এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • অনিল বসু ও গৌতম দেব

    Ishan
    অন্যান্য | ২৩ এপ্রিল ২০১১ | ৪৯০৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | 122.252.231.10 | ২৫ এপ্রিল ২০১১ ১১:৪২470824
  • কেসি রাগেনি, বরং তোমাকে রাগাচ্ছে। :)
  • SNEHANSHU | 24.162.195.168 | ২৫ এপ্রিল ২০১১ ১১:৫৫470825
  • ব্রতীন-আপ্নার পোস্ত পরে য্‌তটুকু ধারনা হয়েছিলো তাতে আমিও অবাক হলাম।।অরিজীত দা ঠিক করেন এই ধরনের টই তে না লিখে
  • Bratin | 122.248.183.1 | ২৫ এপ্রিল ২০১১ ১২:১৫470826
  • স্নেহাংশু, দু:খিত। আমার বক্তব্য পরিষ্কার। প্রকাশভঙ্গী কারোর খারাপ লাগলে আমি ক্ষমাপার্থী
  • a | 125.16.135.194 | ২৫ এপ্রিল ২০১১ ১৩:১৫470827
  • দুখেবাবু কি as usual বিনা কন্টেকস্টে ঝগড়া করছেন? মেয়ে বাবার সাথে থাকে, এটা অভিযোগ না, অভিযোগ হল একসাথে থেকেও ইনকাম স্টেটমেন্ট না দেওয়া।

    বিদায় লইলাম, অর্থহীন সময়ক্ষয় :)
  • dukhe | 122.160.114.85 | ২৫ এপ্রিল ২০১১ ১৩:১৯470828
  • কনটেক্সট ? এই যে -

    "১) মমতা কালও সুমনকে বলেছেন বুদ্ধবাবুর মেয়ে ওনার সাথেই থাকে। আর কখোনো অস্বীকার করেননি এই অভিযোগ ওনার পার্টির নয়"
  • lcm | 69.236.160.167 | ২৫ এপ্রিল ২০১১ ১৩:৫৭470829
  • পুরো বৌদ্ধিক ব্যাপার স্যাপার, ত্রিপিটক না পড়লে ক্লিয়ার হবে না ....
    একদিকে, বুদ্ধদেব গৌতমদেব...
    অন্যদিকে, মমতা (/মায়া = বুদ্ধ মাতা), সৌগত (বৌদ্ধ, সুগত=বুদ্ধ) ...

  • a | 122.179.44.63 | ২৫ এপ্রিল ২০১১ ১৯:২৯470830
  • ২৪ ঘন্টা দেখে বলছি।

    ২৪ ঘন্টার এক মহিলা সাংবাদিককে শুভাবাবুর বড়িতে কভার করার সময় বলা হয়েছিল " সকালে খাটিস, রাতেও খাটতে এসেছিস? "

    বলেছেন অরুনাভ বাবু, কং নেতা।

    কোনো প্রমাণ নেই, আলোচনার ক্ষেত্রে এলো।

    এছাড়াও, পুরোনো বহু "খিস্তি-খেউড়ের ইতিহাস" উঠে আসছে দুপক্ষেরই। এন্‌জয় মাডি
  • aka | 24.42.203.194 | ২৬ এপ্রিল ২০১১ ০৫:৪৫470831
  • মনে হল গুরু পড়ছি।
  • tatin | 117.226.145.41 | ২৬ এপ্রিল ২০১১ ০৮:২৩470834
  • ডালকুত্তার গলায় বকলেশ জোটার সম্ভাবনা দ্যাখা দিচ্ছে http://epratidin.in/Details.aspx?id=7953&boxid=2461578
  • saikat | 202.54.74.119 | ২৬ এপ্রিল ২০১১ ১১:০০470835
  • খবরে প্রকাশ (২৪ ঘন্টা, আবাপ) যে সল্লেকের সিপিএম প্রার্থীর ছেলেকে আঁকার স্কুল থেকে গতকাল "চুরির চেষ্টা" হয়েছিল। প্রার্থী যিনি, তিনি যেহেতু বামপন্থী পরিবারের ছেলে, এই ঘটনায় বিশেষ শঙ্কিত যে আগেকার সেই অন্ধকার দিনগুলো আবার ফিরে আসতে চলেছে। থানায় একটি ডায়েরী করা হয়েছে।
  • pi | 128.231.22.150 | ২৭ এপ্রিল ২০১১ ০৭:৩৪470836
  • এবার CAG এ পাকড়ালো।
    ৩২৭ কোটি টাকার হিসেব দেখায়নি হিডকো !

    http://epratidin.in/Details.aspx?id=7953&boxid=2461578

    তাতিনের গৌতমচালিশায় এবার কি টাকা মাটি মাটি টাকা জোড়া হবে ? :)
  • pi | 128.231.22.150 | ২৭ এপ্রিল ২০১১ ০৭:৫৪470838
  • কিন্তু এইটা কেমনি হল ?

    গৌতম দেব দিব্বি বল্লেন, এটি পেইড নিউজের নিদর্শন। আর তারপর বল্লেন, তাঁর বলতে মানা, তাই বলতে পারছেন না !

    অর্থাৎ গৌতম দেব বলিয়া প্রমাণ করেন তিনি বলেন নাই। :)
  • skc | 122.172.63.178 | ৩০ এপ্রিল ২০১১ ২০:১৬470839
  • গৌতম দেব সত্যি সত্যি যদি প্রমান করেও দেন, তাতেই বা কি হবে? গুরুর পাব্লিক কি তিনোমুলী হওয়া ছেড়ে দেবে?
  • a | 208.240.243.170 | ৩০ এপ্রিল ২০১১ ২০:৫০470840
  • হেহে এবার আপনি জানতে চাইবেন তারনন্দের সুমন কি তিনোমুলি হওয়া ছেড়ে দেবে?

    সুমন যতটা মূর্খ, এখনকার সম্পাদক ঠিক ততটা নন। কিন্তু মিল হল এরা দুজনেই নিজেদের বায়াসড ভাবতে রাজি নন। কি আর করা যাবে :)
  • saikat | 116.203.188.7 | ৩০ এপ্রিল ২০১১ ২০:৫৫470841
  • সম্পাদক বায়াসড "ভেবে" আবার সবার কীবোর্ড খারাপ হয়ে যায়।
  • Suvajit | 120.56.229.191 | ৩০ এপ্রিল ২০১১ ২২:৩৩470842
  • অনিল বসু নিয়ে আজকালের বিবৃতি। বামফ্রন্ট কতটা মহান, তারা তৎক্ষনাৎ ভূল স্বীকার করে, পার্টি ব্যবস্থা নেয়। (যদিও ভোট না থাকলে সিপিয়েনের তরফ থেকে অনিল বসুর বিরুদ্ধে একটাও শব্দ খরচ হত কিনা সন্দেহ আছে।
    http://www.aajkaal.net/report.php?hidd_report_id=149341

    এদিকে আজকে খবরে প্রকাশ আরামবাগে বুদ্ধবাবুর জনসভায় বুদ্ধবাবুকে হাত ধরে মঞ্চে তুলছেন অনিল বসু। একসাথে মঞ্চে বসে আছেন।

    এরপর আজকালে নে:ভা: বেরবে।
    অনিল বসু মুখ্যমন্ত্রীর সংগে মঞ্চে বসেছেন দেখে বাজারী পত্রিকা হেডলাইন করেছে। অনিল বসু আরামবাগের বর্ষীয়ান নেতা। মুখ্যমন্ত্রী এসেছেন। বামকর্মীদের উৎসাহ দেবেন। মঞ্চে উঠবেন। মুখ্যমন্ত্রীর বয়স হয়েছে। কেউ হাত ধরে সাহায্য করবেন না কমরেডকে? অনিল বসু পিছিয়ে যাবেন? বামেরা যে পেছাতে জানে না। কিছু উক্তি করেছেন বলে অনিল বসু বাম হওয়া ভুলে যাবেন? .... ইত্যাদি :-)
  • a | 122.179.87.131 | ০৮ মে ২০১১ ১৫:০২470843
  • আশচর্য, আপনারা মমতার ইন্টারভিউ কেউ দেখছেন না তারানন্দে? এইমাত্র দেখছিলুম, বেস্ট অব মমতা।

    এইটা মামু সহ প্রমাণলোভীদের জন্যে:
    মমতার দাবি যখন মিডিয়াকে কিষেনজীর ইন্টারভিউ দেন, তখন তিনি সিপিয়েমের এক নেতার ফোন ইউজ করেন।

    অবশ্যই, কোন প্রমান উনি দেননি।

    কিন্তু আরো অদ্ভুত, প্রমাণ কেউ চাইলেনও না। না চাইলেন সুমন দে সন্‌চালক, যিনি দুদিন আগেই প্রমাণ চেয়ে গৌতম দেবকে লেজে গোবরে করে ছেড়েছিলেন। আজ কিন্তু একবারও বলতে শুনলাম না যে মমতা তো কেন্দ্রীয় মন্ত্রী, তিনি কেন কেন্দ্র কে এই বিষয়ে জানালেন না?

    আর আরো আশচর্য, এইখানে যারা প্রমাণ প্রমাণ করে গলা ফাটিয়ে দিচ্ছেন, তারাও কি নিশ্চুপ, এই অভিযোগের বিষয়ে।
  • a | 122.179.87.131 | ০৮ মে ২০১১ ১৫:০৬470845
  • আর এইটা গেনেরাল খোরাকের জন্যে,

    জানেন কি মমতার হার্টের কি যেন একটা প্যরামিটার এর ভ্যালু ৭৫? আর সেটা একটা মিরাকল?

    উফফ কি যে আনন্দ হচ্ছে যে এবার যিনি মুখ্যমন্ত্রী হবেন তিনি মিরাকল করতে পারেন।
  • kc | 194.126.37.78 | ০৮ মে ২০১১ ১৫:০৬470846
  • শ্‌শ্‌শ্‌শ্‌শ--- এই সব প্রোগ্রাম দেখা বারণ আছে।
  • dukhe | 117.194.241.55 | ০৮ মে ২০১১ ১৫:০৯470847
  • প্রমাণের ব্যাপারে গৌতম দেব ডমরুধরকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছেন ।
    মমতা টেক্কা দিতে পারবেন কিনা কমিশনই জানেন ।
  • saikata | 180.215.14.14 | ০৮ মে ২০১১ ১৫:৩৮470848
  • সিপিএম আবার কিন্তু মাওবাদীদের সাথে মমতার সম্পর্কের প্রমাণ দেওয়ার ব্যাপারে বিশেষ সৎ। মোটর সাইকেলের পেছনে বসে মমতা যাচ্ছেন, কাগজে এরকম একটি ছবি ছাপিয়ে বলেছিল বটে, চালক আর কেউ না,, ছত্রধর মাহাতো। অতএব প্রমাণ পাওয়া গেল।

    তৃণমূল থেকে কেস করার হুমকি দেওয়ার পর ভুলটি স্বীকার করা হয়।
  • kc | 194.126.37.78 | ০৮ মে ২০১১ ১৫:৪৭470849
  • আর দিল্লিতে কল্যানবাবুরা কোথাকার ছবি গলায় ঝুলিয়ে মিছিল করেছিলেন যেন? অথবা গুজরাট দাঙ্গার ছবিকে সিপিএমের সন্ত্রাসের ছবি বলে চালান? মনে পড়ে কি? সৈকত?

    সব গুয়ের এপিঠ আর ওপিঠ। সমান গন্ধ দুদিকেই।
  • Bratin | 117.194.97.205 | ০৮ মে ২০১১ ২০:২০470850
  • আর ৫ দিন। :-))
  • a | 208.240.243.170 | ০৮ মে ২০১১ ২২:৩৪470851
  • এই দুখে বাবু মহায় রাজনীতিতে গেলে পারতেন।
    দয়া করে লেখাগুলি পড়ে দেখুন, বুঝতে না পারলে বলুন। না পড়ে চিল্লান কেন?

    আমি বলেছি, বলছি যে সিপিয়েম বা তৃনমূল, সবাই মিথ্যে বলছে যদি ধরেও নেন, তবু প্রমাণ চাওয়ার বেলা একদিকে কার্নিক কেন? গৌতম দেবের ঢপ নিয়ে তারানন্দ লম্বা প্রোগ্রাম করে ফেলল, আর
    এখানকার সম্পাদকরা পাতার পাতার প্রমাণ না থাকার প্রমাণ দিয়ে চল্লেন, মমতার ঢপ নিয়ে কেন একটা কথাও বলা হচ্ছে না?

    বুঝেছেন?
  • Bratin | 117.194.99.143 | ০৮ মে ২০১১ ২২:৪০470852
  • স্টারানন্দে এখন 'বিতর্কিত গৌতম' দেখুন। আর অনাবিল আনন্দ নিন।
  • Ishan | 14.96.189.107 | ০৮ মে ২০১১ ২২:৪৬470853
  • আগের টইটা কি হল? লেখার পক্ষে ওটা একটু বেশিই পিচ্ছিল হয়ে গেছে নাকি? :)
  • aka | 24.42.203.194 | ০৮ মে ২০১১ ২২:৫২470854
  • তারানন্দ তো মমতাকে টেনে খেলায়, যেমন আজকাল সিপিএমকে। চ্যানেলও থাকতে পারে, অনেকদিন চ্যানেল ট্যানেলের খবর রাখি না। তাতে কি হল?
  • Ishan | 14.96.189.107 | ০৮ মে ২০১১ ২২:৫২470856
  • মাথায় গজাল পুরলেও বোঝা যাবেনা, যদি না বোঝার ইচ্ছে থাকে। :)

    ভোটে অনেকেই অনেক ফালতু কথা বলছেন। দুপক্ষেই। এর কালো টাকা, ওর ঔদ্ধত্য। আমরা ক্ষমতায় এলে মুকুলবাবুকে জেলে পাঠাবো। আমি অনেক গুন্ডা ক®¾ট্রাল করি। ইত্যাদি।

    ইন জেনারাল এইসব কথা বলা, আর একটা স্পেসিফিক অভিযোগকে নির্বাচনের মূল ইস্যু করে তোলার মধ্যে একটা বড়ো পার্থক্য আছে। সে কারণেই গৌতমবাবুকে নিয়ে হইচই। বাকি কথাগুলোকে নিয়ে অতো নেই।

    মনে রাখতে হবে, এই নিয়ে হট্টগোলটা স্টারানন্দ বাধায়নি। গৌতমবাবুরাই বাধিয়েছিলেন। এবং চেয়েছিলেন, এই নিয়ে হিচই হোক। তাইই হচ্ছে। ওঁদের স্ট্র্যাটেজি ওনাদেরই বংশদন্ড হলে কি আর করা যাবে। :)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে মতামত দিন