এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আগামীর অবয়ব

    dri
    অন্যান্য | ১৪ সেপ্টেম্বর ২০১১ | ১৯১১৮১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • দ্রি | 172.68.174.123 | ০৮ এপ্রিল ২০২০ ২৩:৪১730485
  • "কিন্তু হোয়াট আ্যবাউট আ্যশলির ক্লেম। ডিবাঙ্কড।"

    কোথায় ডিবাঙ্কড? আসল ভিডিওর কন্টেন্ট নিয়ে তো কোন ডিবাঙ্কিংই পেলাম না। আসল ভিডিওর বক্তব্য ছিল, বিভিন্ন হসপিটালে গিয়ে কিছু লোক কনক্লুড করেছে হসপিটালে কোন ভীড় নেই, কন্ট্র‌্যারি টু হোয়াট মিডিয়া ইজ সেয়িং।

    এটার ডিবাঙ্কিং এইভাবে করা যেত। ভিডিওটি ফেক, বিকজ অফ দিস, দিস অ্যান্ড দিস রিজন। কিংবা আমি একজন সিটিজেন, এইতো আমি একটি হসপিটালে গিয়ে দেখলাম কী ভীড়, কী ভীড় -- এই দেখুন তার ছবি। কিন্তু এই ধরণের কিছু তো পেলাম না।

    ডানা অ্যাশলি ৫জি কে প্যানডেমিকের কারণ হিসেবে দেখিয়েছেন, এটা তো এই ভিডিও ডিবাঙ্কিং নয়। এটা কি সেই যে একটি মিথ্যে কথা বলে সে সব মিথ্যে কথা বলের লজিক? তাহলে তো সিবিএস যেহেতু কিছুদিন আগে নিউ ইয়র্কের হাসপাতালের একটা ফেক ভিডিও দেখিয়ে ধরা পড়ে গিয়েছিল, অতয়েব তাদের সব রিপোর্ট মিথ্যে এটা বলতে হয়।

    কে ফান্ড করে সেটা খুবই ইম্পর্ট্যান্ট ইনফরমেশান। কিন্তু রিপাবলিকান ফান্ডেড মিডিয়ার সব কথা মিথ্যে হবে কেন? এই ভিডিও একদম এভিডেন্স বেসড। আমি বেরোলাম, যা দেখলাম রিপোর্ট করলাম। ঘরে বসে মনগড়া কথা বলছিনা, মিডিয়ায় শোনা কথা তোতাপাখির মত রিপিট করছিনা। যা দেখছি তাই বলছি। এক যদি না ডক্টড হয়। কিন্তু সেটা তো প্রমাণ করতে হবে।
  • S | 162.158.107.230 | ০৮ এপ্রিল ২০২০ ২৩:৪৮730486
  • ৫জির জন্য বুকে সর্দি বসবে? অন্য অনেক কিছু সাইড এফেক্ট থাকতেই পারে, কিন্তু সার্স ভাইরাস হওয়াটা মেনে নেওয়া খুব কঠিন। চীনে তো সবে ৫জি এল আর এর মধ্যেই এত লোক আক্ত্রান্ত হয়ে যাবে। বরন্চ আমেরিকাতে অনেকদিন ধরে রয়েছে। ইরানে তো নেই। নাহ, এ হিসাব মিলছে না। ওয়েট মার্কেট, ল্যাব এগুলো বেটার থিয়োরি।
  • দ্রি | 172.68.174.39 | ০৮ এপ্রিল ২০২০ ২৩:৫২730487
  • "এদিকে ক্লেমসনের দুজন প্রফেসর দু বছরের স্টাডি করে দেখালেন রাশিয়ান অপারেটিভ আর স্টেট-কন্ট্রোলড অপারেশনস কীভাবে সোশাল মিডিয়াকে কাজে লাগাচ্ছে। ২০১৪ সাল থেকে সূক্ষ্ণ হতে হতে এখন পুরো আর্টের পর্যায়ে চলে গেছে। এরা অল্ট-রাইটকে বোঝাচ্ছে সবই ডিপ স্টেটের কারসাজি আর লেফটকে বোঝাচ্ছে ট্রাম্পই যত নষ্টের গোড়া। "

    স্টাডিটা কোথায়? এটা তো একটা কলাম। যে দুটো পেপার রেফার করা হয়েছে তাতে রাশিয়ান ট্রোলের উল্লেখ নেই। শুধু দক্ষিণ্পন্থীদের দুর্নাম রয়েছে। এত বড় একটা স্টাডি কি তিনি ম্যুলারকে হ্যান্ডওভার করতে ভুলে গেলেন?
  • দ্রি | 172.68.174.111 | ০৯ এপ্রিল ২০২০ ০০:০২730488
  • ৫জির ব্যাপারটা আমারো কনভিন্সিং লাগেনি। (কিন্তু হাসপাতালে ভীড় নেইটা লেগেছে)

    ভাইরাস একটা আছেই। সেটা কী, কত ভয়ংকর সেই নিয়ে নানা সন্দেহ আছে। ৫জি নিয়ে যেটা থিওরি সেটা হল ৫জি অ্যান্টেনাগুলো নাকি মানুষের ইমিউনিটি কমিয়ে দিতে পারে।

    Dr. Martin Pall, Ph.D. (Professor Emeritus of Biochemistry and Basic Medical Sciences, Washington State University), — who brought the world’s attention to the fact that EMFs cause biological harm via the opening up voltage-gated calcium channels (VGCC), allowing for excessive flow of calcium ions inside the cell and the prompting of nitric oxide (N.O.) production via the stimulation of the enzyme nitric oxide synthase to form a host of reactive oxygen species via downstream effects 67 — has warned that the rollout of 5G will have massive deleterious effects on the world’s population, not to mention all life forms. He believes that 5G will be much more dangerous for the following reasons:

    1. The extraordinary high numbers of antennae that are planned.
    2. The very high energy outputs which will be used to ensure penetration.
    3. The extraordinary high pulsation levels.
    4. The apparent high-level interactions of the 5G frequency on charged groups presumably including the voltage sensor charged groups.

    উহানে মড়ক লাআর মাস দুই তিন আগে ম্যাসিভ ভাবে ৫জির ইনস্টলেশান বসেছে। প্রচুর অ্যান্টেনা ইনস্টলড হয়েছে। তাতে অ্যাগ্রেভেশান একটা হতে পারে। তবে ভাইরাসের গল্প একটা আছেই। সেটা ন্যাভারাল, না আর্টিফিশিয়াল সেই প্রশ্ন অবশ্য থাকছেই।
  • দ্রি | 172.68.174.39 | ০৯ এপ্রিল ২০২০ ০০:০৬730489
  • "মিউলার ইনভেস্টিগেশন ডেটা সাপ্রেশন দিয়ে ম্যানেজ করা গেছে। এবার কোরোনায় একই গেমপ্ল্যান।"

    অবশ্যই জানতে চাইব কোন ডেটা সাপ্রেসড হয়েছে? কিকরে এত বড় ডেটা ম্যুলারের চোখ এড়িয়ে গেল? এ তো সাংঘাতিক ব্যাপার! দেশের সিকিউরিটি এর সঙ্গে জড়িত। এত বড় ওভারসাইট ম্যুলারের হল কিকরে?
  • দ্রি | 172.68.174.39 | ০৯ এপ্রিল ২০২০ ০০:১৮730490
  • "https://readsludge.com/2020/04/06/pharma-funded-group-run-by-a-top-trump-donor-is-promoting-malaria-drug-to-the-president/"

    কিন্তু এই ম্যালেরিয়ার ড্রাগ প্রোমোট করে ট্রাম্প, আর ট্রাম্পের বন্ধুর কটাকা লাহ হবে কে জানে। হাইডক্সিক্লোরোকুইন তো ইন্ডিয়াতে ওভার দা কাউন্টার পাওয়া যেত, এক্কেবারে সস্তা ড্রাগ।

    তার চেয়ে বরং ফাউচি, যিনি গেটস ফাউন্ডেশানের লীডারশিপ কাউন্সিলের মেম্বার, তাঁর এটা আটকানোর ইন্সেন্টিভ বেশী। গেটস ফাউন্ডেশান তো ভ্যাকসিন ডেভালাপমেন্ট ফান্ড করে। এত সস্তার ওষুধ বেরিয়ে গেলে লোকে কি ভ্যাকসিন নেবে? শুনেছি গিলিয়াড হল ওনাদের পেয়ারের কোম্পানী। আম্রিকায় গিলিয়াডের রেমডেসিভির প্রেস্ক্রাইব করা হচ্ছে বেশী। এইচসিকিউ হল সস্তা কম্পিটিটর দ্যাট নোবডি লাইকস।
  • দ্রি | 162.158.107.138 | ০৯ এপ্রিল ২০২০ ০০:২২730491
  • একটা স্টাডিতে দেখা গেছিল,

    Receiving influenza vaccination may increase the risk of other respiratory viruses, a phenomenon known as virus interference.

    https://www.sciencedirect.com/science/article/pii/S0264410X19313647?via%3Dihub

    তার মানে কি ফ্লু ভ্যাকসিন নেওয়া থাকলে করোনার চান্স বেশী?
  • দ্রি | 162.158.107.138 | ০৯ এপ্রিল ২০২০ ০০:৩০730492
  • এইখানে বৃটেনের একটি ফুটেজে দেখা যাচ্ছে করোনাভাইরাসে মুমুর্ষু রোগী বোঝাতে একটি ম্যানেকিনের ব্যবহার করা হয়েছে।



    কিন্তু কেন?
  • দ্রি | 162.158.107.138 | ০৯ এপ্রিল ২০২০ ০০:৩৬730493
  • নিউ য়র্ক টাইমস রিপোর্ট করছে যে কোভিডের ফলে হার্ট আর স্ট্রোকের পেশেন্ট ড্রামাটিকভাবে কমে গেছে।

    What is striking is that many of the emergencies have disappeared. Heart attack and stroke teams, always poised to rush in and save lives, are mostly idle. This is not just at my hospital. My fellow cardiologists have shared with me that their cardiology consultations have shrunk, except those related to Covid-19. In an informal Twitter poll by @angioplastyorg, an online community of cardiologists, almost half of the respondents reported that they are seeing a 40 percent to 60 percent reduction in admissions for heart attacks; about 20 percent reported more than a 60 percent reduction.

    And this is not a phenomenon specific to the United States. Investigators from Spain reported a 40 percent reduction in emergency procedures for heart attacks during the last week of March compared with the period just before the pandemic hit.

    https://www.nytimes.com/2020/04/06/well/live/coronavirus-doctors-hospitals-emergency-care-heart-attack-stroke.html
  • দ্রি | 162.158.107.138 | ০৯ এপ্রিল ২০২০ ০০:৩৯730494
  • জুম কল করে লেঅফ করার প্রথা চালু হল।

    TripActions Inc., a corporate-travel startup based in Palo Alto, Calif. grabbed headlines last week as one of the first companies to enact a significant layoff - nearly 300 employees, or 25% of its staff - over Zoom. Ariel Cohen, the co-founder and chief executive, says there is no good way to let people go. He worried that talking to employees individually would create a situation where the sad news spread quickly and created anxiety before management could reach everyone.

    https://www.zerohedge.com/geopolitical/millions-workers-fired-over-zoom-remote-layoffs-become-part-americas-new-normal
  • দীপাঞ্জন | 172.69.23.56 | ০৯ এপ্রিল ২০২০ ১৫:০২730503
  • বিল্লু বাদশাহ মুখ ফস্কে বলে ফেলেছে যে আমরা চাই না অনেক মানুষ করোনা থেকে রিকোভার করুক । কারণ এন্টিবডি হয়ে গেলে আর ভ্যাকসিন বিক্রি হবে না । ম্যাসিভ স্কেলে টেস্ট আটকানোরও সেটাই কারণ, টেস্ট করলে বোঝা যাবে কাদের ইমিউনিটি হয়ে গেছে অলরেডি । বিল্লু ১ বিলিয়ন ঢালছে, অন্তত ১০ বিলিয়ন তুলবে । মাইক্রোসফট ছেড়ে এই করবে এখন । আগে সফ্টওয়্যার ভাইরাস লিখে আন্টি-ভাইরাস বিক্রি করতো । এখন ফেক ভাইরাসের ফেক ভ্যাকসিন বানাবে । তারপর ডিজিটাল ইমমুনিজশন প্রুফ বানিয়ে ফুল স্টেট্ সার্ভিলেন্স - ডিপ স্টেট্ কে রাগিয়ে দিলেই "নো সুপ্ ফর ইউ"

    https://off-guardian.org/2020/04/04/did-bill-gates-just-reveal-the-reason-behind-the-lock-downs/
  • sm | 162.158.166.54 | ০৯ এপ্রিল ২০২০ ১৫:৫৯730504
  • এই ভদ্রলোক টিকে তো আন্তরিক ভাবে শ্রদ্ধা করতাম।সেটি ম্যালেরিয়া ভ্যাকসিন বা হেইচ আই ভি নিয়ে ওনাদের অনুদান এর জন্য।
    অনেকেই তাই মনে করে।
    দৃ সাহেব দেখছি ধারণা পাল্টে দিতেছেন --))
  • S | 162.158.107.138 | ০৯ এপ্রিল ২০২০ ১৬:২৮730505
  • এটা একটা কনস্পিরেসি নিউজ আউটলেট।

    ইন্তারভিউটা দেখতে হবে। নীচে লিন্ক দিলাম যেখানে প্রশ্ন আর তার পর উত্তরটা রয়েছে। অন্যের মুখের কথা আর একটা ফালতু লিন্ক দেখার থেকে নিজে দেখে নিতে পারে।

    প্রশ্ন করা হয়েছিল যে যারা সুস্থ হয়ে উঠছে (ইমিউনড), তারা ব্লাড-্সিরাম ডোনেশান করতে পারে বা কমিউনিটি হেল্থ ওয়ার্কার হয়ে অন্যদের সাহায্য করতে পারে (ওরাভহোয়েল্মড হেলথকেয়ার সিস্টেমকে রিলিফ দেওয়ার জন্য)।

    গেটস যেটা বলেছে তা হল যে আমরা চাইনা যে বেশি রিকভারড পিপল হোক। শাটডাউনের মাধ্যমে ইনফেকটেড কেস কম রাখতে চাই। এর মানে হল বেশি লোক ইনফেক্টেড হল, আর তার পরে প্রচুর লোক রিকভার্ড হল যাদের সিরাম আর সার্ভিস ব্যবহার করা হল - এটা চায় না।

  • S | 162.158.107.138 | ০৯ এপ্রিল ২০২০ ১৬:৩৭730506
  • ১ বিলিয়ন ডলার দিয়েছে বিল আর মেলিন্ডা গেটস যেটা রেজিস্টার্ড নন প্রফিট। এই ফাউন্ডেশানের চার্টারে আছে যে দুই গেটসের মৃত্যুর ২০ বছরের মধ্যেই সব ফান্ড খরচ করে ফেলতে হবে।

    এই ডোনেশানের একটা বড় অংশ যাচ্ছে ইউনিভার্সিটি গুলোতে - University of Washington School of Medicine, NYU’s School of Medicine, University of Oxford.
    এগুলোর থেকে রিটার্ণ পাওয়া যায় না। তার জন্য পেটেন্ট কিনতে হয় আলাদা করে।
  • PM | 172.69.33.252 | ০৯ এপ্রিল ২০২০ ২০:৪০730509
  • দ্রি আর দীপাঞ্জন কি এক ই মানুষ না আলাদা?
  • sm | 172.69.134.188 | ০৯ এপ্রিল ২০২০ ২০:৫৮730510
  • বেশি লোক রিকোভার করুক,চাইছে না কেন? প্লাজমা থেরাপি একটি বহু পুরোনো পদ্ধতি।
    এটি অ্যাডভান্সড মেডিকেল ফেসিলিটি ও ট্রিটমেন্ট এর এড অন বলা যেতে পারে।
    অর্থাৎ একটু বেশি সিক পেশেন্ট দের কনভালেসেন্ট প্লাজমা দেবো।
    আধুনিক যন্ত্র পাতি অর্থাৎ ভালো ফিল্ট্রেশন মেশিন ও স্টেরিলাইজেশ ন পদ্ধতি ব্যবহার করে আদার ইনফেকশন ট্রান্সমিট করার চান্স খুব কম করিয়ে নেওয়া যায়।
    যাই হোক মূল উদ্দেশ্য হলো, রিকভার্ড পপুলেশন নির্ভয়ে আউট ডোর এর কাজকর্ম করতে পারবে,ইকোনমি ও স্বাস্থ্য ব্যবস্থা কে চালু রাখতে পারবে।
    ইতিমধ্যে ভ্যাকসিন বাজারে এসে গেলে,গণ হারে ভ্যাকসিন নিয়ে নেবে লোকজন।
    গেটস ভয় পাচ্ছে, রিকভার্ড জনতা প্রচুর বেশি হয়ে গেলে,ভ্যাকসিন বিক্রি কমে যেতে পারে।
    দুই,অতিরিক্ত লক ডাউন করলে,একটা বিরাট অংশ আন ইন ফেকটেড থেকে যাবে।
    ভবিষ্যতে সেই পকেটে ইনফেকশন ছড়াতে পারে।
    এখন যেমন দক্ষিণ ইতালিতে হচ্ছে।
    অন্য দিকে লক ডাউন সার্বিক ভাবে না গেলে,ব্রিটেন,ফ্রান্স,আমেরিকার মতন সিচুয়েশন হয়ে যাবে। খুব ঘোরালো অবস্থা!যাকে বলে, পরিস্থিতি!
  • S | 108.162.246.124 | ০৯ এপ্রিল ২০২০ ২১:২১730511
  • রিকভার্ড জনতা বেশি হতে গেলে আগে ইনফেক্টেড জনতা বেশি হতে হবে। সেটা চাইছে না।
  • sm | 172.69.134.92 | ০৯ এপ্রিল ২০২০ ২১:৫৭730512
  • একদম খাঁটি কথা।কারণ এই রোগের ইনফেকশন ছড়ানোর ক্ষমতা অত্যন্ত বেশি।
    সমগ্র পপুলেশন এর 1 পার্সেন্ট লোকও যদি,সিভিয়ার কোভিড 19 এ আক্রান্ত হলে,সংখ্যা টা আমেরিকার ক্ষেত্রে 30 লাখ হবে।মৃত্যুর সংখ্যা কয়েক লাখ ছাড়িয়ে যাবে।
    এবং হবে খুব শর্ট স্প্যান অফ টাইম এর মধ্যে।যেটা একেবারেই কাম্য নয়।
    সেটাই লক ডাউনের পক্ষে সবচে গ্রহণ যোগ্য যুক্তি।
    অন্য দিকে কম্যুনিটি থেকে ব্যাপক হারে টেস্ট করিয়ে যদি কয়েক লাখ রিকভার্ড পেশেন্ট (জনতা) জোগাড় করতে পারি।
    তারা ইকোনমি সচল রাখবে।তাঁদের প্লাজমা ইউজ করে মর্টালিটি সংখ্যা প্রচুর কমানোর সম্ভাবনা আছে।
    আমার মনে হয়,পুরো আম্রিকার পপুলেশন এর সেরোলোজি ও pcr টেস্ট করলে,আক্রান্তের সংখ্যা মিলিয়ন ছড়িয়ে যাবে; এই মুহূর্তে।
    এটাই ব্যাপক হারে টেস্ট করার স্বপক্ষে যুক্তি।
    জার্মানি তে যেটা করছে।
    একসঙ্গে দশ জনের পুল টেস্ট স্যাম্পল নিয়ে টেস্ট করছে।সবার নেগেটিভ এলে ঠিক আছে।
    একটি টেস্ট এর রিপোর্ট নেগেটিভ এলে,ওই দশ জনের পুনরায় ইন্ডিভিজুয়াল ভাবে টেস্ট করানো হচ্ছে।
    এতে করে সময় ও খরচ দুটোই বাঁচছে।
  • sm | 172.68.146.199 | ০৯ এপ্রিল ২০২০ ২২:৪৫730513
  • #একটি টেস্ট রিপোর্ট পজিটিভ এলে।
  • দ্রি | 141.101.76.81 | ১০ এপ্রিল ২০২০ ০০:৫৯730514
  • মডার্না কোভিড ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল শুরু করে দিয়েছে।

    A human clinical trial of a potential vaccine for the new coronavirus will begin on Monday, the AP reports. The trial, which will test the effects of an experimental vaccine shot developed by the National Institutes of Health and drug maker Moderna, won’t make use of either an active or inactive sample of the virus, as is common for vaccines, but will instead use a gene-based method that uses messenger RNA to trigger an immune response in the target individual.

    https://techcrunch.com/2020/03/16/first-clinical-human-trial-of-potential-coronavirus-vaccine-set-to-start-monday/

    ২০১৬ য় এই মডার্নাই গেটস ফাউন্ডেশান থেকে ২০ মিলিয়ান পেয়েছিল।

    The Bill & Melinda Gates Foundation has announced a $20-million grant to Moderna to advance the development of an affordable mRNA-based cocktail of antibody therapeutics to help prevent human immunodeficiency virus (HIV) infection.
    ...
    The initial $20 million provided by the Gates Foundation grant could be just a fraction of a longer-term contribution. The Gates Foundation and Moderna have reached an agreement that could eventually lead to another $80 million in grants from the foundation. Bancel says that the additional funding could be used to advance the HIV antibody program if Phase 1 studies are successful, or it could also be used to launch new programs focused on developing mRNA-based antibody treatments for other infectious diseases.

    http://www.ddn-news.com/index.php?newsarticle=10450
  • দ্রি | 162.158.107.194 | ১০ এপ্রিল ২০২০ ০১:০৫730515
  • আরেকটি গেটস ফাউন্ডেশান ব্যাকড কোম্পানি ইনোভিও কোভিড ভ্যাকসিনের হিউম্যান ট্রয়াল শুরু করল।

    A new COVID-19 vaccine candidate is entering Phase 1 clinical human testing today, after the U.S. Food and Drug Administration (FDA) accepted an application from Inovio Pharmaceuticals under the regulator’s Investigational New Drug program. Inovio plans to inject its first volunteer test subject with the INO-4800 DNA vaccine candidate it has developed, following promising results from preclinical studies performed on animals that did indicate increased immune response.
    ...
    novio has been able to scale up quickly, developing and producing “thousands of doses” of INO-4800 in just a few short weeks in order to support its Phase 1 and Phase 2 trials. The company has done so in part thanks to backing from the Bill and Melinda Gates Foundation, as well as funding from other nonprofits and organizations. If clinical trials are successful, Inovio says it will be able to have up to one million doses of the vaccine ready by the end of the year, for use both in additional trials and for potential emergency use pending authorization.

    https://techcrunch.com/2020/04/06/a-second-potential-covid-19-vaccine-backed-by-bill-and-melinda-gates-is-entering-human-testing/
  • দ্রি | 162.158.107.150 | ১০ এপ্রিল ২০২০ ০১:০৬730516
  • আচ্ছা এরা এত তাড়াতাড়ি প্রিক্লিনিকাল শেষ করল কিকরে?
  • ar | 162.158.63.155 | ১০ এপ্রিল ২০২০ ০৬:৩৩730518
  • আরেকটা ভ্যাকসিন ট্রায়াল শুরু হল।

    "One is named as Ad5-nCoV developed by the Chinese Institute of Biotechnology of the Academy of Military Medical Sciences and Tianjin Cansino Biotechnology Inc."

    https://www.ncbi.nlm.nih.gov/pubmed/32234130
  • দীপাঞ্জন | 172.68.141.189 | ১০ এপ্রিল ২০২০ ১৪:৫৬730526
  • "ফিয়ার ইস এ গ্রেট ওয়ে টু কন্ট্রোল পিপল" - মিনেসোটার সেনেটর এবং ডক্টর জেনসেন । (মিনেসোটার লোকাল চ্যানেল KX4 সাক্ষাৎকার)

    ওনাকে স্টেট্ হেলথ ডিপার্টমেন্ট-এর নির্দেশ যে নিউমোনিয়া বা ফ্লু সিম্পটম নিয়ে মারা গেলে টেস্ট না করেই COVID লিখে দিতে ডেথ সার্টিফিকেটে । সাত পাতার ডকুমেন্ট পাঠানো হয়েছে । এই প্রথম কোনো গভর্নমেন্ট ডিপার্টমেন্ট ডাক্তারদের কিভাবে ডেথ সাটিফিকেট লিখতে হবে শেখাচ্ছে ।


    Interview with Dr. Jensen - death certificate

  • দীপাঞ্জন | 172.68.141.189 | ১০ এপ্রিল ২০২০ ১৪:৫৭730527
  • দীপাঞ্জন | 172.68.142.244 | ১০ এপ্রিল ২০২০ ১৫:১৭730528
  • In cases where a definite diagnosis of COVID–19 cannot
    be made, but it is suspected or likely (e.g., the circumstances
    are compelling within a reasonable degree of certainty), it
    is acceptable to report COVID–19 on a death certificate as
    “probable” or “presumed.” In these instances, certifiers should
    use their best clinical judgement in determining if a COVID–19
    infection was likely. However, please note that testing for
    COVID–19 should be conducted whenever possible.CDC guidance

  • দীপাঞ্জন | 172.69.22.7 | ১১ এপ্রিল ২০২০ ১২:৪৭730548
  • The first documentary movie on CCP virus, Tracking Down the Origin of the Wuhan Coronavirus
  • দ্রি | 172.68.189.192 | ১১ এপ্রিল ২০২০ ২৩:১৯730555
  • থেরাপিউটিক অ্যাকসিলারেটর (ফান্ডেড বায় গেটস ফাউন্ডেশান) হাইড্রক্সিক্লোরোকুইনের ট্রায়াল শুরু করল।

    Today, the partners in the COVID-19 Therapeutics Accelerator announced grants of $20 million to three institutions—the University of Washington, University of Oxford, and La Jolla Institute for Immunology—to fund clinical trials in order to identify highly potent immunotherapies for the COVID-19 pandemic. These grants mark the first investments to come from the COVID-19 Therapeutics Accelerator, a large-scale initiative launched by the Bill & Melinda Gates Foundation, Wellcome, and Mastercard to speed the development of and access to therapies for COVID-19.
    ...
    Two of the newly announced trials will fund an investigation of two well-established drugs, hydroxychloroquine and chloroquine, that have known antiviral properties. These drugs have been used to treat malaria and a variety of rheumatological conditions for more than 50 years. The trials aim to determine whether the drugs are effective as pre- and post-exposure preventive therapy for COVID-19. While these drugs both show initial promise, rigorous scientific evidence is needed to make decisions on how, where and within which populations to use them in this pandemic.

    https://www.gatesfoundation.org/Media-Center/Press-Releases/2020/03/COVID-19-Therapeutics-Accelerator-Awards-$20-Million-in-Initial-Grants-to-Fund-Clinical-Trials

    ভালো। তবে যেহেতু একটু কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট দেখতে পাচ্ছি, আরো ইন্ডিপেন্ডেন্ট অফ গেটস মানি স্টাডি হলে ভালো হত।
  • দ্রি | 108.162.245.249 | ১১ এপ্রিল ২০২০ ২৩:২২730556
  • অন্যদিকে এনাইএইচ রেমডিসিভিরের ক্লিনিকাল ট্রায়াল শুরু করল।

    https://www.nih.gov/news-events/news-releases/nih-clinical-trial-remdesivir-treat-covid-19-begins

    এগুলোর ইউরোপিয়ান, চাইনীজ, ইন্ডিয়ান স্টাডিও হওয়া উচিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ প্রতিক্রিয়া দিন