এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ছোটদের জন্য কবিতা...

    nandini
    অন্যান্য | ১২ জুলাই ২০১১ | ২৩২০২ বার পঠিত | রেটিং ৪ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • nandini | 59.93.207.174 | ১২ জুলাই ২০১১ ২৩:৩২477354
  • আমার এক সাত বছরের ভাইপো - স্কুলে আবৃত্তি করবে - ১০-১৫ লাইনের একটা কবিতা চাইছিল, ন্যাচারালী - মাথায় এলো - রবীন্দ্রনাথ, সুকুমার, সুকান্ত, নজরুল...কিন্তু ভেবে দেখলাম এদের বাইরে ছোটদের পড়ার উপযুক্ত কবিতা আমি কিছুই জানি না...আপনারা কেউ জানেন?
  • pi | 128.231.22.142 | ১৩ জুলাই ২০১১ ০০:৪৪477377
  • কবিতাই চাই? ছড়া হলে চলবে?
  • nandini | 59.93.207.174 | ১৩ জুলাই ২০১১ ০০:৪৮477388
  • হ্যাঁ হ্যাঁ, কেন না?
  • pi | 128.231.22.142 | ১৩ জুলাই ২০১১ ০০:৫১477410
  • আর, সত্যেন দত্ত ?
  • byaang | 122.178.205.191 | ১৩ জুলাই ২০১১ ০০:৫৬477421
  • নন্দিনী, প্রথমে ভাবছিলাম কুসুমকুমারী দাসের আমাদের দেশে হবে সেই ছেলে কবে বা সুনির্মল বসুর সবার আমি ছাত্র কবিতা দুটো। তারপর দেখলাম ৭বছরের ছেলে আবৃত্তি করবে। তখন এটার কথা মনে পড়লো। দেখুন তো এটা চলবে কিনা?

    যোগীন্দ্রনাথ সরকারের মজার দেশ

    এক যে আছে মজার দেশ সব রকমে ভালো,
    রাত্তিরেতে বেজায় রোদ, দিনে চাঁদের আলো।
    আকাশ সেথায় সবুজবরণ, গাছের পাতা নীল,
    ডাঙায় চরে রুই-কাতলা, জলের মাঝে চিল।

    সেই দেশেতে বেড়াল পালায় নেংটি ইঁদুর দেখে,
    ছেলেরা খায় ক্যাস্টর অয়েল, রসগোল্লা রেখে।
    মন্ডামেঠাই তেতো সেথা, ওষুধ লাগে ভালো,
    অন্ধকারটা সাদা দেখায়, সাদা জিনিস কালো।

    ছেলেরা সব খেলা ফেলে, বই নে বসে পড়ে,
    মুখে লাগাম দিয়ে ঘোড়া লোকের পিঠে চড়ে।
    ঘুড়ির হাতে বাঁশের লাটাই, উড়তে থাকে ছেলে,
    বড়শি দিয়ে মানুষ গেঁথে মাছেরা ছিপ ফেলে।

    জিলিপি সে তেড়ে আসে, কামড় দিতে চায়;
    কচুরি আর রসগোল্লা ছেলে ধরে খায়।
    পায়ে ছাতি দিয়ে লোক, হাতে হেঁটে চলে;
    ডাঙায় ভাসে নৌকা জাহাজ, গাড়ি ছোটে জলে।

    মজার দেশে মজার কথা বলব কত আর!
    চোখ খুললে যায় না দেখা, মুদলে পরিষ্কার।
  • nandini | 59.93.207.174 | ১৩ জুলাই ২০১১ ০০:৫৯477443
  • থ্যাঙ্কু...দারুন এই টইটা :)
  • byaang | 122.178.205.191 | ১৩ জুলাই ২০১১ ০০:৫৯477432
  • তবে এটা ১৮লাইনের হয়ে গেল, এটাই দু:খ। দেখি, ৭বছরের উপযুক্ত আর কিছু মনে পড়লে লিখে দেব এখানে।
  • nandini | 59.93.207.174 | ১৩ জুলাই ২০১১ ০১:০৮477454
  • ব্যাং, চলুক চলুক, এই ফাঁকে আমারও কিছু গ্যাপ ফিল আপ হয়...
  • nandini | 59.93.207.174 | ১৩ জুলাই ২০১১ ০১:১১477355
  • পাই, সত্যেন দত্তর ঝর্ণা, পালকির গান আর ঐ - 'ছিপখান তিন দাঁড়' ছাড়া তেমন কিছু মনে আসছে না, ওগুলো ছেলেটার জন্যে বড্ডো বড়।
  • byaang | 122.178.205.191 | ১৩ জুলাই ২০১১ ০১:১৯477366
  • হ্যাঁ, সত্যেন দত্ত সাত বছরের ছেলের জন্য একটু বড় হয়ে যায়। অন্নদাশঙ্করের বেশ কিছু ছড়া ছিল। কিন্তু এখন ঐ তেলের শিশি আর কেষ্টনগরের মশা ছাড়া আর কিছুই মনে পড়ছে না। :-(
  • byaang | 122.178.205.191 | ১৩ জুলাই ২০১১ ০১:২৫477369
  • এইটে দ্যাখেন তো! একদম মাপে মাপ - বারো লাইন। :-)

    সুভাষ মুখুজ্জ্যের বারোমেসে

    ঝড় ওঠে বৈশাখে, জষ্টিতে আম পাকে;
    কম করে দুটো মাস দারুণ গরম থাকে।
    আষাঢ়ে রথের মেলা, শ্রাবণে বন্ধ খেলা;
    কম করে দুটো মাস চলে বর্ষার পালা।

    ভাদ্রে টেকে না মন, আশ্বিনে পার্বণ; শরতের সাদাফুলে ঢেকে যায় কাশবন।
    কার্তিকে ধান তোলা, অঘ্রানে ভরে গোলা;
    হেমন্তে হিম লেগে গোবিন্দ গালফোলা।

    পৌষে কাঁথা গায়, মাঘ মোটা লেপ চায়;
    শীতের এ দুটো মাস উত্তুরে হাওয়া দেয়।
    ফাল্গুন ভরে ফাগে, চৈত্রে চড়ক লাগে;
    বসন্তে ফুল নিয়ে মধুমাস রাত জাগে।
  • byaang | 122.178.205.191 | ১৩ জুলাই ২০১১ ০১:২৬477370
  • এ:, শরতে সাদা ফুলটা নীচের লাইনে আসবে।
  • i | 137.157.8.253 | ১৩ জুলাই ২০১১ ০৯:১১477372
  • নন্দিনী, আপনি কবিতা পেয়ে গেছেন কি?

    আমার কিছু কবিতা মনে এলো। ছোটোদেরই। প্রাগৈতিহাসিক যুগে কিশলয়ে পড়েছিলাম যখন থ্রী/ ফোরে পড়তাম।
    বুদ্ধদেব বসুর বাবার চিঠি। সেই যে ইতি তোমার হাত পা বাঁধা বাবা-
    '...থাকত যদি ছোট্টো দুটি পাখা
    চিঠি পেয়েই উড়ে যেতেম চলে
    শ্রাবণ মেঘ যেমন দলে দলে
    পার হয়ে যায় ঘন ছায়ায় ঢাকা
    মস্ত শহর পাহাড় নদী বন
    বৃষ্টিধারায় হঠাৎ গলে পড়ে
    তেমনি আমার সঙ্গী হারা মন
    চলেছে আজ হাওয়ার সঙ্গে ছুটে
    ছোট্টো তোমার হাতদুখানির দিকে
    যেহাত দিয়ে জড়িয়ে ধরে গলা
    বলেছিলে আমায় চিঠি লিখে
    পাঠিয়ে দিও ডাকওয়ালার হাতে-
    হয় নি মিছে এ কথাটি বলা
    একলা বসে লিখছি তোমায় চিঠি
    কাজের শেষে কাজল কালো রাতে
    যদিও তুমি পড়তে শেখোনি কো
    বুঝবে নাকি আমার মনের কথা
    তাড়াতাড়ি জবাব কিন্তু লিখো
    কাগজ ভরে খানিক আঁকিবুঁকি
    অর্থ ছাড়া বানান হারা ভাষা
    কালিতে আর ভালোবাসায় মাখা

    সম্পূর্ণ কবিতা আমি বার দুয়েক এখানে ওখানে টুকেছি। স্মৃতিতে এই টুকুই। গুরু সার্চিয়ে পাওয়া গেলেও যেতে পারে।

    আর-
    চৌধুরীদের সামিয়ানা বাইরে সেদিন হল আনা
    সবাই বলে এ উহারে-ব্যাপারটা কি ব্যাপারটা কি?
    চৌধুরীদের ছোটো মেয়ের বিয়ে নাকি?
    কেউ বা বলে -হয়তো নাতির অন্নপ্রাশন
    হচ্ছে বিপুল তাই আয়োজন।
    বল্লে কেহ ফিসফিসিয়ে মিহিন সুরে
    চৌধুরীদের সেজ ছেলে হয়তো আজি আসছে বিদেশ ঘুরে।
    কৌতূহলে স্কুলের ছেলে
    জুটলো সবাই দলে দলে
    এ উহারে ডেকে বলে
    যাত্রা হবে রাত্রে আজি , আসতে হবে সন্ধ্যাবেলা
    আশে পাশে জমলো বহু লোকের মেলা।
    হাটের লোকে ঘাটের মাঝি ইস্টিশনের যতেক কুলি সবাই হোলো সেথায় জড়ো-
    যতেক জোয়ান ছোট বড়
    সবার মুখে একই কথা, হদ্দ ভেবে সবাই তারা-
    সবাই হল ভেবে সারা।
    ভীড়ের মাঝে দাঁড়িয়েছিল পাড়ার প্রাচীন দীনুখুড়ো
    নেতাই এসে বল্লে তারে-ব্যাপার কি হে বুঝছ খুড়ো?
    বল্লে আরো হেসে নেতাই
    অনেক দিনের পরে
    এবার পড়বে পেটে মন্ডা মেঠাই
    সটকে ভায়া আছি সবে
    ছা পোষা লোক
    জুটবে বেশি কেমন করে?
    ওদিকেতে লাগায় বাজি গদাই এবং পাড়ার হেবো
    বললে যে ঠিক বলবে তারে পাঁচটি টাকা ইনাম দেব।
    এমন সময় খটখটিয়ে
    সিঁড়ি বেয়ে একেবারে
    চৌধূরীদের নায়েবমশাই
    বেরিয়ে এলেন বাইরে দ্বারে।
    সবাই বলে নিশেস ফেলে
    এবার সকল যাবে জানা
    আজ কেন বের হোলো এই বিরাট বিপুল সামিয়ানা
    সাহস করে এগিয়ে তখন বোল্লো গাঁয়ের নন্দ গোঁসাই
    সামিয়ানা বাইরে কেন, ব্যাপারটা কি নায়েবমশাই?
    কাষ্ঠ হেসে যষ্টী ঠুকে বল্লে তখন নায়েবমশাই
    উই ধরেছে সামিয়ানায়, বাইরে রোদে দিয়েছি তাই।

    কবি বোধ হয় সুনির্মল বসু। ভুল হতে পারে। ফরম্যাটও ঠিক হোলো না। আর স্মৃতি থেকে লিখতে গিয়ে আপন মনের মাধুরী বেশ মিশেছে সন্দেহ নেই। কাজেই সব ঠিক লিখলাম বলতে পারি না।।

    স্মৃতিশক্তি ঝালিয়ে নিলাম বা কিঞ্চিৎ স্মৃতিচারণা-
  • nandini | 122.173.176.128 | ১৩ জুলাই ২০১১ ১৩:১৮477373
  • মনে হচ্ছে একটা 'ছোটদের কবিতা'র সংকলন বানিয়ে ফেলব প্রিন্ট-আউট নিয়ে...
  • Pritam Basu | 67.252.23.87 | ৩১ জুলাই ২০১১ ০৩:৪৭477374
  • রাবণ রাজা

    রাবণ রাজার দশটি শির
    দশ মুখে কি খেতো
    এক মুখে কি খেতো ক্ষীর
    আরেক মুখে তেতো

    রেগে গেলে কোন মাথাতে
    ছিড়তো মাথার চুল
    বৃষ্টি হলে এক ছাতাতে
    আটতো কি বিলকুল

    ফিসফিসিয়ে বললে কথা
    হত কি পাচ কানে
    শির:পীড়ার কোন সে মাথা
    সেটা কি মাঝখানে

    একটা মুখে লন্‌কা খেলে
    অন্য মুখে ঝাল খায়
    এর থেকে কি প্রবাদ পেলে
    পরের মুখের ঝাল খায়

    ছোট্টবেলা নামতাতে
    দশখানি মস্তক
    পড়ে্‌তা কি একসাথে
    এক সে দশ তক

    নাকে যদি সর্দি ঝরে
    অন্য নাকে গন্ধ
    দুই মুখেতে ঝগড়া করে
    মুখ দেখা কি বন্ধ

    দশটা মাথা মেনে নেবো
    ছিল রাবন রাজার
    উত্তরটা পেলে দেবো
    প্রশ্ন এমন হাজার ।।
  • pi | 72.83.100.43 | ৩১ জুলাই ২০১১ ১০:৩৯477375
  • বেশ তো ! হাজার হাজার প্রশ্ন হউক :)

    আপনার দাদুর কিছু কবিতাও এখানে দিয়ে দেবেন?
    নেটে তো খুব বেশি কিছু নেই।
  • byaang | 122.167.88.149 | ৩১ জুলাই ২০১১ ১০:৪১477376
  • দাদু ? সুনির্মল বসু?
  • pi | 72.83.100.43 | ৩১ জুলাই ২০১১ ১০:৪৮477378
  • হুঁ।
  • byaang | 122.167.88.149 | ৩১ জুলাই ২০১১ ১০:৫৫477379
  • বা:। অপেক্ষায় থাকলাম।
  • Pritam | 67.252.23.87 | ৩১ জুলাই ২০১১ ২২:০৬477380
  • সুনির্মল বসুর

    হিতোপদেশ

    ভিড়ে যদি ভুড়ি কারো যায় চিড়ে - চেপটে
    চিটেগুড় দিয়ো তাতে চটপট লেপটে
    মুন্ডুতে চারটিন
    ঢেলে দিয়ো তারপিন
    জামা খুলে ঝামা দিয়ে ঘষে দিয়ো চামড়া
    খেতে দিয়ো ধামা ধামা কামরাঙা আমড়া

    ভয়ে যদি কারো কভু পিলে যায় চমকে
    চটপট চড় দাও, তুড়ে দাও ধমকে
    এনে পচা কদর্ম
    লেপে দাও হরদম
    যদি কভু করে তার বুক ঢিপ ঢিপ রে
    গায়ে তার ছেড়ে দাও শুয়োপোকা পিপড়ে ।।

    (বানান ভুল এর জন্য ক্ষমাপ্রার্থী )

  • ranjan roy | 122.168.111.157 | ৩১ জুলাই ২০১১ ২৩:৫২477381
  • ইন্দ্রাণীর কবিতাটি শুনে মনে পড়ে গেল,--১৯৫৯ এ আমি ক্লাস ফোর। জয়ন্তী মণিমেলায় চন্দনা বলে একটি মেয়ে কবিতাটি আবৃত্তি করেছিল। ""সবাই বলে ব্যাপারটা কি,ব্যাপারটা কি? চৌধুরিদের ছোটমেয়ের বিয়ে নাকি, বিয়ে নাকি" এটুকুই মনে আছে।

    যাকগে, অন্নদাশঙ্কর রায়ের ছড়া:

    "" শুদ্ধোদন দাশগুপ্ত, শুদ্ধোদন দাশগুপ্‌,
    ঘরের কোণে বসে আছ কেন এমন চাপচুপ্‌?
    --হায়রে আমার পোড়া কপাল, হায়রে আমার পোড়া কপ্‌,
    হোটেল থেকে দিয়ে গেল গন্ডাকয়েক মাটন চপ।
    বেড়াল এসে খেয়ে গেল খপাখপ্‌ গপাগপ্‌,
    হায়রে আমার পোড়া কপাল, হায়রে আমার পোড়া কপ্‌।''
  • ranjan roy | 122.168.111.157 | ৩১ জুলাই ২০১১ ২৩:৫৯477382
  • বনফুল:

    "" চাঁদের জয় হোক, পরোপকারী ভদ্রলোক,
    আস্ত, খেঁদো, ফালি সকল অবস্থাতে,
    যথাসাধ্য লন্ঠনের কাজ করে রাতে।

    সূয্যিকে নমস্কার, এই দেবতাটি মহা ফাঁকিদার।
    চোপর রাত দেখা নেই মোটে,
    সকালে মুখ দেখাতে পূবদিকেতে ওঠে।

    আমসঙ্কÄ, ভিজে কাঁথা, কাঁচা চর্ম,
    এসব শুকোনো কি চাঁদের কর্ম?
    আজ্ঞে না, জানা আছে যদ্দূর,
    এর জন্যে চাই ঘুটঘুটে রোদ্দূর।
    অতএব গাও চন্দ্র-সূর্যের জয়,
    দুটোর একটাও ফেলনার নয়।''
  • Manish | 59.90.135.107 | ০১ আগস্ট ২০১১ ১৮:৪০477383
  • নক নক
    কেউ একটু হেল্পান

    ছোটোদের কবিতা যাতে এ শব্দগুলো আছে।

    চিনিপাতা দই।যশোরের কই।

    কবিতাটি হলো একটা বচ্চা ছেলে বাজার করতে গেছে মুখস্ত করতে করতে কি কি আনতে হবে। মাঝ পথে ঘুরি উড়ানো দেখতে দেখতে কি কি আনতে হবে সব গন্ডগোল করে ফেলবে ।
  • pi | 72.83.100.43 | ০১ আগস্ট ২০১১ ১৯:৩৮477384
  • প্রীতমদা, সুনির্মল বসু আরো দিন।
    আপনার লেখাগুলোও।
  • Lama | 117.194.245.122 | ০১ আগস্ট ২০১১ ২২:৫৫477385
  • মনীশদা, যোগীন্দ্রনাথ সরকারের "হাসিখুশি'তে আছে।

    স্মৃতি থেকে লিখি-

    "দুটি পাকা বেল
    সরিষার তেল
    চিনিপাতা দই
    ডিমভরা কই
    ... ... ... ... ...
    ... ... ... ... ...
    ... ... ... ... ...
    ... ... ... ... ...
    ঐ যে ওখানে
    ঘুড়ি ধরে টানে
    ঘোষেদের ননী
    আমি যদি পাই
    তাহলে উড়াই
    উড়াই এখনি।
    ... ... ... ... ...
    ... ... ... ... ...
    ... ... ... ... ...
    ... ... ... ... ...
    দুটি পাকা তেল
    সরিষার বেল"

    ...ইত্যাদি

    বইটা আমার কাছে থাকার কথা, কিন্তু শনিবারের আগে খুঁজে বার করতে পারব না।
  • Lama | 117.194.245.122 | ০১ আগস্ট ২০১১ ২২:৫৯477386
  • আমার একটা প্রিয় কবিতা, সত্যেন্দ্রনাথ দত্তের-

    প্রণাম শতকোটি।
    ঠাকুর, যে খোকাটি
    পাঠিয়ে দেছ মোর মা'কে
    সকলই ভালো তার।
    কেবলই কাঁদে, আর
    দাঁত তো দাও নাই তাকে!

    পারে না খেতে তাই
    আমার ছোট ভাই।
    পাঠিয়ে দিও দাঁত বাপু।
    জানাতে এ কথাটি
    লিখিতে হল চিঠি।
    ইতি,
    শ্রী বড় খোকাবাবু।
  • nyara | 122.172.23.198 | ০১ আগস্ট ২০১১ ২৩:০৮477387
  • ইন্দ্রাণীকে অনেক থ্যাঙ্কু। 'চৌধুরীদের সামিয়ানা'-র প্রথম ছটা লাইনের পরে বেমালুম ভুলে গেছিলাম। টুকটাক খুঁজেও পাইনি। কবি অবশ্যই সুনির্মল বসু। আমাদের ক্লাস ফোর না ফাইভের কিশলয়তে ছিল।

    অন্নদাশংকরের একটা ছিলা - 'ব্যাঙ্গমা বলিলেন ব্যাঙ্গমিকে / গাছতলে শুয়ে আছে মানুষটা কে?" এরপরে এ-ও ভুলেছি। ঠিক এই স্ক্যানিং-এ অন্নদাশংকরের আরেকটা ছড়া আছে - 'নাইমামা বলিলেন কানামামাকে / ভাগ্না-ভাগ্নি নাই, তাই আমাকে' ইত্যাদি।

    অশোকবিজয় রাহার একটা কবিতা ছিল, দারুণ - 'এক যে ছিল গাছ / সন্ধ্যে হতেই দুহাত তুলে জুড়ত ভূতের নাচ'। এটা অবশ্য বু-ব-র 'আধুনিক বাংলা কবিতা' সংকলনে আছে।

  • ranjan roy | 122.168.240.188 | ০১ আগস্ট ২০১১ ২৩:৫৯477389
  • দাদখানি চাল, মুসুরির ডাল, চিনিপাতা দই,
    সরষের তেল, দুটি পাকাবেল, ডিমভরা কই।

    পরের দিকে হবে:
    দাদখানি তেল, মুসুরির বেল, চিনিপাতা কই,
    সরষের চাল, দুটি পাকা ডাল, ডিমভরা দই।

    অনেকগুলো স্ট্যান্‌জা আছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে মতামত দিন