এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • অনিল বসু ও গৌতম দেব

    Ishan
    অন্যান্য | ২৩ এপ্রিল ২০১১ | ৪৯০৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ishan | 117.194.37.115 | ২৪ এপ্রিল ২০১১ ১২:৫২470791
  • অপ্পনকে: গৌতম স্পেসিফিকালি নাম করে বলেছেন, যে, পার্থ, সুব্রত সোমেন কেউ ব্যাপারটা জানেন না। ওদিকে ২২৬ জন প্রার্থীইই জানেন, তাও বলেছেন। :)
  • aranya | 68.38.243.161 | ২৪ এপ্রিল ২০১১ ১৩:০৪470792
  • শুধু কুপন পোড়ানোটাই গৌতমের গাঁজা না কি প্রার্থী প্রতি পনের লাখ টাকাটাও?
  • Ishan | 117.194.37.115 | ২৪ এপ্রিল ২০১১ ১৩:১৫470793
  • ব্রাত্য বসু, পার্থ চট্টো, উপেন বিশ্বাস, এই তিনজন প্রার্থীকে টিভিতে বলতে শুনলাম। তিনজনই বললেন পনেরো লাখ টাকাটাই গাঁজা। মুকুল রায় তৃণমূলের পক্ষ থেকেও তাই বললেন। এখন গৌতম বাবু "প্রমাণ' দিলেই বোঝা যাবে, কোনটা গাঁজা। যদি আদৌ দেন আর কি। :)
  • pi | 72.83.97.171 | ২৪ এপ্রিল ২০১১ ১৩:১৭470795
  • মামু কি ভাট ও দেখে না ? :(
    টই দেখলে ফোনটা কে একটু ঝাঁকিয়ে দিও।
  • Ishan | 117.194.37.115 | ২৪ এপ্রিল ২০১১ ১৩:১৭470794
  • আর তৃণমূল ভবনের দক্ষিণ দিক, অশ্বত্থ গাছ, পাঁচিল ঘেরা জায়গা, ইত্যাদি ইত্যাদি ( ১ নং পোস্টে যা লিখেছি) পুরোটাই গৌতম দেব নিজে বলেছেন। নেহাৎই টুকে রাখিনি তাই কোটেশন মার্ক বসাতে পারলাম না।
  • dukhe | 117.194.235.12 | ২৪ এপ্রিল ২০১১ ১৩:১৯470796
  • না: - খাসা প্লট । রবিদাদুর স্লটটা গেল ।
    তৃণমূলের শীর্ষ নেতা ? সে তো একমেবাদ্বিতীয়ম । তবে কি উনিই চিঠি লিখলেন ? গৌতমবাবুর এসেমেসের উত্তরে ?
  • Ishan | 117.194.37.115 | ২৪ এপ্রিল ২০১১ ১৩:২৪470797
  • বুদ্ধদেব ভট্টাচার্য

    বুদ্ধদেব ভট্টাচার্যের নাম ভাঁড়িয়ে ("ইমপারসোনেট' করে) বিভিন্ন লোককে মোবাইল ফোনে ফোন করে হুমকি দেওয়া হচ্ছে। ভয় দেখানো হচ্ছে। অভিযোগ করেছিলেন বুদ্ধবাবুর নির্বাচনী এজেন্ট প্রাক্তন মেয়র বিকাশরঞ্জন ভট্টাচার্য। প্রথম দফার নির্বাচনের দিন নাগাদ।

    টিভি চ্যানেলের সূত্রে জানা গেল, সিআইডি আজ সেই অভিযোগের তদন্ত রিপোর্ট জমা দিয়েছে। আদতে যা হয়েছে, তা হল এই: মুখ্যমন্ত্রীর দল একটি বেসরকারি সংস্থাকে ভাড়া করেছিল লোককে রেকর্ডেড গলা শুনিয়ে শুভ নববর্ষ জানানোর জন্য এবং তৎসহ ভোট দেবার আবেদন জানানোর জন্য। সেই আবেদনের এমনই চোট, যে, লোকে শুনে সেটাকে হুমকি ভেবেছে। বিকাশবাবুও পত্রপাঠ অভিযোগ ঠুকে দিয়েছেন নির্বাচন কমিশনের কাছে। সেমসাইডের কথা না ভেবে।

    বুদ্ধবাবুর "আবেদন' তাঁর নিজের দলের লোকেই "হুমকি' ভাবছে। ক্কি ক্কান্ড।
  • aranya | 68.38.243.161 | ২৪ এপ্রিল ২০১১ ১৩:৩৫470798
  • এ তো পুরো রহস্য গল্প, গা ছমছমে ব্যাপার। গভীর রাতে দিদি আর ভাই মুকুল বৃক্ষতলে ধুনি জ্বেলে বস্তা বস্তা প্রমাণ পোড়াচ্ছেন - গাছের আড়ালে গা ঢাকা দিয়ে তৃণমূলের এক গদ্দার নেতা হয়ত তার ছবি তুলে বিপক্ষের সেনাপতি গৌতমকে পাঠালেন - দূর্দান্ত।
  • dukhe | 117.194.235.12 | ২৪ এপ্রিল ২০১১ ১৪:০৩470799
  • জিও বুদ্ধবাবু ।
    আবেদনের টেক্সটটা কী ছিল ? "সুনুন মোসাই, বহুত ভুলটুল হয়েছে, লিজগুণে মাফ করে আমাদের ভোটটা না দিলে কিন্তু বৌয়ের জন্য থানকাপড় পাঠিয়ে দেব" ?
  • | 114.198.46.214 | ২৪ এপ্রিল ২০১১ ১৬:৪৪470801
  • ওয়েষ্ট বেঙ্গল হাউজিং ডেভলপমেন্ট কর্পোরেশনের ফ্ল্যাটের জন্যে একবার ফর্ম কিনেছিলাম। অধিকাংশই চেয়ারম্যানের কোটা। চেয়ারম্যান কে? মন্ত্রী গৌতম দেব। পাবলিক সেক্টরের চেয়ারম্যান, মন্ত্রী? Waste বেঙ্গলেই সম্ভব! আমি আর ফর্ম ভরিনি, কি লাভ!
  • Suvajit | 59.177.192.211 | ২৪ এপ্রিল ২০১১ ১৭:০০470802
  • ধ্যেত্তেরি, মামু এত ভাল লেখে রহস্যের আসল খাসমহলটা ভাল করে লিখল না।

    তৃণমূল ভবনের দোতলায় উত্তর পূর্ব কোনের দিকে আছে একটা গোপন কক্ষ। আপনি যান ওখানে বলুন আমি বাড়ীর ভিতরটা দেখব। আপনাকে সব দেখাবে কিন্তু ঐ ঘরটা দেখাবে না। কেন? ওখানেই তো সেই বস্তাগুলো রাখা আছে।
    আমি তো কখনও যাই নি ঐ বাড়ীতে। তবু আমি বলে দিচ্ছি। কি করে বলছি? আমি খবর পেয়েছি, তৃণমূলের লোকজন আমার কাছে আসে, তাদেরই এক নেতা খবরটা দিয়েছে। (এইবার সুরুত করে একবার জিভটা চেটে নিলেন)

  • arindam | 59.93.213.119 | ২৪ এপ্রিল ২০১১ ১৭:৩১470803
  • গোপন ক্যামেরায় সব তুলে রাখা আছে...এখনও গোপন ক্যামেরা ফিট করা আছে, সেই গোপন কক্ষে যা হবে সব ক্যামেরায় উঠবে...
    টোট্যাল মস্তি...:)
  • Mmu | 93.9.77.229 | ২৪ এপ্রিল ২০১১ ১৭:৩৭470804
  • 'pi'-- youtube.....

    enjoykorlam
  • a | 208.240.243.170 | ২৪ এপ্রিল ২০১১ ২৩:১৩470806
  • আচ্ছা মমতা যে বুদ্ধদেবের মেয়েকে নিয়ে নানা প্রশ্ন তুলছেন, তার কি প্রমাণ আছে? বা সেক্ষেত্রে কি ওনাকে মিথ্যেবাদী বলে মামু"রা" লিখছেন/বেন?
  • Ishan | 117.194.37.115 | ২৪ এপ্রিল ২০১১ ২৩:৩৬470807
  • মমতা বুদ্ধদেবের মেয়েকে নিয়ে কোনো অভিযোগ তোলেন নি। এবং এই নিয়ে ওঁর কোনো অভিযোগ নেই জানিয়েছেন।

    পার্থ চাটুজ্জে বলেছিলেন বিদেশ থেকে বুদ্ধর মেয়ের এনজিও অনেক টাকা পায়। তার হিসেব কোথায়? তা মমতা শুনে বল্লেন, মেয়ের অ্যাকাউন্টের হিসেব উনি(বুদ্ধবাবু) দেন নি। তা নাই দিতে পারেন। এবং এখানেই প্রসঙ্গের ইতি।

    খামোখা মিথ্যেবাদী বলতে যাব কেন?
  • Ishan | 117.194.37.115 | ২৪ এপ্রিল ২০১১ ২৩:৪৪470808
  • আর সত্যি বলতে কি, সিপিএমের সের্গেই বুবকার মতো নিজের রেকর্ড নিজেই ভেঙে চলেছে। সব লেখাও যাচ্ছেনা। (এই যেমন গতকাল আলিমুদ্ধিনে সাংবাদিক সম্মেলন করে ব্রাত্য আর কাকে যেন মাওবাদী বলা হয়েছে।) তুলনায় তৃণমূল অনেক অনেক বেশি সংযত। খুব হাল্কা কিছু জিনিস ছাড়া খোরাক করার মতো তেমন কিছু পাওয়া যাচ্ছে না। (মমতা যেমন এইমাত্র "বিশ্বজোড়া ফাঁদ পেয়েছ কেমনে দিই ফাঁকি' গানটা রবীন্দ্রনাথের বিশ্বায়ন সংক্রান্ত গান বলে দাবী করলেন)। এ নিয়ে চাট্টি হাল্কা হাসিঠাট্টা করা যায়। তার বেশি কিছু না। উল্টোদিকে সিপিয়েম যা প্রচার করছে, তার চেয়ে কিছু না করলে রেজাল্ট বরং একটু ভালো করত। :)
  • rimi | 24.42.203.194 | ২৫ এপ্রিল ২০১১ ০১:৩০470809
  • ইশান :-)))))))))
  • Abhyu | 97.81.66.237 | ২৫ এপ্রিল ২০১১ ০১:৩৬470810
  • আমারো সন্দ হয়েছিলো - এই বিশ্বজোড়াটা ঈশানদার বানানো?
  • aka | 24.42.203.194 | ২৫ এপ্রিল ২০১১ ০১:৪৮470812
  • এইমাত্র খবর পাওয়া গেল সারা পালিন উড়ে আসছেন পরবর্তী ইলেকশনের আগে গৌতম দেবের থেকে কিছু টিপস নিতে। ওনারা নিভৃতে খানিকক্ষণ কথাবার্তা বলবেন।
  • Abhyu | 97.81.66.237 | ২৫ এপ্রিল ২০১১ ০১:৫৩470813
  • ওদিকে আমাকে কে একজন বলল অনিল বাবুকে নাকি তৃণমূল পয়সা খাইয়েছে।
  • dukhe | 122.160.114.85 | ২৫ এপ্রিল ২০১১ ১০:৩০470814
  • না না - নিজের রেকর্ড ভাঙার কথাটা মানতে পারলাম না । মাওবাদী-টাওবাদী বলে অশ্বত্থ গাছ বা দোতলার গোপন কক্ষের থিওরির সঙ্গে কম্পিট করা যায় না । ওটাই এখন অবধি সেরা । স্বপনকুমারের হালকা প্রভাব আছে, কিন্তু সে অনেক ভালো সাহিত্যের মধ্যেই ওটুকু মিল খুঁজে পাওয়া যায় । তারানন্দ ব্যাপারটার নাট্যরূপ দিলে কী হবে ভাবতেই গা ছমছম কচ্ছে ।
  • kallol | 220.226.209.2 | ২৫ এপ্রিল ২০১১ ১০:৩৯470815
  • মমতার করা উদ্ধৃতিতে এরকম মনিমানিক্য অনেক আছে। ঈশানের ঊর্ধতন চোদ্দপুরুষের সাধ্যি নাই ওরকম মৌলিক কিছু সৃষ্টি করে।
    সেটা বোধহয় ১৯৯৮। শীতকাল। সন্ধ্যের দিকে বকুলবাগান যাচ্ছি আড্ডা মারতে। হাজরা মোড়ে সভা হচ্ছে। থিক থিক করছে লোক। মমতা বলছেন। কি কথায় কথায় মনে নেই, হঠাৎ বলে উঠলেন - সেই জন্যই তো কবিগুরু বলেছেন - দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার হে লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রিরা হুঁশিয়ার। কি হাততালি মাইরী।
  • pi | 72.83.97.171 | ২৫ এপ্রিল ২০১১ ১০:৪৭470816
  • মিসিং লিংক:

    এপিসোডের প্রথম অংশ -
  • saikat | 202.54.74.119 | ২৫ এপ্রিল ২০১১ ১০:৪৮470817
  • অনিল বসুর কেসটা কেউ বুঝতেই পারেনি। ব্যাপারটা কী হোল?

    ১) অনিল বসু ভুলভাল বকলেন।
    ২) সেই নিয়ে সমালোচনা হল।
    ৩) বুদ্ধবাবু বকে দিলেন। (এটাই crux। আসলে এই বকে দেওয়াটা ওনার অগুন্তি ভুল স্বীকারেরই রকমফের।)
    ৪)অনিল বাবু ক্ষমা চাইলেন।

    কী প্রমাণ হয়? ভুল করলে (একমাত্র) সিপিএম-ই ভুল স্বীকার করে।

    অর্থাৎ অনিল বসুর এটা স্বার্থত্যাগ। এ সব বুঝতে আমাদের অনেক দেরী আছে।
  • a | 125.16.135.194 | ২৫ এপ্রিল ২০১১ ১০:৫৯470818
  • ১) মমতা কালও সুমনকে বলেছেন বুদ্ধবাবুর মেয়ে ওনার সাথেই থাকে। আর কখোনো অস্বীকার করেননি এই অভিযোগ ওনার পার্টির নয়

    ২) মমতা বহুবার বুদ্ধদেবকে চোরেদের সর্দার, ডাকাত ইত্যাদি বলেছেন। সেটা কি ধরা হবে? :)
  • dukhe | 122.160.114.85 | ২৫ এপ্রিল ২০১১ ১১:১১470819
  • মেয়ে বাবার সঙ্গে থাকে - এটাও অভিযোগ ? কী দিনকালই পড়ল !
    শীর্ষেন্দুও নালিশের নমুনা দিয়েছেন আবাপতে - স্যার, ও আমার দিকে তাকাচ্ছে !
  • Bratin | 122.248.183.1 | ২৫ এপ্রিল ২০১১ ১১:১৪470820
  • মমতা আর ম্যাচিয়র হল না। আমাদের স্কুলে সেই ছোটবেলায় শেখানো হত। কানা কে কানা , খোঁড়া কে খোঁড়া না বলা। এগুলো তো কার্সি র ব্যাপার তাই না!!
  • kc | 194.126.37.78 | ২৫ এপ্রিল ২০১১ ১১:২৩470821
  • ব্রতীনের 25 Apr 2011 -- 11:14 AM এর পোস্টটা ব্রতীনেরই কিনা সন্দেহ হয়েছিল। আইপি চেক করতে হল। গুড গোয়িং বাডি। কিপিটাপ।
  • Bratin | 122.248.183.1 | ২৫ এপ্রিল ২০১১ ১১:২৫470823
  • হ্যাঁ আমারই। রেগে যাও কেন :-((
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে মতামত দিন