এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • এক ঐতিহাসিক মুহুর্তের প্রাক্কাল

    Biplab Pal
    অন্যান্য | ১২ মে ২০১১ | ৭৯৯০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Biplab Pal | 72.81.226.222 | ১২ মে ২০১১ ০৮:০৩476448
  • ৩৫ বছর একটা রাজ্যে কমিনিউস্ট বা লেনিনবাদিরা থাকলে কি হাল হতে পারে, সেটা ইতিহাসের অন্যান্য
    লেনিনবাদি পরীক্ষা থেকেই বোঝা যায়।

    রাজ্যের জন্যে সিপিএম কিছু করে নি এমন না। ভারতের অন্যান্য রাজ্যের থেকে এ রাজ্য শিল্পে পিছিয়ে থাকলেও
    ভূমি বন্টনের জন্যে এ রাজ্যের চাষীদের অবস্থা কিছুটা ভাল। তবে ভূমিহীন চাষী এবং শ্রমিকদের অবস্থা খুবই খারাপ।
    গুজরাতে বা মহারাষ্ট্রে যেখানে বছরে ১৮০ দিন কাজ পায় তারা, এরাজ্যে ৪০ দিন ও কাজ পায় না ভূমিহীন লেবারের
    দল। এদের অধিকাংশই কাজ করতে চলে যাচ্ছে কেরালা বা গুজরাতে।

    মূলত ভুল শিল্পনীতির জন্যেই বিদায় নিচ্ছে আজ সিপিএম সরকার। তারা জানত যুবকদের চাকরী দিতে হবে। কিন্ত
    কিভাবে হবে, সেটা কিছু মাস্টারমশাইদের জানা সম্ভব ছিল না-যারা জীবনে কোনদিন কোন উৎপাদন পদ্ধতির সাথে যুক্ত ছিলেন না। শেষে শিল্প স্থাপনের জন্যে টাটা সেলিমদের গোলাম হতে গিয়ে এক দালাল চক্রের হাতে আসে সিপিএম। জনগনের পার্টি দালালদের পার্টিতে পরিণত হয়।

    এর পরেও টিকে যেত সিপিএম। যদি না মাথার ওপরে প্রকাশ কারাতের মতন এক নিরেট নেতার বোঝা টানতে হত।
    মমতাকে ঠেকানোর সব থেকে সহজ উপায় ছিল কংগ্রেসের সাথে কেন্দ্রে একসাথে দেশ শাসন করা। সেক্ষেত্রে বিজেপি
    ছারা মমতার গতি ছিল না-এবং সেক্ষেত্রে সংখ্যালঘু ভোটও হারাতে হত না। এই সামান্য পাটিগণিত বোঝার ক্ষমতাও যার নেই-তিনি সিপিএমের বড়কর্ত্তা। ফলে যা হবার , তাই হচ্ছে।

    যাইহোক ১৩ ই মে সব অর্থেই এক ঐতিহাসিক বিজয় হবে। এ বিজয় হবে গণতন্ত্রের। আশা করা যায়
    তৃণমূল দ্বায়িত্ববান অর্থবহ শাসকের ভূমিকা নেবে। যা নিতে বুদ্ধ সম্পূর্ন ব্যর্থ হয়েছেন। লেনিনবাদ মেনে
    রাষ্ট্রর চেয়ে পার্টি বড় বানাতে গিয়ে পার্টি এবং রাজ্য -দুটোকেই ডুবিয়েছেন। যেখানে রাজ্য দেনায় ডুবে
    যাচ্ছে-চাষীভুষো বেকারের দল নিজেদের মেয়েকে মুম্বাই এ বেচতে বাধ্য হচ্ছে সেখানে
    আমেরিকা কোথায় হাগছে তাই নিয়ে মিছিল করা এক অবাস্তব ভাঁড়ামো এবং ছাগলামোতে পরিণত হয়েছিল
    পশ্চিম বঙ্গে। তার সাথে সাথে অপ্রাসঙ্গিক বনধ সংস্কৃতি জুরে আজকে ফল এই যে দেশের সব থেকে বেশী বেকার
    এবং বেশ্যার সাপ্লাই লাইন আজ পশ্চিম বঙ্গ। ২০,০০০ শিক্ষক এখনো পেনসন পান নি।

    উৎপাদন ব্যবস্থাকে ধ্বংশ করে কোন আন্দোলন আজ পর্যন্ত ইতিহাসে জেতে নি। তাই অবাস্তব বাম আন্দোলন ত্যাগ
    করে বাস্তবমুখী বাম আন্দোলনের সময় এটা। নইলে জনগনের আন্দোলন চলে যাবে দক্ষিন পন্থীদের হাতে-যেটা
    মহারাষ্ট্রে হয়েছে-সেখানে জটাই পুরে জমি আন্দোলনের নেতৃত্বে আছে শিব সেনা। কারন মহারাষ্ট্রে বাম আন্দোলন
    আজ মৃত। গোটা দেশেই বাম আন্দোলন মৃত হওয়াটা সময়ের অপেক্ষা যদি না এই হার থেকে সিপিএম শিক্ষা নিয়ে
    নতুন ধরনের বাস্তববাদি বাম আন্দোলনে মানুষকে সামিল করে যা উন্নত উৎপাদন ব্যাবস্থার শর্তগুলি লঙ্ঘন করবে না।
  • tatin | 117.226.149.152 | ১২ মে ২০১১ ০৮:১৭476461
  • আজ মহানবমী
    পুজোর মন্ত্র:

    মাতৃমৃত্তিকাধিষ্ঠাত্রী জনেষু মানদাত্রী যা
    জনঘাতী বাÇফ্রন্টদলী মুক্তিদেব্যো নমৌ নম:
    যা দেবী সর্বভূতেষু দিদি রূপেণ সংস্থিতা
    নমস্তস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ নম: নম
  • Arpan | 112.133.206.18 | ১২ মে ২০১১ ০৯:০০476472
  • মানে? কালকে দেবী বিদায়? : o
  • kc | 194.126.37.78 | ১২ মে ২০১১ ০৯:৫৮476483
  • জোর করে আঁতেল হতে গেলে এই সব হয়। :-)
  • kallol | 220.226.209.2 | ১২ মে ২০১১ ১০:২৭476494
  • হয়তো ঐতিহাসিক মুহুর্ত। হয়তো নয়।
    মার্ক্সবাদী-লেনিনবাদী পরীক্ষা এতদ্বারা ভুল বা ঠিক কিছুই প্রমাণিত হল না। এই রাজ্যে বামফ্রন্ট প্রথম দু-এক বছর ছাড়া কোন পরীক্ষা নিরীক্ষা করে নি। সেগুলোও যে খুব মার্ক্সবাদী-লেনিনবাদী পরীক্ষা নিরীক্ষা তাও বলা মুস্কিল। অপারেশন বর্গা বা পঞ্চায়েত রাজ কি মার্ক্সবাদী নিরীক্ষা?
    একটা ৩৪ বছরের জগদ্দল পাথর সরছে। এটুকুই যা স্বস্তির।
    কিন্তু এবার নতুন লড়াই।
    মমতা ও তার দল কালে কালে সিপিএম হবেন। এনিয়ে আমার কোন দ্বিধা নেই। প্রক্রিয়া শুরু হয়ে গেছে। ডানকুনিতে সম্প্রতি এক তৃণমূল কর্মী খুন হয়েছেন। যেহেতু তিনি তৃণমূল কর্মী ছিলেন অতএব তাকে সিপিএম ছাড়া কেই বা খুন করবে!! এমনটাই লেখা/বলা হচ্ছে। কিন্তু ২য়ে ২য়ে ৪ আর কবেই বা হয়েছে (স্কুলের অঙ্কের খাতায় ছাড়া)।
    আমার কাছে পুরো বিবরণ আসে নি, দিন কয়েকের মধ্যে এসে যাবে। তখন এই টইয়েই সেটা তুলে দেবো।
    উনি জলাজমি ভরাটের বিরুদ্ধে কাজ করতেন, নিজের মতো করে (কোন এনজিও নয়)। এলাকার জমি মাফিয়াদের সাথে দীর্ঘদিন ধরে ওনার টক্কর চলছে। সেদিনও তারা শাসকদলের ছায়ায় ছিলো, আজ তারাই হবু শাসকের ছাতায়। তারাই খুন করলো, মানুষটিকে।
    লড়াই জারি থাকবে।
    আজকের আজকালে জয়দেব বসু লিখেছেন বামফ্রন্ট হেরে গেলে, মানে বিধানসভায় ৩০ হয়ে গেলে নাকি পার্টিজান ওয়ারফেয়ার চালাতে হবে। ওনাকেও নাকি সেটা শিখতে হবে। আর কতো দেখাবি মা................
  • dukhe | 122.160.114.85 | ১২ মে ২০১১ ১০:৩২476505
  • একটু ধন্দে আছি । অনিল বসু আর গৌতম দেবের ছবি তো বাঁধাতে দিয়েইছি, কিন্তু তারপর কে ? জয়দেব বসু না দেবেশ রায় ? কার ছবি টাঙাব ? আপ্নেরা কী কন ?
  • Bratin | 122.248.183.1 | ১২ মে ২০১১ ১০:৪৬476516
  • হাত নিশপিস করছে। তবু এই টই তে কিচ্ছু লিখবো না!!
  • Mnaish | 59.90.135.107 | ১২ মে ২০১১ ১০:৫৯476527
  • জনগন এতো ই অধৈর্য্য যে আর একটা দিনও অপেক্ষা করতে পারছেনা। আর যদি ফিরে আসে দাদার মতো।:-০
  • dukhe | 122.160.114.85 | ১২ মে ২০১১ ১১:০৪476538
  • দিদির বাড়ির সামনে নাকি ম্যারাপ বাঁধা হয়ে গেছে । প্রত্যাবর্তন হলে পোচ্চুর মাংস ফেলা যাবে । নির্ঘাত ।
  • pi | 72.83.97.171 | ১২ মে ২০১১ ১১:৩১476449
  • তাতিন, কাল কি দসেরার রাবণ পোড়ানো ?
  • tatin | 210.212.18.226 | ১২ মে ২০১১ ১১:৩৫476452
  • কাল দেবীর অপরাজিতা মন্ত্রে পুজো
  • saikat | 202.54.74.119 | ১২ মে ২০১১ ১২:৫১476453
  • কালকে সেফ খেলতে হলে মোহনবাগানের জার্সি পরে আসুন।

    লাল-সবুজ দুটো রঙই থাকবে, যখন যেদিক দরকার সেদিকটা দেখিয়ে দেবেন।
  • Rajdeep | 115.111.126.179 | ১২ মে ২০১১ ১৩:৫২476454
  • গেস্টাপোরাও শুনেছি কিসব সংস্কৃত মন্ত্র টন্ত্র আউড়াত
  • Manish | 59.90.135.107 | ১২ মে ২০১১ ১৫:০৮476455
  • এই টই এ এমন কেউ কি আছেন যে নির্বাচনের ফলাফল যা আশা করে আছেন তার বিপরিত হলে ভীষনভাবে মুষড়ে পরবেন।

    আমার কথা লিখি :

    বামফ্রনট হারলে প্রাথমিক ভাবে মন খারাপ হবে কিন্তু মুষড়ে পরার কোনো সীন নেই।

    আর যদি জেতে:

    আহা কি আনন্দ আকাশে বাতাসে।

  • dukhe | 122.160.114.85 | ১২ মে ২০১১ ১৫:৩৩476456
  • আরে ধুর, আল্টিমেটলি তো সেই তরলের অসংখ্য পিঠ বৈ কিসু নয় ।
  • Kaju | 59.163.201.173 | ১২ মে ২০১১ ১৬:৪২476457
  • আহা বুড়ো দাদুরা ৩৪ বছর ধরে তো অনেক জোয়াল টানল, ঠান্ডা ঠান্ডা মাথাগুলো কখন যে ধবধবে বরফে বোঝাই হয়ে গেল নিজেরাই টের পেল না। এবার নাহয় ওঁদের একটু ছুটি দেয়া হোক। বয়সেরও তো একটা ব্যাপার আছে। সব দাদুরাই একদিন সবুজের হাতে হাল সমর্পণ করে বিদায় নেয়। এই দাদুরা তাও তো এতদিন মেঘে মেঘে বেলা ঢেকে কাটালো। নাতি নাত্নীরা আছে কি করতে, হ্যাঁ?
  • Manish | 59.90.135.107 | ১২ মে ২০১১ ১৬:৫৮476458
  • সত্যি ৩৪ বছর পর একটু বিশ্রাম মন্দ নয়।

    তবে সবুজ মানেই কিন্তু কচি নয়।এই যেমন মদন মিত্র।যুব নেতা কিন্তু বয়স ৬০ এর উপরে। আর দিদি, না দিদিদের বয়স বলতে নেই।
  • bb | 117.195.181.219 | ১২ মে ২০১১ ১৭:০১476459
  • এক পাইলট তরুণের হাতে দেশ দিয়ে কি হয়েছিল একটু খবর রাখবেন। আর এক কচি রাজপুত্র তো এখন পর্যন্ত চার্লসের মত বুড়ো বয়স অবধি ভাবী হয়েই রয়ে গেলেন।
  • Bratin | 122.248.183.1 | ১২ মে ২০১১ ১৭:০৩476460
  • তাও বোধহয় বুদ্ধ, অনিল, কারাত থেকে কম ই হবে নাকি? কে জানে বাবা??
  • Bratin | 122.248.183.1 | ১২ মে ২০১১ ১৭:০৫476462
  • আপনাদের কষ্ট টা বুঝি। তবু....
  • dukhe | 122.160.114.85 | ১২ মে ২০১১ ১৭:০৬476463
  • তরুণ ফরুণ নয়, এদের চাই -
    http://anandabazar-unicode.appspot.com/proxy?p=archive/1110426/26raj4.htm
  • Bratin | 122.248.183.1 | ১২ মে ২০১১ ১৭:১৩476464
  • তাছাড়া 'শাহজাহান' কেও তো একদিন জায়গা ছেড়ে দিতে বাধ্য করেছিল 'আওরঙ্গজেব' ।
  • Kaju | 121.244.143.246 | ১২ মে ২০১১ ১৭:৩৭476465
  • সে যাই হোক, দাদুদের এত পরিশ্রম, এত রক্তফোটানো বিপ্লব স্বাস্থ্যের পক্ষে আর মোটেও ভালো নয়। বিশ্বেসমশাই এই করে করে পটলোৎপাটন করলেন অকালে। না না, এবার নো মহাকরণ-টরণ, চুলোয় যাক, কী হবে এত শিল্প-টিল্প উন্নয়ন করে, হ্যাঁ? এরা চাহে না তোমারে চাহে না যে। আপন দাদুরে নাহি জানে। এখন বেশ কিছুদিন টানা চিৎপটাং রেস্ট, গড়ের মাঠে ছড়ি হাতে প্রাত:ভ্রমণ আর 'বুদ্ধং শরণং গচ্ছামি'।

    নইলে একালের কোন কবি এসে লিখে বসে থাকবে, -

    সহস্র নাতিরে তব কর্মবীর দাদু
    দাওনি তো চরে খেতে, হয়ে আছে হাঁদু।

    কিছুই বলা যায় না।
  • Manish | 59.90.135.107 | ১২ মে ২০১১ ১৭:৩৮476466
  • এটা ভালো দিয়েছে।

    'আওরঙ্গজেব'

    ভদ্রলোক কাউকে বিশ্বাস করতেন না, এমনকি নিজের ছায়াকেও।

    বেশ মিল পাওয়া যাচ্ছে।
  • Manish | 59.90.135.107 | ১২ মে ২০১১ ১৭:৪০476468
  • এই রিটায়ার করা প্রসাধনীরা সব নাতি।
  • Bratin | 122.248.183.1 | ১২ মে ২০১১ ১৭:৪০476467
  • ওটা তো তোমাদের খুশী করার জন্যে । নাহলে তোমাদের 'শাহজাহান' লিখি? :-))
  • Rajdeep | 115.111.126.179 | ১২ মে ২০১১ ১৭:৪৫476469
  • কাজু বাবু ভালই এগোচ্ছেন - আরো হউক তো নাকি!

    সেরিব্রাল অ্যাটাকে প্রায় চার পাঁচ দিন কোমায় থেকে মৃত মানুষটির জন্য ভালই বিশেষণ বাছিয়াছেন - "পটলোৎপাদন "

    শত্রুমিত্র নির্বিশেষে কোন পরিচিত মানুষ সেরিব্রাল অ্যাটাকে মৃত হলে এভাবেই ডেসক্রাইব করেন বুঝি ?

  • Rajdeep | 115.111.126.179 | ১২ মে ২০১১ ১৭:৪৬476470
  • * সরি "পটলোৎপাটন"
  • dukhe | 122.160.114.85 | ১২ মে ২০১১ ১৭:৫৩476471
  • 'পটল তোলা' ইডিয়মখানা কি নিষিদ্ধ হয়ে গেছে ? কিসুই খপর রাখি না ।
  • Kaju | 121.244.143.246 | ১২ মে ২০১১ ১৮:০০476474
  • এই রে রাজদীপবাবু (আমা হেন নগণ্য ব্যক্তিকেও বাবু ডাকলেন তো, তাই আর কি), রাগটাগ কইরেন না। ওনাকে অসম্মান করব, আমার ঘাড়ে কটা মাথা? আর দরকারই বা কি? ছি ছি। আসলে একটু গুলিয়ে ফেলেছি। আসলে শেষ নিশ্বাস ত্যাগ/তিরোধান/পরলোকগমন-ই লিখতে গেছিলুম। হঠাৎ কী যে হল, ভাবলাম বেশ নতুন একটা শব্দ লাগাবো লিখছি-ই যখন, বেশ সন্ধি-সমাস সব জুড়েটুড়ে। তার ওপর দই পটলের জন্যেও মনটা তখন থেকে কেমন কেমন কচ্চিল। সব মিলেটিলে ঐ 'পটলোৎপাটন' হয়ে দাঁড়ালো। বুইলেন তো? কেন যে লোকে আমায় এত ভুল বোঝে... (ভেউ ভেউ)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে মতামত দিন