এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • মুকুটমণিপুর এবং

    I
    অন্যান্য | ২০ ডিসেম্বর ২০১০ | ২৯৬৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • I | 59.93.201.241 | ১২ জানুয়ারি ২০১১ ২২:৪৭466511
  • সব মিলিয়ে বিষ্ণুপুর ভালো কাটল না। হোমওয়ার্ক না করে অচেনা পিচে খেলতে নামলে যা হয়। তা-ও আবার সঙ্গে এমন কোচ (ড্রাইভার/গাইড পড়ুন)। খানিকক্ষণ উদ্দেশ্যবিহীন ভাবে এদিক-ওদিক ঘোরাফেরার পর ড্রাইভার বলল-ব্যাস, আর কিছু দেখার নেই। শেষ। আমরা এমনই ছাগল, ছিন্নমস্তা মন্দিরের সামনে কুড়ি টাকায় বিষ্ণুপুর ট্রাভেল গাইড জাতীয় একখানা বই কিনতে পাওয়া যাচ্ছিল, সেটা পর্যন্ত কিনলাম না।
    আসলে ঘুরতে ইচ্ছেও করছিল না। আমাদের কনসার্ন একটা এক রাতের থাকার আস্তানা খুঁজে পাওয়া ; অরুণদের কনসার্ন তাড়াতাড়ি মুকুটমণিপুর ফিরে যাওয়া-ওরা একদিন এক্সটেন্ড করে নিয়েছে থাকা। এমনিতেই আমাদের একদিন পরে ফিরত। বন্ধে তেমন অসুবিধে ওদের হবে না। এদিকে বাচ্চা-বুড়ো সবারই বেশ খিদে বেজে গিয়েছিল। ঘড়িতে তিনটে বাজে।
    সব মিলিয়ে ব্যাপারটা বেশ আধাখ্যাঁচড়া থেকে গেল। দলমাদল কামান, ছিন্নমস্তা মন্দির, রাসমঞ্চ, শ্যামরাই ও আরো একখানা মন্দির(নাম ভুলে গেছি) দেখেই রিটায়ার্ড হার্ট।লালবাঁধ বাইরে থেকে দেখে নামতে ইচ্ছে করেনি, আমার চোখে আসলে ছোটবেলায় পড়া "লালবাঈ' বইয়ের উস্কে -দেওয়া ছবি। অকূল সাগরের মত দীঘি নারকেল গাছ দিয়ে বাঁধানো, কূল ছাপানো জ্যোৎস্নায় রাজা রঘুনাথ সিল্যুয়েটের আকারে হনহনিয়ে হেঁটে যাচ্ছেন পরকীয়া প্রেমের দিকে-ভাবুন সেই কাঁচা বয়সে কেমন বেড়ে -পাকামো। হা হতোস্মি, ভরদুপুরে জোছনা আর কোথায় পাবো,চারিদিকে দোকান-বাড়ি-বাজারের হট্টমেলা,দেখে মনে হল পাড়াগাঁয়ের বাঁধানো পুকুরঘাট। তাই আর নামলাম না।
  • Nina | 64.56.33.254 | ১২ জানুয়ারি ২০১১ ২৩:৩৯466512
  • যাচ্চলে, নামলেই না---লেখা আরও কমে গেল যে-
  • P | 193.28.178.61 | ১৩ জানুয়ারি ২০১১ ১৫:০১466513
  • শউরে ডাগদার বৌকে নে বাঁকড়ো বেড়াতে আসচে শুনেই গোটা বাঁকড়ো হুড়কো নে রেডি ! লে ক্ষীর খা।
    ওরে ফাগল বাঁকড়ো কি এত সহজে নিজেকে মেলে ধরে রে ! বাঁকড়ো দেখতে গেলি সেখিনে গে থাগতে হয় , লজঝড়ে-ঝজঝড়ে মরচে পড়া বাসে সাঁওতালাঘাম গায়ে মেখে বাস-ইস্টপের গুমটীর ঠোঙ্গাতে তেল-লংকা-ঠান্ডা চপ দে দু গাল মুড়ি খেয়ে , সস্তার টেরিলিনের প্যান্ট দু-ভাঁজ করে তুলে ধুলোটে ফাটল গোড়েল বার করে , ঠ্যংঠেঙ্গে সাইকেলে চেপে ঘুরলে তবেই সে কালো-কালো বাঁকড়ো শাদা-শাদা দাঁত বার করে বলবে " এসো ডাগ্‌দার , বসো ডাগ্‌দার। চাড্ডি মুড়ি দি , ভুন্দির দোকানের জিলিপি দিয়ে ? "
    আর তা নইলেই , "ও লো তুই সরে দাঁড়া লো , সরে দাঁড়া................
    তরে গুঁতাইহ্ন দিবেক কানা কাঁড়া টা ।
    ডুডু ডুবু ডুং , ডুবু ডুং , ডুবু ডুং।।।

    অবিশ্যি হুড়কো দিল বলেই না এমন অ্যাগটা লেকা হল ! সক্কাল সক্কাল আপিসে এসে কুলকুলিয়ে হেসে- ফিসফিসিয়ে কেঁদে একাকার হলুম। আগে বাঢ়ো ডাগদার .....

  • Nina | 64.56.33.254 | ১৩ জানুয়ারি ২০১১ ২০:৪৪466514
  • যেমন ভাল লেকা, তার তেমন ভাল সঙ্গত--জমে ক্ষীর :-))))))))
  • achintyarup | 121.241.214.38 | ১৩ জানুয়ারি ২০১১ ২১:০৫466515
  • অ ডাগদার, গেলা কই?
  • I | 59.93.247.45 | ১৩ জানুয়ারি ২০১১ ২২:৩৬466516
  • এরই মধ্যে কোনো এক ফাঁকে টুকুস করে দেখে নিয়েছি ছিন্নমস্তা মন্দিরের বাহার দরওয়াজার দুই কোণে নৃত্যরত গৌর-নিতাই ভাই ভাই। শাক্ত তীর্থে এ আবার কেমনতর বোষ্টমবিলাস? মূর্তিও তেমন ভয়াবহ কিছু না, আশায় আশায় গেছিলাম, ঢুকে দেখি দিব্য হাসিমুখে নিজ কবন্ধখানির গলা দিয়ে ফিনকিধারায় উছলে ওঠা রক্ত পান কচ্ছেন ছিন্নমস্তা। ভয়ডর, বিকার ইত্যাদি বীভৎস রসের কোনো ভাবটাব নেই মুখে। বাবা ! এ আবার কেমনধারা !

    কেমনধারাই বটে। এই যে কয়েকশ বছরের ইতিহাস ছড়ানো-ছিটোনো এখানে-সেখানে, তার জন্যে মানুষজনের কোনো বোধ-ভাইষ্য কিছু নেই। দলমাদল কামানের জন্য দেড় বেঘতা জমি কোনোরকমে ছেড়ে দুইপাশে দুই নবীন ধাচের বাড়ি গজিয়ে উঠেছেন; অসন্দিগ্‌ধ মানুষ হলে ভাবতেই পারত-জায়গার অভাব বলে আহা গো, বেচারিরা এইটুকুন একখানা পার্ক বানিয়েছে, বাচ্চাদের খেলার জন্য একখানি দোলনা কি ঢেঁকি'র বন্দোবস্তও করে উঠতে পারেনি, শুধু একটা আখাম্বা কামান বসিয়ে রেখেছে (সিমেন্টের না কিসের) , কেন কে জানে। ভাগ্যিস, আর্কিওলজিক্যাল সার্ভের সাইনবোডখানি ছিল !
  • I | 59.93.247.45 | ১৩ জানুয়ারি ২০১১ ২২:৫৯466517
  • ক্ষিদে। পেট ভরা ক্ষিদে। ইতিহাস-বালুচরী-মার্গগান তুশ্চু করে দেয় এমন খিদে। কিন্তু খাবার নাই। প: বঙ্গ সরকারের খাসা ট্যুরিস্ট লজে ঢুকেছিলাম খাবারের আশায়। কিন্তু সে যা হলো-আরে হ্যাঁ, সে তো ভুলেই গেছিলাম, সেই কথাটা বলতে। খাবারের খোঁজে যাওয়া হল তো পরে। তারও আগে, বিষ্ণুপুর নেমেই, ঘরের খোঁজে গেছিলাম, সেটাই প্রথমবার। এর আগে শান্তিনিকেতনে আমাদের সরকারী অভিজ্ঞতা ভালোই। সেই কথা মনে রেখে যাওয়া, আর দেখি এ-ও প্রায় শান্তিনিকেতনের ধাঁচেই তৈরী, রংটা পর্যন্ত এক। বাইরে আবার আধভাঙ্গা টেরাকোটার খিলান ,আধভাঙ্গাটি ইনটেনশন্যাল, মরি মরি।

    গিয়ে দেখি রিসেপশনে মাছিটি পর্যন্ত নেই। এদিক-ওদিক ঘুরঘুর করছি ফ্যাকসা মুখে, কে যে বলল কিচেনে গিয়ে খোঁজ করতে, সে আর মনে নেই। ঘরের খোঁজে কিচেনে? যাই হোক, গেলাম তো । দেখি এক ছাঁটা গোঁপ বিমর্ষ মানুষ গোমড়া মুখে কিচেন নাইফ দিয়ে শশা-প্যাঁজ-টমাটর ফালি ফালি কচ্ছেন, যেন দুনিয়ায় এর চে খারাব নীরস কম্মো আর দুটি নাই। খানিক হাঁই হুঁই গলা খাঁকড়ি দিয়ে যখন কাজ হল না ( সে মানুষ কিন্তু চোখের কোণ দিয়ে সবই লক্ষ রাখছেন), তখন চীক্কুর পেড়ে বল্লাম-মশায়, একখানা ঘর হবে?
    -ঘর? ক্যানো, রিসেপশনে লোক নেই?
    -নেই বলেই এলাম এখানে...
    -ঘর? ওরে , ঘর কে দেখছিস?
    কিচেনের কোণ থেকে আধফোটা গলায় কে যেন কি একটা কথা বলল ঘড়ঘড় করে ।
    -না দাদা, যে ঘর দেয়, সে এখন টিফিন খেতে গিয়েছে।
    -অ: ! তা, কখন আসবেন?
    -দেরী হবে।(ছাঁটা গোঁপ আগের মতই মাথা নীচু করে শশা-প্যাঁজ-টমাটর কুচিয়ে যাচ্ছেন, যেন এর চে সিরিয়াস কম্ম দুনিয়ায় আর দুটি নাই)

    কিঞ্চিৎ নীরবতা।

    ছাঁটা গোঁপ-আমাদের কিন্তু এ সি ঘর নেই।
    আমি-আমার এ সি ঘরের দরকার নেই,। নন এ সি হলেই চলবে।
    ছাঁটা- না না, নন এ সি ঘর তো আমাদের নেইই।

    এরপরেও সেখেনে ঠায় খাড়া ডেঁড়িয়ে থাকবো, এমন মজবুত বল্কল-চর্ম আল্লাতালা আমায় দেন নি।
  • I | 59.93.247.45 | ১৩ জানুয়ারি ২০১১ ২৩:১২466518
  • তো বুঝুন। সেই আপাছামুন্ডু লাল-লাল ফিতেয় মোড়া গেস্টো হাউজে খাবারের খোঁজে দ্বিতীয়বার হানা দেওয়া। ছাঁটা গোঁপ তো পারলে চোখ দিয়ে ভস্মই করে দেয়। এই প্রথম সে চোখ মেলে আমার দিকে তাকালো, আর চারি চক্ষুর সে কী মধুর মিলন ! ক্ষণিকের জন্য শশা-প্যাঁজ -টমেটো নিষ্কৃতি পেলো, ক্ষণিকের জন্য থামিল কালের চিরচঞ্চল গতি, আর তারপরে.....

    taarapare bomaar mat shabdatubarhi-chhu`nchobaaji-rakeT-dodomaa-jaaler kaaThi-lohaachurh-soraa-gandhak chhiTake beriye ela kat, katta kaaler kaThin ghumer kandar theke------nnaa! ekhan khaabaar paaoyaa Jaabe naa. aamaraa baairer lokader khaabaar saarbh kari, kintu ekhan aar khaabaar paaoyaa Jaabe naa. ekhan aar arDaar neoyaa habe nnaa. bandha!!

    balei, Jen rudduraprayaager myaanaiTaar mere maner duTi haat jhaarhate jhaarhate pher baagaaner panaseTiyaar chaaraay jala Dhaalate phire Jaachchhen jim karabeT---chhaa`nTaa go`np pher shashaa-pyaa`nj-TamaaTar kuchonoy man dilen. aar ekaTibaarer janyeo aamaader dike phire chaailen naa.
    ekaTibaarer janyeo nnaa.
  • I | 59.93.247.45 | ১৩ জানুয়ারি ২০১১ ২৩:১৪466519
  • তারপরে বোমার মত শব্দতুবড়ি-ছুঁচোবাজি-রকেট-দোদোমা-জালের কাঠি-লোহাচুড়-সোরা-গন্ধক ছিটকে বেরিয়ে এল কত, কত্ত কালের কঠিন ঘুমের কন্দর থেকে------ন্না! এখন খাবার পাওয়া যাবে না। আমরা বাইরের লোকদের খাবার সার্ভ করি, কিন্তু এখন আর খাবার পাওয়া যাবে না। এখন আর অর্ডার নেওয়া হবে ন্না। বন্ধ!!

    বলেই, যেন রুদ্দুরপ্রয়াগের ম্যানইটার মেরে মনের দুটি হাত ঝাড়তে ঝাড়তে ফের বাগানের পনসেটিয়ার চারায় জল ঢালতে ফিরে যাচ্ছেন জিম করবেট---ছাঁটা গোঁপ ফের শশা-প্যাঁজ-টমাটর কুচোনোয় মন দিলেন। আর একটিবারের জন্যেও আমাদের দিকে ফিরে চাইলেন না।
    একটিবারের জন্যেও ন্না।

  • omi | 151.141.84.194 | ১৩ জানুয়ারি ২০১১ ২৩:২২466393
  • উফ, কী জমজমাট লেখা!
    বড়াই বড় হয়ে দারোগা হবেন।
  • kumudini | 122.162.244.98 | ১৩ জানুয়ারি ২০১১ ২৩:৩৯466394
  • খুবই করুণ অভিজ্ঞতা ,সন্দেহ নেই।ঐ যে আপ্নে সর্বদা কিসব কটিন,কটিন বই পড়েন, তার একখানা ছুঁড়ে মাত্তে পাল্লেন না!আমাদের বড়াই-কতো ভক্তিশ্রদ্ধা করি আমরা,তার সাথে এমন ব্যাভার!
  • achintyarup | 121.241.214.38 | ১৩ জানুয়ারি ২০১১ ২৩:৩৯466395
  • খাসা।
    ইয়ে, ছিন্নমস্তার মন্দিরটি বোধয় যথেষ্ট আধুনিক
  • kumudini | 122.162.244.98 | ১৩ জানুয়ারি ২০১১ ২৩:৪৪466396
  • ছি,অচিন্ত্যরূপ,এতবড় মানুষটার সাতে এমন মিসবিহেভ কচ্চে,রাগে বড়াই ব্রহ্মশাপ দিতে অব্দি ভুলে যাচ্চেন, এই সিচুয়েশনে "খাসা" বলে চেঁচায় না।

    মনের কথা মনে রাখুন,ও সব আমরা পরে আলোচনা করে নোব।
  • kumudini | 122.162.244.98 | ১৪ জানুয়ারি ২০১১ ০০:০৯466397
  • ইয়ে,বলচিলুম,বড়াই আমাদের জন্যি অ্যাতো কষ্ট করেন,ছিনিমার রিভ্যু থেকে ভ্রমণ-বেত্তান্ত লিখে আমাদের কতো না উপগার কচ্চেন,তা ওনাকে আরেকখানা হেইচ দে ""বঢ়াই""বলা উচিত নয় কি?

    ভাট-জনতার মতামত?
  • kd | 59.93.208.31 | ১৪ জানুয়ারি ২০১১ ০০:১১466398
  • না না, বড়াই এখন আর রেগে নেই। ফেরার পর চেম্বারে যে লোকটি প্রথম ইঞ্জেকশন নিয়েছিলো, সব তার ওপর দিয়েই গেছে।

    নেক্‌স্‌ট টাইম যখন ইঞ্জেক্‌শন নিতে যাবো, ফার্স্টেই জেনে নেবো ডাক্তার সদ্য সদ্য বাঁকড়ো গিয়েছিলো কিনা।
  • byaang | 122.172.19.31 | ১৪ জানুয়ারি ২০১১ ০০:১৮466399
  • মিসবিহেভ কচ্চে মানেটা কী? শশা, পেঁয়াজ কাটা মানে মিসবিহেভ করা? হার্টের ডাক্তার যখন ছুরি বাগিয়ে কারো হৃদয় কাটাতে আরম্ভ করেছেন, তখন কেউ যদি ঢুকে পড়ে বলেন ""আপনারা এসি আইসিসিইউতে থাকতে দিতে কত টাকা নেন'', আর ডাক্তার উত্তর দেওয়া বাহুল্য মনে করে মন দিয়ে কাটাকুটি করে যান, তাহলে কি সেটা মিসবিহেভ করা ?
  • dri | 117.194.229.67 | ১৪ জানুয়ারি ২০১১ ০১:০৫466400
  • উ:, ইন্দো তুমি পারোও বটে! কোন একদিন সন্ধ্যেবেলা শীত করেছে সেই নিয়ে তিন প্যারা। কে তোমায় খেতে দেয়নি সেই নিয়ে তিনটি আলাদা পোস্ট। আর জোড়বাংলার মত এত সুন্দর একটা মন্দির নিয়ে মোটে এক লাইন! কান্না পেয়ে যায়।

    তোমার লেখা পড়লে অবশ্য এমনিই কান্না পেয়ে যায়।
  • Nina | 64.56.33.254 | ১৪ জানুয়ারি ২০১১ ০১:৫১466401
  • :-)))))))
  • kd | 59.93.255.130 | ১৪ জানুয়ারি ২০১১ ০৯:২৪466402
  • এই দ্যাক্ষো! ইন্দো কোন সাহসে জোড়ামন্দির নিয়ে বেশী লেখে বলো? এদিকে তোমরা বলছো ইন্দোর সিনেমা রিভিউ পড়ে আসল সিনেমা দেখলে হতাশ হ'তে হয় - তা এখন যদি ও তাজমহল নিয়ে দু'চার কথা লেখে, তাহ'লে তো তোমরা তাজমহল দেখেও হতাশ হবে। সেটা কি খুব ভালো হবে? তোমার, ইন্দোর, তাজমহলের?
  • siki | 155.136.80.174 | ১৪ জানুয়ারি ২০১১ ১১:৪৭466404
  • না না, সেই সব জোড়বংলার মন্দির, দলমাদল কামান সঅব আমি ছোটোবেলায় দেখে এইছিনু। খুব খুব ভালো লেগেছিল। তবে কিনা আমি তখন ক্লাস ফোরে পড়তাম, তাই তখন আর ভ্রমণকাহিনি লিখি নি।

    বিষ্ণুপুর তখন বেশ ফাঁকাই ছিল। দলমাদলের চারেপাশে তেমং কোনও বাড়িঘর ছিল না।
  • I | 59.93.199.110 | ১৪ জানুয়ারি ২০১১ ১৯:২২466405
  • কান্না পেয়ে যায় মানে কি? অ্যাঁ, মানেটা কী? আমার নেকা খারাপ? বলুন দিকি আরেকবার প্রাণ খুলে ! ব্রহ্মশাপ কি ভ্যানিস হয়ে গেছে নাকি? আকাশে কি চন্দ্র-সুজ্জি ওঠা বন্ধ হয়ে গ্যালো?
  • I | 59.93.199.110 | ১৪ জানুয়ারি ২০১১ ১৯:২৭466406
  • @ ব্যাং,
    হুঁ-উ-উ, মিসবিহেভ করা। যদি হাসপাতালের রিসেপশনে ক্কেউ না থাকে,আর কোনো হাসপাতালী আদমী যদি আপনাকে বলে-যান গে, উই-ই যে সো-জা ওটি-র দরজা, ওটা খুলে ঢুকে পড়ুন, আর যাকে পাবেন তাকে জিগ্গেস করুন-আইসিসিইউ'র বেডভাড়া কত।

    আর তাপ্পরে ছুরি-বাগানো ডাগদার যদি আপনারে পাত্তা না দিয়ে কসকসিয়ে ছুরিতে শান দিতে থাগে -তাইলে তারে বলে মিসবিহেভ করা।
  • I | 59.93.199.110 | ১৪ জানুয়ারি ২০১১ ১৯:৫৫466407
  • তারপরে আর বেশী কী বাকি থাকে? খুঁজে খুঁজে হন্যে হয়ে পার্ক হোটেলের বিষ্ণুপুরী সংস্করণে (Perk hotel) দুপুরের মাছিমিল খাওয়া, অরুণ-দেবযানী-খুশী-মেসোমশায়ের গাড়ি ঘুরিয়ে মুকুটমণিপুর চলে যওয়া, আর হেরিটেজ হোটেলে একরাত্তিরের জন্য আমাদের একখানি কামরা খুঁজে বার করা। ঘরের নামটি সরেস-দার্জিলিং।

    তাপ্পর দু:খু ভুলবার জন্য দিব্যি একখানা জম্পেশ ঘুম-বড়া সিয়েস্তা যারে কয়। আরো তাপ্পরে লাউডস্পিকারে জগঝম্প বাংলা সিনিমার গান, চোখ কচলাতে কচলাতে লেপের বাইরে বেরোনো, এট্টু পদচারণা, সঙ্গীতার চক্ষুখিদে ও মিষ্টান্নভক্ষণ, আর আবার-আবারো সেই ট্যুরিস্ট লজে খাবারের অর্ডার দিতে যাওয়া। সাহসের জন্যে নোবেল প্রাইজ পেতে হলে আর কী কী কত্তে হয়, বলুন দিকি?

    না, এবারে আর বকাবকি করেনি। বরং আস্ত একখানা খাসা মিল খাইয়ে দিলে। খেয়ে তর্‌র্‌ হয়ে গেলাম। এদ্দিন বাদে বিশ্বেস জন্মালো যে, হ্যাঁ, বাঁকড়োবাসী রান্না করতে জানে।
  • byaang | 122.172.23.145 | ১৪ জানুয়ারি ২০১১ ১৯:৫৬466408
  • খিক খিক।
    (অবশেষে .... রেগেছে, রেগেছে। শাপের ভয়ে মন খুলে খ্যাক খ্যাক করে হাসতেও পারছি না)
  • I | 59.93.199.110 | ১৪ জানুয়ারি ২০১১ ১৯:৫৮466409
  • ছ্যা: ! কী ভিতু ! একে ভয়ের জন্য নোবেল প্রাইজ দেওয়া হোক।
  • byaang | 122.172.23.145 | ১৪ জানুয়ারি ২০১১ ২০:০৪466410
  • সে নাহয় নিলুম। কিন্তু আপনার পায়ে পড়ি মশাই, নতুন সিনিমা এলে আগে আমাদের দেখে নিতে দেবেন। জানি, জানি, প্রসেনজিতের সিনিমা এলে আপনি ফার্স্ট ডে ফার্স্ট শো মারেন, কিন্তু আপনার রিব্যিটা (রিভ্যু আর কাব্যির সন্ধি করলাম) দয়া করে, বেশি না, মাত্তর দুহপ্তা চেপে রাখবেন।
  • achintyarup | 121.241.214.38 | ১৪ জানুয়ারি ২০১১ ২০:০৭466411
  • কই, দাও দিকি একখান শাপ। তার পর তাই নিয়ে একটা টই-ও শুরু কোরো বাপু।

    কিন্তু বাঁকড়ো ভোমন কি এখানেই সেশ?
  • I | 59.93.199.110 | ১৪ জানুয়ারি ২০১১ ২০:১৫466412
  • পরদিন সক্কাল -সক্কাল রিক্সাবাহনে স্টেশনের দিকে বেরিয়ে পড়া গেল। কুয়াশা ছিঁড়ে বিষ্ণুপুর সবে জাগছে-উনুনে আঁচ পড়ছে, বাসী মুখ-রাতজাগা চোখ, ঘুমভাঙা চোখ, ভোরের প্রাত:ভ্রমণ; অ্যাঁ অ্যাঁ করে কেউ বিষ্ণুপুরী ঘরাণা সাধছে না,যদুভট্ট-রাধিকা গোঁসাই-জ্ঞান গোঁসাই-গোপেশ্বর বাঁড়ুজ্জের ভুতেরা সবে যে যার শ্যাঁওড়া গাছ খুঁজে খুঁজে ফিরে গিয়ে চাট্টি চক্ষু মুদেছেন। এরি মধ্যে আমাদের দুই রিক্সার মিছিল মার্চ করে এগিয়ে চল্ল।
  • I | 59.93.199.110 | ১৪ জানুয়ারি ২০১১ ২০:১৬466413
  • আর জাস্ট এট্টুই বাকি। কাল হবে।
  • achintyarup | 121.241.214.38 | ১৪ জানুয়ারি ২০১১ ২০:২০466415
  • ছ্যা:। উত্তম সহিত্যের জন্যে শাপ-খোপ পয্যন্ত নিতে রাজি হয়ে গেলুম, কিন্তু কলিকাল! বাম্ভনের সে তেজ নাই, শিং নাই আর লেজ নাই...
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় প্রতিক্রিয়া দিন