এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আরেকটি বিশ্বমন্দার সামনে আমরা দা

    Biplab Pal
    অন্যান্য | ০৫ আগস্ট ২০১১ | ৬৩১৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Biplab Pal | 69.250.67.136 | ০৫ আগস্ট ২০১১ ০৮:৫৭482034
  • []

    আমি অর্থনীতিবিদ নই। কিন্ত নিয়তি এতই নিঠুর, অর্থনীতির চোরাবালিতে হাঁটতে থাকা নশ্বর জীব আমরা। না বুঝলে, যেকোন মুহুর্তে চোরাবালিতে শেষ হয়ে যেতে পারে সমস্ত জীবনের সঞ্চয়। এই বাজার অর্থনীতিতে আমরাও পণ্য। যত তাড়াতাড়ি এই উপলদ্ধি মাথার মধ্যে ঢোকে, ততই ব্যক্তিগত জীবনে বিপর্যয় এড়ানো সম্ভব। বাজারের সাপলুডোর সাথে আমাদের সবার ওঠানামা।
    ২০০৮ সালের সাবপ্রাইম ক্রাইসিস কিভাবে গোটা বিশ্বে থাবা ফেলেছিল, সেই আতঙ্ক কাটতে না কাটতে খুব সম্ভবত আরেকটি অর্থনৈতিক মন্দার মধ্যে আমরা ঢুকতে চলেছি। আজ বিশ্বের বৃহত্তম স্টক এক্সচেঞ্জ ডাওজোন্স পড়েছে ৫০০ পয়েন্ট। মাত্র তিন দিনে গোটা বছরের আয় উড়ে গেছে শেয়ার বাজারের ইনভেস্টরদের। কিন্ত কেন শেয়ার বেচছেন ইনভেস্টরা রা? বাজার কেন আত্মবিশ্বাস হারাচ্ছে?

    []
    এবার সমস্যার শুরু ওয়েলফেয়ার ইকনমিক্স বা জনকল্যানকারি সমাজতান্ত্রিক অর্থনীতি নামক টাইমবোমটি থেকে। প্রতিটি দেশের রাজনৈতিক দলগুলি ক্ষমতায় এসে স্যোশাল ওয়েলফেয়ার বা নানান সামাজিক স্কীম এবং সামরিক খাতে দেদার ব্যায় করে, যা তাদের আয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ না। বাকী টাকা মেটানো হয় ধার করে। এই করতে গিয়ে আমেরিকার দেনা প্রায় ১৪ ট্রিলিয়ান ডলার যা তার জিডিপির সমান। ব্যাপারটা এভাবে ভাবা যেতে পারে। আমেরিকার জিডিপি ১৪ ট্রিলিয়ান ডলার এবং ট্যাক্স ও অন্যান্য বাবদ সরকারের উপায় প্রায় ২ ট্রিলিয়ানের কাছে। মানে একটি পরিবারে ধরুন উপায় এক লাখ টাকা, কিন্ত তার দেনা 7 লাখ টাকা। খুব স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠবে, সেই পরিবারটি দেনা শোধ দেবে কি করে? কারন ৭ লাখ টাকার সুদই অনেক। যদি ৫% হারেও সুদ দিতে হয়, তাহলেও সরকারের উপায়ের ৩৫% চলে যাবে সুদ মেটাতে-এবার তার সাথে মূল আমানত মেটানোর দায় যোগ করলে, উপায়ের ৭০-৮০% চলে যেতে পারে শুধু ধার শোধ করতে!

    তবে আমেরিকান সরকারের সুদের সমস্যা কম-কারন এই মন্দার বাজারেও সবাই আমেরিকান সরকারের বন্ড কিনতে চায়, যেহেতু সবাই মনে করে, আমেরিকান সরকার দেওলিয়া হতে পারে না। সেই জন্যে আমেরিকাকে ১ বা ২ % সুদে পৃথিবীর সব দেশ এবং সেই দেশের ব্যঙ্করাও ধার দেয়। আমেরিকান সরকারি বন্ড হচ্ছে অধুনা পৃথিবীর সিন্দুক। যেখানে টাকা রাখলে সব "সেফ"-পতনের সুযোগ নেই।

    আর এই জায়গাটাতেই সমস্যা। আমেরিকান আইন অনুযায়ী আমেরিকান সরকার একটি লিমিটের বাইরে ধার করতে পারে না। এবং সেই লিমিট বাড়াতে হলে কংগ্রেস ও সেনেটের অনুমতি লাগে। আমেরিকান সরকার জনস্বাস্থ্য খাতে এমন হারে টাকা খরচ করছিল, যে হুহু করে বাড়ছিল দেনা। ফলে এদেশে টিপার্টি বলে একটি রক্ষণশীল আন্দোলণের জন্ম হয়। যাদের বক্তব্যই হল, এই ভাবে চললে সরকার দেওলিয়া হয়ে যাবে এবং বেহিসাবী সরকারি খরচ চলবে না। গত ২০১০ সালের কংগ্রেস নির্বাচনে তারা ৬০ জনকে জেতাতে সমর্থ হয় এবং যার ফলে কংগ্রেসে ডেমোক্রাটরা সংখ্যালঘু। ফলে, গত সপ্তাহে ডেটলিমিট বা ধারের পরিসীমা বাড়াতে গিয়ে ওয়াশিংটনে চলে টানা দুই সপ্তাহের নাটক। এবং মোটামুটি ধারের লিমিট বাড়ালেও ঠিক হয়, সরকার খরচ কমাবে প্রথম ধাক্কায় প্রায় ৯০০ বিলিয়ান ডলার, দ্বিতীয় ধাক্কায় ১২০০ বিলিয়ান ডলার।

    []
    এই মন্দার বাজারে আমেরিকান সরকার যদি এত খরচ কাটে তার ফল কি হবে?
    এমনিতে আমেরিকাতে ৯% চাকরি সরকারি বা সরকারের অনুদানের ওপর নির্ভরশীল। কিন্ত এর প্রভাব আমেরিকান অর্থনীতির ওপর হবে দীর্ঘস্থায়ী। স্বাস্থ্য, শিক্ষা, গবেষণা, ডিফেন্স সর্বত্র এর প্রভাব পড়বে। সব চেয়ে বেশী ক্ষতিগ্রস্থ হবে স্বাস্থ্য বা বায়ো রিসার্চে। উচ্চশিক্ষার জন্যে যারা আমেরিকাতে আসতে চাইছে, তাদের আসা খুব কঠিন হয়ে যাবে। কারন তারা আসে টিচিং এসিস্টটেন্ট হিসাবে এবং সেই টাকাট আসে হয় সরকার থেকে বা ছাত্রদের টিউশন থেকে। আর ছাত্রদের টিউশন আসে স্টুডেন্ট লোন থেকে। এখন সর্বত্রই কাটছাঁট।

    আমি ওয়াশিংটন ডিসির খুব কাছে থাকি এবং এখানে সরকারি ছাঁটের প্রভাব হবে আরো বেশী। শুধু ৯০০ বিলিয়ান ছাঁটাইতেই এই রাজ্যের ২৫০,০০০ লোক কাজ হারাবে যেহেতু এই রাজ্যে সরকারি কর্মচারী বা সরকারি অনুদানে চলা চাকরি সব থেকে বেশী। যা এই রাজ্যের মোট কর্মক্ষম লোকের সংখ্যার প্রায় ১৫-২০%

    ফলে আমেরিকার সামনে কি দিন আসছে বলার অপেক্ষা রাখে না।

    []

    কিন্ত প্রশ্ন উঠবে, কেন তাহলে সরকারি অনুদানে ছাঁটাই হচ্ছে? সবাই একমত, আয়ের সাথে ব্যয় মেলাতে হবে। কিন্ত তাহলে বড়লোকদের ওপর বেশী ট্যাক্স না কেন? পৃথিবীর ৪০% ধনী আমেরিকাতে! তাদের ওপর বর্ধিত কর না চাপিয়ে কেন ছাঁটাই করা হবে সরকারকে?
    এই বিতর্কই এখন আমেরিকান রাজনীতির সর্বত্র জুরে। প্রতিদিন টিভি খুললে এই বিতর্কের ট্রেন চলতেই থাকে, স্টেশনের দেখা মেলে না!

    রিপাবলিকানদের দুটি মূল বক্তব্য,

    (১) টাক্স বাড়ালে অর্থনীতি এবং চাকরির বৃদ্ধি কমবে। কারন আমেরিকাতে ৭০% চাকরি দেয় ছোট ব্যবসা। তাদের ওপর বর্ধিত কর, অর্থনীতির ওপর বিরূপ প্রতিক্রিয়া ফেলবে।

    (২) ইউরোপে ট্যাক্স বাড়িয়েও, লোন ডিফল্ট আটকানো যাচ্ছে না। গ্রীসকে অক্সিজেন দিয়ে চালানো হচ্ছে। ইটালী এবং স্পেন প্রায় লোন ডিফল্টের পথে। সুতরাং সরকারি খরচ ছাঁটাই এর বিকল্প নেই।
    বলাই বাহুল্য (১) এর সপক্ষে কোনদিন কোন সংখ্যাতাঙ্কিÄক প্রমাণ আমি দেখি নি।

    (২) এর যুক্তিতে সারবত্তা আছে। খরচ ছাঁটাই কিছুটা করতেই হবে। খরচে রাশ না কমালে, শুধু ট্যাক্স বাড়িয়ে এই বিপদ এড়ানো যাবে না, তা সত্য। এটা নিয়েও কোন বিতর্ক নেই। বিতর্ক এখানেই যে ট্যাক্স না বাড়িয়ে শুধু সরকার ছেঁটে কি এই কাজ করা ঠিক? বিশেষত এমন মন্দার সময় এখন।

    তাহলে রিপাবলিকানদের বক্তব্য কেন শুনতে হচ্ছে? যেখানে আমেরিকার ৬০% লোক সরাসরি বলছে বড়লোকদের ওপর ট্যাক্স বসুক?

    এটি আসলেই প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের দুর্বলতা। দু বছর আগে ডেমোক্রাটদের হাতেই ছিল সেনেট এবং কংগ্রেস। তখন বড়লোকদের ওপর বর্ধিত কর বসাতেই পারত তারা। সেটা না করে, গত ৮০০ দিনে কোন বাজেটই পাশ করে নি তারা। তার বদলে শুধু সরকারি খরচ বাড়িয়ে গেছে।

    ডেমোক্রাটদের এই ডবল স্টান্ডার্ড বা দ্বিচারী বা দ্বিমুখী আচরন, আজকের ক্রাইসিসের জন্যে অনেক অংশে দায়ী। ডেমোক্রাটদের ভোটার বেস হচ্ছে গরীব অংশ-যাদের সরকারি চিকিৎসা এবং শিক্ষা দরকার। ফলে তারা সরকারি খরচ বাড়িয়েছে, তাদের ভোট বেস অক্ষুণ্ন রাখতে। তাতে আপত্তি নেই। কিন্ত সেই বর্ধিত খরচের জন্যে বর্ধিত আয় দরকার। তার জন্যে বড়লোকদের ওপর ট্যাক্স বসানো নিয়ে কোন বিল তারা আনলো না। ফলে সরকারের সংকট শুরু হল এবং সেটা দেখিয়ে রিপাবলিকানরা জিতে গেল।

    কিন্ত ধণীদের ওপর কেন কর বসালো না ডেমোক্রাটরা? তারাত ডেমোক্রাটদের ভোট দিচ্ছে না! তাহলে ? রহস্যটা কি?

    এটা আমেরিকান রাজনীতির কালো দিক। নির্বাচনী ফান্ড এই দেশে মূলত ধনীরাই দিয়ে থাকে এবং নির্বাচনে লড়তে গেলে ডেমোক্রাট বা রিপাবলিকান পার্থীদের সেই ধনী শ্রেনীর কাছেই হাত পাততে হবে। এবং প্রতিটি ধনী ব্যক্তি এই দেশে দুই পার্টির নির্বাচনী তহবিলে টাকা দেয়। তাদের টাকাতেই লড়তে হয় নির্বাচন। তাদের বিরুদ্ধে যাওয়ার ক্ষমতা আসলেই নেই ডেমোক্রাটদের। তারা ধণী শ্রেনীর বিরুদ্ধে বড় বড় ডায়ালোগ দিয়েই খালাস-যা তোকে ছেরে দিলাম টাইপের ঢপবাজি ওবামাও অনেকদিন চালাচ্ছেন। আসল সত্যি কথাটা আমেরিকান জনগণও জানে।

    []
    আমেরিকান বাজেট ছাঁটাই আসু মন্দার একমাত্র কারন না। এর সাথে গোদের ওপর বিষ ফোঁড়া-- ইটালি লোন ডিফল্ট করতে পারে। গ্রীসের মতন ছোট দেশকেই বাঁচানো যাচ্ছে না-এর ওপর তার থেকে প্রায় দশগুন বড় একট অর্থনীতি দেওলিয়া হলে, ইউরোপের ব্যাঙ্কিং সিস্টেম ধ্বসে যাবে। ইউরোপে ওয়েল ফেয়ার অর্থনীতির দিন শেষ। সরকার সেখানে আরো বেশী ছাঁটাই করবে। ইউরোপে শিক্ষা,স্বাস্থ্য এসব আর বিনামূল্যে কেও পাবে না। সেদিন শেষ।

    তবে মন্দের ভাল এই যে বর্তমানে বেসরকারি কোম্পানীগুলি লাভজনক এবং সেখানে মন্দা নেই। মন্দার সময় তারা প্রচুর ছাঁটাই করেছে-ফলে মন্দার পরবর্তী বাজারে প্রতিটা প্রাইভেট কোম্পানীর অবস্থা বেশ ভাল এখন। বর্তমানের মন্দা মূলত বেহিসাবী রাজনীতির জন্যে। রক্ষণশীল বা উদারপন্থী-কেঐ একটি মধ্যম গ্রাউন্ডে আসতে চাইছে না। কিছুটা সরকারি খরচ ছাঁটাই, এবং কিছুটা কর বৃদ্ধি-এই ভাবেই এই সংকট থেকে মুক্তি পাওয়া যেত। ডেমোক্রাটরা এখন তাই বলছেন-কিন্ত যখন তাদের হাতে ক্ষমতা ছিল-তখন বিল পাশ করেন নি কেন?
    তবে অবস্থা যেদিকেই যাক, আমেরিকার খারাপ অর্থনীতি মানে গোটা বিশ্বের নাভিশ্বাস উঠবে।
  • aka | 24.42.203.194 | ০৫ আগস্ট ২০১১ ০৯:১৭482045
  • একদিন ডাও কমলে রিসেশন এসে গেল। এনপিআর কইল ডবল ডিপ রিসেশন অমনি ডবল ডিপ রিসেশন। ইতালী, গ্রীস, পর্তুগাল, এমনকি আমেরিকার এই ডিফল্টের ভয় অনেক দিন ধরে চলছে মানে লোকজন মানে মার্কেট মানে ডাও মাস ছয়েক ধরে জানে। প্যানিক কইরেন না।
  • pi | 128.231.22.99 | ০৫ আগস্ট ২০১১ ০৯:৩২482056
  • সরকারি ছাঁটাই তো শুরু হয়ে গেছে ।
  • aka | 24.42.203.194 | ০৫ আগস্ট ২০১১ ০৯:৫৯482067
  • কিরকম? এই ডেট সিলিং সংক্রান্ত ছাঁটাই? ঐ বিলে কি আছে কেউ জানে?
  • lcm | 69.236.187.211 | ০৫ আগস্ট ২০১১ ১০:২৩482078
  • ইউএস ন্যাশনাল ডেট - বহুদিনের পুরোনো গল্প, শুরু থেকেই আছে, ১৭৯১ সালে এটা ছিল ৭৫ মিলিয়ন ডলার। ২২০ বছর আগেও কিস্যু হয় নি, এখনও হবে না। ঢপের ঋণ।
    ডেট প্রবলেমের থেকেও কঠিন সমস্যা জব মার্কেট।
  • pi | 72.83.100.43 | ০৫ আগস্ট ২০১১ ১০:৫৩482089
  • বড় সড় বাজেট কাট আসছে বলে কিছুদিন আগে থেকেই জানানো হয়েছে ও নানা আলোচনা চলছে।
    সাফাই কর্মী, রিএজেন্ট ডেলিভারি ম্যান, এঁদের ছাঁটাই শুরু হয়েছে। কয়েকদিন আগে থেকে।
  • siki | 123.242.248.130 | ০৫ আগস্ট ২০১১ ১১:৩৪482095
  • এদের কী হয়? ছাঁটাইয়ের পরে? তাদের যে সমস্ত মর্টগেজ ইত্যাদি চলছিল?

    দুটো রিসেশন বেঁচে গেছি। এখন তিন্নংয়ে কী হয় দেখতে হবে।
  • Du | 14.99.60.184 | ০৫ আগস্ট ২০১১ ১২:১৮482096
  • দি কোম্পানী ম্যান নামক একটা সিনেমায় কয়েকজনের গল্প দেখতে পারো।
  • ppn | 202.91.136.71 | ০৫ আগস্ট ২০১১ ১২:৩০482097
  • আর কিছুক্ষণের মধ্যেই বিএসই ইনডেক্স ১৭০০০-এর তলায় নেমে আসবে।
  • saikat | 202.54.74.119 | ০৫ আগস্ট ২০১১ ১২:৫৯482035
  • অর্পণ চিন্তা করে না।

    হারবার্ট ঠিকই বুঝেছিল। যে সব জিনিশ ওঠে তা একসময়ে নেমেও যায়।
  • ppn | 216.52.215.232 | ০৫ আগস্ট ২০১১ ১৪:১০482036
  • জানি হে। তৈলাক্ত বাঁশ এবং কয়েকটি বাঁদর। কেসি নাগ বলে গেছেন।
  • dd | 124.247.203.12 | ০৫ আগস্ট ২০১১ ১৪:১৮482037
  • বাঁদর আপাতত: উঠছে।
  • kc | 178.61.96.29 | ০৫ আগস্ট ২০১১ ১৪:২৫482038
  • এবারের বাঁশটি তৈলাক্ত নয় মোটেও, এবং খুব সম্ভবত আছোলাও।
  • aka | 24.42.203.194 | ০৫ আগস্ট ২০১১ ১৫:৪৮482039
  • শুধু স্টক মার্কেট দিয়ে রিসেশন মাইপে প্যানিক কইরেন না। অন্য নতুন কিছু হয় নি এখনও। আমার নিজের ধারণা এটা সাময়িক।
  • aka | 24.42.203.194 | ০৫ আগস্ট ২০১১ ১৫:৫৩482040
  • তবে সত্যি রিসেশন হলে আর বাঁচব না। উফফ আর পারি নে বাপু।
  • ppn | 204.138.240.254 | ০৫ আগস্ট ২০১১ ১৫:৫৯482041
  • কম: গোলদার শুধু প্রেডিকশন না করে আপনার ধারণাগুলি কী লিখবেন?
  • aka | 24.42.203.194 | ০৫ আগস্ট ২০১১ ১৭:১৪482042
  • পৃথিবীতে ক্যান্সার এবং রিসেশন কোনটারই প্রেডিকশন করা যায় না, হবে এটাও বলা যায় না, আবার হবে না এটাও বলা যায় না। সবটাই প্রোবাবিলিস্টিক। তেমনই আমার মডেলও তাই। আসলে গোদা মানুষের গোদা অবজারভেশন। :)

    হলটা কি হঠাৎ? ডেট শিলিং নিয়ে ইউএসএ তে প্রচূর ঝামেলা হল। টি-পার্টির লোকজন প্রচূর চাপ দিয়ে গভর্নমেন্ট স্পেণ্ডিং কাট করিয়েছে। তা এদের বহু লোকজনই হল গিয়ে ফ্রেশারস টাইপ। ওবামা মানে বর্তমান সরকারকে এদের কথা মেনে নিতে হয়েছে। কিন্তু উনি হ্যাপি নন, তাই বিভিন্ন ভাষণে বলতে শুরু করেছেন সরকারী স্পেণ্ডিং কমে গেলে চাকরি কমবে। উল্টো দিকে গভর্ণমেন্ট স্টিমুলাসের ফলে গত কয়েকবছরে কত চাকরি বাঁচল বা নতুন তৈরি হয়েছে তার কোন গ্রহণযোগ্য ডেটা পাওয়া খুব মুশকিল। কারণ অলমোস্ট ইমপসিবল টু ট্র্যাক। কিন্তু উনি যে এইসব কথা বললেন এবং এই যে গত হপ্তার নাটক এতে করে ইনভেস্টরদের কাছে একটা রং মেসেজ গেছে। সত্যি বুঝি এই আজ (আজই জব রিপোর্ট বেরবে ৮:৩০ এ.এম এ) ঘরে ঘরে জবলেস তৈরি হল। মোর অর লেস ইউএস ইকনমি গেল মাসে ৭০,০০০ মতন জব তৈরি করেছে আর আনএমপ্লয়মেন্ট ঐ ৯.২ বা ৯.৩ এরকমই হবে বলে লোকে কইছে। নতুন কিছু না এরকমই চলছে।

    সত্যি সরকারী স্পেণ্ডিং কাট হলে আমাদের মতন সরকারী চাকুরেদের হারিকেন হাতে ইন্টারস্টেটের মোড়ে দাঁড়াতে হবে। ইকনমিকে আমাদের মতন লোকেদের অ্যাবসর্ব করতে হবে । কিন্তু কোম্পানিরা ভালই করছে। মানে বড়জোড় ছোট করে একটা ধাক্কা আসতে পারে। আগের রিসেশনের সাথে তার তুলনা হতে পারে না। তবে ক্যাভিয়াট রাখতে হয়। সবটাই যতটা জানা, দেখা তার ওপর। আর কেনা জানে মার্কেটে সব তথ্য সবার কাছে থাকে না। তাই না মার্কেট ইম্পারফেক্ট।

    এনপিআর গত দেড় বছর ধরে এই ডাবল ডিপ রিসেশনটা খাওয়ানোর চেষ্টা করছে।
  • Biplab Pal | 69.250.67.136 | ০৫ আগস্ট ২০১১ ১৭:৪৮482043
  • সরকারি স্পেন্ডিং কমালে আরেকটা রিশেসন আসবেই। সরকারি চাকরি কত ছাঁট হবে, সেটা দেখা যাবে সেপটেম্বরে বাজেট থেকে। হেলথ সেক্টর সব থেকে বেশী ক্ষতিগ্রস্থ হবে। কত যে রিসার্চার চাকরি হারাবে ইয়াত্তা নেই। কেও সেফ না, আমি ও না। আমেরিকান সরকার আমাদের একটা বড় খরিদ্দার। ওরা কেনা কমালে, আমাদের কোম্পানীতে বিশেষত আমাদের ইউনিটে যারা আমেরিকান সরকারের কাছে আছি, ছাঁটাই হবে। এই রিপল কোথায় থামবে কেও জানে না।
  • aka | 168.26.215.13 | ০৫ আগস্ট ২০১১ ১৮:০৫482044
  • রিসেশনের ডেফিনিশন অনুযায়ী রিসেশন হবে কিনা সে বলা শক্ত, ডিপেন করে কতটা কাট, কোথায় কাট, কেমন ভাবে হচ্ছে ইত্যাদির ওপরে। প্রতি সরকারের মতন আমেরিকান সরকারেও প্রচূর ভুলভাল এমপ্লয়মেন্ট আছে, অপ্রয়োজনীয়। তা সেসব এমপ্লয়মেন্ট ভোগে যাবে। আমেরিকানরা রিসার্চে সিগনিফিকেন্ট রিসোর্স কমাবে এটা মানতে অসুবিধা হচ্ছে।

    আমার নিজের মনে হয় মার্কেট ওভার রিঅ্যাক্ট করেছে কাল। আজও তার হ্যাং ওভার থাকতে পারে। আরও একটা গোদা অবজারভেশন গত বেশ কিছুদিন ধরে স্টক মার্কেট (ডাও) ঊর্ধমূখী কিন্তু উল্টোদিকে ইকনমিতে বিশেষ কোন চেঞ্জ হয় নি। হতেই পারে ধপাস করে খানিক পড়ে ইন্ডেক্স নিজেকে স্টেবিলাইজ করল।

    আর ইউএস রিসেশন হলেই গ্লোবাল রিসেশন হবে সেদিন গেছে। গেল কয়েক বছরে চীন, ভারত, ব্রাজিলের উন্নতি চোখে পড়ার মতন।

    তবে মার্কেট পড়ায় ডেমোক্রেটদের সুবিধা হল এটা বলাই যায়। এবারে বলবে দেখেছো তো বাছারা স্পেণ্ডিং কাটানোর ফল। যাই হোক না কেন ইনভেস্টরদের এই ওভাররিঅ্যাকশনের সাথে কোন কিছুর সম্পর্ক আছে বলে আমার মনে হয় না।
  • aka | 168.26.215.13 | ০৫ আগস্ট ২০১১ ১৮:৩৪482046
  • জব রিপোর্ট - ১১৭,০০০ নতুন জব আর আনএমপ্লয়মেন্ট রেট ৯.১%।

    এবারে দেখা যাক বাঁদর কোন দিকে যায়।
  • Moloy | 207.45.43.68 | ০৫ আগস্ট ২০১১ ১৮:৩৫482047
  • ইয়ে মানে একটা ছোট্ট কথা ছিল। Dow Jones মোটেও stock exchange না। বিশ্বের বৃহত্তম তো নয়ই।
  • kd | 59.93.246.86 | ০৫ আগস্ট ২০১১ ১৯:৪২482048
  • ঠিক, ঠিক। Dow Jones বেসিকালি একটি পাবলিশিং কোম্পানি - মালিক রুপার্ট মার্ডক।
    :)
  • SC | 128.237.119.101 | ০৫ আগস্ট ২০১১ ২০:৪৮482049
  • হাফিংটন পোস্টে সেদিন একটা টার্ম দেখলাম "লস্ট জেনারেশন"।
    আমাদের মতো যারা রিসেশনের বাজারে যুবক হয়েছে, তারা।
    আমি অর্থনীতির ছাত্র নই, বুঝিও না বিশেষ। কিন্তু শেষ এক বছর জব মার্কেট ঘুরে
    যা বুঝেছি, বেশ খারাপ অবস্থা, বিশেষ করে টেক জব মার্কেট। এর পরে যদি আবার
    রিসেশন আসে, তাহলে হাতে হ্যারিকেন।
    দুরু দুরু বুকে পুঁজিবাদের উপরে ভরসা রাখলাম, সকালে দুটো নকুলদানা দোবো।
    কি জ্বালা, বিপ্লবও হচ্ছে না, আর এদিকে পুঁজিবাদও ঠিকমতো কাজ করছে না।
    আমাদের মতো জেনগেন যায় কোথায়।

  • bb | 117.195.181.51 | ০৫ আগস্ট ২০১১ ২২:৫৯482050
  • শুন্য এ বুকে বাছ মোর ফিরে আয় - ভারতমাতা SCএর প্রতি।
    দেশের চাকুরির বাজার বেশ ভাল চলে আসুন।
  • nyara | 122.172.37.246 | ০৫ আগস্ট ২০১১ ২৩:০৮482051
  • কিন্তু দেশের চাকরির বাজার কদ্দিন ভাল থাকবে? অন্যদের মাইনে তো বেড়েই চলেছে। গ্লোবাল রিসেশন হলে সাস্টেন করা যাবে?
  • aka | 168.26.215.13 | ০৫ আগস্ট ২০১১ ২৩:১৪482053
  • অনসাইট- অফশোর ব্লেণ্ডেড কস্ট কিছু কম না কিন্তু।
  • aka | 168.26.215.13 | ০৫ আগস্ট ২০১১ ২৩:১৪482052
  • একেবারে আনসাস্টেনবল। কমপিটিটিভ অ্যাডভানটেজ ভোগে যাচ্ছে, আরও যাবে। আসলে দেখা উচিত দেশের আইটি, কনসাল্টিং বা অ্যানালিটিকসের যে বাজার তার কতটা ব্রাজিল, সাউথ আফ্রিকার কাছে যাচ্ছে? হতেই হবে। মানুন না মানুন এই কাজগুলো ভারতে আসার প্রধান কারণ কস্ট।
  • nyara | 122.172.37.246 | ০৫ আগস্ট ২০১১ ২৩:৪৬482054
  • ভারত - অন্তত: প্রডাক্টে - ভ্যালু চেনে কিছুটা উঠেছে। এখনও কিছুটা কস্ট অ্যাডভান্টেজ আছে বটে, কিন্তু সেটা ধর্তব্য নয়। এখন রদ্দি জনতা প্রচুর থাকলেও ট্যালেন্টপুল মোটামুটি ভাল। প্লাস একটা মেজর এক্সোডাস হচ্ছে ইউএস থেকে - বিশেষত: সিনিয়র লেভেলে।
  • pi | 128.231.22.99 | ০৫ আগস্ট ২০১১ ২৩:৪৯482055
  • এদেশে রিসার্চ বাজেটে সত্যিই বড় সড় কাট হচ্ছে।
  • Sumit Roy | 69.207.29.34 | ০৬ আগস্ট ২০১১ ০২:৪৫482057
  • বিপ্লব পালের ৪নং বক্তব্য একটু বাড়ালে দেখা যেতে পারে যে এই তো কলির সন্ধ্যে! নির্বাচনী অর্থসাহায্য (ফাণ্ড) বিষয়ে আমেরিকান সুপ্রিম কোর্টের ২০১০ সালের যুগান্তকারী রায়ের কথা মনে আনতে হবে। প্রায় চল্লিশ বছরের আইনকানুন ও দুটি স্মরণীয় পূর্বতন নজির উপেক্ষা করে সুপ্রিম কোর্ট কর্পোরেশনদের অবাধ স্বাধীনতা দিয়েছে নির্বাচনে অর্থপ্রয়োগ ব্যাপারে । নজন বিচারকের পাঁচজন রিপাবলিকান প্রেসিডেণ্টের ও চারজন ডেমোক্র্যাট প্রেসিডেণ্টের নির্বাচিত। গুচর বোদ্ধা পাঠক-পাঠিকাদের কাছে তার আপাত ও গূঢ় অর্থ, কোনোটাই ব্যাখ্যা করার প্রয়োজন নেই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে প্রতিক্রিয়া দিন