এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • ইচ্ছের অলি-গলি

    I
    নাটক | ২৭ জুন ২০১১ | ২৩৬২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • I | 14.96.119.97 | ২৮ জুন ২০১১ ০০:৩৫478814
  • "ইচ্ছের অলিগলি' শহরের সাম্প্রতিকতম নাটক। টেনেসি উইলিয়ামস-এর "এ স্ট্রীটকার নেমড ডিজায়ার'- এর দ্বিতীয় বাংলা অ্যাডাপ্টেশন (প্রথমটি-র নাম ছিল "ইচ্ছেগাড়ি', কারা করেছিলেন মনে নেই)। মনোহরপুকুর আরশি-র প্রযোজনা। পরিচালক অবন্তী চক্রবর্তী। অভিনয় করেছেন পৌলমী বসু, সেঁজুতি রায় মুখোপাধ্যায়, অনিন্দ্য ব্যানার্জী, তমালী কক্কর প্রমুখ। গত রোববার একাডেমি-তে দ্বিতীয় শো হলো।
    যাঁরা শুদ্ধসত্ব ঘোষের লেখাটি পড়েছেন ( "সুখ স্বপনে শান্তি শ্মশানে'), তাঁরা এই প্রযোজনা-র কথা জানেন। অন্তত পক্ষে রঞ্জনদা দেখেও এসেছেন। আমিও দেখলাম রোববার, সসঙ্গীতা। তো, আমি তো গোলা পাবলিক, নাটক বুঝিটুঝি না, আমি আমার মত করেই কিছু কথা লিখব। যেটা কোনো রিভিউ না। ব্যক্তিগত আখ্যান বলা যেতে পারে।
  • I | 14.96.119.97 | ২৮ জুন ২০১১ ০০:৩৮478825
  • তবে আজকে লিখব না। আজ হেবি চাপ গেছে। পুরো সুতো বর করে দিয়েছে।
    শুদ্ধসত্ববাবু গোলা লিখেছেন। এর পরে আর অ্যাকাডেমিক ডিসকাশনে না যাওয়াই ভালো, ভুলভাল চাপ হয়ে যাবে। আর সে সব আমি পাবোই বা কোথায় ! তাই অন্য লাইনে খেলতে হবে। যেমন করে ম্যাঙ্গো পাব্লিক খেলে আর কি।
  • rimi | 24.42.203.194 | ২৮ জুন ২০১১ ০৭:৪৩478836
  • ইন্দোদাদা লেখ। অপেক্ষা করে রইলাম।
  • Nina | 68.84.239.41 | ২৮ জুন ২০১১ ০৮:২৪478847
  • আম্মো এক কোণে বসলাম শুনব বলে।
  • kumu | 122.160.159.184 | ২৮ জুন ২০১১ ১৬:২৩478858
  • ইন্দো গোলা পাব্লিক!
    নাটক বোঝেসোজে না!!!

    সেই যে "সব চরিত্র কাল্পনিক" এর রিভ্যু পড়ে যারা দেখেছিল আর যারা দেকে নি-দুদলই কেঁদে ভাসিয়ে দিইছিল,সে তো বেশীদিনের কথা নয়।
  • dukhe | 122.160.114.85 | ২৮ জুন ২০১১ ১৭:১৩478869
  • লিখুন । তবে সেই লেখা পড়ে দেখতে যাই আর ঠাসঠাস করে নিজের দুগালে চড় মারি - সেটি হচ্ছে না ।
  • I | 14.99.31.207 | ২৮ জুন ২০১১ ২৩:৩০478880
  • দুখে বহুত হ্যাটা করে। ব্যাড লোক।
  • I | 14.99.31.207 | ২৮ জুন ২০১১ ২৩:৫৮478891
  • সেঁজুতি আমার বন্ধু। আসলে ওর বর দেবর্ষি আমার বন্ধু; দেবর্ষি একজন বিলেত-ফেরত ই-এন-টি সার্জেন, কালে কালে কেউকেটা হয়ে উঠবে। রাদার, উঠছে। এই দেবর্ষি'র সঙ্গে গত দশ-বারো বছর ধরে নানা দফায় নানান সুখ-দু:খ ( দু:খই বেশী)-তেতো বই-পোড়া সসেজ ভাগ করে এসেছি; যদিও এখন আর ফোন অবধি করে না। রবীন্দ্রসঙ্গীতের গলাটার কী দশা করল কে বা জানে; এখন ট্রেকিং নিয়ে মেতেছে।

    যা বলছিলাম। পাটনায় নির্বাসনকালে সেঁজুতির সঙ্গে আলাপ হয়েছিল। দেবর্ষি তখন কিঞ্চিৎ কশ্চিৎকান্তাবিরহগুরুণা হয়ে রামগিরি-পাটনায় টংয়ের ঘরে বসে পড়াশোনা করে (ওর একটা টংয়ের ঘর ছিল, যেখানে প্লাস্টিকের বালতির মধ্যে ফরম্যালিনসিক্ত আস্ত একটি নরমস্তিষ্ক ওকে বিরহকালে , বিড়ি-ফোঁকার বিরতিতে সঙ্গ-টঙ্গ দিত )। কোন মাস মনে নেই, সেঁজুতি এল কলকেতা-কৈলাস থেকে মেঘের হাতে পত্তর পেয়ে। আমরা নেমন্তন্ন পেয়ে চা খেতে গেছিলাম। দিব্য হেসে বলল, কী রে, কেমন আছিস ! কে বলবে, প্রথম আলাপ! কে বলবে অসিত মুখুজ্যের মেয়ে !

    তো ক'দিন আগে ফেসবুকে ছবি দেখতে পেয়ে সেই সেঁজুতিকে ফোন করে বললাম, "কী দিদিমণি , খুব তো ফুত্তি দেখছি,রাশি রাশি মদ-সিগ্রেট ওড়ানো হচ্ছে !' তাতে খুশী হয়ে বলল , "ও , তুই দেখেছিস ? আমরা ইচ্ছের অলিগলি করছি।'
    শুধু বললই না, সেকেন্ড শোয়ে নেমন্তন্ন পর্যন্ত পাঠিয়ে দিল। আমরাও, বহুদিন নাটক দেখি নি, বহুদিন ঝাড়া-হাত-পা জোড়ায় বেরোনো হয় নি, রাজীই হয়ে গেলাম। কত আর খারাপ করবে !
  • rimi | 168.26.215.135 | ২৯ জুন ২০১১ ০০:২১478897
  • শোনামাত্র ফেসবুকে গিয়ে সেঁজুতিকে দেখে এলাম। কি দারুণ!
  • agantuk | 128.48.44.220 | ২৯ জুন ২০১১ ০১:১৯478815
  • ইচ্‌ছে গাড়ি (এই রকম বানানই ছিল বোধহয়, যতদুর মনে পড়ছে) করেছিল চেনামুখ, রমাপ্রসাদ বনিকের পরিচালনা/অভিনয়, মুখ্য চরিত্রে অনসূয়া মজুমদার (?)।
  • Nina | 68.84.239.41 | ২৯ জুন ২০১১ ০৪:৩৮478816
  • ডগদারের পাটনা বড্ড নাপসন্দ :-((
  • suddhasatya | 117.194.226.95 | ২৯ জুন ২০১১ ০৭:০৬478817
  • choltethakukeilekha...amiahladkorepori...hahahaha...
  • I | 14.96.162.222 | ২৯ জুন ২০১১ ২১:৪৭478818
  • পাগল বাবরালির চোখের মত আকাশ। না রোদ, না বৃষ্টি। ভ্যাপসা গরম এবং পেটের অবস্থা কয়েকদিন ধরে ভালো নয়। আইবিএস বেড়েছে। নাটক দেখার পক্ষে কনডিউসিভ ওয়েদার মোট্টে নয়। তদুপরি ভোরবেলা ঘুম থেকে উঠতে হয়েছে বলে ( হাসপাতাল ঘুরে যাবো) চক্ষু রক্তবর্ণ। কলকাতা শহর অসহ্য লাগছে। গাড়ি -ধোঁয়া-ধুলো-বিহারী-বাঙালী-পানের পিক---সব অসহ্য লাগছে। কদ্দিন ধরেই গুনগুণিয়ে গাইছি এবং গাইবো-ছেড়ে কলকাতা-বন হবো পগাড় -পার। সুখ স্বপনে। শান্তি,সম্ভবত: শ্মশানে। কিন্তু শ্মশান-স্বপন বলে কে একজন গুণী ব্যক্তি ছিলেন না?

    আমরাই সর্বপ্রথম হাজিরা দেওয়া দর্শক। এক ঘন্টা আগে। তখনো কাউন্টার খোলে নি। সবক'টি চায়ের দোকান খোলে নি। গাড়ি রাখবো কোথায় , এই চিন্তায় আকুল গাঁওয়ার পাব্লিক। রঞ্জিৎ দেখি ঝট করে একাডেমির ভেতরে সেঁধিয়ে গিয়ে এক ভদ্রলোককে ধরে আনল। 'এখেনে তো হবে না, পার্কিং অই ক্যালকাটা ক্লাব'-বলতে বলতে -"কই দেখি, কী গাড়ি?' বলে এক চক্কর চোখ বুলিয়ে-অ:, এই ! দিন,ভেতরেই ঢুকিয়ে দিন ! ("কী সব দিন-কাল পড়েছে ! যে ইচ্ছে হচ্ছে নাটক দেখতে চলে আসছে '-এইটে নিশ্চয় স্বগতোক্তি ছিল, মন পড়তে পারি না বলে শুনতে পাই নাই। তাই বলে ধন্যবাদ দিতে ভুল করি নি)। পরে অবিশ্যি দেখলাম সবাই চোঁ চাঁ যে যার গাড়ি নিয়ে একাডেমির ভেতরে সেঁধিয়ে যাচ্ছে, জিজ্ঞাসাবাদের বালাই নেই; আমরাই শুধু ভেবে মলাম। গাঁওয়ার কী আর সাধে বলে !
  • I | 14.96.162.222 | ২৯ জুন ২০১১ ২১:৪৯478819
  • শালার জীবন ! আট লাইন লিখতে দশবার উঠতে হয়।
  • I | 14.96.162.222 | ২৯ জুন ২০১১ ২২:০৯478820
  • কাউন্টার তখনো বন্ধ, একাডেমি'র সামনের জল সবুজ ও পচা,গুমসো গরম এবং পেটে অসহ্য মোচড়। সে এক ক্যাডাভ্যারাস অবস্থা, এক আদিম, জান্তব , গোঁয়ার মোচড়। উইকি বলেছেন- প্রাইমাল ও ব্রুটিশ : অবিশ্যি স্ট্যানলি কোভালস্কি'র বর্ণনা দিতে গিয়ে। সুন্দরের সামনে গিয়ে যে কারো পায়খানা পেয়ে যায় ( না কি দাদ চুলকোয়?), ঈশান এই লাইনে কিছু একটা লিখেছিল মনে পড়ে। আমার তো সত্যিসত্যি পেল দেখলাম।

    অবস্থা ফেরাবার তাগিদে সঙ্গীতা নন্দনের সামনে দিয়ে হেঁটে আসার প্রস্তাব করে। আমি সেকেন্ড করি, কেননা নন্দন-চত্বরে যে একটি সুলভ শৌচালয় আছে, তা যারা ওখানে প্রেম করেছে প্রত্যেকেই জানে। পরে অবশ্য দেখি যে সে এক ভয়াবহ অবস্থা, শিশুঘাতী নারীঘাতী কুৎসিৎ বীভৎসা-র চেয়ে কোনো অংশে কম না। মাথা নত করে বেরিয়ে আসি এবং সামনের ছেলেটিকে- ন্না হে, করা গেল না -বলি। সে বিনাবাক্যব্যয়ে দু টাকা ফেরত দেয়। মন শক্ত করি , এবং রেক্টাল স্ফিংক্টারও; প্রকৃতির বিরুদ্ধে এই লড়াইয়ে মানুষের শুভবুদ্ধিকে জয়ী হতে হবে-নিজেকে বলি। এবং অবশেষে মানুষ জয়ী হয়।
  • I | 14.96.162.222 | ২৯ জুন ২০১১ ২২:২৭478821
  • গুরুচন্ডালীতে যেসব সাদার্ণ বেলে আছেন, ব্লঁশ দুবয়ের যেসব ভগিনীগণ, তাঁদের হিতার্থে এখন আমি প্রকৃতি ও তার ডাকের বর্ণনা থেকে সরে আসব। বরং নন্দন ও তার পরিপার্শ্বের বর্ণনা করি, আহা, আপনারা বহুকাল নন্দন-চত্বরে আসেন নি। একাডেমি ও নন্দন-রবীন্দ্রসদন কমপ্লেক্সের যোগরক্ষাকারী সরু গলতাটি'র কথা মনে পড়ছে, বন্ধুরা? সেই গলতা'র পাশের ময়লার ভ্যাটটির কথা ? শুনে সুখী হবেন যে ভ্যাটটি এখন সম্পদে-প্রাচুর্যে ভরপুর ফুল্লযুবতী, সপ্ত রৌরব-গন্ধে আমোদিত। সামনে একটি মস্ত পুলিশের গাড়ি দাঁড়িয়ে; অতএব আপনাকে যদি ঐ পথ ধরে নন্দনে প্রবিষ্ট হতে হয়, তাহলে সেই উদ্ভিন্নযৌবনা আবর্জনা'র বাড়ানো শরীর না ছুঁয়ে উপায় নেই।

    নন্দন দেখলাম কিঞ্চিৎ ভ্যাবাচ্যাকা খেয়ে গেছে। পরিবর্তিত পরিস্থিতিতে কী তার আশুকর্তব্য ,পরিবর্তনের হাত কীভাবে ধরতে হয় তা জানা না থাকায় সে এখন স্টানড। অফিসিয়ালি ক্লোজড ফর রেনোভেশন। কমপ্লেক্সটিতে মায়াকোভস্কি'র বদলে এখন পুলিশচর্চা হয়। ইউনিফর্ম-বিহীন সাদা টুপি-নীল টি-শার্ট পরিহিত পুলিশে পুলিশে ছয়লাপ। গুঁপো পুলিশ-মোটা পুলিশ-কোপন পুলিশ-নিরহঙ্কার পুলিশ-সদানন্দ পুলিশ। হবু ও শিশু পুলিশরা আসছেন লাইন দিয়ে, তাঁদের পরনেও সাদা টুপি-নীল টি-শার্ট। সাঁওতাল পরিবার টুকচা বৃষ্টিতে ভিজছে ও সবকিছুই লক্ষ্য রাখছে।
  • rimi | 168.26.215.135 | ২৯ জুন ২০১১ ২২:৩৭478822
  • এই জন্যেই তো খড়দা থেকে কলকাতায় কোথাও যেতে হলে খাওয়া এবং জলপান দুটৈ সিগনিফিকেন্টলি কমিয়ে দিতাম আগের দিন রাত থেকে। আর তার ফলে কলেজে পড়ার সময় শুকিয়ে দড়ি হয়ে গেসলাম।
  • hu | 12.34.246.72 | ২৯ জুন ২০১১ ২২:৫৭478823
  • রিমিদিকে ডিট্টো। কলেজে পরার সময় সকাল আটটায় বেরোনো, ফিরতে ফিরতে সাড়ে ছট-সাতটা। কেন যে মরে যাইনি বা কঠিন কোন অসুখ হয়নি ভেবে আশ্চর্য লাগে।

    লেখাটা ব্যাপ্পক হচ্ছে। হাত চালিয়ে!
  • kc | 89.203.49.18 | ২৯ জুন ২০১১ ২৩:০১478824
  • লিজের টেচকি গাড়ি রেইখেচেন আর হেইডা জানেন না? এখন গাড়িতে একটা বড় হরলিক্সের শিশি আর দুলিটারের গাম্বাট সাইজের সফটড্রিঙ্কসের দু একটা বোতল রাখা বাধ্যতামূলক। এবার থেকে অন্যের কতা শুনে চলুন।
  • I | 14.96.162.222 | ৩০ জুন ২০১১ ০০:৩০478826
  • আধ ঘন্টা কি চল্লিশ মিনিট আগে কাউন্টার খোলে। সেঁজুতি কি টিকিট রেখে গেছে-বলতেই ভদ্রমহিলা মাথা ঝুঁকিয়ে হ্যাঁ বললেন। টিকিট নিয়ে এদিক-ওদিক ঘুরি, জলের পাশে বসি; প্রিয় কাঠচাঁপা গাছটির কাছে যাই। এত যে বুড়ো হয়ে গেছে গাছটা, সেই কবে থেকে তো দেখছি, তবু রঙ্গের অন্ত নেই। হলদে-সাদা ফুলে গুমরে গুমরে উঠেছে, এই বর্ষাতেও। টুপটাপ করে ঝরে পড়ছে ফুল ; রাস্তার ছোট্ট পাডলে,ভেজা-সবুজ ঘাসে, নাক-ভাঙা বিষ্ণু মূর্তির মাথায় ও পায়ে, যত্রতত্র। এই ফুলের সঙ্গে আমার বিষাদের স্মৃতি আছে, খুব তীব্র সেই স্মৃতি, আমার এক প্রাক্তন-বন্ধু'র বিফল-আত্মহত্যা প্রয়াসের স্মৃতি সে। সে-ও ছিল বর্ষাকাল, আমি আসন্ন মৃত্যু'র গন্ধ, কী আশ্চর্য, টের পেয়েছিলাম বলে তাকে নিয়ে একাডেমিতে এসেছিলাম; যেন মৃত্যুমুখ ঘুরে যায়-এই আশা নিয়ে। আমাদের গায়ে ঝরে পড়েছিল কাঠচাঁপা ফুল।

    একে একে একাডেমি-তীরে নিরানন্দ নারী ও পুরুষদল জমে। এক প্রৌঢ়াকে দেখি অনেক কষ্টেসৃষ্টে লাঠিতে ভর দিয়ে আসছেন, এক ভদ্রলোক তাঁকে হাত ধরে নিয়ে বসালেন। ওঁর মুখটা খুব চেনা-চেনা লাগছে-সঙ্গীতাকে বলি। সঙ্গীতার তো হোমসীয় চোখ, বলে, নিশ্চয়ই সেঁজুতি'র মা-এক রকম মুখ, দেখছো না! আমার মনের মধ্যে ঝিলিক দিয়ে ওঠে এক দশকেরও আগে দেখা মুখ, মাসিমা'র বয়স এত বেড়ে গেছে! গিয়ে কথা বলতে ইচ্ছে করে, কথা বলি না, যদি চিনতে না পারেন ! সঙ্গীতা এরপরে আমাকে চেনায় সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্ত্রী-কে, বলে -এই দেখো, পৌলমী'র মত মুখ, নিশ্চয়ই সৌমিত্র'র স্ত্রী। আমি সঙ্গেসঙ্গে স্বীকার যাই, পৌলমী'র মত মুখ কিনা বুঝতে না পেরেও। কেননা দাম্পত্যরুল নম্বর এক,সঙ্গীতা কখনো ভুল বলতে পারে না। স্ত্রী বলে , এবং নারী- হোমস বলেও। তাছাড়া ভদ্রমহিলার অ্যাপিয়ারেন্সে কী একটা ছিল, সুজার কন্যাদিগের ন্যায় "গর্বিত-সংকোচ' বলিয়া সাম আপ করা যাইতে পারে--যার থেকে বোঝা যাচ্ছিল তিনি কিছু একটা বটেক।

    আর চিনলাম শেখর দাসকে,অফ "মহুলবনীর সেরেঞ ' ফেম। সৌজন্য, বলা নিÖপ্রয়োজন, সঙ্গীতা। তো, বৌ আমায় এত কিছু দেখালো, আমি তাকে কিছু দেখাবো না, এ-ও কী হয়? মওকা পেয়ে আমিও বলি, দেখো গো সাজ-গোজের কী ঘটা-- একটি সহাস্য খুকী মাথায় রংরায়ট বান্দানা বেঁধে চড়া মেকাপ লাগিয়ে ছোট্ট মত কিছু বস্ত্রখন্ড গায়ে চরিয়ে চাট্টি বেচারা পুংয়ের মাথা চিবিয়ে খাচ্ছে ও তদুপরি সিগারেটের আদ্যশ্রাদ্ধ করছে। দেখতে না দেখতেই হল খুলে যায় ও খুকীখোকাবৃন্দ হৈ হৈ করে দৌড়ে গিয়ে --আ কপাল, স্টেজে উঠে পড়ে ও নাটক শুরু হয়ে যায়।

  • sbni | 115.241.232.135 | ৩০ জুন ২০১১ ০১:৩১478827
  • আহা এ নাটক দেখতে যাইনি গত দিন পনেরো স্রেফ বিছানায় অবিচল অবস্থান করতে হচ্ছে বলে । কিন্তু সে দুখ্‌খু ভুলতে বসেছি এ লেখা পড়ে।।। এমনকি ঐ কাঠচা'ন্‌পা গাছ্‌টা অবধি ।!!!
    দাবি রইল, নাটকটা দেখতে যাবার আগে লেখাটি শেষ পর্যন্ত পড়ে ফেলতে চাই।।। :-)

  • nk | 151.141.84.145 | ৩০ জুন ২০১১ ০১:৪১478828
  • সারাদিন জল বাদ, একবারে বাদ, খুব তেষ্টা পেলে লজেন, একেবারে বাড়ী ফিরে তবে কিনা সেই শান্তির ছোটোঘর। কলকাতা এই শ্মশানসাধনা ভূমি আমার, মা মা গো, নেচে নেচে আয় মা শ্যামা, এই মহিষাসুরের মাথা মোড়া মা। :-)
  • kumudini | 122.160.159.184 | ০১ জুলাই ২০১১ ১১:১৭478829
  • হে পাঠক/ঠিকা,এই টই হইতে (এখন পর্যন্ত) কি শিক্ষা পাইলে?
    -ibs সারিবার নয়,এত বড় ডাগদার যখন সারিতে পারে নাই,কেহই পারিবে না।
  • siki | 123.242.248.130 | ০১ জুলাই ২০১১ ১২:৫৫478830
  • ইন্দোদাদা একদম একঘর দক্ষিণখোলা উইথ অ্যাটাচ বাথ জাকুজি গামছা সাবানকেস ...

    সাড়ে আড়াইশো এফসি।:)
  • de | 59.163.30.4 | ০১ জুলাই ২০১১ ১৩:০৮478831
  • কি ভালো হচ্ছে!
    রিমি, হুচি আর নিকার সমব্যাথী!
    সিকি দিন ব দিন প্রোমোটার হওয়ার দিকে এগোচ্চে :))
  • kumudini | 122.160.159.184 | ০১ জুলাই ২০১১ ১৩:১৮478832
  • গুরুর ছেলেগুলো বড্ড বৌন্যাওটা,কথায় কথায় বৌএর রেফারেন্স।
    সিকি,গামোছাটা বাদ্দাও।
  • abastab | 61.95.189.252 | ০১ জুলাই ২০১১ ১৩:২০478833
  • বরং একখান গাত্রমার্জণী নাও।
  • M | 59.93.165.142 | ০১ জুলাই ২০১১ ১৩:২৩478834
  • কুমু যত শ্বাসের দিকে এগোচ্চে তত বৌদের হিংসে কচ্চে।ব্যাআআআআড!!

    আমি ইন্দোর হাগু চাপার ইতিহাস ডিটেইলস এ চাই।ওটা খুব জরুরী।
  • siki | 123.242.248.130 | ০১ জুলাই ২০১১ ১৩:২৮478835
  • পটাশম্যাম, পুরুষসিংহ আর হতে পাল্লাম কই? বৌন্যাওটা হয়েই কাটিয়ে দি'।

    কিন্তু বম্মা এটা ক্ষী কইল? শ্বাসের দিকে এগোচ্ছে মানে? পটাশম্যাম শ্বাস নিচ্ছেন্না এই মুহূর্তে?
  • M | 59.93.165.142 | ০১ জুলাই ২০১১ ১৩:৩০478837
  • অ! শ্বাশুমা, ঠিকাছে?:)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে মতামত দিন