এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • অমল সমাদ্দারের খুন এবং মমতা ব্যান

    Biplab Pal
    অন্যান্য | ২৪ মে ২০১১ | ৬৫২৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ishan | 117.194.33.213 | ২৫ মে ২০১১ ০৮:২৭474570
  • দুদিন আগে খবরের কাগজে দেখলাম সম্পূর্ণ রক্তাক্ত একজন কমরেডের ছবি। ঐ অবস্থায় এলাকা ঘোরানো হচ্ছে। সঙ্গে পড়লাম, তাঁর ভাই তৃণমূলের স্থানীয় নেতা। দাদার প্রা?ণভিক্ষা করছেন। পড়ে সেই মাওবাদী "মুক্ত এলাকা'র কথা মনে পড়ে গেল।
  • prateek | 24.162.193.229 | ২৫ মে ২০১১ ০৮:২৭474571
  • এই তো সব সমস্যার সমাধান হল।।জনরোষ।।কেনো যে এখানে লিখতে গেছিলাম কে জানে
  • aka | 24.42.203.194 | ২৫ মে ২০১১ ০৮:৩১474573
  • ঈশান চোরাগোপ্তা মার,খুন সবই চলেছে। সেটার বিরোধীতাই সুস্থ রাজনীতি মনে হয়। এটাকে যেকোন মূল্যে যাস্টিফাই করার বিন্দুমাত্র প্রচেষ্টাও অত্যন্ত ক্ষতিকারক। সে সিপিএম, মাওবাদী বা তৃণমূল যেই হোক না কেন।
  • Ishan | 117.194.33.213 | ২৫ মে ২০১১ ০৮:৩১474572
  • আকা। বিষয়টা কমপ্লিকেটেড। অন্তত হুগলীর পশ্চিম দিকে আর বিশেষ করে পশ্চিম মেদিনীপুরে। ওদিকে এলাকায় এলাকায় নেতাই-এর মতো সশস্ত্র শিবির ছিল। লোকে ক্ষেপে যেতেই পারে।

    পয়েন্টটা হল জনরোষই হোক আর তৃণমূলের রোষই হোক, আইন পাবলিকের হাতে তুলে নেওয়া ঠেকানো উচিত। দোষ করলে আইনী রাস্তায় শাস্তি হোক। সিম্পল।
  • pi | 72.83.97.171 | ২৫ মে ২০১১ ০৮:৩৩474575
  • এই যাঁরা অন্য রাজ্যে পালিয়ে গেছেন, ফিরলে সম্ভবত এক ই অবস্থা হবে। প্রশাসন এ নিয়ে কী ব্যবস্থা নিচ্ছে, আদৌ নিচ্ছে কিনা জানিনা।
    মমতার আগের সব নির্দেশ তো পার্টির লোকদের উদ্দেশ্য করে ছিল, সেটা দিয়ে তো এরকম ঘটনা আটকানো যায় না।
    প্রশাসনকে দেওয়া আজকের এই নির্দেশটা আরো আগে আসলে ভাল হত।
  • aka | 24.42.203.194 | ২৫ মে ২০১১ ০৮:৩৩474574
  • ঈশানকে ক। কমপ্লিকেটেড জানি। এও জানি যারা এতদিন দাদাগিরি করেছে তারাই টার্গেট। কিন্তু এই জিনিষ চলতে দেওয়া যায় না।
  • pi | 72.83.97.171 | ২৫ মে ২০১১ ০৮:৪০474576
  • আকাদা, গুণ্ডা ছাড়া এ সম্ভব নয়, ছবিটা এরকম সাদা কালো নয়, বোঝাতেই এটার উল্লেখ করলাম। গ্রামের ছবি বোঝানোটা ভায়োলেন্সের জাস্টিফিকেশন নয়, সেটা আশা করি তুমি বা শান্তনুদা অন্তত বুঝবে।

    প্রতীকদা, তোমার কথা তো কেউ অবিশ্বাস করেনি, তুমি এত সহজে অন্যের কথা অবিশ্বাস করছো কেন ? :)
    আর তোমাকে আমি ওনার ফোন নং দিয়ে দিচ্ছি, তুমি নিজেই কথা বলে নিতে পারো। গ্রামের লোকেদের সাথেও।

    তৃণমূল রোষ দেখাচ্ছে, এমন কোন ক্লেইম তো করা হয়নি, কিন্তু সেটা আছে মানেই জনরোষ নেই, তা ও তো না হতে পারে।

    একটা সমাধান যখন খোঁজা হচ্ছে, তখন সমস্যাটা ও তো পুরো জানতে হবে।

  • rimi | 24.42.203.194 | ২৫ মে ২০১১ ০৮:৪০474577
  • না, এটা জাস্টিফিকেশন নয়, বাস্তব চিত্র। আমার মনে পড়ছে, সেই ২০০০ সালে মেদিনীপুরে গেছিলাম একটা স্ট্যাস্টিকাল সার্ভের কাজে, কেশপুর এবং তার আশেপাশের গ্রামে ঘুরে দেখেছিলাম ব্যপারটা ঠিক এরকমই। গ্রামের সাধারণ লোকজন দুটো ব্যপারে খুব মরীয়া ছিল - এক এই রাজনৈতিক সন্ত্রাস, আর চিকিৎসার অব্যবস্থা। তখন বলা বাহুল্য, ছবিটা অন্যরকম ছিল, তৃণমূলের লোকজন আতংকে দিন কাটাত।

    যাই হোক, সাধারণ অশিক্ষিত বা অর্ধশিক্ষিত মানুষের ক্ষমতা নেই মার এবং পাল্টা মারের এই ভিশিয়াস সাইকেল থেকে বেরিয়ে আসার। মানে তাদের সেই বোধটাই নেই।

    পুলিশ আর আইনকে যথাযথ কাজে লাগিয়ে সবার আগে এটা বন্ধ করা উচিত মমতার। দেখা যাক তিনি কি করেন!
  • Ishan | 117.194.33.213 | ২৫ মে ২০১১ ০৮:৪২474578
  • পশ্চিম মেদিনীপুরের কেস টা বহুত ঘোরালো। ওদিকে তৃণমূলের সংগঠন প্রায় নেই বললেই চলে। সংগঠিত সন্ত্রাস চালানোর ক্ষমতা তো একেবারেই নেই। তবু রোজ অস্ত্র উদ্ধার হচ্ছে। মারপিটও চলছে। অনেক ক্ষেত্রে সত্যিই "সাধারণ লোক' ইনভলভড। অনেক ক্ষেত্রে বিষয় খুব জটিল। নানা খবর কানাঘুষোয় কানে আসছে।

    রাজ্যের বাকি জায়গায় মারপিট যা হচ্ছে, খুবই সিম্পল কেস। কিন্তু প:মে: বা আরামবাগ-খানাকুলে কেস আলাদা। অনেক দাদা সত্যিই জনরোষের ভয়ে এলাকা ছাড়া।

    কিন্তু দিনের শেষে, ঐ, একই কথা। জনরোষই হোক, বা পার্টি রোষ, এটাকে চলতে দেওয়া যায়না। দিলে প্রশাসনকে অপদার্থ বলতে হয়।
  • aka | 24.42.203.194 | ২৫ মে ২০১১ ০৮:৪৪474580
  • পাই, কে করছে, কি করছে, জনরোষ না তৃণমূল রোষ সে এখান থেকে বোঝার উপায় শূন্য। প্রশাসনের কাছে একটাই দাবী হওয়া উচিত যেকোন মূল্যে খুন খারাপি বন্ধ করো। সে যে রোষই হোক। এখন তৃণমূল সরকারে অতএব দায় তাদের। পিরিয়ড।
  • pi | 72.83.97.171 | ২৫ মে ২০১১ ০৮:৪৫474581
  • কিন্তু, একটা কথা ভাবছিলাম। শুধু প্রশাসন দিয়েই কি হবে ?
    প্রশাসনের পক্ষে কতটা অ্যান্টিসিপেট করা সম্ভব ? আজ প্রতীকদার বাবা শহরে বসেও পুলিশের কাছে যেতে ভয় পাচ্ছেন, গ্রামের এই সব লোকজন কতটা সাহস করবে ?

    মানুষকে নিজেকেই বুঝতে হবে। গ্রামে ঠাণ্ডা মাথার মানুষজন ও তো আছেন। তাঁদের উদ্যোগ নিতে হবে।

    ইন ফ্যাক্ট, মেইল টা যিনি করেছেন, তাঁর বাবাই সেখানে এই কাজটা করার চেষ্টা করছেন। মানুষকে বুঝিয়ে ঠাণ্ডা করার।
  • pi | 72.83.97.171 | ২৫ মে ২০১১ ০৮:৪৭474582
  • হ্যাঁ, 'এখান' থেকে বোঝার উপায় নেই বলেই তো 'ওখান' থেকে পাওয়া ছবিটা দিলাম।
    উনি তো লিখেইছেন, যে কেউ ওখানে গিয়ে কথা বলতে চাইলে, রিপোর্ট করতে চাইলে সাহায্য করবেন।
  • rimi | 24.42.203.194 | ২৫ মে ২০১১ ০৮:৫২474583
  • পাই সেতো বটেই। কিন্তু প্রশাসনও অনেক কিছু করতে পারে:
    ১। প্রত্যেক দলের কাছে কড়া নির্দেশ পাঠানো সন্ত্রাস না করার জন্যে
    ২। সন্ত্রাস ঘটলে দল নির্বিশেষে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা অবিলম্বে
    ৩। সাধারণ মানুষকে অভয় দেওয়া, কিছু ঘটলে পুলিশের কাছে যেতে এনকারেজ করা, আর পুলিশকে সেই মতন নির্দেশ দেওয়া
    ৪। সন্ত্রাসপ্রবণ এলাকাগুলোতে পুলিশ বা সেনা পাঠানো।

    এগুলো করা কি খুব কঠিন?
  • aka | 24.42.203.194 | ২৫ মে ২০১১ ০৮:৫২474584
  • পাই বাংলা কথা,

    এই পার্টিজান পলিটিক্সে সত্য মিথ্যা গুলিয়ে গ। প্রতীকের কথাও বিশ্বাসযোগ্য নয় এবং তুমি যাঁর মেইল দিলেন তাও বিশ্বাসযোগ্য নয়। সমস্যাটা আমার, কারণ এই নিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এমন জলঘোলা হচ্ছে যে বিশ্বাস করা খুব মুশকিল।

    ধরো এই যে অস্ত্র উদ্ধার। যত অস্ত্র সব নাকি সিপিএমের। সিপিএমের গুণ্ডা রয়েছে, তাদের কাছে অস্ত্রও আছে সবই সত্যি। কিন্তু তৃণমূলের একটাও গুণ্ডা নেই? তাদের কাছে কোনই অস্ত্র নেই? থাকলে তো ধরা পরার কথা। কই একটাও খবর দেখি নি।
  • pi | 72.83.97.171 | ২৫ মে ২০১১ ০৮:৫৭474585
  • রিমিদি, মমতার ১ দিয়েছিলেন।
    ৩ টা মনে হয় আজ দিলেন। প্রথমেই দেওয়া উচিত ছিলো।

    ২ এর ব্যাপারে জানিনা, জানতে চাই।
    গণপিটুনির আইনত: শাস্তি কী ?
    পকেটমার কি চোর কে যাঁরা মারেন তাঁদের কি শাস্তি হয় ? হলে, কী শাস্তি হয় ?
  • pi | 72.83.97.171 | ২৫ মে ২০১১ ০৮:৫৯474586
  • কিম্বা দুজনের কথাই বিশ্বাসযোগ্য।

    দুটৈ হচ্ছে না বা হতে পারে না, এই অবিশ্বাস টা তোমার কোথা থেকে আসছে ?
  • rimi | 24.42.203.194 | ২৫ মে ২০১১ ০৯:০০474587
  • আমি কিন্তু পাইএর মেলটা অবিশ্বাস করার কিছু পাচ্ছি না। ২০০০ সালে মেদিনীপুরেও এরকমই অবস্থা ছিল। একেবারে হুবহু এরকম। কিছু কিছু ঘটনা এমনই ভয়াবহ যে এখনও মনে আছে। একজন বলেছিল সে সিপিএমকে ভোট দেয় নি বলে সিপিএম এর লোকজন ওর বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছিল। কুড়িদিন তারা সপরিবারে ধান ক্ষেতে লুকিয়েছিল।
  • Ishan | 117.194.33.213 | ২৫ মে ২০১১ ০৯:০২474588
  • চিত্রটা ছোটো করে দিই। কয়েকটা বিধানসভা এলাকা যার খবর আমি জানি।

    ঝাড়গ্রাম: তৃণমূলের সংগঠন নেই। জনসাধারণের কমিটির লোকে তৃণমূলের হয়ে কাজ করেছে এবং ঢেলে ভোট দিয়েছে। নিজেদের ক্যান্ডিডেট ছত্রধর মাহাতোকে দেয়নি। কারণ, ওখানে সবচেয়ে বড়ো ইস্যু কেন্দ্রীয় বাহিনী এবং সশস্ত্র শিবির। প্রতি আধঘন্টা অন্তর ওখানে কেন্দ্রীয় বাহিনী টহল দেয়। আরবিট ক্যালায়। প্রায় প্রত্যেক বাড়ির কেউ না কেউ হাজতবাস করে এসেছে। ইত্যাদি। লোকে বিশ্বাস করেছে, মমতাকে ভোট দিলে কেন্দ্রীয় বাহিনী উঠবে।

    এখানে কেলোটা হল, কেন্দ্রীয় বাহিনীকে ওখান থেকে তুলে নিলেই ম্যাসাকার হবার আশঙ্কা। এবং সেটা "জনরোষ'।

    আরামবাগ: তৃণমূল আছে। কিন্তু বিভিন্ন পকেটে। অনিল বসুর এলাকা। তিনি আরামবাগ লোকসভা কেন্দ্র থেকে ৬ লাখ ভোটে জিতেছিলেন। দীর্ঘদিন দাদাগিরি চলেছে। তৃণমূল "পাল্টা' দিতে চাইলেও দিতে পারবেনা। কারণ সেরকম সংগঠন নেই।

    হরিপাল: কোনো সংগঠিত বিরোধীপক্ষ নেই। দীর্ঘদিন ধরে অনিল বসু গোষ্ঠী ওখানে "শাসক'। আর "বিরোধী' হলেন রূপচাঁদ পাল গোষ্ঠী। বেচারাম মান্না স্রেফ মমতা হাওয়ায় জিতেছেন।

    এইগুলো একটা দিক। আরেকটা দিক হল ধনেখালি-খানাকুল। তৃণমূল দারুনভাবে বিদ্যমান। পেলেই কেলিয়ে দেবে এবং টুকটাক দিচ্ছে। আমি ঠিক জানিনা, কিন্তু বারুইপুরেও সম্ভবত তাই।

    তৃতীয় দিক হল, ধরুন সিঙ্গুর। প্রচন্ড পোলারাইজড। তৃণমূলের শক্ত সংগঠন। কিন্তু তৃণমূল খুব সংযত।

    তিন নংটা নিয়ে চিন্তার কিছু নাই। কিন্তু প্রথম দুটো মমতা কিকরে সামলাবেন সেটা ওনাকেই ঠিক করতে হবে। কারণ উনি মুখ্যমন্ত্রী। এবং ওনার স্লোগান: বদলা নয় বদল চাই।
  • pi | 72.83.97.171 | ২৫ মে ২০১১ ০৯:০৬474589
  • নির্বাচন কমিশন ভোটের আগে এই এলাকা গুলো কীভাবে নিয়ন্ত্রণ করছিলেন ?
  • pinaki | 122.164.244.85 | ২৫ মে ২০১১ ১০:০৪474591
  • এলাকায় এলাকায় সর্বদলীয় বৈঠক আর সর্বদলীয় শান্তি মিছিল ইত্যাদি করা যেতে পারে। কিন্তু তৃণমূল আপাতত: কিছুদিন এই 'জনরোষ'কে একটু প্রশ্রয় দেবে। মানে মুখে এসব আটকানোর কথা বলবে, কিন্তু বাস্তবে কম আটকাবে, বা আটকাবে না। কারণ আগামী কয়েকমাসের মধ্যেই বামেদের গর্তে ঢোকা এবং এলাকার পাওয়ার ইকুয়েশনের বদলটা সম্পূর্ণ হয়ে যাবে। তখন আবার শান্তি হি শান্তি।
  • pi | 72.83.97.171 | ২৫ মে ২০১১ ১০:০৯474592
  • এই গণপিটুনির ট্র্যাডিশানাল কালচার ও এবার বন্ধ করার জন্য কিছু উদ্যোগ নেওয়া উচিত।
    রুষ্ট হলেই সবাই মিলে কেলিয়ে মারতে হবে, সে পকেটমার হোক কি ছিঁচকে চোর কি হেরো পার্টির গুণ্ডা কি ইউনিভার্সিটিতে অসভ্যতাকারী, মেনে নেওয়া যায়না।

  • quark | 202.141.148.99 | ২৫ মে ২০১১ ১০:১৯474593
  • একটা জিনিস মাথায় ঢুকছে না। মুখ্যমন্ত্রী তো বলেছেন "রাজ্যে কোথাও রাজনৈতিক হানাহানি হচ্ছে না"। যা নেই তাকে আটকাবার/ঠেকাবাবার/বন্ধ করবার এত দাবী কিসের?
  • saikat | 202.54.74.119 | ২৫ মে ২০১১ ১০:২১474594
  • পিনাকীকে ছোট করে ক।

    আগের দিন নপরাজিতবাবু প্রেস কনফারেন্স-এ একটা কথা বললেন। মুখ্যমন্ত্রীর নির্দেশ যে সব জায়গায় (জায়্‌গা মানে পাড়া/জেলা ঠিক বুঝিনি) পুলিশকে সাহায্য করার জন্য "সিটিজেন্স কমিটি" গঠন করা হবে। এতে সমাজের সর্ব স্তরের মানুষ থাকবেন !

    এটা ঠিক কী ব্যাপার বুঝলাম না। পুলিশকে সাহায্যের জন্যও কমিটি? তারা কী ইনফর্মারের কাজ করবে?

    কাগজেও বিশদে কিছু দেখলাম না।
  • asdjfwffscsc dsdyydd | 61.90.164.27 | ২৫ মে ২০১১ ১৪:১৫474595
  • টেস্ট।
  • ranjan roy | 122.168.186.178 | ২৫ মে ২০১১ ২০:৪৪474596
  • হে সময়! উত্তাল সময়!

    প্রথম যৌবনে কোলকাতায় মিছিলে শ্লোগান দিয়েছি---
    অমুকের খুনের বদলা চাই!
    তারপর অবধারিত ভাবেই--"" খুন কা বদলা খুন হ্যায়, মার কা বদলা মার হ্যায়''। গান্ধীবাদী পদ্ধতিকে "" শ্রেণী সমঝোতা'', শাসক শ্রেণীর প্রতি শোষিতের পাল্টা আক্রমণের সময় ""বাফার'' হয়ে দাঁড়ানো--- এইসব বলে ঘৃণা করেছি।
    কিন্তু আজকে যখন তিনকুড়ি বয়েস পেরিয়ে মৃত্যুদন্ডের বিরোধিতা করি , তখন সবরকম মৃত্যুদন্ডের বিরোধিতা করি-- সরকারের দেয়া (কাসভের ফাঁসিরও), মাওবাদীদের দেয়া( ক্যাঙ্গারু কোর্টেরও), জনরোষেরও ( সিপিএম/তৃণমূল সবার)।
    আসলে আজ "" দাঁতের বদলে দাঁত, চোখের বদলে চোখ'' অই আদিম কবিলাই দন্ডনীতিরই বিরোধিতা করি।
    বাংলাদেশ সরকার হল। কবি সুভাষ মুখো আনন্দবাজারে প্রবন্ধ লিখলেন--- কি ভাবে বাংলাদেশে ""রজ্জাক''( বা অমনি কোন নাম)বলে কোন নারীঘাতী-শিশুঘাতী গুন্ডাকে মুক্তিযোদ্ধারা বা জনগণ টর্চার করে মেরেছে।
    এও বল্লেন-- ওই রাজাকার গুন্ডাটির ইতিহাস জানার পর সুভাষ নিজে ওকে টুকরো-টুকরো করে ফেলার পক্ষপাতী। জাস্টিফিকেশন হিসেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ফ্রান্সে স্থানীয় নাজি কোল্যাবরেটরদের প্রতি( নিহত শহীদদের বদলা হিসেবে) ম্যাকিদের অত্যাচারের কথা বললেন।
    বর্দ্ধমানের সাঁইবাড়ি হত্যাকান্ডের নিন্দে করে যখন সিপিএম বন্ধুদের সঙ্গে আলোচনা করি, তখন তাঁরা বলেন---রঞ্জনদা, আমি বর্দ্ধমানের লোক। আপনি জানেন না ওই প্রণবসাঁইদের অত্যাচারের কীর্তিকাহিনী। ওটা ছিল জনরোষ, সিপিএম নেতারা জনগণের স্বত:স্ফুর্ত আবেগের প্রকাশে সঙ্গে দাঁড়িয়ে ছিলেন মাত্র।
    আমার গোটা তিনেক সাংবাদিক ভাইদের সঙ্গে কথা বলে জেনেছি যে সিপিএম বন্ধুদের কথাটি সত্যি।
    যদিও জিতেন নন্দীর ব্যাপারে"" পাশের গ্রামের রিপোর্ট'' আর সাঁইবাড়ির ব্যাপারে সিপিএম বন্ধুদের রিপোর্ট একেবারে তুল্যমূল্য; কিন্তু ওই বর্ণনাগুলো বড়জোর ব্যাখ্যা করে-- কেন হল, কেংকরে হল ইত্যাদি।
    আমার প্রশ্ন-- দুটো ঘটনাতেই নৈতিক ভাবে আমরা কোথায় দাঁড়াব?
    আমরা যারা আইনের শাসনে শাসিত এক সুশীল সমাজের কথা বলি।
    জিতেন নন্দী বা প্রণব সাঁই যতবড় অত্যাচারী/খুনে হোক না কেন, তাদের "জনগণ''এর বিচারে প্রাণ যাওয়াকে কি ""ন্যাচারাল জাস্টিস"" বলে সমর্থন করবো?
    এ হবেই বলে চুপ করে থাকবো?
    অথবা নতুন মুখ্যমন্ত্রীকে বলবো--- যেমন পরাজিত নেতাদের প্রতি অনুকরণীয় সৌজন্য দেখিয়েছেন তেঅমনি পরাজিত দলের তৃণমূল স্তরের কর্মীদের প্রতি ব্যবহার করতে আপনার কর্মীদের বলুন।
    মিডিয়ার অপপ্রচার বলে উড়িয়ে না দিয়ে প্রত্যেকটি কেস নিয়ে তথ্যমূলক বিবৃতি দিন। নইলে আলাদা কোন সংস্কৃতি আনলেন।

    আর পিনাকীর কথার সূত্রে বলি-- সিপিএম নেতারা স্পেসিফিক কেস নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কেন দেখা করছেন না? উনি তো পুলিশমন্ত্রীও বটেন। সেই নৈতিক সাহস কী হারিয়ে ফেলেছেন? তাহলে সিপিএম ক্যাডাররা এই দাবী করুক।
    মমতা ধর্ষিতা বোবা মেয়েটিকে নিয়ে রাজভবনে ধর্ণায় বসেছিলেন। মার খেয়েছিলেন।
    সেই নিতিক সততা আজ বাম নেতা দের নেই কি?
    বঙ্গে শান্তি ফিরিয়ে আনা আজ নতুন সরকারের সর্বোচ্চ প্রাথমিকতা হওয়া উচিৎ।
  • nyara | 122.172.4.36 | ২৫ মে ২০১১ ২০:৫৪474597
  • রঞ্জনদার পোস্ট - Like
  • ranjan roy | 122.168.230.74 | ২৫ মে ২০১১ ২১:০২474599
  • আকা,রিমি এবং ঈশানকে ক'।
    মনে হয় রিয়েলিটি শো'র বর্ণনাটা পিনাকী ঠিকই দিয়েছে। শহর কোলকাতায় মিডিয়া সক্রিয়। ফলে খুন-টুন হয়তো হবে না। কিন্তু ভয় পাইয়ে সিপিএম সংগঠনকে ঠুঁটো করার রণনীতি টিএমসি চালিয়ে যাবে। কবরের শান্তি প্রতিষ্ঠা করতে চাইবে।
  • kallol | 115.241.45.240 | ২৫ মে ২০১১ ২১:০২474598
  • রঞ্জন - ওনারা বলেই দিয়েছেন, নতুন সরকার, তাই দুএক বছর দেখে তবে বিরোধীতা করবেন।
    এবারও আমার গাট ফিলিং কিস্যু করবে না, শুধু কাঁদুনী গাইবে - আমাদের খুব মারছে।
  • aka | 168.26.215.13 | ২৫ মে ২০১১ ২১:০৪474600
  • রঞ্জনদার পোস্টের অনেকটার সাথেই একমত, কিন্তু রাজ্যের প্রতিটা লোকের নিরাপত্তার দায়িত্ব প্রশাসনের। সিপিএম আন্দোলন করবে কিনা, মহাকরণে বসবে কিনা একথা বিচার্য্যই নয়। যদি আজ সিপিএম পার্টি উঠে যায় তাহলে তাদের জন্য ধর্ণায় বসার কেউ নেই বলেই জনরোষে তাদের মরতে হবে?
  • pi | 72.83.97.171 | ২৫ মে ২০১১ ২১:০৯474602
  • রঙ্‌জনদা, আমার পোস্টগুলো দেখুন। কোথাও কিন্তু বলা হয়নি, জাস্টিফায়েড।
    কেন হল বলার থেকেও এটা পোস্ট করার উদ্দেশ্য ছিল, অবস্থাটা কী সেটা জানা।
    সব জায়গার ইক্যুয়েশনটা একরকম না। যেটা মামু লিখেছে। পশ্চিম মেদেনীপুরের ছবিটা অনেক জায়গার থেকেই আলাদা। অনেক জটিল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ মতামত দিন