এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • কিলিমামাঞ্জারো বীক্ষ্য: শ্রীদীপ্তেন প্রনীত (অখন্ড)

    rabaahuta
    অন্যান্য | ১৮ মার্চ ২০১১ | ১০৯৯৬ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kd | 96.224.22.230 | ২৯ মার্চ ২০১১ ২২:২৫469075
  • একদম না! এই দ্যাকো না আমাকে! পারফেক্ট এক্‌জাম্‌প্‌ল!
  • Bratin | 117.194.99.228 | ২৯ মার্চ ২০১১ ২৩:১৮469076
  • একই অঙ্গে ( থুড়ি মুখে) এত রুপ দেখি নি তো আগে!! :-))
  • dd | 122.167.14.253 | ৩০ মার্চ ২০১১ ০০:০৬469077
  • এট্টু খারান।

    পুর্ব স্মৃতি খুব চেগেছে। ঐ ঝিংগাল্যাল্যা বনস্থলীতে রোমাঞ্চকর অভিযান। মারাত্মক রাবীন্দ্রিক বাদুর, আদ্যোপান্ত গান্ধীবাদী নৃমুন্ডশিকারী , সলজ্জ অপিচ সত্যনিষ্ঠ জাগুয়ার এবং এক্সাকটলি পলিটিক্যালি কারেক্ট কুমীর ফৌজ। সব থাগবে।

    অ্যাখোন এট্টু কুয়াসাদশা চলছে। মংগল স্লাইট বকড়ি। বৃহষ্পতি ঘাড়ে নি:শ্বাস ফেলছে ফোঁশ ফোঁশ। সেকেন্ডারী ডীপ ব্রিদিংএর ফলাফল এখনো অজানা।

    সংগে থাগবেন্না। প্লীজ। ভালো করে ঘুমিয়ে নিন।, ফটুক সহ, কাল পশশুর মধ্যে আপডেট হবেই।

  • Lama | 117.194.229.12 | ০২ এপ্রিল ২০১১ ০১:৪৫469078
  • আজই কি সেই বহুপ্রতীক্ষিত পরশু নয়?
  • achintyarup | 121.241.214.38 | ০২ এপ্রিল ২০১১ ০১:৪৯469079
  • পরশু এই একটু আগে চলে গেল :-((
  • r.h | 198.175.62.19 | ০২ এপ্রিল ২০১১ ০১:৫০469080
  • এ এক অনত পর্শু
    এ এক জলজ্যান্ত অলাতচক্রছাপ
    টেকসই হাওয়াইচপ্পল যার ক্ষুরধার
    তলোয়ার হতে হতে কাস্তে হয়ে ঝুলে থাকে দখিনা পবনে
    নিশিরাত কেঁদে যায়, কঁকিয়ে ওঠে হুইস্কির খোঁয়াড়ি কাটিয়ে
    এ এক অনত পর্শু যেন জীবনচক্রে আঁকা
    পরাভূত ছারপোকার শব।

    এ এক অনত পর্শু যেন থেমে গেছে কাল, কূট তার্কিক।
  • achintyarup | 121.241.214.38 | ০২ এপ্রিল ২০১১ ০১:৫২469082
  • জ্যান্ত অলাতচক্রছাপ মানে কি টসটসে ফোসকা?
  • r.h | 198.175.62.19 | ০২ এপ্রিল ২০১১ ০১:৫২469081
  • ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ

    (কেউ তো প্রশংসা করবে না, কিন্তু নিজের মহান সৃষ্টির প্রতি আমার একটা দ্বায়িত্ব আছে।)
  • r.h | 198.175.62.19 | ০২ এপ্রিল ২০১১ ০১:৫৭469083
  • মুগুরছাপের মত অলাতচক্রছাপ। নতুন ব্র্যান্ড। খুব টনকো।
  • achintyarup | 121.241.214.38 | ০২ এপ্রিল ২০১১ ০২:০৩468946
  • আমাদের আপিসের এক শিল্পী এঁকেছিল দিদি এক বিশাল হাওয়াই চপ্পলে চড়ে উড়ে চলেছেন, নিচে বুদ্ধ-বিমান-লালবাড়ি...
  • r.h | 198.175.62.19 | ০২ এপ্রিল ২০১১ ০২:০৮468947
  • সব অনত গুলো অনন্ত হবে। সরি সরি।
  • hari | 151.141.84.114 | ০২ এপ্রিল ২০১১ ০৬:৩১468948
  • অনত মন্দ কী? "বলো বী-ঈ-ঈ-র" ---বলে একটা জম্পেশ টান দিয়ে কবিতা পাঠ করতে করতে আবেগ থরথর পরশু, কখনো মাথা নোয়ায় না, শির নেহারি বরং অবনত হয়ে পড়ে শিখর হিমাদ্রীর! :-)
    হায় পরশু, তোমার রাম নাই!
  • dd | 122.167.53.11 | ০২ এপ্রিল ২০১১ ১৩:৩১468949
  • ঝিংগাল্যাল্যার জংগলে পদে পদে বিপদ। আপদ ও প্রচুর।

    ক্যানিবালে ভর্তি। তবে এখন তারা অনেক বদলে গেছেন । হাই কলেস্টরলে ভোগার জন্য
    ঘাস পাতাও প্রচুর খান। পোষাক আষাক ও সভ্য গোছের, বেশ ঘাসের লংস্কার্ট আর বারমুডা পরে নাচতে নাচতে এসে অভিযাত্রীদের আচ্ছা করে টক দই,জিরে,আদা,রসুন, কাঁচা লংকা বাটা আর নুন (আন্দাজ মতন) মাখিয়ে ম্যারিনেড করে তারা সপরিবারে বসে যান গান্ধিগিরি করতে । যতোক্ষন না অভিযাত্রী স্বেছায় রান্নার কড়াইতে ঢুকছেন ততক্ষন ওরা না খেয়ে বসে থাকে সজল নয়নে। তাদের চোখের জল আর লালায় ভিজে জায় রান্না ঘর। শোকে ও সমবেদনায় অভিযাত্রীদের বুক ফেটে যায়। তখন তাদের কেটে কুটে খেয়ে ফেলা হয়।

    আর আছে বিশ্ব বাদুরের দল। কোতি কোটি। সন্ধ্যা হতেই তাদের ছানাপোনারা গুহার থেকে বেড়িয়ে এসে তুমূল হটাগোল শুরু করে। যাবো ? যাবো? কখন যাবো? এখন যাবো? কখন?

    অবশেষে দলপতি কম্বুকন্ঠে ঘোষণা করেন Okkay,okaay,okkay GO আর সহসাই নিশীথ রাত্রের বক্ষ চিড়িয়া এক অলৌকিক কলধ্বনি শ্রোতাদের ভয়ার্ত্ত করে। আমাদের দলে এক দেড়েল কবি ছিলেন তিনি এই নিয়ে একটি আধা ভুতের গপ্পো ও লিখেছেন। পড়ে দেখতে পারেন।

    আর বানোর,কুমীর আর জলহস্তির গপ্পোটা জানেন না বুঝি? দাড়ান, খেলাটা দেখে নিন। ফটো গুলো উঠুক। তারপর জ্যান্তো জিরাপের কথাও কমু খনে।
  • kumudini | 122.162.173.105 | ০২ এপ্রিল ২০১১ ১৮:১৮468950
  • হুতোকে হাত্তালি একটা পোস্তো লিখলুম ,সেটা কই?
    যাগ্গে,আবার হাত্তালি।
    ডিডিদা,আমার স্বপ্নটা তবে কিছুটা সত্যি ছিল?
  • dd | 124.247.203.12 | ০৬ এপ্রিল ২০১১ ১১:৪৪468951
  • উপরে ঘন ঘোর আকাশ। গুরু গুরু মেঘ গরজি গরজি ঘনাইছে বনে বনে। সেই দুরে মসীমাখা গ্রামের নামটি শিখিপাখা। আর আমাদের ঐ হ্রদের নামটি টিটিকাকা। তবে জ্যোৎস্না রাত হলেই সব্বাই বনে চলে যায়। সব মিলিয়ে নীল অরণ্য শিহরে।

    পাহাড়ের নীচে এক মাছ পুকুর। এক বিশাল টানেলের মধ্য দিয়ে যেতে হয় । কবি দেড়েল গান ধরলেন "ঈ ক্ষী বিপুল সুরংগ হে" (ক্রমে এই গানটি খুব ফেমাস হয় ও ঐ নামে ছিলংকার ঝিঁঝিঁ টীমে একজন বল্লেবাজ আসেন)।

    মাছ পুকুরে মাছের মেলা, মেলা মাছ। চার দিন,আচার দিন,মাছ আসবেই। রুই কাতলা শাল পিয়াল। মাগুর সিংগুর। ঝোলাগুড়।

    কপাল ভালো থাকলে ভেটকি মাছের ফিলে এমন ক্ষি চিতল মাছের মুইঠ্‌ঠাও ধরা যায়। তবে সেটা ভাগ্যের ব্যাপার। একবার না ক্ষি একজন ইলিশ মাছ ভাজাও ধরেছিলেন, তবে মাছোলাদের গপ্পো তো, মিছে কথাও হতে পারে।

    মোট কথা রাঘব বোয়ালদের ধরতে পারলেও ছেড়ে দিতে হয়,চুনো পুঁটিদের ধরতে নেই আর গভীর জলের মাছেরা অধরা মাধুরী তে দীক্ষীত হয়েই সারা জীবন কাটিয়ে দেন।

    (আজকাল আর ফটুক উঠছে না।) বিমর্ষ হয়ে হাই তোলা।
  • achintyarup | 121.241.214.38 | ০৬ এপ্রিল ২০১১ ১৭:২৪468952
  • ঐ ইলিশ মাছ ভাজা ধরার ব্যাপারটা ঠিক বিশ্বাস হচ্ছে না।
  • kumudini | 59.178.36.20 | ০৬ এপ্রিল ২০১১ ১৭:৪৯468953
  • চুপ করো অবিশ্বাসী,বেশী কথা কোয়ো না।
  • ranjan roy | 122.161.206.124 | ০৬ এপ্রিল ২০১১ ১৮:২০468954
  • ঝিংগালালার জঙ্গলে আজ ভাজা মাছেদের মিছিল।
    ইলিশ মাছের গাদার টুকরোটা ইনিয়ে বিনিয়ে কাঁদছে।
    -- যত্ত ছোটলোকের দল! হাড়কঞ্জুস!
    এতটুকু তেল কিনে খরচা করবে না। খালি মাছের তেলে মাছ ভাজার মতলব। আমার লাগে না বুঝি?
    ওই দীপ্তেন-চিফটেন হল নষ্টের গোড়া।
    ও একবার ওর নিজের তেলে নিজেকে ভেজে দেখুক না, কেমন লাগে!

    সঙ্গে সঙ্গে পুঁটিমাছভাজা গুলো তাদের গায়ের থেকে ভাজা পেঁয়াজ-লংকাগুঁড়োর ফ্রক এসব খুলে ফেলে প্রতিবাদের নগ্ন মিছিল শুরু করল।
    --- চলবে না! চলবে না! দিতে হবে, দিতে হবে!

    ভেটকি আর বোয়ালগুলো বোঝে নি।
    -- আ মোলো যা! কি দিতে হবে?
    ---ইম্পোর্টেড অলিভ অয়েল। ও ছাড়া আমরা আর কোন তেল গায়ে মাখবো না। আমাদের চেহারার লাবণ্য ঝরে যাবে।
    --- কোথায় পাওয়া যাবে ওই অলিভ অয়েল?
    -- বিগ বাজার মলে।
    এবার মিছিলের শ্লোগান বদলে গেল---
    মল চাই, মল চাই! ঝিঙ্গালালায় মল চাই।
    বাওবাব গাছের পেছনে দুটো নীলগাই মলত্যাগ করছিল।
    শ্লোগান কানে যাওয়া মাত্র আছোঁচা অবস্থায় ছুটে পালাল।।
  • dd | 124.247.203.12 | ০৮ এপ্রিল ২০১১ ১১:২৫468955
  • ঝিংগাল্যাল্যা বনস্থলীর আধ্যাত্মিক রহস্যটা ক্ষি আপ্নেদের একেবারেই অজানা? আপনেরা ক্ষি নোটবই আদৌ পড়েন্নি?

    কথিত আছে মহর্ষি ঈশেন এই অরণ্যাণীতেই সিদ্ধি লাভ করেন, এর ফলে উনার তিন দিন নাগাড়ে পেট খারাব ও ছিলো, সে যাগ্গে। হেথায় অতিবামপ্রস্থে এসে ঘোর তপস্যায় (প্লাস কিছু চেনাজানাও ছিলো)ওনার জ্ঞানচক্ষু উন্মীলিত হয়,এক সাথে চারটি। তিনি ল্যাল্যাশাস্ত্র রচনা করেন, পরে সেটারই এডিটেড ভার্সন ল্যাল্যা মুনিপ্রস্থ নামে সমধিক খ্যাতি অর্জন করে।

    গভীর অরণ্যে তার এক গুচ্ছ দাড়ি প্রস্তরীভুত হয়ে রয়েছে। সেখানে পিছিয়ে পরা নিম্নবর্গের নরমুন্ডশিকারীরা নিয়মিত আলুসেদ্দো বলি দিয়ে পুজা আচ্চা করে।

    বান্দরদিগের সাথে মহামুনির বিশেষ সখ্যতা ছিলো,তাদের সাথে সাঁঝের বেলায় তিনি নানান গুঢ় রহস্য আলাপ করতেন ঈটিই পরে "বান্দরের সান্ধ্য ভাষা" নামে ছাপিত হয় এবং মানুষজন ছাড়াও জিরাপ ভালুক ও সজারুদের কাছে সমাদৃত হয়।

  • siki | 122.162.75.218 | ০৮ এপ্রিল ২০১১ ১১:৪৯468957
  • সিংগুরেরই আলু ছিল না, সেগুলো? ঐ যেগুলো নরকের আগুনে ঝলসে হাপ বয়েল করে বলি দেওয়া হত?
  • dd | 122.166.133.102 | ১৩ এপ্রিল ২০১১ ২২:১৮468958
  • সেবারে আমাদের দেড়েল কবিরে বাফেলোয় ধরেছিলো। সে বেচারা বাঘের ভয়ে কাছাকাছি না গিয়ে নিরিবিলিতে এট্টু দুরে প্রাত:কৃত্য কর্মে ব্যাস্তো ছিলো, সেই সময়ে বাফেলোর অতর্কিত প্রবেশ ও দেড়েলের দৌড়, একটু আর্কিমেদীসিয় ভংগিমায়।

    কিন্তু জাত কবি। টেন্টে ফিরে এসেই পদ্দো লিকে ফেল্লেন।

    কেলো ? তা সে যতোই কেলো হোক
    আমি দেখেছি সেই গুন্ডা মতন মোষ
    আমায় ঘিড়ে ছিলো বনের ঘাস
    হঠাৎ শুনি জ্বলন্ত নি:শ্বাস
    ঘাসের মাঝে খেলিয়ে গেলো ঢেউ
    কেলিয়ে গেলো বাঘ আর সাথী ফেউ

    ভীষন রাগী হুংকারে ফোঁস ফাঁস
    পেন্টু পরার পাই নি অবকাশ
    আকাশ পানে উঁচিয়ে লম্বা ল্যাজ
    "গুংগা" বলে বাপরে ক্ষী" আওয়াজ

    আমার পানে আসলো কেনো ধেয়ে
    মোষই জানে ভালো সবার চেয়ে

    শুনিচি, এটার ই এক রোম্যান্টিক প্যারোডি বানিয়ে আরেক দেড়েল কবি সুর টুর দিয়ে দিব্বি গান লিখে বিস্তর হাত্তালি পেয়েছেন।

  • kumudini | 122.163.144.72 | ১৩ এপ্রিল ২০১১ ২২:৪৩468959
  • ডিডিদা,অতুলনীয়,হাত্তালি।
    ফোটো কই?অ হুতো!
  • Nina | 68.84.239.41 | ১৪ এপ্রিল ২০১১ ০৫:৪৩468960
  • দুর্দ্দান্ত! একেবারে গোল্মরিচ ;-))
  • র২হ | 208.175.62.19 | ০৪ জুন ২০১২ ২৩:৩৬468961
  • সিংহের চপের আসল শুদ্ধ নিরামিষ রেসিপি আসলে এখানে লেখা উচিত ছিল। কিন্তু জগতে উচিত কাজগুলো সব ঠিকঠাক হলে আমাকে আজ এই ছাতার আপিসে বসে গুরু করতে হতো না।
  • aranya | 154.160.226.53 | ০৪ জুন ২০১২ ২৩:৪১468962
  • সিংহের চপ পড়ে অব্দি এই টই-টার কথাই ভাবছিলুম বটে, নামটা বিস্মৃতিতে ডুব মেরে ছিল।
  • Tim | 208.82.20.199 | ০৫ জুন ২০১২ ০০:৪৬468963

  • কিন্তু খাবারদাবার কি এখানে দেয়া যাবে? এতো ডিডিদার কিচেন।
  • কল্লোল | 111.63.186.34 | ০৫ জুন ২০১২ ০৫:৫৭468964
  • শালার কলকাত্তইয়া দেড়েলটা খুব হারামী তো!! অমন চমৎকার পদ্যটা ঝেড়ে দিলে।
    ওহঃ ক্ষি লাইন। ভীষণ রাগী হুংকারে ফোঁস ফাঁস / পেন্টু পরার পায়নি অবকাশ।
    আহাহা কি কারুণ্যো। কি লাজন্তো।
  • Abhyu | 107.89.19.52 | ০৮ জানুয়ারি ২০১৩ ২১:৫৫468965
  • এই টইটারও একটু আপডেট চাই। ডিডিদা?
  • rabaahuta | 172.136.192.1 | ২৪ জুলাই ২০১৩ ২২:০০468966
  • সাব্লাইম ক্যাওড়ামি হলে জঙ্গলে যেতে হয়।

    ঠাকুর এইদিকটা দেখেননি, কিন্তু পীড় বলেছেন।
  • | 24.96.168.76 | ২৪ জুলাই ২০১৩ ২২:০৯468968
  • ওঃ এই মাছপুকুরের কথা পড়েই মনে হয় পুকুরে ইলিশের জার্ম ছাড়ার বুদ্ধিটা এসেছে তেনার মাথায়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে প্রতিক্রিয়া দিন