এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ভোপাল গ্যাসকান্ডের বিচার - হচ্ছেটা কি?

    kallol
    অন্যান্য | ০৮ জুন ২০১০ | ৬২৫৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aka | 24.42.203.194 | ২০ জুন ২০১০ ০৬:৪৫456578
  • ঠিক এরকমই একটা লেখা খুঁজছিলাম। থ্যাংকু। পড়ে দেখি।
  • kallol | 115.242.223.103 | ২০ জুন ২০১০ ০৮:১১456579
  • রঞ্জন - TOIএর লিং টা দাও। খুব দরকর।
  • kallol | 115.242.211.54 | ২০ জুন ২০১০ ১৩:৩৬456581
  • ও-র মুখে বিরিয়ানী-রেজালা।
  • | 220.253.178.104 | ২০ জুন ২০১০ ১৭:৩২456582
  • GOM মানে মন্ত্রীগোষ্ঠী?
    যত্ত সব বুড়ো হাবড়া দের দল, উদাহরণ শরদ পাওয়ার! এরা করবে সঠিক বিচার!
    ICC র বা BCCI এর প্রেসিডেন্ট আবার কৃষিমন্ত্রী, ইনি কি আইনস্টাইন নাকি?
    ঘেন্না ধরে গেল!
  • Amal | 220.253.178.104 | ২০ জুন ২০১০ ১৭:৩৫456583
  • ছ কোটি টাকা নাকি small sum? তো, এর কি এমন কৃতিত্ব যে ছ কোটি টাকা রোজগার করেছেন অঙ্গুলি হেলনে?
  • ranjan roy | 122.168.205.199 | ২০ জুন ২০১০ ১৯:৪১456584
  • ভোপাল গ্যাস কান্ড: কিছু তথ্য
    ---------------------------
    আমেরিকা ও ভারত-- নাগরিকদের কি চোখে দেখে
    -------------------
    মেক্সিকো উপসাগরে তেল বয়ে দূষণ! মারা গেলেন ১১ জন আমেরিকান নাগরিক। দোষী ব্রিটিশ পেট্রোলিয়ম।
    ভোপাল গ্যাস কান্ডে মারা গেলেন ১৫ হাজার ভারতীয়।

    আমেরিকা সরকার কি করল? লুইসিয়ানা সমেত আশপাশের গোটা চারেক রাজ্যের ব্যবসায়িক ক্ষতির সম্ভাবনায় বৃটিশ পেট্রোলিয়াম কোম্পানীর ঘাড়ে আরো বড় ক্ষতি চাপালো। চাইলো ৩৪ বিলিয়ন ডলার । তেল কোম্পানী না মানায় ওদের চেয়র্ম্যান কার্ল টেনরিক স্বানবর্গ আর সি ই ওটোনী হেওয়ার্ডকে সোজা হোয়াইট হাউসে ডেকে এনে ৫০ জন অফিসারের সামনে এক এক পাইয়ের হিসেব কষিয়ে প্রাইমারি লেভেলে ২০ বিলিয়ন ডালর এর ক্ষতিপূরণ নির্ধারণ করল। এর ৩বিলিয়ন তো এই ত্রৈমাসিকের মধ্যেই দিতে হবে। এর বিতরণের জিম্মেদারীও ওই বৈঠকেই এক ফান্ড এর ঘাড়ে চাপাল। এর মনিটরিং কড়া ধাতের ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভোকেট কেনেথ ফিনবর্গ করবেন। ইনি ৯/১১ হামলার ক্ষতিপূরণ খুব ভালভাবে মনিটর করেছিলেন।
    কিন্তু ওবামা ২০ বিলিয়ন ডালরকেও অন্তিম রাশি মানেন নি। তদন্ত চলতে চলতে যেমন যেমন তথ্য বেরুবে, রাশিও বেড়ে যাবে, আর ক্রিমিনাল লায়াবিলিটির মামলাও চলতে থাকনে।

    আমরা কি করলাম?
    চেয়ারম্যান অ্যান্ডারসন ভারতে এলে বিদেশ সচিব রসগোত্র সবচেয়ে আগে ওকে নিরাপদে ফেরৎ যাওয়ার গ্যারান্টি দিলেন।
    মধ্যপ্রদেশের তৎকালীন মুখ্যমন্ত্রী অর্জুন সিং লোকদেখানো গ্রেফতার করে ওকে ইউনিয়ন কার্বাইডের রেস্ট হাউসেই রাখলেন। আমেরিকান দূতাবাস আমাদের পররাষ্ট্র বিভাগের আমলার কাছে ওকে ছেড়ে দেয়ার অনুরোধ করলেন। সেটাকে ভারত সরকার আমেরিকান চাপ মনে করলেন। বিদেশমন্ত্রী নরসিং রাও সেক্রেটারি রসগোত্রের দেয়া ওয়াদা নিভাতে বদ্ধপরিকর যে! ধারা হাল্কা করে দেয়া হল। সরকারী অফিসাররা ওনাকে প্লেনে তোলার সময় সী-অফ করতে গেলেন।
    প্রধানমন্ত্রী রাজীব গান্ধী সব শুনলেন। হাঁ-না কিছু না বলে চুপ করে রইলেন।
    এবর ক্ষতিপূরণের ব্যাপারটা দেখুন।
    ওবামা প্রারম্ভিক ক্ষতিপূরণের পর আরও চাইছেন। ভারত সরকার প্রথমে চাইল ৩ দশমিক ৩ বিলিয়ন ডলার। তারপর ৫ বছরের মধ্যেই আধা বিলিয়ন ডলারের( ৪৭০ মিলিয়ন ডলার) কমে আদালতের বাইরে সমঝোতা করে নিল। ওদের ক্রিমিনাল লায়বালিটি থেকে মুক্তিও দিল। কেন? কোন জনাব নেই।
    বাকি তো আন্দোলনের চাপে সুপ্রীম কোর্ট আবার শুরু করলো। কিন্তু সুপ্রীম কোর্টের চিফ জাস্টিস আহমদী রায় দিলেন যে কোম্পানী জানতো না যে দোষ্‌যুক্ত সেফটি সিস্টেম থেকে মিক গ্যাস তৈরি হয়ে হাজার লোকের জান যেতে পারে। তারপর উনি ওই কার্বাইড পরিচালিত হাসপাতালের চেয়ারম্যান হয়ে গেলেন। ইদানীং উনি বড় গলা করে স্টেটমেন্ট দিয়েছেন যে চাকরের দোষে মালিকের শাস্তি হয় কি? রায় যদি ভুল ছিল তো কেন রিভিশন পিটিশন হয় নি?
    হায় অন্ধ! আইনের প্রথম ক্লাসের ছাত্রও জানে যে (ল' অফ টর্টস্‌দেখুন) ভিকেরিয়াস লায়বিলিটি বলে কথা আছে। অর্থাৎ, গাড়ির ড্রাইভার অ্যাকসিডেন্ট করলে বা পোষা কুকুর কামড়ালে মালিকের দন্ড হয়।
    মোদ্দা কথা, নিজের দেশের ব্যাপারে আমেরিকা মাত্র ৫৩ দিনে যে ক্ষতিপূরণ আদায় করলো আমরা ২৬ বছরে তার আদ্দেকও করতে পারলাম না।
    আর ৭ ডিসেম্বরের ৬ ঘন্টায় কি কি ম্যাজিক কল, তার চেইন এ কারা কারা বাঁধা ছিলেন তা আলাদা করে লিখছি।
    ( ঋণ স্বীকার: ভাস্কর পত্রিকা, ভোপাল)।
  • ranjan roy | 122.168.205.199 | ২০ জুন ২০১০ ১৯:৫২456585
  • সেই ছয় ঘন্টা: ৭/১২/১৯৮৪
    ------------------------------
    ১) ওয়ারেন অ্যান্ডারসন, চেয়ারম্যান; কেশুব মহিন্দ্রা, নান-এক্সিকিউটিভ ডায়রেকটর; বিজয় গোখলে, ম্যানেজিং ডায়রেকটর।
    ভোপাল যখন লাশ বিপণী হয়ে গেছে তখন এঁরা একসঙ্গে ভোপালে এলেন অপরাধী নয়, সম্মানিত অতিথি হয়ে। সেইসময় আমেরিকান দূতাবাসের ভারপ্রাপ্ত রাজদূত গর্ডন স্ট্রীভ জানাচ্ছেন যে অ্যান্ডারসন নাকি দুর্গতদের আর্থিক সহায়তা ও অনুসন্ধানে মদদ করতে এসেছিলেন। আসলে দেশি আমলাদের ওপর প্রভাব বিস্তার করে ধামাচাপা দেয়াই উদ্দেশ্য ছিল। সেটা করে মাত্র ৬ ঘন্টার মধ্যে উনি ভোপাল ছাড়েন। রসগোত্র জানাচ্ছেন যে দিল্লিথেকে দেশে ফেরার আগে উনি সাউথ ব্লকে ( যেখানে প্রধান মন্ত্রী ও বিদেশমন্ত্রী বসেন) ২০ মিনিট সময় কাটান। তার আগে উনি তখন মীডিয়াকে বলেছিলেন-- No arrest, no bail, am free to go home.
  • ranjan roy | 122.168.205.199 | ২০ জুন ২০১০ ২০:০৯456586
  • ২)জেমস বেকার, আমেরিকার বাণিজ্যদূত। মুম্বাইয়ে আমেরিকা সরকারের প্রতিনিধি।দিল্লিতে দূতাবাসের সঙ্গে যুক্ত। ৭ তারিখ ইউপিআই থেকে ডেনবারে কার্বাইডের হেডকোয়ার্টারে খবর গেল যে এরা তিনজন গ্রেফতার হয়েছেন। অ্যান্ডারসন কে ছাড়াতে ইনিই ভোপালে সরকারী আমলাদের সঙ্গে আমেরিকান সরকারের প্রতিনিধি হিসেবে কথাবার্তা চালান।
    ৩) গর্ডন স্ট্রীভ, চার্জ ডি অ্যাফেয়ার্স।
    রসগোত্র ও বিদেশমন্ত্রী নরসিং রাওয়ের সঙ্গে যুক্ত হয়ে আমেরিকার বিদেশ বিভাগের স্বার্থ দেখছিলেন। ভোপাল থেকে জেমস বেকারের খবর পেয়ে রসগোত্রদের সংগে ফলো আপ করেন।
    ৪)এম কে রসগোত্র, বিদেশ সচিব। রাজীব গান্ধী তখন বিদেশ মন্ত্রক দেখছিলেন, আর নরসিং রাও গৃহমন্ত্রী। ইনি আমেরিকান দূতাবাস, প্রধান মন্ত্রী ও গৃহমন্ত্রীর মধ্যে সতত সম্পর্কে ছিলেন। গর্ডন স্ট্রীভের অনুরোধ এঁর কাছে আমেরিকান প্রেসার মনে হয়েছিল। আসল নাটের গুরু ইনিই। আজকে ইনি সী এন এন/আইবিএন কে বলছেন যে উনি রাজীব গান্ধীকে জানান নি। সম্ভবত: রাষ্ট্রপতি রীগান বলে থাকতে পারেন। কিন্তু অ্যান্ডারসন ভারতে আসার আগে নিরাপদে ফেরার গ্যারান্টি ইনিই ভারত সরকারের তরফ থেকে দিয়েছিলেন--- যা প্রধানমন্ত্রী/ বিদেশমন্ত্রীর স্পষ্ট নির্দেশ বিনা দেয়া সম্ভব নয়। হ্যাঁ, অ্যান্ডারসন দিল্লি ছাড়ার আগে এনার কাছে বড় ক্ষতিপূরণ দেয়ার কথা দিয়ে গিয়েছিলেন।
  • ranjan roy | 122.168.205.199 | ২০ জুন ২০১০ ২০:২৫456467
  • ৫) নরসিং রাও, গৃহমন্ত্রী; ইনি রসগোত্রের থেকে সব জেনেছেন। ডিজিপি বি কে মুখার্জি আজও বলছেন যে গেস্ট হাউসের জায়গায় কোন পুলিস স্টেশনে রাখলেও জনতা অ্যান্ডার্সনের ওপর হামলা করতো। ইনি তো তড়িঘড়ি কোন নির্ণয় নিতেন না। পরে বাবরি মসজিদের সময়েও না। খালি আমেরিকার ব্যাপারে সব অন্যরকম হয়ে যায়!
    ৬)অর্জুন সিং, মুখ্যমন্ত্রী;
    এই রাজনীতির চাণক্যটি এক ঢিলে তিন পাখি মারলেন। প্রথমে গ্রেফতার করে জনতার মন জিতলেন, কয়মাস পরে নির্বাচন যে! অ্যান্ডারসনকে পাঠিয়ে দিয়ে আমেরিকার মন জিতলেন, যেতে যেতে ও ব্যাটা এঁকে গুড গভনেসের সার্টিফিকেট দিয়ে গেল। কংগ্রেসের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখায় প্রধানমন্ত্রীও খুশি। কুলোকে তখনই বলেছিল যে আগে থেকেই কার্বাইডের মোটা ডোনেশন ওনার গৃহনগর চুরহাটের হাসপাতালে( ওনার ছেলে চালায়) যেত। সুব্রামনিয়ম স্বামীর কথা মানলে ছাড়ার ব্যাপারে কয়েক কোটি টাকার লেনদেন হয়েছিল।
    ( বয়স্ক বাঙালীদের মনে থাকতে পারে বছর বিশেক আগে চুরহাট লটারি কান্ডে এক মালদহের ভদ্রলোক প্রথম প্রাইজ জিতেও টাকা না পেয়ে মামলা করেছিলেন, ওর ছেলে অজয় সিং ছিল প্রধান আসামী)।
  • ranjan roy | 122.168.205.199 | ২০ জুন ২০১০ ২২:২৮456468
  • ৭) রাজীব গান্ধী, প্রধান তথা বিদেশমন্ত্রী;
    শুনেছেন সব, কাউকে কিছু বলেন নি, মানা করেন নি, নির্দেশ দেন নি। অ্যান্ডারসনের সুরক্ষার জন্যে ভোপাল থেকে দিল্লি এনে রাখা যেত, তা নয়-সোজা আমেরিকা পাঠিয়ে দেয়া হল। কারণটি রসগোত্র নিজেই বলেছেন--- আমেরিকান পুঁজি বিনিয়োগ এবং আমেরিকার সঙ্গে সুসম্পর্ক ।
    ৮)সী আর কৃষ্ণাস্বামী রাও, কেবিনেট সচিব। কেন্দ্র সরকারের শীর্ষস্থ আমলা। রাজীব গান্ধীর সঙ্গে যুক্ত। ইনিই ভারত সরকারের ইচ্ছে মধ্যপ্রদেশ সরকারের মুখ্যসচিবকে জানিয়েছিলেন।
    ৯)ব্রহ্মস্বরূপ, মুখ্যসচিব; ম প্র সরকার। ভোপালের সর্বোচ্চ আমলা। কেন্দ্র সরকারের নির্দেশ যাতে ভোপালের কলেকটর-এস পি অক্ষরে অক্ষরে পালন করে সেটা দেখলেন।
    ১০)মোতীসিং, কলেক্টর ও স্বরাজ পুরী, এস পি। এরা মুখ্যসচিব ব্রহ্মস্বরূপের আদেশ পালনকেই বিধিসম্মত ভাবে ডিউটি করা মেনে অ্যান্ডারসনকে সম্মানের সঙ্গে প্লেনে তুলে দেন। যদিও এদের আসল দায়িত্ব ছিল ওনাকে থানায় এবং আদালতে পেশ করা। এরা ঠিকমত রিটায়র হন। বিজেপি সরকার স্বরাজ পুরীকে দু'বছর আগে নর্মদা ঘাটি বাঁধ উদ্বাস্তুদের সমস্যা নিরাকরণের কমিটির অধ্যক্ষ বানিয়েছিলেন। এখন বের করে দিয়েছেন।
    ১১)সুরেন্দ্র সিং, থানেদার; হনুমানগঞ্জ থানা, ভোপাল। এ'ব্যাপারে সবচেয়ে ছোট আমলা। এত বড় হাই প্রোফাইল মামলায় ওর সাধ্য কি যে এস পি সাহাবের আদেশের অবহেলা করে!
  • ranjan roy | 122.168.205.199 | ২০ জুন ২০১০ ২২:৫৫456469
  • ১২) হোয়াইট হাউস।
    তখন রোনাল্ড রীগান প্রেসিডেন্ট। ভারতের পালা ঝুঁকে ছিল সোভিয়েতের দিকে। তেমন কোন চাপ দিয়েছিল মনে হয় না। ছাড়া পাওয়ার পর ল্যারি স্পীকস্‌, প্রবক্তা, হোয়াইট হাউসের বয়ান পিটস্‌বার্গ পোস্ট গেজেটের হেডলাইন ছিল। ওনার হিসেবে আমেরিকা ভারত সরকারের সঙ্গে কথা বলেছিল বটে, কিন্তু তার জন্যে ছাড়া পেয়েছে এমন মনে হয় না।
    অর্থাৎ আমেরিকার সামান্য নিবেদনকে আমাদের সরকার আদেশ মনে করে অনুপালন করেছিল।
    ১৩) যাদের জন্যে সিবিআইয়ের কেস দুর্বল হল:
    ক) অশ্বিনী কুমার এবং প্রাক্তন জয়েন্ট ডায়রেক্টর মাধবনের মতে চার্জশীট দেয়ার সময় অভিযুক্তদের বিরুদ্ধে পাক্কা প্রমাণ যাতে দেয়া হয় তা' খেয়াল রাখা হয়েছিল। কোর্টের বর্তমান ফয়সালা থেকেও এটা স্পষ্ট যে কার্বাইড ফ্যাক্টরির ত্রুটিপূর্ণ ডিজাইন ও গ্যাস লীক হওয়ার সম্ভাবনা আছে এই খবর ম্যানেজমেন্টের কাছে অনেক আগে থেকেই ছিল। কেস রি-ওপেন হলে অভিযুক্তদের শাস্তি বাড়াতে প্রসিকিউশনের বড় দায়িত্ব আছে।
    খ) সোলী সরাবজী, প্রাক্তন এটর্নী জেনারেল; আগে ভারত স্রকারকে বল্লেন--- অ্যান্ডার্সনকে ফেরত আনানো যেতে পারে, আবেদন করা হোক। পরে বল্লেন- উনি আমেরিকান নাগরিক। কোন আমেরিকান ল' ফার্মের পরামর্শ নেয়া হোক। তারপরে বল্লেন-- না:, সিবিআইয়ের যা সাক্ষীসাবুদ তা আমেরিকান কোর্টে ধোপে টিঁকবে না। কাজেই সরকারের আইডিয়াটিড্রপ করা উচিৎ।
    গ)জাস্টিস এ এম আহমদী, সর্বোচ্চ আদালতের প্রাক্তন ন্যায়াধীশ। সমস্ত প্রমাণকে চোখবুঁজে খারিজ করে ১৯৯৬তে রায় দিলেন যে কার্বাইড জানতনা গ্যাস লিক হয়ে এমনটি হবে। ফলে ধারা ৩০৪, পার্ট ২ ( culpabale homiside, not amounting to murder) থেকে সরিয়ে ৩০৪এ( death caused by negligence/accident) লাগানো হল। অর্থাৎ, ২০১০ এ অভিযুক্তদের মাত্র দু'আড়াই বছরের জেল
    হওয়ার স্ক্রিপ্ট সেই ১৯৯৬তেই লেখা হয়ে গেছিল। এই রায় দেবার পরে পরেই ওনাকে কার্বাইড কোম্পানী ২৫০ কোটি টাকার ভোপাল মেমোরিয়াল হসপিটাল ট্রাস্টের প্রধান ট্রাস্টি করা হল। সে'পদেও ওনার অনেক ফয়সালা বিবাদাস্পদ হয়েছে।

    আমি খালি গণনাট্য সংঘের প্রয়াত বিনয় রায়ের বিখ্যাত গানটা গাইছি-- "" কেকরা কেকরা নাম বাতাউঁ, জগমেঁ সারা লুটেরা হো।''
    ( শেষ)
  • 0 | 93.19.1.19 | ২২ জুন ২০১০ ০৮:২৭456470
  • একটা ব্যাপার বুঝতে পারছিনা যে এই কেস-এ শুরুতে কিভাবে s.304 pt.II লাগানো হয়েছিল? আর এখনই বা ফের এটার কথা উঠছে কেন?
    এই s.304 কোনো offence-defining section নয় ( ), এটা শুধু punishment-quantifying section.. আর এখানে শুধু সেই সব অফেন্সের জন্যে শাস্তির কথা আছে যেগুলো s.300এর মধ্যে দেওয়া 5 exceptional conditionsএর মধ্যে পড়ে।
    সেখানেই ( ) ডিটেলে অনেক explanation আর illustration দিয়ে বুঝিয়ে বলা আছে (যা s.304এ বলে দেওয়া নেই) যে কখন কিভাবে 'culpable homicide' হলেও সেটা 'amounting to murder' হবে না, যেমন..1) under grave & sudden provocation, 2) for private defence of person or property, 3) for due discharge of duty as public servant, 4) in a sudden fight, in the heat of passion, 5) causing any self-risking act of other adult person.. এগুলো বাদে আর সব 'culpable homicide' মানেই হলো 'amounting to murder'.. এ কথা s.300'এর একেবারে শুরুতেই স্পষ্ট বলা আছে যে "Except in the cases hereinafter excepted, culpable homicide is murder'', আর s.299 বলে দিয়েছে 'culpable homicide' বলতে কি বোঝায়।
    সেখানেই ( ) বলা আছে intention, আর knowledge about likelihood এই দুটো শর্তের যেকোন একটা পূরণ হলে 'culpable homicide' হবে।
    এর ওপর s.300 বলে দিয়েছে যে এই likelihood একেবারে পুরো ১০০% ("in all probability") হতে হবে। একটা illustrationও দেওয়া আছে - ভিড়ের মধ্যে কামান দাগা! এছাড়া Kuldeep Singh vs. State of HP (2008) কেস-এ আরেকটা বলা আছে - ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে দেওয়া!

    এটা নিশ্চিত ভাবে প্রমাণ করতে হবে (যেহেতু ক্রিমিনাল অফেন্স তাই শুধু 'preponderance of evidences' চলবে না) যে, সেদিন ৬১০ নম্বর ট্যাংকে গ্যাস রাখলে যে লিক হবেই তা জানা ছিল। তা যদি প্রমাণ না করা যায়, তাহলে এটা অন্তত দেখাতেই হবে যে, ঠিক সেদিন না হলেও তার অল্প আগে-পরে/কাছাকাছি যেকোন এক দিন যে এটা অবশ্যই হতো তারও ১০০% চান্স ছিল আর তা জানাও ছিল। এ'সব প্রমাণ না করতে পারলে ফের সেই s.304A চলে আসবে.. criminal negligence.. এই অবস্থায় ভোপাল হাইকোর্টের বার-অ্যাসোসিয়েশন যে দাবীটা তুলেছে সেটা বেশ ভালো, s.304Aএ দেওয়া শাস্তির লিমিট দুই থেকে বাড়িয়ে দশ বছর করা হোক, আর এর সাথে কল্লোলদা যেটা বলেছিল সেই রোজ হাসপাতালে গিয়ে কম্পালসরি নার্সিং-সার্ভিসের ব্যবস্থাও থাকুক, জরিমানার লিমিটও ১০০ গুণ বাড়ানো হোক।
  • kallol | 124.124.93.205 | ২২ জুন ২০১০ ০৯:২২456471
  • ও - ও:। এটা সাংঘাতিক। আমি জানতাম না - অনিচ্ছাকৃত হত্যা কখন হত্যা হবে। আমার শাস্তিটায় আস্থা রাখার জন্য, কৃতজ্ঞ থাকলাম।
  • Samik | 122.162.75.80 | ২২ জুন ২০১০ ০৯:৪২456472
  • প্রসঙ্গত, ঘটনার ঠিক একমাস আগে দেহরক্ষীর গুলিতে নিহত হয়েছেন রাজীব গান্ধির মা, পরবর্তী তিন-চারদিন ধরে কচুকাটা করা হয়েছে দিল্লির শিখদের, দিল্লির সেই সময়কার রাজনৈতিক বাতাবরণও যথেষ্ট টালটামাল। রাজীব গান্ধিকে জাস্ট বসিয়ে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর কুর্শিতে, তার নিজের সম্ভবত হ্যাঁ-না বলবার মত কোনও পরিপক্কতা বা মানসিকতা ছিল না সেই সময়ে।
  • santanu | 82.112.6.2 | ২২ জুন ২০১০ ০৯:৪৩456473
  • রাষ্ট্র ভোপালের মৃত মানুষের জীবনের দাম ১৬০ টাকা থেকে বাড়িয়ে ১০ লাখ করে দিচ্ছে। (তবে ঐ Gyaneswari Express এ কে বা কাহারা যে ১৫০ লোক মেরে ফেলল, সেই ১৫০ জীবনের দাম এখনো ৩ লাখ করেই আছে)

    আগের দু ক্ষেপে ১৫০০ কোটি করে মোট ৩০০০ কোটি দেওয়া হয়েছে ৫ লাখ লোককে UCC র দেওয়া ক্ষতিপুরন ও তার ওপরের সুদ থেকে, দেখা যাক, রাষ্ট্র এবারের ১৫০০ কোটিটা আদায় করতে পারে কি না।

    Anderson আর বাকি ৭ টাকে বাকি জীবনের জন্য জেলে রেখে দিলেই হয়, তবে ঐ ১৫০০ কোটিটা আদায় করতে পারলে আরো ভালো হয় আর সবচেয়ে ভালো হয়, রাজনীতিক আর সরকারী কর্মচারীদের ছোবল থেকে বাঁচিয়ে, ঐ ১৫০০ কোটির মধ্যে অন্তত ৫০০ কোটি যদি ঠিক লোকেদের হাতে পৌছে দেওয়া যায়।
  • kallol | 124.124.93.205 | ২২ জুন ২০১০ ০৯:৫৭456474
  • আমার কাছে খুব পরিষ্কার নয়। আদালতের বাইরে সমঝোতার যে টাকার কথা বলা হচ্ছে, সেটা কি পাওয়া গেছে? পাওয়া গেলে তার কি হলো? কোথায় গেলো সেই টাকা?
    এখন যে দেড়হাজার কোটি টাকার প্রকল্পের কথা বলা হচ্ছে - সেটা কার টাকা? UCCর না সরকারের বা আমাদের ট্যাক্সের টাকা?

  • quark | 202.141.148.99 | ২২ জুন ২০১০ ১২:১৩456475
  • ক'দিন আগে (Date:19 Jun 2010 -- 05:25 PM) আমিও এই প্রশ্ন করেছিলাম, উত্তর পাই নাই।
  • kasturi | 67.80.19.0 | ২৩ জুন ২০১০ ০৬:৪৩456479
  • This is the official statement of the Bhopalis to the recommendations allegedly contained in the Group of Ministers' report. The GoM's report is not in the public domain yet, and whatever is being commented on is based on what is reported in media, and by inside sources. Please circulate widely.

    June 22, 2010

    Press Statement

    Calling the Group of Minister's offer of compensation a smokescreen, all seven organizations for survivors' rights have strongly condemned the recommendations of the Group of Ministers on Bhopal. The Group of Ministers pretends to offer relief and rehabilitation but the details reveal that issues of compensation, rehabilitation and corporate liability are totally ignored. The organizations said that the recommendations demonstrate more concern for the welfare of American corporations than for Bhopal survivors.

    The organizations said that the compensation recommended by the Group of Ministers will go to less than 10% of people known to be exposed to Union Carbide’s toxic gases. “The GoM has based its decision on the notoriously flawed system of damage assessment that was designed to downplay and diminish the death and injury caused by Union Carbide Corporation. It has made no recommendations regarding review of death claims or registration of exposure related death claims after 1997, when such registration was arbitrarily stopped. "The GoM has denied any additional compensation to 521,000 [91%] survivors who received a paltry sum of Rs. 25, 000 for life long injuries,” said Abdul Jabbar, convenor of the Bhopal Gas Peedit Mahila Udyog Sangathan.

    The Group of Ministers has gone back on its June 2008 decision to concede Bhopalis long-standing demand to set up an Empowered Commission on Bhopal to oversee rehabilitation. Instead, it proposes to transfer Rs. 720 crores to the Madhya Pradesh Government for medical, economic, social, and environmental rehabilitation. “More than Rs. 530 crores have already been spent by the M.P. Government in the name of relief and rehabilitation, and there is nothing to show for this. The Rs. 720 crores will go the same way – into the pockets of the Ministers and bureaucrats” said Rachna Dhingra of the Bhopal Group for Information and Action. “The Madhya Pradesh Government’s list of equipment to buy includes fictitious equipment such as 'automatic micro-organism detection instruments' and 'identification & sensitivity of micro organism" that cost more than 35 lakhs," Dhingra added. "The Group of Ministers could just as well put the money straight into these bureaucrats' pockets and save on overhead costs."

    The organizations also expressed dismay that the GoM has failed to recommend action for extraditing the authorized representatives of Union Carbide Corporation, USA and Union Carbide Eastern, Incorporated that is now reincarnated as Union Carbide Asia Pacific and Union Carbide Asia Ltd. “As 100% percent owner of Union Carbide, USA, Dow Chemical is guilty of sheltering a fugitive from justice punishable by 3 years imprisonment under Sec 212 of the Indian Penal Code and the Group of Ministers has made no directions regarding the summons against Dow Chemical issued by the Chief Judicial Magistrate of Bhopal District Court, on January 6, 2005,” said Balkrishna Namdeo, president of the Bhopal Gas Peedit Nirashrit Sangharsh Morcha.
    The Group of Ministers has also failed to recommend any action to make Dow Chemical pay for the clean up of the thousands of tonnes of hazardous waste and extensive damage to human health caused by contamination of ground water. “The Group of Ministers and in particular certain members of it who are known to be Dow Chemical’s agents have made appropriate noises but their money is not where their mouth is," said Safreen Khan of Children Against Dow Carbide. “It has decided to spend Rs. 300 crores of public money towards removal of toxic waste -- something which is the legal responsibility of Dow Chemical." Survivors' organizations pointed out that Dow Chemical, through its lawyer Abhishek M. Singhvi, has refused to accept jurisdiction of the Madhya Pradesh High Court for the last six years. Despite this, the Group of Ministers has not made a single recommendation towards making Dow Chemical answerable to Indian courts, even as the company continues to do business in India. “This clearly displays an intention by the government to let Dow Chemical off the hook and is just as criminal as the act of helping Anderson escape justice. It is in fact a greater crime because Dow Chemical’s ongoing environmental disaster continues to maim and kill people, including the unborn, as we speak today,” said Rashida Bi, president of the Bhopal Gas Peedit Mahila Stationery Karmchari Sangh.

    The organizations said that the recommendations of the Group of Ministers are designed to please the US-India CEO Forum, that is meeting today in Washington, DC. Survivors' organizations point out that the Group of Minister’s recommendation of spending money from the public exchequer to address the lingering issue of toxic contamination follows from one of the founding principles of the US-India CEO Forum that prescribes a “specific focus on resolving legacy issues such as those impacting Dow / Bhopal tragedy of 1984 … to send a strong positive signal to US investors.” (http://planningcommission.nic.in/reports/genrep/USIndia.pdf)

    The organizations said that the GoM’s recommendations demonstrate the failure of the media attention and public awareness to change the UPA government’s priorities of FDI over the survival of ordinary people in this country. They said that hundreds of survivors will be traveling to New Delhi tomorrow to place their concerns before the Cabinet Committee that is expected to issue directives based on the recommendations of the GoM in its meeting on June 25, 2010.

    Safreen Khan
    Children Against Dow-Carbide
    Mob. 9826994797

    Balkrishna Namdeo
    Bhopal Gas Peedit Nirashrit Pension Bhogi Sangharsh Morcha
    Mob. 9826345423

    Abdul Jabbar
    Bhopal Gas Peedit Mahila Udyog Sangathan
    Mob. 9406511720

    Syed M Irfan
    Bhopal Gas Peedit Mahila Purusg Sangharsh Morcha
    Mob. 9329026319

    Rashida Bee, Champa Devi Shukla
    Bhopal Gas Peedit Mahila Stationery Karmchari Sangh
    Mob. 9425688215

    ND Jayaprakash
    Bhopal Gas Peedit Sangharsh Sahayog Samiti
    Mob. 09968014630

    Rachna Dhingra, Satinath Sarangi
    Bhopal Group for Information and Action
    Mob. 9826167369


  • ranjan roy | 122.168.205.199 | ২৪ জুন ২০১০ ০৫:৪৩456480
  • o এর চমৎকার টু দ্য পয়েন্ট পোস্ট এর জন্যে ধন্যবাদ।
    স্মৃতি থেকে বলছি-- সেই সময়ে ভোপাল গিয়ে স্থানীয় পত্র-পত্রিকা পড়ে যতটুকু জেনেছিলাম যে এটা ছিল avoidable disaster.
    কারণ কিছুদিন ধরেই ইউনিয়ন কার্বাইডের ওয়ার্কার্স ইউনিয়ন চিঠি লিখে ম্যানেজমেন্টকে সাবধান করছিল যে ট্যাংক লিক হচ্ছে, যে কোন সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। ম্যনেজমেন্ট কয়েক মাস সময় পেলেও কিছুই করে নি। শেষে এই ঘটনা ঘটল। কাজেই এটা criminal negligence amounting to murder.
    স্পষ্টত:ই মিনিস্টার দের রেকমেন্ডেশন একটা ড্যামেজ ক®¾ট্রাল এফর্ট।
    কল্লোল, এই পয়সাটা আমাদের ট্যাক্সো থেকেই যাবে। ডাও কেমিক্যালস্‌ এর ওপর কোন liability, criminal or civil নির্ধারণ করা হয় নি। ম প্র'র বিজেপি সরকার জানাচ্ছে এই পলিসি তে একটি ওয়ার্ডের কিছু লোক ছাড়া বাকি ২০ ওয়ার্ডের পীড়িত লোকজন কিছু পাবে না। মধ্যপ্রদেশের সরকারের হিসেবে ৯১% কিছু পাবে না।
    আমার মতে সুপ্রীম কোর্টের ভূতপূর্ব মুখ্য ন্যায়াধীশ জাস্টিস বর্মার আইনি রোডম্যাপ যা TOI তে বেরিয়েছে সেটা নিয়ে কাজ করা দরকার। তাতে ভারত সরকার, ম প্র সরকার-- দুটো কেই পার্টি বানানো দরকার। একটু সময় লাগবে। সে তো এমনিতেও লেগেছে। চিলির প্রাক্তন রাষ্ট্রপতি পিনোশে কে যদি এত বছর পরে বুক করা যায় তবে এদের কেন যাবে না। মামলা শেষ হতে সময় লাগতে পারে, কিন্তু কোর্টে ক্রিমিনাল চার্জ ফ্রেম হলে কোর্টের নির্দেশে অন্তর্বতীকালীন কিছু মেজার, কিছু ক্ষতিপূর্তি দিতে সরকারকে বাধ্য করা যেতে পারে।
    তবে অভিষেক মনু সিংঘবীকে কংগ্রেস প্রবক্তার পদ থেকে সরানোর দাবী এখনই রাখা দরকার। ডাও কেমিক্যালস্‌ এর পে-রোল এ থেকে ভারতের সবচেয়ে বড় রাজনৈতিক দলের মুখপাত্র হওয়া!!!!! ওকে আর টিভিতে দেখতে চাইনা। হয়তো কপিল সিব্বল এর মত আগামী ইউ পি এ সরকারে ও মন্ত্রী হবে।
    বড় বড় কথার আড়ালে সরকার যা করছে তা হল biding for time। পাবলিকের এই যে হৈ-চৈ সেটা আস্তে আস্তে ঝিমিয়ে পড়বে। তখন এই রেকমেন্ডেশন গুলো কাগজে -ফাইলে বস্তাবন্দী হয়ে যাবে। চম্পা দেবী শুক্লা-রশিদা আপারা আরো বুড়ো হবেন। তার পর গল্পকথা হয়ে যাবেন--- হ্যাঁ, এরা এক সর্বশক্তিমান মাল্টিন্যাশনালের বিরুদ্ধে দাঁড়িয়ে আন্তর্জাতিক স্তরে আওয়াজ তুলেছিলেন।
  • Sigma | 220.253.181.141 | ২৩ জুলাই ২০১০ ১৫:৩২456481
  • এই অ্যাসবেস্টস নিয়ে কি হচ্ছে? সব দেশেই তো banned শুনি, মারণ অসুখের কারণ বলে। অথচ আমাদের দেশে নাকি বহাল তবিয়তে চলছে। আমারও কেবল সন্দেহ হতো, দেশে যে অ্যাসবেস্টসের ঢালু শীট টিনের বিকল্প হিসেবে ব্যবহার হয় তা কি নিরাপদ। অনেক ফ্যাক্টরির চাল তো ঐ দিয়ে।
    গতকাল বিবিসি তে একটা প্রোগ্রাম শুনে তো চক্ষু চড়কগাছ। গুজরাতের এক ডাক্তার বললেন, বিদেশে ও স্বদেশে অ্যাসবেস্টস সমান মারাত্মক! অথচ জেনে শুনে তার উৎপাদন ব্যবহার চলছেই।
    শুনুন
    http://search.bbc.co.uk/search?go=toolbar&q=one+planet
    ২২ শে জুলাই এর প্রোগ্রাম।
    এ বিষয়ে আমার জ্ঞানগম্যি একদম নেই, অন্যরা আলোকপাত করলে বাধিত হবো।

  • pi | 72.83.80.169 | ২৭ ফেব্রুয়ারি ২০১২ ২৩:২৭456484
  • বোঝো !


  • pi | 72.83.80.169 | ২৭ ফেব্রুয়ারি ২০১২ ২৩:২৯456485
  • একি, পেস্ট হয়না কেন ?

    দু নং পয়েন্টটার কথা বলছিলাম। অ্যাক্টিভিটদের অনলাইন অ্যাক্টিভিটি থেকে শুরু করে সব গতিবিধির উপর গোপনে নজরদারি করেছে !
  • sumeru | 112.110.18.104 | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১১:৩৬456486
  • দুইদিন আগে একটা ফিল্ম হাতে এসেছে। দেখলাম, বেশ। পিএসবিটির। নামটা পরে জানাচ্ছি।
  • sumeru | 27.97.112.230 | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৪:৩৭456487
  • সথ্যু- আ ভোপালি অ্যাকটিভিস্ট, ফিল্ম ডিভিশনের।
  • pi | 128.231.22.249 | ১৪ মার্চ ২০১২ ০৬:১৫456489
  • এখানে আরো বিস্তারিত পেলাম।

    US-based security think-tank Stratfor spied for the Dow Chemicals on the activists of the 1984 Bhopal gas tragedy, WikiLeaks alleged on Monday as the whistleblower website started publishing millions of confidential emails of this prominent private intelligence analyst group.

    The e-mails date between July 2004 and late December 2011, WikiLeaks said.

    "They reveal the inner workings of a company that fronts as an intelligence publisher, but provides confidential intelligence services to large corporations, such as Bhopal's Dow Chemical Co, Lockheed Martin, Northrop Grumman, Raytheon and government agencies, including the US Department of Homeland Security, the US Marines and the US Defence Intelligence Agency," WikiLeaks alleged.

    Stratfor was not immediately available for its reaction on the allegations by WikiLeaks. But the website of this Texas-based organisation said that it is offering all its contents for free.

    "I wanted to warn you that individuals continue to send out false communications that appear to be from Stratfor. These spam emails may contain malware and attachments, and may attempt to lead you to websites that look like our own. They may also attempt to convince you to provide your private information," says Stratfor CEO George Friedman on its website.

    The emails posted by WikiLeaks on its website, revealed that Stratfor not only provided to Dow Chemicals and Union Carbide the analysis of the daily developments on the case related to the Bhopal Gas tragedy in Indian courts, but also the activities including the travel plans and like where they are staying or what they plan to do.

    PTI has not been able to independently verify the authenticity of these emails.

    "[Y]ou have to take control of him. Control means financial, sexual or psychological control... This is intended to start our conversation on your next phase," CEO George Friedman to Stratfor analyst Reva Bhalla on 6 December 2011, on how to exploit an Israeli intelligence informant providing information on the medical condition of the President of Venezuala, Hugo Chavez.

    Bhalla, notably reported and provided intelligence information on India and South Asia related issues.

    WikiLeaks alleged that these files reveal how Stratfor has recruited a global network of informants who are paid via Swiss banks accounts and pre-paid credit cards.

    "Stratfor has a mix of covert and overt informants, which includes government employees, embassy staff and journalists around the world," it alleged.

    Wikileaks alleges that these material shows how a private intelligence agency works, and how they target individuals for their corporate and government clients....

    http://www.dnaindia.com/india/report_stratfor-spied-on-activists-of-bhopal-tragedy-for-dow-chemicals-wikileaks_1655840


  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে প্রতিক্রিয়া দিন