এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ভোপাল গ্যাসকান্ডের বিচার - হচ্ছেটা কি?

    kallol
    অন্যান্য | ০৮ জুন ২০১০ | ৬২৫২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kallol | 124.124.93.202 | ০৯ জুন ২০১০ ১৩:০৩456512
  • পিন্টু - আমার শ্রদ্ধা জানবেন।
  • quark | 202.141.148.99 | ০৯ জুন ২০১০ ১৩:৩৪456513
  • কিছুই হবে না এমন বলচি না, তবে আগের কেস গুলোর (জেসিকা লাল) সাথে এইটার সামান্যা হলেও গুণগত পার্থক্য আছে। ঐ কেসগুলোতে কয়েকজন প্রভাবশালী ব্যক্তি (হতে পারে তাঁরা রাজনীতিতেও প্রভাবশালী) জড়িত। আর এখানে অপরাধী একটি বড়মাপের মার্কিন কোম্পানী আর তৎকালীন ভারত সরকার। তাই সোনু, মনু কতটা কিই করতে চাইঅবেন বা পারবেন্সন্দেহ থেকে যায়।

    তবে দাবী করতেই হবে, অন্তত: রাষ্ট্রের বদমায়েশিটা চোখে আঙুল দিয়ে দেখানোর জন্য।
  • Binary | 198.169.6.50 | ১০ জুন ২০১০ ০১:১৮456514
  • চিঠিতো লিখতেই হবে। কল্লোলদা যা বল্লেন, এককোটি । অন্তত।

    আমার কেন জানিনা, মনে হচ্ছে, হয়েই যাই না সন্ত্রাসবাদী। এই খানে। অ্যান্ডার্সনের বাড়ীটা, শুনেছি, নিউ ইয়র্কে। দুটো বুলেট তো সচ্ছেন্দে দিয়ে আসা যায়। বা বেডরুম সিল করে এমাইসি।

    আজ শুনলাম মাননীয় ওবামা বলেছে, অয়েল স্পিল প্রশঙ্গে, 'হুজ অ্যাস ইস টু বি কিকড ?', শালা-কে মনে করিয়ে দিতে হয় ,' দেয়ার ইজ ওয়ান ওয়ারেন অ্যান্ডার্সন, ইন নিউ ইয়র্ক'।
  • Sibu | 66.102.14.1 | ১০ জুন ২০১০ ০১:৫০456515
  • ওবামার দিক থেকে অ্যান্ডারসনকে মেডাল অফ অনার দেওয়া যেতে পারে। মানে পলিউশন আম্রিকা থেকে থার্ড ওয়ার্ল্ডে সরিয়ে নিতে অগ্রনী ভূমিকা পালনের জন্য।
  • a x | 143.111.109.173 | ১০ জুন ২০১০ ০২:৩২456516
  • ইন্দো, মেল পাওনি?
  • SC | 67.186.56.191 | ১০ জুন ২০১০ ০৭:৫২456517
  • এইখানে একটা কথা বলি।
    জেসিকা লাল বা রিজওয়ানুরের কেসের সাথে এই বিষয়টার একটা মূল পার্থক্য আছে।
    আগের দুটি ক্ষেত্রে সমস্যাটা ছিলো বিচারব্যবস্থা নিয়ে, অপরাধীর শাস্তি হলো কিনা তাই নিয়ে।
    এখানে সেই ব্যাপারটা আছে, কিন্তু সাথে সাথে আরো একটা ব্যাপার আছে, যেটা নিয়ে এতোদিন বেশী কিছু বলা হয়নি, এবং এখনো কেমন জানি নমো নমো করে বলা হচ্ছে (সকলে নয়, কেউ কেউ)।

    সেটা হচ্ছে ক্লিনাপের প্রশ্ন। ভোপালে যে শুধু দুর্ঘটনার সময়ে মানুষ মারা গেছিলেন, তা কিন্তু নয়। মানুষ প্রতিদিন মারা যাচ্ছে, আজও। শুধু মারা যাচ্ছে তাই নয়, বিকলাঙ্গ হয়ে বেঁচে রয়েছে। এবং সকলে নীরব দর্শক। ভোপালের জলে এখনো বিষ, আর সেই জল মানুষ খাচ্ছে, এটা কোনো সভ্য দেশে ঘটছে ভাবতে লজ্জা লাগে।

    কয়েকটা বদের ধাড়ি শাস্তি পায়নি, তাই নিয়ে যেমনি পথে নামাটা জরুরি, ঠিক ততখানিই জরুরি এইজন্যে পথে নামা যাতে কিছু নির্দোষ লোক শাস্তি না পায়। যারা পথে নামছেন, তাদেরকে প্রতি আমার পূর্ণ সমর্থন। আমরা যারা এন জি ও করি, নিজেদের সীমিত শক্তিতে কিছু একটা করবার কথা আমরাও চিন্তা করছি। তবে মাথায় রাখবেন বন্ধু, ভোপাল শুধু ১৯৮৪তে ঘটেনি, প্রতিদিন ঘটছে, সেটা নিয়ে যেন নীরব
    না থাকি।

    (শেষ লাইনটা একটু কসু টাইপের হয়ে গেলো। :( )
  • kallol | 115.242.145.50 | ১০ জুন ২০১০ ০৯:৫৫456518
  • এসসি - দূষণমুক্ত ভুপাল - এটা আকা আগে কোন একটা পোস্টে বলেছে। আমরা ব্যাঙ্গালোর বিক্ষোভে এই দাবীটা রাখছি। কলকাতার বন্ধুদেরও বলেছি।
    চিঠির ব্যাপারটা একটু উদ্যোগ নিন।
  • ranjan roy | 122.168.170.215 | ১০ জুন ২০১০ ১৫:০১456519
  • কল্লোল,
    চিঠি পোস্ট করেছি-সোনু,মোনু দুজনকেই।
    মনমোহনের মেয়ে আবার নিউইয়র্কে নামকরা মানবাধিকার আইনজীবী--- কোথাও পড়েছি।

    সেই ঘটনার সময় আমার স্ত্রী আর ছোট্ট দুই মেয়ে( দুই আর একবছর) ভোপালে ছিলেন। তখন ঘরে ঘরে ফোন, মোবাইল ছিল না।টিভি ছিল না। আমার প্রতিবেশি রেডিও শুনে বল্লেন-- তিনদিন হয়ে গেল, ভোপাল গ্যাসকান্ডে লোক সমানে মরছে, আর আপনি দাঁত বের করে ঘুরে বেড়াচ্ছেন? বৌ-বাচ্চার চিন্তা নেই?
    কোনরকমে ছুটি ম্যানেজ করে ট্রেন ধরে ভোপাল গেলাম। শীতের ভোরে জনশুণ্য স্টেশন। অটোচালকের গলা বসা, শুনলাম--- গ্যাসের এফেক্ট। জানলাম কিভাবে ধোঁয়ার কালো মেঘ পেছনে তাড়া করে আসছে আর লোকে প্রাণভয়ে দৌড়ুচ্ছে, দৌড়চ্ছে আর মাটিতে লুটিয়ে পড়ছে।
    ভোপাল লেকের জল বিষাক্ত হয়ে গেল।সরকারী এলাকায় আমার বন্ধুর শ্বশুরের খবর নিতে গিয়ে জানলাম--- অর্জুন সিং সমেত সব আমলারা প্রাণভয়ে পালিয়ে ছিল। উনিও পালিয়েছিলেন। সব এক-এক করে ফিরছে। এও জানলাম-- অর্জুন সিংএর ছেলে অজয় সিং (রাহুল ভাইয়া)র হাসপাতালের ফান্ডে ইউনিয়ন কার্বাইডের মোটা ডোনেশন আছে। যেভাবে রসায়নের ট্যাংকে লিক হয়ে জল মিশে অতি বিষাক্ত মিক গ্যাস তৈরি হল---- সেটা একদিনে হয় নি। শ্রমিক ইউনিয়ন কিছুদিন আগে থেকেই সতর্ক করছিল।
    আর স্টেশনের পাশে ঘন বসতি এলাকায় যেভাবে এদের কারখানা চলতে দেয়া হয়েছে তা' আমেরিকায় এদের মূল ফ্যাক্টরির জন্যে যেসব কড়া নিয়মকানুন আছে তার পরিপন্থী বলেই জানি।
    আমাদের জানার মধ্যে বালাঘাট গ্রামীন ব্যাংকের ছ'জন অফিসার ওই সময় ভোপালে ট্রেনিং য়ে গেছিল। ওদের চোখ একবছরের মধ্যে প্রায় গলে পড়ার মত হয়ে যায়। ইউনিয়নের প্রয়াসে ওদের অন ডিউটি মেনে সারাজীবনের মত মাইনে দেয়া হচ্ছে বলে শুনেছিলাম।
    আমার দুই মেয়েরই একবছর পরে টিবি ধরা পড়ে। কেউ কেউ বলেন ওই সময়ের এফেক্ট। হয়তো তাই, হয়তো নয়।
    বহু লাশ তখন গর্ত খুঁড়ে জ্বালিয়ে দেয়া হয়।
    যেমন জীবন বিপন্ন করে কেউ কেউ উদ্ধার ও চিকিৎসায় ঝাঁপিয়ে পড়েছেন। তেমনি অনেকে দু:স্থ দের টিপছাপ নিয়ে টাকাটা মেরে দিয়েছে।
    বহু বছর পরে একবার কোম্পানি আদাকতে কিছু টাকা জমা করায় প্রমাণ দাখিল করলে কম্পেন্সেশন দেবার ঘোষণা হয়। লাইনে কিছু শেঠানী বাল-বাচ্চা নিয়ে দাঁড়িয়ে পড়েন। খেয়াল করেন না যে ছোট দুটি বাচ্চা ওই ঘটনার পরে জন্মেছে।
  • ranjan roy | 122.168.170.215 | ১০ জুন ২০১০ ১৫:১৬456520
  • চম্পা দেবী শুক্লা ও রশিদা আপার কথা মিডিয়ার দৌলতে সবাই জানেন। পায়ে হেঁটে ভিক্ষে করে একমাস পরে দিল্লি পৌঁছেও রাজীব গান্ধীর সঙ্গে দেখা করতে পারেন নি। আবার পায়ে হেঁটে ফিরেছেন। সুইজারল্যান্ডের সংস্থা এঁদের সোনার মেডেল ও লক্ষাধিক টাকা দিয়ে সমানিত করলেও এঁরা সেইটাকা সংগ্রামী তহবিলে দিয়েছেন। ডাউকেমিক্যালস্‌( ইউ কা'র পরিবর্তিত নাম) এর আন্তর্জাতিক সদর দপ্তরের সামনে গিয়ে প্রতীকাত্মক বিরোধ স্বরূপ ঝাড়ু লাগিয়ে এসেছেন।
    ওঁরা হতাশ হন নি, আমরা হব?
    একটা কথা। প্লীজ, কেউ অন্যভাবে নেবেন না। দোষীদের শাস্তি, পীড়িতদের ন্যায় ছাড়াও আর একটা ব্যাপার রয়ে যায়।
    AWARENESS! যাতে আরেকটা ভোপাল না হয়।
    দুটো জিনিস দেখা দরকার।
    এক, নতুন কেমিক্যাল কোম্পানীটি প্রদূষণের আইন মেনে চলছে কি না।
    দুই, এই কোম্পানীটির আন্তর্জাতিক বাজারে ট্র্যাক রেকর্ড কী?
    এগুলো খুঁটিয়ে না দেখে কাউকে শিল্পায়নের নামে দ্রুত ছাড়পত্র দেয়া উচিৎ নয়। ইউপিএ সরকার প্রদূষণ আইনে এমন সংশোধন করতে চাইছে বলে খবর যে যাতে অল্প সময়ে সহজে ছাড়পত্র পাওয়া যায়। এর মানে কি আমরা সবাই জানি।
    আর রাঘব বন্দ্যো: সম্পাদিত ""উন্নয়ন বিতর্ক'' অনুযায়ী বঙ্গ সরকার শিল্পায়নের নামে যে কেমিক্যাল হাব গঠনের পলিসি নিয়েছেন তাতে প্রস্তাবিত কোম্পানীগুলোর ট্র্যাক রেকর্ড ভালো নয়। এদের মধ্যে ডাউ কেমিক্যাল্‌স্‌ এর নামও আছে।
    অতেব, সাধু সাবধান।।
  • Manish | 117.241.228.167 | ১০ জুন ২০১০ ১৭:৩৭456522
  • Ranjan এর জন্য।
    শুনেছি শীত ও মেঘলা আকাশের জন্য ( অর্থাৎ ভারী ওয়েদারের জন্য গ্যাস ওপরে উঠতে না পারার ) মৃত্যুর সংখা অনেক গুন বেড়ে যায়। কথাটাকি ঠিক।

    হলদিয়ার মিৎসুবিসি কারখানা একইরকম ভাবে খতরনক।
  • kallol | 115.184.221.105 | ১০ জুন ২০১০ ২০:০৯456523
  • বিক্ষোভের জায়গা পাল্টেছে - টাউন হলের সামনে - ১২ জুন বিকাল ৩.৩০শে।
  • a x | 143.111.22.23 | ১০ জুন ২০১০ ২২:২৯456524
  • যারা দিল্লীতে আছেন -

    *SATURDAY, JUNE 12 2010 *

    *JANTAR MANTAR, 4 PM ONWARDS *

    *Friends of Bhopal...*

    *Contact :*

    *Kabir Arora 9911879675 | Kaveri Rajaraman 99588789298 | Madhuresh 9818905316 *

    We call upon you all to join for an evening to express yourself on the streets of Jantar Mantar in words, verses, banners, posters, poems, songs or actions... we will perform a die-in action too demanding justice in Bhopal and light candles in memory of those who died and salute to those who continue to struggle and suffer. Let us join hands and stand up for justice in Bhopal ...

  • kallol | 115.242.200.5 | ১১ জুন ২০১০ ০৬:৫২456525
  • গুচর বন্ধুদের আবার জানাচ্ছি - ভুপাল গ্যাস কান্ডের পুণর্বিচার চেয়ে ব্যাঙ্গালোরে বিক্ষোভ - ১২ জুন শনিবার ২০১০, টাউন হলের সামনে, বিকাল ৩.৩০ থেকে। জায়গা বদল হয়েছে, কারন পুলিশ কাবেরী এম্পোরিয়ামের সামনে অনুমতি দেয় নি।
  • quark | 202.141.148.99 | ১১ জুন ২০১০ ১০:০৬456526
  • আগের দিন একটা ইম্পর্ট্যান্ট কথা মিস ক'রে গেছি। সেই সময় ভারত সরকার ছিল কংগ্রেসের আর তার প্রধানমন্ত্রী পয়াত রাজীব গান্ধী। তাই নতুন ক'রে কতটা কিই হবে, সন্দেহ থেকে যায়।
  • santanu | 82.112.6.2 | ১১ জুন ২০১০ ১০:৩২456527
  • একটা কথা জানার ছিল, এই ঘটনায়, আজ অব্দি, সব মিলিয়ে মোট কতো টাকা ক্ষতিপুরন বাইরের এই কোম্পানিরা দিয়েছে?
  • santanu | 82.112.6.2 | ১১ জুন ২০১০ ১০:৩৩456528
  • একটা কথা জানার ছিল, এই ঘটনায়, আজ অব্দি, সব মিলিয়ে মোট কতো টাকা ক্ষতিপুরন বাইরের এই কোম্পানিরা দিয়েছে?
  • santanu | 82.112.6.2 | ১১ জুন ২০১০ ১০:৩৫456529
  • সরি, দুবার ক্যানো পোস্ট হলো কে জানে!!
  • kallol | 124.124.93.202 | ১১ জুন ২০১০ ১১:১২456530
  • মনমোহন সিং কে ফ্যাক্স করুন
    http://action.bhopal.net/fax.php
  • Arijit | 61.95.144.122 | ১১ জুন ২০১০ ১১:২০456531
  • পাঠালাম এবং ব্লগে তুলে দিলাম - কিছুটা যদি ছড়ায়।
  • ranjan roy | 122.168.170.215 | ১১ জুন ২০১০ ১১:২৮456533
  • মনীশ,
    এগ্‌জ্যাক্টলি! আমি বিজ্ঞানের ছাত্র নই, কিন্তু তখন ভোপালে আমাদের পরিচিত ড: মুখার্জি তাই বলেছিলেন। এও বলেছিলেন যে মাঝখানে ভোপাল লেক থাকায় BHEL এরিয়ার সেক্টরগুলো বা অরেরা কলোনির নিবাসীরা বেঁচে গেছে। নইলে---।
    এর পরে ঠিক হল যে ঐ ট্যাংকে জমে থাকা বাকি অ্যাসিড ও রিলিজ করে ডেস্ট্রয় করা হবে, সাবধানে, ভয়ের কিছু নেই।
    কিন্তু তখন সরকারের ওপর জনতর বিশ্বাস মাইনাস লেভেল পৌঁছে গেছে। ফলে লোকে ঘটি-বাটি-বালতি নিয়ে পালাতে লাগলো। মোষের গাড়িতে, বাসের মাথায়, ট্রেনের পাদানিতে।
    আমাকে বলা হল বৌ-বাচ্চা নিয়ে ৩৬ গড়ে ফিরে যাও। আমি বল্লাম- যা হবার এক সঙ্গেই হবে।
    তখন ড: মুখার্জি বল্লেন-- তোমরা ফিরে যাও। এনারা গাড়ির ডিকিতে দুটো সুটকেস রেখে দিয়েছেন। তেমন কিছু মনে হলে সোজা গাড়ি চালিয়ে হোসঙ্গাবাদ, ৪৫ কিমি, সাতদিন আমার কলেজের স্টাফ কোয়ার্টারে, ভয়ের কিছু নেই। অতি কষ্টে ফার্স্টক্লাসের টিকিট পেলাম, শেষদিনে, পরের দিন গ্যাস রিলিজ হবে । কিন্তু ট্রেন ছাড়ার মুহুর্তে শ' খানেক লোক সপরিবারে গাদাগাদি করে ওই দুটো কোচে বিনা টিকিটে উঠে বল্লো-- দয়াকরে আমাদের হোসঙ্গাবাদ অব্দি যেতে দিন, তারপর আমরা নেমে যাব। আপনাদের অসুবিধা হবে, কিন্তু আমাদের কোন উপায় নেই।
    কন্ডাক্টর আমাদের দিকে তাকাল। আমি বল্লাম--আতুরে নিয়মো নাস্তি।
    অন্যেরা সমর্থন করলো। ওরা বাথরুমের ফাঁকে-ফোকরে , প্যাসেজে দাঁড়িয়ে-বসে হোসঙ্গাবাদ অব্দি এক ঘন্টার যাত্রা শেষ করল। ওদের চেহারায় আঁকা আতংক ও অসহায়তার ছবি চিরকাল মনে থাকবে।
  • quark | 202.141.148.99 | ১১ জুন ২০১০ ১১:২৯456534
  • আম্মো পাঠ্যে দিইচি।
  • kallol | 124.124.93.202 | ১১ জুন ২০১০ ১১:৩২456535
  • UCC offered US$ 350 million, the insurance sum.[4] The Government of India claimed US$ 3.3 billion from UCC.In 1999, a settlement was reached under which UCC agreed to pay US$470 million (the insurance sum, plus interest) in a full and final settlement of its civil and criminal liability.
    এরকম কথা হয়েছিলো। কিন্তু আজ অবধি কিছুই পাওয়া যায় নি।
    এখন কোর্ট জরিমানা করেছে :
    ১০০১৭৫০ টাকা x ৭ = ৭০১২২৫ + ইউসি-র ৫০০১৭৫০ টাকা = ১২০১৪০০০ টাকা।
    মৃত ২৫০০০, ক্ষতিগ্রস্ত মানুষ অন্তত: ৫০০০০।
    অর্থাৎ ১২০১৪০০০ টাকা / ৭৫০০০ মানুষ = মানুষ প্রতি ১৬০.১৯ টাকা।
  • Arijit | 61.95.144.122 | ১১ জুন ২০১০ ১১:৩৪456536
  • সুপ্রীম কোর্ট কেন সরকারকে এই সেট্‌লমেন্টটা মেনে নিতে নির্দেশ দিয়েছিলো সেটাও আশ্চর্যের।
  • santanu | 82.112.6.2 | ১১ জুন ২০১০ ১২:৫২456537
  • কল্লোলবাবু, কিছু একটা ভুল হয়েছে মনে হয়,

    USD 470 Million from UCC মানে প্রায় ২১০০ কোটি টাকা, ৭৫ হাজার ক্ষতিগ্রস্থ মানুষ প্রতি প্রায় ৩ লাখ টাকা।

    আর সেই Full and final settlement USD 470 Million ১১ বছরেও এসে পৌছল না!! সেই টাকাটাই এসে পৌছলে তো অনেক কিছু হয়।
  • kallol | 124.124.93.202 | ১১ জুন ২০১০ ১৪:০০456538
  • শান্তনুবাবু - আজ যদি আমি বলি যে আপনাকে আমি ৫০ কোটি টাকা দেবো। আপনি কি এই কথার ওপর ৫০ কোটি আপনার এবছরের আয়ের সাথে যোগ করে আইটি রিটার্ন ভরবেন?
    যে টাকাটা পাওয়াই যায় নি, সেটা হিসাবে ধরে কি হবে?
    আজ কোর্টের নির্দেশ অনুযায়ী জরিমানা হয়েছে ১২০১৪০০০ টাকা। এটা ক্ষতিপূরণ নয়। এটা ২৫০০০ মানুষকে হত্যা আর ৫০০০০ মানুষকে বিকলাঙ্গ করে দেবার শাস্তি। সাথে দুই বছরের জেল - যার জামিন মঞ্জুর হয়ে গেছে। অর্থাৎ জেল হচ্ছে না। তাহলে এই রাষ্ট্র মনে করে মানুষের জীবন ও কর্মক্ষমতার দাম ১৬০.১৯ টাকা।
    আমার এটাই হিসেব ছিলো।
  • santanu | 82.112.6.2 | ১১ জুন ২০১০ ১৪:৫৩456539
  • সরি কল্লোলবাবু, আমি আগে ঠিক বাংলাটা বোঝাতে পারিনি। আমি জানতে চেয়েছিলাম "বাইরের কোম্পানি কতো ক্ষতিপুরন দিয়েছে",

    দেশের কোর্ট কতো করে ফাইন করেছে, সেটা নয়।
  • SB | 114.31.249.109 | ১১ জুন ২০১০ ১৫:৫৮456540
  • নিজে পাঠালাম, আরো অনেককেই জানালাম, তারাও করবে।
  • SB | 114.31.249.109 | ১১ জুন ২০১০ ১৬:০৭456541
  • গ্রীনপিস থেকে:

    Dear Saibal,

    Even with the injustices of Bhopal right in front of their eyes, the government seems to be merely considering cosmetic changes to the nuclear liability bill, that mean nothing.

    The proposed bill appeases foreign corporations by allowing them to get away by paying a meagre compensatory amount in case of a nuclear accident in the country. The Bhopal judgment highlights the manner in which an American corporation has been so easily let off after causing the deaths of over 25,000 people and affecting thousands more.

    We cannot let another Bhopal happen! Over 1.8 lakh people have already signed the petition asking Prime Minister Manmohan Singh to stop the bill in its current form. More signatures will add strength to the opposition to this bill.

    Watch this video and then sign the petition to help add more pressure on the PM..

    http://www.greenpeace.org/india/stop-another-bhopal

    The petition says: "India must hold a public consultation before changing the liability rules for any nuclear accidents caused by U.S. corporations."

    The main accused for the Bhopal tragedy have not been punished. While the punishment for the others is paltry.

    A nuclear disaster could be worse than what happened in Bhopal 25 years ago. Yet our leaders have set a compensatory amount lower than what was set for Bhopal.

    If more and more of us sign this petition the government will know what the people of this country want and prevent another Bhopal in the making.

    http://www.greenpeace.org/india/stop-another-bhopal

    Thanks a billion!

    Karuna Raina
    Nuclear Campaigner
    Greenpeace India

    P.S. Want to support our campaigns? We don't take money from any corporation, government or political party! We never have, and we never will. Do help Greenpeace remain fiercely and proudly independent.


    পিটিশন আর ভিডিও এখানে: http://www.greenpeace.org/india/stop-another-bhopal
  • a x | 143.111.22.23 | ১১ জুন ২০১০ ২০:৪০456542
  • ওয়ান-ক্লিক ফ্যাক্স - মনমোহনকে:

    http://action.bhopal.net/fax.php
  • aka | 168.26.215.13 | ১১ জুন ২০১০ ২০:৪৪456544
  • একটা প্রশ্ন আছে, আবার বিচার হলে কি রায় অন্য হবে? সেই একই ধারা, সবই তো একই থাকবে, নাকি? আর সুপ্রীম কোর্টের রায় কি প্রধানমন্ত্রী বদলে দিতে পারে?

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক মতামত দিন