এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • কিলিমামাঞ্জারো বীক্ষ্য: শ্রীদীপ্তেন প্রনীত (অখন্ড)

    rabaahuta
    অন্যান্য | ১৮ মার্চ ২০১১ | ১০৯৯০ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • M | 59.93.198.82 | ২২ মার্চ ২০১১ ০৮:৩৮469009
  • কঁত(হাসিটা গিলে নিলাম আর কি)।

    কি শুরু করেছেটা কি এরা? এতটুকু সিরিয়াসনেস নেই? অ্যাঁ? আমি বম্মা খেয়াল রাকচি, মনে রেখো,হাতে একটা কঞ্চি নিয়ে।
  • siki | 123.242.248.130 | ২২ মার্চ ২০১১ ০৮:৪৫469010
  • দীপ্তেন্দার বেশির ভাগ মণিমুক্তো রয়েছে অনেক পুরনো বাংলালাইভের পাতায় আর আগেকার দিনের ভাটিয়ালিতে। কে সেই জোয়ান হবে আগুয়ান খুঁজিতে সে-সব গাথা?
  • Abhyu | 97.81.103.39 | ২২ মার্চ ২০১১ ০৯:০৩469011
  • তখন দীপ্তেন্দা ক্যান্টিনে খেতেন আর কমোড কিনতেন। প্ল্যাটিপাসেরা ইদিক সিদিক ঘুরে বেড়াতো।
  • Abhyu | 97.81.103.39 | ২২ মার্চ ২০১১ ০৯:০৭469012
  • তখন প্যাঁচা ছিল না, ইঁদুর ছিল না, ছিল কটি বিড়াল। তারা স্টেথোস্কোপ পরে ডাক্তারি করে বেড়াতো।
  • siki | 123.242.248.130 | ২২ মার্চ ২০১১ ০৯:১২469013
  • অক্ষয়কুমারের সিঁথির সিঁদুর তখনও জ্বলজ্বল করছিল ...
  • dd | 124.247.203.12 | ২২ মার্চ ২০১১ ০৯:৩০469014
  • আমারে মোটেও শ্যালে খায় নি। খেলে ক্ষি আমার মনে থাকতো না?

    আর হুতো মিছে কথা কইলো,শ্যাল দিয়ে কোনো মিকস্‌ড ভেজিটেবিল বা সুক্তো আমি খাই না। শ্যালের কাঁটা দিয়ে চচ্চরি তাও চলে।

    কংগোর ঝিংগাল্যাল্যা জংগলে গোরিলা শিকার কত্তে গিয়েই তো বিপত্তি। একটা প্রচন্ডো টাইপো হওয়ায় দেখি সেগুলান গেরিলা হয়ে বসে আছে, বন্দুক বাগিয়ে।

    এখন এট্টু হাইজ্যাকিত টেইম চলছে। তবে পীড় আমার সহায়। আমারে থাবায়ে রাখতে পারবো না। নখের ফাঁক দে' ঠিক ঝিট করে বেরিয়ে আসবো।
  • Abhyu | 97.81.103.39 | ২২ মার্চ ২০১১ ০৯:৩২469015
  • কিন্তু হুতোর তো একটা কাজের দিন, সোমবার, বৃথা গেল।
  • kumuudini | 122.162.176.161 | ২২ মার্চ ২০১১ ০৯:৪৭469016
  • এইয়ো,কে কয় ডিডিদাকে শেয়ালে ------

    সে কোথায় থাকে,ঠিকানা কি,কেমন দেকতে?
    দাঁড়াও/ন,আসচি,পথে হনুমানজীর থে গদাটা শুদু ধার নেব।
  • siki | 123.242.248.130 | ২২ মার্চ ২০১১ ০৯:৫৭469017
  • করোল বাগ হয়ে আস্‌চেন তো তা হলে?
  • M | 59.93.198.82 | ২২ মার্চ ২০১১ ১০:০৮469019
  • এবার কাঠবিড়ালির পিঠস্থিত ,ঝাঁসির রানীর মতো সাজপোষাকে কুমু উইদ গদার ছবিটা নেমে গেলো বলে।:P
  • Lama | 203.132.214.11 | ২২ মার্চ ২০১১ ১১:১১469020
  • দীপ্তেন্দার একখানি অধুনাবিস্মৃত কবিতা নিম্নে ঊদ্ধৃত হইল:

    "বিবর্ন শ্রাবণ সন্ধ্যা,
    ধুয়ে যায় রক্তিম আকাশ।
    বকেদের ঘুম পায়,
    কেরানীরা পায় অবকাশ।

    নিথর দিঘীর পাড়ে একপায়ে দাঁড়িয়ে সারস
    সে কি পেল সরপুঁটি?
    আমাদের জীবনে ঢ্যাঁড়স।

    ঢ্যাঁড়স , ঢ্যাঁড়স শুদু...
    জীবনে কি নেই কোনো কিমা?
    পেঁয়াজে রসুনে মেখে
    আলু ঝোলে পাঁঠার মহিমা?

    প্রসন্ন সন্ধ্যা নামে
    দিগন্তের ওপারে অবুঝ।
    আমার সঙ্কÄ¡র মাঝে
    ঢ্যাঁড়সের জেগেছে সবুজ।"

    কিছু কিছু ক্ষেত্রে স্মৃতি প্রতারণা করিয়া থাকিলে ত্রুটি মার্জনীয়।
  • hari | 151.141.84.194 | ২২ মার্চ ২০১১ ২০:০৭469021
  • হায় সেসব দিন! তখন গভীর দশ হয়ে তিনি সবে ফিল্ডে নেমেছেন, লিখতেন-
    "ডালেতে নুন ছিলো
    পানেতে চুন ছিলো
    আকাশে নীল অকারণে।"

    তারপরে এলো টাইয়ে আলুর দম পড়ে গিয়ে একজন নাকাল হয়েছিলেন, এদিকে গভীর দশ কইলেন তিনি টাই দিয়ে মুখ মোছেন। এরপরে মাথায় গরম চা ঢালা শুটিং নাটক হলো, নাটকের শেষে সবাই মেকাপ খুলে এসে দাড়ালেন, তার গভীর দশ লিখলেন
    " হাতে পেলে সোনাদানা
    হইনেকো দোনোমনা
    কষ্ঠিপাথরে জোরে বারে বারে ঘষি তা ---"

    সবচেয়ে চম্‌ৎকার ছিলো ভীমবেঠকার গুহার গল্প, সেখানে নরমুন্ডের মুড়িঘন্ট রাঁধার জন্য মোটা এক মহিলা নাকি মশলা বাটছেন। নাকি পোস্তো বাটছেন। আর ঋষি কইছেন, "ওহে ইন্দ্র, আজকাল পোস্তে আর তেমন স্বাদ নাই, টোমাঅগুলূ কেমন শুটকো মতন, তেমন লাল লাল গোল গোল তো আর পাই না! এসব তো তোমার দেখার কথা!"

    কিন্তু সেসব তো গভীর আর্কাইভেও খুজে পাই না! :-?

  • hari | 151.141.84.194 | ২২ মার্চ ২০১১ ২০:১৮469022
  • একসময়, বদ্যির গল্প লিখলেন গভীরদশ। ভীমসেন সুষেন চন্দ্রগুপ্ত সমুদ্রগুপ্ত বল্লালসেন সান ইয়াৎ সেন এইসব ইতিহাসের লোক পার হয়ে ভূগোলের আমুন্ডসেন অলসেন এনাদের কথা লিখলেন। শেষের লাইনে চমকালো আসল বিদ্যুৎ, "মশায়েরা, মরেও রক্ষা পাবেন না, চিত্রগুপ্ত হাজির। " :-)
  • kc | 89.203.49.18 | ২২ মার্চ ২০১১ ২০:২৬469023
  • গভীর দশের করা একটা কমপ্লেন, পাঁচ বছরেও যার প্রতিকার হয়নি,

    ''শোনো সব কোড লিখিয়েরা
    hayA`n লিখলে তো হঁ আসছে। এটা কেন হচ্ছে?
    কিন্তু ayA লিখলে অ্যা আসছে - এর আগে h দিলে ইতিবাচক শব্দ পাচ্চি না।
    আমাকে তাই ইয়েস লিখতে হচ্ছে আর কাঁদবার জন্য ভেউ ভেউ কত্তে হছে।
    এর কোনো পিতিকার হয় না?
    দীপ্তেন্দা''
  • kumudini | 122.162.176.161 | ২২ মার্চ ২০১১ ২২:২৭469024
  • hyA`n,হ্যাঁ,এইটের কথা কইচিলেন?
    কেসি যে,মেডামের খবর কি?
  • I | 14.99.7.113 | ২২ মার্চ ২০১১ ২২:৪৮469025
  • এক ছেলেন রাজশেখর বসু; তারপরে কচি করে সম্বুদ্ধ।

    তাপ্পরেই ডিপ টেন।
  • kumu | 122.162.176.161 | ২২ মার্চ ২০১১ ২২:৫৪469026
  • এতদিনে বঢ়াইয়ের সাথে একমত।
  • kc | 89.203.49.18 | ২২ মার্চ ২০১১ ২৩:৪৬469027
  • কুমুদি, মেডাম ভালোই আছেন।
    একসময় ভাটপাতাতে দীপ্তেনদার লাঞ্চের মেনু না শুনলে পেট ফেঁপে যেত।

    ''মধ্য তিরিশের প্রবীন সহকর্মী এনে দিল চাট্টি ইডলীশ্রী।
    হাওয়া দিলে উড়ে যায় এমন হাল্কা, বকে দিলে কেঁদে ফেলে এমন মোলায়েম আর বর্ণের কথা কি কইবো? যেন হাজার বছর ধরে ফেয়ার অ্যান্ড লাভলী মাখছে। চাট্টি ইডলীশ্রী গালে ফেলে এক ঘটি জল। ওয়া ওয়া। তাপ্পর ক্যান্টিনে ঢুকে তাকাইনি পজন্তো ওসব হাবিজাবির দিকে। কলার পাকামীতেই সন্তুষ্ট হয়ে চলে এলাম।''

  • r.h | 198.175.62.19 | ২৩ মার্চ ২০১১ ০২:০১469028
  • তবে...তবে ছবিতে ওটি কে? ঢিপির ওপর দাঁড়িয়ে রন্ধনপদ্ধতি কে বলছেন? দীপ্তেন্দা নয়?
    তবে... তবে...

    উ: ভাবতেও রোমহর্ষ হচ্ছে
  • lcm | 128.48.44.141 | ২৩ মার্চ ২০১১ ০২:১১469030
  • আমার বন্ধুর ম্যাড্রাসে থাকার সময় জন্ডিস হয়েছিল, ওকে ডাক্তার ইডলি চিনি দিয়ে খেতে বলেছিল। তাই দেখে আমরা প্ল্যান করেছিলাম, যে, ইডলিকে ঘিয়ে ভেজে চিনির রসে ছেড়ে দিলে কেমন হবে, সেটা আর করা হয়ে ওঠে নি।
  • Sibu | 66.102.14.4 | ২৩ মার্চ ২০১১ ০৪:২৫469031
  • মনে হয় চিনির শিরাতে ইডলি জড়িয়ে তুললে একটু চিতৈপিঠের মত লাগবে খেতে।
  • Abhyu | 97.81.103.39 | ২৩ মার্চ ২০১১ ০৪:৩৫469032
  • ভাজা ইডলি দিয়ে যে চাটটা এরা বানায় না - উলুপ্‌স্‌ http://www.madraschettinaad.com/appetizers.htm
  • r.h | 198.175.62.19 | ২৩ মার্চ ২০১১ ০৪:৫৩469033
  • এদিকে রহস্যময় আগন্তুক ডিডিদার ছদ্মবেশে শিয়ালসুক্তোর রেসিপি দিচ্ছে, আর এরা পড়েছে ইডলী নিয়ে।
    অবশ্য এই দু:সাহসিক অভিযানসমূহের অনুঘটক হিসেবে ইডলীর ভূমিকাও অনস্বীকার্য। আবার শিয়ালের সামাজিক রাজনৈতিক জীবনে ইডলীর ভূমিকা কাব্যনাট্যের মত না নাট্যকাব্যের মত তা নিয়েও এখনো আমরা মতৈক্যে পৌঁছতে পারিনি।
    তো যাগ্গে, ইডলীর আলোচনায় আমি নাক গলাতে চাইনা। কথায় বলে আপরুচি খানা। তবে তার সঙ্গে শিয়াল এবং শিয়ালকাঁটার কথাটাও একেবারে বিবেচনা না করা অন্যায্য হবে।
  • achintyarup | 59.93.241.106 | ২৩ মার্চ ২০১১ ০৫:০০469034
  • আরও আছে। ডিডির পায়ের নিচে ও কিসের ভাঙ্গা ডিম? নাকি প্রস্তরীভূত অর্ধভুক্ত দানবীয় ইডলি?
  • aka | 24.42.203.194 | ২৩ মার্চ ২০১১ ০৫:২৬469035
  • ইডলি চিনির সিরায় চোবালে ডোনাটসের কাছে যাবে। এত ডোনাটস ক্রেভিং ভালো নয়কো। রক্তে শর্করা বাড়ছে। ফাইট, ফাইট।
  • kumudini | 59.178.134.38 | ২৩ মার্চ ২০১১ ১২:১৮469036
  • ডিডির ঢিপির ওপর দাঁড়ানো ছবি কোথায় ?
  • siki | 123.242.248.130 | ২৩ মার্চ ২০১১ ১২:৪৯469037
  • চুলে ডিমের কুসুম লাগানো নিয়ে দীপ্তেন্দার কিছু মূল্যবান মতামত ছিল। তিনি এর ঘোরতর বিরোধী, কারণ, ক্ষে না জানে, কবি বলে গেছিলেন, অলকে কুসুম না দিও, শুধু শিথিল কবরী বাঁধিও।
  • kc | 194.126.37.76 | ২৩ মার্চ ২০১১ ১৩:১৬469038
  • ''দুয়ে দুয়ে চার হয়, দুধও হয়। পসন্দ আপনা আপনা।''
    গভীর দশ
  • siki | 123.242.248.130 | ২৩ মার্চ ২০১১ ১৩:৪১469039
  • এই:, এটা শিব্রাম। আদি ও অকৃত্রিম।

    দুয়ে দুয়ে চার হয়, দুয়ে দুয়ে বাইশ হয়, আবার তেমন গাই হলে দুয়ে দুয়ে দুধও হয়।
  • achintyarup | 121.241.214.38 | ২৩ মার্চ ২০১১ ১৮:০৫469041
  • রামকুমার চট্টোপাধ্যায়ের মুখে এই ধরণের একটি গলপ শুনেছিলাম। ওঁর প্রথম রেডিও স্টেশনে যাওয়ার অভিজ্ঞতা। আপিসে সামনে গিয়ে দাঁরিহ্যে আছেন, এমন সময় কেউ একজন (বীরেন্দ্রকৃষ্ণ কি? মনে নাই) এসে জিগ্যেস করলেন এখানে কি চাই? ছেলেমানুষ রামকুমারবাবু বললেন, আমি গাই। ভদ্রলোক একটু ভুরু কুঁচকে ওঁর দিকে তাকিয়ে বললেন, অ। তো সকালে বিকেলে ক' সের দাও?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে মতামত দিন