এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • কিলিমামাঞ্জারো বীক্ষ্য: শ্রীদীপ্তেন প্রনীত (অখন্ড)

    rabaahuta
    অন্যান্য | ১৮ মার্চ ২০১১ | ১০৯৯১ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kumudini | 59.178.38.17 | ২৩ মার্চ ২০১১ ১৮:১৫469042
  • অচিন্ত্যরূপ, রামকুমারবাবুকে চিনতেন?
  • kumudini | 59.178.38.17 | ২৩ মার্চ ২০১১ ১৮:২২469043
  • রামকুমারবাবুকে যিনি ঐ কথা বলেছিলেন,তিনি বোধহয় দাদাঠাকুর।
  • achintyarup | 121.241.214.38 | ২৩ মার্চ ২০১১ ১৮:৩২469045
  • রামকুমারকে কে না চেনে? তবে উনি আমাকে চিনতেন না। একটা অনুষ্ঠানে বলেছিলেন। হ্যাঁ, মনে পড়েছে, দাদাঠাকুর।
  • kumudini | 122.162.247.94 | ২৩ মার্চ ২০১১ ২৩:০৯469046
  • তিন্নং ছবি-

    ১।হুতো ও অন্য রাঁধুনী(মুখলাবণ্য বলে দিচ্চে উনি একজন মহিলা)দুজনেরি বাঁহাতে হাতা/খুন্তি ই:।
    ২।হুতোর কোমরে বোন্দুক নেই ক্যানো?
    ৩।ডিডিদা কি টেরোড্যাকটিলের আধখানা ডিমের ওপর চড়েছেন?বাকী আধখানা ও কুসুমের কী হৈল?
    ৪।কেউ কি সুপারমুনের দুইধার থেকে সামান্য অংশ খেয়ে গেছে?
    ৫।পশ্চাৎপট বড় সুন্দর।
  • kumudini | 122.162.247.94 | ২৩ মার্চ ২০১১ ২৩:২২469047
  • হরি,গতকালের ৮-০৭,৮-১৮ পোস্তোর লেখাগুলো কোথায় আছে?
  • dri | 117.194.235.130 | ২৩ মার্চ ২০১১ ২৩:৩৬469048
  • উনুন ও শেফের ওপর ও কিসের ছায়া? জিনিষটা তো ফ্রেমে নেই মনে হচ্ছে। চাঁদ, অবজেক্ট আর ছায়ার ওরিয়েন্টেশানটা একটু সুররিয়াল হয়েছে।

    কঙ্গোর জঙ্গলে এত মেপ্‌লের পাতা ক্যানো?

    ফটোতে একটু ফ্লেয়ার আর একটু ভিনিয়েট হয়েছে।
  • r.h | 198.175.62.19 | ২৩ মার্চ ২০১১ ২৩:৪০469049
  • কুমুদি, উনি কিনা যুদ্ধপারঙ্গম আনাসাজি উপজাতি বংশজ (মাথায় পালকের যুদ্ধটুপি দেখেননি?), তাই বন্দুক, আর আমি কিনা অহিংস বাঙালি, তাই আমার বন্দুক নাই। আর দক্ষিন বা বামপন্থা নিয়ে আমি কিছু বলবো না, দিনকাল খারাপ।
    টেরাডাকটিলের ডিম আর কীটদষ্ট চাঁদ, ঐ নিয়েই তো আসল রহস্য। আপনি কি ভাবেন আমরা শুধু শুক্তো খাওয়ার জন্যে বিভুঁই জঙ্গলে ঘুরে বেরিয়েছি? তবে সেসব নিয়ে আমার মুখ খোলা বারন। যে বলতে পারবেন তাঁকে ডাকুন গিয়ে।
  • lcm | 128.48.44.141 | ২৪ মার্চ ২০১১ ০০:০৭469050
  • অসাধারন কাজ! কাঁপাকাঁপি ! ভাসমান ছায়ার ওপর দাঁড়িয়ে রান্না! ওগুলো ইডলি মনে হচ্ছে, বার্বিকিউ ইড্‌লি। একটা লোক বন্দুক হাতে গ্রিল্‌ড ইড্‌লি পাহাড়া দিচ্ছে।

    r.h -এর কাজ ভারী সুন্দর।
  • Nina | 68.84.239.41 | ২৪ মার্চ ২০১১ ০৫:২৯469052
  • উফ! দুদিন ধরে গুরু খুলতে সময় পাচ্ছিন---পিছিয়ে পড়েছি----
    বাবাহুতো আর বরফ ভল্লাগছেনা --রদ্দুর আঁক বাবা!
  • dd | 124.247.203.12 | ২৪ মার্চ ২০১১ ১০:৪৮469053
  • ঝিংগাল্যালা জংগলে ভয়ংকর সব ঘটনা। টান টান উত্তেজনায় লোকে লম্বা হয়ে যায়। যেসব জিরাপেরা এট্টু ছোটোখাটো, তাদেরকে ঠেলে ঠুলে ঝিংগাল্যাল্যার জংগলে পাঠিয়ে দিলে আর চিন্তা থাকে না, তবে প্রান নিয়ে বেঁচে ফেরাই মুশকিল। শুদু মুশকিল ই না, নামকিন ও হ্যায়। (এরম ক্ষি একটা আপ্ত বাক্য ছিলো না ? প্রায় ই যেনো শুনতাম।)

    তবে কুমীরদের ব্যবহারটাই খুব দু:খজনক। ওরা নদীর মধ্যে গাছের গুঁড়ির মতন ভেসে থাকে। এটা কিন্তু দ্বিচারিতা। অথচ দেখুন ডাঙায় একটিও গাছের গুঁড়ি আপনি খুঁজে পাবেন না যেটি কুমীরের মতন চ্যাহারা বাগিয়ে আহ্লাদে ল্যাজ দাপাচ্ছে।
    এর ফলে জলে ভেসে থাকা জেনুইন গাছের গুঁড়িতে ভালো ভালো পাখীরা বসে না। দু:খে ভাসমান গাছের গুঁড়িরা সবুজ হয়ে যায়।

    খুব ঘন জংগল। বড় বড় গাছের থেকে নানান ধরনের ফল পাকুড় ও বেশ কয়েক ধরনের বাঁদর ঝুলে আছে। ঝোপ ঝাড়ে এক ধরনের হিংস্র প্রজাপতি আছে তারা নাকের সামনে ফড় ফড় করে উড়ে খটাস করে কামড় দেয়। এক ধরনের মাকড়সা আছে তারা কিচ্ছুটি বলে না,কিন্তু কিন্তু ভাব করে কেমন একটা সজল চোখে তাকিয়ে থাকে। তারপর খুব অপরাধী মুখ করে অভিমানে ঠোঁট ফুলিয়ে জুতোর শুকতলা থেকে শুরু করে আদ্যোপান্ত খেয়ে ফেলে, কিন্তু তাদের ভাব ভংগী এতো করুন যে বারন করতেও লজ্জায় মাথা কাটা যায়।

    এ ছাড়াও এক ধরনের পাগলাটে পাখী আছে, মেরুন সবুজ রঙের, তারা বড় ব্যাংএর ছাতার নীচে দাঁড়িয়ে বিশ্রী ভাবে গ্যাংঅর গ্যাং করে ডাকতে থাকে, যতোক্ষন না কোন সাপ এসে হ্যাট হ্যাট করে তাড়িয়ে না দেয়, পাখীগুলো অম্নি চেঁচাতেই থাকে। তার পর ফ্যারেঞ্জাইটিস হয়ে এক্কেবারে মরে যায়।

    এইসবের ফটুক গুলো আগে উঠুক তার পর পরের কিস্তি ও মাত।
  • siki | 123.242.248.130 | ২৪ মার্চ ২০১১ ১২:০৭469054
  • লাস্টে কিস্তি আর মাত পড়ার পরে ল্যাখাটা আরেকবার পড়লাম। পুউরো সেই টিনটিনের স্বপ্নটার মত শুনতে লাগল। ক্যালকুলাস আর ক্যাপ্টেন হ্যাডককে নিয়ে। কোন বইতে যেন ছিল? ক্যালকুলাসের কাণ্ড? নাকি লোহিত সাগরের হাঙর?
  • pharida | 220.227.148.193 | ২৪ মার্চ ২০১১ ১২:১৯469055
  • টু মাচ !!

    শিবরামের 'আমার সম্পাদক শিকার' গল্পের পাগলটার মতো লাগছে নিজেকে :))

    যে কিনা লেখকের স্বরচিত সম্পাদকীয় পড়ে নিজের ঘরে আগুন লাগিয়ে বেড়িয়ে এসেছিল আর রাস্তায় যাকে পাচ্ছিল পেটাচ্ছিল !!
  • Bratin | 122.248.183.1 | ২৪ মার্চ ২০১১ ১৩:৫১469056
  • না না আমার সম্পাদক শিকার গল্পে এরকম কিছু হয় নি। শিবরাম অনেক পত্রিকায় লেখার পরে কোন পত্রিকায় লেখা ছাপা না হওয়ায় একটু ফ্রাস্ট্রু খেয়ে শেষে একটা কৃষি পত্রিকায় একটা পদ্য লিখেছিল । যার প্রথম টা এইরকম...

    শিম
    সুরের মাঝে তুমি যে অসীম।

    তাতে সম্পাদক খুব ঘাবড়ে গিয়ে জিগিয়েছিল তুমি কী এর আগে পদ্য লিখেছো? শিবরাম জানায় না। এটি ই তার প্রথম চেষ্টা। তখন সম্পাদক শিবরামের ঘড়ি চলছে না দেখে একটা একটা করে তার সব পার্টস খুলে নেয়। তারপরে ডালা টা চাপা দেবার চেষ্টা করে । বলা বাহুল্য ঢাকা টা আটকায় না। তখন সম্পাদক সব শুদ্ধু শিবরাম কে ফেরত দেয়। শিবরাম এট কী হল জানতে চাওয়া য় সম্পাদক জানান এটাও ওনার প্রথম চেষ্টা!!
  • pharida | 220.227.148.193 | ২৪ মার্চ ২০১১ ১৪:০৭469057
  • এই গল্পটাতেই তার পরে শিবরামের চাগরি হবে সেই কৃষি পত্রিকায়। প্রবন্ধের শেষে যেটুকু জায়গা থাকবে সেখানে দু লাইনের পদ্য লেখার।

    এরপরে সম্পাদক একবার হাওয়া বদল করতে গেলে শিবরামের হাতে সম্পাদনার ভার দিয়ে যান। সম্পাদকীয় লিখতে হবে কিনা সেটা ঠিক বলা না থকায় শিবরাম নিজেই ওটা লিখে ফেলেন।

    তাতে নানা লোমহর্ষক ব্যাপার ছিল - গাছ থেকে কিভাবে মুলো পাড়তে হয় তার বিশদ ব্যাখ্যা এইসব।

    সেটা পড়েই একজন পাগল হয়ে গেছিল।

    পুরো গল্পটা আমি বছরে অন্তত: একবার করে পড়ি।
  • Bratin | 122.248.183.1 | ২৪ মার্চ ২০১১ ১৪:২৮469058
  • ঠিক আলু গাছ থেকে পাড়ার জন্যে ছেলে কে গাছের ওপরে পাঠিয়ে দিতে বলেছিল।

    এছাড়া 'গাছের ডাল' আর 'ছোলার ডাল' এ যে পার্থক্য আছে সেটা শিবরাম ছাড়া সবাই জানে। এর জন্যে দেড় পাতা নিউজস প্রিন্ট খরচা করার কোন দরকার ছিল না!!
  • M | 59.93.223.237 | ২৪ মার্চ ২০১১ ১৫:০১469059
  • আরে কবিতাটা এরকম ছিলো না?

    সীমের মাঝে অসীম তুমি বাজাও আপন সুর
    ধামার মাঝে তোমার প্রকাশ তাই এত মধুর।
  • kumudini | 122.162.247.54 | ২৪ মার্চ ২০১১ ২২:৪৯469061
  • পাখী,কুমীর,সাপ,দেঁতো প্রজাপতি-সক্কলের চোখেমুখে এত আনন্দ কিসের?
    এ ক্ষীসের লাবণ্যে পূর্ণ প্রাণ,লামাশ্রী হে!
    ঝিংগালালা জঙ্গলের না নন্দনকাননের ফোটুক?
  • Lama | 117.194.225.66 | ২৪ মার্চ ২০১১ ২২:৫২469063
  • উহা প্রতিথযশা শিপ্লির হস্তে পোর্ট্রেটিত হইবার আহ্লাদ
  • siki | 122.162.75.73 | ২৪ মার্চ ২০১১ ২৩:২৬469065
  • আমার আবার আপিসে হেইচটিটিপি পিকাসাওয়েব ব্লক করা। কিন্তু এস লাগালেই খুলে যায় :-)
  • Lama | 117.194.243.168 | ২৪ মার্চ ২০১১ ২৩:৩৪469066
  • আমারো তাই :) মনে হয় কোনো নাগা সন্ন্যাসীর আশীর্বাদে (বা অভিশাপে)
  • siki | 122.162.75.73 | ২৪ মার্চ ২০১১ ২৩:৫০469067
  • :-)

    অথচ আমাদের আজও দেখা হল না!
  • kumudini | 122.162.233.160 | ২৭ মার্চ ২০১১ ১৯:২৩469068
  • কালরাতে এই স্বপ্নটা দেখলুম:

    হুতো ঝিংগালালার জঙ্গলে দৌড়ে দৌড়ে প্রজাপতি ধরছে,কিন্তু যেগুলোর দাঁত খারাপ সেগুলোকে ছেড়ে দিচ্ছে।

    লাজুক মাকড়সা করুণ মুখে লামার একপাটি চটিজুতো খেয়ে ফেল্ল,তাই অন্য পাটিও তাদের খেতে দিয়ে লামা খালি পা ঝুলিয়ে বসে আছে।সাম্নেই আনাসাজি উপজাতির সেই মহিলা শেয়ালকাঁটা ফুলের পকোড়া ভাজছেন।লামার মুখের ৯৮।৭% জুড়ে প্রচণ্ড খিদে খিদে ভাব,বাকী অংশে ঐ অসামান্য রূপলাবণ্যবতী মহিলার জন্য সামান্য ইসে।

    ডিডিদা আধখানা খোলার ওপর ব্যালেন্স করে দাঁড়িয়ে ল্যাপীতে নরবলির সহজ/কঠিনতম ম্যানুয়াল ডাউনলোডাচ্ছেন,আর মাঝে মাঝে কিড়বিড় করে বলছেন ""ক্র্যাশ কল্লে আজ এই ছোঁড়া দুটোকে----"

  • Bratin | 117.194.101.115 | ২৭ মার্চ ২০১১ ১৯:৪৪469069
  • কালকে আবার গল্প টা পড়লাম। মানসী র পদ্য ১০০% রাইট।
  • hari | 151.141.84.191 | ২৯ মার্চ ২০১১ ০৩:৩৮469070
  • কুমুদিনী, আজ তোমার কোশ্চেন দেখলাম। নাহে ঐ ভীমবেঠ্‌কায় পোস্তোবাটার গল্প তো এখানের না। সে প্রাগৈতিহাসিক যুগে বিএলের মতামতে উঠেছিলো। :-)
  • kumudini | 59.178.135.94 | ২৯ মার্চ ২০১১ ১৮:২৬469071
  • কেউ আর লেখে না এখানে।:-((
    :
    হুতো(পজ্জন্ত)বেজায় সিরিয়াস হয়ে গান শুনচে।
    লামা কোথায় কে জানে(??)।
    ডিডিদারো সাড়া নেই।
    দুদিন দেখি,তাপ্পর আমিও ঘোর সিরিয়াস হয়ে যাব।
  • Bratin | 122.248.183.1 | ২৯ মার্চ ২০১১ ১৮:৩৯469072
  • আমার এক খান প্রশ্ন ছিল। মাকড়সা র মুখ এক ই সঙ্গে লাজুক আর করুণ কী করে হবে? :-))
  • r.h | 198.175.62.19 | ২৯ মার্চ ২০১১ ২১:২৬469074
  • বলছি কি, করুণ আর লাজুকের মধ্যে সত্যিই কোন বিরোধ আছে নাকি? সিরিয়াসলি?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল প্রতিক্রিয়া দিন