এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  গান

  • এইটা তোমার গান - ৪

    Abhyuday
    গান | ১০ জানুয়ারি ২০১১ | ২০৩১৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • π | ২৮ নভেম্বর ২০১৩ ১৮:৫৮463853
  • রেকর্ডিং ভালো না। শুনতেও খুব ভালো লাগছে তা নয়, তবু শুনে মন ভালো হয়ে গেল,সকাল সকাল। প্রেসিতে মহীন, ক'দিন আগে।

  • π | ২৮ নভেম্বর ২০১৩ ২০:৩১463854
  • সুমিত দাসের ভিডিও তে ক্লিক করলে অনুষ্ঠানের আরো কিছু গান পাওয়া যাবে।
  • π | ৩০ নভেম্বর ২০১৩ ২৩:০৪463855
  • আমার এক বন্ধু ইন্স্তাবুলে এক কনসার্ট শুনতে গেছিল। সেখানে স্থানীয় কোন টার্কিশ ব্যান্ড ও বাজাতে এসেছিল। সেখানেই ও এটা শোনে ও পরে খুঁজে বের করে।


    ভাটে সান্দা এটার আরো অনেকগুলো ভার্শন দিয়েছে।



    এইটা সবচে পছন্দ হইল।


    নেট ঘেঁটে দেখা গেল, এক নজরুল বিশেষজ্ঞর মতে নজরুল করাচীতে সৈনিক হিসেবে থাকার সময় টার্কিশ লোকগীতি শোনেন, তুর্কী সৈনিকদের কাছ থেকে।
    http://archive.thedailystar.net/newDesign/news-details.php?nid=152512

    এই লেখাটা থেকে এই গানটাও পেয়ে গেলাম। একই সুরে, জানতাম না।
  • π | ৩০ নভেম্বর ২০১৩ ২৩:৫৮463856
  • বাপস রে ! ৪৭ টা ভার্শন।এতো দেখি ভীষণ জনপ্রিয় গান !

  • π | ০১ ডিসেম্বর ২০১৩ ০০:২৯463857
  • মেয়েদের এই পুরুষ সেক্রেটারির ব্যাপারটাও বেশ ইন্টারেস্টিং ।
  • Abhyu | 118.85.90.90 | ০২ ডিসেম্বর ২০১৩ ০৯:৫৫463858
  • Abhyu | 118.85.90.90 | ০২ ডিসেম্বর ২০১৩ ০৯:৫৯463859
  • পূরবী দত্ত চলে গেলেন। কয়েকটা গান থাকুক।


  • | 127.194.89.41 | ০২ ডিসেম্বর ২০১৩ ১৯:১১463860
  • কল্লোল দা/ন্যাড়া দা/শিবাংশু দা,

    এই "মেরে নয়না সাওন ভাদো.." এই গান টিও শুনেছি ১০ না ১১ বার রেকর্ড করা হয়েছিল কিছুতেই নাকি সঙ্গীত পরিচলকের মনোমত হচ্ছিল না। এই ব্যাপার টা কিছু জানো। নাকি এটা শুধু ই কবির কল্পনা?
  • শঙ্খ | 169.53.174.140 | ০৩ ডিসেম্বর ২০১৩ ২০:২৩463861
  • অভিজিৎ বসুর লোকসঙ্গীতের অ্যালবাম কারুর কাছে থাকলে প্লিজ শেয়ার করবেন? আমার কালেকশানটা ভোগে গেছে। sankhaonline @ yahoo .co .uk
  • কল্লোল | 125.242.207.133 | ১০ মার্চ ২০১৪ ১৪:৪৮463863
  • মেরে নয়না সাওন ভাদো - শিবরঞ্জনীতে।
    হ্যাঁ, শুনেছি এমনটাই হয়েছিলো। সব কিছু ঠিকঠাক, গাওয়া, অ্যারেঞ্জমেন্ট, সব সব ঠিক্ঠাক। কিন্তু ছোটে নবাবের মন সায় দিচ্ছে না।
    কোথাও কিছু ফাঁক থেকে যাচ্ছে। কান্না নেই। এ তো শুধুই হাহাকার। কান্না কোই, নীরব অশ্রু, নয়ন মুদে ঝরে পরা একটি বিন্দু, সে কোই।

    শিবরঞ্জনীর চলন - স-র-জ্ঞ-প-ধ-স। কোমল গা লাগে।
    গান চলছে -
    মেরে নয়না শাওন ভাদোঁ / ফিরভি মেরা মন প্যায়াসা / ফিরভি মেরা মন প্যায়াসা।
    #
    অ্যায় দিল দিওয়ানে / খেল হ্যায় কেয়া জানে / দর্দ ভরা য়ে / গীত কাহাঁ সে / ইন হোঁঠঁ পে আয়ে................ এইখানে, ঠিক এইখানে আভাস কুমার গাঙ্গুলী ব্যাকরণের নিকুচি করে গাইলেন - স-র-জ্ঞ-প-ধ-স-জ্ঞ-র-গ............
    কোমল গা লাগিয়ে রে ছুঁলেন, যেমন হয়ে থাকে শিবরঞ্জনীতে এবং সকলেকে হতচকিত করে, এক বিধ্বংসী আগ্নেয়গিরির কন্নার মতো লাভা অশ্রুমোচনে, শুদ্ধ গা-এ এসে দাঁড়ালেন।
    আর ঠিক তখন, ঠিক তখন, ঠিক তখন, নীরব অশ্রু নয়ন মুদে ঝরে ঝরে ঝরে ঝরে....................
    ছোটে নবাব পঞ্চমে অধিষ্ঠিত হলেন সেই ক্ষণে।
  • de | 190.149.51.67 | ১০ মার্চ ২০১৪ ১৫:৩০463864
  • শিবরঞ্জনীতে -- র গ জ্ঞ র - খুব স্ট্যান্ডার্ড আলাপ -- দুই গান্ধারই লাগে।
  • কল্লোল | 125.241.29.28 | ১০ মার্চ ২০১৪ ১৭:১৬463865
  • এক যে ছিলো কন্যে। কন্যে বলি তাকে, নাকি সে ছিলো এক আঁধার ভরা আলো কিংবা আলোর স্নিগ্ধ ছায়া। কি করে বোঝাই তাকে। আমার ভাষা এতো দীন, এতোই দরিদ্র, তাকে বর্ণনা করা এ মুরিদের সাধ্যাতীত। তবু তারই আলোর ছটা যখন ছুঁয়ে যায় আমার আঁখি পল্লব, যখন তার নরম ছায়া আমার ঠোঁটে চুমো দেয়, আমি কাবিল হই।
    রাবিয়া আল বসরি রাবিয়া আল বসরি রাবিয়া আল বসরি রাবিয়া আল বসরি, তার নামেই যাপন।
    ইরাক। শাত-এল-আরব তীরে বসরা। শহর ভরেছে নানান পসরায়। বণিক ও নাগরিক ভরা বাজার। কেনা বেচা চলে বিচিত্র পণ্যের। চারিদিকে বড়ো শোরগোল।
    হঠাৎই স্তব্ধ সব, যেন বোবায় ধরেছে চরাচর। এক নারী, একহাতে আগুনে মশাল অন্য হাতে জলভরা পাত্র নিয়ে দৃপ্ত পদচারনায় কোলাহলমুখর বাজারকে বিস্মিত ও বাকরূদ্ধ করে হেঁটে চলে।
    কোথা যাও, কি চাও হে নারী এমন প্রশ্ন মাথা কূটে মরে দর্শককূলে।
  • কল্লোল | 111.63.191.32 | ১১ মার্চ ২০১৪ ১১:৩৫463867
  • দে। আমি শিবরঞ্জনীর অন্য কোন গানে শুদ্ধ গা লাগাতে শুনিনি।
    অনেকগুলো বইও দেখলাম, কোথাও শুদ্ধ গা লাগানোর কথা নেই।
    এমন নয় যে আমার দেখা শোনার বাইরে কিছু নেই। কোন গান মনে পড়ছে শুদ্ধ গা লাগিয়ে?
  • Ekak | 24.99.90.89 | ১১ মার্চ ২০১৪ ১২:১০463868
  • পচন্ড ভয়ে ভয়ে এট্টা কষ্ণ করে যাই । শুদ্ধ গান্ধার লাগালে ভুপালির সঙ্গে পার্থক্য কিভাবে করো ? মানে আমি শুনে বোঝার কথা কইছি ।
  • π | ০৩ এপ্রিল ২০১৪ ২৩:১২463869
  • π | ০৪ এপ্রিল ২০১৪ ২১:০৫463870
  • সেদিন সোনা মহাপাত্র লাইভ শুনলাম। খুব ভালো না লাগলেও ভালোই লেগেছিল। কিন্তু এই গানটা শুনে ফিদা হয়ে গেলাম। সেটা অবশ্য মূলত রাম সম্পতের মিউজিক কম্পোজিশনের জন্য। আগেই ভালো লাগত, বিশেষ করে কিছু কিছু 'আর্বান ঠুমরি', কিন্তু এটা পুরো লুপে শুনে যাচ্ছি। খসরুর বন্দিশ এক নতুন মাত্রা পেয়েছে।
  • π | ০৪ এপ্রিল ২০১৪ ২১:০৬463871
  • আরে গানটাই দিইনি।
  • π | ০৪ এপ্রিল ২০১৪ ২১:৩৫463872
  • নুসরত ফতে আলি খানের ভার্শন। অত ভাল লাগেনি।
  • Abhyu | 141.220.2.65 | ২৭ জুলাই ২০১৪ ০৩:০৮463874
  • http://www.anandabazar.com/supplementary/rabibashoriyo/%E0%A6%B8-%E0%A6%AE-%E0%A6%A8-%E0%A6%AE-1.53780
    "বরং হিমাংশু দত্তর সুর-করা ‘ওগো বাদলরাতি’ গানটি মৌসুমী রাগে না হলেও অবিসংবাদিত ভাবে ওজনদার রাগ দরবারি কানাড়ায়।" গানটা শোনাতে পারেন কেউ?
  • Abhyu | 85.137.13.237 | ১০ মে ২০১৫ ০৮:০৬463875
  • একটা অপ্রচলিত রবীন্দ্রসঙ্গীত

    বল তো এইবারের মতো
    প্রভু, তোমার আঙিনাতে তুলি আমার ফসল যত ॥
    কিছু-বা ফল গেছে ঝরে, কিছু-বা ফল আছে ধরে,
    বছর হয়ে এল গত--
    রোদের দিনে ছায়ায় বসে বাজায় বাঁশি রাখাল যত ॥
    হুকুম তুমি কর যদি
    চৈত্র-হাওয়ায় পাল তুলে দিই-- ওই-যে মেতে ওঠে নদী।
    পার ক'রে নিই ভরা তরী, মাঠের যা কাজ সারা করি,
    ঘরের কাজে হই গো রত--
    এবার আমার মাথার বোঝা পায়ে তোমার করি নত ॥

    রাগ: ইমন
    তাল: কাহারবা
    রচনাকাল (বঙ্গাব্দ): 1320
    রচনাকাল (খৃষ্টাব্দ): 1914
    রচনাস্থান: শান্তিনিকেতন
    স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার
  • কল্লোল | 125.242.153.108 | ০৬ জুলাই ২০১৫ ২২:২১463876
  • যতোবার শুনি ততোবার হাপুস হয়ে কাঁদি।
  • 0 | 123.21.65.139 | ২৭ জুলাই ২০১৫ ২২:৪৪463877
  • 'Fly me to the moon'- খুব প্রিয় গান। আগেও একবার দিয়েছিলাম, ন্যাট কিং কোল, সিনাত্রা এবং টনি বেনেটের গলায়। এবারে পুরনো দিনের দু'জন গায়িকা-নায়িকার অসাধারণ স্টেজ পারফর্মান্স দেখুন।

    জুলি লন্ডন (১৯৬৪)



    জুডি গারল্যান্ড (১৯৬৩)

  • 0 | 123.21.68.246 | ০৪ আগস্ট ২০১৫ ২২:৪০463878
  • সিসিল কির্কেবো। পরিচিত "টাইটানিক" সাউন্ডট্র্যাকের খুব সুরেলা মিষ্টি গলা। এনার সম্বন্ধে Wiki লিখছে - "Horner had tried 25 or 30 singers before deciding on Sissel. Horner also wrote the main theme song My Heart Will Go On for Sissel, but Sony Music decided that Celine Dion should sing it instead."

    সব্বার জানা, বহু ভার্শনে বহুবার শোনা গান Somewhere over the rainbow, আরেকবার সিসিলের গলায় শুনুন।

  • b | 24.139.196.6 | ১৮ সেপ্টেম্বর ২০১৫ ১৯:৪৯463879
  • জয়ন্ত হাজারিকা (ভূপেন হাজারিকার ভাই) আর শ্যামল মিত্র-র গাওয়া গোয়ালপাড়িয়া গান।

    সিনেমাঃ মনিরাম দেওয়ান
  • 0 | ২২ সেপ্টেম্বর ২০১৫ ১৬:৫৬463880
  • টইয়ে কি আগে কখনো 'সামার হলিডে' দেওয়া হয়েছিল? তাইলে সরি।
    ১৯৬৩'র শ্যাডোজ্‌ গ্রুপের সুর। এর বাংলাটা মান্না দে গেয়েছে, 'চিরদিনের' ফিল্মে (১৯৬৯)। লাল নীল সবুজের মেলা বসেছে।
    সিনেমা থেকে টাইটেল সংএর অংশটুকু। ক্লিফ্‌ রিচার্ড - গায়ক নায়ক।

  • 0 | ২৪ সেপ্টেম্বর ২০১৫ ২২:৫২463881
  • সিক্স্‌টিন্‌ টন্‌স্‌ (১৯৪৬) : কয়লাখনির মজুরদের গান। জন্‌র্‌ : ফোক্‌/কান্ট্রি। এর হিন্দী - শচীন দেববর্মনের এক্‌ লেড়কি ভিগি ভাগি সি (১৯৫৮)।

    প্রথমে স্রষ্টার (মার্লে ট্র্যাভিস) নিজের গলায় অরিজিনাল ভার্শন্‌ শুনুন



    এরপর যার গলায় ১৯৫৫ সালে গানটা খুব বিখ্যাত হয়েছিল সেই আর্নি ফোর্ডের ভার্শান শুনুন

  • Suhasini | 213.99.205.106 | ২৫ সেপ্টেম্বর ২০১৫ ১৩:৪৩463882
  • থ্যাঙ্ক ইউ 0, অনেক দিন পরে সামার হলিডে শুনলাম।
  • কল্লোল | 135.17.65.226 | ০১ অক্টোবর ২০১৫ ১৫:৩০463886
  • এই গানটা ভাটে ছিলো।
    হারিয়ে যাবে তাই এখানে দোলাম।
    https://soundcloud.com/fmajor7/naa-mono-laage-naa-salil
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে মতামত দিন