের উপরে একটা বই। সম্ভবত দুজন সাংবাদিক এর লেখা।

    ৪। গ্রেট ইস্টার্ন এর সামনে একটা বর্ষায় ভিজতে ভিজতে কিনেছিলাম PEN এর ১৯৬২ র একটা সংকলন। তাতে খুশ্বন্ত সিং, কমলাদেবী চট্টোপাধ্যায় এর লেখা ছিল, কাম্বোদিয়া র কোনো এক লেখক এর একটা অসাধারন গলপ ছিল, monastry র জীবন নিয়ে, বিষয় টা 'অচলায়তন' এর মত। কারো চোখে কখনো পড়েছে? এক ই দোকানে তারো কয়েক বছর আগে আবিষ্কার করি EPW। তার আগে জম্মে দেকিনি।

    ৫। মুম্বাই তে চার্চ গেট এর সামনে মুলত thriller এর বই এর দোকান থেকে যোগাড় করেছিলাম alexander cockburn সম্পাদিত dialogue between marxism and chrisitianity। পড়ে দেখবার মত পাতলা বই। ৭০ দশকের প্রথম দিকে লেখা।
    এক ই দোকানে animal farm কিনেছিলাম সেবার ই। ?(এটাতে আহ্লাদিত হবার কিছু নেই, অনেক জায়্‌গাতেই পাওয়া যাবে!)

    ৬। লন্ডন এ চ্যারিং ক্রস রোড এর any amount books বলে একটা বই এর দোকানের সামনের ফুট্‌পাথ এ উপুড় করা স্তুপ থেকে কিনেছিলাম সারামাগো র balthazar and blimunda। মুল্য 50p! আহা।

    ৭। লন্ডন এ বুড়ো কম্যুনিস্ট দের শীত্‌কালীন রবিবাসরীয় বই স্টল এ পেয়েছিলাম don quixote20p । ওহো!
    (নার্ভাস হয়ে আছি, পড়ি নি এটা, মরার আগে পড়লেই হবে।)

    ৮। উত্তরকাশী তে প্রাইমারি স্কুল এ মাস্টারি করতে গিয়ে স্কুল এর লাইব্রেরী তে ধুলো মাখা একটা বই পেয়েছিলাম। E F Schumacher এর small is beautiful

    ৯। আজ থেকে ২২ বছর আগে, বড়োমেসোর পিসিমা , প্রায় ৭৮ বছর বয়সে মৃত্যুর আগে দিয়েছিলেন মণিকুন্তলা সেন এর memoir

    ১০। একটা bin এর সামনে ফেলে দেওয়া বাক্স থেকে সম্প্রতি পেয়েছি দক্ষিন আফ্রিকা র সমস্ত রাজনৈতিক দল ও ট্রেড ইউনিয়ন এর সংক্ষিপ্ত পরিচয় এর একটা বই।

    শেষমেষ...

    অনেকদিন আগে পরিচিত এক ভদ্রলোক রবীন্দ্রনাথের চিত্রার প্রথম সংস্করণ কিনেছিলেন জাপান এ। ভাবা যায়?

    বোলপুর এ একবার একটা বিচ্ছিরি বই এর দোকানে পৃথিবীর সবচেয়ে খারাপ বিষয় পাটীগণিত টেকস্ট বই কিনতে গিয়ে দেখেছিলাম হীরেন্দ্রনাথ দত্ত (ইন্দ্রজিৎ) র করা রেমার্ক এর three comrades এর সেই অসাধারণ অনুবাদ। সেদিন পয়্‌সা ছিল না, বাকি তেও দিলো না, গুঁপো বেটাকে এখনো পেলে কেউ দু ঘা দিয়ে দিয়ো আমার হয়ে।

    ইত্যাদি।
  • samit | 59.144.41.191 | ১১ জানুয়ারি ২০০৬ ১৬:০০451057
  • বাপ্পার বই খুঁজে পাওয়ার গল্পগুলো পড়ে আমারও একটা ঘটনা মনে পড়লো। বই খুঁজে পাওয়ার গল্প না বলে বই হাতে পাওয়ার গল্প বলা ভালো।

    ৮৯র গোড়ার দিকে যখন সদ্য সদ্য আমাদের ছাপুতে পাক ধরছে, সেই সময়েই একদিন কফি হাউসের এক এঁটো বিকেলে, অনি, খুব রোগা ও ততোধিক কবি, বিমর্ষবদনে এসে আমাদের বললো ফুকোর লেখা না পড়লে নাকি কিছুতেই ওর আর উত্তর আধুনিক কবি হয়ে ওঠা হচ্ছে না। অনি ক্লাস ফোরে 'আমার জীবনের লক্ষ্য' রচনা থেকে ঠিক করে রেখেছিলো বড় হয়ে কবি হবে আর তাছাড়া পাকে চক্রে আমাদের বন্ধুও বটে - ফলত: তক্ষুনি বেড়িয়ে পড়া হলো অনির কবি হওয়ার টিকিট কিনতে - ম্যাটিনি শো থুড়ি ফুকো। সামনে ফুটপাথ ও কলেজ স্ট্রীট - ফলে থাক থাক পুরনো বইয়ের দোকানের সামনে আমরা 'নতুন বাংলা সহায়িকা' আর ইন্দ্রজাল কমিকসের ফাঁকে মুখে বাড়িয়ে হাঁকতে লাগলাম 'দাদা, ফুকো আছে?'
    - 'কী?'
    - 'ফুকো? আছে?'
    - 'না ভাই'
    - 'একটু দেখুন না দাদা, তলায়-টলায়? যদি নীচে পড়ে থাকে?' অনিকে কবি করার জন্য আমরা তখন প্রায় মরীয়া।
    - 'না! বলছি তো নেই!' প্রায় দাঁত খিঁচিয়ে ওঠে দোকানদার - ভিক্টোরিয়ান ক্রিটিকদের মতই হুবহু।
    এভাবেই সব দোকানেই ব্যর্থ যখন ভেঙ্গে পড়েছে অনির্বানের উত্তর আধুনিকতা - তখনি এক দেবদুত দোকানি সেজে এসে আমাদের বললো - 'ফুকো নেই দাদা, তবে ফুকুওকা আছে - একটু এদিক ওদিক - চলবে?'

    আর আমাদের হাতে এলো মাসানোবু ফুকুওকার One Straw Revolution-এর এক পিস বাংলা অনুবাদ - একটি তৃণে বিপ্লব। এক চাষীর দার্শনিকতা, এক দার্শনিকের চাষবোধ। বইটিকে ভালোবেসে ফেলেছিলুম।
  • Arijit | 128.240.229.3 | ১১ জানুয়ারি ২০০৬ ১৬:১০451068
  • দিল্লীতে PVR-এর পাশে বসা সেকেন্ড হ্যান্ড বইয়ের স্টলে পেয়েছিলুম "স্পাইক্যাচার" - পাঁচ টাকায় - কেউ তো পড়ে না - পিটার রাইটের লেখা, কিম ফিলবির কথা দেখে মনে পড়লো। ইংল্যান্ডে নিষিদ্ধ - যদিও এখনো রয়েছে আমার কাছে - রাণীর পুলিশ জানলে তুলে নিয়ে যাবে:-))

    এই সেদিন "দ্য ওয়ার্কস"-এ ৯৯পেন্সে পেলুম "টেল অব টু সিটিজ", "ডেভিড কপারফিল্ড" - সেই পুরনো চামড়ার বাঁধাই - অবশ্যই অরিজিনাল এডিশনের রিমেক, তাও ৯৯ পেন্স? যেখানে হাবিজাবি বইয়ের দাম সাত পাউন্ড থেকে শুরু? শেক্ষপীরের পুরো ভল্যুমও পেয়েছিলুম তিন পাউন্ডে একবার...
  • bappa | 194.202.143.5 | ১১ জানুয়ারি ২০০৬ ১৭:৫৬451079
  • শমিত,

    বই টা সম্পর্কে আরো লেখ।
  • r | 59.92.132.192 | ১১ জানুয়ারি ২০০৬ ২০:৪৪451090
  • বলতে পারো মহেন্দ্রনাথ দত্তের লেখা পুরোনো কলকাতার উপর বইটা, exact নাম এখনই মনে পড়ছে না, কোথায় পাওয়া যায়?
  • Ishan | 144.226.173.69 | ১১ জানুয়ারি ২০০৬ ২৩:২৬451101
  • এ বিষয়ে আমার গপ্পো। জয়েস না পড়লে জীবন বৃথা, কিন্তু পকেটে মালকড়ি শুন্য এইরকম একটা প্যারাডক্স থেকে মুক্তি পাবার জন্য বইমেলায় রূপায় ঢোকা। সঙ্গে ছিল চিরব্রত ভৌমিক, যে কিনা রূপকথার রাজপুত্তুরের মতো অবলীলায় যেকোনো স্টল থেকে যে কোনো বই তুলে আনতে পারে। আমাদের ইরাদা পাক্কা, চোয়াল দৃঢ়প্রতিজ্ঞ, রূপা হোক আর যাই হোক, স্টলের কোণে কোণে যতই প্রহরী দাঁড়িয়ে থাকুকনা কেন, আজকে জয়েস লুঠ হবেই।

    স্টলে ঢুলে কিঞ্চিৎ খোঁজাখুঁজি। পাওয়া গেল জয়েস। চির বলল কোনটা নিবি? ইউলিসিস, না ডাবলিনার্স? দুটো ই হয়না? চির বলল না।হয়না।

    অতএব কোনো একটি পছন্দ করা হল অনেক চিন্তাভাবনার পরে। এবং তৎক্ষণাৎ লোডশেডিং । স্টলে সব আলো নিভে গেল দুম করে। চির বল্ল কাম হয়ে গেছে। চল বাইরে।

    বাইরে এসে, ঐ স্টল থেকে অনেক অনেক দূরে নিজেদের ঠেকে পৌঁছে সেই মহার্ঘ বস্তুখানা জ্যকেটের নিচে থেকে বার করল চির। ঝাঁপিয়ে পড়ে দেখা গেল, হায়, জয়েস নয়, অন্ধকারে চির যে বইখানা তুলে এনেছে, তার নাম "সেকেন্ড সেক্স'। লেখিকা সিমোঁ দা বুভোয়া।

    নাকের বদলে নরুন হিসাবে অগত্যা, জীবনের প্রথম সিমোঁ দা বুভোয়া পাঠ। বইখানা দিব্বি লেগেছিল কিন্তু।
  • rimi | 71.109.211.174 | ১২ জানুয়ারি ২০০৬ ০৪:৫৯451110
  • বই হারিয়ে খুঁজে পাওয়ার গপ্পো।
    কলেজস্ট্রীটের পুরোনো বইএর দোকান থেকে অজানা লেখকের অচেনা বই জলের দরে কেনাটা ছিল তখন নেশা। একদিন মুঘল স্টাইলে আঁকা প্রচ্ছদ দেখে আকৃষ্ট হয়ে কিনলাম - পিরিমকুল কাদিরভের "বাবর"। তখন আবার পার্ট ওয়ানের টেস্ট চলছিল। বই কিনেই ছুটতে ছুটতে গেলাম ফিজিক্সের পাস পরীক্ষা দিতে। পরীক্ষা হলে গিয়ে দেখি একটাও প্রশ্নের উত্তর জানা নেই। প্রথমে কিছুক্ষণ সামনের বেঞ্চে বসা অনিলের খাতা দেখে টোকার চেষ্টা করলাম। তারপরে হাল ছেড়ে দিয়ে "বাবর" বের করে খাতার তলায় বই রেখে বইএর প্রথম ফাঁকা পাতায় বেশ যত্ন করে বাবরের ছবি আঁকলাম। সেদিনই শেষ পরীক্ষা ছিল। পরীক্ষা দিয়েই বেড়াতে চলে গেলাম হলদিয়া। ফিরে এসে দেখি ফিজিক্সে পাঁচ পেয়ে ফেল করেছি। সাপ্লি দিতে হল। এইসব তালেগোলে বাবরের বইএর কথা ভুলেই গেলাম। তারপরেই হুহু করে চলে এল পার্ট ওয়ান। ক্রমশ পার্ট টু, ইউনিভার্সিটি ইত্যাদি ইত্যাদি। তিনবছর বাদে কলকাতায় ফিরে পুরোনো কলেজে গেছি পুরোনো বন্ধুদের সঙ্গে গেট টুগেদার করতে। কলেজস্ট্রীটের বইএর দোকানে হঠাৎ দেখি মুঘল স্টাইলে আঁকা প্রচ্ছদ। বইটা নিয়ে খুলে দেখি, আমারই হাতে আঁকা বাবরের ছবি, নীচে আমার হাতের লেখায় লেখা কয়েকটা হিজিবিজি লাইন। সেই পরীক্ষার দিন বোধ হয় হলেই ফেলে এসেছিলাম বইটা। কেউ নিয়ে ফের বিক্রি করে দিয়েছে। বলা বাহুল্য, বেজায় রোমাঞ্চ হল। কিনলাম, পড়লাম। ভালো লাগল। এরপরে পিরিমকুল কাদিরভের লেখা হুমায়ুন আর আকবরও পড়েছি।

  • bappa | 86.135.80.110 | ১২ জানুয়ারি ২০০৬ ০৬:১৯451111
  • সবার গপ্পো গুলো পড়ছি। চমৎকার।

    দেওঘর স্টেশন এ একবার সারা রাত রাঁচি যাওয়ার ট্রেন এর অপেক্ষায় বসে ছিলাম। যাবতীয় কাগজ, সিনেমার ম্যাগাজিন, পর্নো মার্কা দু চারটে পত্রিকা পড়ে, প্রচুর বিশুদ্ধ popular culture এ তন্নিষ্ঠ সময় কাটানোর পরে ঐ দোকান টা তেই ibsen এর four plays নামক সংকলন টা পওয়া গেল। রুপার বই। বাকি রাত টা মাধুরী আর শ্রীদেবী
    কে অগ্রাহ্য করার সাহস দিলেন ibsen

    বছর তিনেক আগে kings cross স্টেশন এর কাছে একটা চার পাউন্ড এর বই কিনে প্রচণ্ড আনন্দ হয়েছিল।

    weimer republic এর আমলের জার্মানীর press photograph এর সংকলন। রোজ তারিয়ে তারিয়ে ছবি দেখছিলাম, বউ এর সইলনা , বাড়ি যাওয়ার সময় নিয়ে চলে গেলো সেপ্টেম্বের মাসে।

    social security বলে কিছু নেই আজ্‌কাল।

    বই ঝাড়া বৌ দের নিয়ে tony benn ও নীরব।

    আচ্ছা কলকাতায় ৭০ র দশক এর শেষের দিকে দিকে 'দুরন্ত ঈগল' বলে একটা বই পড়ার কথা কারো মনে আছে?

    এইবার গিয়েই আমি মহেন্দ্রনাথ দত্তর বই টা খুঁজবো।

    একটু বিচিত্র ব অন্যরকম ব কম বিখ্যাত গোয়েন্দা ব ভুতের গপ্প নিয়ে একটা thread খুলে তেড়ে এ লেকো দিকি সবাই।

    এই thread টাও চালু রেখো।

    ইন্দো, দ, মিতাদি চুপ কেন?
  • bappa | 86.135.80.110 | ১২ জানুয়ারি ২০০৬ ০৬:৩০451112
  • রিমি,

    আমি বছর দুয়েক আগে একটা free exhibition এ বল্লে বিশ্বাস করবে না হাফীজ অর রুমির এর নিজে হাতে লেখা কবিতার বই দেখলাম। calligraphy সহ।

    এশ্‌পাহান থেকে নিয়ে এসেছিল।
  • bappa | 86.135.80.110 | ১২ জানুয়ারি ২০০৬ ০৬:৩৮451047
  • অরিজিৎ তোমার জন্য দুটো reco, হয়তো পড়েছো আগেই:

    ১। মেজর জয়পাল সিং এর memoir
    ২। সম্ভবত মাইকেল ক্যারিট ..mole in the crown

  • Samit | 125.22.3.145 | ১২ জানুয়ারি ২০০৬ ১৫:৩২451049
  • বাপ্পাকে ধন্যবাদ এরকম একটা thread চুম্বক শুরু করার জন্য।

    গোয়েন্দা গল্পের প্রসঙ্গ:

    পার্ট ওয়ান (কি পার্ট টু)র কয়েকদিন আগে যখন চেতনা এলো তখন তথৈবচ পকেট নিয়ে বই কিনতে বেরুলুম সস্তায় পুরনো বইয়ের দোকানে - লেখাপড়া করবো ও তদুপরি পাশ করবো বলে। "কালিদাস তাঁর কালে" বলে একটা বইয়ের মলাটে লেখকের নাম ড: সুকুমার সেনের নাম দেখে আত্মহারা হয়ে ভাবলাম " আহা! ছাঁকা কুড়ি নম্বরের একটা টীকা কেমন শুয়ে আছে বইয়ের তাকে"। দাম বললো ১৫ টাকা দিলাম ৮। ৮ টাকায় কুড়ি নম্বর। ভালো দাঁও। ভেতরের মালমশল্লা দেখলুম না আর। সুকুমার বাবু লিখেছেন যখন তখন কুড়ি নম্বর তো ছাঁক্কা পাবো।

    বইটি ছিলো শ্রদ্ধেয় সুকুমার সেনের লেখা এক মাত্র গল্পের বই - 'গোয়েন্দা গল্প' - 'গোয়েন্দা' স্বয়ং কালিদাস - কবি কালিদাস - তাঁর কালেই।

    (সেবার পরীক্ষায় কালিদাস টীকা এসেছিলো - ২০ নম্বর । আর শত্তুরের মুখে ছাই দিয়ে আমি পাশ করেছিলাম)
  • Samit | 125.22.3.145 | ১২ জানুয়ারি ২০০৬ ১৫:৩৮451050
  • ইয়ে -- মানে -- কালিদাস তাঁর কালে সুকুমার সেনের একমাত্র গল্পের বই কিনা জানি না - তবে ওনার গল্পের বই বিশেষ দেখি নি আর - তাও ওরকম রহস্যঘন গোয়েন্দা গল্প, যার পাত্র পাত্রী গোয়েন্দা অপরাধী ঐতিহসিকতায় পরিচিত তাবৎ মাধ্যমে।
  • bappa | 194.202.143.5 | ১২ জানুয়ারি ২০০৬ ১৯:৫৯451051
  • সোমনাথ,

    একটা graphic novel বা যারে বাংলায় কয় কমিক্স, লেখো। দুরন্ত ঈগল নিয়েই হোক। আরে কিছুটা তো লেখ। ছবি যখন আন্‌কতেই পারো আমি চুপ চাপ বসে থাকার কোনো কারন দেখছি না।

    সত্যি লেখ।

    শমিত,
    সুকুমার সেন এর বই টা জোগাড় কোথায় করি বলত?
  • bappa | 194.202.143.5 | ১২ জানুয়ারি ২০০৬ ২০:১১451052
  • পিরিম্‌কুল কাদিরভ এর বই টা নিশ্চয় কারো কারো না কছে পাওয়া যাবে। আমার এক দাদা ছিল , ও ই আমায় চিংঘিস আইতামভ এর 'জামিলা' পড়িয়েছিল, ওর কাছে থাকবে।
  • Arijit | 129.215.30.193 | ১২ জানুয়ারি ২০০৬ ২০:৪০451053
  • Memoirs-এর রিভিউটা পড়লাম - বইটার নাম জানা ছিল আগে, কিন্তু পড়া হয়নি। একটা ছোট রিভিউ আছে - http://www.flonnet.com/fl2212/stories/20050617001007500.htm। কোন সন্দেহ নেই - যে TOI বা রেডিফের ব্লগে ওই ধরণের অভদ্র কমেন্ট বা পোস্ট থাকে (আগে লিখেছিলুম একদিন)।
  • Arijit | 129.215.30.193 | ১২ জানুয়ারি ২০০৬ ২০:৪৭451054
  • নাকি তুমি In the Battle for Liberation: Memoirs - এটার কথা বল্লে?
  • Arijit | 129.215.30.193 | ১২ জানুয়ারি ২০০৬ ২১:০৪451055
  • আর আমাজন ইউকেতে "মোল ইন দ্য ক্রাউন"-এর দাম কত বলোতো? দুইখান ইউজড কপি আছে - একটা ৬০£ আরেকটা ৫০০£!!! আউট অব প্রিন্ট মনে হয়...সেকেন্ড হ্যান্ড বইয়ের দোকান বা লাইব্রেরী ছাড়া গতি নেই।
  • dam | 202.54.214.198 | ১২ জানুয়ারি ২০০৬ ২১:৩০451056
  • "দুরন্ত ঈগল" কিশোর ভারতীতে বেরোত না?

    সুকুমার সেনের বইটা আমিও পড়েছি। বেড়ে লেগেছিল
  • Arijit | 129.215.30.193 | ১২ জানুয়ারি ২০০৬ ২১:৪২451058
  • পাভেল করচাগিন তার একটা প্রিয় বইয়ের কথা বলেছিলো - "গ্যাডফ্লাই" - EL Voynich-এর লেখা। কেউ পড়েছ? পড়ে থাকলে একটা টপিক চালু করো না...
  • bappaa | 194.202.143.5 | ১২ জানুয়ারি ২০০৬ ২১:৪৮451059
  • যদ্দুর মনে পড়ছে জয়্‌পাল সিং আমি বাংলায় পড়েছিলাম , বই টার নাম মনে নেই। কিন্তু বিষয় টা হল army র মধ্যে কম্যুনিস্ট সংগঠন গড়ার চেষ্টা।
  • kali | 160.36.205.189 | ১২ জানুয়ারি ২০০৬ ২১:৫৫451060
  • ওহে বাপ্পা ও সোমনাথ,

    ঐ দুরন্ত ঈগল বই খানা এখনও মুখস্থ আছে।চাও তো শোনাতেও পারি।আর ছবির কথা যদি বলো তো ঐ সিরিজ এঁকেছিলাম পুরো এক ক্লাস নাইনের গ্রীষ্ম দুপুর জুড়ে। ফাইল খানা আজও সংরক্ষিত। এখন দেখলে ছবি গুলো বড্ডই কাঁচা লাগে,কিন্তু ভালো লাগাটা ঠিক সেই কাঁচা মাটিতেই ফুটেছিলো।

    আর সোমনাথ,ওখানা সিনেমা আমিও প্রায় বানিয়েই ফেলেছিলাম। চরিত্র চিত্রণ,কোন দৃশ্য কিভাবে দেখানো হবে,কোথায় কোন মিউজিক কি ভাবে বসবে সব ঠিক। শুধু শুটিং টুকুই শুরু হলো না,এইই যা।
  • Arijit | 129.215.30.193 | ১২ জানুয়ারি ২০০৬ ২১:৫৫451061
  • তাহলে দ্বিতীয় যে নামটা দিয়েছি, সেটা।

    গ্যাডফ্লাই পেয়ে গেছি - প্রোজেক্ট গুটেনবার্গে আছে - যদিও টেক্সট ফাইল, কষ্ট করে পড়তে হবে...
  • Samit | 59.92.158.249 | ১২ জানুয়ারি ২০০৬ ২১:৫৯451062
  • বাপ্পা - কোথায় পাওয়া যাবে বলা কঠিন। আমার কাছে নেই - বছর খানেকের মধ্যেই বদভ্যাসে হারিয়ে ফেলেছিলাম বা বেচে দিয়েছিলাম - মনে নেই ঠিক। তবে পুনরায় হাওয়া যখন উঠলই প্রিয় তখন এবারের শিকারে তক্কে তক্কে থাকবো - পাওয়া না যাক সন্ধান চালাতে ক্ষতি কি?
  • adheesha | 193.61.255.84 | ১২ জানুয়ারি ২০০৬ ২২:০২451063
  • এই বিষয় টা দেখেই নিজের পড়া একটা বইয়ের কথা মনে পড়ে গেল। কোলকাতায় ব্রিটিশ কাউনসিলের লাইব্রেরি থেকে পড়েছিলাম।

    If on a winter's night, a traveller লেখক - Italo Calvino। ইনি পাসোলিনির সমসাময়িক বোধহয়।

    গল্পের শুরুতেই লেখক কথা বলেন সোজা পাঠকের সঙ্গে। "তুমি একটা বই কিনবে ঠিক করলে... দোকানে যাচ্ছ..." এবং তারপর এইভাবেই গল্পের নায়ক হয়ে ওঠে পাঠক নিজেই।

    পাঠক একটা বই কেনে, সেটা পড়তে শুরু করে, তারপর রোমহর্ষক একটা যায়গায় এসে আবিষ্কার করে, বইটার ওখান থেকে শুরু করে বাকি অংশটা শাদা। ডিফেক্টিভ কপি। কিন্তু গল্পের শেষ্টা তো না জানলেই নয়। বই পাল্টাতে যায়। যে বইটা নিয়ে ফেরে, পাতা উল্টে আবিষ্কার করে সেটা একদম অন্য একটা গল্প। অগত্যা সেই গল্পটাই পড়তে থাকে, এবং যথারিতি এ গল্পটাও এক বিশেষ মূহুর্তে এসে হারিয়ে যায়, শেষ হয় না। এবার বইয়ের পাতা গুলো, ১-২৭, বারবার রিপ্রিন্ট হয়েছে।

    আবার দোকানে ছোটা, এবার দোকানি পাঠিয়ে দেয় সোজা পাবলিশারের কাছে। পাল্টে আনা বই এবারেও যথারিতী অন্য এক গল্প, আবারও শেষ না হওয়া।

    এভাবেই চলতে থাকে গল্পের শেষ্টুকুর খোঁজ, পাবলিশারের কাছ থেকে প্রুফরীডার। সেখান থেকে আরো নানা জায়গা, ট্রান্সলেটর, তারপর সোজা লেখকের সন্ধানে।

    ইতিমধ্যে পাঠকের আলাপ হয়ে গেছে 'অপর পাঠক'-এর সঙ্গে। যে কিনা একটি মেয়ে, (ধরে নেওয়া হয়েছিল পাঠক পুরুষ), এবং যেও কিনা একই রকম ভাবে খুঁজে চলেছে গল্পের শেষটুকু।

    এই অন্বেষণে আবিষ্কৃত হয় এক চক্র, যাদের মূল উদ্দেশ্য গল্পের সঙ্গে অন্য গল্প কে মিশিয়ে পড়ার অভিজ্ঞতা টাকেই গুলিয়ে দেওয়া,তারপর এক রাজনইতিক ষড়যন্ত্র, আরো অনেককিছু।

    লেখকের খোঁজ মেলে, তিনি দু'টো লেখা লিখতে শুরু করেছেন, দুই লেখকের সত্বায়, একজন, যা তিনি কখনো হতে চাননি, আরেকজন, যা তিনি সবসময় হতে চেয়েছেন। এই দুই লেখার পাতা গুলো হঠাৎ বাতাসে এলোমেলো হয়ে মিশে যায়, আর তৈরী হয় সেই লেখা যা লেখক কল্পনা করেছিলেন,কিন্তু লিখে উঠতে পারেননি।

    আর এইসব হাজার ঘটনার পর পাঠক ফিরে আসে, ক্লান্ত, লাইব্রেরি-তে উপস্থিত হয়, এবং আবিষ্কার করে, গুপ্তধন আবিষ্কার করার মতো, যে বইগুলো এতদিন ধরে খুঁজে বেড়াচ্ছিল, সবকটা লাইব্রেরির ক্যাটালগে রয়েছে।

    কিন্তু বইয়ের অর্ডার দিয়ে জানতে পারা যায়, কোনোটাই এই মূহুর্তে পাওয়া যাবে না।

    হতাশ পাঠক ক্যাটালগের দিকে তাকিয়ে বসে থাকে। তখন অন্য এক পাঠক হঠাৎ দেখিয়ে দেয় তাকে, যে বইগুলো সে খুঁজছে, তার নামগুলো পরপর জুড়ে দিলে একটা গল্পের প্রথম প্যারাগ্রাফ হয়। অবাক পাঠক জানতে চায় - "আর সেই গল্পটা শেষ কিভাবে হবে?" অন্য পাঠক বলে - "সাধারনত বিয়ে অথবা মৃত্যু দিয়ে"।

    পাঠক উপলব্ধি করে, সে এখনই বিয়ে করতে চায়।
  • Samit | 59.92.158.249 | ১২ জানুয়ারি ২০০৬ ২২:০৪451064
  • অবোধের অপরাধ ক্ষমা - দুরন্ত ঈগল কি কোনো কমিক্স? কালিতে আঁকা?
  • kali | 160.36.205.189 | ১২ জানুয়ারি ২০০৬ ২২:১০451065
  • দুরন্ত ঈগল কমিক্স আকারে বেরিয়েছিলো কিনা জানিনা। তবে আমি পড়েছিলাম নিয্যস এক খানা বাঁধানো বই। ৩০৬ খানা পাতা আর ১৯৮৯ এ দাম ছিলো একুশ টাকা।মলাটটি বেশ মোটা পাটায় বাঁধানো,সমুদ্রনীলের ওপর লাল কালো দিয়ে আঁকা শিকারী জুরা আর তার কালো কুকুর টীক।
  • bappa | 194.202.143.5 | ১২ জানুয়ারি ২০০৬ ২২:২০451066
  • ঠিক ঠিক। বাঁধানো বই, উপরে নায়ক এর ছবি। সময় টা আমি পুরো গুলিয়ে ফেলেছি বুঝতেই পারছি। কেনো মনে হচ্ছে ৮৯ এর অনেক আগে পড়েছি।
  • bappa | 194.202.143.5 | ১২ জানুয়ারি ২০০৬ ২২:৩৩451067
  • the plan

    সোমনাথ এবং কলি ,
    নিজেদের মধ্যে যোগাযোগ করে নিন।

    একটা পুর্নাঙ্গ graphic novel নামান।

    দু বছর সময় দিলাম।

    আমি কোনো গুরুত্তপুর্ন লোককে চিনি না, কেউ ই আমায় পাত্তা দেবে না, কিন্তু আমি বলছি সে বই ছাপানোর জন্যো খাটা খাটনি করতে রাজি আছি।

    অন্তত virgin comics এর বার করা globalised রামায়ণ এর থেকে এটা ভাল হবে।
  • dam | 59.144.242.157 | ১২ জানুয়ারি ২০০৬ ২২:৩৭451069
  • বাপ্পা,

    FYI কলির বই ছাপানোর কোনো অসুবিধা নাই। ও লিখলেই ছাপা হয়ে যাবে।

    কি বল কলি?

    যাকগে ও বইটা আমিও ৮৯ এর আগেই পড়েছি বলে মনে পড়ছে, আনেক আগে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক মতামত দিন