এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  সিনেমা

  • ছত্রাক ২

    Ishan
    সিনেমা | ১৬ সেপ্টেম্বর ২০১১ | ৫৬৪৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Sibu | 122.175.19.165 | ২৫ সেপ্টেম্বর ২০১১ ০৭:৩৬484544
  • ২৪ ঘন্টার বেওসা দেখব, লিং চাই।

    একচেটিয়া পুঁজিপতি দূর হটো।
  • Sibu | 122.175.19.165 | ২৫ সেপ্টেম্বর ২০১১ ০৮:০৫484545
  • কে কে ব্ল্যাক সোয়ান দেখেছ, হাত তোল। পাওলি ও নাটালি পোর্টম্যানের মধ্যে অভিনয় দক্ষতা ও অন্যান্য বিষয়ে তুলনা কর। কুড়ি নম্বর (ডি: সিকির কুড়ি নয়)।
  • m | 117.194.34.9 | ২৫ সেপ্টেম্বর ২০১১ ১০:৪৪484546
  • রিদ্ধিবাবু,যে যা 'জব' করে সে তার কাজের জন্যে 'জব স্যাটিসফেকশান' পায়। অভিনেতারা অভিনয়ের, যৌনকর্মীরা তাদের কাজের।

    আপনি এইনিয়ে দ্বিমত হতে পারেন- তবে এবিষয়ে আপনার আলোচনাটা চোখে পড়ল না। চোখ এড়িয়ে গেছে হয়তো। কোথায় আছে যদি একটু উল্লেখ করেন দেখে নিতে পারি।
    এই আর কি:)
  • kc | 194.126.37.78 | ২৫ সেপ্টেম্বর ২০১১ ১০:৫৭484547
  • আমি পানু দেখিনা। মানে এককালে অনেক দেখেছি, এখন আর ভাল লাগেনা। ছেলেমেয়ে নির্বিশেষে যে কোনওরকম ন্যুডিটি খুব বিরক্তিকর লাগে। তাই এই ক্লিপিংটাও দেখা হলনা। অনেককিছু মিস করে গেলাম নিশ্চয়ই। কী কী মিস করলাম এই ক্লিপিং না দেখে, ক্ষেউ লিখে দিলে তাকে পাঁচ নম্বর আর দুটো নকুলদানা দেব।
  • Sibu | 122.175.24.220 | ২৫ সেপ্টেম্বর ২০১১ ১১:০৫484548
  • খুব একটা কিছু মিস কর নাই। পাওলি ইজ ক্লিয়ারলি টেন্সড। সেক্স এনজয় করতে হলে যতটা রিল্যাক্সড থাকতে হয় ততটা নয়। সেটা গল্পের প্রয়োজনে, না অভিনয়ে অক্ষমতা - তা জানি না। জিগোলোটিরও মোটামুটি তাই অবস্থা। পানু হিসেবে (সেমি-সফট ;)) অতি বাজে।
  • Sibu | 122.175.24.220 | ২৫ সেপ্টেম্বর ২০১১ ১১:০৬484549
  • পিএস: ঐ জন্যই ব্ল্যাক সোয়ানের কথাটা তুললাম।
  • ppn | 112.133.206.22 | ২৫ সেপ্টেম্বর ২০১১ ১১:১১484550
  • শিবুদার ১১:০৫-এর পোস্টটাকে ক্ক।

    কিন্তু মামু এই প্রসঙ্গে কীসব হলিউডি ঘরানা আর প্রাচ্য ফেস্টিভাল ঘরনার কথা তুলল, আমি চুক্করে গেলাম।
  • ppn | 112.133.206.22 | ২৫ সেপ্টেম্বর ২০১১ ১১:২৭484551
  • কিন্তু এর পরেও আরেকটা কথা থাকে। সেটা হল ক্লিপটাকে আলাদা করে দেখলে পানু হিসেবে খুব একটা ভালো লাগে না। কিন্তু পুরো সিনেমাটা না দেখে শুধু ক্লিপটাকে নিয়ে পড়লে বোধহয় ঠকতে হবে এইটা ডিরেক্টরের ইচ্ছেও হতে পারে।

    যেমন ধরো, একজন সদ্য অন্য দেশে এসে ট্যাক্সিতে চড়েছে। রাস্তায় ভিড়ভাট্টা বেপরোয়া ড্রাইভিং ইত্যাদি দেখে সে ঘাবড়ে ঘ। টেনশনের চোটে সে ড্রাইভারকে বলে আস্তে চালাতে কারণ এইটা তার প্রথমবার। ড্রাইভারও আয়নার মধ্যে দিয়ে তার দিকে তাকিয়ে জবাব দেয় এইটাও তার প্রথম ট্যাক্সি চালানো। :)

    তো, এই রকম কেস হল চরিত্র দুটোর মধ্যে টেন্‌শন থাকবেই। এইটা ছাড়াও আরো অনেক সম্ভাবনা থাকতে পারে। মোদ্দা কথা হল ওই পুরো সিনেমাটা শুধু ক্লিপটাকে নিয়ে পড়লে বোধহয় ঠকতে হবে এইটা হলেও হতে পারে ডিরেক্টরের ইচ্ছে।

    এত বোধহয় আর হলেও হতে পারে লিখলাম কারণ ওই সিনেমাটা আমি এখনো দেখে উঠিনি। বস্তুত এই ফোরামে কেউ মনে হয় সিনেমাটা দেখে ওঠেনি।
  • pi | 72.83.92.218 | ২৫ সেপ্টেম্বর ২০১১ ১১:২৯484552
  • ঐ রিয়েলিটি শোয়ের ফিলিংস এনে দিয়ে মসৃণতা ভেঙে ফেস্টিভ্যাল মেটিরিয়াল হয়ে ওঠা নিয়ে আমারো মামুকে কিছু কোশ্চেন ছিল। করেওছিলাম। কিন্তু ঐ রাক্ষুসী টই সে সব পোস্ট খেয়ে নিলো :(

  • ppn | 112.133.206.22 | ২৫ সেপ্টেম্বর ২০১১ ১১:৩৬484554
  • *পুরো সিনেমাটা না দেখে

    থার্ড প্যারার থার্ড লাইন
  • pi | 72.83.92.218 | ২৫ সেপ্টেম্বর ২০১১ ১২:০১484555
  • ক্লিপটাকে আলাদা করে শুধু পানু হিসেবেই দেখতে হবে ?
  • pinaki | 122.164.173.189 | ২৫ সেপ্টেম্বর ২০১১ ১২:২০484556
  • না, না, তা কেন? কৃষ্ণ কেমন? যার কাছে যেমন। কেউ এটাকে পোস্টকলোনিয়াল সেক্সুয়ালিটি ও নন্দনতঙ্কেÄর হেজিমনিক ডিসকোর্স হিসেবেও দেখতে পারে। আবার কেউ প্রাচ্য ফেস্টিভাল মেটিরিয়ালের অন্তর্লীন দৈন্য হিসেবেও। পানু হিসেবে দেখলে একটু বোর হতে হবে আর অন্য ভাব নিয়ে দেখলে একটু মাথার ব্যায়াম হবে। তফাৎ এটুকুই। ;-)
  • pi | 72.83.92.218 | ২৫ সেপ্টেম্বর ২০১১ ১২:২১484557
  • নাকি মাথার ব্যায়াম করলে একটু অন্যভাবে দেখবে ? ;)
  • Sibu | 122.175.11.26 | ২৫ সেপ্টেম্বর ২০১১ ১৩:০৫484558
  • ধুত্তোর। হায়দ্রাবাদ বন্ধে বেড়ানোর প্ল্যান ঘেটে গেল। সো ব্যাক টু দি প্যাভিল্যন।

    প্‌প্‌ন-কে। আরে সে তো কইলামই। গপ্পের প্রয়োজনে টেন্সড না অভিনয় করতে পারে না বলে টেন্সড সেটে জানা নাই।
  • riddhi | 108.194.169.197 | ২৫ সেপ্টেম্বর ২০১১ ১৫:১০484559
  • যৌনকর্মীরা জব স্যাটিসফ্যাক্সান পায়?? সব যৌনকর্মী?
    স্টিভ জবস ও হলফ করে বলতে পারেন না উনি স্যাটিস্ফ্যাক্সন পান
  • pi | 72.83.92.218 | ২৫ সেপ্টেম্বর ২০১১ ২০:০৬484560
  • রিদ্ধিবাবু, সেতো বটেই। কোন প্রফেশন নিয়ে আর নিশ্চিত করে বলা যায়। যৌনকর্মীদের জব স্যাটিসফ্যাকশন আছে কিনা সেটাও খুব কঠিন প্রশ্ন আর উত্তর শুধু হ্যাঁ, না তেও হবে বলে মনে হয়না আর সব উত্তরও এক হবেনা। আর জব স্যাটিসফ্যাকশন মানেই নিজে যৌন আনন্দ পাওয়া এম্নও তো না।
    কিন্তু এখানে প্রশ্নটা অভিনেতাকে নিয়ে। যিনি যৌনকর্মীর ভূমিকায় অভিনয় করছেন। 'অভিনয়' করছেন যখন, তাঁর জব স্যাটিসফ্যাকশনের আলোচনাটা টা অভিনয় প্রসঙ্গে আসা উচিত, যৌনকর্মী হিসেবে স্যটিসফ্যাকশন পেলেন কি পেলেন না, তা নিয়ে নয়। এরকম সিনে, যৌনকর্মীর ভূমিকায় অভিনয় করলেই যদি তাকে যৌনকর্মী হিসেবে ভেবে আলোচনা করলে ব্যাপারটা একটু ঘেঁটে যায়, আমার মতে।
  • nk | 151.141.84.194 | ২৫ সেপ্টেম্বর ২০১১ ২৩:০৫484561
  • শুধু মাথার ব্যায়াম কেন, মাথার ব্যারাম ও হতে পারে। :-)
  • m | 14.96.202.104 | ২৫ সেপ্টেম্বর ২০১১ ২৩:৪৯484562
  • রিদ্ধিবাবু ঠিকই বলেছেন, সবাই সব কাজ করে জব স্যাটিসফ্যাকশন পায়না। আবার অনেকেই পায়। ভাবার কথা, নায়ক অভিনয় করে জব স্যাটিসফ্যাকশন পেয়েছেন কিনা বা পয়সা পেয়েছেন কিনা। তিনি পাননি বললে নিশ্চয়ই মেনে নেব। বলেননি যখন ...

    এ ছাড়া নায়ক-নায়িকা অন্য কোনো স্যাটিসফ্যাকশন পেয়েছেন কিনা, কেউ কাউকে ব্যবহার করেছে কিনা, বা আর কোনো ডিসক্রিমিনেশন হয়েছে কিনা সে বিষয়ে আমার কোনো বক্তব্য নেই। আপনি স্টিভ জোবসের কথাটা উদাহরণ হিসেবে দিয়েছেন, আমিও যৌন কর্মীটা উদহরণ হিসেবেই দিয়েছি। সিনেমায় ছেলেটি যৌনকর্মী কিনা সেটাও জানা নেই(এখানে কারোরই মনে হয় জানা নেই)। না জেনে জাহাজের ব্যাপার নিয়ে কিছু বলার বাসনা ছিলওনা, নেইও:)
  • dri | 117.194.229.28 | ২৬ সেপ্টেম্বর ২০১১ ০০:৪১484565
  • অনেকেই দেখেছি অভিনেতার সাথে অভিনীত চরিত্র গুলিয়ে ফেলেন। গুলিয়ে যায় অভিনীত চরিত্রের স্যাটিসফ্যাকশানের পোট্রেয়ালের সাথে অভিনেতার স্যাটিসফ্যাকশান। আকাদার কথা শুনে তো মনে হল, উনি মনে করছেন ঘটনাটি সত্যিই ঘটেছে। চরিত্রের স্যাটিসফ্যাকশান ব্যক্তি পাওলি অনুভব করেছে। :-)

    এর থেকে বোঝা যায় সিনেমা কি ভীষণ পাওয়ারফুল মিডিয়াম। দেখতে দেখতে অনেক সময়ই আমরা ভুলে যাই এটা অভিনয়। মনে হয় যা হচ্ছে সবই বুঝি রিয়েল।

    ভিসুয়াল মিডিয়ার এই সেন্স অফ অথেন্টিসিটিই (যা অনেক ক্ষেত্রেই মিসপ্লেস্‌ড) মাস পার্সেপশান ম্যানিপুলেশানের প্রথম ধাপ।
  • pi | 72.83.92.218 | ২৬ সেপ্টেম্বর ২০১১ ০০:৫৭484566
  • দ্রি, হ্যাঁ, এটাই। অভিনেতা আর অভিনীত চরিত্র এক করে ফেলার কথাটাই বলছিলাম।
    ছেলেটি জব স্যাটিসফিকেশন পেয়েছে বলে আমরা যখন হাসাহাসি করি ( আরো অনেক ফোরামের আলোচনাতেই দেখছি অনুব্রতর কপাল নিয়ে কথা কথা উঠে আসছে :)), তখন ও কোথাও এই যৌন আনন্দ পাবার ভাবনাটা বোধহয় আমাদের মধ্যে কাজ করে। আর সেটা ভাবা হয় মূলত: ছেলেদের বেলাতেই।
    ধরুন, পর্নোগ্রাফি নিয়েও একটা স্ট্রং ধারণা আছে, মেয়েরা এক্সপ্লয়েটেড হয়। কিন্তু পর্নোতে ছেলেরাও কি অভিনয় করেন না ? সেই অভিযোগটা সেভাবে উঠতে দেখিনা তো।
    কারণ ধরেই নেওয়া হয় ছেলেরা তো ব্যাপারটাকে এনজয় করবেই।
    যৌনকর্মী হলেও তাই। মেয়ে হলে এক্সপ্লয়েটেশন, ছেলে হলে সেরকম নয় ?
    এক্সপ্লয়েটেশন নেই বলছিনা ( আবার স্বেচ্ছায় আসেন , এমনও বিরল না, টাকার জন্যয় আসেন। জব স্যাটিসফ্যাকশনের জন্যও হয়ত কেউ কেউ আসতে পারেন ),কিন্তু হলে দুক্ষেত্রেই আছে।
    মেয়েদের ক্ষেত্রে হয়ত এক্সপ্লয়েটেশন অনেক বেশি। বিশেষ করে গরীব দেশে। এই ট্র্যাফিকিং র‌্যাকেট ইত্যাদির জন্য।

    তবে আকাদা ও রিদ্ধিবাবুর পোস্টে আমার মনে হয়েছে, যৌন আনন্দ যদি এক্ষেত্রে অভিনেতারা পেয়েও থাকেন, তো এক্ষেত্রে সেই স্যাটিসফ্যাকশনটা মেয়েটির পাবার কথা।
  • dri | 117.194.229.28 | ২৬ সেপ্টেম্বর ২০১১ ০১:১৫484567
  • ওরে বাবারে। এক্সপ্লয়টেশান আবার একটা বিরাট প্যান্ডোরাজ বক্স।

    এই ক্লিপের প্রসঙ্গে তিনটে লেভেল এক্সপ্লয়টেশান থাকতে পারে।

    সিনেমায় পাওলি অভিনীত চরিত্র আর অনুব্রত অভিনীত চরিত্র, এউ দুজনের কেউ কাউকে এক্সপ্লয়েট করেছে কিনা।

    অভিনেতা অনুব্রত এবং অভিনেত্রী পাওলির মধ্যে এক্সপ্লয়েটেশানের কোন সম্পর্ক অন্তত এই প্রোফেশানাল ক্ষেত্রে থাকা সম্ভব নয়। বরং সিনেমার প্রোডিউসার এই দুজনকেই এক্সপ্লয়েট করে থাকতে পারে।

    আর এই ভিডিওক্লিপটি দর্শকদের কিভাবে এক্সপ্লয়েট করেছে সেই নিয়ে কথা হতে পারে।

    এই ক্লিপের বাইরে গিয়ে বৃহত্তর পর্ন ইন্ডাস্ট্রিতে মেয়েরা এক্সপ্লয়েটেড হয় কিনা সেটা অনেক বড় প্রশ্ন। কেউ স্বেচ্ছায় আসে, কেউ অনিচ্ছায় আসে, কেউ শুরুতে অনিচ্ছায় আসলেও ধীরে ধীরে এক রকমের অ্যাডজাস্ট করে নেয়। অনেক রকম স্টোরি থাকতে পারে। তাও, যদি একটা ব্ল্যাঙ্কেট স্টেটমেন্ট দিতেই হয়, বলা যায় যে এই প্রস্টিচিউশান অ্যান্ড পর্ন ইন্ডাস্ট্রিতে মেয়েদের এক্সপ্লয়টেশান স্ট্যাটিস্টিকালি সিগনিফিক্যান্ট। তবে সে তো এই কিছুদিন আগে একটি টইতে দেখা গেল, অনেক বিয়ে করা মেয়েও এক্সপ্লয়টেড। সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে ছেলে মেয়ে নির্বিশেষে সব্বাই এক্সপ্লয়টেড। আর কনস্ট্রাকশান ইন্ডাস্ট্রিতে ...

    আসলে এক্সপ্লয়টেশানের হাত বড় লম্বা। এর থেকে নিস্তার নেই।
  • pi | 72.83.92.218 | ২৬ সেপ্টেম্বর ২০১১ ০১:৫২484568
  • দ্রি, এই অভিনয়ের ক্ষেত্রে কারুর দ্বারা কারুর এক্সপ্লয়েটেশনের কোন কথাই আমার মনে হয়নি। অন্তত ওদের দুজনের সাক্ষাতকার থেকে। আলাদা করে অভিনীত চরিত্রের সাথে এক হয়ে গিয়ে স্যাটিসফেকশন পেয়েছে, এরকম কথা নিয়েও আলোচনা করার কথা মনে হয়নি। সেটাই পয়েন্ট ছিল। ওরা যা করেছে, প্রফেশনালি করেছে। আর সেভাবেই দুজনে ব্যাপারটাকে প্রোজেক্টও করতে চাইছে।
    কিন্তু এই সূত্র ধরেই যে সমালোচনার ঝড়গুলো বইছে, সেটা দেখুন। সেই মেয়েদের পণ্যায়ন ইত্যাদি।
    সফিবাবু তো ছেড়েই দিন, এমনি লোকজনকেও বলতে শুনছি, পাওলি যে প্রিসিডেন্স খাড়া করে দিল, এরার থেকে টলিউডে নায়িকাদের এক্সপ্লয়েটেশন অনেক বেড়ে যাবে। ( ছেলেদের কথা অবশ্য উঠছে না :), কারণ এই দৃশ্য করতে হলেও ছেলেদের তো আনন্দ পাবারই কথা)।
    এক্সপ্লয়েটেশন, সেতো আছেই। কাস্টিং কাউচের সমস্যা আছে। কিন্তু এই
    ক্ষেত্রে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে এক্সপ্লয়েটেশন বেড়ে যাওয়া নিয়ে আশঙ্কা প্রকাশ করার সময়ও ঐ প্রফেশনালি দেখার ব্যাপারটাকে বাদ দেয়া হচ্ছে। এধরণের সিনে অভিনয় করতে বলা মানে শুট করতে গিয়ে ডিরেক্টর কি পুরুষ অভিনেতার মজা লোটার বন্দোবস্ত হওয়া, তাদের স্যাটিসফ্যাকশন দেবার জন্য একটা পুরুষতান্ত্রিক কল নির্মাণ, আর মেয়েটির এক্সপ্লয়েটেড হওয়া।
    তবে সব কিছু প্রফেশনালি তো আর হয়ও না, তাই সেরকম হবেনা এমন না। কিন্তু হলে সেসব ক্ষেত্রে ছেলেদেরও এক্সপ্লয়েটেড হবার সম্ভাবনা থাকবে, মজা লোটার ব্যাপার থাকলে মেদের ক্ষেত্রেও সেটা প্রযোজ্য। এটাই বলার ছিল।

    এক্সপ্লয়েটেশনের লম্বা হাত প্রসঙ্গে অনেকটাই একমত।
  • aka | 75.76.118.96 | ২৬ সেপ্টেম্বর ২০১১ ০২:০৯484569
  • দ্রি কে নাইন সঙ্গস রেকমেন্ড করলাম। কে কিসের স্যাটিসফেকশন পেল না দেখলে বোঝা যাবে না। ;)

    আনসিমুলেটেড সেক্স কিন্তু মেইন স্ট্রিম সিনেমায় নতুন নয়।

    নাইন সন্‌গ্‌স

    অ্যান্টি খ্রাইস্ট

    অ্যানটমি অফ হেল

    আরো অনেক আছে। আমার কেমন জানি মনে হল এটা আনসিমুলেটেড সেক্স সিন।
  • siki | 123.242.248.130 | ২৬ সেপ্টেম্বর ২০১১ ১০:০১484570
  • অ্যান্টিখ্রাইস্ট পুরোটা দেখে উঠতে পারি নি। শিফট ডিলিট মারতে হয়েছিল।

    অ্যানাটমি অফ হেলও তাই।
  • m | 14.96.147.144 | ২৬ সেপ্টেম্বর ২০১১ ১১:৩১484571
  • সিমুলেটেড না আনসিমুলেটেড জানিনা বাবা, তবে "জব স্যাটিসফ্যাকশন' অবশ্যই আছে। কোথাও জব সংক্রান্ত কোনো ডিসস্যাটিসফ্যাকশনের কথা তো নায়ককে বলতে শুনলাম না। পাওলিকেও টিভিতে বেশ স্বাভাবিক ই লাগলো:)

    *** 'জব' বলতে এখানে অভিনয়ের কথা বলছি।:))))
  • SUVRA BHATTACHARYS | 80.239.242.67 | ২৯ সেপ্টেম্বর ২০১১ ১৭:৫৫484572
  • খুব দু:খের সাথে এটাই বলতে হয়. চলচিত্র দর্শক হিসাবে বাঙালি এখনো সাবালক হয় নি!
    কলকাতা কেন্দ্রিক বুদ্ধিজীবী দিয়ে সাবালকত্ব প্রমাণ হয় না! জাতি সাবালক হলে, পাওলিকে নিয়ে হামলে পড়ত না! অভিনয়ে অনুব্রতরও সমভূমিকা ছিল!
    সিনেমা দেখার জন্য অপেক্ষা করত! ক্লিপিং নিয়ে মাথা ঘামাত না!
    অভিনয়ের ঔচিত্য নিয়ে বিতর্ক হত না
  • kd | 59.93.241.252 | ৩০ সেপ্টেম্বর ২০১১ ০২:৪৯484573
  • কে যেন লিখলো, এ'সব সীনে ছেলেদের ভালো লাগারই কথা। আমি কিন্তু যা শুনেছি (বুঝে নাও কোথা থেকে), ছেলেরা এ'সব সীনে (মানে অন্তরঙ্গ সীনে) মেয়েদের থেকে অনেক বেশী সঙ্কোচ করে। দু'টো কারণ। এক, অসাবধানত: কিছু করে ফেল্লেও কেউ বিশ্বাস করবে না (ঐ যে, জেনারাল পার্সেপ্‌শান, "ভালো লাগারই কথা')। দুই, ঐ অবস্থায় ছেলেদের শারীরিক কিছু চেঞ্জ হলে (বুঝে নাও) ম্যানেজ কর্তে হিমসিম খেতে হয়।
    (যে ভাষায় শুনেছি সেই ভাষায় লিখতে পারলে হয়তো বোঝাতে সুবিধে হতো, কিন্তু ওই যে বলে...)
  • ranjan roy | 14.99.156.120 | ৩০ সেপ্টেম্বর ২০১১ ২১:০৩484574
  • ডি: এটা কেডিদার ছেলেদের অসুবিধে নিয়ে মেয়েদের পারসেপশন কনটেক্সটে বলা। অন্যেরা অনায়াসে স্কিপ করতে পারেন।
    একবার রিয়েল লাইফে কাউকে জেলাস করে মুর্গী করতে আমাকে এক মহিলার অ্যাক্টিভার পেছনে বসে বাড়ি ফিরতে হয়েছিল। তা টু-হুইলারটি স্টার্ট স্টার্ট করে একমিনিট পরেই মহিলাটি বল্লেন-- রায় স্যার! মেয়েদের মত একদিকেই দু'পা রেখে বসুন না!
    আমার মুখ দিয়ে বেরিয়ে গেল-- ঘাবড়াবেন না ম্যাডাম! মাঝখানে আমার ব্রিফকেস রাখা আছে।
    তারপর ভয়ে কাঠ হয়ে গেলাম,-- এটা কি বেরোল মুখের থেকে!
    খানিকক্ষণ পরে বল্লাম-- আমাকে সিটি ব্রাঞ্চের সামনে নামিয়ে দিলেই হবে, একটু কাজ আছে।
  • debu | 170.213.132.253 | ০১ অক্টোবর ২০১১ ১১:২৯484576
  • রায় সাব,
    আপ্নাকে গান্ধী এর সঙ্গে নরকে ১ মাস থাকতে হোবে
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে মতামত দিন