এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ভোপাল গ্যাসকান্ডের বিচার - হচ্ছেটা কি?

    kallol
    অন্যান্য | ০৮ জুন ২০১০ | ৬২৫১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kallol | 115.242.164.31 | ০৮ জুন ২০১০ ০৮:২২456465
  • ২২ বছর পরে - হাজার হাজার মানুষের মৃত্যু, হাজার হাজার মানুষের পঙ্গু হয়ে যাওয়ার জন্য যারা দায়ী - তাদের সাজা দু বছরের জেল!! আর ১লক্ষ টাকার মতো জরিমানা!!!
    এমনভাবেই সাজানো হয়েছিলো মামলা। এমন সব ধারায় অভিযুক্ত করা হয়েছিলো, যাতে এটাই সর্বোচ্চ সাজা হয়। আর ইউনিয়ান কার্বাইডের জরিমানা ৫ লক্ষ টাকার মতো মতো।
    রাষ্ট্র মনে করে যে মানুষগুলো প্রাণ হারিয়েছে তাদের মাথা পিছু প্রাণের দাম ৪৮০টাকা ৫৬পয়সা! ছি:।
    সম্প্রতি অনেকগুলো নারী হত্যার মামলায় খালাস পেয়ে যাওয়া, বা, নামমাত্র সাজা পাওয়া মানুষকে আবার বিচারের মুখে দাঁড়াতে হয়েছে, সোনিয়ার হস্তক্ষেপে। এবার কিছুই হবে না? কেউ কি বলবে না, এদের আরও অনেক অনেক অনেক বেশী ও কঠোর সাজা হওয়া উচিৎ ছিলো। উচিৎ ছিলো এদের সমস্ত টাকা/সম্পত্তি বাজেয়াপ্ত করে, সেই সম্পদ দিয়ে এখনও যে সব মানুষ অসুস্থ, পঙ্গু হয়ে আছেন - তাদের গায়ে গতরে সেবা করা - একজন সেবক যেভাবে হাসপাতালে রোগীকে সেবা করেন সেইভাবে।
    এরকম কোন শাস্তির বিধান আইনে নেই। তো কীঈঈঈঈ। নেই তো নেই। এই অপরাধের জন্য দরকার হলে আইন বানাতে হবে।
    আমি জানি না, এবারও কি করে উঠতে পারবো। কিন্তু কিছু তো করবই। ব্যাঙ্গালোরের বন্ধুদের কাছে বলছি। আয় একদিন, নাহয় এক শনিবার বা রোববার রাস্তায় নামি। দাবী করি পূনর্বিচারের - দ্রুত বিচারের - কঠোর সাজার।
    আর এখানে আলোচনা চলুক - আমাদের বিচার ব্যবস্থা, শাস্তি ব্যবস্থা, অপরাধ নির্ধারন ব্যবস্থা নিয়ে।
    আইনের সাথে যুক্ত আছো যারা। লেখো।
  • quak | 202.141.148.99 | ০৮ জুন ২০১০ ১০:৫৬456532
  • ধন্যবাদ pi,

    সবার জন্যে এই সাইট থেকে একটুখানি,

    The main reason attributed to a lack of extradition was due to vested interests of the Indian Government, which wanted to encourage foreign investment in the country. That is why neither the Indian government nor the US government pursued the extradition actively, claiming that he went missing, whereas The Mirror, a UK-based newspaper smoked him out in a matter of weeks in 2002 and Greenpeace followed up quickly. Nothing has been done since then to bring him to justice. Even according to the former Attorney General of India Soli Sorabjee there was no point in pursuing an extradition against him so late in the game, because of his advanced age and the fact that the crime was almost 20 years at the time. Contrast this with the handling of Kenneth Lay in the Enron case, where the US government was unwilling to agree to an abatement even after Lay’s death. In the same case Jeffrey Skilling got handed a 24 year sentence. In other words, a corporate scandal that causes monetary loss to people gets you a bigger punishment than an act of corporate negligence that manages to kill several thousand people.
  • kallol | 124.124.93.202 | ০৮ জুন ২০১০ ১২:০১456543
  • বন্ধুদের থেকে দারুন সারা পাচ্ছি। অনেকেই আসবে, পথ নাটিকা করবে। গানও হবে।
    ব্যাঙ্গালোরের গুরু ও চন্ডালেরা, আগামী শনিবার ১২ জুন, বিকাল ৪টায় - কাবেরীর সামনে চলে এসো। নিজের পোস্টার লিখে আনতে পারো।
    আমি পরে ফোন করছি।
  • kallol | 124.124.93.202 | ০৮ জুন ২০১০ ১৪:৩৪456554
  • এই রে! কাবেরী নামে একটা সিনেমা হলও আছে, ব্যাঙ্গালোরে।
    তাই, সংশোধিত বিজ্ঞপ্তি -
    ১২ জুন শনিবার, বিকাল ৪টে এম জি রোড - ব্রিগেড রোডের মোড়ে, কাবেরী এম্পোরিয়ামের সামনে।
  • I | 59.93.245.230 | ০৮ জুন ২০১০ ২২:৪০456466
  • কোনো এক প্রাক্তন সি বি আই অফিসার বি আর লাল দাবী করেছেন বিদেশ দপ্তর থেকে লিখিতভাবে সিবিআইকে বারণ করা হয়েছিল এই কেস নিয়ে সিবিআইকে বেশীদূর না এগোতে।

    ওয়ারেন অ্যান্ডারসন ভারত ছাড়েন তৎকালীন মধ্যপ্রদেশ মুখ্যমন্ত্রীর (অর্জুন সিং) নিজস্ব বিমানে। অজ্ঞাতপরিচয় কেউ অর্জুন সিং-কে ফোন করে অ্যান্ডারসনের জন্য ইমিউনিটি'র বন্দোবস্ত করতে বলেন। এসবই হল খবরের চ্যানেলের ভাষা , অবশ্য।
    বন্দনা শিভা ভারত সরকারের অপদার্থতার নিন্দা করলে সলমন খুরশিদ বলেন-এইসব পপুলিস্টরা নির্বাচনে দাঁড়ান না কেন?
  • I | 59.93.245.230 | ০৮ জুন ২০১০ ২২:৫৫456477
  • জয়রাম রমেশ বেশ ব্যথিত। তিনি গ্রীন ট্রাইব্যুনাল তৈরী করতে চলেছেন এবং ভারতবাসী শুনে গর্বিত হবেন, ভারত বিশ্বের তৃতীয় দেশ , যারা এরকম ট্রাইব্যুনালের অধিকারী। এবং ভোপালের পীড়িতদের কথা ভেবে এই ট্রাইব্যুনালের সদর দপ্তর হবে ভোপালেই।
    এরপরেও কেউ সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলবেন? আছে কার হিম্মত? যদি থাকে, তবে তারা যেন নির্বাচনে দাঁড়ায়।

    জাস্টিস আহমদী বলেছেন,- আজ যদি আমার ড্রাইভার গাড়ি চালিয়ে মানুষ মারে, তবে আমি কি মানুষ- খুনের দায়ে অভিযুক্ত হব? আর আমার ভার্ডিক্ট যদি ভুলই ছিল , তবে এতগুলো বছর ধরে আর কেউ সেটা চ্যালেঞ্জ করেনি কেন? সরকার করছিলটা কি? এনজিওরা কি করছিল? গ্যাস দুর্ঘটনা দুর্ভাগ্যজনক, তবে আমি কোনো ভুল করিনি।

    কেউ ভুল করে না। ইউসিআইএল, ইউসিসি, ডাও কেমিক্যাল, ভারত সরকার, মধ্যপ্রদেশ সরকার, সুপ্রীম কোর্ট, অর্জুন সিং , নরসিম্‌হা রাও, ওয়ারেন অ্যান্ডারসন, কেশব মাহীন্দ্রা কেউ না। সবাই মিলে আমরা এই তো কি সুন্দর নির্ভুল বুনে তুলেছি মৃত্যুর নিপুণ শিল্প। মৃত্যুর নিপুণ ফসল। ভোপাল ১৯৮৪।
  • I | 59.93.245.230 | ০৮ জুন ২০১০ ২৩:৪৩456488
  • কেউ ভুল করে না। ঠিক করি, ভুলে থাকব। ঠিক করি, মনে রাখব। যে, লিখে কিছু হয় না, ব'লে কিছু হয় না,গান গেয়ে, রাগ করে -হয় না কিছুই। শুধু বিবেক বড্ড বেশী জ্বালাতন করলে কখনো-সখনো বা-কৃমির ওষুধ যেমন, নির্ভুল অ্যালবেন্ডাজোল যেমন-এক-আধদিন রাস্তায় হাঁটব, যেমন করে মানুষ হাঁটে নন্দীগ্রাম নিয়ে কলকাতায়।
    হ্যাঁ, মনে রাখব যে নিপুণ জাল, নিপুণ ফাঁদ পাতা আছে ভুবনে। খোসলা'র সেই ছোট বাসা নিয়ে তৈরী ছবি'র কথা মনে রাখব, যে, গণতন্ত্রের পিলার থেকে পোস্ট-পুলিশ, বিধায়ক, বিরোধী নেতা, পত্রকার সবাই,সব্বাই আসলে এই জালের মোহন কাঠি। সোনার কাঠি-রূপোর কাঠি। তাইজন্যেই গণতন্ত্র বলেছে। কেশব জগন্নিবাস চক্রপাণি মাধব, ধারণ করে আছেন গিরি গোবর্ধন, অর্থাৎ কিনা গণতন্ত্র। তাঁরই অন্দরে , অন্তরে সকল জীব, দশ দিক, দিকপালগণ, রুদ্রগণ, অ্যান্ডারসন ও মাহীন্দ্রাগণ,নিহত ও হতাবশিষ্ট গ্যাসে-খাওয়া মানুষজন, বিশ্বরূপ বিকশিত। কী মোহিনী জানো জাদু, কী মোহিনী জানো ।

    হ্যাঁ , আশাহীন। আশাহীন তো রঘু রাইও; কী তেতো লাগল ওঁর কথাগুলো- আর একটুও এগোনো যাবেনা। চার্জ এমন ভাবে ফ্রেম করা হয়েছে, যে আর কোনো বিচার পাওয়ার আশা নেই।

    কী ভয়ঙ্কর খালি !

    অথচ কী সুন্দর ভুলে ছিলাম এতদিন, ভোপাল ১৯৮৪। শুধু নিজস্ব ক্রাইসিস লাগে আমাদের জেগে উঠতে, ভোপাল মনে করতে। নইলে কখন হারিয়ে যেত আর পঞ্চাশটা চ্যানেলের গান-রান্না-খাওয়া-গাড়ি-নারী-বাচ্চা মেয়ের পেলভিক থ্রাস্ট-সাপ ও কুমীরের ভীড়ে !
  • aranya | 144.160.226.53 | ০৯ জুন ২০১০ ০৬:৫৫456493
  • ইন্দো আমার মনের কথাগুলো আমার চেয়ে অনেক ভালভাবে লিখেছে, নতুন তেমন কিছু লেখার নেই। ভারত-সহ তৃতীয় বিশ্বের দেশগুলো বহুদিন যাবৎ-ই বধ্যভূমি, যেখানে মানুষের প্রাণের দাম কানাকড়িও নয়। আমেরিকায় পথ দূর্ঘটনায় আহত একজন মানুষকে বাঁচানোর জন্যও প্রয়োজনে হেলিকপ্টার উড়ে আসে, আর আমার দেশের মানুষ মরে কালাহান্ডিতে, আমলাশোলে, বিদর্ভে, নন্দীগ্রামে, ভূপালে - শয়ে, শয়ে, হাজারে হাজারে মরে। এমনকি ভূপালের বিষ গ্যাসে অন্ধ, পঙ্গু মানুষ গুলোর জন্যও আমরা সিপিয়েম/কংগ্রেস/তৃণমূল/বিজেপির ঘেরাটোপ থেকে বেরোতে পারি না,দলের ঊর্ধে উঠে সবাই একসাথে কোন আন্দোলনো করতে পারি না।
  • Ri | 121.247.234.114 | ০৯ জুন ২০১০ ০৭:৪৪456494
  • আন্ডারসন রাজার হালে ম্যারিকায় রয়েছে,রেডিফে বেরিয়েছে কদিন আগেই।ভারতের নাগরিকের জীবনের দাম এত সস্তা যে এতদিন কারো কোন ভ্রুক্ষেপ হয় নি।রায় বেরোনোর পর কুম্ভিরাশ্রু বর্ষণ হচ্ছে।

    (আচ্ছা এবিষয়ে মামামা এবং পকাবু দের বক্তব্য কি ? )
  • kallol | 115.184.10.61 | ০৯ জুন ২০১০ ০৮:০০456495
  • না, সব শেষ নয়। মানুষের চাপ আছে, তাই একথা আইন মন্ত্রীকে বলতে হয়েছে। বদমাইশীটা মামলা রুজু করার সময়কার সরকারের। তখন এমন সব ধারায় অভিযুক্ত করা হলো যার সর্বোচ্চ সাজা - যা দেওয়া হয়েছে তাই। এই বদমাইশীটা খুব নিয়মিত করা হয়। আর, শুধু সরকার নয়, অনেক কৌঁশুলীও এতে জড়িয়ে। রুনু গুহনীয়োগী মামলায়, সেই মামলার প্রথম কৌঁশুলী অরুণপ্রকাশ চ্যাটার্জিও তাইই করেছিলেন। তাই শেষ পর্যন্ত আমাদের সিদ্ধান্ত নিতে হয় যে অভিযোগকারী অর্চনা গুহ ও লতিকা গুহের আত্মীয় (লতিকাদির জীবনসঙ্গী আর অর্চনাদির দাদা) সৌমেন গুহই (পেশাগতভাবে/শিক্ষাগতভাবে কৌঁশুলী না হয়েও)মামলা লড়বেন। তাতেও সেই ২ বছর, কারন ঐ ধারা।

    গতকাল কলকাতায় বিক্ষোভ হয়েছে।
    আমরা ব্যাঙ্গালোরে বিক্ষোভ দেখাচ্ছি আগামী ১২ তারিখে।
    আমাদের দাবী পুণর্বিচার। আমরা সরকারকে বলছি - সমস্যা সমাধানের জন্য বন্দুক ধরতে বাধ্য করো না - পুণর্বিচার করো। জেসিকা লালের বেলায় যদি সোনিয়া হস্তক্ষেপ করতে পারেন - তো এটাতেও করুন। চিঠি পাঠানো হচ্ছে সোনিয়াকে।
    গুরুর সমস্ত বন্ধুদের কাছে অনুরোধ - এটুকু অন্তত করুন - নিজে চিঠি দিন - সোনিয়া গান্ধী - ১০ জনপথ, দিল্লী - ১।
    পুনর্বিচার চাই। অন্য বন্ধুদের বোঝান। তাদেরও চিঠি দিতে বলুন। অন্তত ১ কোটি চিঠি যাক সোনিয়ার কাছে। ১ কোটি পোস্টকার্ড।
    আমাদের দাবী - কলকাতা ও ব্যাঙ্গালোর থেকে চাওয়া হচ্ছে - দোষীদের সম্পত্তি বাজেয়াপ্ত করে, সেই টাকায়, ভূপাল গ্যাসকান্ডের শিকার যাঁরা এখনো বেঁচে আছেন তাদের জন্য হাসপাতাল তৈরী করা। আর সেই হাসপাতালে দোষীরা, অন্য সেবকদের সাথে প্রতিদিন সেবা করুক - ঐ মানুষদের। দোষীদের অনেকেই আছেন যারা বয়সের ভারে কায়িক পরিশ্রম করতে অক্ষম, তাদের ঐ হাসপাতালে রোজ নিয়ে আসা হোক। তারা ঐ সব মানুষদের কাছে বসুন, তাদের গয়ে মাথায় হাত বুলিয়ে দিন রোজ। রাতে জেলে ফিরে যান।
    শুনতে খুব ছেলেমানুষী লাগছে হয়তো। আমরা নাচার। আমাদের(কলকাতার ও ব্যাঙ্গালোরে যারা প্রতিবাদের উদ্যোগ নিয়েছি তারা) মনে হয়েছে - এটাই উপযুক্ত শাস্তি। এমন কোন আইন নেই। তো, সরকার আইন বানাক।
  • kallol | 115.184.10.61 | ০৯ জুন ২০১০ ০৮:০৪456496
  • রি - পকাবু-স্থিকাবু ছেড়ে - সোনিয়াকে চিঠি দিন। একটা পোস্টকার্ড। বন্ধুদের (পাড়ায়/অফিসে/ক্লাবে/চায়ের ঠেকে) চিঠি দিতে বলুন। শুধু লিখুন - Retrial for Bhoopal Case

  • aka | 24.42.203.194 | ০৯ জুন ২০১০ ০৯:০১456497
  • দাবীর মধ্যে অনগোয়িং কন্টামিনেশন ক্লিন আপ রেসপনসিবিলিটি নেই?
  • SC | 67.186.56.191 | ০৯ জুন ২০১০ ০৯:০৫456498
  • SC | 67.186.56.191 | ০৯ জুন ২০১০ ০৯:০৭456500
  • এতসবের পরেও ডাও কেমিকাল ভারতে ব্যবসা করে কি করে ভেবে পাইনে।

  • aka | 24.42.203.194 | ০৯ জুন ২০১০ ০৯:১৫456501
  • আমার আইনি জ্ঞান শূন্যর আশেপাশে কিন্তু মনে হচ্ছে শুধু অনগোয়িং কন্টামিনেশন ও তার থেকে যত রোগ, পলিউশন ইত্যাদি আজ অবধি হয়েছে সেই গ্রাউন্ডে ইউনিয়ন কার্বাইড, ব্যক্তি, সরকার সবাইকে স্যু করতে পারা উচিত। যদিও তাতেই বা কি হবে কে জানে? মূলত মামলাটা যেদিন ইউএসএ থেকে এই করাপটেড, হাফ কুকড জুডিসিয়ারি সিস্টেমে এসে পড়েছে তখনই এই ভবিতব্য ছিল। ইউএসএ খুব কায়দা করে কেসটা ইন্ডিয়াতে ঠেলে দিয়েছে। ওয়ারেন অ্যান্ডারসন ঠিক সেটাই চেয়েছিল।

    বালের সরকারের মাছ ঢাকতে গেলে শাক বেরিয়ে পরে, শাক ঢাকতে গেলে মাছ। অথচ হিলারি থালি ফালি সবই হচ্ছে, জিডিপি বাড়ছে, শাইনে চোখ ধাঁধিয়ে গেল। প্যারালালটা করলে হয় বিপিকে কেমন বাঁশ খেতে হয়।
  • d | 115.117.250.244 | ০৯ জুন ২০১০ ০৯:২০456502
  • সোনিয়া কেন? মনমোহন নয় কেন? কিম্বা চিদুবাবু?

    আর ঠিকানাই বা কী?
  • bitoshok | 76.113.141.132 | ০৯ জুন ২০১০ ০৯:৩৪456503
  • ডাউ কিভাবে ব্যবসার ছাড়পত্র পায়। পড়ুন:

    ১) http://www.downtoearth.org.in/Full6.asp?FolderName=20070315&FileNAme=news&sid=1&sec_id=4

    প্রসঙ্গত, ডার্সবান অন্যত্র নিষিদ্ধ।

    ডাউ এর হয়ে লবি করবার অনেক বড় বড় 'এনলাইটেন্ড' লোকজন আছেন। এটা সাইট ক্লিনআপ নিয়ে,

    http://www.indiaenvironmentportal.org.in/node/30056

    কংগ্রেসের মুখপত্র অভিষেক মনু শর্মা ডাউ ইন্ডিয়ার অন্যতম কৌসুঁলি।
  • I | 59.93.183.96 | ০৯ জুন ২০১০ ১২:২৬456504
  • হ্যাঁ, সোনিয়াকে কেন? কেন নয় মনমোহন সিং? আমিও ঠিকানা জানতে চাই।

    না, সব শেষ নয়। ঠিক কথা। টিভিক্যামেরা মুখে নিয়ে বাইট দেওয়ার বাইরে, আলো ও মিডিয়ার ওপারে যেসব মানুষজন আছেন যাঁরা এই পঁচিশ বছর ধরে লাগাতার লড়ে গেছেন, তাঁদের জন্যে, মূলত: তাঁদের জন্যেই সব শেষ নয়। তাঁদের জন্যেই আমাদেরও ঘুম ভাঙছে। মিডিয়াকে ধন্যবাদ দেওয়া যাক, যদিও টিআরপি বাড়ানো ই উদ্দেশ্য। যদিও সেই মানুষগুলোর মুখ কখনো দেখানো হল না, যাঁরা টানা পঁচিশ বছর মহল্লায়-মহল্লায় -রাস্তায়-আদালতে ভরসাহারাদের পাশে থেকেছেন। তবুও। ভালো কিছু তো হচ্ছে। মানুষ একটু হলেও তো রাগছে।

    ভালো কিছু হোক। অন্তত: অসুস্থ লোকগুলো একটু চিকিৎসা পাক, একটুখানি ভালো হোক। সাহায্য করতে চাই। কিভাবে করবো জানিনা। কেউ জানাবেন? জানালে খুশী হব।

    ভালো কিছু হোক। নিউক লায়াবিলিটি বিল নিয়ে বামপন্থী আর রাজদ সাংসদেরা বিরোধিতা করেছে। আশা করতে চাই, সে শুধু লোক -দেখানো নয়। বর্তমান আকারে এই বিল অনুযায়ী কোনো নিউক্লিয়ার ডিজাস্টার ঘটলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে কোনো ক্রিমিনাল কেস করা যাবে না। এবং সর্বোচ্চ ক্ষতিপূরণ ৫০০ কোটি টাকার বেশী হতে পারবে না। ভারত সরকার এই উর্দ্ধসীমা বেঁধে দিয়েছে। ভারত সরকার কেবলি উর্দ্ধসীমা নির্ধারণ করে। বহুজাতিকদের ডাকে। এখানে প্রাণের উর্দ্ধসীমা নির্ধারিত। এসো। ভয় নেই,এসো। দূষণ ছড়াও। পালিয়ে যাও। এরোপ্লেন দেবো।

    আশা রাখি। এই বিপুল অন্ধকারের মধ্যে একটুখানি আশা। এই দেশজোড়া দালাল-ব্যবসায়ী-মন্ত্রী-বিরোধী-পুলিশ-বিচারক-সাংবাদিক-শিল্পী-সাহিত্যিক-গাইয়ে-বাজিয়ে-মুন্সী-আমলার নেক্সাসের মধ্যে একটুখানি আশা। যে, মরতে বসা মানুষটার মুখেও জল দেওয়ার জন্য কিছু হাত আছে। তাকে বাঁচিয়ে তোলার জন্যে, ওষুধের জন্যে-পথ্যের জন্যে কেউ কেউ এখনো হয়রাণ হয়। এই দেশে। এই পোড়া দেশে। এইটুকুই।

    ব্যস, এইটুকুই।
  • I | 59.93.183.96 | ০৯ জুন ২০১০ ১২:৪৮456505
  • অভিষেক মনু সিংভি। শর্মা নয়।
  • kallol | 124.124.93.202 | ০৯ জুন ২০১০ ১২:৫৭456506
  • আকাকে ধন্যবাদ।
    হ্যাঁ, বন্ধুদের বলবো এটাও দাবীতে রাখতে - গ্যাস কান্ডের দরুন যে দূষণ ঘটেছে - তা দূরীকরনের দায়িত্ব। সেটা ডাও-কেই নিতে হবে।
  • kallol | 124.124.93.202 | ০৯ জুন ২০১০ ১২:৫৯456507
  • মনমোহনের ঠিকানা - শ্রী মনমোহন সিং - প্রধানমন্ত্রী, ভারত সরকার, পার্লামেন্ট ভবন, দিল্লী- ১
  • I | 59.93.183.96 | ০৯ জুন ২০১০ ১৩:০০456508
  • অক্ষদা'র লিংক পড়লাম। আমি আমার পেসিমিজম ফিরিয়ে নিচ্ছি। সবাইকে পড়তে বলছি। অন্তত: এই লাইনগুলো : ""Their insistence on Dow's liability is not vindictive; it is to ensure that their own personal justice becomes a precedent for wider justice. Jabbar Khan, who is marching with his daughters, says: 'If Dow is let off now, it will go somewhere else in the country and Bhopal will be repeated. We don't just want to be paid off. We want justice to be done. Even if we have to wait another 20 years.' Many of the survivors, whether or not they articulate it this way, are insisting on corporate and industrial liability.

    That is why they have allied with other groups – mercury survivors from Cuddalore, Endosulphan survivors from Kasargode – people even more obscure and powerless than them. Some of the marchers – like 82-year-old Shantha Bai, who marches with her sari hitched up above her sneakers, and with a pace so fierce they call her the Bhopal Express – may not survive to see vindication even if it comes. Their fight stopped being about personal recompense a long time ago. To a great extent it is about the lives of their children, and their children's children. There is also a whole country to be saved from contaminated lives.''
  • kallol | 124.124.93.202 | ০৯ জুন ২০১০ ১৩:০১456511
  • সোনিয়া এই জন্য যে, আদালতের রায়ের বিরুদ্ধে জেসিকা লাল কেসে খুব সদর্থক ভূমিকা নিয়েছেলেন।
  • Pintu | 217.162.209.233 | ০৯ জুন ২০১০ ১৩:০১456509
  • কল্লোল দা,
    সোনু আর মনু - দুজনে্‌কই চিঠি লিখে পোস্ট করে দিলাম।

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত মতামত দিন