এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • এক ঐতিহাসিক মুহুর্তের প্রাক্কাল

    Biplab Pal
    অন্যান্য | ১২ মে ২০১১ | ৭৯৮৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | 128.48.121.145 | ১২ মে ২০১১ ২৩:০৫476507
  • অন্ধ সমর্থক ! নাহ! বড়জোর ছানি বা চালসে....
  • dukhe | 117.194.240.227 | ১২ মে ২০১১ ২৩:১১476508
  • সমর্থক মানেই অন্ধ । মোহনবাগান হারুক আর জিতুক, সঙ্গে আছি । ঐ জন্য রাজনীতিতে নাই । মানে অন্তত: যতক্ষণ না মন্ত্রিত্বের অফার পাই ।
  • lcm | 128.48.121.145 | ১২ মে ২০১১ ২৩:১৫476509
  • না না অন্ধ কেন। ডাইনামিক হতে হবে। আমার সমর্থন ঘন্টায় ঘন্টায় পাল্টায়।
  • dukhe | 117.194.240.227 | ১২ মে ২০১১ ২৩:১৯476510
  • সব্বোনাশ ! তাহলে তো "এই মুহূর্তে আপনি কার সমর্থক?" এর উত্তরে কঠিন অঙ্ক (ডেলাইট সেভিং সমেত) কষতে হবে । সুব্রত মুখার্জিকে "আপনি কোন পার্টিতে?" জিজ্ঞেস করলে যে বিপদ হয় ।
  • lcm | 128.48.121.145 | ১২ মে ২০১১ ২৩:২২476511
  • ডিপেন্ড করছে। এখানে তো টিভি পাই না, তাই, কোন ইউআরএল-এ আছি তার ওপর। আজকাল-এ পাতায় থাকলে সিপিএম, আনন্দবাজারে সাইটে ব্রাউজ করলে কংগ্রেস, প্রতিদিন হলে তৃণমূল। অবশ্য, আনন্দবাজার মাঝেমধ্য ভড়কে দেয়, আমিও তালে তালে ভড়কে যাই, সমর্থন পাল্টাই।
  • Bratin | 117.194.102.50 | ১২ মে ২০১১ ২৩:২২476512
  • সমর্থন কি মেশিনের IP? যে ডাইনামিক হবে? :-))
  • Sudipta | 202.78.232.10 | ১২ মে ২০১১ ২৩:২৩476513
  • দুখে,
    সরি, খেতে গেসলুম; দোষ-গুণের কথা হচ্ছে না, সম্বোধন টা জরুরী, নইলে অভিযোগ স্পষ্ট হয় না, যাকে বলছেন তাকে তো আত্মপক্ষ সমর্থনের সুযোগটা দেবেন; আর সম্বোধনহীন কথাবার্তা-য় অহেতুক মানসিক দূরত্ব বাড়ে, সেটাকেই বা প্রশ্রয় দিচ্ছেন কেন! বামপন্থী হোন, বা তৃণমূল, মানুষ তো বটে মশাই! ছাড়ুন এ কথা।

    সমর্থক হলে অন্ধ তা একটা জেনেরিক কথা হয়ে গেল; এটা কিন্তু ঐ আমরা-ওরা র সমর্থক; আমি বামপন্থী, তাই বলে আমায় সি পি এম হতেই হবে? আমার নিজের তো অন্যরকম মতামত থাকতেই পারে; বামপন্থার তো সামাজিক , অর্থনৈতিক, রাজনৈতিক অনেক গুলো অ্যাসপেক্ট আছে, সেটা সি পি এমের সাথে পুরোপুরি সরলরেখায় মিলতে হবে তার কি মানে আছে? সমর্থন যাকে ইচ্ছে করুন, সচেতনতা-ই শেষ কথা। ওটা হারালে দাদা-দিদি সব ভেসে যাবে :)
  • dukhe | 117.194.240.227 | ১২ মে ২০১১ ২৩:৩৫476514
  • সুদীপ্ত,
    আরে মশাই আমি বাম-অবাম কারো সমর্থকই না, হ্যাঁ এই মুহূর্তে সিপিয়েম বিরোধী - এই অবধি । রাজনৈতিক সচেতনতা নেই বলাই উচিত ।
    আমি জাস্ট স্ল্যাং এর ব্যবহারের পক্ষে ওকালতি করছিলাম - এইমাত্র । সেটা অনিল বিশ্বাস সিপিয়েম বলে - এমন নয় ।
  • lcm | 128.48.121.145 | ১২ মে ২০১১ ২৩:৪১476515
  • আমি সকালে ছিলাম সিপিএম বিরোধী। এখন আবার সমর্থক। বিকেলে কি হয় দেখি। রাতে ওবামা।

    কিন্তু, স্ল্যাং - কোথায়। মিস করে গেলাম।
  • Sudipta | 202.78.232.10 | ১২ মে ২০১১ ২৩:৫৫476518
  • স্ল্যাং এ আর দোষ কি! এখন তো ওগুলো বাক্যালঙ্কার অব্যয় হয়ে গেছে :)
    তবু কার-ও মৃত্যু নিয়ে মজা করতে খারাপ লাগে; একাদশীর উপবাস গল্পের পটল তোলা আর অনিল বিশ্বাসের 'পটলোৎপাটন' এ তফাৎ আছে বৈকি! আর এটা ঠিক স্ল্যাং নয়, কুরুচিকর বলা যায়;

    আচ্ছা এই রাজনীতিবিদ দের পেশা নিয়ে আমার বড় ধন্দ জাগে। অভিরূপ সরকার বা ব্রাত্য এরা তো যদ্দুর জানি প্রফেসর (যদুপুর আর সিটি বোধ হয়); তা এরা ক্লাস টাস নেন? নিজেরা বাড়িতে নিয়মিত পড়শোনা করেন? সময় দেন কখন? বা ধরুন, 'ড:' সূর্যকান্ত মিশ্র; হাসপাতালে গিয়ে রোগী দেখেন, চিকিৎসা করেন?

    রাজনীতিতে সক্রিয় যোগদান বা এম এল এ হওয়া ভালো কথা, কিন্তু এঁরা তাহলে বাকি পরিচয় গুলো বহন করেন কেন, যদি না তার সঠিক ইউটিলাইজেশন হয়? বিশেষত: উদাহরণের দুটো বিষয় (শিক্ষা ও স্বাস্থ্য) ই রাজনীতির আগে আসে যেখানে!
  • nk | 151.141.84.194 | ১২ মে ২০১১ ২৩:৫৫476517
  • পটল নিয়ে কে একটা কী বলেছিলো বলে। পটলোৎপাটন।
    সেতো সুকুমারের লক্ষ্মণের শক্তিশেলেও এক চরিত্র "রামচন্দ্র গাত্রোৎপাটন করেছেন" বলেছিলো।
  • nk | 151.141.84.194 | ১২ মে ২০১১ ২৩:৫৮476519
  • ব্রাত্য মানে বসু? সে না শুনেছিলাম নাটক করে????
  • saikat | 116.202.143.94 | ১২ মে ২০১১ ২৩:৫৯476520
  • হ্যাঁ, ভাল কথা। এই অভিরুপ সরকার কি কবি অরুণকুমার সরকারের ছেলে?
  • saikat | 116.202.143.94 | ১৩ মে ২০১১ ০০:০০476521
  • যে চুল বাঁধে সে কি রাঁধে না?
  • Sudipta | 202.78.232.10 | ১৩ মে ২০১১ ০০:০১476522
  • nk বুল'স আই তে হিট করেছেন :)
    লক্ষ্মণের শক্তিশেল একটা দারুণ মজার নাটক :)

    'তার মাথায় ঢেলে ঘোল
    তারে উল্টো গাধায় তোল
    কাজ কি ব্যাটার বেঁচে
    ওর চুল দাড়ি দাও চেঁচে;
    নস্যি ঢোকাও নাকে
    ব্যাটা মরুক হেঁচে হেঁচে!
    তার মুখে দাও চুন্‌কালি
    তারে চিমটি কাটো খালি
    তার চৌদ্দ পুরুষ উড়িয়ে দাও পেড়ে গালাগালি!'

    উফ, কি জিনিস নামিয়েছিলেন সুকুমার রায় !
  • Sudipta | 202.78.232.10 | ১৩ মে ২০১১ ০০:০২476523
  • তিন নম্বর লাইনে হবে

    'তার কানের কাছে পিটতে থাকো চোদ্দো হাজার ঢোল'
  • lcm | 128.48.121.145 | ১৩ মে ২০১১ ০০:০৪476525
  • পটল স্ল্যাং নয়, বড়জোর দোর্মার উপকরণ।

    ব্রাত্য বসু, তো ঐ যে, উইংক্‌ল টুইংক্‌ল।
  • nk | 151.141.84.194 | ১৩ মে ২০১১ ০০:০৪476524
  • রাঁধতে নামার আগেই ভালো করে চুল বেঁধে নিতে হয়। যুদ্ধে নামার মতই।
  • nk | 151.141.84.194 | ১৩ মে ২০১১ ০০:০৬476526
  • শুধু দোর্মা না, দোলমাও হয় পটল দিয়ে। আবার আলুপটলের ডালনাও হয়। পটলভাজাও খারাপ না। দইপটল ও চম্‌ৎকার খেতে।
  • Tim | 198.82.20.182 | ১৩ মে ২০১১ ০০:০৬476528
  • সৌগত রায় আশুতোষের ফিজিক্সের ফ্যাকাল্টি ছিলেন (যদিনা রিটায়ার করে থাকেন, তবে এখনও আছেন)। তিন বছরে একটা ল্যাব করিয়েছিলেন, পাসকোর্সের ছেলেদের। অনার্সের কোনো ক্লাস দেয়া হতোনা, কারণ জানিনা। তিনবছরে গোনাগুনতি বার দশেক দেখে থাকবো। পাসের বন্ধুরা বলতো নাকি ক্লাস নিতেন না। ক্যানো আসতেন জানিনা, বোধয় মাইনে নিতে।
  • lcm | 128.48.121.145 | ১৩ মে ২০১১ ০০:০৭476529
  • কিন্তু কথা হল পলিটিক্স-এর লোকজনকে শুধু খিল্লি কেন? নন-পলিটিশিয়ান প্রফেসর বা ডাক্তারেরা সব ঠিকঠাক কাজ করেন।
    সবই ঐ, তালেগোলে হরিবোল - দোষ নেবার জন্যে আছেন পলিটিশিয়ান-রা।
  • nk | 151.141.84.194 | ১৩ মে ২০১১ ০০:১৩476531
  • তবে এত কাজ কারা করে?
  • Sudipta | 202.78.232.10 | ১৩ মে ২০১১ ০০:১৩476530
  • lcm
    খিল্লি নয়, যাঁরা প্রফেশনাল পদাধিকার দেখিয়ে বেতন নেন মাসে মাসে, তাদের কাছে প্রফেশনের দায়িত্ব পালনটা এথিক্সের আওতায় পড়ে, যিনি রাজনীতিতে হোল টাইমার হবেন তিনি অন্য প্রফেশন থেকে সরে দাঁড়ান তাহলে, টিম যেমন বলল, দায়িত্ব নিয়ে ক্লাস নেব না, আবার মাইনে নেব এবং সারাদিন ভোটে জেতার ক্যাম্পেন করে বেড়াবো, এগুলো জাস্ট মেনে নেওয়া যায় না। রাজনীতির জন্য সময় দিতে তো বারণ করে নি কেউ, কিন্তু প্রফেশনাল এথিক্স বলে তো একটা বস্তু আছে!
  • nk | 151.141.84.194 | ১৩ মে ২০১১ ০০:১৫476532
  • আমাদের স্থানীয় বয়েজ স্কুলে দেখতাম রাজনীতি টীতি না করেও কেউ তেমন কাজ করতো না, ইস্কুলে বিশ্রাম নিয়ে বাড়ী গিয়ে ব্যাচে ব্যাচে প্রাইভেট পড়াতো।
  • nk | 151.141.84.194 | ১৩ মে ২০১১ ০০:১৭476533
  • এখন লোকে বলতে পারে, সব জেনেও পেরেন্টরা ওখানে ছেলেদের ভর্তি করতো কেন?
  • Sudipta | 202.78.232.10 | ১৩ মে ২০১১ ০০:১৮476534
  • ঠিক, নন-পলিটিশিয়ান প্রফেসর বা ডাক্তার রা সবাই ঠিক ঠাক কাজ করেন না, সেটা তো আমি বলছি, নিজের পেশার প্রতি দায়বদ্ধ থাকাটা গুরুত্বপূর্ণ বিষয়; কিন্তু কিছু কিছু পলিটিশিয়ানরা তো নিজেরাই একটা ধোঁয়াশা তৈরী করেন পেশা সম্বন্ধে, সেটাই বলা।
  • nk | 151.141.84.194 | ১৩ মে ২০১১ ০০:২২476535
  • বলা যায় না পলিটিশিয়ানদের জবের শর্তই হয়তো তাই, একটা প্লেস হোলডার হিসাবে কাজটা দেখানো হবে, মূল কাজ ক্যাম্পেন আর আরো নানা পলিটিকাল কাজ। সেক্ষেত্রে এদের এথিক্স আছেই বলা যায়।
    আবাপের এনলিস্টেড লেখকদের যেমন সাংবাদিকের চাকরি দিয়ে রাখা হয়।
  • G | 136.142.168.156 | ১৩ মে ২০১১ ০১:১৮476536
  • গতকালের বাসি প্রশ্নের উত্তর: অভিরূপ সরকার ISI তে পড়ান (এখনো ক্লাস নেন কিনা জানি না)। সিরিয়াস কাজকর্মই করেন, অন্তত নব্বইয়ের দশকে করতেন। এখন একটু কম, একটু infrequent, তবে কিসুই করেননা বলা যায় না। ২০১০ -এও পেপার আছে। এই ওনর পাতা: http://www.isical.ac.in/~abhirup/index.html
  • nyara | 122.172.20.18 | ১৩ মে ২০১১ ০১:২২476537
  • হ্যাঁ, অভিরূপবাবু অরুণ সরকারের ছেলে।

    দেবেশ দাসও যাদবপুরের প্রফেসর না?
  • Abhyu | 67.91.97.130 | ১৩ মে ২০১১ ০১:৫৬476539
  • অভিরূপবাবু ISIতে ওয়েল রেস্পেক্টেড প্রফেসর ছিলেন, অন্তত নব্বইয়ের দশকে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে প্রতিক্রিয়া দিন