এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • অমল সমাদ্দারের খুন এবং মমতা ব্যান

    Biplab Pal
    অন্যান্য | ২৪ মে ২০১১ | ৬৫২৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Biplab Pal | 72.81.226.222 | ২৪ মে ২০১১ ০৮:০৫474546
  • কমরেড অমল সমাদ্দার একজন সাদামাটা কমরেড! গ্রামে ডাক্তারি করতেন-বড়জোর শাখা সমিতি পঞ্চায়েত-এই পর্যন্তই সিপিএম করেছেন বারুইপুরে। গত কয়েক বছর বাকী আরো অনেক কমরেডদের মতন তিনিও রাজনৈতিক বানপ্রস্থেই ছিলেন-টুকটাক পার্টির কাজ করতেন এই পর্যন্ত। গ্রামে ডাক্তারীটাই করতেন। সেটাই ছিল তার আসল পরিচয়।

    ১৩ ই মে ফল প্রকাশের পর, আরো অনেক সিপিএম কর্মীর মতন উনিও গ্রাম ছেরে ছিলেন। মমতা আশ্বাস দিতেই কাল ঘরে ফিরেছিলেন। আসলে সাদা মাটা লোক ছিলেন-অতটা বোঝেন নি। গ্রামে ফেরা মাত্র তৃণমূলীরা পিটিয়ে খুন করল।

    এটা রাজ্যে কোন বিচ্ছিন্ন ঘটনা না। সিপিএমের কর্মীরা আক্রান্ত হচ্ছেন-জনরোষ এবং তৃনমূলী রোষ দুটৈ বেশ বিদ্যমান এখন বাজারে। সিপিএমের কর্মীরাত মার খাচ্ছেই -তার মধ্যেই মাঝে মধ্যে দু একজন তৃণমূল কর্মীও খুন হচ্ছেন!
    আনন্দবাজার এবং আজকালে প্রতিদিনই অজস্র খবর আসছে। এবং অবশ্যই ছবি সহ।

    এর মধ্যে আজকে মমতা ব্যানার্জি টিভির সামনে মুখ খুললেন, সিপিএমের মার খাওয়ার কাহিনী নাকি কাগুজে রটনা! তিনি নাকি
    নিজে খোঁজ নিয়ে জেনেছেন, এসব লোকে রটাচ্ছে। তো ঠিক আছে-অমল সমাদ্দারের মৃতদেহের ছবি দিয়েই এই লেখা লিখছি।

    পাঠক ২০০৭ সালে বিমান বোসকে মনে পড়ে? গোটা দেশ টিভিতে দেখছে নন্দীগ্রামে সিপিএমের নন্দীভিরিঙ্গিদের কীর্তি-আর উনি বলে যাচ্ছেন সবই মিডিয়ার কারসাজি!

    ইতিহাসের চাকা ঘোরে-যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। মমতাদেবী সবাই আশা করে আছে, আপনি বিমান বোসের এই অমানবিক সংবেদনশীলতাহীন রাজনীতির পরিবর্তন করবেন। সবাই সেই "চেঞ্জ" দেখতে চাইছে-কিন্ত আপনার মধ্যে ত আমরা সেই বিমান বোসকেই দেখতে পাচ্ছি!

    সিপিএমের গুন্ডাদের ওপর লোকের রাগ থাকা স্বাভাবিক। কিন্ত সেই দোহাই দিয়ে তৃনমুলীদের গুন্ডামো চালাতে দিলে- তৃনমূল-লুম্পেনদের পার্টি হতে কদিন লাগবে?
  • siki | 123.242.248.130 | ২৪ মে ২০১১ ০৮:৪০474557
  • বিপ্লববাবু,

    আলাদা আলাদা টই না খুলে একটাই মমতাসংক্রান্ত টই খুলে তাতেই সমস্ত আলোচনাগুলো করলে হয় না? টইয়ের বন্যায় খেই হারিয়ে ফেলছি আর কি ...
  • santanu | 82.112.6.2 | ২৪ মে ২০১১ ০৮:৪৪474568
  • একি রে, ৪০ মিনিট হয়ে গেল, এখনো একটাও পোস্ট এলো না, কতগুলো তৃনমুল আগে খুন হয়েছে বা সমাদ্দার বাবু ঠিক ততোটা সাদামাটা ছিলেন না - ইত্যাদি বলে।
  • Biplab Pal | 72.81.226.222 | ২৪ মে ২০১১ ০৯:১১474579
  • আলাদা আলাদা টই না খুলে একটাই মমতাসংক্রান্ত টই খুলে তাতেই সমস্ত আলোচনাগুলো করলে হয় না? টইয়ের বন্যায় খেই হারিয়ে ফেলছি আর কি ..


    No.
    Everyissueispoliticallydifferent.

    PoliticsisnotablanketBollywoodmovie! Sorry.
  • prateek | 24.162.193.229 | ২৪ মে ২০১১ ১০:০০474590
  • আমার বাবা,ঘোষিত সিপিম সমর্থক।।লেখালেখি করেন এবঙ্গ তীব্র মমতা বিরোধী।।TMC এর কিছু লোক এসে হুমকি দিয়ে গেছে মমতা বিরোধী লেখালেখি বন্ধ না করলে ভালো হবেনা।।

    লিন্‌ক দিতে পার্লামনা,সরি
  • Biplab Pal | 72.81.226.222 | ২৪ মে ২০১১ ১৭:৪৫474601
  • @prateek
    Amakeemailkarteparo:[email protected]

    amiunarinterviewnitechai..

    তৃণমূলকে আনার একটাই কারন-আমরা গনতন্ত্র চেয়েছিলাম। তবে সিপিএমের লোকেদের ও মনে রাখতে হবে, তারা কিভাবে গণতন্ত্রের কন্ঠ রোধ করেছিল।
  • achintyarup | 59.93.207.3 | ২৪ মে ২০১১ ১৭:৫৬474612
  • আমার বাবা সিপিয়েমকে ভোট দেন। কিছুদিন আগে বাড়িতে একটা ফোন এসেছিল, আমি সমর গুণ্ডা বলছি। এককালে কংগ্রেসী গুণ্ডা সমর সমাদ্দার নাকি বাঘাযতীন অঞ্চলের ত্রাস ছিল। সমর গুণ্ডা কোনো হুমকি দেয়নি। কুশল সংবাদ জিগ্যেস করেছে শুধু।
  • Du | 216.110.92.7 | ২৪ মে ২০১১ ১৮:৫৮474623
  • নপরাজিত প্রেসকে অস্ত্র উদ্ধার নিয়ে কিছু কথা বলছিলেন , কনফারেন্সের মধ্যেই ফোন আসে - এবং উনি ফোনে বলছি, এক্‌খুনি বলে দিচ্ছি করে সঙ্গে সঙ্গে প্রেসকে বললেন - এর মধ্যে সিপিএম এর হাত হ্রয়েছে।

  • aka | 168.26.215.13 | ২৪ মে ২০১১ ১৯:২০474633
  • http://ganashakti.com/bengali/news_details.php?newsid=6485

    গণশক্তিতে দেখলাম। স্টপ দিজ ফার্স্ট। লেখা, আঁকা, ছবি, উন্নয়ন পরে, আগে এই মানুষ মারা বন্ধ হোক।
  • nyara | 122.172.31.240 | ২৪ মে ২০১১ ১৯:৩৪474547
  • নপরাজিতর ঘটনাটা প্রায় এরকমই শুনলাম, একটু মোচড়-সহ। গণশক্তিতে নপরাজিতর খবর - http://bangla.ganashakti.co.in/shownews.php?w=570&h=846&year=2011&month=5&date=23&page=1&dpn=253732

    অমল সমদ্দারের ঘটনা ভয়াবহ। সিপিয়েমের শাসনের সঙ্গে কোন তফাৎ নেই। এসব কি জয়ের প্রথম উচ্ছাসের পরিণতি? আস্তে আস্তে থিতিয়ে আসবে? নইলে এ তো ৩৪ বছরের কন্টিনিউয়াম।
  • aka | 168.26.215.13 | ২৪ মে ২০১১ ১৯:৪৮474548
  • এটা প:ব:য়ের রাজনীতির কালচার হয়ে দাঁড়িয়েছে। লোকে পার্টির সাথে ইনভলডই হয় লোকাল এরিয়ায় ক্ষমতা বাড়ানোর জন্য। টাকার লোভ তো আছেই কিন্তু তার সাথেও আছে ক্ষমতার লোভ, দাদাগিরির লোভ। আর যেকোন পার্টির একটু দাদা টাইপ লোকজনের কাছে আগ্নেয়াস্ত্র।

    পৃথিবীর সমস্ত কিছুর মতন দু:খের বিষয় এটাও পার্টিজান। যেকোন তিনোমুলীকে জিগ্যেস করলে বলবে অমল সমাদ্দারের ঘটনা বানানো। যেকোন সিপিএমকে জিগ্যেস করলে বলবে তাপসী মালিক বানানো। তার সাথে গভীর পলিটিকাল রেটরিক "আমরা নিরপেক্ষ নই" কিংবা 'মা-মাটি-মানুষ'। মানুষ খুনের আবার পক্ষ কি হে?

  • santanu | 95.141.130.90 | ২৪ মে ২০১১ ২০:০৭474549
  • এটা আমার ও মনে হয়, লোকে পার্টি করে ক্যানো? কিছু লোক করে কারন তারা পার্টির মতাদর্শে বিশ্বাস করে, যেমন সমাজবাদ, হিন্দুত্ব, সিপিএম তাড়ানো ইত্যাদি - কিন্তু বাকিরা? গ্রামের দিকে প্রায়ই মার দাঙ্গা ঘর জালিয়ে দেওয়া - এতো কিছু মেনে নিয়ে একটা পার্টিতে নাম লেখানোর কারন টা কি? ভোট তো ৫ বছরে একবার যাকে ভালোলাগে তাকে চুপচাপ দিয়ে এলেই হয়।
  • MR | 76.185.100.9 | ২৪ মে ২০১১ ২১:২৬474550
  • স্বাভাবিক ভাবেই মমতাপন্থীদের কোনো পোষ্ট চোখে পড়ল না।
  • r.h | 198.175.62.19 | ২৪ মে ২০১১ ২১:৪০474551
  • কাল অন্য টইয়ে অনির্বানবাবু আনন্দবাজারে প্রকাশিত আশিস নন্দীর লেখার লিঙ্ক দিয়েছিলেন,- শান্তনুদার প্রশ্নের উত্তর ওখানে কিছু খোঁজা হয়েছে - (সম্পাদকীয় পাতায়, ২৩ মে)
  • rimi | 168.26.215.135 | ২৪ মে ২০১১ ২২:২৭474552
  • এতোদিনে একটা লিংক পেলাম। আনন্দবাজার বা আজকাল এই খবরটা কভার করে নি কেন?? এটা তো একেবারে প্রথম পাতায় আসা উচিত!!!

    এখানে মিডিয়ার একটা দায়িত্ব আছে বলে মনে করি। মমতা যাতে দ্বিতীয় সিপিএম না হয়ে উঠতে পারেন, মিডিয়ার উচিত প্রথম থেকেই সেসব ব্যপারে মহিলাকে চাপে রাখা।
  • pi | 128.231.22.150 | ২৫ মে ২০১১ ০০:০৪474553
  • বিপদা, ওখানে কারুর সাথে যোগাযোগ করতে পারলেন ?
  • prateek | 24.162.193.229 | ২৫ মে ২০১১ ০০:২৩474554
  • বিপ দা my dad is scared..I don't live in kolkata and therefore there is no support system দেশে ফিরে যাব কিছু দিনের মধ্যে।।বাবা মা কে লুরু নিয়ে আসার কথা তখন কথা বলিয়ে দেব
  • pinaki | 122.164.244.85 | ২৫ মে ২০১১ ০০:৩৩474556
  • খানদানি কংগ্রেসী গুন্ডারা এই বাজারে মাথাচাড়া দেবেই। সিপিএমের উচিৎ ল্যাজ গুটিয়ে না পালিয়ে কিছু কেন্দ্রীয় কর্মসূচী নেওয়া। শান্তিপূর্ণ অবস্থান অনশন - এসব তো করতে পারে অন্তত:। পাব্লিক লাথ মেরেছে বলে কি ন্যায্য ইস্যু নিয়ে পাব্লিকের কাছে যাওয়া বন্ধ করে দিতে হবে? শুধু নেতারা মিলে রাজ্যপালকে ডেপুটেশন দিয়ে কোনোদিন এলাকায় কর্মীদের মনোবল ফেরানো যায়? নেতাদের নিজেদের মার খাওয়ার হিম্মত দেখাতে হবে। তা না করে তেনারা আলিমুদ্দিনে এসি ঘরে বসে নির্বাচনী বিপর্যয়ের কারণ বিশ্লেষণে মগ্ন থাকলে আর কনস্পিরেসি থিওরীতে সব উদ্ভাবনী ক্ষমতা ব্যয় করে দিলে যা চলছে তা-ই চলবে।
  • aka | 24.42.203.194 | ২৫ মে ২০১১ ০৫:৫২474558
  • সিপিএম কি করবে না করবে তাদের ব্যপার।

    প্রশাসনের উচিত ভিকটিমাইজড লোকজনকে নিরাপত্তা দেওয়া।

    http://anandabazar-unicode.appspot.com/proxy?p=25raj1.htm

    http://anandabazar-unicode.appspot.com/proxy?p=25mur1.htm

    এই দুটো একসাথে খবরের কাগজের প্রথম পাতায় আসতে পারে না। আগামী কদিনেও যদি এই ট্রেন্ড না কমে তাহলে ধরব ওপরের নির্দেশটা শুধুই প্রচার। আসলে লোক মারাটা দলীয় কর্মসূচীর মধ্যে। রিডিকিউলাস।
  • r.h | 67.96.80.214 | ২৫ মে ২০১১ ০৭:৫৮474559

  • pi | 128.231.22.150 | ২৫ মে ২০১১ ০৮:০৪474560
  • অনেকেই অ্যানেকডোটস দিচ্ছেন। একদিকে ভালো, কোথাও তো কিছু জানা/জানানো যাচ্ছে। এটা আমার নিজের কথা না, এক পরিচিতর। এই মেলটা পেয়েছিলাম বেশ কিছুদিন আগে। ভোটের রেজাল্টের পর পর। সিপিএম নেতা জিতেন নন্দী খুন হবার পর পর ই। 'তৃণমূল' সমর্থকদের হাতে খুন হয়েছিলীন বলে আজকালের রিপোর্ট পড়ার পর এই মেইল করে। ওর বাড়ি জিতেন নন্দীর পাশের গ্রামে।
    ভাবলাম, শেয়ার করি।
    সে নিজে খোলাপাতায় এ নিয়ে লিখতে চাইছে না, ওর বা ওর গ্রামের কারুর সাথে কেউ যোগাযোগ করতে চাইলে আমায় মেইল করতে পারেন।

    amar bari garbeta 1 number block er 6 number panchayet e. maita gram holo 7 number panchayet. amader pratibeshi gram ..... jara oi anchal sambandhe bindumatro khabor rakhe tara jane 7 number e tmc r kono vote chhilo na 2001 saale, 2006 ebong lokesabhateo tai (cpm i kichhu vote tmc ke dei nahole zero polling hole sei booth repoll hoi).....

    ami amar gramer loker kachhe anya khabor pachhi ebong oi panchayet er je kono gramer je kono lokeke jiten nandi sambondhe jigges korle jana jabe.

    jiten nandi ekti notorious choritro....97-98 sale kato bari jaliyechhe, kato luth korehhe tar thik nei....1998 e 6 number panchayet er agra grame ontoto 20 ta barite agun lagiyeche...oi eki samaye roida bole 6number er arekti gram e koyekti barike target kore sashastra haamla hoi, tar por sei barigulike fine kora hoi.....sei samaye mote ja fine adai kora hoi tar porimaan chhilo 3 lokkho......amar dharana party-r jela-star er netara hoito ei fine er katha janto na.....2001 er election e 7 number e santras kore birodhishunyo kora hoi....election er ager din benachapra gram e bari bari giye humki deoa hoi - jiten nandy-r netritwe ( oi gramer je kono lokeke jigges korle ek i katha bolbe)...
    iten nandi result er porer din lokejan ke dhamak dite gechhilo mardhor korte gechhilo je "ki bhebechhis tora?" ebong tarpor ..

    jodi karo sandeho thake to garbetar porer station bagriroad e neme eker por ek je sab gram tader lokeder jigges korte pare. ekaria, gilaboni, agra, rakhabon, roida, nohari, benachapra, maita, ei gramgulote.

    jodi pare to keu giye documentary kore anuk na

    amader 6 number panchayet er kiriti hajra (arek ti zonal sampadak, lcs o chhilo dhadhika 5 number 6 number panchayet er baro neta, tapan sukur er porei er sthan) vote er porer din o lokejan ke mardhor korechhe "keno vote diyechhis?" ei janye....emonki result beronor poreo hamla korechhe....tar por tara kheye ekhon urishya paliyechhe.....tar bari dekhle abak hoye jabe....6 number panchayet e gilabani grame pellai bari....se phone kore kothay banduk achhe bolechhe - sei banduk uddhar hoyechhe...se phone e khoma cheyechhe, bolechhe amar bari bhengo na.....forest department er 2.5 lokkho taka ami jemon kore hoke ferot debo ebong samasto astro kothay achhe bole debo binimoye amake mero na....

    opore je gram-gulir naam korechhi sekhane giye local/zonal stor-re netader jomi-jaigar pariman dekhuk loke.....er por-o jodi sandeho thake je opore ullekh kora gram gulote jiten nandy r netritwe byapok pNujibaad birodhi lodai hochchilo - nije giye oi gramgulo te ghure aste bolbo. sadharon grambasir abosthao dekhe aste bolbo.

    esob bole violence er palta violence justify korte chaichi na. gramer chobita bojhate chaichi. violence obashyoi bandho haoa dorkar. kintu ei janorosh tmc r pokheo kotota control kora sambhob janina.
  • aka | 24.42.203.194 | ২৫ মে ২০১১ ০৮:১৩474561
  • গায়েব। কিকরে হল?
  • santanu | 82.112.6.2 | ২৫ মে ২০১১ ০৮:১৫474562
  • কিছুদিন পর কারুর কাছে নির্ঘাত বিমল সমাদ্দারের পাশের গ্রাম থেকেও চিঠি আসবে - ভায়োলেন্স কে জাস্টিফাই করার জন্য নয়, বাংলার গ্রামের আসল অবস্থা টা জানানোর জন্য।
  • Sibu | 174.145.48.93 | ২৫ মে ২০১১ ০৮:১৭474563
  • আর ব্রাত্যর ইন্টারভিউতে সৌমিত্র/সত্যজিৎ রায় নিয়ে কোন কথা ছিল না বলেও তো কাকে যেন ফোন করে ভেরিফাই করা হয়েছিল না?
  • pi | 72.83.97.171 | ২৫ মে ২০১১ ০৮:২১474564
  • কে ভেরিফাই করেছিল ?
  • aka | 24.42.203.194 | ২৫ মে ২০১১ ০৮:২১474565
  • পাই এইধরণের কেস এন্টারটেইন করা উচিত কিনা ভেবে দেখতে অনুরোধ করব। এটা ঠিক অমুকে তমুক দিয়েছে অতএব আমাকেও একটা পাল্টা কেস দিতে হবে ব্যপার নয়। কোন মতেই মানুষ খুনকে বিন্দুমাত্র প্রশ্রয় দেওয়া যেকোন নাগরিক সমাজের পক্ষে বিপদজনক। যিনি লিখেছেন ওনার শেষের লাইনটি ভয়ানক।

    এতদিন কেউ মেরেছে মানেই আজ তাকে মেরে ফেলার অধিকার কারুর জন্মে যায় না।

    এই রাজনীতির বিরোধীতা করি বলেই সিপিএমের বিরোধীতা করেছি।
  • pi | 72.83.97.171 | ২৫ মে ২০১১ ০৮:২২474566
  • এঁদের নিয়ে কথা বলা হয়েছে বলেই তো ভেরিফিকেশন এসেছিল :)
  • pi | 72.83.97.171 | ২৫ মে ২০১১ ০৮:২৫474567
  • আকাদা, যিনি লিখেছেন, তিনি কি এই ঘটনাকে কোথাও জাস্টিফাই করেছেন ? তাঁর পয়েন্টটা টিএমসির দ্বারা এটা রোখা প্র্যাক্টিকালি কতটা সম্ভব তাই নিয়ে।
    এতদিন কেউ মেরেছে বলেই মেরে ফেলার অধিকার জন্মে যায়, একথা তিনি লিখেছেন বলে তো কিছু পড়লাম না। বরং উল্টোটাই লিখেছেন।
  • aka | 24.42.203.194 | ২৫ মে ২০১১ ০৮:২৭474569
  • জনরোষ রোখা সম্ভব নয়? সাধারণ লোক মানুষ খুন করার জন্য এত মরিয়া মানতে পারি না। গুণ্ডা ছাড়া এ সম্ভব নয়। তৃণমূল যদি তাদের গুণ্ডা সামলাতে পারছে না এটা আমার মনে হয়েছে ঠান্ডা হুমকি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে মতামত দিন