এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • শুক্কুরবারের বাজার - রাম পদ্য সুখদু:খের কথা ইত্যাদি

    pi
    অন্যান্য | ২৫ সেপ্টেম্বর ২০১০ | ৫৮১৪ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | 128.231.22.150 | ১৪ মে ২০১১ ০০:১৩459261
  • এই বাজারে কেউ রাম খেলো না ? তা না খাক। সুখ কিম্বা দু:খ তো হয়েইছে। পদ্য কই ?
  • pi | 128.231.22.150 | ১৪ মে ২০১১ ০০:২৫459262
  • ডিডিদার ও তো হপ্তান্তের চেন্নাইবাস সেলিব্রেট করতে কাব্যে গুচ ভরিয়ে দেবার কথা ছিল !
  • huto | 198.82.21.111 | ১৪ মে ২০১১ ০১:০৮459263
  • কিম কার্দাশিয়ান
    খুব পর্দানশীন
    বড় দৃশ্যসুখে
    ভ রিষ্টি কুটুম

    তিনি মধ্যরাতে
    নেটে দিন দুপহর
    তিনি হট তিনি কুল
    ঝাঁঝে পাগলা সাবাড়

    তিনি পর্দানশীন
    তিনি দখিন খোলা
    তিনি তিনের পাতায়
    হুহু বালুকাবেলা

    তিনি কং তিনি বাম
    তার কোথায় দুকূল
    তার কটির ধটি
    তিনি ভুলেই আকুল

  • Tim | 198.82.21.111 | ১৪ মে ২০১১ ০১:০৯459264
  • ক্লোয়ি কারদাশিয়ান
    ঘরে অ্যালসেশিয়ান
    ন্যাজে পটকার ছাই
    ক্লোয়ি অতি শুচিবাই

    ক্লোয়ি কারদাশিয়ান
    তার সাজ পোষাকে
    পোষা ফোটোগ্রাফের
    বেল খাচ্ছে কাকে

    ক্লোয়ি কার্দাশিয়ান
    তিনে নেত্র, ফোকাস
    খুল বেবের ছবি
    সেই কভার পেজে

    যেথা সোভিয়েত বাম
    চৌতিরিশ বছর
    যত হিজিবিজি খাম
    মরে যাচ্ছে হেজে

    সেথা ক্লোয়ি মারমার
    আর কাটকাট কিম
    কাঁচা যুগের গ্ল্যামার
    বসি আঁকিলেন টিম।
  • r.h | 198.175.62.19 | ১৪ মে ২০১১ ০১:৫০459265
  • 'ভ রিষ্টি কুটুম' নয়,

    ভয়া রিষ্টি কুটুম
  • r.h | 198.175.62.19 | ১৪ মে ২০১১ ০২:০৫459266
  • ন্যাজে পটকার ছাই
    মুড়ো তারকায় তাক
    কিম ক্লোয়ি ললনারা
    সব রসেবশে থাক

    আহা রোদে ঝলমল
    নোনা সাগরে সিনান
    আহা সেন্টারফোল্ড
    কত নিশি আনচান

    পোড়া শুক্রবারে
    গণ তন্ত্র মূলক
    পেগে অকূল পাথার
    যত যন্ত্রগণক

    পরিবর্তিত দিন
    লাল সবুজ স্যাঙাৎ
    কিম ক্লোয়ি দিল আগ
    বিড়ি জিগরা ধূমাৎ

    **************

    কিন্তু টিমের লাস্ট লাইন বাট আগের লাইন, মারহাব্বা মারহাব্বা, কবিঠাকুরের একটি গান মনে করিয়ে দিচ্ছে। সান্দা কি নজরটান দিল।
  • Tim | 198.82.21.111 | ১৪ মে ২০১১ ০২:৩১459267
  • যত যন্ত্রগণক
    আর মন্ত্রণাগার
    পেলো পংক্তিভোজন
    দল নির্বিশেষে

    আজ বিপ্লবীদিন
    কিম ক্লোয়ির সময়
    কিছু মদ্যপানে
    ভরা ভোটের আসর

    এই বিজয়মিছিল
    আজি ধুমকিচোখে
    ক্লোয়ি-কিম, বনিতা
    ঝাঁঝে একলা পাগল

    যদি কুড়োয় নুড়ি
    দাদু সঙ্গীতও জল
    যদি গুগল করো
    ইমেজেই রসাতল

  • pi | 72.83.90.203 | ১৪ অক্টোবর ২০১১ ২১:৪৬459268
  • ডিডিদা, এখানে হবেনা ?
  • ppn | 112.133.206.18 | ১৪ অক্টোবর ২০১১ ২২:১৩459269
  • (এইটা একটু ১৮+ কবিতা কিন্তু)

    কী সোসন, আহা মরি মরি
    দিন ভর ঝরি শুধু ঝরি
    ক্লান্ত দেহে মটর ও হরি
    কলসিতে খালি জল ভরি
    আর ...

    উইকেন্ডে উহা খালি করি।
  • sayan | 115.241.51.65 | ১৪ অক্টোবর ২০১১ ২২:২৫459271
  • উইকেন্ডে যাই করো দাদা
    কোরোনা কখনো ভেজা ফ্লিপ
    তাহলেই জেনো নিশ্চিত
    বেরোতে থাকবে ডিউ স্লিপ
  • ppn | 122.252.231.10 | ১৪ অক্টোবর ২০১১ ২২:৩৯459272
  • ওরে দাদা তা আর বলতে
    জ্বলিয়া যাবে যে সব সলতে!
  • ranjan roy | 14.97.216.243 | ১৫ অক্টোবর ২০১১ ০০:১৪459273
  • ওয়াহ্‌! ওয়াহ্‌! কেয়াবাৎ! এসে যাও ডিডি,
    তুমিই তো শুক্রাচার্য্য, গুরুদের ইডি।
    তব চৌপদী পড়ে
    ভোর হত শনিবারে,
    অপেক্ষায় ক্লান্ত আজ দেখি নীল সিডি।।

  • r2h | 173.61.31.247 | ০৩ ডিসেম্বর ২০১১ ০৯:০০459274
  • কেউ এট্টু পদ্য লিখুক পড়ে বাঁচি
  • . | 68.46.95.16 | ০৮ জানুয়ারি ২০১২ ১১:৩৬459275

  • rabaahuta | 172.136.192.1 | ৩০ এপ্রিল ২০১৩ ০২:৪৬459276
  • খাইসে মানডে আইসে
    ত্রাসে ম্রিয়মান আপামর
    বালক বৃদ্ধ বনিতা
    ভনিতা রেখেও নির্ভুল
    ভবিতব্য কে খন্ডায়
    কড়া গন্ডাতে ক্রান্তি
    শান্তি বিহীন পাঁচদিন
    বসন্ত করে নির্ঘোষ
    অমায়িক ভারী দুর্বল
    ডেসিবেলে তার পতাকা
    অর্ধনমিত চৌপর
    দিনভর ঘাড় গুঁজড়ে
    গুজরান দুটি পুরোডাষ
    গুঞ্জিত তার পেয়ালায়
    পুঞ্জ মেঘের মঞ্চে
    পানীয়ের অপভ্রংশে
    আংশিক সোডা ঝাঁজহীন
    মুক্তি এখনো গর্ভে
    ভবিষ্যতের, পাঁচদিন।
  • nina | 79.141.168.137 | ৩০ এপ্রিল ২০১৩ ০৩:২৪459277
  • আরে জ্জীও হুতো---কি লিখেছিস---সোমবারটা পু-উ-রো শুক্কুরবারের মতন হাসছে ঃ-)
  • swati | 194.64.38.52 | ০১ মে ২০১৩ ০৯:১৮459278
  • হঠাৎ কেমন ছড়া পেল ..... তাই

    হপ্তাপাঁচালি.....

    সোমবারে উঠে আমি মনে মনে কই
    কোনমতে ঢুলে ঢুলে অফিসেতে যাই
    মঙ্গলবার যায় ঘ্যান ঘ্যান করে
    পা রাখে হপ্তা বুধে মধ্যকৈশোরে
    গুরু গুরু ধ্বনি তোল বৃহস্পতিবার
    মুখ বুজে একটা দিন কোনমতে আর
    হরে রাম স্পাইসি রাম আজ ফেরাই ডে
    নাচো গাও পাট্টি মানাও ধুম মচা দে
    শনিবারে ল্যাদ খাও প্রানমন ভরে
    রবিবারে পুনর্মূষিক ভব আবার ওরে-
  • | 24.97.92.214 | ০১ মে ২০১৩ ১০:২০459279
  • হ্যা হ্যা হ্যা স্বাতীর পাঁচা৯খান বেশ। দুলে দুলে সুর করে বলার মতন।, :-)
  • rabaahuta | 172.136.192.1 | ২২ ফেব্রুয়ারি ২০১৪ ০১:৫২459280
  • ইমেজেই রসাতল হায় কিরকম টান
    দিল শুক্রবারের মাইন্ডফুল অভিমান
    শেষে সময় হল ভারী মেডিটেশনের
    লোক উপোষকাতর তাঁরা বালিস সাজান

    খোলা খবর কাগজ তাঁর সাধ্যসাধন
    তিনি মৃদু ব্রীড়াতুর তাঁর অধরে দশন
    তাঁর ওষ্ঠ লাজুক তাঁর তক্তপোষের
    নীচে জ্যাক ড্যানিয়েল তাঁর নাই অনুপান

    আসে শুক্র, সবেগ, পাপ চিন্তা ছাড়ুন
    সুধী মানবজীবন আজ গল্প থাকুক
    আজ পদ্মবনে টাল একলা মাতাল
    আজ শুক্রবারে, থাক সেই রসাতল।
  • rabaahuta | 172.136.192.1 | ২৮ এপ্রিল ২০১৪ ২২:৪৬459282
  • এটা বহুদিন ধরে খুঁজছিলাম, তুলে রাখি।
    ----------------------------------------------

    Name: vikram Mail: Country: ireland

    IP Address : 193.120.76.238 Date:13 Nov 2009 -- 04:20 PM

    শুক্রবার, কি অসব্য কথা দেখুন - ''শুক্র''
    সত্যযুগে এসব হলে জিভ খসে দুই টুকরো
    হতই
    আরও দেখুন, শেষের দিকে ''বার''
    খান ও খাওয়ান এই বাজারে ইহা - ই দরকার
    শুক্রবারের পদ্য?
    হয়নি বিকাল হয়নি বিকাল অদ্য
    বাংলা মায়ের অ্যাংলো কবি উগ্র
    কি অসব্য কথা দেখুন - শুক্র!
  • r2h | 215.174.22.27 | ১৩ জানুয়ারি ২০১৬ ২২:৩২459283
  • লুঙ্গী বিষয়ক পুরনো টই দেখে এটার কথা মনে পড়লো। বাঁশি বাজলো হঠাৎই জংশনে।
  • T | 24.100.134.82 | ১৩ জানুয়ারি ২০১৬ ২২:৩৩459284
  • ইয়েসসস। মর্মপীড় বুঝি প্রসন্ন হলেন।
  • খাতাঞ্চী | 181.61.125.55 | ১৮ ফেব্রুয়ারি ২০১৮ ২১:৩৭459285
  • তুলে রাখি।
    -----------------------------------------------------------

    দানবকৃষ্ণ Date:17 Feb 2018 -- 08:38 PM

    ঝরোখায় ছিল চাঁদমুখখানি একরোখা ছিল দিনকাল
    রুখে না দাঁড়ালে শেষ বসন্তে বয়েস পেরোয় তিনকাল
    পীড়ের পীরিতি বেপথু যেমন কম্পাসে ভুল চুম্বক
    চৌমাথা জুড়ে মেঘ করে আসে চুড়্মুড়ে চায় খুব ঝাল
    পকেটে হৃদয় আস্তিনে ছুপা কাঁটার মুকুট ফুলফুল
    কি হলো কোথায় ঝাঁপ দিয়ে পড়ে তিনহাত বুঝভুম্বুল
    খাপ পেতে ছিল একক দশক ওঁৎ পেতে ছিল শূণ্য
    ঝরোখায় ছিল নব্বই, ছিল দুরাশাপিয়াসী দিকপাল।

    (ভাবলাম সন্ধ্যাআহ্ণিক করে একটু সিনেমা দেখবো, তা পোলাপান। ঐখানে তিনকাল লেখার ইচ্ছে ছিলনা, ধোর্বা* হলে প্যশনটা বোঝা যেত। কিন্তু আমার কিনা অপশব্দে আপত্তি, তাই)
    -----------------------------------------------------------
    dd 17 Feb 2018 -- 10:33 PM

    দানববাবুর অনুসরণে ........ এক বিফল প্রচেষ্টা

    নব্বই ছিলো নড়বড়ে , তবু তাকে তো জাপ্টে ধরবোই
    গোলগাল ছিলো চাঁদের গড়ন, জ্যোৎস্নায় খুব জেরবার
    বৃষ্টির ফোঁটা ইয়াব্বড়ো হোতো,ঘুঁটেরা সবাই ফিটফাট
    টমেটোতে ছিলো গোলাপের ঘ্রান, প্রলাপও তখন সুমধুর

    ছিলো কিনা গোঁপ, কিন্তু তখনো লোকে ব্লাশ টাশ করতো
    ইংরেজী বুলি ,আহা মরি মরি, মার্ক্সবাদেও ধরতাই
    হায় কত গুল, হ্যান ত্যান আর স্মৃতির গলিতে খোঁজা
    নস্টালজির কাঁথায় আগুন, পুড়ে যায় যতো মোজা।।

    (আরে না না, আত্মজৈবনিক কিছু নয়। নব্বইএর দশকে আমি পঞ্চাশের বালক মাত্র। এই সমবেত ইয়ং ম্যানেদের কথা পড়ে টরে নিয়ে এট্টু ইরিমিরিকিরি কল্লেম। চাপ নিয়েন্না)
    ----------------------------------------------------------
    T Date:17 Feb 2018 -- 11:01 PM

    কেঁপেছিলো হিয়া মগডালনামা, হতে পারে উটি নব্বই
    সুবিধেমতন নস্টালজিয়া তখন থেকেই লাইনে
    রাঘব বোয়াল দরিয়ার স্মৃতি সততই কিনা খচ্চর
    ঝুরঝুর দুরু পাতার গোলাপ পানসি ভেসেছে ডাইনে।

    কড়া নেড়ে গেছে সময়সারণী অবনী দিয়েছে উঁকি
    দিনপ্রতি কিছু জমাবার ছিল মাইকে হেঁকেছে জমাদার
    গোলপ্রতি হ্যাটা লিখিতেছে মাঠ জীবন আদতে বর্বর
    টাইমপাসের লাইফে দেকুন মনে আছে শুদু মাইনে।।

    -- অক্ষম প্রচেষ্টা মাত্র, পীড় যেন স্নেহের চোখে দ্যাখেন।
    -----------------------------------------------------------
    দানবকৃষ্ণ 17 Feb 2018 -- 11:34 PM

    আধখানা চাঁদে আছিল গরল বাকিটাতে আছে ঊঠতি
    বয়সের দোষে বেসামাল ঘষা কাঁচের দেওয়ালে তীর্যক
    আলো অন্ধকারেও শহরে আছিল মোড়ের দোকানে এগরোল
    টিউশন সেরে ঠেসান দেওয়ানো নীল ঘোড়া হিরো সাইকেল

    দশকে শতকে গন্ডাকিয়াতে ডেসিমালে নাকি মেট্রিক
    অছিলাটি ছিল ঝরোখাতে ঝাঁকি বাহানাটি শুধু নব্বই
    হাফসোলে ছিল পদাবলীটুকু ফুলটসে যেন সন্ধ্যা
    টিউশন সেরে ডায়ালগ ভুলে, -শোন কথা ছিল একটু।
    -----------------------------------------------------------
    অনন্ত কাক 18 Feb 2018 -- 10:08 AM

    ঝরোখায় ছিল নব্বই, ছিল দুরাশাপিয়াসী দিকপাল
    মানবতা ভরা লাল নীল সুতো ক্রোমোজোমে শুধু হল্‌কা
    ভিড় বেড়ে গেলে অসহায় চোখে ফেরি করিয়াছি পদ্য
    ফুটিফাটা ছাদে উঁকি মারে চাঁদে হৃদয় বড়োই পলকা
    দিনগুলি ছিলো স্খলিত তবুও সন্ধ্যার ঝোঁকে জানলায়
    দমকা আঁধারে ফুলের গন্ধ কালবৈশাখী উত্তাল
    কাজ পড়েছিলো বাড়ির খাতায় আঁচ লেগেছিলো মালসায়
    ঝরোখায় শুধু নব্বই, কিছু সুদূরপিয়াসী দিকপাল
    ----------------------------------------------------------
    T 18 Feb 2018 -- 12:32 PM

    আঁচড়ানো চুল, হাতকাটা শার্ট, লোকটিও বুঝি চুপচাপ
    মনে হয়, যেন ওরও জুতোর ভালো নাম বুঝি হাওয়াই
    পুষ্যি বেড়ালও একই, হয়তো চোখের কালিতে মাঞ্জা
    বিস্কুট চায়ে অভ্যেস এরও দু দশ টাকার কারবার।

    অন্য ফুটের এসটিডি বুথে লোকটা এখন চৌপর
    দিন একই নাম ধাম সপ্‌সপে ঘাম অ্যাড্রেস বুকে টেলিফোন,
    আরশিনগরে এ বাদে প্রলেপ মেশিনের লেদ ক্লান্তি,
    ওর মন্ত্রীও পদাতিক বুঝি আড়াল নিয়েছে নৌকোর।

    নীল কালি দাগ মুখটা বেবাক মরমিয়া কিছু যোগাযোগ
    ফুটনোটে কার্ড ওর গ্রিটিংসে পেন্সিল সীসে নাম্বারস,
    এই দানে যদি মিলে যায় তবে বদলাবদলি নিশ্চিত
    সন্ধ্যার ট্রেন গ্যালোপিং মেল নিয়ম সাজিয়ে শোনালো।

    চোখাচোখি হয়, ডায়াল আঙুল সংলাপে কিছু সংখ্যা
    কিছুটা সংখ্যা অবয়ব সেজে হয়ত বলবে হ্যালো,
    এই দানে যদি না মিললো তবে অমীমাংসিত হারজিত
    পাট করা ভুল, শার্টকাটা হাত, লোকটিও খোঁজে হংপাল।
  • pi | 162.158.158.116 | ০৬ মার্চ ২০২০ ২১:২৩729846
  • সে রামও নাই, সে পদ্যও নাই! কেবল শুক্ক্রুরবারেরা আছে!
  • b | 162.158.155.115 | ০৬ মার্চ ২০২০ ২১:৫৬729849
  • ডিডিদা আছেন, কেন্তু নেই। কার যেন একটা ব্যাড়ালের মতো।
  • r2h | 162.158.118.229 | ০৬ মার্চ ২০২০ ২২:২১729852
  • তা ধরুন বছর দশেক গলে গেল হাঁকুপাঁকু করে
    তাকে আটকে তো রাখাই গেল না আর সাপেদের হাঁচি
    ঠিক চিনে নেয় যেরকম বেদে, হাঁস মেরে খায় ব্যাধ
    রত্নাকর হিক্কা তুলে উঠে বসে কলম শানায়
    সেরকম আমরা চিনিনি, তাই হাঁপ ধরে আধখানা সিগারেট
    বৃথা অপচয়।

    তা ধরুন বছর দশেক গেল ভাঙা বেড়া কীরকম
    দেখেছে সে বদমাইশ শিয়ালের মত তাই
    আগের দশকে যেন হুড়যুদ্ধ করে
    সোডার বোতলে ভুসভুসে পদ্য বেরোতো যেন
    প্রকৃত বনিতা, নিজে নিজে।

    আজিকালি ঘৃতমশল্লার আমদানী কম
    অপলাপ হয়ে গেছে যা কিছু ক্ষণস্থায়ী ছিল
    দৃষ্টিতে সৃষ্টিতে ছেড়েই দিন, ঠাহর না করলে ভালো করে
    কোন দিন পরে কোন দিন গেল তাই বোঝা ভার।

    দেরাজে ক্ষুন্নমন বোতলেরা থাকে আর দেরাজের বাইরে থাকি আমি
    তক্তপোশে বসে বসে শুক্রবার ঝিম খায়
    তক্তপোষের নীচে থাকে ফ্যাকাশে খয়েরী রং ভূত।

    তা ধরুন বছর দশেক হলো, আজকাল পয়ারে হোঁচট
    রাম নাকি নিয়ে গেছে আদিত্যনাথ তবে পদ্য যদি
    রোদ্দুর রায় নিত, অমলকান্তি তবে বারদুয়ারীতে বসে
    দুলে দুলে শানাতো কলম, মন্দ হতো না খুব,
    এইসব শুক্রবারী গভীর বিচার।
  • r2h | 162.158.118.229 | ০৬ মার্চ ২০২০ ২২:২৪729853
  • *দৃষ্টিতে সৃষ্টি তো
  • r2h | 162.158.119.100 | ০৭ মার্চ ২০২০ ১৬:১৩729863
  • যুবতীর পিঠ দেখে ডুবুডুবু ডিহি সুতানুটি
    মরালেরা কাছাখোলা বিপ্লবী রেগে মেগে কাঁই
    নিদ্রিত কবিগুরু জাগিও না অবেলায় তাঁকে
    মধুঋতু আখা জ্বেলে দিল কার বাঁড়া ভাতে ছাই।

    নীতি জেঠু রেগে বলে হেঁটো কাঁটা লাগাও বিছুটি
    বঞ্চিত পুরজন গোপন ফেটিশে জাগরিত
    নিদ্রিত কবিগুরু জাগিও না অবেলায় তাঁকে
    পেয়াদা ডাঙশ নিয়ে খুঁজে ফেরে উপরি কামাই।

    সমাজের দশমাথা, কুড়িখানা বিষম ভ্রুকুটি
    বিষম সমরে জুটে সকলেরই চাই সারিডন
    নিদ্রিত কবিগুরু জাগিও না অবেলায় তাঁকে
    জাবেদায় লেখা আছে সকলি শোভন হওয়া চাই।

    যুবতীর পিঠ জুড়ে আপুনার মুখ দেখে লোকে
    ঘুম ভেঙে কলিকাতা হাই তুলে বলে এই যাই।
  • একক | 162.158.119.100 | ০৭ মার্চ ২০২০ ১৭:১২729864
  • গুড পদ্য ঃ)
  • pi | 172.69.134.176 | ০৭ মার্চ ২০২০ ১৭:৫১729866
  • মধুঋতু আখা জ্বেলে দিল কার বাঁড়া ভাতে ছাই।

    যাতা!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত মতামত দিন