এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • অনিল বসু ও গৌতম দেব

    Ishan
    অন্যান্য | ২৩ এপ্রিল ২০১১ | ৪৯০৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ishan | 117.194.33.136 | ২৩ এপ্রিল ২০১১ ২১:৫০470754
  • "মমতা তো উটমুখী। সবসময় উপরের দিকে মুখ। তলাতে কি হচ্ছে, দেশের কি হচ্ছে মানুষের কি হচ্ছে... আমি সেজন্য বলি ওরে উটমুখী আরামবাগে আয়। আরামবাগে এসে দেখে যা।
    ...

    কোটি কোটি টাকা বিলি করেছে ধরা পড়ে গেছে। কালো টাকা, বিদেশের টাকা, আমাদের দেশের বড়লোকদের টাকা নিয়ে এইসব করছে সব। এই ফ্ল্যাগ টাঙিয়েছে, এই ফেস্টুন টাঙিয়েছে। আবার টাকার অভাব। মমতা মানে সততা? মমতা মানে সততা? কিসের সততা? ও বক্তৃতা করেছে। হাড়োয়াতে। গত পরশু দিনের আগের দিন। কি বলেছে জানেন? বলে আমাকে চেন্নাই থেকে, ম্যাড্রাস থেকে, ব্যাঙ্গালোর থেকে আমাকে বলেছিল টাকা নাও। আমি টাকা নিইনি। আমি মনে করি ঠিক কথাই বলেছে। সত্যি কথাই বলেছে। নেবে কেন? ও চেন্নাই ব্যাঙ্গালোরের টাকা নেবে কেন? ঐ কলকাতার সোনাগাছিতে যে মেয়েরা থাকে, তাদের ঘরে যখন বড়ো পয়সাওলা বাবু বসে, তারা ছোটো বাবুদের দিকে তাকিয়েও দেখেনা। মমতাকে আমেরিকা টাকা দিচ্ছে। ও চেন্নাই ব্যাঙ্গালোরের টাকা নেবে কেন? বড়ো বাবু পেয়ে গেছে। বড়ো বাবু পেয়ে গেছে। আমি মমতাকে জিজ্ঞেস করি, বাবা ৩৪ কোটি টাকা কোথা থেকে পেলে? তোমার কোন ভাতারে তোমাকে দিল? বলো কোন ভাতারে দিয়েছে?"

    -------------------------------------------------

    অনিল বসু হলেন প্রাক্তন সিপিএম সংসদ। এককালে আরামবাগ থেকে রেকর্ড ভোটে (প্রায় ছয় লাখ) জিতেছিলেন। ভোটের প্রচারে আরামবাগের জনসভায় তিনি এই বক্তব্যটি পেশ করেছেন। টিভি ক্যামেরার সামনে। অন রেকর্ড।
  • dukhe | 117.194.239.173 | ২৩ এপ্রিল ২০১১ ২২:২৫470778
  • অনিল বসুর একটা বড় ছবি ঘরে টাঙাব ভাবছি । গৌতম দেবেরটাও কি রাখা উচিত ?
  • AM | 121.245.11.231 | ২৩ এপ্রিল ২০১১ ২২:৩১470789
  • আর কল্যাণ বাড়ুজ্জের মণিমুক্তো নিয়ে টই খোলা হবে না ? না লোকসভার মত ওনার দুশ্‌টুমিশি্‌ট কমেন্ট নিয়ে উল্টে সিপিএম কেই খিল্লি দেওয়া হবে ? এরা নিতে পারে না ইত্যাদি । কানা অতুল্য বলেছিল তাই " বুদ্ধ স্কচ খেয়ে নন্দনে বেলি দ্যান্স দেখে" বলেছে ঠিক করেছে বলে আবার চন্দ্রৈল্য বুবুভা বেরোবে ?
  • r.h | 67.96.80.214 | ২৩ এপ্রিল ২০১১ ২২:৩৩470800
  • খুলুন না টই। বেশ তো।
  • dukhe | 117.194.239.173 | ২৩ এপ্রিল ২০১১ ২২:৩৮470811
  • ঘরে পাঁচটার বেশি ছবি টাঙানোর জায়গা নেই । যা করবার তার মধ্যে করুন ।
  • Bratin | 117.194.103.71 | ২৩ এপ্রিল ২০১১ ২২:৪৭470822
  • দুখে, তাহলে চাপ আছে সি পি এম এ মহাপুরুষ দের সংখ্যা তো কম নয়!! :-))
  • ranjan roy | 122.168.184.37 | ২৩ এপ্রিল ২০১১ ২২:৪৮470833
  • AM,
    টই খুলতে মানা করেছে কে? আপনার যাকে ইচ্ছে তাকে নিয়ে খিল্লি করুন-- আমরা অপার আনন্দসাগরে ভাসবো।
  • dukhe | 117.194.239.173 | ২৩ এপ্রিল ২০১১ ২২:৫২470844
  • আমি প্রথমে ভেবেছিলাম স্বামীজি, রবিদাদু, নেতাজি, জগদীশ বোস আর সত্যজিৎ । তা সত্যজিতের স্লটটা অনিলবাবু খেয়ে গেলেন । রইল বাকি চার ।
  • Bratin | 117.194.103.71 | ২৩ এপ্রিল ২০১১ ২২:৫৩470855
  • ইয়ে, অনিল বিশ্বাস??
  • Arpan | 112.133.206.18 | ২৩ এপ্রিল ২০১১ ২২:৫৭470755
  • না না, অনিল বসু। দুর্জনে বলে ওনার পূর্বাশ্রমের নাম মানিক রায়।

    সত্যজিতের স্লটটার উনিই দাবিদার।
  • dukhe | 117.194.239.173 | ২৩ এপ্রিল ২০১১ ২৩:০৬470766
  • ও, মানিক রায় ? তবে তো সত্যজিৎ নিয়ে কোন চিন্তাই নেই ।
  • Suvajit | 59.177.192.155 | ২৪ এপ্রিল ২০১১ ০১:৪২470770
  • আমি ভাবছি যে কোনো একজন আঞ্চলিক নেতা যদি উত্তরপ্রদেশে বসে মায়াবতীর নামে এই কথা বলতেন (রীতা জোশীর ঘটনা নিশ্চয়ই মনে থাকবে), বা তামিলনাড়ুতে জয়ললিতার বিরুদ্ধে, বা দিল্লিতে শীলা দীক্ষিত বা সুষমা স্বরাজের বিরুদ্ধে তাহলে তার কি হত। ঐ মন্তব্য করার পর ২৪ ঘন্টারও বেশী কেটে গেছে। বক্তা বহাল তবিয়তে আছেন।
    'আমরা বাঙালী জাতি পাড়ায় খেলি পিট্টু,
    আর রণে বনে ইউনিয়নে পাজামাতে গিট্টু।'
  • pi | 72.83.97.171 | ২৪ এপ্রিল ২০১১ ০৭:১৭470771
  • এগুলোকে আমি তো নির্মল আনন্দের টই তে দিচ্ছিলুম। এই টই যখন খোলা হয়ে গেছে, তখন এখানেও থাক।

    সিরিয়াসলি বলছি, গৌতম দেবের 'যুক্তি'পরম্পরা বোঝার একটা সৎ প্রচেষ্টা চালিয়েছিলুম। তার জন্য ই একাধিক বার শুনে ফেল্লুম। তবে বুঝি নাই, তাতে আফশোস নাই। এ বাজারে এমনি নির্মল আনন্দ দুর্লভ, দুর্মূল্য :)









    এনজয় গুরু !
  • pi | 72.83.97.171 | ২৪ এপ্রিল ২০১১ ০৭:১৮470772
  • * এ বাজারেও

    তবে, এর পরের অংশ গুলো পেলুম না :(

  • Lama | 117.194.229.75 | ২৪ এপ্রিল ২০১১ ০৭:৫৩470773
  • ইসে, সোনাগাছিতে যাঁরা থাকেন তাঁদের পেশাটা এদেশের রাজনীতির চেয়ে অনেকটাই বেশি পরিষ্কার পরিচ্ছন্ন।
  • tatin | 117.194.195.204 | ২৪ এপ্রিল ২০১১ ০৮:৩০470774
  • গৌতমদেব মহিমা - যোগ করতে থাকুন
    1. গৌতম দেবের কথা মূক ও বধিররাও শুনতে পায়
    2. গৌতম দেব মঙ্গলগ্রহে গ্যাছেন, ফলত: সেখানে কোনও প্রাণ আর নেই
    3. গৌতম দেব মিথ্যে বলেন না, তিনি যা বলেন তাই সত্যি হিসেবে তৈরি হয়
    4. গৌতম দেব সাদা কাগজ থেকে চিঠি পড়ে নিতে পারেন
    5. গৌতম দেব ল্যান্ডলাইন থেকে এসেমেস করতে পারেন
    6. গৌতম দেব ল্যান্ডমাইন থেকে আবাসন বানাতে পারেন
    7. আনন্দমার্গীরা গৌতম দেব এর ভয়ে পুরুলিয়ায় অস্ত্র ফেলে পালিয়েছিল
    8. গৌতম দেব আছেন বলে কাশ্মীরিরা কলকাতায় পাথর ছোঁড়ে না
    9. গৌতম দেব এর ভয়ে সকালবেলা ডে অ্যান্ড নাইট ম্যাচ হয়না
    10. গৌতম দেব সময়কে আক্ষরিক অর্থে নষ্ট করে ফেলতে পারেন

    ১২ গৌতম দেব আকাশে থুতু ছুঁড়লে তা মমতার গায়ে পড়ে
    ১৩ গৌতম দেব অন্ধকারে এক এক ঢিলে দুই তৃণমূল মারেন
  • tatin | 117.194.195.204 | ২৪ এপ্রিল ২০১১ ০৮:৩১470775
  • btw
    গৌটম দেব ১১ কে আসতে লিস্টে দ্যান না
  • aka | 24.42.203.194 | ২৪ এপ্রিল ২০১১ ০৮:৪৩470776
  • ১৪ গৌতম দেব রজনীকান্তকেও কেলাতে পারেন।
  • hizibizbiz | 59.94.2.171 | ২৪ এপ্রিল ২০১১ ০৯:০২470777
  • Full entertainment তাতিন আপনি চালিয়ে যান দারুন হোচ্ছে। AM কল্যাণ বাডুজ্জের মাতা পিতা নিয়ে বুদ্ধবাবুদের মন্ত্যব বাদ দেবেন না আশাকরি।
  • dukhe | 117.194.230.154 | ২৪ এপ্রিল ২০১১ ০৯:১২470779
  • মরেছে ! স্বামীজি, রবিদাদু, নেতাজি - তিনটে স্লটই কি গৌতম দেবকে ছেড়ে দিতে হবে ?
  • pi | 72.83.97.171 | ২৪ এপ্রিল ২০১১ ০৯:২৩470780
  • শুধু অনিল বসুকে বলে কী হবে ?
    এখানে তো মনে হল কথাগুলোর পরে রীতিমতন হাততালি ও শুনলাম !

    http://www.facebook.com/video/video.php?v=215516721807060&comments

    এবং অনেক জায়গায় কিছু সমর্থকদের কাছে তো দেখছি এর জন্য উনি হিরো ও হয়ে গেছেন !! এই নাকি ঔদ্ধত্য, রোয়াবি ছেড়ে সিপিএম এর সমর্থকদের 'পরিবর্তন' ?
  • dukhe | 117.194.230.154 | ২৪ এপ্রিল ২০১১ ০৯:২৭470781
  • পালা জমলে লোকে হাততালি দেবে না ? এরকম তো হয়েই থাকে ।
  • arindam | 59.93.203.235 | ২৪ এপ্রিল ২০১১ ০৯:২৯470782
  • ব্যক্তিগত আক্রমণের জন্য তুলনা টানা হয়, উপমাও দেওয়া হয়। "চোর", "ডাকাত', মিথ্যেবাদী', "চিটিংবাজ' ইত্যাদি ...
    ঠিক বেঠিক কীনা সেটা পরবর্তীকালে আলোচনার বিষয় বা প্রমাণের বিষয়...
    কিন্তু "বেশ্যা' বা "ধর্ষিতার' উপমা(বা তুলনা টানা) দেওয়া ভয়ংকর। অনিল বসুর মন্তব্য শুনে মনে হয়, যদি দৈবাৎ সিপিএম জিতেও যায়, সিপিএম নিজেই বলবে মমতা আমেরিকার সঙ্গে চাক্রান্ত করে আমাদের জিতিয়েছে... যারা সিপিএম কে জিতিয়ে আবার প: বঙ্গের ক্ষতি করল তাদের ক্ষমা করবেন না।
  • Suvajit | 59.177.195.158 | ২৪ এপ্রিল ২০১১ ১২:০৪470783
  • আবার জয়দেব হার্মাদ বসু। এবার প্রসঙ্গ গৌতম দেব। গৌতম দেব ভালো কেননা আবাপ খারাপ :))
    http://www.aajkaal.net/cat.php?hidd_cat_id=6
    এবং অবশ্যই পাঞ্চলাইনটা পড়বেন, "গনশক্তি তো একদিন মাত্র মমতার বাইক-চালককে ছত্রধর বলে ভুল করেছিল। আর এদের (আবাপ) ভ্রম সংশোধনের হিসেব বোধহয় একমাত্র প্রনব বন্দ্যোপাধ্যয়ই রাখতে পারেন।'
  • Bratin | 117.194.98.215 | ২৪ এপ্রিল ২০১১ ১২:৩৩470785
  • যা, আকার ১৪ নম্বর টা হজম করতে পারলাম না। মানলাম তিনি গৌতম দেব। তাবলে রজনীকান্ত?? জাস্ট টু মাচ। ইন ফাক্ট থ্রি মাচ!!
  • Ishan | 117.194.37.115 | ২৪ এপ্রিল ২০১১ ১২:৩৩470784
  • গৌতম দেব।

    ১।

    কলকাতা তৃণমূল ভবনের দক্ষিণ দিকে আছে একটি পাঁচিল ঘেরা স্থান। সেই স্থানে আছে একটি একলা অশ্বত্থ বৃক্ষ। তার নিচে রাতের অন্ধকারে মুকুল ও মমতা কি করেছে জানেন? বস্তা বস্তা কুপন পুড়িয়েছেন দুজনে মিলে। আর জানেন গৌতম দেব। এই তিনজন ছাড়া কাকপক্ষীও টের পায়নি ব্যাপারটা।

    তা কুপন পোড়ানো হল কেন? না তৃণমূলের ২২৬ জন প্রার্থীকে তৃণমূল ভবনে ডেকে পার হেড ১৫ লাখ করে টাকা দেওয়া হয়েছে। দিয়েছেন মুকুলবাবু। ২২৫ জন প্রার্থী টাকা নিয়েছেন। একজন নিতে রাজি হননি। সব মিলিয়ে বিলি হয়েছে প্রায় চৌত্রিশ কোটি টাকা।

    পুরো টাকাটাই নির্ঘাত কালো টাকা। ইলেকশন কমিশন নির্ঘাত টাকার হিসেব চাইবে। মুকুলবাবু এই টাকাকে বৈধ করার উপায় বার করেছেন। কি সেই উপায়? না এগুলো কুপন কেটে তোলা বলে চালানো হবে। তাই সমপরিমান কুপন ছাপিয়ে কাউন্টারপার্ট গুলো ছিঁড়ে বস্তাবন্দী করে রাখা হয়েছে। সব মিলিয়ে পনেরো-ষোল বস্তা হয়েছে। রাতের অন্ধকারে তার সাত বস্তা পোড়ানো হয়েছে। বাকি আছে আরও সাত-আট বস্তা।

    পুরোটাই জানেন শুধু ২২৯ জন লোক। সোমেন মিত্র না, সুব্রত মুখার্জি না, পার্থ চট্টোপাধ্যায় না, মমতা, মুকুল, গৌতম, আর ২২৬ জন প্রার্থী। আর সাক্ষী আছে তৃণমূল ভবনের একাকী অশ্বত্থ।
  • Arpan | 112.133.206.18 | ২৪ এপ্রিল ২০১১ ১২:৩৯470786
  • সবই তো বুঝলাম। শুধু কাউন্টার পার্টগুলো ছাপলেই তো কাজ হত। রিসিটটা না ছাপলেই হত। ছাপার খরচ, ছেঁড়ার পরিশ্রম, জ্বালানোর হ্যাপা, পরিবেশ দূষণ কত কী বেঁচে যেত।

    সত্যি বড় কাঁচা কাজ করে ফেলেছেন ওরা। নেক্সট টাইম অরণ্যদেব, থুড়ি গৌতম দেবের কাছ থেকে আগাম পরামর্শ নিয়ে যেন মাঠে নামেন।
  • Ishan | 117.194.37.115 | ২৪ এপ্রিল ২০১১ ১২:৪২470787
  • ২।

    খুব রহস্যজনক এই গোপনীয়তা। প্রশ্ন হল এই গোপন ব্যাপারটা ঠিক কে কে জানেন? তার চেয়েও বড়ো কথা হল গৌতম দেব জানলেন কিকরে?

    গৌতম বাবু জানিয়েছেন, তৃণমূলের এক শীর্ষ নেতা তাঁকে একটা লিখিত চিঠি পাঠিয়ে পুরোটা জানিয়েছেন। চিঠিটা নাকি ব্যবহারও করতে বলেছেন। গৌতম বাবু চিঠি খানিক পড়েও শোনালেন। কিন্তু কে দিয়েছেন এই চিঠি? কি তাঁর নাম? সেই নেতার জীবন চলে যেতে পারে বলে সেটা নাকি বলা যাবেনা। কি ক্কান্ড। এই ভাবে কোনো সিরিয়াস অভিযোগ তোলা যায়? সস্তা গোয়েন্দা গপ্পেও তোলা যায়না।
  • Arpan | 112.133.206.18 | ২৪ এপ্রিল ২০১১ ১২:৪৭470788
  • লাস্ট লাইনটা অরণ্যদেব উবাচ না মামু লিখল? ২২৬-এর মধ্যে পার্থ আর সুব্রত আসেন। দুজনেই এই নির্বাচনে প্রার্থী।
  • Ishan | 117.194.37.115 | ২৪ এপ্রিল ২০১১ ১২:৫০470790
  • ৩।

    সে মরুক। তাহলে কে কে জানেন ব্যাপারটা? গৌতম বাবু নির্দিষ্ট করে বলেছেন, যে, সুব্রত সোমেন পার্থ জানেন না। কিন্তু ২২৬ জন প্রার্থী জানেন। ও দিকে সুব্রত-পার্থ নিজেরাই প্রার্থী। সোমেন মিত্রর স্ত্রী প্রার্থী। কিন্তু এঁরা জানেন না। ক্কি কান্ড। আরও কয়েকজন প্রার্থী টিভিতে বললেন তাঁরাও জানেন না।

    তাহলে দেখা যাচ্ছে, গৌতমবাবুর লিস্টি ক্রমশ ছোটো হয়ে যাচ্ছে। প্রশ্ন হল, তাহলে কি এটা শুধুই গৌতম দেব জানেন? আর কেউ না? সোজা বাংলায় উনি কি ইচ্ছে করে ঢপ মারছেন? :)

    গৌতম দেব কে এই প্রশ্নটা ঘুরিয়ে করায়, তিনি বলেছেন, তিনি প্রেস কনফারেন্স করে সব ফাঁস করে দেবেন। তিনি পালিয়ে যাচ্ছেন না। আমরা আমজনতা, তাঁর প্রেস কনফারেন্সের অপেক্ষায় রইলাম।

    কবীর সুমনের নামে ফৌজদারি মামলা চলছে, এই ভিযোগ নিয়ে লোকসভা নির্বাচনের আগে প্রচুর জলঘোলা হয়েছিল। যাঁরা করেছিলেন, তাঁরা এখনও আমাদের কাছে মিথ্যেবাদী বলে পরিচিত হয়ে আছেন। গৌতম দেব না পারলে গৌতম দেবও সেই মিথ্যেবাদীদের লিস্টিতে যোগ হবেন।

    আমরা কিন্তু ভুলবো না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু মতামত দিন