এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  সিনেমা

  • ছত্রাক ২

    Ishan
    সিনেমা | ১৬ সেপ্টেম্বর ২০১১ | ৫৬৪৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • riddhi | 108.194.169.197 | ২৪ সেপ্টেম্বর ২০১১ ০৭:৫২484511
  • ডিফেন্স কোথায়? ছত্রাক আলোচনার মেন থিম নয়। স্বাধীনতা নিয়ে কথা হচ্ছে, আর সেখানে পাওলি অন্যদের সাথে নিজের মতামত দিয়েছেন।
  • Sibu | 122.175.24.231 | ২৪ সেপ্টেম্বর ২০১১ ০৮:০২484512
  • পাওলি কটা কথা বলছে আর বাকীরা কটা কথা বলছে?

    আর ছত্রাক যাদি মূল থীম নাও হয়, অন্তত: মূঅল অনুঘটক/প্রেসিপিটেটর। আর ডিফেন্ড করার ব্যাপারটা কিন্তু অংশগ্রহনকারীদের কথাতেই খুব পরিষ্কার। কে পাওলিকে সাপোর্ট করে এসেমেস পাঠিয়েছে, পাওলি না হয়ে কেট উইনস্লেট করলে এরকম হইচই হত কিনা এই সবই ঐ ক্লিপটায় আছে।
  • rimi | 75.76.118.96 | ২৪ সেপ্টেম্বর ২০১১ ০৮:৫৬484513
  • শিবুদা, 7.36, পুরুষরা মেয়েদের যে কোনো কাজেই ডিফেন্ড করবে - এরকম ইচ্ছা আমি কখনো প্রকাশ করি নি। নিজের বাবা মার অন্যায় আচরণের বিরুদ্ধে কথা বলার সাহস থাকা উচিত একটি ছেলের, বিশেষ করে একটি মেয়ে যদি নিজের পরিবার ছেড়ে বরের বাড়িতে থাকতে আসে। এটুকু ইননেট ডেজায়ারের কথাই বলেছি।

    আর পাওলির ক্ষেত্রে, "ডিফেন্ড' শব্দটায় আমার আপত্তি আছে। একদল ছেলের যদি পাওলিকে সাপোর্ট করতে ইচ্ছে হয় তারা করবে। তাতে পাওলির কি কিছু এসে যায়? পাওলি নিজেই নিজেকে ডিফেন্ড করার সাহস রাখে বলেই মনে হয়, সেজন্যেই এই সিনেমায় অভিনয় করার সিদ্ধান্তটা নিজেই নিয়েছে, এইসব সাপোর্টারদের ভরসায় থাকে নি।
  • Sibu | 122.175.24.231 | ২৪ সেপ্টেম্বর ২০১১ ০৯:৪৬484514
  • তা বরের বাবার বাড়ীতে থাকতে না এলেই হয়। শ্বশুরের/বাবার বাড়ীতে বসে তার অন্যায়ের প্রতিবাদ করাটা এট্টুস অভদ্র ব্যাপার তো।

    পাওলি সাপোর্ট কেয়ার করে কিনা জানি না। ক্লিপে তো বলেছে যে ও কাউকে কাউকে ফোং করে তাদের মতামত চেয়েছিল। আমার চোখে লাগছে এই স্টার আনন্দ অর্গানাইজড সার্কাসটা। ড্যামজেল ইন ডিসট্রেসকে ডিফেন্ড করতে নাইটস ইন শাইনিং আর্মার ;)।
  • riddhiman | 108.194.169.197 | ২৪ সেপ্টেম্বর ২০১১ ১১:৪১484515
  • শিবুবাবু, ড্যামসেল দেখলেই ডিস্ট্রেসদ মনে হয়। এটা পারসেপশানের দোষ। কোম্পিউটার সেন্টরে পাশে ফ্রেসরিনি বসলে মনে হয়, ক্রিকইনফো রসাতলে যাক, আগে ওর সি প্রোগ্রামিং শেখাটা জরুরি (আর আত্মাকে বোঝাই, সেই অজুহাতে নিজেরো তো একটু শেখা হল, জীবনের ধন কিছুই যায় না ফেলা, ইত্যাদি ) পার্সেপশনে গলদ। মনের জোর করে সরিয়ে দিতে হয়। এ গেল প্রথম ধাপ।

    দ্বিতীয় ধাপ হল- নিজের প্রথম ধাপের ভ্রান্তি কে অন্যের বলে ঠাউরে নেয়া । আমার কারেন্ট ইচ্ছে প্রীতম কে ঠাসিয়ে চড় মেরে চলে আসি। সেটা করতে পারছি না। তার বদলে এইসব বুড়ো ভামদের সালভদর দালি আর বালবীচি শুনতে হচ্ছে। বিরক্তির চোটে এদেরকে হামলে পড়া বুড়োর দল মনে হল। আপনার পোস্ট এই রাগটাকে আরো উস্কে দিল । ঐ ধ্যাঙ্গা চন্দ্রইল আর তবলামুখো গৌতম নাইট উপাধি পেলে আপনি আর আমি তো উত্তম কুমার তরুন কুমার (রেস্পেক্টিভ্লি)

    এর পরেও অনেকে এখানে পোস্ট করবেন। একটা কমন ব্যাপার-- সবাই দেখবেন বেশ ডিস্টার্ব্দ। বিভিন্ন লেভেলে। রেকার্সিভলি। নেক্সট জন আমার আপনার পাওলি কে নিয়ে চিন্তা কে নিয়ে । কিন্তু সবার কোরে হচ্ছে পাওলি। আর তার ম্যাজিক-দৃশ্য।
  • Sibu | 122.175.11.18 | ২৪ সেপ্টেম্বর ২০১১ ১১:৫৪484516
  • প্রীতম কে? আর আমি মোট্টেও ডিস্টার্বড না।

    বাকীটা তোমার রাগ কমলে হবে।
  • kd | 59.93.241.192 | ২৪ সেপ্টেম্বর ২০১১ ১২:৩৩484517
  • ঋদ্ধি সত্যিই খুব রেগে গেছেন। মানে 'বুড়ো' তুলে গালাগালি দিচ্ছেন। ঋদ্ধি, একটা কথা শুনুন - এখানে যারা যারা লিখেছে, তারা সবাই ছোঁড়া, তাদের বুড়ো বলে গাল দিলে তাদের কিস্‌সু লাগবে না - লাগবে আমার মতো বুড়োর আর আমি তো এখানে কিছুই লিখি নি।

    তবে গালি যখন খেয়েছিই, তখন বলেই ফেলি।
    আমি পাউলির এইভাবে সিনেমা নামা পুরোপুরি সাপোর্ট করি। আর আশা করি বাংলার অন্য নায়িকারা (কোয়েল বাদে, কেন তা পাই জানে) পাউলির পথ অনুসরণ করুক - কেন, তা কি বলার দরকার আছে?

    বছর দশ-পনেরো আগে একটা আর্ট ফিলিম দেখেছিলুম - ইটালিয়ান - আলবার্তো মোরাভিয়ার লেখা বইএর ওপর বেস করে নাকি - নাম L’uomo che guarda। লোকে বলেছিলো দারুণ আঁতেল - পন্ডিতদের (স্বঘোষিত হয়তো) অ্যানালিটিকাল ডিসকাশান করতেও শুনেছি।
    আহা! এমন সিনেমা আর কেন হয় না (বা আমি কেন জানতে পারি না)? (এমন কয়েকটা দেখলে আমিও ঠিক আঁতেল হয়ে যাবো) :)
  • kd | 59.93.241.192 | ২৪ সেপ্টেম্বর ২০১১ ১২:৩৭484518
  • একটা কোশ্ন বড়ই জ্বালাচ্ছে - করেই ফেলি।
    এই টইটার নাম ""ছত্রাক ২'' কেন? মানে ""ছত্রাক বি'' নয় কেন?
  • Sibu | 122.175.11.18 | ২৪ সেপ্টেম্বর ২০১১ ১২:৪৩484519
  • কাবলীমামার সাথে এক্কেরে একমত। আমার পরিচিতরা বাদে আর সবাই এই রকম অভিনয় করুক। আর ইয়ে, সেগুলো ইউটিউবে অ্যাভেলেবল হোক।
  • siki | 122.174.165.118 | ২৪ সেপ্টেম্বর ২০১১ ১৩:৩৪484521
  • আমিও তো কত্তো বুড়ো হলাম। বগলের সমস্ত চুল পেকে গেছে। আমি কিন্তু এট্টুও ডিসটার্বড হই নি।

    অনেকদিন আগে চ্যানেল ভি-তে ছোটো ছোটো চুটকি দেখাত। তখন চ্যানেল ভি সদ্য চালু হয়েছে, এম টিভির সাথে খুব রেষারেষি, তো দেখাচ্ছে, একজন অমিতাভ, একজন শশী কাপুর সেজেছে, আর শশী কাপুর সেই বিখ্যাত ডায়ালগ দিচ্ছে, দস দস ফিল্মোঁ কা গানে কা কপিরাইট হ্যায় মেরে পাস, রোজানা চুন চুন কে দস আদমিয়োঁ কো বকরা বনাতা হুঁ, ও ভি অন স্ক্রীন পে, টপ টোয়েন্টি ইউ এস কাউন্টডাউন কা লিস্ট বননে কা হক সির্ফ মেরে পাস হি হ্যায়, বোল, তেরে পাস কেয়া হ্যায়?

    তখন অমিতাভ খুব চোখ মুখ বিকৃত করে বলছে, "মেরে পাস ... মেরে পাস ... রিমোট ক®¾ট্রাল হ্যায়'।

    তা, আমি ঋদ্ধিকে তাইই বলি। বিশ্বাস করেন, বাচ্চা বুড়ো যতো সিধেসাধা লোক, মানে ইংরেজিতে যাদের স্ট্রেট গাই বলে আর কি, কেউ একটুও ডিসটার্বড হয় নি। যারা হয়েছে বলে দাবি করছে, সকলের ল্যাপটপ বা ফোন সার্চ করে দেখুন, পাওলির ক্লিপটুকু সেখানে সযত্নে বাঁচিয়ে রাখা, বাথরুমে ঢুকে বা বউ ঘুমিয়ে পড়লে মাঝেমাঝেই চুপিচুপি দেখে নিচ্ছেন, কেবল সামনে মাইক্রোফোন আর ক্যামেরা এলে সজোরে সমালোচনা করে ফাটিয়ে দিচ্ছেন। আর, বেশি অপছন্দ হলে, হাতে তো রিমোট রয়েইছে, দেড়শোখানা চ্যানেল রয়েছে, পাল্টে নিন না :)
  • siki | 122.174.165.118 | ২৪ সেপ্টেম্বর ২০১১ ১৩:৩৮484522
  • তারানন্দের আলু সুমন তো প্রথম প্যারাতেই ভুল বলেছে। নিরাবরণ কে বলল নিরাভরণ। কমপ্লিট আলাদা মানে। :)
  • Sibu | 122.175.11.18 | ২৪ সেপ্টেম্বর ২০১১ ১৩:৫২484523
  • আমার কাছে পাওলির ক্লিপটা নাই। কার কাছে পাওয়া যাবে?
  • ppn | 112.133.206.22 | ২৪ সেপ্টেম্বর ২০১১ ১৪:১০484524
  • ও কাব্লিদা। কোয়েল একটি মহা ঢ্যাঁড়স "অভিনেত্রী'। কিছু না করলেই স্বস্তি। :)
  • Shibanshu | 59.90.221.5 | ২৪ সেপ্টেম্বর ২০১১ ১৪:৩২484526
  • সিকিকে 'ক্ব'...
  • Sibu | 122.175.23.245 | ২৪ সেপ্টেম্বর ২০১১ ১৫:১১484527
  • Mac-e unzip করতে দিচ্ছে না :(
  • siki | 122.174.165.118 | ২৪ সেপ্টেম্বর ২০১১ ১৫:২২484528
  • করতে দিচ্ছে না, না পাসওয়ার্ড চাইছে?

    মেল করতে পারেন।
  • siki | 122.174.165.118 | ২৪ সেপ্টেম্বর ২০১১ ১৫:২৩484529
  • আপনি siburay তো?
  • Sibu | 223.190.71.148 | ২৪ সেপ্টেম্বর ২০১১ ১৫:৪৮484530
  • হ্যাঁ। পাসওয়ার্ড চাইছে না। বলছে অপারেশন নট অ্যালাউড।
  • pi | 72.83.92.218 | ২৪ সেপ্টেম্বর ২০১১ ১৭:১০484532
  • পাওলি তো আবাপ র সেই সাক্ষাতকারে নিজেকেই নিজে যথেষ্ট ডিফেন্ড করেছে, তার পরেও অন্য কেউ তাকে ডিফেন্ড করলে সেটা তার কোন দোষ তো না ! অন্যদেরও না।

    আবাপ র সাক্ষাতকারের লিং টা পারলে কেউ দিয়ে দিও।
  • Sibu | 122.175.19.165 | ২৪ সেপ্টেম্বর ২০১১ ১৭:১২484533
  • থ্যাংকু সিকি :)।
  • ppn | 122.252.231.10 | ২৪ সেপ্টেম্বর ২০১১ ১৮:২৭484534
  • শিবুদা বুড়ো হল তালে? :)
  • ppn | 112.133.206.18 | ২৪ সেপ্টেম্বর ২০১১ ১৮:৩৫484535
  • তারানন্দের ওই লিংকের কমেন্টগুলো বেশ। :)
  • pi | 72.83.92.218 | ২৪ সেপ্টেম্বর ২০১১ ১৮:৩৫484536
  • হ্যাঁ, এখানে পাওলির অভিনয় ক্ষমতা কতটা কী প্রকাশ পেয়েছে, সে বিশেষ বুঝিনি। তবে ওর অভিনয় তেমন দেখিওনি। মনের মানুষ কিছুটা ছেঁড়া ছেঁড়া দেখেছিলাম, তাতে কিছুটা কৃত্রিম লেগেছিল।
  • pi | 72.83.92.218 | ২৪ সেপ্টেম্বর ২০১১ ১৮:৩৬484537
  • তারানন্দের আগেরবারের ( মানে ঐ আবাপ র লেখাটার) কমেন্টগুলো দেখেছিলে ? :)
  • m | 117.194.44.16 | ২৪ সেপ্টেম্বর ২০১১ ১৯:৪৪484538
  • কোনো ছেলে যখন কোনো মহিলা যৌন কর্মীর কাছে যায়- তখন কাজের জন্যে তাকে পয়সা দিতে হয়। কাজেই ক্রেতা-বিক্রেতা বদলে গেলে মেয়েটি পয়সা দেবে, ছেলেটি কাজ করবে।এতে মহিলা কোথায় খুব 'ব্যবহৃত' হলেন জানা নেই।কেউ মাটি কুপিয়ে পয়সা পায়, কেউ যৌন তৃপ্তি দিয়ে- পাথুরে মাটি কোপাতে চাই না বল্লে সম্ভবত কাজ নাও জুটতে পারে- তেমনি দেখতে শুনতে ভালো না হলে শুই না বল্লেও ঐপেশার ক্ষেত্রে একই জিনিস ঘটবে:))

    আর যে কোনো পেশাতেই 'জব' স্যাটিসফেকশান একটা ব্যাপার।সেটা ছেলে যৌনকর্মীর ক্ষেত্রে কেন ঘটতে পারবে না জানি না- মুদ্রার অন্যপিঠটাও একটু নাড়াচাড়া করা দরকার।

    নিজেদের আত্মতৃপ্তির জন্যে অন্যের গায়ে অযথা ট্যাগ লাগিয়ে দেবেন না:))
  • pi | 72.83.92.218 | ২৪ সেপ্টেম্বর ২০১১ ২০:৩১484540
  • এদিকে গাণ্ডুর পরিচালক Qlove in India র জন্য জাতীয় পুরস্কার পেলেন। আশা করা যায়, এটার উপর আর সেন্সরকাকু চাকু চালাবেন না।

    http://www.nyootv.com/LII-Wins-National-Award-Entertainment

    best film in family values :)

    ভারতীয় জুরি 'সাবালক' হচ্ছে :)
  • ppn | 112.133.206.18 | ২৪ সেপ্টেম্বর ২০১১ ২০:৩৩484541
  • আর শিবুদা শুধু আবাপকে প্যাক দিলে হবে? ২৪ ঘন্টা খুললে দেখতে পাবে কমরেডদের চ্যানেলেও এখন বেওসা চলছে। :-)
  • pi | 72.83.92.218 | ২৫ সেপ্টেম্বর ২০১১ ০০:৫১484543
  • রিদ্ধিবাবু,
    হ্যাঁ, ঐ ভিডিও ক্লিপে স্যাটিসফ্যাকশন নিয়ে যা বলেছেন একমত।

    তবে এখানে আরো দুটো জিনিস গুলিয়ে যাচ্ছে। এক্ষেত্রে অভিনেতার জব তো অভিনয়। জব স্যাটিসফ্যাকশন বলতে অভিনয় করে স্যাটিসফ্যাকশন পাবার কথা হলে সেটা অন্য। অভিনেতার জবটা যৌনকর্মীর জব ভাবলে অবশ্য অন্য কথা। অভিনেতারা প্রফেশনালি কাজ করেন, সেটাই জানতাম।
    এধরণের সিনে অভিনয় করলেও সেটা চরিত্রের প্রয়োজনে করেন, করে অভিনয়ের কারণেই স্যাটিসফ্যাকশন পান বলে মনে হয়েছিল

    আর তার বাইরেও, অন্য স্যাটিসফ্যাকশন পেলেও এক্ষেত্রে সেটি ছেলেটি নয়, মেয়েটির পাবার কথা। তবে শেষে ঐ যা বলেছেন, ঐ ফিডব্যাক মেকানিজম, ওটা মোক্ষম কথা :)
    কিন্তু সাইকলটা 'ভিশাস' কেন ? :)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু মতামত দিন